Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ এপ্রিল ২০১৮

তথ্যবিবরণী 19.04.2018

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৫৪
 
দেশের প্রয়োজন সৎ ব্যবসায়ী উদ্যোক্তা
                            --- তথ্যমন্ত্রী
 
ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল) :
দেশকে এগিয়ে নিতে সৎ ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বড় প্রয়োজন, বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 
আজ রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি’র পুষ্পগুচ্ছ হলে আব্দুল মোনেম লিমিটেড আয়োজিত তিনদিনব্যাপী আইসক্রিম উৎসব ‘ইগলু আইস ফেস্ট’ উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। আয়োজক সংস্থার উপ-ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মাইন উদ্দিন মোনেম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সূচনা বক্তব্য দেন ইগলু আইসক্রিমের প্রধান নির্বাহী কামরুল ইসলাম। 
মন্ত্রী তার বক্তব্যে আয়োজক সংস্থা প্রধান আব্দুল মোনেমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তার মতো  দেশবরেণ্য শিল্পউদ্যোক্তা এবং সৎ বিনিয়োগকারী ব্যবসায়ীরা দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে ভূমিকা রেখে চলেছেন, তা অনুসরণীয়।’ দেশের উন্নয়নের সাথে সাথে ভোক্তাগোষ্ঠীর যে উত্থান ঘটছে, তাদের রুচি ও চাহিদার সাথে সামঞ্জস্য রেখে উৎপাদন বৃদ্ধিতে যে নূতন নূতন কলকারখানা গড়ে উঠছে, সেখানে সৎ উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের অবদান দেশকে আরো সমৃদ্ধ করবে, বলেন তিনি।     
হাসানুল হক ইনু এসময় রাজনীতির প্রসঙ্গে আইসক্রিমের উদাহরণ টেনে বলেন,  দেশে রাজনীতির আইসক্রিম ক্রমেই সুস্বাদু হয়ে উঠছে, কারণ অন্তর্ঘাত-নাশকতার পথ ক্রমেই বন্ধ হয়ে যাচ্ছে এবং গণতন্ত্রের সুফলপ্রাপ্তি ক্রমেই ব্যাপকতর হচ্ছে। 
১৭ এপ্রিল মুজিবনগর দিবসের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আজ দেশের কারখানাগুলোতেই উন্নতমানের ভোগ্যপণ্য উৎপাদন সম্ভব হচ্ছে। ইগলুরই রয়েছে ৯৫ ধরনের আইসক্রিম, ফলে আইসক্রিম কোনো বিলাসী পণ্য নয়, বরং তা রয়েছে সকলের নাগালের মধ্যে।’ 
শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এ উৎসবে হরেকরকম আইসক্রিমের পাশাপাশি শিল্পী শাফিন আহমেদ, মিলা ও মিনার একক সংগীত এবং ওয়ারফেজ, ভাইকিংস ও আর্টসেল পরিবেশন করছে ব্যান্ডসংগীত। 
#
 
আকরাম/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/২০৪০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৫৩
 
বাংলাদেশ ইউরোপের বিপণন হাব হতে পারে
                           --- বিদ্যুৎ প্রতিমন্ত্রী         
 
বার্লিন, (১৯ এপ্রিল) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশ জার্মানিসহ ইউরোপের বিপণন হাব হতে পারে। এক্ষেত্রে সস্তা শ্রম এবং রাজনৈতিক কমিটমেন্ট এই বাজার সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।   
প্রতিমন্ত্রী গতকাল জার্মানির বার্লিনে ৩ৎফ এবৎসধহ-অংরধ ইঁংরহবংং উরধষড়ঁমব-এ এসব কথা বলেন। তিনি মুক্তবাণিজ্য ও লিবারেল ওয়ার্ল্ড অর্ডারের প্রেক্ষিতে ব্যবসায় আইনের অবদান নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপট আলোচনা করেন। এসময় বাংলাদেশের সাথে জার্মানির ব্যবসার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরে বলেন, বাংলাদেশে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা যেতে পারে। উৎপাদন, সঞ্চালন ও বিতরণ সকল শাখায় উন্নত প্রযুক্তির ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। এই সংলাপ থেকে ফলপ্রসূভাবে এ চাহিদা পূরণ করা যেতে পারে। তিনি আশা প্রকাশ করে বলেন, এখান থেকে একটি প্লাটফরম তৈরি হবে যা জার্মানি ও এশিয়ার কোম্পানিগুলোর মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করবে এবং সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও কূটনৈতিক ব্যক্তিদের সাথে সমন্বয় সহজতর করবে।   
এর পূর্বে প্রতিমন্ত্রী জার্মান সংসদ সদস্য মার্ক হপম্যানের (গধৎশ ঐধঁঢ়ঃসধহহ) এর সাথে দ্বিপাক্ষিক সভায় বিনিয়োগ, জ্বালানি ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করেন। তারা উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংরক্ষণের জন্য যোগযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এ সময় জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত ইমতিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।   
৩ৎফ এবৎসধহ-অংরধ ইঁংরহবংং উরধষড়ঁমব-এ অন্যান্যের মাঝে জার্মানিতে নিযুক্ত সিংগাপুরের রাষ্ট্রদূত লাউরেন্স বে (খধঁৎবহপব ইধু), জার্মানিতে নিযুক্ত তাইওয়ানের প্রতিনিধি প্রফেসর ড. ঝি-উই-সিচ  (চৎড়ভ. উৎ. ঔযু-ডবু-ঝযরপয) এবং ডিআইএইচকে-এর উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ভোলকার ট্রেয়ার (উৎ.ঠড়ষশবৎ ঞৎবরবৎ) বক্তব্য দেন। 
#
 
আসলাম/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৮/২০৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৫২
 
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে
                                 --- ত্রাণমন্ত্রী
 
 
মতলব উত্তর (চাঁদপুর), ৬ বৈশাখ (১৯ এপ্রিল) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, উন্নত দেশ না হওয়া পর্যন্ত উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ নিজ অর্থেই বাজেট পরিকল্পনা করবে। বিদেশের লোকজন বাংলাদেশে এসে চাকুরি খুজবে।
মন্ত্রী আজ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় সরকারের বিগত চার বছরের উন্নয়ন কর্মকা- নিয়ে আয়োজিত উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।
ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী পরিকল্পনায় দেশব্যাপী বিদ্যুতায়নের ফলে দেশের মানুষের জীবনধারা বদলে গেছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার ফলে গ্রামে বসেই জনগণ সরকারি সকল সেবা গ্রহণের পাশাপাশি দেশ বিদেশের খবর ও তথ্য জানতে পারছে। উন্নয়ন কর্মকা- জনগণের নিকট তুলে ধরার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান পাটোয়ারি, যুবলীগ নেতা সাজেদুল হোসেন দীপু, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু, ভাইস চেয়ারম্যান আরিফুল হক ইমন, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি এম এ কুদ্দুসসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সমাবেশে বক্তব্য রাখেন।
#
 
ওমর ফারুক/মাহমুদ/সেলিম/পারভেজ/জয়নুল/২০১৮/১৯০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৫১
 
উৎসবকেন্দ্রিক পর্যটন স্পট গড়ে তোলা সময়ের দাবি 
                                         ---  পর্যটনমন্ত্রী
 
ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল) :
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, পহেলা বৈশাখ, ঈদসহ বিভিন্ন উৎসবকেন্দ্রিক পর্যটন স্পট গড়ে তোলা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। অমিত সম্ভাবনার পর্যটন শিল্পে সংশ্লিষ্টদের এ লক্ষ্যে কাজ করা দরকার। তিনি বলেন, বাংলাদেশ পর্যটন শিল্প বিকাশের ঊর্বর ক্ষেত্র। যদি ভালভাবে চাষাবাদ করা যায়  তাহলে অবশ্যই ভাল ফল পাওয়া যাবে।
মন্ত্রী আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
টোয়াব সভাপতি তৌফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রীংলা, নেপালের রাষ্ট্রদূত অধ্যাপক চকলাল ঘোষাল, মালদ্বীপের রাষ্ট্রদূত আয়েশা শান শাকির, ভিয়েতনামের রাষ্ট্রদূত তান বেন কো, বাংলাদেশ পর্যটন বোর্ডের সিইও ড. নাসির উদ্দিন, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আকতারুজ্জামান খান কবির এবং আ্যাসোসিয়েশন অভ্ ট্রাভেল এজেন্ট বাংলাদেশ (আটাব) এর সভাপতি মঞ্জুর মোর্শেদ।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অভ্ বাংলাদেশ (টোয়াব) এর আয়োজনে এ মেলা চলবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত। মেলায় ১০টি প্যাভিলিয়ন, ১৮টি মিনি প্যাভিলিয়নসহ ১৬০টি স্টল রয়েছে। এতে ভুটান, নেপাল, থাইল্যান্ড, চীন, কম্বোডিয়া, শ্রীলংকা, মালদ্বীপ, ভিয়েতনাম, দুবাই এবং ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কাশ্মির ও ত্রিপুরা রাজ্য অংশগ্রহণ করছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। এ মেলা সবার জন্য উন্মুক্ত।
#
 
তুহিন/মাহমুদ/সেলিম/পারভেজ/জয়নুল/২০১৮/১৮৩৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৫০
 
পাঁচটি বিলে রাষ্ট্রপতির সম্মতি
 
ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল) :
রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত পাঁচটি বিলে আজ সম্মতি জ্ঞাপন করেছেন। 
বিলসমূহ হলো- বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (সংশোধন) বিল, ২০১৮; বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল, ২০১৮; খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল, ২০১৮; গাজীপুর মহানগরী পুলিশ বিল, ২০১৮ এবং রংপুর মহানগরী পুলিশ বিল, ২০১৮।
#
 
হুদা/মাহমুদ/সেলিম/রফিকুল/জয়নুল/২০১৮/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৪৯
 
বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস পালিত হলো কলকাতায়
কলকাতা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল) :     
স্বাধীন বাংলাদেশের পতাকা দেশের বাইরে ১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতার মিশন অফিসে প্রথম উত্তোলিত হয়েছিল। ১৮ এপ্রিল সে দিনটিকে স্মরণ করে কলকাতার উপ-হাইকমিশন অফিসে পতাকা উত্তোলন করা হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৭ এপ্রিল কুষ্টিয়ার বৈদ্যনাথ তলায় (বর্তমান মুজিবনগর) বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়ার পরদিনই কলকাতায় পাকিস্তানের মিশন বাংলাদেশ মিশন হিসেবে আত্মপ্রকাশ করেছিল।        
১৮ এপ্রিল বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে কর্মকর্তাবৃন্দ কলকাতাস্থ উপ-হাইকমিশনের প্রাঙ্গণে চারদিকে প্রদক্ষিণ করে। পতাকা উত্তোলন করেন কলকাতায় নিযুক্ত উপ-হাইকমিশনার তৌফিক হাসান।
তৌফিক হাসান বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল সাধারণ জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়। বঙ্গবন্ধুর দিক নির্দেশনায় দেশের মানুষ এক হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নাম স্থান করে নিয়েছে। তিনি বলেন, ১৯৭১ সালের ১৮ এপ্রিলের পতাকা উত্তোলনের এ ঘটনার পর বিশ্ববাসীর দৃষ্টি পড়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর। কলকাতা মিশনকে অনুসরণ করে বহির্বিশ্বে আরো কয়েকটি মিশনে পতাকা উত্তোলন করা হয়েছিল। এ সংবাদটি ১৯৭১ সালের ১৯ এপ্রিল কলকাতার সকল পত্রিকায় প্রকাশিত হয়েছিল বলে উপ-হাইকমিশনার উল্লেখ করেন।
#
 
মোফাকখারুল/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৫৫৬ ঘণ্টা
                                           
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২৪৮ 
 
২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস
 
ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল) :
সরকার ২৮ এপ্রিলকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ ঘোষণা করেছে। দিবসটি সারাদেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জাতীয় আইনগত সহায়তা দিবস ২০১৮ এর প্রতিপাদ্য হচ্ছে :‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ।’ 
 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারী করেছে। 
#
তৈয়বুল/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৫৩০ ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৪৭ 
বিসিকের বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে আমু
মৌলভীবাজারে আগর শিল্পপার্ক স্থাপন করা হবে 
ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল) :
মৌলভীবাজারে একটি ‘আগর শিল্পপার্ক’ স্থাপন করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, রপ্তানি বাজারে আগর শিল্পের বিশাল সম্ভাবনা কাজে লাগাতে এ পার্ক স্থাপন করা হবে। এ উদ্যোগ বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে। 
 বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) দু’দিন ব্যাপী বার্ষিক সম্মেলন-২০১৮ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর উত্তরায় অবস্থিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রশিক্ষণ ইন্সটিটিউট (স্কিটি) মিলনায়তনে আজ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিল্পমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে সবুজ শিল্পায়নের ধারা জোরদারের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে সবাইকে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার সুষম অর্থনৈতিক উন্নয়নের জন্য এলাকাভিত্তিক কাঁচামাল ও সম্ভাবনা কাজে লাগানোর নীতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। এসব অর্থনৈতিক অঞ্চলের মধ্যে যেখানে বিসিক শিল্পনগরী নেই, সেখানে বিসিক শিল্পনগরীর জন্য আলাদা জায়গা বরাদ্দ দেয়া হবে। ফলে এলাকাভিত্তিক ক্ষুদ্র ও কুটির শিল্পায়ন কার্যক্রম জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
আমির হোসেন আমু বলেন, অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও বর্তমান সরকার হাজারিবাগ থেকে সাভার চামড়া শিল্পনগরীতে ট্যানারি স্থানান্তরে সক্ষম হয়েছে। এটি বর্তমান সরকারের একটি বড় অর্জন। বাংলাদেশের চামড়াশিল্প নিয়ে নেতিবাচক প্রচারণার পরও এ খাতে রপ্তানি বাড়ছে। পাদুকা উৎপাদনে বাংলাদেশ ইতিমধ্যে বিশ্বে অষ্টম স্থান দখল করেছে। ভবিষ্যতে চামড়া শিল্পখাতে রপ্তানির পরিমাণ তৈরি পোশাক শিল্পখাতকে ছাড়িয়ে যাবে। তিনি ওষুধ, প্লাস্টিক, হালকা প্রকৌশল এবং কেমিক্যাল শিল্পখাতের উন্নয়নে গৃহীত প্রকল্প দ্রুত বাস্তবায়নে তৎপর হতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তাগিদ দেন। প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হবে বলে তিনি সতর্ক করেন।  
উল্লেখ্য, দু’দিন ব্যাপী আয়োজিত এ সম্মেলনে বিসিকের মাঠ পর্যায়ের দুই শতাধিক কর্মকর্তা অংশ নিচ্ছেন। তারা সম্মেলনের বিভিন্ন অধিবেশনে শিল্পনগরীভিত্তিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে বিসিকের কার্যক্রম গতিশীল করার কৌশল প্রণয়ন করবেন। এর ফলে দেশব্যাপী টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়নের ধারা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহঃ ইফতিখারের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পসচিব মোহাম্মদ আব্দুুল্লাহ্, অতিরিক্ত সচিব বেগম পরাগ ও বিসিকের পরিচালক জীবন কুমার চৌধুরী বক্তব্য রাখেন। 
#
জলিল/অনসূয়া/আশরোফা/সুবর্ণা/আসমা/২০১৮/১৪৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৪৬
 
টেকসই উন্নয়ন অভীষ্ট-১৫ অর্জনে সমন্বিত কর্ম পরিকল্পনা প্রয়োজন
                                            - পরিবেশ ও বন মন্ত্রী
ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল) :                                                     
 
পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, টেকসই উন্নয়ন অভীষ্ট-১৫ অর্জনে সমন্বিত কর্মপরিকল্পনা প্রয়োজন। আজ বন অধিদপ্তরে টেকসই উন্নয়ন অভীষ্ট-১৫ অর্জনে সমন্বিত কর্মপরিকল্পনা বিষয়ক এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ ইতিমধ্যে অনেক দূর অগ্রসর হয়েছে বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, জাতিসংঘ আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি ধরে রাখতে হলে আমাদের ২০২১ সাল পর্যন্ত উন্নয়নের সবগুলো সূচক ধরে রাখতে হবে।
 
মন্ত্রী বলেন, বিশে^র তাপমাত্রা বৃদ্ধির জন্য উন্নত দেশসমূহ দায়ী। ভৌগোলিক অবস্থানগত কারণে আমরা জলবায়ু ঝুঁকিতে আছি। কিন্তু আমাদের অর্থনীতিকে উন্নত করতে হলে অবশ্যই উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে হবে পরিবেশ রক্ষা করে। আমাদের মাটি, বায়ু ও পানিকে দূষণমুক্ত রেখে উন্নয়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চাই।
 
পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
 
#
 
মারুফ/অনসূয়া/আশরোফা/সুবর্ণা/শামীম/২০১৮/১৫০৭ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৪৫
 
এক মাসের মধ্যে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসাসেবা শুরু 
                                        -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল) :
আগামী এক মাসের মধ্যে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসাসেবা শুরু হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ পাবনা জেলার সুজানগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, উপজেলা ও জেলা স্বাস্থ্যকমপ্লেক্স এবং ঢাকার বিশেষায়িত হাসপাতালসমূহে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অর্থ বরাদ্দ করবে। হাসপাতাল কর্তৃপক্ষ সেখান থেকে মুক্তিযোদ্ধাদের যাবতীয় চিকিৎসাব্যয় মেটাবে। প্রতিটি হাসপাতালে একটি কমিটি মুক্তিযোদ্ধাদের চিকিৎসাকার্যক্রম মনিটর করবে।
মন্ত্রী আরো বলেন, বর্তমানে মুক্তিযোদ্ধারা ঈদুল ফিতর ও ঈদুল আজহার দুটি উৎসবভাতা পেয়ে থাকেন। আগামী বাজেটের পর জুলাই থেকে ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ ও পহেলা বৈশাখের উৎসবভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ লক্ষ্যে কাজ করছে।
সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে সংসদসদস্য খন্দকার আজিজুল হক আরজু, স্কয়ার টয়লেট্রিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা জেলা প্রশাসক জসীম উদ্দীন, পুলিশ সুপার জিহাদুল কবিরসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
 
#
 
মারুফ/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৪৪১ ঘণ্টা
Todays handout (6).docx