Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জুলাই ২০২৪

তথ্যবিবরণী ২৭ জুলাই ২০২৪

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ২৮২  

সরকার প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বদ্ধপরিকর

                                              -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

 

ঢাকা, ১২ শ্রাবণ ( ২৭ জুলাই):

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কোটা আন্দোলনের সাথে সংহতি দেখাতে গিয়ে সেই দেশগুলোতে অনেকেই আইনের আওতায় এসেছেন এবং সাজাপ্রাপ্ত হয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকার তাদের ব্যাপারে খুবই উদ্বিগ্ন। এই বিষয় ঘিরে আমাদের অন্যান্য প্রবাসীরা যেনো আর কোনো সমস্যার সম্মুখীন না হন সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দূতাবাসগুলো কাজ করছে। সরকার প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বদ্ধপরিকর।

#

ইফতেখার/সায়েম/সঞ্জীব/শামীম/২০২৪/২০১৫ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                                          নম্বর:  ২৮১

 

অ্যাপিলেট ডিভিশনের রায়ের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই

    --গণপূর্তমন্ত্রী

ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই):

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন সরকারি চাকরিতে কোটা পুনর্বিন্যাস করে রায় দিয়েছে। সে অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরপর কোটা সংস্কার আন্দোলন তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আর কোনো যৌক্তিকতা নেই।

আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে পাক্ষিক মত ও পথ এর আয়োজনে ‘সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সুযোগে বিএনপি-জামায়াতের সন্ত্রাস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন হয়েছে তা নিশ্চয় কিছু ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা, তাদের সন্তান ও নাতি-নাতনির জন্য সংরক্ষিত ৩০ শতাংশ কোটা কখনোই পূরণ হয়নি। বাস্তবে এটা ৭-৮ শতাংশ এর বেশি হয়নি। এই সাত-আট শতাংশ কোটা পূরণকারী প্রতিযোগীরা প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভায় নিজস্ব যোগ্যতার বলে উত্তীর্ণ হয়েছে। এরপরে এসেছে কোটার প্রশ্ন। তথাকথিত আন্দোলনকারীরা এসব বিষয়ে না বুঝেই আন্দোলনে মাঠে নেমেছে।

মন্ত্রী আরো বলেন, তারা প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে নিজেদেরকে রাজাকার আখ্যায়িত করেছে। ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের চেতনা বিরোধী তাদের এই স্লোগান সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। তাদেরকে বুঝতে হবে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার পরিপন্থী কোনো কার্যকলাপ দেশের মানুষ সহ্য করবে না।

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এবং সুশীল সমাজের কতিপয় সদস্যের নেতিবাচক বিবৃতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, যারা জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে কাজ করেছে, সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যারা পিটিয়েছে, তাদের হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে, সরকারি স্থাপনায় আগুন দিয়েছে তাদের সমালোচনা না করে ওনারা বরং নৈরাজ্য সৃষ্টিকারী, অগ্নিসংযোগকারী আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করছেন। এই সহমর্মিতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বৈষম্যমূলক আচরণ তাদের হীন উদ্দেশ্যকে প্রকাশ করে। তারা যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারা যে স্বাধীনতার আদর্শে অনুপ্রাণিত নয় এতে সেটাই প্রমাণিত হয়।

এই অযৌক্তিক আন্দোলনকে ইস্যু করে সংঘটিত সকল হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, জ্বালাও পোড়াও সবকিছুর সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচার হওয়া উচিত এবং সরকার তা সঠিকভাবে করবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

জ্যেষ্ঠ সাংবাদিক মহসিন হাবিবের সভাপতিত্বে ও সঞ্চালনায় আয়োজিত এ গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য রাখেন আমরা ৭১ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি এবং স্বাধীনতা পরবর্তী ডাকসুর প্রথম জিএস মাহবুব জামান, প্রেস ইনস্টিটিউট অভ্ বাংলাদেশ এর মহাপরিচালক প্রবীণ সাংবাদিক জাফর ওয়াজেদ, সাংবাদিক বিভুরঞ্জন সরকার এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ।

বৈঠকে বিশিষ্ট সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক বুদ্ধিজীবীসহ তিন শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

#

রেজাউল/সায়েম/সঞ্জীব/মোশারফ/রেজাউল/২০২৪/১৯০২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২৮০

 

বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকারি কর্মচারীদের যুগোপযোগী করে গড়ে তুলতে হবে

                                                                                  ---জনপ্রশাসন মন্ত্রী

 

ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই):

 

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকারি কর্মচারীদের যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। এজন্য তাদেরকে তথ্য-প্রযুক্তি ব্যবহারে আরো দক্ষ হতে হবে।

আজ বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৪ উপলক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত ‘বৈশ্বিক সংকটের আবহে জনসেবায় উদ্ভাবন চর্চা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে মন্ত্রী একথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে প্রয়োজন স্বচ্ছ, জবাবদিহিমূলক, জ্ঞানভিত্তিক, দক্ষ স্মার্ট জনপ্রশাসন। তাই, জনপ্রশাসনের প্রতিটি কর্মীকে উদ্ভাবনী চর্চার পাশাপাশি তথ্য প্রযুক্তিতেও দক্ষ হতে হবে। তিনি আরো বলেন, জনগণকে উন্নত ও মানসম্মত সেবা প্রদান করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকারি কর্মচারীদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্‌ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ নির্বাহী কমিটির ‘প্রধান পরামর্শক’ মোঃ মোস্তাফিজুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল, অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবীর, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ মাহবুব-উল-আলম।  

#

শিবলী/সায়েম/মোশারফ/আব্বাস/২০২৪/১৮৫৫ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ২৭৯

 

বিমানবন্দরে দীর্ঘদিন ধরে জমে থাকা কার্গো দ্রুত খালি করার নির্দেশ বিমান মন্ত্রীর

 

ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই):

 

ইমপোর্ট কার্গো ভিলেজ ও বিমানবন্দরে দীর্ঘদিন ধরে জমে থাকা কার্গো দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে খালি করার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

 

আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত এক বৈঠকে মন্ত্রী এ নির্দেশ প্রদান করেন। এসময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের
(বেবিচক) চেয়ারম্যান এয়ার কমডোর মোঃ সাদিকুর রহমান চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম ভূঞা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোঃ কামরুল ইসলাম সহ মন্ত্রণালয়, বেবিচক, জাতীয় রাজস্ব বোর্ড ও সংশ্লিষ্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

মন্ত্রী আরো বলেন, যে সমস্ত কার্গো আমদানির পর দীর্ঘদিন ধরে বিমানবন্দরে পড়ে আছে তা আইন ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিলামের মাধ্যমে দ্রুত ডিসপোজ অফ করতে হবে।

 

ফারুক খান বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, ঢাকা কাস্টমস হাউস, বিমান, সংশ্লিষ্ট ব্যাংক ও সিএন্ডএফ এজেন্টসকে সমন্বয়ের মাধ্যমে কাজ করে আমদানিকৃত পণ্যের দ্রুততার সাথে খালাস নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে কারো অবহেলা সহ্য করা হবে না। কোনো আমদানিকারক আমদানিকৃত পণ্য নির্দিষ্ট সময়ের মধ্যে খালাস না করালে দ্রুত আইনি প্রক্রিয়া গ্রহণের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে হবে।

 

এছাড়া, নির্দিষ্ট সময়ের মধ্যে আমদানিকৃত কার্গো খালাস নিশ্চিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের নেতৃত্বে বিভিন্ন অংশীজনের সমন্বয়ে প্রতি মাসে বৈঠকের মাধ্যমে উদ্ভূত সমস্যা নিরসনের নির্দেশনা দেন মন্ত্রী।

 

বৈঠক শেষে মন্ত্রী বিমানবন্দরের ব্যাগেজ এড়িয়া, লস্ট এন্ড ফাউন্ড শাখা এবং ইমপোর্ট কার্গো ভিলেজ পরিদর্শন করেন।

 

 

#

 

তানভীর/সায়েম/সঞ্জীব/মোশারফ/আব্বাস/২০২৪/১৭৩৬ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর: ২৭৮

 

শিক্ষার্থীরা আদালতের রায়ের অপেক্ষা না করার সুযোগে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের তান্ডব

                                                                                                 -- পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই):

 

আদালতের রায় হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা অপেক্ষা না করার সুযোগ নিয়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য চালিয়েছে এবং সেই তান্ডব মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

 

আজ রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের সামনে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে আলেম-ওলামাদের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

 

হাছান মাহ্‌মুদ বলেন, দুর্বৃত্তরা অসৎ উদ্দেশ্যে শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টি করেছে, ভাঙচুর-অগ্নিসংযোগসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড পরিচালনা করেছে, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।

 

সকল নৈরাজ্যকারী ও চক্রান্তকারীর বিচার হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রতিটি নাশকতার ঘটনার তদন্ত হবে, আমাদের কাছে ফুটেজও আছে। যারা হত্যাকান্ডের সঙ্গে জড়িত, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে খুঁজে বের করা হবে এবং বিচারের আওতায় আনা হবে।

 

পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকেই শিক্ষার্থীদের দাবির পক্ষে ছিলেন। তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু শিক্ষার্থীরা ধৈর্য না ধরায়, দুর্বৃত্তরা এর সুযোগ নিয়েছে। শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা যাতে কারো প্ররোচনায় না পড়ো সেজন্য সতর্ক থাকতে হবে।’

 

মানববন্ধনে বিশেষ অতিথি ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ছাত্রদের আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি-জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল। বাংলাদেশকে অচল করে দেওয়ার জন্য তারা দেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় হামলা করেছে। যারা ক্ষয়ক্ষতি করার চিন্তা করে, ইসলাম তাদের কখনো সমর্থন করে না। যারা দেশজুড়ে এ ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

 

ধর্মমন্ত্রী আরো বলেন, মেট্রোরেলে হামলা চালানো হয়েছে। সাধারণ জনগণ যাতায়াত করতে কষ্ট পাচ্ছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের পুলিশ বাহিনী। আজ পুলিশ বাহিনীর সদস্যরা হাসপাতালে কাতরাচ্ছে। পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। বিএনপি-জামায়াতের এই নৃশংসতা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে।

 

বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মোঃ ইসমাইল হোসাইনের সভাপতিত্বে পার্টির মহাসচিব মাওলানা শাহাদাত হোসাইন এবং মাওলানা মোস্তফা চৌধুরী, মুফতি আব্দুল্লাহ, হাফেজ মাওলানা আব্দুল্লাহ, লক্ষ্মীপুরের পীর খাজা হারুনুর রশিদ মিরন প্রমুখের বক্তব্য শেষে মাওলানা হারুন-রশিদ যুক্তিবাদী দেশ ও বিশ্বের শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন।

#

 

আকরাম/সায়েম/মোশারফ/সেলিম/২০২৪/১৬৩৫ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর: ২৭৭

  

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই):

 

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৪ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ সময় ১০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৮৫ শতাংশ।   

 

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৮ হাজার ৮৯০ জন।

 

#

 

দাউদ/সায়েম/মোশারফ/সেলিম/২০২৪/১৭০০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ২৭৬

  

দেশবিরোধী জামায়াত-বিএনপি-ইউনূস গংদের রুখে দিতে হবে

                                                 -নৌপরিবহন প্রতিমন্ত্রী

দিনাজপুর, ১২ শ্রাবণ (২৭ জুলাই):

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি-জামায়াত ২০০৯, ২০১১, ২০১৩, ২০১৫, ২০১৮, ২০২৩ সালের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যর্থ হয়ে দেশের অভূতপূর্ব উন্নয়নকে টেনে ধরার জন্য একটি মিমাংসিত বিষয়কে কেন্দ্র করে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালিয়েছে। দেশবিরোধী জামায়াত-বিএনপি-ইউনূস গংদের রুখে দিতে হবে। তারা আমাদের চেতনা, অস্তিত্ব, রাষ্ট্রযন্ত্র, মুক্তিযুদ্ধের সংস্কৃতির ওপর আঘাত করেছে।

প্রতিমন্ত্রী আজ সম্প্রতি দুষ্কৃতকারীদের দ্বারা ভাঙচুরকৃত দিনাজপুর জেলা, সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ অফিস পরিদর্শনকালে বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ঐক্যবদ্ধ হয়ে এসব দুষ্কর্মের বিরুদ্ধে লড়াই করব। সাধারণ মানুষকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। দুষ্কৃতকারীরা শুধু দিনাজপুরে নয়, সমগ্র বাংলাদেশে আঘাত করেছে। ৭৫ এর পর জিয়া, এরশাদ, খালেদা জিয়ার শাসনামলে আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপর অনেক নির্যাতন হয়েছে।আওয়ামী লীগ নেতা কর্মীদের ক্ষতবিক্ষত করেছে। দল ভাঙার জন্য বিভেদ সৃষ্টি, দলকে দুর্বল করার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হয়েছে। এরপরও ইস্পাত কঠিন ঐক্য নিয়ে আওয়ামী লীগ দাঁড়িয়ে আছে। তিনি আরো বলেন, বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, আত্মমর্যাদা নিয়ে এগিয়ে যেতে না পারে সেজন্য তারা হামলা করেছে। ‌

এসময় অন্যান্যের মধ্যে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা ও সদর উপজেলা চেয়ারম্যান এমদাদ সরকার বক্তব্য রাখেন।

পরে, প্রতিমন্ত্রী সার্কিট হাউজে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত মতবিনিময় সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

#

 

জাহাঙ্গীর/রবি/সাজ্জাদ/মানসুরা/২০২৪/১৩৩৫ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ২৭৫

  

আজারবাইজানে হেড অব ডেলিগেশন রিট্রিট প্রোগ্রাম অনুষ্ঠিত

সহজলভ্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে উন্নত বিশ্বের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

 

শামাখি (অ্যাজারবাইজান), ২৭ জুলাই:


          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নের সহজলভ্যতা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা প্রবর্তন করতে হবে। এ তহবিল বরাদ্দ ও বন্টনে আরও স্বচ্ছতার প্রয়োজন, যাতে উদ্দিষ্ট জলবায়ু কার্যক্রমগুলিকে কার্যকরভাবে বাস্তবায়ন করা যায় তা নিশ্চিত করতে হবে।

মন্ত্রী গতকাল অ্যাজারবাইজানের শামাখিতে দু’দিনব্যাপী হেড অব ডেলিগেশন রিট্রিট প্রোগ্রামের প্রথম দিনে তাঁর বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী নতুন সম্মিলিত পরিমাণগত লক্ষ্য জলবায়ু অর্থায়ন প্রণয়নে স্বল্পোন্নত দেশ এবং ছোট দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের জরুরি প্রয়োজনের বিষয়টি বিবেচনা করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি স্পষ্ট জলবায়ু অর্থায়নের সংজ্ঞা চূড়ান্ত করতে হবে, যাতে এটি ব্যাপকভাবে অভিযোজন, প্রশমন ও লস এন্ড ড্যামেজের বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে।

#

 

দীপংকর/রবি/সাজ্জাদ/আলী/মানসুরা/২০২৪/১১৩০ ঘণ্টা


 

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ২৭৪

  

জঙ্গিদের ছিনিয়ে নিতেই কারাগারে হামলা

                       - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নরসিংদী, ১২ শ্রাবণ (২৭ জুলাই):


          মুক্তিযুদ্ধ বিষয়ক  মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলছেন, নরসিংদী জেলা কারাগারে জঙ্গিদের ছিনিয়ে নিতে কারাগারে হামলা করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না।
 

মন্ত্রী গতকাল নরসিংদী জেলার পাঁচদোনায় হামলায় ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন করতে এসে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও অন্যান্য সকল শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ড কাউন্সিল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করে।

          মন্ত্রী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নরসিংদীর এ পাঁচদোনা মোড়ে বীর মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিলেন। স্মৃতিধন্য এই স্থানে নির্মাণ করা হয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। দুঃখের বিষয়, সেই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেই হামলা চালিয়েছে একাত্তরের পরাজিত শক্তি জামায়াত-শিবিরের সন্ত্রাসী ও বিএনপির ক্যাডাররা। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়। মুক্তিযুদ্ধের সেই গর্বের ধন আজ পরাজিত শক্তির কাছে আক্রান্ত হচ্ছে।’ সম্প্রতি দেশে অরাজক পরিস্থিতির বিষয়ে মন্ত্রী আরো বলেন, যারা দেশে তাণ্ডব চালিয়েছে, তারা কখনও ছাত্র হতে পারে না, তারা ছিল বিএনপি-জামায়াত রাজাকারের দল। তাদের কর্মকাণ্ডে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কারণ আমাদের প্রাণের প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আঘাত করেছে।

নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে সভায় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব) মোঃ নজরুল ইসলাম, বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) হেলাল মোর্শেদ খানসহ স্হানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী হামলায় ক্ষতিগ্রস্ত নরসিংদী কারাগার পরিদর্শন করেন।

#

 

এনায়েত/রবি/সাজ্জাদ/আলী/মানসুরা/২০২৪/১১২৫ ঘণ্টা

 

 

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

তথ্যবিবরণী                                                                                                                      নম্বর : ২৭৩

বিশ্ব হেপাটাইটিস দিবসে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ১২ শ্রাবণ ( ২৭ জুলাই):

            প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ২৮ জুলাই ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:

          “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২৪’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধে দিবসটির এবারের প্রতিপাদ্য- 'It's time for action' অর্থাৎ ‘এখনই সময় পদক্ষেপ নেয়ার’ যা সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

            হেপাটাইটিসজনিত কারণে বিশ্বে প্রতিবছর ১ দশমিক ৩ মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করেন, যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। হেপাটাইটিস লিভার ক্যান্সারের অন্যতম কারণ। তাই হেপাটাইটিস নির্মূলের লক্ষ্য অর্জনে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন।

            সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে হাসপাতাল প্রতিষ্ঠাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং জনসাধারণকে সুলভে মানসম্মত স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার কল্যাণ (এইচএনপি) সেবা প্রদানের মাধ্যমে একটি সুস্থ, সবল ও কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। আমরা একটি গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন করে যুগোপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন নতুন হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছি। সারাদেশে হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বৃদ্ধিসহ চিকিৎসক, নার্স, সাপোর্ট স্টাফের সংখ্যাও বৃদ্ধি করেছি। গ্রাম পর্যায়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারাদেশে প্রায় সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ফ্রি স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও পুষ্টি সেবা প্রদান করা হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল থেকে মোবাইল ফোন ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে চিকিৎসাসেবা চালু করা হয়েছে। এসকল পদক্ষেপের ফলে চিকিৎসাসেবার মান বৃদ্ধি পেয়েছে, বেড়েছে দেশের মানুষের গড় আয়ু।

            আমাদের সরকারের সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ শিশু মৃত্যুহার হ্রাসের জন্য এমডিজি অ্যাওয়ার্ড, সাউথ-সাউথ অ্যাওয়ার্ড ফর ইমপ্রুভিং দ্য লাইভস অব উইমেন এন্ড চিলড্রেন, সাউথ-সাউথ অ্যাওয়ার্ড ফর ডিজিটাল হেলথ ফর ডিজিটাল ডেভেলপমেন্ট পুরস্কার পায়। বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পোলিও নির্মূল সার্টিফিকেট অর্জন করেছে। তাছাড়া, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর সফলতার জন্য গ্লোবাল এলায়েন্স ফর ভ্যাকসিন এন্ড ইমুনাইজেশন (গ্যাভি) আমাকে ‘ভ্যাকসিন হিরো’ অ্যাওয়ার্ড দিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ও দু’বার গ্যাভি অ্যাওয়ার্ড অর্জন করেছে।

            ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী হেপাটাইটিস নির্মূলের লক্ষ্য স্থির করা হয়েছে, যা বাস্তবসম্মত এবং আমাদের সকলের প্রচেষ্টায় তা অর্জন সম্ভব। হেপাটাইটিস নির্ণয়ে পরীক্ষা করুন, টিকা নিন এবং প্রয়োজনে চিকিৎসা গ্রহণ করুন। হেপাটাইটিস নির্মূলে সরকার গৃহীত পদক্ষেপের পাশাপাশি দেশের চিকিৎসক সমাজ, বেসরকারি ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই।

            আমি ‘বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২৪’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।

           জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

          বাংলাদেশ চিরজীবী হোক।”

#

 

শাহানা/রবি/আলী/শামীম/২০২৪/১১৩৪ ঘণ্টা

 

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

2024-07-28-11-53-fddbf30efd00df35959604f92daf8d1f.docx