তথ্যবিবরণী নম্বর : ৩২৮৪
বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর অভিনন্দন
ঢাকা, ২৭ কার্তিক (১১ নভেম্বর) :
আজ মিরপুরে অনুষ্ঠিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়লাভ করে
৩-০ তে সিরিজ জয় করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে পাঠানো এক অভিনন্দনবার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
পৃথক এক অভিনন্দনবার্তায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ।
#
শফিকুল/আফরাজ/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/২২১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৮৩
অপরাজিত থেকে সিরিজ জয়
বাংলাদেশ ক্রিকেট দলকে স্পিকারের অভিনন্দন
ঢাকা, ২৭ কার্তিক (১১ নভেম্বর) :
প্রাণ-আপ ওয়ানডে ক্রিকেট সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জিতে ৩-০ ব্যবধানে সিরিজ জয় করায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় স্পিকার বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয় সমগ্র বাংলাদেশের বিজয়। এ বিজয় বাংলাদেশের ক্রিকেটকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
বাংলাদেশের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ দলকে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজও অভিনন্দন জানিয়েছেন।
#
শিবলী/আফরাজ/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/২১২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৮২
স্পিকারের সাথে ঢাবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সাক্ষাৎ
ঢাকা, ২৭ কার্তিক (১১ নভেম্বর) :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্স শেষবর্ষের শিক্ষার্থীরা আজ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। শিক্ষার্থীদের সাথে ছিলেন বিভাগের অধ্যাপক আকতার সুলতানা।
শিক্ষার্থীরা সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন এবং জাতীয় সংসদের গ্রন্থাগারসহ অন্যান্য স্থান পরিদর্শন করেন। এছাড়া, শিক্ষার্থীরা জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখার বিভিন্ন কার্যক্রম সরেজমিন প্রত্যক্ষ করেন এবং এর সার্বিক কর্মকা- সম্পর্কে অবহিত হন।
#
লাবণ্য/আফরাজ/মিজান/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৮১
রাজধানীর উত্তরায় চালু হচ্ছে সরকারি হাসপাতাল
ঢাকা, ২৭ কার্তিক (১১ নভেম্বর) :
রাজধানীতে আরেকটি সরকারি হাসপাতাল শুরু হতে যাচ্ছে। খুব শীঘ্রই চালু হবে বহির্বিভাগ। নগরীর উত্তরার ৬ নং সেক্টরে ঈশা খা রোডে এ হাসপাতালের পূর্ণাঙ্গ চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম হাসপাতালটি পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, জায়গাটি ব্যবহারে আইনি জটিলতা কেটে গেছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর জায়গাটি ব্যবহারের জন্য সরকারের পক্ষে রায় দিয়েছে উচ্চ আদালত। প্রশাসনের কাছ থেকে জায়গাটি বুঝে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। লিজ নিয়ে ব্যক্তিমালিকানার অধীনে পরিচালিত হয়ে আসছিল ‘আমেরিকান সুপার স্পেশালিটি হাসপাতাল’। শর্ত ভঙ্গের কারণে ওই হাসপাতাল কর্তৃপক্ষের লিজ বাতিল করা হয় বলে জানা গেছে। এর প্রেক্ষিতে সৃষ্ট মামলাজনিত জটিলতার কারণে হাসপাতালটি দীর্ঘদিন বন্ধ ছিল, যা আবার আলোর মুখ দেখতে যাচ্ছে।
হাসপাতাল পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক ও পরিচালক (হাসপাতাল) ডা. সামিউল ইসলাম সাদিসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
নতুন হাসপাতালটির মাধ্যমে উন্নত চিকিৎসাসেবা প্রদানের আশাবাদ ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিতকল্পে একের পর এক চিকিৎসা প্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে বর্তমান সরকার। এ নতুন হাসপাতালটি পুরোদমে চালু হলে নামমাত্র খরচে উন্নত চিকিৎসা পাবে সাধারণ মানুষ। আশেপাশের হাসপাতালগুলোতে রোগীর চাপও কমে আসবে।
#
পরীক্ষিৎ/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৯৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৮০
বাজার তদারকি
২৮ প্রতিষ্ঠানকে এক লাখ ১৯ হাজার টাকা জরিমানা
ঢাকা, ২৭ কার্তিক (১১ নভেম্বর) :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান, বিভাগ ও জেলা কার্যালয় ঢাকা, কুমল্লিা, ঝনিাইদহ, চাঁপাইনবাবগঞ্জ ও সলিেেট আজ বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২৮টি প্রতিষ্ঠানকে এক লাখ ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা মহানগরীর ধানম-ি এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তরৈরি অপরাধে চুলাঘরকে ২০ হাজার টাকা, ইকবাল হোসনেরে হোটলেকে ২ হাজার টাকা ও আড্ডা রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং নর্ধিারতি মূল্যরে চয়েে অধকি মূল্যে পণ্য বক্রিয়রে অপরাধে এরকি ব্রটিনকে ১০ হাজার টাকা ও এরাবয়িান ফাস্ট ফুডকে ৫ হাজার টাকা জরমিানা করা হয়।
অপরদিকে, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে সলিটেরে সদর উপজলোয় ১০টি প্রতষ্ঠিানকে ১৮ হাজার টাকা, কুমল্লিার ব্রাহ্মণপাড়া উপজলোয় ৪টি প্রতষ্ঠিানকে ১৪ হাজার টাকা, ঝনিাইদহরে সদর উপজলোয় ৩টি প্রতষ্ঠিানকে ১০ হাজার টাকা এবং চাঁপাইনবাবগঞ্জরে শবিগঞ্জ উপজলোয় ৬টি প্রতষ্ঠিানকে ২৫ হাজার টাকা জরমিানা করা হয়।
সংশ্লষ্টি জলো প্রশাসন, মহানগর ও জলো পুলশি, ক্যাব, মৎস্য অধদিপ্তর, পরবিশে অধদিপ্তর ও স্যানিটারি ইন্সপেক্টর এসব তদারকি র্কাযে সহায়তা কর।ে
#
আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৭৯
পাটের বস্তা সরবরাহ ও মজুতের বিষয়টি মনিটরিং করা হবে- মির্জা আজম
ঢাকা, ২৭ কার্তিক (১১ নভেম্বর) :
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর বাস্তবায়নের লক্ষ্যে চাহিদা অনুযায়ী পাটের বস্তা সরবরাহ নিশ্চিত করা হবে। পাটের বস্তা সরবরাহের পাশপাশি মজুত করার বিষয়টি গুরুত্বসহকারে দেখতে হবে। এ জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দফতর বা সংস্থাগুলোকে পর্যাপ্ত মনিটরিংয়ের ব্যবস্থা নিতে হবে।
প্রতিমন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নের প্রস্তুতি ও পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মির্জা আজম বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে সারা দেশে একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। তিনি বলেন, পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতকরণের পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশবিরোধী প্লাস্টিক এবং পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে। দেশের প্রধান অর্থকরী ফসল পাটের অতীত গৌরব ফিরিয়ে এনে পরিবেশবান্ধব দেশ গড়তে হবে।
তিনি বলেন, সারাদেশে পাটের বস্তা সরবরাহ নিশ্চিতকরণ এবং এ আইন বাস্তবায়নে প্রধান ভূমিকা পালন করবে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি)।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের গৃহীত নীতিমালা ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে পাট ও বস্ত্রখাতের রপ্তানি বাজার সম্প্রসারণ, বৈদেশিক মুদ্রা অর্জন, পরিবেশ রক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যমআয়ের দেশে উন্নীত করার ক্ষেত্রে এ মন্ত্রণালয় সফল হবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, অতিরিক্ত সচিব মো. মেসবাহুল ইসলাম, বিজেএমসি চেয়ারম্যান মেজর জেনারেল(অব:) হুমায়ূন খালেদ এবং পাট অধিদপ্তরের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন সভায় উপস্থিত ছিলেন।
#
সৈকত/আফরাজ/মোশারফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৯০০ঘণ্টা
Handout Number : 3278
Cuban Ambassador calls on Foreign Minister
Outgoing Cuban Ambassador to Bangladesh with residence in New Delhi Abelardo Rafael Cueto Sosa paid a farewell call on Foreign Minister Abul Hassan Mahmood Ali at the latter’s office in Dhaka today.
Foreign Minister Mahmood Ali appreciated the unequivocal support and encouragement of Cuban people and the contributions of Fidel Castro, the great leader of Cuba, to the liberation war of Bangladesh.
Terming the bilateral relation between Cuba and Bangladesh as historic the outgoing Ambassador recalled the warm friendly relations between the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman and the Cuban leader Fidel Castro. He also expressed his government’s interest to strengthen the bilateral relation with Bangladesh in the days ahead.
Both sides renewed their commitments to cooperate with each other in various multilateral fora including the United Nations and expressed hope that Bangladesh and Cuba would continue to keep up the spirit of friendship as the two countries aspire for peace and development.
At the end, Foreign Minister congratulated the outgoing Cuban Ambassador on the successful completion of his tour of duty as Cuban Ambassador to Bangladesh and wished the Cuban Ambassador personal health, happiness and success in every step of life.
Mentionable that ambassador Abelardo Rafael Cueto Sosa joined Cuban Embassy in New Delhi in 2011 and in February 2012, he presented his credentials to the President of Bangladesh as the concurrently accredited Ambassador of Cuba to Bangladesh with residence in New Delhi.
#
Khaleda/Afraz/Mizan/Sanjib/Zoynul/2015/1825hours
তথ্যবিবরণী নম্বর : ৩২৭৭
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পাঠ্যবইয়ের ছাপাখানা পরিদর্শন
ঢাকা, ২৭ কার্তিক (১১ নভেম্বর) :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান আজ রাজধানীর মাতুয়াইলে ২০১৬ শিক্ষাবর্ষের প্রাথমিক শিক্ষা পাঠ্যবইয়ের ছাপাখানা ব্রাইট প্রিন্টার্স ও আনন্দ প্রিন্টার্স আকস্মিক পরিদর্শন করেন।
এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র পালসহ প্রেস মালিকগণ এসময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী ছাপাখানা ঘুরে দেখেন এবং ছাপার মান, কাগজ, বই বাঁধাইকরণ বিষয়ে মালিক ও শ্রমিকদের সাথে কথা বলেন। তিনি বইয়ের মান দেখে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ১ জানুয়ারি বই উৎসব উদ্যাপনের মাধ্যমে দেশের প্রতিটি কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দেয়া হবে। তিনি প্রেস মালিকদের পাঠ্যবই ছাপিয়ে বিতরণের জন্য যথাসময়ে মাঠ পর্যায়ে পৌঁছে দেয়ার নির্দেশ প্রদান করেন।
প্রেস মালিকরা মন্ত্রীকে জানান, ২০ ডিসেম্ব^রের মধ্যে প্রাথমিক শিক্ষার সকল প্রকারের বই মাঠ পর্যায়ে পৌঁছে দেয়া হবে। ইতোমধ্যে বেশকিছু বই মাঠ পর্যায়ে পৌঁছে দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষার জন্য ১০ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৯৯৭টি পাঠ্যবই ছাপানো হবে।
#
রবীন্দ্রনাথ/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৭৬
লাইসেন্স গ্রহণ করে ঢাকায় ব্যবসা বাণিজ্য পরিচালনার অনুরোধ
ঢাকা, ২৭ কার্তিক (১১ নভেম্বর) :
আইনি প্রক্রিয়া অনুসরণ ও লাইসেন্স সংগ্রহ করে ঢাকা জেলায় কয়েকটি ক্যাটাগরির ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক। ক্যাটাগরিগুলো হলো : ইট প্রস্তুত ও ভাটা স্থাপন; এসিড পরিবহণ, মজুত, বিক্রয় ও ব্যবহার; স্বর্ণ ক্রয়, মজুত ও বিক্রয়; হোটেল ও রে¯েঁÍারা পরিচালনা; অত্যাবশ্যকীয় পণ্য যেমন : লোহা ও স্টিল সামগ্রী, সিমেন্ট, কাপড়, সুতা, দুগ্ধ খাদ্য ও সিগারেটের ব্যবসা এবং সিনেমা প্রদর্শন।
ঢাকায় এসব ব্যবসা পরিচালনা করতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় হতে লাইসেন্স গ্রহণ করতে হবে।
লাইসেন্স ব্যতীত উল্লিখিত ব্যবসা বাণিজ্য পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
#
তৈয়ব/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৭৫
বেজমেন্টের বাণিজ্যিক ব্যবহার
পার্কিংয়ের ব্যবস্থা করতে উচ্ছেদের নির্দেশ পূর্তমন্ত্রীর
ঢাকা, ২৭ কার্তিক (১১ নভেম্বর) :
গাড়ি পার্কিংয়ের পরিবর্তে যেসব ভবনের বেসমেন্ট বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে, অতিসত্বর তা উচ্ছেদ করে পার্কিংয়ের ব্যবস্থা করার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
মন্ত্রী আজ রাজউক পরিদর্শনকালে কর্মকর্তাদের সাথে বৈঠকে এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, ভবন নির্মাণের জন্য নকশা অনুমোদনকালে গাড়ি পার্কিংয়ের জন্য বেসমেন্ট নির্মাণ করা হয়েছে। অনেকে দোকানপাট স্থাপন করে বেসমেন্টকে বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। এরফলে রাস্তায় গাড়ি পার্কিং করা হচ্ছে এবং ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে। এসময় তিনি উত্তরা এলাকায় চলমান উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন।
তিনি বলেন, ঢাকাকে বাসযোগ্য করতে রাজউকের যা যা করণীয় আছে তা কঠোরভাবে অনুসরণ করতে হবে। ধানমন্ডি, গুলশান, বনানী, বারিধারা ও উত্তরায় যেসব আবাসিক ভবনকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে, সেগুলোর বাস্তব অবস্থা যাচাই করে নির্ধারিত ফি গ্রহণপূর্বক প্রয়োজনে বাণিজ্যিক হিসেবে অনুমোদন দেয়া যেতে পারে। তবে আবাসিক এলাকার ভেতরে গড়ে ওঠা গেস্ট হাউসগুলোকে কোনোভাবেই অনুমোদন দেয়া যাবে না। এ বিষয়ে কোনো অনিয়ম দেখা গেলে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রী আগামী তিনবছরের মধ্যে উত্তরা তৃতীয় পর্ব, পূর্বাচল ও ঝিলমিল প্রকল্পকে পরিপূর্ণ বাসযোগ্য হিসেবে গড়ে তুলতেও রাজউককে নির্দেশ দেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম বজলুল করিম চৌধুরী, এস এম আরিফ-উর-রহমান ও রহমত উল্লাহ মো. দস্তগীর, রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান, রাজউকের সদস্যগণ এবং প্রধান প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।
#
কিবরিয়া/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮১৫ঘণ্টা