তথ্যবিবরণী নম্বর : ৯৫৪
কোরআন ও হাদিস মানব জাতির পথচলার দিশারি
---পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
বান্দরবান, ১০ চৈত্র (২৪ মার্চ) :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, কোরআন হলো আল্লাহ প্রেরিত পবিত্র বাণী ও হাদিস তার বাস্তবায়ন - যা মানব জাতির পথচলার দিশারি হয়ে দেশ ও জাতির মঙ্গলে একটি সংবিধান হিসেবে কাজ করে। আজ বান্দরবানে চট্টগ্রাম বিভাগ ওয়ারি তাহফিজুল কোরআন প্রচার সংস্থার উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
এসময় তিনি আরো বলেন, ধর্ম যার যার রাষ্ট্র আমাদের সবার। কোরআন ও হাদিস অনুসারে সকলের কাজ করা প্রয়োজন। তাহলে সমাজ ও দেশে শান্তি তথা সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন আরো গভীর হবে।
তাহফিজুল কোরআন প্রচার সংস্থা বান্দরবানের সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সোবহান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ শফিকুর রহমান, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজ্জামের হক বাহাদুর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, রেড় ক্রিসেন্ট বান্দরবানের সেক্রেটারি একেএম জাহঙ্গীরসহ কোরআন হাদিসের প্রতিযোগী ও সুশীল সমাজের প্রতিনিধি।
আলোচনাসভা শেষে কোরআন প্রতিযোগিতা ২০১৮ তে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
#
জুলফিকার/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৮/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯৫৩
শিক্ষাকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের প্রতি অর্থমন্ত্রীর আহ্বান
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ ) :
বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে শিক্ষাকে ব্যবসা হিসেবে না দেখতেও অনুরোধ জানান তিনি। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সলিমুল্লাহ মুসলিম হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী-২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এবং সভাপতিত্ব করেন সলিমুল্লাহ মুসলিম হলের সভাপতি সোহেল আহমেদ চৌধুরী।
শিক্ষা খাত অগ্রাধিকার খাত উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আগামী বাজেটে বিশেষ তহবিল দেয়া হবে বলে জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আখতারউজ্জামান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন এবং এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট এ কে আজাদ প্রমুখ।
#
শাহেদ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/২০০০ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর : ৯৫২
এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণে বার্ড ও আরডিএ সহায়ক ভূমিকা রেখেছে
---প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :
পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা বর্তমান সরকারের টেকসই উন্নয়ন নীতি বাস্তবায়নে গ্রাম বাংলার আর্থসামাজিক ও কৃষি উন্নয়নে কাজ করছে। প্রতিষ্ঠান দু’টো জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়নে সময়োপযোগী উদ্ভাবনী কর্মকা-সমূহ দিয়ে সফল অবদান রাখছে। এসব কর্মযজ্ঞ এলডিসি স্ট্যাটাস থেকে বাংলাদেশকে উত্তরণে নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে।
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, আরডিএ ও বার্ড কর্তৃক এলডিসি স্ট্যাটাস হতে বাংলাদেশ উত্তরণে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত উন্নয়নের গতি ধারায় বাংলাদেশ-প্রত্যাশা, প্রাপ্তি ও সম্ভাবনা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব ওএস সিদ্দিকা খানমের সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন বিআরডিবি মহাপরিচালক মউদুদ-উর-রশীদ সফদার, বার্ড মহাপরিচালক ড. এম মিজানুর রহমান, আরডিএ মহাপরিচালক এম এ মতিন, পরিচালক মোঃ নজরুল ইসলাম খান ও বার্ড পরিচালক
মোঃ মিজানুর রহমান।
প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন পরিষদের উন্নয়ন বিষয়ক কমিটি সম্প্রতি বাংলাদেশের দারিদ্র্য হ্রাস ও অর্থনৈতিক অগ্রগতি দেখিয়ে উন্নয়নশীল দেশ হিসেবে যোগ্যতা নিশ্চিত করেছে। এলডিসি থেকে উত্তরণে মাথাপিছু আয়, মানবসম্পদ সূচক ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে বাংলাদেশ কাক্সিক্ষত মানদ-ে উন্নীত হয়েছে। তিনি বলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, বার্ড ও আরডিএ ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশে রূপান্তরে গবেষণা, প্রশিক্ষণ ও কর্মসূচি দিয়ে সহায়ক ভূমিকা রাখবে।
#
আহসান/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯৫১
সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সাবিনা ইয়াসমিন ও ববিতা
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ ) :
কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ববিতা সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষা ও সার্বিক সহায়তায় তাদের অটল মনোভাব পুনর্ব্যক্ত করেছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক শিশুকল্যাণ সংস্থা ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই)’র উদ্যোগে এবং বাংলাদেশের রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি)’র সহায়তায় গতকাল ২৩ মার্চ সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘কনসার্ট ফর চিলড্রেন’ অনুষ্ঠানে প্রধান অতিথিদ্বয়ের বক্তৃতায় এ অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
‘আমরা একত্রিতভাবে আমাদের দেশকে বদলে দিতে পারি, প্রয়োজন শুধু আমাদের সদিচ্ছা’, বলেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। সংগীত পরিবেশনের সময় তিনি তার সেদিনের সকল গান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উৎসর্গ করেন।
চিত্রনায়িকা ববিতা বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণ ও উন্নয়নে আমি সবসময় ভেবেছি। আজ আমার আগ্রহকে বাস্তবে রূপ দিতে পেরে আমি আনন্দিত।’
কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও অভিনেত্রী ববিতা এসময় শিশুকল্যাণে ডিসিআই’র ভূমিকার প্রশংসা করে বলেন, তারা উভয়েই সংস্থাটির শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন।
আয়োজক সংস্থার প্রতিষ্ঠাতা ড. এহসান হক বলেন, ‘দরিদ্র, সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, অন্ধত্ব চিকিৎসা ও এতিম শিশুদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করছে ডিসিআই-আরএসসি। সকল শিশুর সমান শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক অধিকার ও শিশুশ্রমমুক্ত পৃথিবীর স্বপ্ন বাস্তবায়নে আমাদের কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই।’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এদিন নিজ নির্বাচনি এলাকায় সফরে থাকার কারণে অনুষ্ঠানে যোগ দিতে না পারলেও আয়োজকদের আন্তরিক শুভেচ্ছা জানান।
যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটিতে ২০০৩ সালে প্রতিষ্ঠিত ডিসিআই’র ‘জার্নি ফর চাইল্ড রাইটস এন্ড সাইট’ কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যার্থে আয়োজিত এ সংগীতানুষ্ঠানে সাবিনা ইয়াসমিনের পাশাপাশি ডিসিআই সান চাইল্ড মিউজিক গ্রুপ, বেনুকা ললিতকলা একাডেমি সংগীত ও নৃত্য পরিবেশন করে।
#
আকরাম/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৯০০ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর : ৯৫০
স্বতন্ত্র সৃজনশীলতাই আগামীতে সারাবিশ্বে নেতৃত্ব দেবে
-- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ ) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, স্বতন্ত্র সৃজনশীলতাই আগামীতে সারাবিশ্বে নেতৃত্ব দেবে। ইনোভেটিভ চিন্তা-ভাবনা প্রসারে ও প্রাতিষ্ঠানিকীকরণে নিজেদেরকেই উদ্যোগী হতে হবে। বিপুল সম্ভাবনার বিশাল দুয়ার উন্মুক্ত। নিজেকে বিকশিত করার প্রচুর সুযোগ। যুগের চাহিদা অনুসারে নিজেকে শুধু তৈরি করতে হবে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় লেকশোর হোটেলে ইয়ুথ লিডারশিপ কনক্লেভ এর ফিউচার অভ্ অনট্রাপ্রানারশীপ শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, যুগের চাহিদার সাথে আধুনিক হতে হবে। তরুণ ও মেধাবীরাই আগামীর বিশ্ব গড়বে। ঝুঁকি না নিলে বড় কিছু হওয়া যায় না। কোন ব্যবসার ভবিষ্যৎ ভালো, তা বিবেচনা ও বিশ্লেষণ করে ঝুঁকি নেয়া যেতে পারে। যুগোপযোগী প্রযুক্তি, তথ্যভিত্তিক সিদ্ধান্ত, ডিজিটাল স্মৃতি, জায়গার সুষ্ঠু ব্যবহার ও ভবিষ্যতে কোথায় থাকতে চাই, এগুলো বিবেচনা করে ঝুঁকি নিলেও সাফল্য আসার সম্ভাবনা বেশি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কনফিডেন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমরান করিম, সামিট গ্রুপের পরিচালক আজেজা কান ও র্যাংগস গ্রুপের পরিচালক সোহানা রউফ চৌধুরী বক্তব্য রাখেন।
#
আসলাম/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৮৩০ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর : ৯৪৯
২১ আগস্ট গ্রেনেড হামলার নায়ককে দেশে ফিরিয়ে
দিতে ব্রিটিশ সরকারের প্রতি আইনমন্ত্রীর অনুরোধ
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক অনতিবিলম্বে ২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যাকারীদের নায়ক সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান এবং যুদ্ধাপরাধী ট্রাইবুনালে সাজাপ্রাপ্ত মঈনুদ্দিনকে ফিরিয়ে দেয়ার জন্য ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, আমাদের দেশের কোর্ট যে রায় দিয়েছে সে রায় কার্যকর করা আমাদের দায়িত্ব।
মন্ত্রী আজ ঢাকায় বনানী মাঠে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে বিএনপি ও জামাত কতৃর্ক হামলা, ভাঙচুর, বঙ্গবন্ধুর প্রতিকৃতির অবমাননা এবং হামলার নির্দেশদাতা হিসেবে তারেক জিয়া গ্রেফতার না হওয়ার প্রতিবাদে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ এবং বাংলাদেশস্থ ব্রিটিশ হাইকমিশনে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
আইনমন্ত্রী বলেন, যুক্তরাজ্য গণতন্ত্রের সবচেয়ে বড় প্রতীক এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সারাবিশ্বে তাদের একটি অবদান ছিল আমরা দেখতে চাই যে সমস্ত দুষ্কৃতকারী ও মানবতাবিরোধী অপরাধীরা লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীগণের ওপর হামলা ও দূতাবাস ভাঙচুর এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির অবমাননা করেছে তাদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিয়ে এ ব্যবস্থার সুরাহা করা হোক। তিনি বলেন, তারা (ব্রিটিশ সরকার) যদি শাস্তি দিতে না পারেন তাহলে তাদেরকে আমাদের হাতে তুলে দিক আমরা সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদের সাজার ব্যবস্থা করবো। তিনি বলেন, ১৯৯৬ সালে সিলেটে ব্রিটিশ হাইকমিশনারের ওপর যে হামলা হয়েছিল আমরা তাৎক্ষণিকভাবে হামলাকারীদের গ্রেফতার করে তাদের শাস্তি দিতে সর্মথ হয়েছি।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসে হামলা এবং জাতির পিতার ছবির অবমাননা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ওপর হামলা। একটি দেশের দূতাবাস রক্ষার দায়িত্ব সে দেশের সরকারের, যুক্তরাজ্যের ব্যর্থতার জন্য আজকের এ প্রতিবাদ সমাবেশ। তিনি বলেন, যুক্তরাজ্যে এ হামলার মদদদাতাদের গ্রেফতার এবং গ্রেফতার পরবর্তী শাস্তি কার্যকর করা হয় নাই। একটি দূতাবাসে হামলা এবং জাতির পিতার ছবি অবমাননা এত সহজে মেনে নেয়ার কোন কারণ নেই। বাঙালিরা জাতির পিতার অবমাননাকে মেনে নেয় নাই বলেই আজ তারা রাজপথে নেমে এসেছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দেশের বিশিষ্ট শিল্পী কলাকুশলী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা, ছাত্রসহ আপামর জনগণ অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশ শেষে বাংলাদেশস্থ ব্রিটিশ হাইকমিশনে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
#
এনায়েত/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৮১৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯৪৮
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলায় ‘ক্রাশপ্রোগ্রামের’ মাধ্যমে তরুণসমাজকে উপযোগী করে গড়ে তোলার বিকল্প নেই। আমরা তিনটি শিল্প বিপ্লব মিস করেছি চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্বদানকারী দেশ হিসেবে আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠা করতে হবে। ২০২০ সালে সারা পৃথিবী ৫জি-তে প্রবেশ করবে। এ থেকে বাংলাদেশকে পিছিয়ে থাকতে দেয়া যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অনেক কিছু অর্জন করেছে। আমাদের এই অর্জন ধরে রাখতে পারলে ২০২১ সালের বাংলাদেশ হবে মধ্যম আয়ের, ২০৩০ সালে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং ২০৪১ সালে বিশে^র উন্নত দেশের কাতারে শামিল হবে বাংলাদেশ। লক্ষ্য অর্জনের যাত্রা শুরু হয়েছে। আমাদের এই অগ্রযাত্রা বেগবান করতে তরুণ সমাজকে উপযুক্ত শিক্ষার মাধ্যমে সক্ষম করে গড়ে তুলতে হবে।
মন্ত্রী আজ ঢাকার গুলশানে এক হোটেলে জেসিআই বাংলাদেশ আয়োজিত ‘ইয়থ ইন ন্যাশন বিল্ডিং’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বেসিস পরিচালক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেসিআই প্রেসিডেন্ট মার্ক ব্রিয়ান লিম, ন্যাশনাল প্রেসিডেন্ট ফায়েজ আতিকুল ইসলাম, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির এবং এসএসএল ওয়্যারলেস কর্মকর্তা আশিষ চক্রবর্তী অনুষ্ঠানে বক্তৃতা করেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতার ৪৭ বছরে আমরা অনেক এগিয়েছি, সামনের চ্যালেঞ্জ অনেক কঠিন। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রযুক্তি নিয়ে যারা কাজ করছে তাদের জন্য সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। কেবল সরকার নয়, সরকারের সাথে দেশের জনগণকে সম্পৃক্ত করতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে ভূমিকা গ্রহণে এগিয়ে আসার জন্য মন্ত্রী সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
মোস্তাফা জব্বার তরুণ উদ্ভাবকদের উদ্ভাবন বিকাশে সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি বর্ণনা দিয়ে বলেন, আইসিটি বিভাগ প্রশিক্ষণ সংক্রান্ত ৫টি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে। পাশাপাশি বিআইটিএম ১৬ হাজার জনের প্রশিক্ষণ প্রদান শেষ করেছে। আগামী ডিসেম্বরের মধ্যে ২৩ হাজার জনকে প্রশিক্ষণ প্রদানে সক্ষম হবে। সমন্বিত উদ্যোগে কাজ করলে একবিংশ শতাব্দির উপযোগী জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ সক্ষম হবে। তিনি আইসিটি বিষয়ক প্রকল্পসমূহ আরো কার্যকর ও ফলপ্রসূ করে ঢেলে সাজানোর প্রয়োনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রযুক্তি পৃথিবীকে একটি স্তর থেকে নতুন একটি স্তরে নিয়ে যাবে। কাজেই আমাদেরকে দেখতে হবে প্রচলিত শিক্ষা আসন্ন নতুন স্তরে উপনীত পৃথিবীর জন্য কিংবা চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী শিক্ষা কি না । বাংলাদেশ ইতোমধ্যে ৪ জি যুগে প্রবেশ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ৫জি সর্বত্র যুক্ত হতে চলেছে। ৫জি পৃথিবীতে আমূল পরিবর্তন ঘটাবে। চলতি জুন মাসে বাংলাদেশ ৫জি ট্রায়েল দেখবে বলে মন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
তথ্যবিবরণী নম্বর : ৯৪৭