Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ মার্চ ২০২৫

তথ্যবিবরণী ১৯ মার্চ ২০২৫

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৩০০২

পরিবেশ সংশ্লিষ্ট অভিযোগ নিষ্পত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে

                                                                    --- সৈয়দা রিজওয়ানা হাসান

ঢাকা, ৫ চৈত্র (১৯ মার্চ):

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ অধিদপ্তরের মামলা পরিচালনা আরো কার্যকর করতে আইনি কাঠামো ও অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা জোরদার করা হবে। দূষণ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যাতে অপরাধীরা দায়মুক্তি না পায় এবং পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিত হয়।

          উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশ অধিদপ্তরের চলমান মামলার অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় পরিবেশ অধিদপ্তরের মামলা সংক্রান্ত আইনি চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

          উপদেষ্টা বলেন, বায়ু, পানি ও শিল্পদূষণের বিরুদ্ধে আইনি কার্যক্রম আরো জোরদার করা হবে। পরিবেশ সংরক্ষণে অধিদপ্তরের ম্যাজিস্ট্রেসি কার্যক্রম শক্তিশালী করা হবে এবং মামলা পরিচালনায় দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আদালতে শক্তিশালী উপস্থাপনা নিশ্চিত করা হবে। দূষণবিরোধী অভিযান আরো কার্যকর করতে এনফোর্সমেন্ট ম্যানুয়াল প্রস্তুতের নির্দেশনা দেন তিনি।

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে সভায় অতিরিক্ত সচিব মো. খায়রুল হাসান, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, সলিসিটর উইং, আইনজীবী-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তারা মামলা পরিচালনার চ্যালেঞ্জ ও তা মোকাবিলার উপায় নিয়ে মতামত দেন।

          পরে উপদেষ্টা ২০২৪-২৫ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি যথাসময়ে ও যথাযথভাবে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেন।

#

দীপংকর/মেহেদী/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৫/১৯৩০ঘণ্টা

Handout                                                                                                           Number: 3001

Effective Measures to Be Taken for Resolving Environmental Complaints

                                                                                 --- Environmental Advisor

Dhaka, 19 March:

            Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, has emphasized that the legal framework and complaint resolution mechanism of the Department of Environment (DoE) will be strengthened to ensure more effective handling of environmental cases. Strict measures will be taken to prevent pollution so that offenders do not escape accountability, ensuring environmental justice.

            The Advisor made these remarks today while speaking as the chief guest at a review meeting on the progress of ongoing cases related to the Department of Environment, held at the ministry’s conference room in the Bangladesh Secretariat. The meeting included detailed discussions on the legal challenges and necessary actions concerning environmental cases.

            The Advisor stated that legal actions against air, water, and industrial pollution will be further intensified. She emphasized strengthening the magistracy operations of the Department of Environment, enhancing case management efficiency, and ensuring strong representation in court. Additionally, she directed the preparation of an Enforcement Manual to make anti-pollution drives more effective.

            The meeting was chaired by Secretary of the Ministry of Environment, Forest and Climate Change Dr. Farhina Ahmed and was attended by Additional Secretary Md. Khayrul Hasan and Dr. Fahmida Khanom, and Director General of the Department of Environment Dr. Md. Kamruzzaman,

            Later, the Advisor addressed another meeting reviewing the progress of Annual Development Program (ADP) projects for the fiscal year 2024-25. She instructed project directors and relevant officials to ensure timely, proper, and effective implementation of the projects.

#

Dipankar/Mehedi/Ferdows/Sanjib/Joynul/2025/1930 hour


Handout                                                                                                                     Number: 3000

Bangladesh express strongest condemnation and profound concerns over

the resumption of Israeli military aggression on the Gaza Strip

 

Dhaka, 19 March:

The Government of Bangladesh expresses its strongest condemnation and profound concerns over the resumption of Israeli military aggression on the Gaza Strip, which has resulted in extensive loss of innocent civilian lives, including children and women, and the further deterioration of the already dire humanitarian situation in the region. This renewed cycle of violence represents a blatant violation of international humanitarian law and a grievous disregard for established ceasefire agreements.

Bangladesh unequivocally denounces the Israeli occupation forces’ continued indiscriminate airstrikes on densely populated civilian areas, which have exacerbated human suffering and inflicted devastating consequences upon the defenseless Palestinian population. The Government of Bangladesh urges Israel to immediately cease all military operations, exercise maximum restraint, and respect its obligations under international humanitarian law.

Bangladesh further calls upon the international community, particularly the United Nations to take urgent and decisive measures to ensure the cessation of hostilities, protect civilian lives, and facilitate the unimpeded delivery of humanitarian assistance to the besieged people of Gaza.

In line with its principled position on justice and human rights, Bangladesh reaffirms its unwavering support for the legitimate rights of the Palestinian people, including their right to self-determination and the establishment of an independent and sovereign State of Palestine along the pre-1967 borders, with East Jerusalem as its capital.

Bangladesh also underlines the necessity of resuming dialogue aimed at a comprehensive, just, and lasting peace in the Middle East, which remains a cornerstone for ensuring regional and global stability. Bangladesh calls upon all parties to prioritize the path of diplomacy and peaceful means to end the senseless violence and suffering that continue to afflict the Palestinian people.

Bangladesh remains committed to working with the international community towards achieving a durable solution to the Palestinian question that is consistent with the principles of international law, United Nations resolutions, and the aspirations of the Palestinian people for peace, dignity, and justice.

#

Kamrul/Mehedi/Ferdows/Rafiqul/Shamim/2025/1900Hour

তথ্যবিবরণী                                                                        নম্বর: ২৯৯৯

১৫ এপ্রিল থেকে ১১ জুন সামুদ্রিক জলসীমায় মাছ ধরা নিষিদ্ধ

ঢাকা, ৫ চৈত্র (১৯মার্চ):

বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব এইচ. এম. খালিদ ইফতেখার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 #

মামুন/তৌহিদ/ফাতেমা/রমজান/সুবর্ণা/সাঈদা/মানসুরা/২০২৫/১২১০ ঘণ্টা

2025-03-19-15-29-3ebb95d3997843552c2f0a641f657c7d.docx