তথ্যবিবরণী নম্বর : ১৬৬০
স্পিকার দেশে ফিরেছেন
ঢাকা, ১৮ বৈশাখ (১ মে):
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী আজ ঢাকা ফিরেছেন।
লন্ডন অবস'ানকালে স্পিকার কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ)’র কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন। সভায় এ বছরের সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সিপিএ’র ৬২তম সম্মেলনের প্রস'তি ও এর বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
স্পিকারের লন্ডন সফরকালে বাংলাদেশ ও ইন্টারপার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর মধ্যে একটি মেমোরেন্ডাম অভ্ আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাড়্গরিত হয়। এ এমওইউ অনুযায়ী ২০১৭ সালে আইপিইউয়ের ১৩৬তম এসেম্বলি ঢাকায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পড়্গে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং আইপিইউয়ের পড়্গে আইপিইউয়ের মহাসচিব মার্টিন চুংগুং (গধৎঃরহ ঈযঁহমমঁহম) এ এমওইউ স্বাড়্গর করেন। আইপিইউ এসেম্বলিতে বিশ্বের ১৬৮টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন।
#
হুদা/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬৫৯
কাঁকড়া ও কুচিয়া চাষে গুরুত্ব দিচ্ছে সরকার
---মৎস্য প্রতিমন্ত্রী
খুলনা, ১৮ বৈশাখ (১ মে) :
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে সরকার কাঁকড়া ও কুচিয়া চাষের প্রকল্প গ্রহণ করছে। কাঁকড়া ও কুচিয়া চাষও অর্থনৈতিকভাবে লাভজনক। তিনি বলেন, মাছ চাষের পাশাপাশি কাঁকড়া ও কুচিয়া চাষের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার এবং এ চাষকে দীর্ঘস্থায়ী করতে হবে।
প্রতিমন্ত্রী আজ খুলনায় সিএসএস আভা সেন্টারে বাংলাদেশের নির্বাচিত এলাকায় কাঁকড়া ও কুচিয়া চাষ এবং গবেষণা প্রকল্পের আওতায় খুলনা বিভাগীয় কাঁকড়া ও কুচিয়া চাষে লাগসই প্রযুক্তি সম্প্রসারণ ও করণীয় বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। খুলনা বিভাগীয় মৎস্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মৎস্য সম্পদ একদিকে যেমন দেশের জনগণের পুষ্টিচাহিদাপূরণ, আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে অবদান রাখছে, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জনেও দ্বিতীয় বৃহত্তম খাত হিসেবে অনবদ্য ভূমিকা রেখে চলছে।
তিনি সরকারের উন্নয়ন কর্মকা-ের উল্লেখ করে বলেন, বর্তমান সরকার গাভী পালনের জন্য ইতোমধ্যে দুইশ কোটি টাকার একটি প্রকল্প উদ্বোধন করেছে।
মৎস্য অধিদপ্তরের পরিচালক এম আই গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা বিভাগীয় উপপরিচালক রণজিত কুমার পাল এবং প্রকল্প বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ড. বিনয় কুমার চক্রবর্তী।
কর্মশালায় খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, কাঁকড়া ও কুচিয়া চাষী, খামারী এবং স্টেকহোল্ডারা অংশগ্রহণ করেন।
#
সুলতান/আফরাজ/মোশাররফ/মাহফুজ/আব্বাস/২০১৬/১৭৫৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬৫৮
জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের বিষয়টি বিবেচনা করা হবে
-- স্বাস'্যমন্ত্রী
ঢাকা, ১৮ বৈশাখ (১ মে):
জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনার পর চূড়ানত্ম করা হবে বলে জানিয়েছেন স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ ধানমন্ডিতে নিজ বাসভবনে আন্দোলনরত নার্সদের এক প্রতিনিধিদলের সাথে বৈঠককালে নাসিম এই আশ্বাস প্রদান করেন। স্বাস'্যমন্ত্রীর এই আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনরত বেকার নার্সরা তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি (বিবিজিএনএস) ও বাংলাদেশ ডিপেস্নামা বেকার নার্সেস এসোসিয়েশন (বিডিবিএনএ) এর পড়্গে রাজিব দাস গুপ্ত, ফারম্নক হোসেন, মিনা আক্তারসহ ৪ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে উপসি'ত ছিলেন।
বৈঠকে নার্স প্রতিনিধিরা জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের মানবিক আবেদনের দাবি তুলে ধরেন। এসময় মন্ত্রী তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি প্রতিনিধিদলকে সরকারি চাকরিতে নিয়োগের আইনি বিধান ব্যাখ্যা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের প্রতি আনত্মরিকভাবে সহানুভূতিশীল বলেই তাদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করেছেন। সরকারও বেকার নার্সদের প্রতি সংবেদনশীল, তাই ৩ হাজার ৬০০ নার্স নিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ নেয়া হয়েছে। আরো ১০ হাজার নার্সের পদ সৃষ্টি করা হয়েছে, যার মধ্যে বর্তমান অর্থবছরে ৭ হাজার নার্স নিয়োগ দেয়া হবে।
বৈঠকশেষে নার্স প্রতিনিধিদেরকে শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান স্বাস'্যমন্ত্রী।
স্বাস'্য মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মন্জুরম্নল ইসলাম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ এবং সেবা পরিদপ্তরের পরিচালক নিলুফার ফরহাদ এসময় উপসি'ত ছিলেন।
#
পরীড়্গিৎ/আফরাজ/মোশাররফ/মোশারফ/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬৫৭
শ্রমিকের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ১৮ বৈশাখ (১ মে):
শ্রম কখনো সসত্মা নয়, শ্রমিক দয়ার পাত্র নয়, তাদের ন্যায্য মজুরি দিতেই হবে, সেস্নাগান তুলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কলকারখানা ও সমাজে শানিত্ম বজায় রাখতে শ্রমিকের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতেই হবে। আর এ অধিকার আদায়ের জন্য ট্রেড ইউনিয়ন ও এমন দলের সাথে ঐক্য দরকার, যে দল শ্রমিকের পাশে দাঁড়াবে। সংসদে, মন্ত্রিসভায় শ্রমিকের জন্য দাবি তুলবে।
আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রধান ডাকঘরের সামনে থেকে জাতীয় শ্রমিক জোটের লাল পতাকা সমাবেশ ও মিছিল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি একথা বলেন।
ঢাকার বিভিন্ন শিল্পকারখানা থেকে আগত সহস্র শ্রমিকের উদ্দেশ্যে হাসানুল হক ইনু বলেন, উন্নয়নকে অর্থবহ করতে, মানবিক সমাজ নির্মাণ করে দেশকে আরো এগিয়ে নিতে, শ্রমিক কাঁদবে, মালিক হাসবে- এ অবস'ার অবসান হওয়া দরকার। মহান মে দিবসে সমাজতন্ত্রের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বৈষম্য অবসান করতে সমাজতন্ত্রকে সংবিধানের পাতা থেকে জীবনের পাতায় আনতে হবে। সেইসাথে মানুষে মানুষে বিভেদ সৃষ্টিকারী জঙ্গিবাদ নির্মূল করতে হবে।
জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরীন আখতার এমপির সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সভাপতি এডভোকেট হাবিবুর রহমান শওকত, শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নাঈমুল আহসান জুয়েল এবং শ্রমিক সংগঠন ও জাসদ নেতৃবৃন্দ।
পরে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বালাদেশ টেক্সটাইল এন্ড টেকনোলোজিস্ট এসোসিয়েশন সভাপতি রথীন চাকীর সভাপতিত্বে আয়োজিত টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স কনভেনশনে তথ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান সত্মম্ভ পোশাক ও বস্ত্রশিল্পের উন্নয়নে এখাতে শ্রমিক-কর্মচারী নিয়োগে বিধিবদ্ধ প্রথা, গবেষণা ও প্রশিড়্গণের বিকল্প নেই।
#
আকরাম/আফরাজ/মোশাররফ/মোশারফ/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা