তথ্যবিবরণী নম্বর : ৬৯২
নবাবগঞ্জে শিশু মেলা শুরু
ঢাকা, ২৪ ফাল্গুন (৮ মার্চ) :
ঢাকা জেলা তথ্য অফিসের আয়োজনে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দু’দিনব্যাপী শিশু মেলা আজ শুরু হয়েছে। শিশু অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এ মেলার উদ্দেশ্য। সরকারি-বেসরকারি ১০টি প্রতিষ্ঠান শিশু ও নারী উন্নয়ন বিষয়ক বার্তা তুলে ধরে মেলায় স্টল স্থাপন করেছে।
সকালে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মেলা শুরু হয়। সরকারি কর্মকর্তা ও কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থী, নারীনেত্রী, সাংবাদিকসহ শত শত নারী-পুরুষ র্যালিতে অংশগ্রহণ করে। র্যালি শেষে মেলা মঞ্চে শিশু উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুুষ্ঠিত হয়। আলোচনার পর নাটিকা, সংগীত ও চলচ্চিত্র প্রদর্শিত হয়।
এরপর প্রাথমিক শিক্ষা, শিশু ও নারীর অধিকার ও নিরাপত্তা, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ, শিশু ও নারী নির্যাতনরোধ, নিরাপদ মাতৃত্ব, জেন্ডার সমতা, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, মাতৃদুগ্ধ, শিশু অধিকার, টিকা, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্সসূচিসমূহ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।
আগামীকাল মেলার ২য় দিন, ৯ মার্চ সকালে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাড. সালমা ইসলাম মেলা পরিদর্শন ও শ্রেষ্ঠ স্টল স্থাপনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বলে আশা করা যাচ্ছে।
#
তৈয়ব/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৯১
সরকারি হাসপাতালের পরিচালকদের সাথে স¦াস্থ্যমন্ত্রীর মতবিনিময়
ঢাকা, ২৪ ফাল্গুন (৮ মার্চ) :
সরকারি হাসপাতালগুলোতে ৪র্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্দিষ্ট রংয়ের পোশাক নির্ধারণ করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এছাড়া ৩য় শ্রেণির কর্মচারীদের মধ্যে যাদের জন্য সরকারি পোশাক বরাদ্দ করার বিধান রয়েছে তাদের জন্যেও নির্দিষ্ট রং নির্ধারণ করে দেওয়া হবে।
আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি হাসপাতালের পরিচালকদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে এ সংক্রান্ত আদেশ দ্রুত জারী করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
সভায় মন্ত্রী হাসপাতালে বহিরাগতদের চাপ কমাতে রোগীদের অ্যাটেনডেন্ট সংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি চিকিৎসক, নার্স, কর্মচারী ও রোগীর অ্যাটেনডেন্টদের জন্য নির্দিষ্ট পরিচয়পত্র ইস্যু ও ব্যবহার বাধ্যতামূলক করতে পরিচালকদের প্রতি নির্দেশ দেন। এসময় তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে মানুষ কম খরচে আধুনিক সেবা পাচ্ছে বলে সব সময় অতিরিক্ত রোগীর চাপ থাকে। ফলে চিকিৎসকদেরকে বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। রোগীর স্বজন ও চিকিৎসক, নার্স বা কর্মচারীদের মধ্যে যেন ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় সে দিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা যেন সৃষ্টি না হয় সেদিকেও পরিচালকদের দৃষ্টি রাখার জন্য তিনি তাগিদ দেন। একই সাথে হাসপাতালগুলোকে দালাল ও অবৈধ স্থাপনামুক্ত রাখার জন্যেও তিনি পুনরায় নির্দেশ প্রদান করেন।
সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এবং দেশের সকল সরকারি হাসপাতালের পরিচালকগণ উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৯০
শিক্ষার মান অর্জনই এখন বড় চ্যালেঞ্জ
--- শিক্ষামন্ত্রী
ঢাকা, ২৪ ফাল্গুন (৮ মার্চ) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার মান অর্জনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে এ চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টা অব্যাহত থাকবে। উচ্চ শিক্ষার উন্নয়নে সম্প্রতি সংসদে ’বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল বিল-২০১৭’ পাস হয়েছে।
তিনি আজ ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এন্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ)-এর উদ্যোগে ‘ফিলিপাইন ও থাইল্যান্ড শিক্ষা সফরে লব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি পেয়েছে, ঝরে পড়ার হার কমেছে। তবে বিদ্যালয় থেকে ঝরে পড়া এখনও একটি বড় সমস্যা। শিক্ষাক্ষেত্রে মেয়েদের অগ্রগতি বৈপ্লবিক উল্লেখ করে তিনি বলেন, শুধু সংখ্যার দিক থেকে নয়, সাম্প্রতিক বছরগুলোতে মেয়েরা পড়ালেখায় ছেলেদের চেয়ে ভাল করছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল কুদ্দুস, গোলাম মোস্তফা, সেলিম উদ্দিন তরফদার ও মামুনুর রশিদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এবং বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল্লাহ আবু সায়ীদ বক্তৃতা করেন।
সেমিনারে ফিলিপাইন শিক্ষা সফরের ওপর প্রতিবেদন উপস্থাপন করেন সেকায়েপ প্রকল্প পরিচালক ড. মো. মাহামুদ-উল-হক এবং থাইল্যান্ড শিক্ষা সফরের ওপর প্রতিবেদন উপস্থাপন করেন কারিগরি ও মাদরাসা বিভাগের যুগ্ম সচিব সফিউদ্দিন আহমদ। শিক্ষা সফর দু’টিতে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ছয় জন সংসদ সদস্য, মন্ত্রণালয়, মাউশি ও সেকায়েপ’র কর্মকর্তাবৃন্দ এবং মাঠ পর্যায়ের জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তাগণ সফরের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং বাংলাদেশে প্রয়োগ-উপযোগী বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। তারা বছরের প্রথমদিনেই ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেয়া এবং শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে সরকারের উদ্যোগের প্রশংসা করেন। তারা শিক্ষাক্ষেত্রে একটি সামগ্রিক পরিকল্পনা, সুশৃঙ্খল পদ্ধতি এবং ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান।
#
আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৮৯
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২৪ ফাল্গুন (৮ মার্চ) :
দশম জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২০তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ্ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাইমুম সরওয়ার কমল ও সুকুমার রঞ্জন ঘোষ অংশগ্রহণ করেন। এছাড়াও আমন্ত্রিত সদস্য হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও সংসদ সদস্য তানভীর ইমাম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১-৫ এপ্রিল ১৩৬তম আইপিইউ এসেম্বলির প্রচার ও মিডিয়া কাভারেজ নিশ্চিত করতে তথ্য মন্ত্রণালয়ের সকল দপ্তরকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়। বৈঠকে বলা হয় আইপিইউ এসেম্বলি বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি বাংলাদেশকে বহির্বিশ্বে তুলে ধরার একটি বড় প্লাটফরম। সে কারণে স্থানীয় ও আন্তর্জাতিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় এসেম্বলির ব্যাপক প্রচার প্রচারণা আবশ্যক। বৈঠকে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার ছাড়াও দেশের সকল প্রিন্ট,অনলাইন,ইলেকট্রনিক মিডিয়া এবং রেডিওতে ১৩৬তম আইপিইউ এসেম্বলির প্রচারণা নিশ্চিত করার সুপারিশ করা হয়।
বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর সক্ষমতা বৃদ্ধির সুপারিশ করা হয়। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে ভারতের রামুজি ফিল্ম ইন্ডাস্ট্রির মতো একটি ইন্ডাস্ট্র্রি গড়ে তোলার সুপারিশ করা হয়।
কমিটি বাংলাদেশ টেলিভিশনকে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং দর্শক ধরে রাখতে মানসম্মত অনুষ্ঠান নির্মাণের প্রতি গুরুত্বারোপ করে। এছাড়া কমিটি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের শিল্পী সম্মানী যুগোপযোগী করার সুপারিশ করে ।
বৈঠকে বাংলাদেশ বেতারে কর্মরত অস্থায়ী কর্মচারীদের চাকুরীতে স্থায়ীকরণের সুপারিশ করা হয়। বৈঠকে ৩নং সাব কমিটির রিপোর্ট স্থাপন করা হয়।
তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
কামাল/মাহমুদ/আলী/জয়নুল/২০১৭/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৮৮
নারী সমাজকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে
-- এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ২৪ ফাল্গুন (৮ মার্চ) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নারী সমাজকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প বাস্তবায়ন সম্ভব নয়।
তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মিলনায়তনে বিশ^ নারী দিবস ২০১৭ উদ্যাপন উপলক্ষে এলজিইডি কর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক। এছাড়া উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং এলজিইডি’র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, সরকার দেশের সামগ্রিক উন্নয়ন কর্মকা-ে নারীদের সম্পৃক্ত করার মাধ্যমে রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়ন করছে। তিনি বলেন, ১৯৯৬ সালে নির্বাচিত হবার পর আওয়ামী লীগ সরকার প্রথমবারের মতো জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়ন করে যার প্রধান লক্ষ্য ছিল যুগ যুগ ধরে অবহেলিত ও নির্যাতিত এদেশের নারী সমাজের ভাগ্য উন্নয়ন করা। এ নীতির সুফল আজ দেখতে পাচ্ছি। নারীদের প্রতি সকল ধরণের সহিংসতা রোধেও বর্তমান সরকার অত্যন্ত কঠোর ভূমিকা পালন করছে। নারী শিক্ষা অবৈতনিক করাসহ উপবৃত্তি প্রদানের ব্যবস্থা চালু রয়েছে। এছাড়া স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারীদের উন্নয়নের মূল¯্রােতে আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে পল্লী অঞ্চলের নারীদের স্বাবলম্বী করে তোলা হচ্ছে।
#
জাকির/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৮৭
নারী দিবসে মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী
দুই বছরের মধ্যে বাল্য বিবাহের হার অর্ধেকে নামিয়ে আনা হবে
ঢাকা, ২৪ ফাল্গুন (৮ মার্চ) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাল্য বিবাহ নিরোধ আইন -২০১৭ কার্যকর হলে আাগামী দুই বছরের মধ্যে বাল্য বিবাহের পরিমাণ অর্ধেকে নেমে আসবে। এ জন্য যা করা দরকার সরকার তা করবে।
তিনি আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ উপলক্ষে আয়োজিত নারী সমাবেশের প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কোন ক্রমেই ১৮ বছরের নিচের কোন মেয়েকে বিয়ে দেয়া যাবে না, যা বর্তমান আইনে সুষ্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। কতিপয় মহল এ বিষয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। প্রতিটি আইনের কিছু ব্যতিক্রম থাকে, ব্যতিক্রম কখনই উদাহরণ হতে পারে না। বাল্য বিবাহ নিরোধ আইন -২০১৭ এর বিশেষ বিধান মেয়েদের সর্বোচ্চ স্বার্থ রক্ষার্থে রাখা হয়েছে যা আদালত নিশ্চিত করবে এবং এ বিষয়ে শীঘ্রই বিধিমালা প্রণয়ন করা হবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম রেবেকা মমিন, মহিলা বিষয়ক আধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী, ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টিন হান্টার (ঈযৎরংঃরহব ঐঁহঃবৎ) প্রমুখ। সমাবেশে বাংলাদেশের বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
প্রতিমন্ত্রী আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের সহায়তায় প্রচলিত হেল্প লাইন ১০৯২১ কে সংক্ষিপ্ত করে নতুন হেল্প লাইন ১০৯ ঘোষণা করেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ জাতীয় পর্যায়ে ৫টি ক্যাটাগরিতে ৫ জন নারীকে পুরষ্কৃত করা হয়েছে। এর মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে শার্লী মেশৌপ্রু, শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হোসনে আরা, সফল জননী নারী হিসেবে ফিরোজা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী এ ক্যাটাগরিতে মর্জিনা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী এ ক্যাটাগরিতে আরিফা ইয়াসমিন ময়ুরীকে জয়িতা পদক প্রদান করা হয়। স্বীকৃতি হিসেবে তাদেরকে সনদ, ক্রেস্ট এবং পঞ্চাশ হাজার টাকার চেক দেয়া হয়।
#
খায়ের/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৮৬
কুষ্টিয়ার মুক্তিযোদ্ধা কমান্ডার জিয়াউল বারী নোমানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
ঢাকা, ২৪ ফাল্গুন (৮ মার্চ) :
মহান মুক্তিযুদ্ধের অন্যতম পরাক্রমশালী মুক্তিযোদ্ধাদের দল বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) এর কুষ্টিয়া জেলা কমান্ডার মির্জা জিয়াউল বারী নোমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
জিয়াউল বারী নোমান গতকাল রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না.....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিয়াউল বারী নোমান ছিলেন একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা। দেশ ও জাতির জন্য নিবেদিতপ্রাণ এই নেতা আমৃত্যু ন্যায় ও সততার পথে সংগ্রাম করে গেছেন। তার মৃত্যুতে দেশ এক অমূল্য প্রাণকে হারালেও তার সংগ্রামের আদর্শ ভবিষ্যৎ নেতাদের পাথেয় হয়ে থাকবে।
আজ বাদ জোহর লালমাটিয়া মিনার মসজিদে জানাজা শেষে মিরপুর কালশি কবরস্থানে মির্জা জিয়াউল বারী নোমানের মরদেহ সমাহিত করা হয়।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৮৫
কমনওয়েলথ বাণিজ্যমন্ত্রীদের সম্মেলনে যোগদিতে বাণিজ্যমন্ত্রীর ঢাকা ত্যাগ
ঢাকা, ২৪ ফাল্গুন ( ৮মার্চ):
লন্ডনে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ ট্রেড মিনিস্টিার্স মিটিং-এ যোগদিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ৭ মার্চ মঙ্গলবার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। কমনওয়েলথ এন্টারপ্রাইজ এন্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের উদ্যোগে ৯ ও ১০ মার্চ এ সম্মেলন লনকাস্টার হাউজে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে ৬টি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বিষয়গুলো হচ্ছে-ফাইনান্সিয়াল সার্ভিসেস, ইজি অভ্ ডুয়িং বিজনেস, টেকনোলজি এন্ড ইনোভেশন, বিজনেস এন্ড সাসটেইনেবিলিটি, ক্রিয়েটিং এন এক্সপোর্ট ইকোনমি এবং অ্যাট্রাক্টিং ইনভেস্টমেন্ট। তোফায়েল আহমেদ টেকনোলজি এন্ড ইনোভেশন এবং ক্রিয়েটিং এন এক্সপোর্ট ইকোনমি বিষয়ের ওপর অনুষ্ঠিত রাউন্ড টেবিল বৈঠকে বক্তব্য রাখবেন।
প্রতিবছর বাংলাদেশে থেকে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য যুক্তরাজ্যে রপ্তানি হয়। এলডিসিভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ ইউরোপিয়ন ইউনিয়নের দেয়া এভ্রিথিংস বাট আর্মস(ইবিএ)-এর আওতায় সম্পূর্ণ বাজার সুবিধা পেয়ে আসছে। যুক্তরাজ্য ইউরোপিয়ন ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে যাতে এ সুবিধা অব্যাহত থাকে সে বিষয়ে বাণিজ্যমন্ত্রী যুক্তরাজ্যের নীতি নির্ধারকদের সাথে আলাদা ভাবে নেগোসিয়েশন করবেন।
সম্মেলনে কমনওয়েলভুক্ত প্রায় ২৫টি দেশের বাণিজ্যমন্ত্রী যোগদান করবেন। কমনওয়েলভুক্ত দেশসমূহের ২ দশমিক ৩ বিলিয়ন জনগোষ্ঠীর মধ্যে আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য বৃদ্ধিসহ বিশ্ব বাণিজ্যের বর্তমান অবস্থা এবং এর অগ্রগতি পর্যালোচনা ও মতবিনিময় করা হবে। দেশসমূহের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে বাধাসমূহ চিহ্নিত করে তা সমাধানের জন্য একটি পলিসি এজেন্ডা তৈরি করা হবে। সম্মেলনে পোস্ট ব্রেক্সিট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
বাণিজ্যমন্ত্রী ১১ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
#
বকসী/অনসূয়া/রফিকুল/শামীম/২০১৭/ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৮৩
উন্নত দেশে পরিণত হওয়ার অন্যতম অবলম্বন হবে জেলা পরিষদ
-এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ২৪ ফাল্গুন (৮ মার্চ):
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে জেলা পরিষদ অন্যতম প্রধান ভূমিকা রাখবে।
মন্ত্রী আজ রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) মিলনায়তনে জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।
মন্ত্রী বলেন, প্রচলিত আইনি কাঠামোর মধ্যে থেকে নব নির্বাচিত চেয়ারম্যানগণকে জনগণের কল্যাণে সর্বাত্মকভাবে কাজ করতে হবে। তিনি জনগণের আস্থা অর্জনের মাধ্যমে জেলা পরিষদকে অধিকতর জনকল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্যমাত্রা নিয়ে দেশকে উন্নয়নের মহাসড়কে চালিত করছেন নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদেরকে এর ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করতে হবে। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে নির্বাচিত অন্যান্য জনপ্রতিনিধিদের চেয়ে জেলা পরিষদের চেয়ারম্যানদের আস্থা ও গ্রহণযোগ্যতা অনেক বেশি। তিনি বিদ্যমান সুযোগ-সুবিধার সাথে উদ্ভাবনী ও জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনার মাধ্যমে আরো ব্যাপক পরিসরে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় জেলা পরিষদের চেয়ারম্যানগণের বিভিন্ন দাবি-দাওয়া প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার ১৩১ বছর পর প্রথমবারের মতো গণতান্ত্রিক ব্যবস্থা চালু করেছে। বর্তমান আইনি কাঠামোর মধ্যেই জনগণকে সেবা প্রদানের আহ্বান জানিয়ে তিনি জেলা পরিষদের চেয়ারম্যানদের দাবি-দাওয়া পূরণে সরকার আন্তরিক বলে উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, জেলা পরিষদকে আরো বেশি জনকল্যাণমুখী করার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় জেলা পরিষদসমূহের মাধ্যমে বিভিন্ন কর্ম-সৃজন ও আয় বর্ধক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ কার্যক্রমের আওতায় দুঃস্থ, অসহায় ও বিধবা মহিলাদের সেলাই, এমব্রয়ডারি, পশুপালনসহ বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এছাড়া যুবকদের কম্পিউটার, মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণ ছাড়াও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বেকারদের মাঝে গাভী, রিক্সা ভ্যান এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। যুদ্ধাহত ও পঙ্গু মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে জেলা পরিষদ কর্তৃক এ সরকারের আমলে দোকান বরাদ্দ, হুইল চেয়ার, সেলাই মেশিন সরবরাহ ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সকল উন্নয়ন কাজের মান নিশ্চিতকরণ, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, কৃষি, জনস্বাস্থ্য, পল্লি উন্নয়ন, যুব উন্নয়নসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ কর্তৃক গৃহীত প্রকল্পসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকের সভাপতিত্বে সভায় দেশের সকল জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এবং স্থানীয় সরকার বিভাগ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
জাকির/অনসূয়া/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১৪৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৮২
বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপানের প্রতিষ্ঠান মারুবেনি
ঢাকা, ২৪ ফাল্গুন (৮ মার্চ) :
বাংলাদেশে এলএনজি টার্মিনাল স্থাপনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপানের প্রতিষ্ঠান মারুবেনি প্রা. লি.। চট্টগ্রামে মারুবেনি ও বিসিআইসি যৌথভাবে এ টার্মিনাল নির্মাণ করবে। মালয়েশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করে এটি পরিচালনা করা হবে।
বাংলাদেশ সফররত জাপানের উদ্যোক্তা প্রতিষ্ঠান মারুবেনি প্রা. লিমিটেডের এক প্রতিনিধিদল শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে এ আগ্রহ প্রকাশ করে। আজ শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের শিল্পখাতে মারুবেনির বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশে মিশ্র সার, পেপার বোর্ড, বিদ্যুৎ ও এলএনজি শিল্পখাতে বিনিয়োগের ব্যাপারে মারুবেনির কর্মকর্তারা আগ্রহ প্রকাশ করেন।
শিল্পমন্ত্রী বাংলাদেশের শিল্পখাতে মারুবেনির বিনিয়োগ আগ্রহের প্রশংসা করেন। তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সর্বোৎকৃষ্ট স্থান। বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য নগদ সহায়তা, কর অবকাশসহ বিভিন্ন প্রণোদনা দিচ্ছে। তিনি এলএনজি টার্মিনাল ছাড়াও পেপার বোর্ড, বিদ্যুৎ ও মিশ্র সারখাতে যৌথ বিনিয়োগের জন্য একটি সমন্বিত প্রস্তাব প্রদান করতে মারুবেনির কর্মকর্তাদের পরামর্শ দেন। বিনিয়োগের সুনির্দিষ্ট প্রস্তাবনা পেলে সরকার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে তিনি প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।
শিল্পমন্ত্রী কর্ণফুলী সার কারখানাকে (কাফকো) বাংলাদেশে জাপানে বিনিয়োগের একটি সফল উদাহরণ হিসেবে উল্লেখ করেন। এর দৃষ্টান্ত অনুসরণ করে বাংলাদেশের অন্যান্য শিল্পখাতে যৌথ বিনিয়োগে এগিয়ে আসতে মারুবেনির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, মারুবেনি প্রা. লিমিটেডের আশিয়ান ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার ব্যবস্থাপনা বিষয়ক নির্বাহি কর্মকর্তা সজি কাওয়াহামা, মারুবেনির আঞ্চলিক মহাব্যবস্থাপক তরু কাবিয়া, উপ মহাব্যবস্থাপক কুনিও নিগিশি, ঢাকা অফিসের মহাব্যবস্থাপক হাদিহিরু কন্নু সহ বিসিআইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
#
জলিল/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৭/১৪৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৭৯
বিশ্ব কিডনি দিবসে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ২৪ ফাল্গুন (৮ মার্চ) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ৯ মার্চ বিশ্ব কিডনি দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব কিডনি দিবস-২০১৭’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।
বর্তমানে অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকদের মতে জন্মগত ত্রুটি, বংশগত রোগ, স্থূলতা, নেফ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অপর্যাপ্ত পানি পান, ব্যাথানাশক ঔষধ সেবনসহ নানাবিধ কারণে বিশ্বে ধীর গতির কিডনি বিকল রোগীর সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। স্থূলতা আজ বিশ্বব্যাপী একটি স্বাস্থ্য সমস্যা। কিডনি রোগের প্রকোপ বৃদ্ধিতে স্থূলতা অনুঘটক হিসেবে কাজ করে। স্বাস্থ্যসম্মত জীবন পদ্ধতি অনুসরণ করে কিডনি রোগ প্রতিরোধ করা যায়। সেই পরিপ্রেক্ষিতে এবারের বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য 'করফহবু ফরংবধংব ধহফ ড়নবংরঃু. ঐবধষঃযু ষরভবংঃুষব ভড়ৎ যবধষঃযু শরফহবুং' অত্যন্ত সময়োপযোগী বলে আমি মনে করি। দিবসটি উপলক্ষে কিডনি বিষয়ক নানা কর্মসূচি ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।
বাংলাদেশ রেনাল এসোসিয়েশন, পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অভ্ বাংলাদেশ ও কিডনি ফাউন্ডেশনের যৌথভাবে দিবসটি পালনের উদ্যোগ খুবই প্রশংসনীয়। কিডনিকে সুস্থ রাখতে করণীয় ও বর্জনীয় সম্পর্কে জনগণকে জানাতে এ সব সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।
আমি ‘বিশ্ব কিডনি দিবস-২০১৭’ উপলক্ষে আয়োজিত কর্মসূচির সাফল্য কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/অনসূয়া/আলমগীর/শহিদ/রফিকুল/আসমা/২০১৭/১১৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৮০
বিশ্ব কিডনি দিবসে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ২৪ ফাল্গুন ( ৮মার্চ):
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ই মার্চ ‘বিশ্ব কিডনি দিবস’ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ৯ই মার্চ ২০১৭ ‘বিশ্ব কিডনি দিবস’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।
বিশ্ব কিডনি দিবসের এবারের প্রতিপাদ্য 'করফহবু ফরংবধংব ধহফ ড়নবংরঃু. ঐবধষঃযু ষরভবংঃুষব ভড়ৎ যবধষঃযু শরফহবুং' অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
সারা বিশ্বে কিডনি রোগের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এ রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং এ রোগে মৃত্যুবরণের হার অপেক্ষাকৃত বেশি। কাজেই এই সকল রোগের মূল কারণ অনুসন্ধান এবং প্রতিরোধের উপায় বের করা জরুরি। গবেষণায় দেখা গেছে স্থূলতা ও কিডনি রোগের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। স্বাস্থ্যকর জীবন প্রণালী অনুসরণ করে স্থূলতা প্রতিরোধ করা যায়। স্থূলতা হ্রাস পেলে কিডনি রোগও হ্রাস পাবে। সাধারণ জনগণের সচেতনতা এজন্য অত্যন্ত জরুরি।
কিডনি বিকল রোগীদের জন্য অত্যন্ত কম খরচে ডায়ালাইসিস সেবা প্রদানের লক্ষ্যে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের মাধ্যমে সীমিত আকারে আন্তর্জাতিক মানের ডায়ালাইসিস সেবা কেন্দ্র চালু করেছি। পর্যায়ক্রমে এর পরিধি আরো বাড়ানো হবে।
আমি আশা করি, সরকারের পাশাপাশি বাংলাদেশ রেনাল এসোসিয়েশন, কিডনি ফাউন্ডেশন ও ক্যাম্পস-এর মতো সংগঠনগুলো কিডনি রোগ প্রতিরোধ এবং এর চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকগণ আরো নিবেদিত হবেন।
আমি বিশ্ব কিডনি দিবস-২০১৭ -এর সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/অনসূয়া/আলমগীর/রফিকুল/শামীম/২০১৭/১১৪১ ঘণ্টা