তথ্যবিবরণী নম্বর : ৩৮২
দুদকের কমিশনার নিয়োগের লড়্গ্যে বাছাই কমিটি গঠন
ঢাকা, ২২ মাঘ (৪ ফেব্রম্নয়ারি) :
দুর্নীতি দমন কমিশনে (দুদক) দু’জন কমিশনার নিয়োগে সুপারিশ প্রদানের জন্য বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে সভাপতি করে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে।
বাছাই কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বাংলাদেশের মহা হিসাব-নিরীড়্গক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ইকরাম আহমেদ এবং অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব
এম আবদুল আজিজ।
মন্ত্রিপরিষদ বিভাগ পয়লা ফেব্রম্নয়ারি এ বাছাই কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বাছাই কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, বাছাই কমিটি কমিশনার নিয়োগে সুপারিশ প্রদানের উদ্দেশ্যে, উপসি'ত সদস্যদের অন্যূন তিন জনের সিদ্ধানেত্মর ভিত্তিতে কমিশনারের প্রতিটি শূন্যপদের বিপরীতে দু’জন ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করে নিয়োগ প্রদানের জন্য রাষ্ট্র্রপতির নিকট প্রেরণ করবে। অন্যূন চারজন সদস্যের উপসি'তিতে বাছাই কমিটির কোরাম গঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ বাছাই কমিটির কার্যসম্পাদনে সাচিবিক সহায়তা প্রদান করবে।
#
ওয়াদুদ/মিজান/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৮১
আপোশযোগ্য মামলা মধ্যস্থতার মাধ্যমে
নিষ্পত্তির অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে
-- আইনমন্ত্রী
চট্টগ্রাম, ২২ মাঘ (৪ ফেব্রুয়ারি) :
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, মামলাজট নিরসনে জেলা লিগ্যাল এইড অফিসকে বিকল্প বিরোধনিষ্পত্তি ব্যবস্থা (এডিআর) এর কেন্দ্রস্থল হিসেবে কাজে লাগানোর প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। তাই আপোশযোগ্য মামলা লিগ্যাল এইড অফিসারের নিকট প্রেরণ ও তার মধ্যস্থতা করার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।
মন্ত্রী আজ চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত ‘সরকারি আইনি সহায়তা কার্যক্রমের মানোন্নয়নে ডিজিটাল অগ্রযাত্রা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, জাতীয় আইনগত সহায়তা সংস্থার পরিচালক মালিক আবদুল্লাহ আল আমিন, জেলা লিগ্যাল এইডের প্যানেলভুক্ত আইনজীবী ফৌজিয়া আফরোজ ও মাসুদা ইয়াছমিন বক্তৃতা করেন।
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনসহ বিচারক, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও আইনজীবীবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, আর্থিকভাবে অসচ্ছল মানুষ ছাড়াও এসিডদগ্ধ নারী পুরুষ, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলা, বিনা বিচারে আটক ব্যক্তি, প্রতিবন্ধী, পাচারকৃত নারী ও শিশুসহ বিচার পেতে অক্ষম যে কোনো নাগরিককে তার সাংবিধানিক অধিকার হিসেবে রাষ্ট্র আইনগত সহায়তা প্রদান করছে। মামলাজট কমাতে বিকল্প বিরোধনিষ্পত্তি ব্যবস্থাকে আরো গতিশীল ও গণমুখী করার লক্ষ্যে প্রত্যেক জেলায় একজন সিনিয়র সহকারী জজকে জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। এ পরিকল্পনার আওতায় ডিজিটাল ডাটাবেইজ নেটওয়ার্কিং সিস্টেম চালু হতে যাচ্ছে। যার ফলে সরকারি আইনি সেবার তথ্যসমূহ তাৎক্ষণিক পাওয়া যাবে। লিগ্যাল এইড মামলার বর্তমান অবস্থা ও তারিখ বিচারপ্রার্থী ঘরে বসেই জানতে পারবে।
তিনি বলেন, বিনা খরচে আইনি সেবা ও পরামর্শ পেতে প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যাশনাল হেল্পলাইন প্রতিষ্ঠা করা হচ্ছে। এছাড়া এডিআর পদ্ধতির সফল প্রয়োগের মাধ্যমে দ্রুততম সময়ে ন্যায়বিচার নিশ্চিত করতে আইনগত সহায়তা প্রদান বিধিমালা - ২০১৫ প্রণয়ন করা হয়েছে।
স্থানীয় পর্যায়ে এডিআর ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষ্যে বিচারক আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলকে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
পরে মন্ত্রী জেলা ও মহানগরের সরকারি আইন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বক্তৃতা করেন।
#
সাইফুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৬/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৮০
লোনা পানির শোষণ সন্ত্রাস বইয়ের মোড়ক উন্মোচন করলেন ডেপুটি স্পিকার
ঢাকা, ২২ মাঘ (৪ ফেব্রুয়ারি) :
দক্ষিণাঞ্চলের লোনা পানি অধ্যুষিত এলাকার মানুষের লড়াই, সংগ্রাম ও জীবনকাহিনী নিয়ে লেখা লোনা পানির শোষণ সন্ত্রাস দৃশ্যকাব্যের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ ঢাকায় জাতীয় সংসদভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয়। ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সিনিয়র সাংবাদিক রাহুল রাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সাংবাদিক নিখিল ভদ্র, নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির, কথা সাহিত্যিক অধ্যক্ষ তৌহিদুর রহমান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ, অপরিকল্পিত চিংড়িচাষ বিরোধী আন্দোলনের নেতা মো. রশিদুজ্জামান, বইয়ের লেখক রবীন্দ্রনাথ বিশ্বাস ও কবি সাকিরা পারভীন আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে লোনা পানি থেকে স্বাদু পানিতে চিংড়ি চাষকে রূপান্তর করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, এখন বিদেশে লোনা পানির চিংড়ির থেকে স্বাদু পানির চিংড়ির চাহিদা বেশি। স্বাদু পানিতে চিংড়ি চাষের পাশাপাশি একাধিক ফসল উৎপাদন সম্ভব। তাই এবিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে উদ্যোগী হওয়া প্রয়োজন।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, চিংড়ি চাষের জন্য একটি নীতিমালা তৈরি করা হয়েছে। এখন হাজার হাজার একর লোনা পানিতে চিংড়ি চাষ করার সুযোগ নেই। চিংড়ি ঘের সর্বোচ্চ ৩৩ একর হতে পারবে। জনবহুল এলাকায় চিংড়ি চাষ করা যাবে না। চিংড়ি ঘের করার ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত বেশি গুরুত্ব পাবে। তিনি বলেন, পরিবেশের ক্ষতি করে চিংড়ি চাষের সুযোগ নেই। যে কোনো চাষের ক্ষেত্রে পরিবেশকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। লোনা পানির চিংড়ির চাষের পাশাপাশি সরকার স্বাদু পানির চিংড়ি চাষকে উৎসাহিত করছে। তিনি সরকারের এ উদ্যোগে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।
#
স¦পন/মিজান/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৭৯
নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২২ মাঘ (৪ ফেব্রুয়ারি) :
জাতীয় সংসদের নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম এতে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য মো. নূরুল ইসলাম সুজন, এম আব্দুল লতিফ এবং মমতাজ বেগম এডভোকেট বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে সিসিটিতে পরবর্তী দীর্ঘমেয়াদি টার্মিনাল অপারেটর নিয়োগ টেন্ডারের পূর্বে টার্মিনাল অপারেটর ও বার্থ অপারেটরের কার্যপরিধি ও যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি, সিসিটিতে দীর্ঘমেয়াদি ভিত্তিতে টেন্ডার ডুকমেন্ট প্রস্তুতকরণ ও সাবকমিটিতে প্রেরণ, নিউমুরিং কন্টেইনার টার্মিনালের জন্য জি টু জি পদ্ধতি অবলম্বন করে ইকুইপমেন্ট সরবরাহের অগ্রগতি, পুরাতন ইকুইপমেন্টগুলো প্রস্তুতকারকদের নিকট হতে প্রয়োজনীয় পার্টস ও সার্ভিস সংগ্রহ করে ইকুইপমেন্টসমূহের (জবভঁৎনরংয) কাজের অগ্রগতি, বর্তমান কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ দ্রুততম সময়ে করার জন্য কন্টেইনার হ্যান্ডলিং ইকুইপমেন্ট সংগ্রহের অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং কাজগুলো দ্রুত সম্পন্ন করতে কমিটি সুপারিশ করে।
চট্টগ্রাম বন্দরের বিভিন্ন প্রকিউরমেন্টের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করতে কমিটি সুপারিশ করে। এছাড়া, কমিটি চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে বিস্তৃত করার কর্মসূচি নিয়ে পরবর্তী বৈঠকে আলোচনার সিদ্ধান্ত গ্রহণ করে।
নৌপরিবহণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
সাব্বির/মিজান/মোশাররফ/নবী/রফিকুল/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৭৮
কাজের গুণগতমান নিশ্চিত না হলে সম্পদ আহরণ হবে না
-- পরিকল্পনামন্ত্রী
ঢাকা, ২২ মাঘ (৪ ফেব্রুয়ারি) :
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কাজের গুণগতমান নিশ্চিত করতে না পারলে সম্পদ আহরণ হবে না। সম্পদ আহরিত না হলে দেশ এগোবে না। গুণগত কাজ নিশ্চিত করতে পর্যবেক্ষণ বাড়ানোর পাশাপাশি শাস্তি নিশ্চিত করতে হবে।
মন্ত্রী আজ ঢাকায় এনইসি সম্মেলনকক্ষে আইএমইডি, সেন্ট্রাল প্রকিউরমেন্ট ইউনিট এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত সংস্কার প্রকল্পের উদ্যোগে পাবলিক প্রাইভেট স্টেকহোল্ডার্স কমিটির (পিপিএসসি) সভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন।
সরকারি ক্রয় প্রক্রিয়ায় নাগরিক সম্পৃক্ততা সৃষ্টির উপায় নির্ধারণের লক্ষ্যে পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্টের আওতায় এ উদ্যোগ নেয়া হয়েছে। পরিকল্পনামন্ত্রী এ কমিটির সভাপতি। পিপিআরপি’র আওতায় সরকারি বেসরকারিখাতের একটি সাধারণ প্লাটফর্ম বিনির্মাণের উদ্দেশ্যে পিপিএসসি পুনর্গঠিত হয়েছে। ২৭ সদস্যবিশিষ্ট পিপিএসসি’র বর্তমান সদস্য সংখ্যা ৪৩।
পরিকল্পনামন্ত্রী বলেন, কোনো এলাকায় কাজ শুরুর আগে কাজের প্রকৃতি, ব্যয়সহ বিস্তারিত জনগণকে অবহিত করতে হবে। ওয়েবসাইটেও তা প্রকাশ করতে হবে। ই-টেন্ডারের মাধ্যমে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জবাবদিহিতা ও স্বচ্ছতায় বিশ্বাসী। কাজের জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকলে কাজের গুণগতমান ভাল হবে। তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে সুষম উন্নয়ন। সমাজের সকল শ্রেণি ও অঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করতে পারলে দেশের অগ্রযাত্রা বেগবান হবে।
মন্ত্রী বলেন, শিল্প, কৃষি ও সেবাখাতে বাংলাদেশের অগ্রগতি বিশ্বে আলোচিত বিষয় হিসেবে উঠে আসছে। কর্মক্ষম জনগণ এদেশের উন্নয়নের জাদুকর। সামাজিক বন্ধন আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।
অনুষ্ঠানে পরিকল্পনা সচিব তারিক উল ইসলাম, আইএমইডি সচিব মো. শহীদ উল্লা খন্দকার, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, সিপিডি কর্মকর্তা ড. মুস্তাফিজুর রহমান, বিশ্বব্যাংকের লিড প্রকিউরমেন্ট স্পেশালিস্ট ড. জাফরুল ইসলাম, সিপিটিইউ’র মহাপরিচালক মো. ফারুক হোসেন এবং বিআইজিডির নির্বাহী পরিচালক ড. সুলতান হাফিজ রহমান বক্তৃতা করেন।
#
শেফায়েত/মিজান/রফিকুল/জয়নুল/২০১৬/২০৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৭৭
সুশাসন ও অর্থনৈতিক জবাবদিহিতা নিশ্চিত করতে আইসিএবি’র গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে
-- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ২২ মাঘ (৪ ফেব্রুয়ারি) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সুশাসন ও অর্থনৈতিক জবাবদিহিতা নিশ্চিত করতে ইনস্টিটিউট অভ্ চার্টার্ড একাউন্ট্যান্টস অভ্ বাংলাদেশ (আইসিএবি) এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশে এ সেক্টরে প্রচুর দক্ষ জনশক্তি রয়েছে। বিগত দিনের চেয়ে সরকারি ও বেসরকারি সেক্টরে হিসেবের মান অনেক উন্নত হয়েছে।
মন্ত্রী আজ ঢাকায় আইসিএবি আয়োজিত ‘এট্রাকটিং এন্ড রিটেইনিং ফাইন্যান্স পার্সোন্যাল ইন দ্য বাংলাদেশ পাবলিক সেক্টর’ শীর্ষক রাউন্ডটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি সেক্টরের ভূমিকা অনেক। সরকারি ও বেসরকারি সেক্টরে আর্থিক শৃঙ্খলা এসেছে এবং কাজের মান বৃদ্ধি পেয়েছে। দেশ এখন শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়েছে। বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। এবছর প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ ভাগ অর্জন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সুখী সমৃদ্ধ সোনারবাংলা গড়ে তোলার স্বপ্ন নিয়ে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের দূরদর্শিতা ও সময়োপযোগী সঠিক সিদ্ধান্তের কারণে বাংলাদেশ আজ ৭২৯টি পণ্য পৃথিবীর ১৯৬টি দেশে রপ্তানি করে আয় করছে প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলার। দেশের ৫০ বছর পূর্তিতে ২০২১ সালে দেশের রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬০ বিলিয়ন মার্কিন ডলার। শুধু তৈরিপোশাক থেকে আসবে ৫০ বিলিয়ন মার্কিন ডলার। আজ দেশের রেমিটেন্স ১৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে এবং রিজার্ভ ২৭ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, সম্ভাবনার দেশ।
আইসিএবি’র প্রেসিডেন্ট কামরুল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কনফেডারেশন অভ্ এশিয়া এন্ড প্যাসিফিক একাউন্ট্যান্ট (সিএপিএ) এর প্রধান নির্বাহী ব্রিয়ান ব্লোড এবং পরিচালক আনোয়ার উদ্দিন চৌধুরী।
পরে মন্ত্রী দৈনিক সমকাল অফিসে দৈনিক সমকাল আয়োজিত “সমকাল সংলাপ ঃ ৬ দফার ৫০ বছর” অনুষ্ঠানে যোগদান করেন। তিনি বঙ্গবন্ধুর ৬ দফার প্রেক্ষাপট, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, নির্বাচন এবং স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তুলে ধরেন। দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক রেহমান সোবহান, ঢাকা বিশ^বিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক এবং কমিউনিস্ট পার্টির নেতা মজাহিদুল ইসলাম সেলিম।
এরপর মন্ত্রী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের ১২তম সভায় সভাপতিত্ব করেন। সভায় ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় জনসচেতনতা গড়ে তোলার প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা এবং আগামী ১৫ মার্চ বিশ^ ভোক্তা অধিকার দিবস উদ্যাপনে দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়।
#
বকসী/মিজান/নবী/রফিকুল/জয়নুল/২০১৬/২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৭৬
ডেপুটি স্পিকারের মায়ের মৃত্যুতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ঢাকা, ২২ মাঘ (৪ ফেব্রুয়ারি) :
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার মাতা বেগম হামিদুন্নেসার মৃত্যুতে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণের উদ্যোগে জাতীয় সংসদের মসজিদে আজ এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. শাহাব উদ্দিন ও
মো. শহীদুজ্জামান সরকার এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পিকার মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, বেগম হামিদুন্নেসা বার্ধক্যজনিত কারণে গত ২৭ জানুয়ারি ইন্তেকাল করেন।
#
এমাদুল/মিজান/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৭৫
জাতীয় সংসদ লাইব্রেরিতে উইমেন্স কর্নার স্থাপন কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২২ মাঘ (৪ ফেব্রুয়ারি) :
জাতীয় সংসদের লাইব্রেরিতে উইমেন্স কর্নার স্থাপনের লক্ষ্যে গঠিত কমিটির ১ম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক ও হুইপ মোছা. মাহাবুব আরা বেগম গিনি এতে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য বেগম সাগুফতা ইয়াসমীন, বেগম সানজিদা খানম, ফজিলাতুন নেসা বাপ্পি, এডভোকেট নাভানা আক্তার এবং ওয়াসিকা আয়শা খান বৈঠকে অংশগ্রহণ করেন ।
লাইব্রেরিতে উইমেন্স কর্নার স্থাপনের জন্য স্থান নির্ধারণ এবং উক্ত কর্নারের জন্য প্রয়োজনীয় আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ ও সংরক্ষণ বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
কমিটিকে জানানো হয়, জাতীয় সংসদ লাইব্রেরিতে উইমেন্স কর্নার স্থাপনের মূল উদ্দেশ্য হলো সকল দলের মহিলা সংসদ সদস্যগণকে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন সংক্রান্ত বিষয়গুলোর হালনাগাদ তথ্য প্রদানের মাধ্যমে তথ্যনির্ভর করে গড়ে তোলা এবং নারী সংক্রান্ত ইস্যুতে ঐকমত্য প্রতিষ্ঠা করা।
বৈঠকে বৃহত্তর পরিসরে অংশগ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও সমতা সুনিশ্চিতকল্পে সিদ্ধান্তগ্রহণ ও সেগুলোর বাস্তবায়নে মহিলা সংসদ সদস্যদের অবগত করা, নারী ইস্যুতে মহিলা সংসদ সদস্যদের মধ্যে নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির পরামর্শ প্রদান করা হয়।
উইমেন্স কর্নারে প্রধানমন্ত্রীর জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে প্রাপ্ত সকল পুরস্কার সংক্রান্ত ছবি প্রদর্শন, সকল মহিলা সংসদ সদস্যগণের ডাটাবেইজ তৈরি করা, বুলেটিন প্রচার এবং সকলের যোগাযোগের সুবিধার্থে উইমেন্স কর্নার নামে একটি ই-মেইল এড্রেসসহ ওয়েবপেইজ খোলার বিষয়ে জাতীয় সংসদ সচিবালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (এফএন্ডপিআর), পরিচালক (গ্রন্থাগার ও গবেষণা)সহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
এমাদুল/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৭৪
টেকসই উন্নয়ন ও গণমাধ্যমের বিকাশে এগিয়ে আসবে জাতিসংঘ
ঢাকা, ২২ মাঘ (৪ ফেব্রুয়ারি) :
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, স¤প্রচার কমিশন পরিচালনা, ভূমিকম্পসহ দুর্যোগ প্রস্তুতি ও গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণের বিষয়ে সহায়ক ভূমিকা পালনের আকাক্সক্ষা ব্যক্ত করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ডি ওয়াটকিন্স (জড়নবৎঃ উ. ডধঃশরহং)।
আজ ঢাকায় তথ্য মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা ব্যক্ত করেন।
এসময় উপস্থিত সাংবাদিকরা বাংলাদেশের গণমাধ্যম সম্পর্কে অভিমত জানতে চাইলে জাতিসংঘের এ প্রতিনিধি বলেন, বাংলাদেশের গণমাধ্যম অত্যন্ত জীবন্ত ও গতিশীল এবং এর প্রসারে প্রয়োজন নিয়মতান্ত্রিক কাঠামো।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাতিসংঘ এবং এর অঙ্গসংগঠনগুলোকে বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে বলেন, নারী-পুরুষ ও সামাজিক বৈষম্য দূর করা, দারিদ্র্যবিমোচন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তারা আমাদের সাথে রয়েছে। গণমাধ্যমক্ষেত্রে জাতিসংঘের সহায়তার আগ্রহেরও প্রশংসা করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, প্রসারমান সম্প্রচার জগতের স্বার্থে বেসরকারি বিশেষজ্ঞগণ যে সম্প্রচার আইনের খসড়া প্রণয়নের কাজ করছেন, আগামী জুন মাসে তা সংসদে উত্থাপনের চেষ্টা চলছে। সাম্প্রতিক কয়েকটি ভূমিকম্পের দিকে দৃষ্টিপাত করে তিনি বলেন, প্রেস ইনস্টিটিউট এবং তথ্য অধিদফতর ভূমিকম্পের সময়ে করণীয় সম্পর্কে জনগণকে অবহিত করার কাজ অব্যাহত রেখেছে।
দেশের বিভিন্ন অঞ্চলের গণমাধ্যমকর্মীদের নিয়ে একটি ‘মিডিয়া কনভেনশন’ আয়োজনের পরিকল্পনা তথ্য মন্ত্রণালয়ের রয়েছে উল্লে¬খ করে হাসানুল হক ইনু বলেন, গণতন্ত্র, জঙ্গিবাদ বিরোধিতা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিষয়ে গণমাধ্যমকর্মীদের আরো সচেতন করে তুলবে এ কনভেনশন।
#
আকরাম/মিজান/নবী/রফিকুল/সেলিম/২০১৬/১৮২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৭৩
স্পিকারের সাথে কাতারের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ২২ মাঘ (৪ ফেব্রুয়ারি) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তাঁর বাসভবনে বাংলাদেশে কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহামেদ এন এম আল-দিহাইমি (অযধসবফ গড়যধসবফ ঘ গ অখ-উবযধরসর) সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ কাতারের অন্যতম উন্নয়ন অংশীদার। কাতারে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সততা ও কর্মদক্ষতার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের শ্রমিকগণ কাতারের জনগণের সাথে মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করছে।
রাষ্ট্রদূত বলেন, কাতার বাংলাদেশ থেকে আরো সাধারণ, দক্ষ ও বিশেষজ্ঞ জনবল নিতে আগ্রহী। দু’দেশের ব্যবসা, বাণিজ্য ও রপ্তানিযোগ্য খাতগুলো চিহ্নিত করতে শীঘ্রই কাতারের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন বলে তিনি জানান।
স্পিকার দক্ষ জনবল সৃষ্টিতে কাতারের অর্থায়নে বাংলাদেশে নার্সিং ইনস্টিটিউটসহ সম্ভাব্য অন্যান্য প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশ থেকে কাতারে প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী, কৃষিপণ্য, চা, সবজি ইত্যাদি রপ্তানি হচ্ছে। সিরামিকস, ফার্মাসিউটিক্যাল, চামড়াসহ অন্যান্য পণ্য বাংলাদেশ থেকে আমদানি করার উদ্যোগ গ্রহণের জন্য তিনি রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।
স্পিকার কাতারের অর্থায়নে ইতোমধ্যে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট ও পানি শোধনাগার নির্মাণকল্পে সম্পাদিত চুক্তিসহ বাংলাদেশকে কাতারের বিভিন্ন সহযোগিতার বিষয় উল্লেখ করেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়নে তিনি কাতার সরকারের সহযোগিতা কামনা করেন। কাতারের উন্নয়ন অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্পিকার সংসদীয় প্রতিনিধি সফরের মাধ্যমে দু’দেশের পার্লামেন্ট ও সংসদ সদস্যদের মধ্যে সম্পর্ক আরো নিবিড় করার ওপর গুরুত্বারোপ করেন।
#
মোতাহের/মিজান/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯০৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৭২
প্রবাসীকল্যাণ মন্ত্রীর সাথে বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী
কাতারে বাংলাদেশি কর্মী অভিবাসন বৃদ্ধি করতে সর্বাত্মক প্রচেষ্টা নেয়া হবে
কাতার, ২২ মাঘ (৪ ফেব্রুয়ারি) :
কাতারে বাংলাদেশি কর্মী অভিবাসন ব্যাপকভাবে বৃদ্ধি করার বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা নেয়া হবে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী আব্দুলাহ্ বিন নাসের বিন খলিফা আল থানি।
প্রধানমন্ত্রী আজ কাতারে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসিকে তিনি এ প্রতিশ্রুতি দেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী কাতারের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে কাতারের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর এবং উভয়পক্ষের মধ্যে বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধি ও কারিগরি প্রশিক্ষণ বিষয়ে আলোচনা শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক ১ লাখ ২৩ হাজার কর্মী কাতারে কর্মসংস্থান লাভ করে। বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধির ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন প্রধানমন্ত্রী। কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও কাজের আন্তরিকতার প্রশংসা করেন।
কাতারের প্রশাসনিক উন্নয়ন ও শ্রম সমাজ বিষয়ক মন্ত্রী ড. ইসা আল-জাফালি আল-নুয়াইমি, বাংলাদেশের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহম্মেদ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/মিজান/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৭১
বঙ্গবন্ধুর সমাধিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এবং আইডিইবি নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন
টুঙ্গীপাড়া (গোপালগঞ্জ), ২২ মাঘ (৪ ফেব্রুয়ারি) :
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ড. মহিউদ্দীন খান আলমগীর, এমপি এবং ইনস্টিটিউট অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ আজ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন এবং ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা একদিকে যেমন পিতৃঋণ কিছুটা শোধ করতে পারি, তেমনি ভবিষ্যতে চলার প্রেরণা পাই।
আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদ, সাধারণ সম্পাদক মো. শামসুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সারাদেশ থেকে আগত প্রায় পাঁচ শতাধিক প্রকৌশলী এসময় উপস্থিত ছিলেন।
#
কামরুল/মিজান/নবী/রফিকুল/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা
Handout Number : 370
New appointed Turkish Ambassador calls on Foreign Minister
Dhaka, 4 February :
Ambassador of the Republic of Turkey to Bangladesh Devrim Ozturk paid a courtesy call on the Foreign Minister Abul Hassan Mahmood Ali, MP this morning at the Foreign Ministry.
During the meeting they discussed on various issues of bilateral relations as well as different regional and international issues of mutual interest.
Terming the relations between Bangladesh and Turkey as ‘excellent’, Foreign Minister expressed that there is enormous potentials to expand our bilateral cooperation further. He advised the Turkish Ambassador to give a push to enhance the bilateral trade and investment while stressing on exchanges of the business delegation in both ways.
The Ambassador recommended that there is scope for cooperation in tourism and construction sectors where Turkey has vast experience and remarkable success. Both sides agreed on holding the consultations between the Foreign Ministries of the two countries and meeting of the Joint Economic Commission in near.
#
Khaleda/Anasuya/Asma/2016/1330 hours
তথ্যবিবরণী নম্বর : ৩৬৯
এল এন জি টার্মিনাল পরিদর্শনের লক্ষ্যে নৌমন্ত্রীর মালয়েশিয়া যাত্রা
ঢাকা, ২২ মাঘ (৪ ফেব্রুয়ারি) :
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার
রাতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
তারা মালয়েশিয়ার উডাং মালাক্কাতে (টফধহম গধষধপপধ) লিকুয়িফায়েড ন্যাচারাল গ্যাস (এলএনজি) টার্মিনাল পরিদর্শন করবেন। এ পরিদর্শন চট্টগ্রাম বন্দর ও পায়রা বন্দরের মধ্যে জাহাজ চলাচল ও পণ্য পরিবহণ বৃদ্ধি করার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পায়রা বন্দরে (এল এন জি টার্মিনাল) নির্মাণের বিষয়ে বাস্তব ধারণা অর্জন করা সম্ভব হবে।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজ, নৌপরিবহণ মন্ত্রীর একান্ত সচিব এম এম তারিকুল ইসলাম, পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ক্যাপ্টেন এম মুনিরুজ্জামান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ প্ল্যানিং মোহাম্মদ মাহবুব মোরশেদ চৌধুরী।
মন্ত্রী আগামী ৬ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#
জাহাঙ্গীর/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৬/১১৩০ ঘণ্টা
তথ্যবিবরণী &nb