তথ্যবিবরণী নম্বর : ৭১০
৩টি বিলে রাষ্ট্রপতির সম্মতি
ঢাকা, ২৭ ফাল্গুন (১১ মার্চ) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দশম জাতীয় সংসদের চতুর্দশ (২০১৭ সালের ১ম) অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত ৩টি বিলে আজ তাঁর সম্মতি প্রদান করেছেন।
বিলগুলো হচ্ছে: বাল্যবিবাহ নিরোধ বিল, ২০১৭; ব্যাটালিয়ন আনসার (সংশোধন) ২০১৭ এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা কাউন্সিল বিল, ২০১৭।
#
হুদা/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/১৭৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭০৮
সাবেক পররাষ্ট্র সচিব মিজারম্নল কায়েসের মৃত্যুতে
স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপের শোক
ঢাকা, ২৭ ফাল্গুন (১১ মার্চ) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাবেক পররাষ্ট্র সচিব ও ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারম্নল কায়েসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় স্পিকার বলেন, মিজারম্নল কায়েস ছিলেন একজন অভিজ্ঞ কূটনীতিক। তাঁর মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ড়্গতি। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসনত্মপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পৃথক শোকবার্তায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ সাবেক পররাষ্ট্র সচিব মিজারম্নল কায়েসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসনত্মপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
#
তথ্যবিবরণী নম্বর : ৭০৯
সাবেক পররাষ্ট্র সচিব মিজারম্নল কায়েসের মৃত্যুতে
ভূমি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের শোক
ঢাকা, ২৭ ফাল্গুন (১১ মার্চ) :
ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্র সচিব মিজারম্নল কায়েসের মৃত্যুতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেছবাহ্ উল আলম গভীর শোক প্রকাশ করেছেন।
পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও মরহুমের শোকসনত্মপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
#
হুদা/রেজুয়ান/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/১৭৪৫ ঘণ্টা