তথ্যবিবরণী নম্বর : ১২৫৪
দেশজুড়ে ই-লাইব্রেরি করবে মেলিন্ডা গেটস ফাউন্ডেশন
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :
দ্য বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহায়তায় দেশে বিদ্যমান লাইব্রেরিসমূহকে সময়োপযোগী ও আধুনিক লাইব্রেরি হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের একটি প্রতিনিধিদল আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের সাথে ঢাকায় তাঁর দপ্তরে সাক্ষাৎকালে এবিষয়ে বিস্তারিত আলোচনা করে।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের লাইব্রেরি বিষয়ে একটি সার্ভে পরিচালনা করলে প্রতিমন্ত্রী এই সার্ভের বিভিন্ন তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে বাংলাদেশে ই-লাইব্রেরি চালুর জন্য ব্রিটিশ কাউন্সিলকে উদ্যোগ নেয়ার অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে দ্য বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বাংলাদেশে ই-লাইব্রেরি চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করা আমাদের ভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গঠনের ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নে আমাদের একটি শিক্ষিত জাতি অপরিহার্য। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে এজন্য প্রয়োজনীয় সবধরণের সহযোগিতা প্রদান এবং পদক্ষেপ গ্রহণে আমরা প্রস্তুত রয়েছি।
প্রতিমন্ত্রী বলেন, আমরা শীঘ্রই পিপলস কল সেন্টার নামে একটি কল সেন্টার চালু করতে যাচ্ছি যেখানে আমরা ই-লাইব্রেরি কার্যক্রমকেও যুক্ত করতে পারি। ফলে আমাদের ই-লাইব্রেরি কার্যক্রম প্রকৃতই গণমুখী হবে এবং আগামী প্রজন্ম বইপড়ায় আগ্রহী হবে। তিনি আরো বলেন, সারাদেশে স্থাপিত ৩ হাজার ৫শ’টি কম্পিউটার ল্যাব এবং আগামীতে স্থাপিতব্য আরো ২ হাজারটি কম্পিউটার ল্যাবে ইন্টারনেট সংযোগপ্রদান করে ই-লাইব্রেরি সুবিধা প্রদান করা হবে। তাছাড়াও দেশে বিদ্যমান সব ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে ই-লাইব্রেরি কার্যক্রমের আওতায় আনার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ব্রিটিশ কাউন্সিলের উপপরিচালক ম্যাট পাসির নেতৃত্বাধীন প্রতিনিধিদলে আরো ছিলেন ব্রিটিশ কাউন্সিলের সহকারী পরিচালক (ব্যবসা উন্নয়ন) থমাস দোহারটি এবং ব্রিটিশ কাউন্সিলের ব্যবসা উন্নয়ন সমন্বয়কারী নাবিলা রহমান। সাক্ষাৎকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম এবং জাতীয় ডেটা সেন্টারের পরিচালক তারেক বরকতউল্লাহ উপস্থিত ছিলেন।
#
নাছের/মিজান/আলম/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৫/২১৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৫৩
গ্রামীণ জনগণের কল্যাণে পিআরডিপি প্রকল্প বাস্তবায়ন করা হবে
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :
গ্রামীণ জনগণের আর্থসামাজিক উন্নয়ন তথা সার্বিক কল্যাণে ২০১৫-২০ মেয়াদে পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে অংশীদারিত্বমূলক পল্লিউন্নয়ন প্রকল্প (পিআরডিপি-৩) বাস্তবায়ন করা হবে। এতে দেশের ৬৪টি জেলার ২৫০টি উপজেলায় ৭১২ কোটি ৩১ লাখ টাকা ব্যয় হবে।
আজ বাংলাদেশ সচিবালয়ে পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা সভায় সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যের মধ্যে পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী প্রকল্পকাজে অপচয়, বিলাসিতা, অনিয়ম, অস্বচ্ছতা ও দ্বৈততা পরিহার করে জনআকাক্সক্ষা পূরণে কাজ করার নির্দেশ দিয়ে বলেন, এ ব্যাপারে কোন প্রকার শৈথিল্য বরদাশত করা হবে না। তিনি কর্মকর্তা-কর্মচারীদের ওপর অর্পিত দায়িত্বসমূহ সুষ্ঠু, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করতে সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় সুযোগসুবিধা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি পল্লি দারিদ্র্যবিমোচন ফাউন্ডেশনসহ অন্যান্য প্রতিষ্ঠানকে দারিদ্র্যবিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন নতুন কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন।
সভায় জানানো হয়, পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগে মোট ৩০টি প্রকল্পে ২০১৪-১৫ অর্থবছরে ১২৪৯ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। চলতি বছরের মার্চ পর্যন্ত প্রকল্পকাজের অগ্রগতি প্রায় শতকরা ৭০ ভাগ। সভায় আরো জানানো হয়, অর্থমন্ত্রণালয় বিআরডিবি’র পিআরডিপি-৩ প্রকল্পের ১ হাজার ৪৪ জনবলের অনুমোদন দিয়েছে। এ প্রকল্পটি শীঘ্রই পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য পাঠানো হবে।
#
আহসান/মিজান/আলম/নবী/মোশারফ/জয়নুল/২০১৫/২১২৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৫২
ওমরাহ পালনশেষে ডেপুটি স্পিকার দেশে ফিরেছেন
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং সংসদ সদস্য এ কে এম এ আউয়াল সরকার পবিত্র ওমরাহ পালনশেষে আজ ঢাকা ফিরেছেন। সৌদি আরবে তিনি সৌদি-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ কমিটির প্রধান ড. আব্দুল্লাহ মউদ আল হারবি’র সাথে সৌদি আরবের মজলিস ই সূরায় সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁরা আলাপ করেন।
এসময় ড. আবদুল্লাহ মউদ আল হারবি বর্তমানে বাংলাদেশ সরকারের বিভিন্ন বিষয়ে সাফল্যজনক কর্মকা-ের প্রশংসা করেন এবং বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের অগ্রযাত্রাকে অব্যাহত ও বেগবান করতে সৌদি সরকারের সহযোগিতাবৃদ্ধির বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেন।
ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জঙ্গিবাদ ও সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশকে কোনোমতেই একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা যাবে না। বিশ্বরাজনীতিতে বাংলাদেশ সবসময় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর ছিল, এখনও সরকার সেই অবস্থানে আছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসদমনে সৌদি আরবের প্রতি বাংলাদেশের সমর্থন রয়েছে বলেও তিনি জানান।
আলাপকালে ডেপুটি স্পিকার বাংলাদেশ থেকে আরো বেশি জনশক্তি আমদানি এবং দু’দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের জন্য সৌদি সরকারের আরো বেশি সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ হতে জনশক্তি আমদানির ক্ষেত্রে সৌদি সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলে জানান ড. আবদুল্লাহ মউদ আল হারবি।
ডেপুটি স্পিকার সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মদিনা শরিফে একটি পাসপোর্ট অফিসেরও উদ্বোধন করেন।
#
স¦পন/মিজান/নবী/আলম/সঞ্জীব/জয়নুল/২০১৫/২১১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৪৭
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :
দশম জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠক আজ কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে আসন্ন ২০১৫-১৬ অর্থবছরে দেশের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ এবং রপ্তানি বাণিজ্যবৃদ্ধিতে গৃহীতব্য সহায়ক নীতিমালা ও পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। দেশে রপ্তানি সহায়ক ব্যবসা গড়ে তোলার লক্ষ্যে তিনবছর মেয়াদি (২০১৫-১৮) রপ্তানিবান্ধব রপ্তানিনীতি প্রণয়নের চূড়ান্ত অগ্রগতি এবং অবকাঠামোগত ঘাটতি পূরণের লক্ষ্যে অবকাঠামো নির্মাণের উদ্যোগসম্পর্কেও বৈঠকে অবহিত করা হয় ।
বাংলাদেশ থেকে কোন্ কোন্ দেশে কী কী অপ্রচলিত পণ্য রপ্তানি হচ্ছে, তার পরিমাণ কত, বৈদেশিক বাণিজ্য মিশনসমূহের রপ্তানি লক্ষ্যমাত্রা, অর্জিত লক্ষ্যমাত্রা ও রপ্তানিবৃদ্ধিতে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আলোচনা এবং দিকনির্দেশনা প্রদান করা হয়।
বৈঠকে বিভিন্ন এমএলএম কোম্পানি কর্তৃক সারাদেশের মানুষকে প্রতারণার মাধ্যমে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ মেয়াদোত্তীর্ণ ও নি¤œমানের পণ্যসামগ্রী বিতরণের বিষয়ে তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয় এবং জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে মন্ত্রণালয়ের মন্ত্রী কর্তৃক জনস্বার্থসংশ্লিষ্ট এবিষয়ে বিবৃতি প্রদানের লক্ষ্যে কমিটির সর্বসম্মত সুপারিশ করা হয় ।
বৈঠকে ঢাকা ও চট্টগ্রামে তিন সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী মেয়রদের অভিনন্দন এবং সম্প্রতি নেপালে ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স¥রণে শোকজ্ঞাপন করা হয়।
কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মোঃ মোতাহার হোসেন, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এনামুল হক, ওয়ারেসাত হোসেন বেলাল, মোঃ মনজুরুল ইসলাম লিটন এবং লায়লা আরজুমান বানু বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
লাবণ্য/মিজান/নবী/আলম/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৯৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৪৬
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :
দশম জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৯ম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ্র সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সুকুমার রঞ্জন ঘোষ, সাইমুম সরওয়ার কমল এবং তারানা হালিম অংশগ্রহণ করেন।
বৈঠকে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কার্যক্রমবিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থায় কর্মরত এবং বিভিন্ন প্রচারমাধ্যমে কর্মরতদের পেশাগত দক্ষতা অর্জনে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট প্রশিক্ষণ প্রদান করে আসছে। সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং রূপকল্প-২০২১ বাস্তবায়নে প্রতিষ্ঠানটি তথ্যপ্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করেছে। এছাড়া, প্রতিষ্ঠানটি বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরতদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়ে ‘পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ব্রডকাস্ট জার্নালিজম’ শীর্ষক কোর্স চালু করতে যাচ্ছে বলেও বৈঠকে জানানো হয়।
কমিটি তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও প্রচারমাধ্যমে কর্মরতদের পেশাগত দক্ষতাবৃদ্ধিতে প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়ন ও নতুন কোর্স চালুকরণের পরামর্শ প্রদান করে। এছাড়া কমিটি প্রতিষ্ঠানটির মহিলা হোস্টেল, প্রশিক্ষণার্থীদের জন্য জিমনেসিয়াম ও মসজিদসহ অত্যাবশ্যকীয় অবকাঠামো নির্মাণে জমি বরাদ্দপ্রদানের সুপারিশ করে।
বৈঠকে তথ্যসচিব মরতুজা আহমদ, বাসস’র ব্যবস্থাপনা পরিচালক, বিটিভির মহাপরিচালক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লি¬ষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
শিবলী/মিজান/নবী/আলম/সঞ্জীব/আব্বাস/২০১৫/১৮২২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৪৫
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এপ্রিল মাসের
বেতন ভাতাদির সরকারি অংশের চেক ব্যাংকে হস্তান্তর
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের চলতি বছরের এপ্রিল মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড এর স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
আগামী ১১ মে পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে শিক্ষক-কর্মচারীগণ তাদের স্ব স্ব ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে এপ্রিল মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
উল্লেখ্য, মার্চ মাসের বেতন-ভাতার এমপিও কপি/ভাউচার সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছানোর কারণে অথবা অন্যকোনো কারণে যেসকল প্রতিষ্ঠান বেতন-ভাতাদি উত্তোলন করতে পারেনি সেসকল প্রতিষ্ঠান বর্তমান মাসের নির্ধারিত সময়ের মধ্যে তা উত্তোলন করতে পারবেন।
#
শফিকুল/মিজান/নবী/আলম/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৪৪
এবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের তিনমাসের
তৃতীয় কিস্তির অনুদানের টাকা ব্যাংকে হস্তান্তর
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :
বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসাসমূহের শিক্ষকদের চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৩ মাসের ৩য় কিস্তির অনুদানের টাকা অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড এর স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
১২ মে পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে শিক্ষকগণ তাদের স্ব স্ব ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে উক্ত ৩ মাসের ৩য় কিস্তির অনুদানের টাকা উত্তোলন করতে পারবেন।
#
তথ্যবিবরণী নম্বর : ১২৪৩
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :
দশম জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৯ম বৈঠক আজ কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয় । কমিটির সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক, প্রতিমন্ত্রী মির্জা আজম, বেগম মন্নুজান সুফিয়ান, ডাঃ মোঃ এনামুর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সাবিনা আক্তার তুহিন সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন ।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শন করে যেসব নির্দেশনা দিয়েছেন তার ভিত্তিতে মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপের ওপর প্রণীত উপস্থাপনার মুলতুবি অংশ নিয়ে এবং আসন্ন বাজেটে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দপ্রসঙ্গে আলোচনা হয় ।
বৈঠকে পাট ও বস্ত্রের বিভিন্ন ক্ষেত্রে আসন্ন বাজেটে বরাদ্দের বিষয়ে এনবিআর এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নিকট সহযোগিতা কামনা করা হয়।
কমিটি বিজেএমসি’র অতিরিক্ত শ্রমিক ছাঁটাই না করার এবং বিজেএমসি’র পাটক্রয়ের ক্ষেত্রে যে অর্থবরাদ্দ করা হয় তা সংস্থাকে সময়মতো বরাদ্দ করার সুপারিশ করে।
বৈঠকে এনবিআর এর সদস্যসহ মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
সাব্বির/মিজান/আলম/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৪২
জাতীয় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা কমিটির সভা অনুষ্ঠিত
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :
সাম্প্রতিক ভূমিকম্পে ঢাকা শহরে হেলেপড়া ৮টি ভবনের হেলেপড়ার কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নিরূপন করে ২০ মে’র মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করে কমিটিকে অবহিত করতে গণপূর্ত মন্ত্রণালয়কে অনুরোধ করেছে জাতীয় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা কমিটি।
আজ সচিবালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা কমিটির সভায় এ অনুরোধ জানানো হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সভায় সচিব মোঃ শাহ্ কামাল, স্থানীয় সরকার, গণপূর্ত, রাজউক, শিক্ষা, প্রাথমিক শিক্ষা, আবহাওয়া অধিদপ্তর এবং সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় বিল্ডিংকোড আপডেট করা এবং তা বাস্তবায়নে কঠোর অবস্থান নেয়ার জন্য রাজউক ও সিটি করপোরেশনকে অনুরোধ করা হয়। বিশেষত ঝুঁকিপূর্ণ ভবন বিশেষ রং দিয়ে চিহ্নিত করে তাতে “ঝুঁকিপূর্ণ ভবন” সংবলিত সাইনবোর্ড টানিয়ে দিতে এ দুটি সংস্থাকে নির্দেশ দেয়া হয়। আগামী সেপ্টেম্বরের মধ্যে বিল্ডিংকোড আইন চূড়ান্ত হবে বলে গণপূর্ত মন্ত্রণালয় থেকে সভায় জানানো হয়।
সরকারি পুরাতন মেডিকেল কলেজগুলো জরুরিভিত্তিতে রিট্রোফিটিং করার ব্যবস্থা গ্রহণের জন্য গণপূর্ত মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। এছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, মসজিদ, মার্কেট ইত্যাদি স্থাপনার একটি নিরীক্ষা স্ব স্ব মন্ত্রণালয়ের উদ্যোগে করার জন্যও সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়। স্কুল ও কলেজ পর্যায়ে বছরে দুবার প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠানের জন্য শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। এছাড়া উপকূলীয় এলাকায় যেসব লোকদের ঘূর্ণিঝড় বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে তাদের ভূমিকম্প বিষয়েও প্রশিক্ষণ দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।
#
ওমর ফারুক/মোহাম্মদ আলী/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৪১
সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :
দশম জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির ১২ তম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে বৈঠকে সদস্য আলহাজ এডভোকেট রহমত আলী, মোঃ শহীদুজ্জামান সরকার, এ কে এম শাহজাহান কামাল এবং মো. আ. মজিদ খান অংশগ্রহণ করেন।
১০ম জাতীয় সংসদের প্রথম থেকে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতির ওপর বৈঠকে আলোচনা করা হয়।
বৈঠকে জেলা ও উপজেলা পর্যায়ে বহুমুখী অডিটোরিয়াম নির্মাণকাজ ডিপিপি প্রণয়নের মাধ্যমে দ্রুত সমাপ্ত করার সুপারিশ করা হয়। জেলা পর্যায়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থে প্রকল্প প্রণয়নে সংসদ সদস্যদের আরো সর্ম্পৃক্ত করার এবং উপজেলা পর্যায়ে গ্রাম্য রাস্তাঘাটগুলো সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে চলাচলের উপযুক্ত রাখার পরামর্শ দেওয়া হয়।
এছাড়াও বৈঠকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্তৃক স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যলোচনা করা হয় এবং আইএমইডি কর্তৃক সুপারিশগুলো বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের সচিব, পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
#
মিজানুর/মোহাম্মদ আলী/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৬৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৪০
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :
দশম জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৭ম বৈঠক আজ কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, নুরুন্নবী চৌধুরী এবং কামরুল লায়লা জলি বৈঠকে অংশগ্রহণ করেন।
সভায় বিগত বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
গুলিস্তান শপিং কমপ্লেক্সের বর্তমান সমস্যা সমধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ফান্ড যথাযথভাবে ব্যবহার এবং ফান্ডের টাকা স্বচ্ছতার সঙ্গে পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহয়তাকারী বাংলাদেশের অকৃত্রিম বিদেশি বন্ধুদের অবদানের স্বীকৃতি স্বরূপ এক ভরি স্বর্ণের কোটিং এর যে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে তাতে স্বর্ণের পরিমাণ বিষয়ে গঠিত তদন্ত কমিটি এবং গুলিস্তান শপিং কমপ্লেক্সের সমস্যা সমাধানের লক্ষে সম্ভাব্য করণীয় সম্পর্কে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন মূল কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয় ।
বৈঠকে মুক্তিয্দ্ধু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
এমাদুল/মোহাম্মদ আলী/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৫৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৩৯
তথ্য-ক্যাডারের দুই কর্মকর্তার পদোন্নতি
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :
সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশ মোতাবেক বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা
ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মহাপরিচালক বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, ঢাকা এবং বেগম কামরুন নাহার, মহাপরিচালক গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা কে দ্বিতীয় গ্রেডে পদোন্নতি প্রদান করা হয়েছে।
আজ তথ্য মন্ত্রণালয়ের থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ যথারীতি পূববর্তী পদে দায়িত্ব পালন করবেন।
#
মোহাম্মদ আলী/অনসূয়া/আসমা/২০১৫/১৪০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৩৮
কংগ্রেসম্যান ম্যাট স্যালমনের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের সাক্ষাৎ
ওয়াশিংটন ডিসি, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল) :
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ২৯ এপ্রিল রিপাবলিকান কংগ্রেসম্যান ও যুক্তরাষ্ট্র কংগ্রেসের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক উপ-কমিটির সভাপতি ম্যাট স্যালমনের সাথে তার ক্যাপিটাল হিলস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন।
জিয়াউদ্দিন কংগ্রেসম্যান স্যালমনকে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, বিশে^ অর্থনৈতিক মন্দা সত্ত্বেও এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ৬ দশমিক
২ এর অধিক হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছে। বাংলাদেশ ২০১৫ সালের পূর্বেই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার বেশি ভাগ লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের অভাবনীয় সাফল্য বাংলাদেশকে উন্নয়নশীল বিশে^র কাছে ‘অনুকরণীয় আদশর্’ হিসেবে পরিগণিত করেছে। রাষ্ট্রদূত আরো জানান, বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে দ্রুত উন্নয়ন সাধন করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ভিশন ২০২১’ অনুযায়ী একটি মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও বন্ধুপ্রতীম রাষ্ট্র নিয়ে সন্ত্রাস দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত ২৮ এপ্রিল দুটি মহানগরে ৩টি মেয়র পদে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি অত্যন্ত দৃঢ় ও মজবুত। এ প্রসংগে তিনি উল্লেখ করেন, এ মুহুর্তে ঢাকায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের ‘৪র্থ অংশীদারিত্ব সংলাপ’ অনুষ্ঠিত হচ্ছে।
রিপাবলিকান নীতিনির্ধারক কংগ্রেসম্যান ম্যাট স্যালমন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার শাহাবুদ্দিন পাটওয়ারী ও রাজনৈতিক কাউন্সেলর নাঈম উদ্দিন আহমেদ উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন।
#
নাঈম/মোহাম্মদ আলী/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৩০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৩৭
মহান মে দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান মে দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“মহান মে দিবস শ্রমজীবী-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অবিস্মরণীয় দিন। এ দিবস উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মেহনতি মানুষের সাথে একাত্মতা ঘোষণা করছি। তাঁদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
১৮৮৬ সালের এ দিনে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা আত্মাহুতি দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার। আমি তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বঞ্চিত, মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। তিনি বলেছিলেন ‘বিশ্ব আজ দু’ভাগে বিভক্ত, একদিকে শোষক, আরেকদিকে শোষিত- আমি শোষিতের পক্ষে’। তিনি পরিত্যক্ত কলকারখানা জাতীয়করণ করে দেশের অর্থনীতিকে শক্তিশালী এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছিলেন। জাতির পিতার আদর্শ অনুসরণ করে আমরা দেশের শ্রমজীবী মানুষের জীবনমানের উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
আমরা বিএনপি-জামাত জোট আমলে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা চালু করেছি। পোশাক শিল্পসহ ৩৮টি শিল্পখাতের শ্রমিকদের জন্য নি¤œতর মজুরি ঘোষণা করেছি। জাতীয় শিশু শ্রমনীতি ২০১০ এবং জাতীয় শ্রমনীতি ২০১২ প্রণয়ন করা হয়েছে। মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখা, নিরাপদ কর্ম পরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করেছি। দেশের শিল্পখাতের উন্নযনে সরকারের কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা ‘কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তর’কে অধিদপ্তরে উন্নীত করেছি। এর জনবল তিনগুণেরও বেশি বৃদ্ধি করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনবল বৃদ্ধি করাসহ শ্রম পরিদপ্তরকে আরও শক্তিশালী করার প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা শ্রমজীবী মানুষের কল্যাণে লাগসই প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার এবং উন্নত ব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বদ্ধপরিকর।
আমি আশা করি, মহান মে দিবসের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রমিক এবং মালিক পরস্পর সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে কলকারখানার উৎপাদন বৃদ্ধিতে আরও নিবেদিত হবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সক্ষম হব।
আমি মহান মে দিবস ২০১৫ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”<