তথ্যবিবরণী নম্বর : ৬৭৭
নারী ও শিশুর প্রতি সহিংসতা
প্রতিরোধকল্পে টোলফ্রি হেল্পলাইন ১০৯২১ ব্যবহার করুন
ঢাকা, ১৭ ফাল্গুন (২৯ ফেব্রুয়ারি) :
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম’ এর আওতায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টারে টোলফ্রি হেল্পলাইন ১০৯২১ নম্বরটি চালু রয়েছে। এই হেল্পলাইন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসাধারণকে সহযোগিতা করছে।
নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ ও যৌন নির্যাতন প্রতিরোধে ১০৯২১ নম্বরটি আরো ব্যাপকভাবে ব্যবহারের জন্য অনুরোধ করা যাচ্ছে। নির্যাতনের শিকার নারী ও শিশুর সহায়তার জন্য যেকোন টেলিফোন বা মোবাইল থেকে হেল্পলাইন সেন্টারের এ টোলফ্রি নম্বরে ফোন করা যাবে। এছাড়া বাংলাদেশের যেকোন স্থান থেকে টেলিফোন অথবা মোবাইল ফোনের মাধ্যমে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা সহিংসতার শিকার নারী ও শিশু, তাদের পরিবার এবং সংশ্লিষ্ট সকলে দেশে বিদ্যমান সেবা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সহায়তা পাবেন।
#
আফরাজ/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৬/২১২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৭৬
বাণিজ্যিক ভবনে গাড়ি পার্কিংয়ের নিজস্ব স্থান রাখতে হবে
-- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ঢাকা, ১৭ ফাল্গুন (২৯ ফেব্রুয়ারি) :
সকল বাণিজ্যক প্রতিষ্ঠান ও হোটেলের গাড়ি পার্কিংয়ের জন্য নিজস্ব জায়গা রাখতে হবে। প্রয়োজনে নিচতলা ভেঙে ফেলে সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে। যেসকল ভবনে গাড়ি পার্কিংয়ের জন্য বেসমেন্ট নির্মাণ করে তা বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে সে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ করা হবে।
আজ গুলশান ক্লাবে অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত আবাসিক এলাকায় বাণিজ্যিক ব্যবসা পরিচালনা বিষয়ক এক আলোচনা সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় রাস্তায় গাড়ি রাখা হচ্ছে। ফলে যানজট বৃদ্ধি পাচ্ছে। আবাসিক এলাকায় অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অফিস পরিচালনা করে অন্যান্য বাসিন্দাদের জন্য সমস্যার সৃষ্টি করা হচ্ছে। এতে ঐ এলাকার আবাসিক বৈশিষ্ট্যও নষ্ট হচ্ছে। ধানমন্ডি আবাসিক এলাকায় অনঅনুমোদিতভাবে গড়ে ওঠা অফিসগুলোকে অন্যত্র সরিয়ে দেওয়া হবে। পর্যায়ক্রমে সকল আবাসিক এলাকায় এ ব্যবস্থা গ্রহণ করা হবে। একদিকে আবাসিক এলাকায় অফিস স্থাপন করে সমস্যার সৃষ্টি করা হচ্ছে, অপরদিকে অনেক অনুমোদিত বাণিজ্যিক ভবন ভাড়া দিতে পারছে না।
তিনি বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনেক ক্ষেত্রেই গাফিলতি রয়েছে। এ সুযোগে অনেকেই অনিয়মের আশ্রয় নিচ্ছে। আমাদের দেশের নগর পরিকল্পনাবিদগণ যথেষ্ট দূরদর্শিতার পরিচয় দিতে পারেননি। সে কারণে তেজগাঁও শিল্প এলাকা, বিমানবন্দরের মত প্রতিষ্ঠান বা ষাটের দশকে নেওয়া পরিকল্পনা অনুযায়ী নির্মিত সেকেন্ড ক্যাপিটাল যা বর্তমানে সংসদ ভবন এলাকা মহানগরীর মাঝখানে অবস্থান করছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, রাজউকের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও গুলশান সোসাইটির সভাপতি এ টি এম শামসুল হুদা।
আলোচনা সভায় গুলশান, বনানী, উত্তরাসহ ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিগণ আবাসিক এলাকায় তাদের ব্যবসা পরিচালনার পক্ষে যুক্তি তুলে ধরেন। তারা বিভিন্ন ক্ষেত্রে রাজউকের অনিয়ম সম্পর্কেও বক্তব্য দেন। উত্তর সিটি করপোরেশনের মেয়র ও রাজউকের চেয়ারম্যান প্রতিনিধিদের বক্তব্যের জবাব দেন।
মেয়র আনিসুল হক জানান, সিটি করপোরেশন দু’টির জরিপ মোতাবেক উত্তর এলাকায় ৪৫৯টি অনুমোদিত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে ১৮৮টির বৈধ কাগজপত্র রয়েছে। আর অনঅনুমোদিত ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা চার হাজার ৬৯৪টি।
#
গোলাম/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/২০৪৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৭৫
পশুর খুরারোগের নবউদ্ভাবিত টিকার মাস্টারসিড হস্তান্তর
ঢাকা, ১৭ ফাল্গুন (২৯ ফেব্রুয়ারি) :
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) কর্তৃক পশুর খুরারোগের নবউদ্ভাবিত টিকা বিএলআরআই এফএমডি-২০১৬ ত্রিযোজি এর ‘মাস্টারসিড’ আনুষ্ঠানিকভাবে আজ মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. তালুকদার নুরুন্নাহারের হাত থেকে এই টিকার ‘মাস্টারসিড’ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
মাস্টারসিড হস্তান্তর অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রতিমন্ত্রী আবিষ্কৃত টিকার দ্রুত উৎপাদন এবং মাঠপর্যায়ে তা সহজলভ্য করার মাঠ্যমে কৃষকদের দোরগোড়ায় পৌঁছানোর ওপর জোর দেন। তিনি বলেন এই আবিষ্কারের ফলে পশুসম্পদের ব্যাপক মৃত্যু হ্রাস পাবে। পাশাপাশি পশু ও দুগ্ধউৎপাদন বাড়াতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক অজয় কুমার রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুরারোগে প্রতিবছর দেশে প্রায় ১০ হাজার কোটি টাকার ক্ষতি হয়ে থাকে। এরোগ প্রতিরোধের জন্য বিদেশ থেকে প্রতিটি ১৫০-২০০ টাকামূল্যের টিকা আমদানির ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। নবউদ্ভাবিত প্রতিটি টিকার মূল্য পড়বে মাত্র ২০ টাকা এবং এতে প্রচুর বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প ‘খুরারোগ ও পিপিআর গবেষণা’ এর আওতায় আবিষ্কৃত এই টিকা দেশীয় পশুর ভাইরাস থেকে তৈরি বলে এটির কার্যকারিতা ও প্রতিরোধ ক্ষমতাও বৈদেশিক টিকার তুলনায় অনেক বেশি। প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট থেকে আবিষ্কৃত প্রাণি স্বাস্থ্যসংক্রান্ত গামবোরো, পিপিআর, গোটপক্স ও সালমোলা টিকাও ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে।
#
শাহআলম/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/২০১৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৭৪
স্পিকারের সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা, ১৭ ফাল্গুন (২৯ ফেব্রুয়ারি) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তাঁর কার্যালয়ে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা (ঐধৎংয ঠধৎফযধহ ঝযৎরহমষধ) সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা দু’দেশের স্থলসীমান্ত চুক্তি, আন্তঃদেশীয় যোগাযোগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, রেল যোগাযোগ বৃদ্ধি, তিস্তা পানি বণ্টনসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে বর্তমানে অনেক গভীর। বাংলাদেশ ও ভারতের মধ্যে ইতোমধ্যে যুগান্তকারী স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়িত হয়েছে। তিস্তার পানি বণ্টনসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা চলছে।
স্পিকার বলেন, বাংলাদেশে রেল যোগাযোগের উন্নয়নে ভারত বিশেষ সহায়তা দিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশে ভারতের এক বিলিয়ন ডলার ঋণ সহায়তার কথা কৃতজ্ঞতার সাথে স্মরন করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বর্তমান সরকার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ১০০টি অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করছে। এতে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, নারীর ক্ষমতায়ন, নারী নেতৃত্ব, জেন্ডার সমতাসহ বিভিন্ন সামাজিক নির্দেশকগুলোতে প্রভূত উন্নতি সাধন করেছে যা বিশ্বব্যপী প্রশংসিত হয়েছে। তিনি বাংলাদেশের এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে দক্ষিণ এশীয় দেশগুলোকে একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক ঐতিহাসিক। দু’দেশের সংসদের মধ্যে নিয়মিত প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে এই সম্পর্ক আরো জোরদার হচ্ছে এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরো উন্নত হবে।
হাইকমিশনার বাংলাদেশে অবস্থান ও দায়িত্ব পালনকালে স্পিকারের সহযোগিতা কামনা করেন।
#
হুদা/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/১৯৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৭৩
ফেব্রুয়ারির শেষদিনে বইমেলায় তথ্যমন্ত্রী
ঢাকা, ১৭ ফাল্গুন (২৯ ফেব্রুয়ারি) :
দেশের সবচেয়ে বড় গ্রন্থমেলার শেষদিনে আজ বাংলা একাডেমির নজরুল মঞ্চে উপস্থিত হয়েছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
কবি সাকিরা পারভীন, সাবেরা তাবাসসুম ও শাহনাজ নাসরিনের ‘প্রেমের কবিতা’; রিনি জাহানের কাব্যগ্রন্থ ‘শরতের শেষ বিকেল’ ও উপন্যাস ‘অপেক্ষা’ এবং কবি এস ওয়াহিদ স্কাইয়ের কবিতার বই ‘চন্দ্র¯œান’ এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর ড. অরূপ রতন চৌধুরীসহ প্রবীণ ও নবীন সাহিত্যিকদের বেশকটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন মন্ত্রী।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দানবীয় অশুভের বিরুদ্ধে লড়তে সৃষ্টিশীলতায় আত্মনিয়োগের জন্য শিল্পী-সাহিত্যিকদের প্রতি আহ্বান জানান।
গণমাধ্যম গবেষক সুভাষ সিংহ রায়, আবৃত্তিশিল্পী ড. শাহাদত হোসেন নীপু ও আসিফুর রহমান বাবু, সংগীতশিল্পী সোহানা, পশ্চিমবঙ্গের কবি শ্যামল সোমসহ শিশুকিশোর ও সাহিত্যপ্রেমীরা এসময় উপস্থিত ছিলেন।
#
আকরাম/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৭২
বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
ঢাকা, ১৭ ফাল্গুন (২৯ ফেব্রুয়ারি) :
বিআরটিএ’র নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত রয়েছে। আজ ঢাকা মহানগরীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় বিআরটিএ’র দুইটি ভ্রাম্যমাণ আদালত ৯৯টি মামলায় ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা আদায়, ২৭টি সিএনজি অটোরিক্সা ডাম্পিং স্টেশনে প্রেরণ এবং ৬৬ জন সিএনজি অটোরিক্সা চালককে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করে।
তাছাড়া, মহানগরীর অন্যান্য স্থানে আরো তিনটি ভ্রামামাণ আদালত পরিচালনার মাধ্যমে ৩৬টি মামলায় ৫০ হাজার ৬৩০ টাকা জরিমানা আদায় এবং দু’টি সিএনজি অটোরিক্সা ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়।
সিএনজি অটোরিক্সাসহ পরিবহণ সেক্টরে শৃঙ্খলা প্রতিষ্ঠার স¦ার্থে বিআরটিএ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
#
আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৭১
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে সিংগাপুরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ১৭ ফাল্গুন (২৯ ফেব্রুয়ারি) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে বাংলাদেশে সিংগাপুরের রাষ্ট্রদূত চ্যান হেং উইং (ঈযধহ ঐবহম ডরহম) আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন।
সিংগাপুরের রাষ্ট্রদূত বাংলাদেশে ওয়েস্ট টু এনার্জি এবং বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করার জন্য সিংগাপুর সরকারের আগ্রহের কথা প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি বলেন, সিংগাপুরের শতকরা ৩ ভাগ বিদ্যুৎ বর্জ্য থেকে আসে। উপরন্তু এই বর্জ্যরে অবশিষ্ট অংশ ছাই ইট তৈরিতে ব্যবহৃত হচ্ছে। এই ইট হালকা ও অধিক তাপ সহনীয়।
প্রতিমন্ত্রী সিংগাপুরের এই আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করতে বাংলাদেশ সিংগাপুরের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। বাংলাদেশ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে আগ্রহী। ইতোমধ্যে ঢাকার অদূরে কেরাণীগঞ্জে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। সাক্ষাৎকালে এলএনজি টার্মিনাল স্থাপনসহ বিদ্যুৎ খাতের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।
এসময় বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী এবং ঢাকায় সিংগাপুর দূতাবাসের কনসাল ডেরিল লাউ (উধৎৎুষ খধঁ) উপস্থিত ছিলেন।
#
আসলাম/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/১৮৫৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৭০
কৃষি বিষয়ক গণমাধ্যম কর্মীদের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মতবিনিময়
ঢাকা, ১৭ ফাল্গুন (২৯ ফেব্রুয়ারি) :
বাংলাদেশে আমের প্রধান উৎপাদনকারী অঞ্চল উত্তরবঙ্গের জনপ্রতিনিধি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মো. শাহ্রিয়ার আলম আজ কৃষি বিষয়ক গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় রাজশাহীর দু’জন আম উৎপাদনকারী ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে শাহ্রিয়ার আলম জানান যে, বিগত কয়েক বছরের তুলনায় রাজশাহীর আমে কীটনাশক ও ফল পাকানোর উপকরণ ব্যবহারে উক্ত অঞ্চলের আমচাষি ও ব্যবসায়ীগণ বর্তমানে অনেক সচেতন। যার ফলে গত বছর রাজশাহীর আমে রাসায়নিক পদার্থ মেশানোর মাত্রা যথেষ্ট পরিমাণ কম ছিল এবং এ বছর অবস্থার আরও উন্নতি হয়েছে। তিনি এ বিষয়ে আরও বেশি হারে অনুসন্ধানী ও গভীর পর্যবেক্ষণমূলক রিপোর্টের মাধ্যমে আমচাষি, ব্যবসায়ী, প্রশাসন ও ভোক্তাদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানান।
সভায় উপস্থিত রাজশাহীর বাঘা এলাকার আমচাষি ও ব্যবসায়ী মো. জিল্লুর রহমান জানান যে, বর্তমানে শুধু আমচাষি বা ব্যবসায়ীগণই নয় বরং গ্রামগঞ্জের সাধারণ মানুষও আমে ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানোর বিরুদ্ধে যথেষ্ট সজাগ ও সোচ্চার।
রাজশাহীর চারঘাট থানার আমচাষি ও ব্যবসায়ী মো. শওকত আলী বুলবুল বলেন আমে ফরমালিনসহ অন্যান্য রাসায়নিক পদার্থ মেশানোর যে প্রচার তা সম্পূর্ণ সঠিক নয় এবং এ ধরণের প্রচারণার ফলে এ বছর রাজশাহীর কোনো আম বাগানেই এ পর্যন্ত অগ্রিম আম বিক্রয় হয়নি এবং এ অবস্থা চলতে থাকলে রাজশাহীর আম শিল্পে নিয়োজিত হাজার হাজার চাষি, ব্যবসায়ী ও প্যাকেজিংসহ অন্যান্য কাজে নিযুক্ত শ্রমিকগণের অর্থনৈতিক অবস্থা মুখ থুবড়ে পড়বে। তিনি এ অবস্থার উত্তরণে গণমাধ্যমের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
সভায় উপস্থিত গণমাধ্যম কর্মীগণ আম দ্রুত পাকানোর জন্য রাইপেন এজেন্ট ইথিকোন ইথাইল ব্যবহার মানব দেহের জন্য সহনীয় পর্যায়ে রাখা এবং কৃষক, ব্যবসায়ীসহ সকলকে বাজারজাতকরণের সকল পর্যায়ে ফরমালিন ব্যবহার হতে বিরত থাকার পরামর্শ দেন। তারা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে আমের মৌসুম শুরুর পূর্বেই এ ধরনের সচেতনতামূলক একটি উদ্যোগ গ্রহণের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং রাজশাহীর আমচাষি ও ব্যবসায়ীদের সাধুবাদ জানান এবং জেলা ও উপজেলাসহ স্থানীয় পর্যায়ে এ ধরনের প্রচারণামূলক কার্যক্রম গ্রহণের পরামর্শ প্রদান করেন।
#
খালেদা/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৬৯
শিল্পমন্ত্রীর সাথে আলবেনিয়ার উদ্যোক্তাদের বৈঠক
বাংলাদেশের শিল্পখাতে বিনিয়োগের আহ্বান
ঢাকা, ১৭ ফাল্গুন (২৯ ফেব্রুয়ারি) :
বাংলাদেশের শিল্পখাতে সরাসরি কিংবা যৌথ বিনিয়োগে এগিয়ে আসতে আলবেনিয়ার উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন আমির হোসেন আমু। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বর্তমান সরকার আগামী ১৫ বছরের মধ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। এর মাধ্যমে ১ কোটি লোকের নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ৪০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় করা সম্ভব হবে। সম্প্রতি সরকার ১০টি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কার্যক্রম চালু করেছে বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ সফররত সলিলারি লিমিটেডের এক উদ্যোক্তা প্রতিনিধিদলের সাথে অনুষ্ঠিত বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ আহবান জানান। শিল্প মন্ত্রণালয়ে আজ এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য সালমা নাসরীন, সলিলারি লিমিটেডের প্রধান নির্বাহী পিলাম্ব সলিলারি (চবষষঁসন ঝধষরষষধৎর), মহাব্যবস্থাপক আরজান স্কেনদেরি (অৎলধহ ঝশবহফবৎর), আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ব্যবস্থাপক এরভিস সলিলারি (ঊৎারং ঝধষরষষধৎর), সড়ক যোগাযোগ ও রেলওয়ে অবকাঠামো বিভাগের পরামর্শক ড. ফারুক কাবা (উৎ. ঋধৎঁশ কধনধ), মহাপরামর্শক হিমেল জাংশি (ঢযবসধষ এলঁহশংযর) এবং সূর্যমুখী ট্রেড সংস্থা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশালতা বৈদ্য উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের শিল্পখাতে বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শিল্পমন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত সুবিধা তুলে ধরেন।
বৈঠকে আলবেনিয়ার উদ্যোক্তারা বাংলাদেশের সড়ক ও রেল যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, নদী খনন এবং বন্দর ব্যবস্থাপনার আধুনিকায়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। তারা বলেন, সলিলারি লিমিটেড (ঝধষরষষধৎর খরসরঃবফ) আলবেনিয়ার একটি শীর্ষ উদ্যোক্তা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান বাংলাদেশে সম্ভাবনাময় শিল্পখাতেও বিনিয়োগ করবে।
শিল্পমন্ত্রী আলবেনিয়ার উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। ভৌগোলিক অবস্থান, অভ্যন্তরীণ বিশাল বাজার এবং তুলনামূলক সস্তা শ্রমশক্তির প্রাচুর্যের কারণে এদেশে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছে। সরকার ইতোমধ্যে চীন, জাপান, ভারত, কোরিয়াসহ কয়েকটি দেশের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। আলবেনিয়ার উদ্যোক্তারা বিনিয়োগে এগিয়ে আসলে, তাদের জন্যও একই ধরনের সুবিধার বিষয়টি বিবেচনা করা হবে বলে তিনি জানান।
#
জলিল/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৬৮
অনলাইন গণমাধ্যমের নিবন্ধন
আবেদন ফরম ও প্রত্যয়নপত্র জমাদানের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত
ঢাকা, ১৭ ফাল্গুন (২৯ ফেব্রুয়ারি) :
অনলাইন গণমাধ্যমের সংশ্লিষ্ট সাংবাদিকগণের অনুরোধে অনলাইন নিউজ প্রকাশনার নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্র জমা দেয়ার সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। মার্চের ৩১ তারিখ পর্যন্ত নিবন্ধন ফরম তথ্য অধিদফতরে জমা দেয়া যাবে।
উল্লেখ্য, ইতঃপূর্বে নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্র তথ্য অধিদফতরে জমা দেয়ার শেষ তারিখ ছিল ২৯ ফেব্রুয়ারি।
#
আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৬৭
স্বাধীনতা পুরস্কার ২০১৬ প্রদান করা হবে ২৪ মার্চ
ঢাকা, ১৭ ফাল্গুন (২৯ ফেব্রুয়ারি) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ মার্চ বেলা ১০.৩০ (সাড়ে দশ) টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ‘স্বাধীনতা পুরস্কার ২০১৬’ প্রদান করবেন।
#
ওসমান/মোবাস্বেরা/খাদীজা/আসমা/২০১৬/১৫২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৬৬
বঙ্গবন্ধু’র জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রতিপাদ্য ও স্লোগান প্রচার
ঢাকা, ১৭ ফাল্গুন (২৯ ফেব্রুয়ারি) :
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদ্যাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ উপলক্ষে আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় উদ্যাপিত হবে। জাতীয় শিশু দিবসের এ বছরের প্রতিপাদ্য “শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এবং এ বছরের স্লোগান “বঙ্গবন্ধুর সোনার বাংলায়, থাকবে শিশু সুরক্ষায়” নির্ধারণ করা হয়েছে।
#
রহিমা/মোবাস্বেরা/খাদীজা/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৫০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৬৫
মানবিষয়ক কারিগরি সহায়তা চুক্তি সম্পাদনের জন্য সৌদি আরব যাচ্ছেন আমু
ঢাকা, ১৭ ফাল্গুন (২৯ ফেব্রুয়ারি) :
বিএসটিআই এবং সৌদি আরবের জাতীয় মান সংস্থা সৌদি স্ট্যান্ডার্ডস, মেট্রোলজি অ্যান্ড কোয়ালিটি অর্গানাইজেশন (সাসো/ঝঅঝঙ) এর মধ্যে মান বিষয়ক দ্বিপাক্ষিক কারিগরি সহায়তা চুক্তি আগামী ১ মার্চ রিয়াদে সম্পাদিত হবে।
চুক্তি সম্পাদন অনুষ্ঠানে উপস্থিত থাকতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আজ রাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। বিএসটিআই’র মহাপরিচালক ইকরামুল হক তার সফরসঙ্গী হবেন।
সফরকালে শিল্পমন্ত্রী সৌদি আরবের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক সহায়তা জোরদারের বিষয়ে সৌদি বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাথে বৈঠক করবেন।
তিনি সৌদি আরবের বিখ্যাত সার ও রাসায়নিক দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি এরাবিয়া বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (ঝঅইওঈ) এবং স্টিল ও মেটাল প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানায় মেডেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে পৃথকভাবে বৈঠকে মিলিত হবেন।
এছাড়া, তিনি বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ বাড়াতে সৌদি শিল্প উদ্যোক্তা সংগঠন ‘কাউন্সিল অভ্ সৌদি চেম্বার’ এর নেতাদের সাথে আলোচনা করবেন।
শিল্পমন্ত্রী আগামী ৫ মার্চ দেশে ফেরার কথা রয়েছে।
#
জলিল/মোবাস্বেরা/খাদীজা/আসমা/২০১৬/১৫৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৬৪
সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ১৭ ফাল্গুন (২৯ ফেব্রুয়ারি) :
জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৪৫তম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর-এর সভাপতিত্বে কমিটির সদস্য মো. আব্দুস শহীদ, মোহাম্মদ আমানউল্লাহ, পঞ্চানন বিশ্বাস, বেগম রেবেকা মমিন, মো. শামসুল হক টুকু, মো. রুস্তম আলী ফরাজী এবং বেগম ওয়াসিকা আয়েশা খান অংশগ্রহণ করেন।
বৈঠকে যোগাযোগ মন্ত্রণালয়ের রেলওয়ে বিভাগ এর (বর্তমান রেলপথ মন্ত্রণালয়) ২০০৮-২০০৯ অর্থবছরের হিসাব সম্পর্কিত মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট, ২০০৯-২০১০ অন্তর্ভুক্ত অনুচ্ছেদ ১ হতে ১৫ এর ওপর উত্থাপিত অডিট আপত্তিসমূহ পর্যালোচনা করা হয়। এছাড়া পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
কমিটি আলোচিত অডিট আপত্তিগুলোর কয়েকটি নিষ্পত্তি হওয়ায় সন্তোষ প্রকাশ করে অবশিষ্ট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে সুপারিশ করে।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের অতি: সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলওয়ে অডিট অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
হালিম/মোবাস্বেরা/খাদীজা/আসমা/২০১৬/১৪০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৬৩
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মেডিকেল চেকআপ-এর উদ্দেশে লন্ডন পৌঁছেছেন
লন্ডন, ২৯ ফেব্রুয়ারি :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ গতকাল মেডিকেল চেকআপ-এর উদ্দেশে লন্ডনে পৌঁছান। তাঁর সফর সঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী রাশিদা খানম এবং প্রেস সেক্রেটারি মো. জয়নাল আবেদীন সাথে রয়েছেন।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার মো. আবদুল হান্নান এবং লন্ডনে আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক হিথরো আন্তজার্তিক বিমানবন্দরে স্বাগত জানান।
তিনি মেডিকেল ফলোআপ শেষে আগামী ৬ মার্চ ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন বলে আশা করা যায়।
#
নাদীম/মোবাস্বেরা/খাদীজা/রফিক/কামাল/২০১৬/১২৩০ ঘণ্টা।