Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী ৪ জানুয়ারি ২০২৫

Handout                                                                                                                   Number: 2249

29 Lakh Taka Fines Imposed and 60,000 kg of Polythene Seized During Anti-Polythene Drive
Mobile Court Operation will be Intensified to Stop the Production of Polythene Shopping Bags

                                                                                            - Monitoring Committee Chairperson

Dhaka January 4:


            Efforts to shut down illegal production of polythene shopping bags will be intensified, stated Tapan Kumar Biswas, Chairperson of the Monitoring Committee of the Ministry of Environment, Forest and Climate Change and Additional Secretary. He announced that the number of mobile courts has been increased to enforce stern measures. Legal actions will be taken against offenders.

Tapan Kumar Biswas further disclosed that since November 3, a total of 216 mobile court operations have been conducted nationwide. These drives resulted in fines of approximately BDT 28.73 lakh against 438 establishments and the seizure of 59,959 kilograms of polythene.

He shared this information during a media briefing following a monitoring operation at the Hatirpool and Palashi green markets in Dhaka to curb the use of polythene bags.

Highlighting the adverse effects of polythene, he stated that it has caused severe environmental pollution, disrupted the flow of rivers and canals, and degraded soil fertility. He emphasized the need to enforce the ban effectively and urged people to adopt alternative bags.

Tapan Kumar Biswas advised citizens to carry their own reusable bags when shopping. He also

suggested using jute, fabric, or wax-coated paper bags for carrying items like fish and meat. Calling for media support, he added, “We seek everyone’s cooperation to succeed in this initiative.”
 

The monitoring operation was conducted with the participation of officials from the Ministry, the Department of Environment, law enforcement agencies, and representatives of the respective market committees.

The team inspected the use of polythene bags at shops and also ran campaigns to encourage traders to use jute and fabric bags.

#


Dipankar/Fatema/Suborna/Shafiq/2025/1544/ Hrs.

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২২৪৮

পলিথিন বিরোধী অভিযানে প্রায় ২৯ লাখ টাকা জরিমানা এবং ৬০ হাজার কেজি পলিথিন জব্দ
পলিথিন শপিং ব্যাগ উৎপাদন বন্ধে অভিযান জোরদার করা হবে

-মনিটরিং কমিটির সভাপতি

ঢাকা, ২০ পৌষ (৪ জানুয়ারি):

 

অবৈধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন বন্ধে অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সভাপতি ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। তিনি বলেন, এজন্য মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হয়েছে। অবৈধ পলিথিন পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তপন কুমার বিশ্বাস বলেন, ৩ নভেম্বর ২০২৪ তারিখ থেকে দেশব্যাপী ২১৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ৪৩৮টি প্রতিষ্ঠানকে প্রায় ২৮ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে এবং ৫৯ হাজার ৯৫৯ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

আজ রাজধানীর হাতিরপুল ও পলাশী কাঁচাবাজারে পলিথিন ব্যবহার রোধে পরিচালিত মনিটরিং কার্যক্রম শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

তিনি আরো বলেন, পলিথিনের কারণে পরিবেশ দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। এটি নদী-খালের প্রবাহ বাধাগ্রস্ত করছে এবং মাটির উর্বরতা নষ্ট করছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে জনসচেতনতা বাড়ানো ও বিকল্প ব্যাগ ব্যবহারে অভ্যস্ততা গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাজারে গেলে নিজের ব্যাগ নিয়ে যেতে হবে। পাটের, কাপড়ের ব্যাগের পাশাপাশি মোমপালিশ করা কাগজের ব্যাগে মাছ-মাংস নেওয়া যায়। গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তিনি বলেন, আমরা পলিথিন বন্ধে সফল হতে সকলের সহযোগিতা চাই।

মনিটরিং কার্যক্রমে পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সংশ্লিষ্ট বাজার কমিটির প্রতিনিধিবৃন্দ অংশ নেন।

মনিটরিং টিম বাজারের দোকানগুলোতে পলিথিন ব্যাগের ব্যবহার পর্যবেক্ষণ করে। এসময় দোকানিদের পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করতে প্রচারণাও চালানো হয়।

#

দীপংকর/ফাতেমা/সু্র্বণা/শফিক/২০২৫/১৫২১ ঘন্টা

2025-01-05-03-24-92fa08c6e44969243bef48e68868ca06.docx