Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ডিসেম্বর ২০১৬

তথ্যবিবরণী ২০ ডিসেম্বর ২০১৬

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৮৯১

তথ্য সচিব মরতুজা আহমদকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান

ঢাকা, ৬ পৌষ (২০ ডিসেম্বর) :
    তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদকে তার অবসর-উত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে আগামী ২৩ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তথ্য মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারী করা হয়েছে।
    জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একই দিনে জারীকৃত পূর্বের এক প্রজ্ঞাপনে তাকে আগামী ২২ ডিসেম্বর তারিখে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করে তার অনুকূলে ১ বছরের অবসর-উত্তর ছুটি মঞ্জুর করা হয়।

#

ফারহানা/মাহমুদ/আলী/সঞ্জীব/রেজাউল/২০১৬/২১০০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৮৯০
বস্ত্র ও পাট মন্ত্রীর সাথে উজবেকিস্তানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ৬ পৌষ (২০ ডিসেম্বর) :
    বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এর সাথে আজ ঢাকায় সচিবালয়ে উজবেকিস্তানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সদস্যগণ সাক্ষাৎ করেন ।
    সাক্ষাৎকালে দু’দেশের বস্ত্র ও পাট শিল্পের দ্বিপাক্ষিক বাণিজ্য ও এর অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
    বাণিজ্যিক প্রতিনিধিগণ বলেন, বাংলাদেশ ও উজবেকিস্তানের বন্ধুত্বের সম্পর্ক শুধু অর্থনৈতিকই নয় ঐতিহাসিকও বটে। উজবেকিস্তান আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতিম দেশ।  দু’দেশের নিয়মিত বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরো জোরদার হচ্ছে। সেজন্য তারা বস্ত্র ও পাটখাতে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্প্রসারণ ঘটাতে চায়।
    মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্ত্র ও পাটশিল্পের প্রতি খুবই আন্তরিক। তাঁর আন্তরিকতায় ও গতিশীল নেতৃত্বে আজ বিশ্ববাজারে বস্ত্রখাতে ‘বাংলাদেশ’একটি ব্রান্ডে রূপান্তর হয়েছে। এ খাতকে  আধুনিক করতে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছে। এছাড়াও পাটের অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধি ও আর্ন্তজাতিক বাজারে পাটের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাওয়াতে সরকারি পাটকলগুলো দ্রুত লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। এছাড়াও সরকারি পাটকলের পুরাতন মেশিনের পরিবর্তে আধুনিক মেশিন সংযুক্তকরণে কাজ দ্রুত করা হবে।’
    প্রতিনিধিদলের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন  ডেপুটি গভর্নর অভ্ সামারকান্দ অঞ্চল আব্দু মাজিদ, ডেপুটি চিফ অভ্ ওয়াটার এন্ড এগ্রিকালচার ডেভলপমেন্ট ফিরোজ এবিলাভ, হেড অভ্ এডমিনিস্ট্রেশন অভ্ অরগুট ডিসট্রিক্ট মামাত টুরডিভ, ডিরেক্টর অভ্ রিজিওনাল ব্রান্স অভ্ ন্যাশনাল ব্যাংক অভ্ উজবেকিস্তান অলটিবয় টুরসুনভ সহ অন্যান্য সদস্যগণ।
    বস্ত্র ও পাট  মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার, অতিরিক্ত সচিব গোপাল কৃষ্ণ ভট্টাচার্য্য, বিটিএমসি চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. বায়জিত সারোয়ার, বস্ত্র পরিদপ্তরের পরিচালক ইসমাইল হোসেনসহ মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তাগণ সাক্ষাতে উপস্থিত ছিলেন।
#
সৈকত/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৮৮৯
ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর

চট্টগ্রাম, ৬ পৌষ (২০ ডিসেম্বর) :
    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, যারা ভূমিদস্যু তারা দেশ ও জাতির শত্রু। তিনি ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ ভূমি প্রশাসনে দুর্নীতি রোধে আরো কঠোর হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।
    আজ চট্টগ্রাম সার্কিট হাউজে সার্বিক ভূমি ব্যবস্থাপনা, রাজস্ব আদায় ও অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের সাথে মতবিনিময়কালে মন্ত্রী সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।
    তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করা হলে ভূমিদস্যু, দুর্নীতি, মামলা মকদ্দমা, বিরোধ ও বিভিন্ন প্রকার জটিলতা অধিকাংশ কমে যাবে। এজন্য সংশ্লিষ্ট প্রশাসনকে তৎপর থাকতে হবে। মন্ত্রী বলেন, ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ ও রেকর্ড প্রণয়ন, সংরক্ষণ কাজ চলমান রয়েছে। তিনি বলেন, দেশের জরাজীর্ণ ভূমি অফিসগুলোর সংস্কার এবং নতুন ভবন নির্মাণ প্রকল্পের আওতায় সরকার সারাদেশে ৩ হাজার ভূমি অফিস নির্মাণ কাজ শুরু করেছে। এরই মধ্যে এক হাজারের মতো ভূমি অফিস নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। তিনি চট্টগ্রামের জরাজীর্ণ ভূমি অফিসগুলোর নতুন ভবন নির্মাণ কাজে জেলা প্রশাসনকে অধিকতর তৎপর থাকার নির্দেশ দেন। চর উন্নয়ন প্রকল্প, ভূমির নামজারি, অর্পিত সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা ও ভূমির রাজস্বের সকল দাবি আদায়সহ আধুনিক ভূমি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী।
    এ সময় অন্যান্যের মধ্যে খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক সামসুল আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবদুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসরুর রহমান, আরডিসি শারমিন আক্তার ও এনডিসি কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী চট্টগ্রামের সাবেক মেয়র প্রবীণ রাজনীতিবিদ মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে যান এবং কুশলাদিসহ মতবিনিময় করেন। এ সময় মন্ত্রীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
#
রেজুয়ান/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৩৮৮৮
রোগীদেরকে বাবা-মা, ভাই-বোন মনে করে সেবা দিতে হবে                                                                                                                                                   -- স¦াস্থ্যমন্ত্রী
ঢাকা, ৬ পৌষ (২০ ডিসেম্বর) :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম নার্সদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, হাসপাতালে যে রোগীরা আসবে তাদেরকে বাবা-মা, ভাই-বোন মনে করে সেবা দিতে হবে। সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবায় নিজেদেরকে উৎসর্গ করতে হবে।
  আজ রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে নবনিযুক্ত সিনিয়র স্টাফ নার্সদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যসচিব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুভাষ চন্দ্র সরকার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোস্তফা সারোয়ার এবং নবনিযুক্ত নার্স ফেরদৌসী আক্তার বক্তব্য রাখেন।  
মহান বিজয়ের মাসে প্রায় ১০ হাজার নার্স নিয়োগ জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায়  স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চায়। তিনি বর্তমান সরকারের সময়ে স্বাস্থ্যখাতের অর্জনকে আরো উচ্চতায় নিতে চিকিৎসক, নার্সসহ সকলের মধ্যে সেবার মনোভাব জাগ্রত করতে হবে।
দেশের মানুষের সেবাই নার্সদের প্রধান দায়িত্ব, এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এ লক্ষ্য থেকে নার্সদের বিন্দুমাত্র বিচ্যুত হওয়া চলবে না। কেননা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার প্রতিটি পয়সা এ দেশের সাধারণ মানুষের। ‘তাই আপনারা রোগীদের মায়ের আদর, বোনের ভালবাসা নিয়ে সেবা দিবেন। প্রধানমন্ত্রী নার্সদের দ্বিতীয় শ্রেণির চাকুরি মর্যাদা দিয়েছেন। সেই মর্যাদা ধরে রাখতে হলে রোগীর সেবা ভিন্ন অন্য কোনো পথ নেই।’   
এর আগে মন্ত্রী সারাদেশের বিভিন্ন জেলায় নতুন যোগদানকৃত নার্সদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন এবং সঠিক ভাবে রোগীদের সেবা দিতে নার্সদের নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে তিনি মিডওয়াইফারি সার্টিফিকেট কোর্সের ১ম ব্যাচের পরীক্ষায় প্রথম স্থান অধিকারী রাজশাহী নার্সিং কলেজের নাসিমা খাতুনের হাতে সনদ তুলে দেন।
    গত ১৫ ডিসেম্বর সারদেশে নতুন ৯ হাজার ৪৭৮ সিনিয়র স্টাফ নার্স বিভিন্ন সরকারি হাসপাতালে যোগদান করে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় ১০ হাজার নার্স নিয়োগের মাধ্যমে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এতো সংখ্যক নার্স নিয়োগ দেয় সরকার। এর মধ্য দিয়ে সরকারি হাসপাতালগুলোতে নার্স সংকটের সমাধানের পথে কয়েক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
#
পরীক্ষিৎ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৫০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৮৮৭
আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের কর্মবিরতি অবৈধ
                                     -- শ্রম প্রতিমন্ত্রী

ঢাকা, ৬ পৌষ (২০ ডিসেম্বর) :  
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক (চুন্নু) বলেছেন, আশুলিয়া অঞ্চলে গার্মেন্টস শিল্পে যে সকল শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন শ্রম আইন অনুযায়ী তা অবৈধ ও বেআইনি।
তিনি আজ  ঢাকায় ডেইলি স্টার ভবনে ফেয়ার ওয়ার ফাউন্ডেশন আয়োজিত গার্মেন্টস শিল্পে সোস্যাল ডায়ালগ, জেন্ডার বেইজ্ড ভায়োলেন্স, লিভিং ওয়েজ শীর্ষক গোল টেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, এটি একটি দেশি-বিদেশি ষড়যন্ত্র। তিনি শ্রমিকদেকে অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, যারা শ্রমিকদের বিভ্রান্ত করছে তারা দেশের ভাল চায় না। শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের দাবি-দাওয়া আদায়ের একটি পদ্ধতি রয়েছে। এখন পর্যন্ত শ্রমিকদের পক্ষ থেকে কোন সংগঠন, ফেডারেশন কিংবা ইউনিয়নের পক্ষ থেকে দাবি-দাওয়া জানানো হয়নি। আন্দোলনের নামে শ্রমিক অসন্তোষকে উস্কে দিলে সরকার কঠোর হাতে তা দমন করবে বলে তিনি জানান।
    অনুষ্ঠানে সোস্যাল ডায়ালগ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন এন জি ডব্লিউ এফ এর প্রেসিডেন্ট  আমিরুল হক আমিন, জেন্ডার বেইজ্ড ভায়োলেন্স বিষয়ে নারী উদ্যোগ কেন্দ্র এর এক্সিকিউটিভ ডাইরেক্টর মাসুদা খাতুন শেফালি এবং লিভিং ওয়েজ বিষয়ে বিল্স এর এসিস্টেন্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস এবং ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন এর সভাপতি বাবুল আক্তার, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সভাপতি আমিরুল হক আমিন এবং সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়ন প্রমুখ।
#
আকতারুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৮৮৬
নৌমন্ত্রীর স¦াক্ষর জাল করায় একজন আটক
ঢাকা, ৬ পৌষ (২০ ডিসেম্বর) :  
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খানের নাম, ছবি ও মন্ত্রণালয়ের ডিও প্যাড ব্যবহার করে এবং স্বাক্ষর স্ক্যান করে ভুয়া প্রত্যয়নপত্র সংগ্রহ করায় বাগেরহাটের চিতলমারী উপজেলার মো. মোতালেব মোল্লাকে আজ বাংলাদেশ সচিবালয়ে আটক করা হয়েছে।
আটকের পর তাকে  শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
#

জাহাঙ্গীর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৩০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৮৮৫

সংসদ সদস্যগণের সামাজিক কার্যক্রম এসডিজি অর্জনে ভূমিকা রাখবে
- স্পিকার
ঢাকা, ৬ পৌষ (২০ ডিসেম্বর) :  
      স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ সদস্যগণ সারা দেশে বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ এবং যুব উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ সকল কার্যক্রম ভবিষ্যতে বাংলাদেশের টেকসই উন্নয়ন (এসডিজি) লক্ষ্য অর্জনে বিশেষ ভূমিকা রাখবে।
    তিনি আজ জাতীয় সংসদে অনুষ্ঠিত বাস্তবায়নাধীন ঝঃৎবহমঃযবহরহম চধৎষরধসবহঃ’ং ঈধঢ়ধপরঃু রহ ওহঃবমৎধঃরহম চড়ঢ়ঁষধঃরড়হ ওংংঁবং রহঃড় উবাবষড়ঢ়সবহঃ (ঝচঈচউ) শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত ইধহমষধফবংয অংংড়পরধঃরড়হ  ড়ভ  চধৎষরধসবহঃধৎরধহং ড়হ  চড়ঢ়ঁষধঃরড়হ ধহফ উবাবষড়ঢ়সবহঃ (ইঅচচউ) এর সভায় এ কথা বলেন।
    স্পিকার বলেন, রাষ্ট্রীয় কার্যক্রমে সারা বিশ্বে আজ সংসদ সদস্যগণের মতামত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এই আন্তর্জাতিক ফোরামসহ সকল ক্ষেত্রে সংসদ সদস্যগণের মতামত নেওয়া হয়।
    ড. শিরীন শারমিন বলেন, ইউএনএফপি’র সাহায্যপুষ্ট এসপিসিপিডি প্রকল্পের আওতায় গঠিত বিএপিপিডি এর মাধ্যমে বাংলাদেশ জাতীয় সংসদ সদস্যগণ বিভিন্ন সামাজিক ইস্যুতে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছে। এর ফলে তারা মাতৃস্বাস্থ্য উন্নয়ন, বাল্যবিবাহ  প্রতিরোধ ও যুবসমাজের উন্নয়নে অবদান রাখছেন।
    তিনি আরো বলেন, সংসদ সদস্যগণ প্রতিনিয়ত বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে গণসংযোগ করে থাকেন। যে কোন সামাজিক ইস্যুতে তাদের বক্তব্য সমাজের মানুষের মাঝে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তিনি বলেন, সংসদ সদস্যগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্পৃক্ত করে সামাজিক ইস্যূগুলো বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম। বাল্যবিবাহ প্রতিরোধে মায়েদের পাশাপাশি বাবাদেরকে সম্পৃক্ত ও সচেতন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
    সংসদের হুইপ মোছা. মাহবুব আরা বেগম গিনি, হুইপ মো. শাহাব উদ্দিন , শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন, ডা. হাবিবে মিল্লাত, ডাঃ মো. এনামুর রহমান, বেগম ফজিলাতুন নেসা, সানজিদা খানম, ফকরুল ইমাম, সেলিনা বেগম, উম্মে কুলসুম স্মৃতি ও বেগম নূর ই লায়লা চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।
#
কামাল/দীপংকর/গিয়াস/শহিদ/জসীম/আসমা/২০১৬/১৬৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩৮৮৪

অর্থনীতির সবগুলো সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে
                       -পরিকল্পনা মন্ত্রী
 
ঢাকা, ৬ পৌষ (২০ ডিসেম্বর) : 
    পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, চলতি অর্থবছর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে আমরা আশা করছি অর্থনৈতিক বিভিন্ন সূচকের অগ্রগতির চলমান  ধারা অব্যহত  থাকলে প্রবৃদ্ধির  হার ৭ দশমিক ৫ শতাংশ হতে পারে। 
    আজ শেরেবাংলা নগর এনইসি অডিটোরিয়ামে  মিট দ্যা প্রেস অনুষ্ঠানে মন্ত্রী এই তথ্য জানান। এসময় পরিকল্পনা সচিব তারিক উল ইসলাম,পরিকল্পনা কমিশন সদস্য ড. শামসুল আলম, খোরশেদ আলম চৌধুরী এবং আইএমইডি সচিব ফরিদ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন ।
    মন্ত্রী জানান, জিডিপির ১ শতাংশ প্রবৃদ্ধি করতে হলে প্রয়োজন জিডিপির ৪ শতাংশ বিনিয়োগ। বিনিয়োগ ছাড়া কিছু আশা করা যায় না। আবার বিনিয়োগ কিছুটা কম হলেও প্রবৃদ্ধি অর্জনে মানবসম্পদ সূচক আমাদের বাড়াতে হবে। বর্তমানে আমাদের বিনিয়োগ হার জিডিপির ৩০ শতাংশ।
    সম্প্রতি প্রকাশিত ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভলপমেন্টের রিপোর্ট উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরাও তাদের কথায় বলতে চাই ২০২৪ সালের মধ্যে স্বল্প উন্নত দেশ থেকে বের হয়ে আসতে পারবো। অর্থনীতির সবগুলো সূচকে আমরা এগিয়ে আছি। বর্তমানে শুধু সনদ পাওয়ার অপেক্ষা। আমরা মানবসম্পদ সূচকেও অনেক এগিয়ে। 
    মন্ত্রী বলেন, আমরা সঠিক সময়ে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারবো। আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিশ্বের বুকে অন্যতম একটি দেশ হিসেবে পরিণত করতে চান। তাঁরই গতিশীল নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে । তিনি আরও বলেন, ভৌগলিক দিক থেকে বাংলাদেশ আশীর্বাদ। আমাদের বাদ দিয়ে আশেপাশের দেশগুলো উন্নত করতে পারবে না। সবাইকে আমাদের সঙ্গে নিতে হবে। এই লক্ষ্যে আমরা আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাও উন্নত করছি।
#
শেফায়েত/দীপংকর/গিয়াস/জসীম/রেজ্জাকুল/শামীম/২০১৬/১৬১০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৮৮৩


ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন নির্মাণের চুক্তি স্বাক্ষর

ঢাকা, ৬ পৌষ (২০ ডিসেম্বর) :  
আজ রেলভবনে ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে ও ডিপি রেল লিমিটেড, ইউকে’র মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশ রেলওয়ের পক্ষে স্বাক্ষর করেন  রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কাজী মো. রফিকুল আলম এবং ডিপি রেল লিমিটেড ইউকে’র পক্ষে প্রধান নির্বাহী ওধহ ঝ উবৎনুংযরৎব। রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক ও ব্রিটিশ এমপি রুশনারা আলী এসময় উপস্থিত ছিলেন।   
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী বলেন,দক্ষিণ অঞ্চলের জন্য এ রেললাইনটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বরিশাল বিভাগ প্রথমবারের মতো রেল সংযোগের আওতায় আসবে। গভীর সমুদ্রবন্দর থেকে মালামাল পরিবহণের মাধ্যমে এই লাইনটি দেশের রাজস্ব আদায়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এটি রেলওয়ে খাতের জন্য সবচেয়ে বড় প্রকল্প বলে তিনি উল্লেখ করেন।
ব্রিটিশ এমপি রুশনারা আলী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে খুবই শক্তিশালী সম্পর্ক রয়েছে। উন্নয়নের ক্ষেত্রে দু’দেশেরই লক্ষ্য এক। বিভিন্ন ক্ষেত্রেই আমাদের পারস্পরিক স্বার্থ এক ও অভিন্ন। এ দেশের উন্নয়ন অভাবনীয় বলে তিনি উল্লেখ করেন।  
উল্লেখ্য, ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত মোট ২৪০ কিলোমিটার রেল লাইন নির্মাণ করবে ব্রিটিশ কোম্পানি ডিপি রেল লিমিটেড। এই সমঝোতা স্মারক অনুযায়ী সংশ্লিষ্ট কোম্পানি নকশা প্রণয়ন, অর্থায়ন, লাইন নির্মাণ ও অপারেশনের দায়িত্ব পালন করবে। নির্মাণ কাজে সহযোগিতা করবে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন। এ লাইন নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০ হাজার কোটি টাকা। ২০২৪ সাল নাগাদ এর কাজ শেষ হয়ে কন্টেইনার ট্রেন চালানো সম্ভব হবে। এর মাধ্যমে বছরে প্রায় ২০ লক্ষ ইউনিট কন্টেইনার চালানো সম্ভব হবে।
 ব্রিটিশ হাইকমিশনার অষরংড়হ ইষধশব, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন এবং ডিপি রেল লিমিটেডের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
#
শরিফুল/দীপংকর/গিয়াস/শহিদ/জসীম/আসমা/২০১৬/১৫৪৫ ঘণ্টা


     

 

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৮৮২ 

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দক্ষ মানবসম্পদ অতীব জরুরি
                    - প্রধান তথ্য অফিসার

ঢাকা, ৬ পৌষ (২০ ডিসেম্বর) : 
    প্রধান তথ্য অফিসার  এ কে এম শামীম চৌধুরী বলেছেন, প্রশিক্ষণ মানুষকে দক্ষ ও যোগ্য করে তোলে। দক্ষ মানবসম্পদ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অতীব জরুরি। 
    তিনি আজ তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ‘বিভিন্ন ধরনের সভা আয়োজন ও অফিসের কর্মপরিবেশ উন্নয়ন’ বিষয়ক পাঠ্যধারার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ইসতাক হোসেনসহ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
    প্রধান তথ্য অফিসার বলেন, প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে সম্পাদন করতে হবে। সেবা অধিকতর জনবান্ধব এবং কার্যকরী করার জন্য নিজেদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। 
    তিনি বলেন, নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণে অধিকতর মনোযোগী হতে হবে। আত্মবিশ্বাস ও আত্মসন্তুষ্টির মধ্য দিয়ে নিজ নিজ কাজ সম্পাদন করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, দেশের জনগণের নিরলস পরিশ্রমের জন্য বাংলাদেশ এখন বিশ্বসভায় সুপরিচিত। 
    প্রধান তথ্য অফিসার বলেন, সভা, সেমিনার, সিম্পোজিয়াম , কর্মশালা ইত্যাদি আয়োজন করতে হলে প্রত্যেকটি সম্পর্কে পরিস্কার ধারণা রাখতে হবে এবং সে অনুসারে পরিকল্পনাও করতে হবে।
    অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ইসতাক হোসেন অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন । 
    উল্লেখ্য, তথ্য অধিদফতরের ৬০ জন কর্মচারী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
#
দীপংকর/সাহেলা/গিয়াস/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৫২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৮৮১ 

কলকাতায় পাঁচ দিনব্যাপী বাংলাদেশ বিজয় উৎসব 
কলকাতা, ২০ ডিসেম্বর :  
    কলকাতায় পাঁচ দিনব্যাপী বাংলাদেশ বিজয় উৎসব ২০১৬ শেষ হলো। গতকাল সমাপনী দিবসের আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। 
    তিনি বলেন, ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল একটি সার্থক এবং সফল জনযুদ্ধ যা পরিচালিত হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বে। বাংলাদেশের প্রায় সমস্ত মানুষই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। 
    এইচ টি ইমাম বলেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সময় আমাদের সাথে ছিলেন না কিন্তু তাঁর আদর্শ ও 
৭ মার্চের নির্দেশনা আমরা সমসময় ধারণ করেছি। তিনি আরো বলেন মুজিবনগরে গঠিত সরকার ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
    বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা আয়োজিত পাঁচ দিনব্যাপী বিজয় উৎসব শুরু হয় 
১৫ ডিসেম্বর। এই উৎসবের প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। 
#

মোফাকখারুল/দীপংকর/সাহেলা/গিয়াস/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৫০০ ঘণ্টা 

 

 

 

 


তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩৮৮০

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির  বৈঠক 
ঢাকা, ৬ পৌষ (২০ ডিসেম্বর) : 
  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র  বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। 
বৈঠকে বেশ কিছু সুপারিশ করা হয়। সুপারিশ সমূহের মধ্যে স্বতন্ত্র প্রাথমিক ও গণশিক্ষা বোর্ড গঠন, এনসিটিবি’র ছাপাখানার অনুরূপ প্রাথমিক কারিকুলাম অনুযায়ী স্বতন্ত্র ছাপাখানা স্থাপনেরও উদ্যোগ নেয়া এবং প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রশিক্ষক ও শিক্ষকগণের সর্বোচ্চ পেশাগতমান ও যোগ্যতা নিশ্চিত করে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের সুপারিশ করা হয়। 
 ২০১৭ শিক্ষাবর্ষ থেকে প্রাক-প্রাথমিক এবং প্রাথমিক স্তরের সকল পাঠ্যপুস্তক যথাসময়ে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট পৌঁছানোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া জাতীয় শিক্ষা নীতি ২০১০ অনুযায়ী ৮ম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্তির বিষয়টি দ্রুত বাস্তবায়নসহ নির্মাণাধীন ১৫শত প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে যেগুলো বিকল্প অবকাঠামোতে সম্ভব শিক্ষক পদায়ন করে ২০১৭ শিক্ষাবর্ষ থেকে প্রাক-প্রাথমিক শিক্ষাদানের সুপারিশ করা হয়। বৈঠকে কমিটি প্রাথমিক বিদ্যালয়গুলোর শুন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব প্রদানের সুপারিশ করে।
 কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য ও মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, মো. আব্দুর রহমান, আলী আজম ও উম্মে রাজিয়া কাজলসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ উজ জামান এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন। 
#
হালিম/দীপংকর/গিয়াস/জসীম/রেজ্জাকুল/শামীম/২০১৬/১৫২০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৮৭৯

  
উদ্যোগী হয়ে সৃজনশীল কাজে হাত দিন
                                    - শিক্ষামন্ত্রী
ঢাকা, ৬ পৌষ (২০ ডিসেম্বর) :
    শিক্ষা মন্ত্রণালয় দু’টি বিভাগে ভাগ হলেও আমরা সবাই মিলে শিক্ষা পরিবার। সবার লক্ষ্য সমগ্র জাতির শিক্ষা, জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করা। মিলেমিশে কাজ করুন। কাজের পরিধি বাড়ান, মান বাড়ান,  দ্রুত সেবা দিন। তিনি দায়িত্ব নিয়ে বলেন, উদ্যোগী হয়ে নতুন নতুন সৃজনশীল কাজে হাত দিন, ভুল হলে দায় আমার। তবে উদ্দেশ্য অবশ্যই সৎ হতে হবে।
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে নবসৃষ্ট কারিগরি ও মাদরাসা বিভাগের প্রথম সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত মো. আলমগীর-এর সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান।
    অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন ও কারিগরি ও মাদরাসা বিভাগের প্রথম সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত মো. আলমগীর বক্তৃতা করেন। অনুষ্ঠানে দু’বিভাগের সকল অতিরিক্ত সচিব ও দপ্তর প্রধানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
    শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্ব ও কাজের পরিধি বিবেচনা করে দু’টি বিভাগে ভাগ করেছে। সারা দুনিয়া দক্ষ জনবল খুঁজছে উল্লেখ করে মন্ত্রী বলেন কারিগরি শিক্ষার পরিধি দিন দিন বাড়ছে, আরো বাড়াতে হবে। প্রয়োজনভিত্তিক দক্ষতা বাড়াতে হবে, মান বাড়াতে হবে। শিক্ষা সরকারের অগ্রাধিকার খাত। কারিগরি খাত অগ্রাধিকারের অগ্রাধিকার। এ খাতকে শক্তিশালী, জোরালো ও গুরুত্বপূর্ণ করে তুলতে হবে। 
    তিনি নবসৃষ্ট দু’টি বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণকে নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সাথে কাজ করার আহ্বান জানান।
#
ঢালী/দীপংকর/সাহেলা/গিয়াস/শহিদ/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৪২৫ ঘণ্টা

Todays handout (4).docx