তথ্যবিবরণী নম্বরঃ ২৩৩২
কফি আনানের মৃত্যুতে স্পিকারের শোক
ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট):
জাতিসংঘের সাবেক মহাসচিব ও নোবেল শান্তি পুরস্কার জয়ী কফি আনানের মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় স্পিকার বলেন, কফি আনান বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আজীবন কাজ করে গেছেন। মিয়ানমারে রোহিঙ্গা নিধনসহ বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার সমাধান প্রক্রিয়ায় তিনি আন্তরিকতার সাথে কাজ করেছেন। জাতিসংঘকে নতুনভাবে গড়ে তোলা এবং মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার জন্য বিশ্ববাসী চিরকাল তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।
স্পিকার বলেন, কফি আনানের বড় অর্জন ছিল 'সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা' নির্ধারণ ও বাস্তবায়ন।
কফি আনানের মৃত্যুতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোক প্রকাশ করেছেন।
#
তারিক/সেলিম/নাইচ/সঞ্জীব/শামীম/২০১৮/২০০৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বরঃ ২৩৩১
কফি আনানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
ঢাকা, ৩ ভাদ্র (১৮ আগস্ট):
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু শনিবার জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মন্ত্রী তার শোকবার্তায় বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কফি আনানের অবদান বিশ্ববাসী কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
#
আকরাম/সেলিম/নাইচ/পারভেজ/শামীম/২০১৮/১৯০৩ ঘণ্টা
Handout Number : 2330
PM condoles the death of Kofi Annan
Dhaka, 18 August:
Prime Minister Sheikh Hasina has given the following condolence message the death of Kofi Annan.
"We are deeply saddened at the sudden demise of Kofi Annan, former Secretary General of the United Nations and Nobel Peace Laureate. He dedicated his life for global peace, development and for ensuring human rights across the world. His departure will create a vacuum among ‘The Elders’ to stand for the oppressed, the victims of climate change and for global peace.
The people of Bangladesh will remember him always for standing by us in our efforts to promote democracy and economic development. He also rendered his support always to our contribution in the promotion of global peace through our participation in the United Nations Peacekeeping Operations.
I convey my deepest sorrow for the loss of a leader, who never shied away from taking any difficult challenge. He took up the arduous task of the Advisory Commission on Rakhine State with utmost sincerity. His work as the Chair of the Commission has brought the plight of the Rohingyas into light and offered sustainable pragmatic solutions. He will always be remembered for his support to the forcibly Displaced Myanmar Nationals and the population whom he addressed in the report of the Advisory Commission.
We convey our sincere condolences to his bereaved family members and colleagues. "
#
Emrul Kayas/Selim/Sanjib/Abbas/2018/1855 Hours
Handout Number: 2328
Bangladesh Foreign Minister meets the India External Affairs Minister
New Delhi, 18 August:
Bangladesh Foreign Minister A H Mahmood Ali met the External Affairs Minister of India Sushma Swaraj yesterday evening on 17 August 2018, after attending the Funeral of the former Prime Minister of India Atal Bihari Vajpayee in New Delhi.
The External Affairs Minister appreciated the Foreign Minister of Bangladesh for coming all the way from Dhaka to attend funeral in New Delhi.
Sushma Swaraj also appreciated Prime Minister of Bangladesh Sheikh Hasina for her message of condolence.
Both the Ministers recalled their association with the late Prime Minister Atal Bihari Vajpayee.
They also expressed satisfaction on regular high level engagements among the leaders of the two countries and hoped to meet each other in other Forums as well.
Earlier, the Bangladesh Foreign Minister personally conveyed the deep condolences of the Hon’ble Prime Minister of Bangladesh to the Indian Prime Minister Narendra Modi and other Indian leadership at the cremation ground.
Bangladesh High Commissioner Syed Muazzem Ali accompanied the Foreign Minister both at the funeral and the bilateral meeting.
#
Nice/Sanjib/Shamim/2018/1745 hours