Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জানুয়ারি ২০১৯

তথ্যবিবরণী - 10.01.2019

Handout                                                                                                                    Number : 111

OIC Secretary General congratulates Prime Minister Sheikh Hasina

Dhaka,  January 10 :  

            Secreatary General of Organisation of Islamic Cooperation (OIC) Yousef
 A. Al-Othaimeen sent a congratulatory message to Prime Minister Sheikh Hasina on her
re-appointment as Prime Minister of the People's Republic of Bangladesh. The full text of the message is as follows:

ÔÔ Excellency,

            On the auspicious occasion of your re-election to the high office of the Prime Minister of the People's Republic of Bangladesh for the third term in a row, I have the honor to extend to Your Excellency, on behalf of the Organization of Islamic Cooperation (OIC) and on my own behalf, our heartfelt congratulations and warmest felicitations.

            The clear mandate granted to you, Madame Prime Minister, by the Bangladeshi electorates is indicative of their trust in your leadership and vision for a developed Bangladesh. I am confident that with your wisdom and proven experience, you will continue to steer the affairs of your country in the years ahead to realize the aspirations of the people of Bangladesh for peace, unity and development.

            I look forward to working closely with Your Excellency on issues of mutual interest and concem. The OIC stands ready to extend all possible support to Bangladesh in its endeavors for economic progress and march towards prosperity.

            Please accept, Madame Prime Minister, the assurances of my highest esteem and consideration.ÕÕ

#

Marzuk/Mahmud/Pervez/Joynul/2019/2155hours

তথ্যবিবরণী             নম্বর :  ১১০
 
বিকল্প বিনিয়োগ ব্যবস্থার ওপর জোর দিতে হবে
                                       -- বিডা নির্বাহী চেয়ারম্যান
 
ঢাকা, ২৭ পৌষ (১০ জানুয়ারি) :
 
আগামী দিনগুলোতে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে গতানুগতিকের বাইরে বিকল্প বিনিয়োগ পদ্ধতি নিয়ে ভাবা দরকার। এজন্য। ভেঞ্চার ক্যাপিটাল, প্রাইভেট ইকুইটি বা ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের মতো বিকল্প বিনিয়োগ ব্যবস্থার ওপর জোর দিতে হবে। এই লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভেঞ্চার ক্যাপিটালের সাথে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। 
 
আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম বিডার কার্যালয়ে বাংলাদেশে হংকং ও সিঙ্গাপুরের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের সাথে সাক্ষাতের সময় এসব কথা বলেন। 
 
আগত প্রতিনিধিদল ভেঞ্চার ক্যাপিটাল বা অল্টারনেটিভ ইকুইটির মতো বিকল্প বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। 
 
#
 
শরীফা/মাহমুদ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৯/২১০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১০৯ 
গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশে শ্রম সচিব
সরকারের প্রতি আস্থা রাখুন, কাজে যোগ দিন

ঢাকা, ২৭ পৌষ (১০ জানুয়ারি) :
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান গার্মেন্টস শ্রমিকদেরকে সরকারের প্রতি আস্থা রেখে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ঘোষিত মজুরি কাঠামো পর্যবেক্ষণে দেখা যায় ৩, ৪ ও ৫ নম্বর ধাপে আশানুরূপ মজুরি বৃদ্ধি পায়নি। এটি সংশোধনে কমিটি গঠন করা হয়েছে। খুব দ্রুত এর সমাধান করা হবে। 
শ্রম ও কর্মসংস্থান সচিব আজ গার্মেন্টস শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি কাঠামো সমন¦য়ের জন্য গঠিত কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংকালে শ্রমিকদের উদ্দেশে এ আহ্বান জানান। 
সচিব বলেন, গার্মেন্টস শ্রমিকদের যে কোনো সমস্যার অভিযোগ গ্রহণের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হটলাইন ২৪ ঘন্টা খোলা থাকবে। তিনি বলেন, অর্থনীতির মূলভিত্তি গার্মেন্টস শিল্পকে রক্ষার জন্য মালিক-শ্রমিক সবাইকে একসাথে কাজ করতে হবে। দেশের এ গুরুত্বপূর্ণ শিল্পকে অস্থিতিশীল করার চক্রান্ত থাকতে পারে। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। 
সংসদ সদস্য সালাম মুর্র্শেদী, বিজিএমইএ’র সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, এফবিসিসিআই’র সভাপতি মোঃ সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ’র প্রাক্তন সভাপতি আতিকুল ইসলাম, মোহাম্মদী গ্রুপের এমডি রুবানা হক, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, জাতীয় শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক বেগম শামছুন্নাহার ভূইয়া, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব সালাউদ্দিন স্বপন এবং শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি, বাবুল আক্তার, নাজমাসহ মালিক-শ্রমিক নেতৃবৃন্দ বৈঠকে অংশগ্রহণ করেন।
#
আকতারুল/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৯/২০৩০ঘণ্টা 

Handout                                                                                                       Number :  108

Homecoming Day observed in Seoul

Seoul (Korea), January 10 :  

The Homecoming Day of the Father of the Nation Banghabandhu Sheikh Mujibur Rahman was celebrated with due fervor and solemnity at the Embassy of Bangladesh in the Republic of Korea.

The day’s event commenced by recitation from the Holly books. After reading out of the messages from the President and the  Prime Minister, detailed discussion took place on the significance of the Day. All officials of Bangladesh Embassy and members of the Bangladeshi community were present during the discussion. The speakers paid respect to 3 million martyrs, 200,000 women who were violated in the War of Liberation and valiant freedom fighters. They said that the victory of Bangladesh on 16th December 1971, after 9 months long bloody War of Liberation, people were eagerly waiting for the arrival of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman in an independent and sovereign Bangladesh. After waiting for 25 days, Bangabandhu came to Bangladesh on 10th January 1972 after his release from the Pakistan jail. That is for the first time the people of Bangladesh celebrated the victory as an independent nation.

Ambassador Abida Islam paid rich tribute to the memory of Bangabandhu and said that after assuming the office of the Prime Minister the very next day upon his return, he devoted himself for the reconstruction of the war ravaged country. Huge development works took place in all the sectors including reconstruction of the ruined communication sector. To the international community, he placed the newly independent Bangladesh with due respect. His dream was to transform this country as ‘Sonar Bangla’- the golden Bengal. His aim was to establish a hunger-free and poverty-free, non-communal and democratic Bangladesh and he dedicated all his life to achieve this end.

It was followed by a special prayer for the peace of his departed soul and also progress and prosperity of the country as well as for the nation. The program ended with cultural performances and refreshments with traditional Bangladeshi cuisine.

 #

Mahmud/Parvez/Salimuzzaman/2019/1910 hours 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১০৭
ডিসেম্বর মাসে মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম গৃহীত
ঢাকা, ২৭ পৌষ (১০ জানুয়ারি) :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে গত ডিসেম্বর মাসে মাদকবিরোধী অভিযান, প্রচার কার্যক্রম ও মাঠ পর্যায়ে প্রচারিত ফিলারগুলো তথ্য নি¤œরূপ : 
ঢাকা বিভাগে মাদকবিরোধী সভা ১১৭টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক মাদকবিরোধী আলোচনা সভা ৮৮টি ও মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৬টি; ময়মনসিংহে মাদকবিরোধী সভা ৫৬টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৩টি ও মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৪টি; চট্টগ্রামে মাদকবিরোধী সভা ৬৮টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৩৩টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৮টি; রাজশাহীতে মাদকবিরোধী সভা ১৫টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ১৫টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ২৯টি; রংপুরে মাদকবিরোধী সভা ৬১টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৬টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৪টি; খুলনায় মাদকবিরোধী সভা ২৯টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ২৪টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ২টি; বরিশালে মাদকবিরোধী সভা ২৬টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ১৪টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৩২টি এবং সিলেটে মাদকবিরোধী সভা ৫৬টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ১৫টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ১২টি।
ডিসেম্বর মাসে আটটি বিভাগে মাদকবিরোধী সভা হয়েছে ৪২৮টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা হয়েছে ১ হাজার ৯৮টি, ফিলার প্রচার হয়েছে ৯৭টি এবং মাদক বিরোধী অভিযান হয়েছে ৪ হাজার ৭২০টি। অভিযানকালে ইয়াবা ট্যাবলেট ও গুড়া, গাজা, ফেনসিডিল, হেরোইন, দেশি-বিদেশি মদ, বিয়ার, জাওয়া, ওয়াশ, নগদ অর্থ, যানবাহন ও মোবাইল সেট জব্দ করা হয়।
#
মামুন/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী               নম্বর :  ১০৬
 
খেলাপি ঋণ আর বাড়বে না
                  -- অর্থমন্ত্রী
 
ঢাকা, ২৭ পৌষ (১০ জানুয়ারি) :
 
আজ থেকে আর এক টাকারও খেলাপি ঋণ বাড়বে না, এবং এখন পর্যন্ত যে পরিমাণ খেলাপি ঋণ রয়েছে তাও ধীরে ধীরে কমিয়ে আনা হবে।  ব্যাংকিং খাতের মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে। এই মূল্যায়ন শেষে প্রয়োজনীয় পদক্ষেপ  নেওয়া হবে।
 
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল  আজ রাজধানীর শেরেবাংলা নগরে তাঁর দপ্তরে ব্যাংকার্স এসোসিয়েশন অভ্ বাংলাদেশের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন। বৈঠকে এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম মজুমদার, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান  সালমান এফ রহমান, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবালসহ ব্যাংক মালিকরা উপস্থিত ছিলেন।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঋণখেলাপি না হয়ে যারা ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করতে চায় তাদেরকে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। 
 
#
 
তৌহিদুল/মাহমুদ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৯/১৮১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১০৫
 
দেশের স¦াস্থ্য ব্যবস্থার ওপর জনগণের আস্থা মজবুত করা হবে
     ---স¦াস্থ্যমন্ত্রী
 
ঢাকা, ২৭ পৌষ (১০ জানুয়ারি) : 
 
চিকিৎসার জন্য বিদেশমুখী হওয়ার প্রবণতা কমাতে দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর জনগণের আস্থাকে আরো মজবুত করার লক্ষ্যে সরকার কাজ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, প্রত্যেক মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপরও সরকার গুরুত্ব দেবে।
 
মন্ত্রী আজ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শহীদ মিলন হল মিলনায়তনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ঢামেক-এর অধ্যক্ষ অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মোঃ মুরাদ হাসান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রি জে নাসির উদ্দিন বক্তৃতা করেন।
 
নির্বাচনি ইশতেহার অনুযায়ী ৬৫ বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক ব্যক্তির জন্য বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শীঘ্রই এ লক্ষ্যে কাজ শুরু করবে সরকার। তিনি বলেন, প্রতি বিভাগে ক্যান্সার হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ইউনিট স্থাপন করা হবে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সমগ্র বিশে^র মতো বাংলাদেশকেও অসংক্রামক রোগের ব্যাপকতার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। দেশে ক্যান্সার, কিডনিজনিত রোগ, হৃদরোগ, ডায়াবেটিস রোগের প্রকোপ বাড়ছে। প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ওপেন হার্ট সার্জারির সুযোগ সৃষ্টি করার পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি ঘোষণা দেন।
 
নতুন শিক্ষার্থীদেরকে এমবিবিএস ক্লাস শুরুর আগে নেওয়া শপথের কথা স্মরণ করিয়ে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে রোগীর সেবায় আত্মনিয়োজিত হতে হবে। কারো প্রতি বৈষম্য না দেখিয়ে সেবাদানের মানসিকতা গড়ে তোলাই চিকিৎসকদের মূল লক্ষ্য হওয়া উচিত। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে অবস্থান করে সেবা প্রদানে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, দেশে বড় বড় হাসপাতাল তৈরি করা হয়েছে। কিন্তু  গ্রামে যদি চিকিৎসক না থাকে তবে সরকারের সব উদ্যোগ ব্যর্থ হয়ে যাবে। 
 
অনুষ্ঠানে ঢামেক অধ্যক্ষ এমবিবিএস কোর্সের ৭৬ ব্যাচের নতুন শিক্ষার্থীদের শপথ পাঠ করান। 
 
#
পরীক্ষিৎ/মাহমুদ/রফিক/আব্বাস/২০১৯/১৮৪৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১০৪
দুর্নীতি ও অস্বচ্ছতা সহ্য করা হবে না
--- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২৭ পৌষ (১০ জানুয়ারি) :
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু আজ মন্ত্রণালয়ের কার্যভার গ্রহণ করেছেন। প্রথম দিন দফতরে আগত মিডিয়াকর্মীদের সাথে আলাপকালে প্রধানমন্ত্রী কর্তৃক তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে এবং সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পালনের প্রতিশ্রুতি দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি দেশ ও জনগণের কল্যাণেই শুধু কাজ করবেন। তবে তার মন্ত্রণালয়ে কোনো রকম দুর্নীতি ও অস্বচ্ছতা সহ্য করা হবে না এবং অনৈতিক তদবিরকেও প্রশ্রয় দেয়া হবে না। পরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি মন্ত্রণালয়ভুক্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজেদের সকল দ্বন্দ¦, ভেদাভেদ ও মনোমালিন্য ভুলে একই পরিবারের সদস্য হয়ে কাজ করার আহ্বান জানান। 
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম ম-ল, অরিতিক্ত সচিব ওয়াসি উদ্দিন, মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) সুবোল বোস মনি, মৎস্য অধিদফতরের ডিজি আবু সাইদ মোঃ রাশেদুল হক, প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি হীরেশ রঞ্জন ভৌমিক, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ডিজি ড. ইয়াহিয়া মাহমুদ, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ডিজি ড. নাথুরাম সরকার প্রমুখ বক্তৃতা করেন।
#
শাহ আলম/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৮৫৫ঘণ্টা  
 
তথ্যবিবরণী                 নম্বর :  ১০৩
 
পল্লী জনপদের উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করা হবে
                              -- এলজিআরডি মন্ত্রী
 
ঢাকা, ২৭ পৌষ (১০ জানুয়ারি) :
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, দারিদ্র্য দূর করে দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে পল্লী জনপদের উন্নয়নকে প্রাধান্য দিয়ে আগামী পাঁচ বছর কাজ করা হবে।
 
মন্ত্রী আজ সচিবালয়স্থ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের প্রধানদের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় এসব কথা বলেন। সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ কামাল উদ্দিন তালুকদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন। 
 
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে দেশকে উন্নত করার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে এ চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, বাংলাদেশকে এক সময় তলাবিহীন ঝুড়ি, মিসকিনের দেশ বলা হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন নি¤œ-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। 
 #
জাকির/মাহমুদ/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৯/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১০২
 
সামাজিক নিরাপত্তায় সরকারি কর্মচারীদের নিরলস কাজ করতে হবে
                                               --- সমাজকল্যাণ মন্ত্রী
 
ঢাকা, ২৭ পৌষ (১০ জানুয়ারি) :
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন,সামাজিক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর সরাসরি এবং সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারীকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নিরলস কাজ করে যেতে হবে। গত ১০ বছরে যে গতিতে দেশ এগিয়ে গেছে আগামী ৫ বছর সেই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। সরকারি কাজে গড়িমসি করা যাবে না।
আজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সাথে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা পরিচয় অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এসব কথা বলেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর সহোযোগিতা কামনা করে বলেন, ‘দেশটা মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছিলেন, মুক্তিযোদ্ধাদের হাতেই এগিয়ে চলেছে এবং চলবে। দেশ এভাবে এগিয়ে চললে আগামী ২০৪০ সালের মধ্যেই প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা উন্নত জাতিতে পরিণত হবো।’
সমাজকল্যাণ সচিব জিল্লার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. নাসির ইসলাম, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের এমডি, সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব এটিএম নাসির মিয়াসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
#
 
মাইদুল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/১৯০০ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১০১
 
সড়ক-মহাসড়ক ও গণপরিবহনে শৃঙ্খলাকে সর্বোচ্চ অগ্রাধিকার
                                            --- ওবায়দুল কাদের
ঢাকা, ২৭ পৌষ (১০ জানুয়ারি) :
দেশের সড়ক-মহাসড়ক ও গণপরিবহনে শৃঙ্খলা বিধান মন্ত্রণালয়ের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় একথা জানান। তিনি বলেন, দেশের চলমান সড়ক-মহাসড়ক উন্নয়ন প্রকল্পের পাশাপাশি নতুন করে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চারলেনে উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী জুনে ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীতকরণ কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা বিধান অত্যন্ত জরুরি। তা না হলে সড়ক প্রশস্তকরণের সুফল জনগণ পাবে না। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। শীঘ্রই শেষ হতে যাচ্ছে জয়দেবপুর-এলেঙ্গা চার লেনে উন্নীতকরণ কাজ। এগিয়ে চলেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২য় কাঁচপুর, ২য় মেঘনা ও ২য় গোমতি সেতুর কাজ। তিনি বলেন, ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত দেশের প্রথম এক্সপ্রেসওয়ের বাস্তবায়ন কাজ এগিয়ে নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বিমানবন্দর হতে কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজও নবগতি পেয়েছে বলে তিনি জানান।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মেট্রোরেল রুট-৬ এর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এর পাশাপাশি রুট-১ এবং রুট-৫ এর নির্মাণ কাজ শুরুর প্রক্রিয়া চলমান। এ দু’টি রুটে ঊনত্রিশ কিলোমিটার হবে পাতাল রেল। এছাড়া কর্ণফুলী টানেলের চলমান কাজ গতি পেয়েছে।
ঢাকা মহানগরীর যানজট নিরসনে তিনি সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থার কাজের সমন্বয়ের ওপর জোর দেন। সকলের সমন্বিত প্রয়াস এবং চলমান ও পরিকল্পনাধীন প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে ঢাকা মহানগরী যানজটমুক্ত হবে বলে তিনি এ সময় আশা প্রকাশ করেন।
#
 
নাছের/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/১৮১৫ঘণ্টা 
তথ্যববিরণী                                                                                                       নম্বর : ১০০ 
 
মনোজ কুমার গোস্বামীর মৃত্যুতে রাষ্ট্রপতরি শোক
 
ঢাকা, ২৭ পৌষ (১০ জানুয়ার)ি :
   
কশিোরগঞ্জ বাররে সদস্য ও বশিষ্টি আইনজীবী মনোজ কুমার গোস্বামীর মৃত্যুতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামদি গভীর শোকপ্রকাশ করছেনে।
প্রয়াত গোস্বামী ১৯৮৪ সাল থকেে প্রায় এক যুগ কশিোরগঞ্জ বারে রাষ্ট্রপতরি জুনয়ির হসিবেে অত্যন্ত দক্ষতা ও সুনামরে সাথে দায়ত্বি পালন করছেনে। এক শোকর্বাতায় রাষ্ট্রপতি বলনে, মনোজ কুমার গোস্বামীর মৃত্যুতে কশিোরগঞ্জবাসী একজন সৎ ও দক্ষ আইনজীবীকে হারালো।
রাষ্ট্রপতি প্রয়াত মনোজ কুমার গোস্বামীর বদিহেী আত্মার শান্তি কামনা করনে ও তাঁর শোকসন্তপ্ত পরবিাররে প্রতি গভীর সমবদেনা জানান। 
#
 
 
ইমরানুল/রফিাত/রজ্জোকুল/আসমা/২০১৯/১৫৩০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৯৯
 
সরকারের লক্ষ্য উন্নত বাংলাদেশ গড়া
                -এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ২৭ পৌষ (১০ জানুয়ারি) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, আগামী পাঁচ বছর বাংলাদেশে তাক লাগানো উন্নয়ন হবে। উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নবগঠিত মন্ত্রিপরিষদ কাজ করবে। সরকারের লক্ষ্যই হচ্ছে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ গড়া।
মন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওস্থ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পরিদর্শনকালে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। বঙ্গবন্ধু অন্যায় ও অবিচারমুক্ত একটি গর্বিত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তাঁকে হত্যার কারণে স্বাধীনতার সুফল জনগণের নিকট পৌঁছে দেয়া সম্ভব হয়নি। এই হত্যার কারণে বাংলাদেশের উন্নয়ন স্তিমিত হয়ে গেছে। জাতির পিতার সোনার বাংলা গঠনের আশা-আকাঙ্খা অপূর্ণ রয়ে গেছে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর উন্নত বাংলাদেশ গড়ার জন্য একটি পথনকশা তৈরি করে গত দশ বছর দেশ পরিচালনা করার কারনে এটি একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। তিনি বলেন, গ্রামীণ জনপদে শহরের সুবিধা নিশ্চিত করতে গৃহীত সকল প্রকল্প বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নবগঠিত মন্ত্রিপরিষদ এবং মেধাবী ও দেশপ্রেমিক কর্মকর্তাগণ উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর দাপ্তরিক ও উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা, পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় বলেন, দেশ থেকে দারিদ্র্য ও দুর্নীতি দূর করাকে চ্যালেঞ্জ হিসেবে নেয়া হয়েছে। স্বপ্ন নয় উন্নত বাংলাদেশ গড়াকে অঙ্গীকার হিসেবে নেয়া হয়েছে। গ্রামে শহরের নাগরিক সুবিধা দেয়ার পাশাপাশি শহরমুখী ¯্রােত থামাতে গ্রামে কর্মসংস্থান বাড়ানো হবে বলে তিনি উল্লেখ করেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক এবং এলজিইডি’র প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ এসময় উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী এলজিইডি’র বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও মোনাজাতে অংশ নেন।
#
 
জাকির/রিফাত/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৬২৮ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৯৮
 
গণতন্ত্রকে শক্তিশালী করতে গণমাধ্যম খুবই গুরুত্বপূর্ণ 
                                                 -স্পিকার
ঢাকা, ২৭ পৌষ (১০ জানুয়ারি) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে গণমাধ্যম খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ দিবসে দৈনিক কালের কন্ঠ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দশ বছর পূর্বে যাত্রা শুরু করে। গণতান্ত্রিক চর্চায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে কালের কন্ঠ দশ বছর যাবত যে ভূমিকা রেখে আসছে তা প্রশংসনীয়।
স্পিকার আজ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কালের কন্ঠের কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধনকালে এসব কথা বলেন। কালের কন্ঠ পরিবারের সবাইকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে স্পিকার 
ড. শিরীন শারমিন বলেন, দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক হিসেবে কালের কন্ঠ পাঠকের কাছে নিজস্ব জায়গা করে নিতে সক্ষম হয়েছে।
স্পিকার বলেন, ১০ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। এই দিনে এ দেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তণ করেন।
তিনি বলেন, আজকের বাংলাদেশ সমগ্রবিশ্বে ‘উন্নয়নের বিস্ময়’। বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক অগ্রগতির সূচকসমূহ তুলে ধরতে কালেরকন্ঠ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্পিকার আরো বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে কালের কন্ঠ স্বাধীনতার পক্ষে বাংলাদেশের মানুষের কথা বলবে এ প্রত্যাশা রইল। পত্রিকাটি বাংলাদেশের অগ্রযাত্রা দেশের মানুষ ও বহির্বিশ্বের কাছে তুলে ধরবে বলে স্পিকার বিশ্বাস করেন।
অনুষ্ঠানে সংসদের হুইপ ইকবালুর রহিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কালের কন্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, এফবিসিসিআই এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক সভাপতি আতিকুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সেক্রেটারি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আতাহার আলী, বাংলাদেশ জাতীয় ফুটবলদলের সাবেক কৃতি ফুটবলার আব্দুল গাফ্ফার, ডেইলি সান পত্রিকার সম্পাদক ইনামুল হক চৌধুরী, কালের কন্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামালসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
#
 
তারিক/রিফাত/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৬২২ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৯৭
 
অর্থনৈতিক উন্নয়নে নৌপরিবহন মন্ত্রণালয়ের ভূমিকা অপরিসীম                                                                                       
                               -প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী
 
ঢাকা, ২৭ পৌষ (১০ জানুয়ারি) :
বিগত ১০ বছরে নৌপরিবহন মন্ত্রণালয়সহ সকল মন্ত্রণালয়ে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে নৌপরিবহন মন্ত্রণালয়ের ভূমিকা অপরিসীম। উন্নয়নের ক্ষেত্রে চট্টগ্রাম, মোংলা ও পায়রাবন্দর, নদীবন্দর এবং স্থলবন্দরগুলোর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের উচ্চতর স্থানে নিয়ে গেছেন। উন্নয়নের ধারা অব্যাহত  রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে তাঁকে প্রদত্ত শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠানে এসব কথা বলেন। 
নৌপরিবহন প্রতিমন্ত্রী বিগত ১০ বছরে মন্ত্রণালয়ের অভাবনীয় সাফল্যের প্রশংসা করে বলেন, বাঙালি বীরের জাতি। সকলে উদ্যমী হয়ে কাজ করে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক দিক নির্দেশনায় দেশপ্রেম নিয়ে সবাইকে কাজ করতে হবে। 
খালিদ মাহ্মুদ চৌধুরী বলেন, গত ৩০ ডিসেম্বরের নির্বাচন দেশের উন্নয়নের ক্ষেত্রে একটি টার্নিং পয়েন্ট। উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 
মন্ত্রণালয়ের সচিব মো: আবদুস সামাদের সভাপতিত্বে মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাপ্রধানগণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সচিব মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। 
#
 
জাহাঙ্গীর/রিফাত/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৫০৮ ঘণ্টা 
Todays handout (10).docx