তথ্যবিবরণী নম্বর : ১৩৫৬
বাবা মায়ের কাছে প্রতিটি সন্তান একই রকম
-- সমাজকল্যাণমন্ত্রী
ঝালকাঠি, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল):
সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাবা মায়ের কাছে প্রতিটি সন্তান একই রকম। সন্তান প্রতিবন্ধী হলে বাবা মায়ের কষ্ট লাগে ঠিকই কিন্তু মায়া কমে যায় না। প্রতিটি বাবা মাকেই তাদের সন্তানদের আচার ব্যবহার থেকে শুরু করে কাদের সাথে সন্তান চলাফেরা করছে এগুলো লক্ষ্য রাখতে হবে ও সতর্ক থাকতে হবে।
মন্ত্রী আজ ঝালকাঠিতে সেন্টারহাট স্বাধীন বাংলা প্রতিবন্ধী বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
মাদকের ভয়াল থাবা যুবসমাজকে ধ্বংস করছে জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে ইয়াবাসহ অন্যান্য মাদকের ব্যবহার দেশের যুবসমাজকে গ্রাস করতে যাচ্ছে। স্কুলের ছোট শিশুরা পর্যন্ত মাদকে আসক্ত হচ্ছে যা খুবই উদ্বেগজনক। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সকলেরই দায়িত্ব এই যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে সরিয়ে রাখা।
মন্ত্রী দেশের উন্নয়নের কথা তুলে ধরে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এখন যুবসমাজকে যদি এই উন্নয়নের অংশীদার করতে ব্যর্থ হই তাহলে আমাদের সকল অর্জনই ম্লান হয়ে যাবে।
#
মাইদুল/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৮/১৯১৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৫৫
সরকার প্রবাসীদের বিনিয়োগে উৎসাহ প্রদান করছে
-- প্রবাসী কল্যাণ মন্ত্রী
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল) :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি বলেছেন, বর্তমান সরকার প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে উৎসাহ প্রদান করছে। দেশে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ সৃষ্টিতে ব্যাপক কাজ হচ্ছে। তিনি আরো বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে নিরাপদ, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক অভিবাসন ব্যবস্থা তৈরি করা। যা প্রবাসী বাংলাদেশি অভিবাসীদের কল্যাণ ও অধিকার রক্ষা করবে।
মন্ত্রী আজ ঢাকার একটি হোটেলে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশিস (এনআরবি) আয়োজিত ‘‘এসো গড়ি মাতৃভূমি’’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০১৮ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরে মন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের আয় দেশে আনতে ভূমিকা রাখার জন্য দশটি ব্যাংককে (ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া এবং দি সিটি ব্যাংক) পুরস্কার প্রদান করেন। এছাড়াও দেশে রেমিটেন্স আনার জন্য ব্র্যান্ডি অ্যাওয়ার্ডে সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে (ব্যাংক এশিয়া, প্রাইম ব্যাংক, এবি ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং টিসিবিএল গ্রুপ) পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেইন জিল্লুর রহমান, নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর অবু হেনা রেজা হাসান এবং এফবিসিসিআই এর সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন)।
#
জাহাঙ্গীর/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৮২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৫৪
হাজিদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে
-- বিমান মন্ত্রী
লক্ষ্মীপুর, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল) :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহাজাহান কামাল বলেছেন, হজযাত্রীদের জন্য বিমান রেডি করা হয়েছে, হাজিদের যারা হয়রানি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আজ জাতীয় আইনগত সহায়তা দিবসে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, অধিকারবঞ্চিত করার নামই অবিচার। অনেক গরিব দুঃখী মানুষ আর্থিক সুবিধা না থাকায় বিচার পায় না। আর্থিক সহযোগিতা না থাকায় গ্রামের দরিদ্র জনগোষ্ঠী বিচার পায় না। সরকার অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করে।
জেলা লিগ্যাল এইড এর সভাপতি ও জেলা দায়রা জজ ড. এ কে এম আবুল কাসেমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি) আসনের এমপি মোঃ আবদুল্লাহ ও লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের এমপি মোঃ নোমান।
#
মামুনুর/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৮/১৭৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৫৩
আইনি সহায়তা কার্যক্রমের সাফল্য নির্ভর করছে জনসচেতনতার উপর
-- আইনমন্ত্রী
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল):
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকারি আইনি সহায়তা কার্যক্রমের সাফল্য নির্ভর করছে জনসচেতনতার ওপর। কারণ এখনও এদেশের জনগণের একটি অংশ দরিদ্র ও নিরক্ষর। এই দরিদ্র ও নিরক্ষর জনগণ তাদের আইনগত অধিকার সম্পর্কে ততটা সচেতন নয়। তাই ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে এ বিষয়ে জনসচেতনতা তৈরি করতে হবে। এছাড়া দেশের সকল বিচারক, আইনজীবী, এনজিওকর্মী ও সুশীল সমাজকে সরকারের আইনগত সেবা প্রদান কার্যক্রমের সাথে একাত্মতা প্রকাশ করতে হবে।
মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৮ উদ্যাপন উপলক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার সরকার গঠনের পর আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থসামাজিক কারণে বিচার পেতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানের জন্য ‘আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ প্রণয়ন করেন এবং সরকারি আইনি সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করেন। কিন্তু ২০০১ সালে সরকার পরিবর্তনের পর এই আইনের বাস্তবায়ন স্থবির হয়ে যায়। তিনি বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় সরকার গঠন করলে উক্ত আইনের বাস্তবায়ন কার্যক্রমকে বেগবান ও ফলপ্রসূ করার লক্ষ্যে গ্রহণ করা হয় কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ। কার্যকর করা হয় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে। উক্ত সংস্থার কার্যক্রম পরিচালনার জন্য দেশের ৬৪টি জেলায় জেলা ও দায়রা জজের নেতৃত্বে গঠন করা হয় জেলা লিগ্যাল এইড কমিটি। জেলা লিগ্যাল এইড কমিটির পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এবং চৌকি আদালত, শ্রম আদালত ও সুপ্রিম কোর্টে লিগ্যাল এইড কমিটি গঠন করে সেখানে সরকারি আইনি সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, বর্তমানে এসিডদগ্ধ নারী-পুরুষ, বিধবা ও স্বামী পরিত্যক্ত মহিলা, বিনাবিচারে আটক ব্যক্তি, প্রতিবন্ধী, পাচারকৃত নারী বা শিশুসহ নানাবিধ আর্থসামাজিক কারণে বিচার পেতে অক্ষম যেকোনো নাগরিককে সম্পূর্ণ সরকারি অর্থ ব্যয়ে আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। এজন্য প্রত্যেক জেলায় লিগ্যাল এইড অফিস স্থাপন করে সেখানে একজন করে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। তারা আইনগত সহায়তা প্রদানের পাশাপাশি বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদান এবং পক্ষগণের মধ্যকার বিরোধ বা মামলা বিকল্প বিরোধ পদ্ধতিতে নিষ্পত্তি করছেন।
মন্ত্রী বলেন, সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার ফলে এখন বিশ্বের উন্নত দেশের মতোই অফিস চলাকালীন আইনি পরামর্শের জন্য দেশের যে কোন প্রান্ত থেকে যে কেউ জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় স্থাপিত টোলফ্রি জাতীয় হেল্পলাইন কল সেন্টারে ১৬৪৩০ নম্বরে ফোন করে আইনি সেবা নিতে পারছেন।
আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মোঃ জাফরুল হাসান স্বাগত বক্তৃতা করেন।
#
রেজাউল করিম/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৮/১৭৪২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৫২
সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যবসা করা উচিত
-- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল):
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সামাজিক দায়বদ্ধতা ধারণ করে জনবান্ধব ব্যবসা করা উচিত। এলপিজি-এর মূল্য সহনীয় পর্যায়ে রাখার উদ্যোগ অব্যাহত রাখা হয়েছে। সংশ্লিষ্টদের সাথে নিয়ে অল্প সময়ের মধ্যে এলপিজি-এর গ্রাহক পর্যায়ে মূল্য নির্ধারণ করা হবে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে পেট্রোম্যাক্স এলপিজি-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন। তিনি বলেন, এলপিজি সংরক্ষণ করে লাইনের মাধ্যমে এপার্টমেন্টগুলোতে বা কমিউনিটিভিত্তিতে বাড়িতে বাড়িতে দেয়া যেতে পারে। প্রাকৃতিক গ্যাসের অপরচুনিটি কস্ট যেহেতু শিল্প কারখানায় বেশি সেহেতু শিল্পেই প্রাকৃতিক গ্যাস বা এলএনজি মিশ্রিত প্রাকৃতিক গ্যাস দেয়া হবে।
এলপিজি বাজারজাত করার জন্য এ পর্যন্ত ৫৫টি কোম্পানিকে অনুমোদন দেয়া হয়েছে। তাদের মোট বার্ষিক উৎপাদন ক্ষমতা ২৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন। অন্যদিকে দেশে এলপিজির বার্ষিক চাহিদা ৩০ লাখ মেট্রিক টন। প্রতিমন্ত্রী এসময় বলেন, এলপিজি ব্যবহার নিয়ে সচেতনতা বাড়াতে সরকারের পাশাপাশি এলপিজি কোম্পানিগুলোকেও অবদান রাখতে হবে। নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দেয়া উচিত।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে সংসদ সদস্য ডাঃ মোঃ হাবিবে মিল্লাত ও মাহফুজুর রহমান এবং ইয়ুথ গ্রুপের চেয়ারম্যান রেজাকুল হায়দার ও ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম বক্তব্য রাখেন।
#
আসলাম/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৮/১৭৩৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৫১
সেপ্টেম্বরে বিএসসিতে আসছে ‘জয়যাত্রা’ ও ‘সমৃদ্ধি’
-- নৌপরিবহন মন্ত্রী
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল) :
এবছরের সেপ্টেম্বরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে যুক্ত হচ্ছে নতুন দু’টি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ এবং ‘বাংলার সমৃদ্ধি’। এছাড়া ডিসেম্বরে যুক্ত হচ্ছে নতুন তিনটি জাহাজ ‘বাংলার অর্জন’ ‘বাংলার অগ্রযাত্রা’ ও ‘বাংলার অগ্রদূত’। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে আসবে ‘বাংলার অগ্রগতি’।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান গতকাল শুক্রবার চীন থেকে দেশে ফিরে বিমানবন্দরে এসব তথ্য জানান।
চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট এন্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি) ৩৯ হাজার ডেড ওয়েট টনেজ (ডিডব্লিউটি) ধারণক্ষমতাসম্পন্ন ৬টি জাহাজ নির্মাণ করছে। এজন্য ব্যয় হবে ১ হাজার ৮৪৩ কোটি টাকা। চীন সরকার দিবে ১ হাজার ৪৪৮ কোটি এবং বিএসসি দিবে ৩৯৫ কোটি টাকা। ছয়টি জাহাজের মধ্যে তিনটি অয়েল ট্যাংকার ও তিনটি বাল্ক ক্যরিয়ার।
#
জাহাঙ্গীর/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৮/১৭৩২ ঘণ্টা