তথ্যবিবরণী নম্বর : ২৭৪৯
যে কোনো মূল্যে জঙ্গি তৎপরতা নির্মূল করা হবে
--- স্বরাষ্ট্র মন্ত্রী
রাজশাহী, ১২ই ভাদ্র (২৭শে আগস্ট) :
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, যে কোনো মূল্যে জঙ্গি তৎপরতা নির্মূল করা হবে। তিনি বলেন, টেকসই উন্নয়নের লড়্গ্যে দেশ থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদ দূর করতে যা যা করা প্রয়োজন সরকার তার কোন ত্রম্নটি করবে না।
মন্ত্রী আজ রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলনকড়্গে সন্ত্রাস-জঙ্গিবাদ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে উলেস্নখ করে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, উন্নয়নের গতিশীলতা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঠিক পরিকল্পনার মাধ্যমে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ উপড়ে ফেলা হবে। দেশে একটিও জঙ্গির চিহ্ন পাওয়া যাবে না। জঙ্গিরা আলস্নাহর নাম মুখে নিয়ে মানুষ হত্যা করে ইসলাম ধর্মকে কুলষিত করছে। জঙ্গিবাদ রম্নখতে সারা বাংলার মানুষ এখন ঐক্যবদ্ধ।
মন্ত্রী বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দূর করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস'ান থেকে আরো সোচ্চার হতে হবে। তিনি বলেন, গুলশান ও শোলাকিয়া হারলায় রাজনৈতিক মদদ ছিল। এসব হামলার মূল হোতাদের যেকোনো সময় আইনের আওতায় আনা হবে।
মতবিনিময় সভায় রাজশাহী অঞ্চলের বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া আইনশৃঙ্খলা পরিসি'তি স্বাভাবিক রয়েছে বলে মন্ত্রীকে অবহিত করা হয়।
জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আয়েন উদ্দীন ও বেগম আখতার জাহান, বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার মনির হোসেন, ডিআইজি এম খোরশেদ হোসেন, পুলিশ সুপার মোয়াজ্জোম হোসেন ভূঞাসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপসি'ত ছিলেন।
#
ফারম্নক/আফরাজ/নবী/মোশারফ/সেলিম/২০১৬/২২০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৪৮
বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন
-মৎস্য প্রতিমন্ত্রী
ডুমুরিয়া (খুলনা), ১২ই ভাদ্র (২৭শে আগস্ট) ঃ
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাটি, মানুষ ও এদেশকে ভালবাসতেন। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। বঙ্গবন্ধু সমগ্র জাতির নেতা। তাঁকে ছাড়া বাংলাদেশ কল্পলা করা যায় না।
তিনি আজ খুলনা ডুমুরিয়া ১ নম্বর ধামালিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জীবনী পড়তে ও আদর্শকে উপলদ্ধি করতে হবে। তাঁরই করণে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু অবদান অপরিসীম। তাঁকে অস্বীকার করলে নিজের দেশকে অস্বীকার করা হয়। এ শোককে আমাদের শক্তিতে পরিণত করে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে ধর্ম নিরপেক্ষতা স্থাপন করে ছিলেন। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। জামায়ত-শিবির বিভিন্ন নামে দেশে জঙ্গিবাদের সৃষ্টি করছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণ আজ ঐক্যবদ্ধ হয়েছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বা¯তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বর্তমান সরকারের নেতৃত্বে দেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং সারা বিশ্বে বাংলাদেশের অগ্রযাত্রা প্রশংসিত হচ্ছে। মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, জীবন যাত্রার মান উন্নত হয়েছে। বাংলাদেশের উন্নয়নের রোল মডেল।
পরে তিনি ডুমুরিয়া ১০নম্বর ডান্ডারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় এবং ডুমুরিয়ার শোভনা গাবতলা প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে ৭ শোভনা ইউনিয়ন আওয়ামী যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন।
#
সুলতান/আফরাজ/নবী/রেজাউল/২০১৬/২১৪২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৪৭
বঙ্গবন্ধুর মতো চারিত্রিক দৃঢ়তা আছে শেখ হাসিনার
-- তারানা হালিম
ঢাকা, ১২ই ভাদ্র (২৭শে আগস্ট):
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ছাত্রজীবন থেকেই রাজনীতি করতেন। আমরা তাঁকে আওয়ামী লীগের সভাপতি হিসেবে পেয়েছি। তিনিই ধরেছেন নৌকার হাল, সঠিক গন্তব্যে তিনিই নৌকাকে নিয়ে যেতে পারবেন। কারণ বঙ্গবন্ধুর মতো চারিত্রিক দৃঢ়তা, সততা ও আর্দশ তাঁরই আছে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় গার্হস্থ্য অর্থনীতি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যারা ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয় নাই, মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার, আলবদর, আলসামস ও শান্তিকমিটিতে নাম লিখিয়েছিল তারাই ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। তিনি বলেন, এরাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। তারা আজো বাংলাদেশে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে, ধর্মের অপব্যাখ্যা দিয়ে তরুণ প্রজন্মকে ভিন্নপথে পরিচালিত করছে।
আলোচনাসভায় অন্যান্যের মধ্যে কলেজের অধ্যক্ষ শামসুন্নাহার বেগম, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শমী কায়সার বক্তৃতা করেন।
#
এনায়েত/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/২০২৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৪৬
বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যাবে না
-- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ঢাকা, ১২ই ভাদ্র (২৭শে আগস্ট):
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু হত্যায় যারা সরাসরি জড়িত ছিল তাদের বিচার হলেও নেপথ্যে যারা ছিল তারা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে দেশি বা বিদেশি যারা জড়িত ছিল তাদের খুঁজে বের করতে কমিশন গঠন করা হবে।
মন্ত্রী আজ জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুরের কাশিমপুরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন।
মন্ত্রী বলেন, পঁচাত্তরের ১৫ই আগস্ট ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করা সম্ভব হলেও বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যায়নি, হত্যা করা যাবেও না। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।
তিনি আরো বলেন, জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন এবং যুদ্ধ-পরবর্তী বিতর্কিত ভূমিকা প্রমাণ করে তিনি স্বাধীনতা চাননি। এধরনের বিতর্কিত ব্যক্তির কবর পবিত্র সংসদ এলাকায় থাকতে পারে না। তাই সংসদ এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরানো হবে।
এ সময় গাজীপুর এবং কাশিমপুরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#
মারুফ/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/১৯২৭ ঘণ্টা
Handout Number : 2745
Ambassador Ziauddin meets US Congressman
New York, August 27:
Bangladesh Ambassador to the United States Mohammad Ziauddin met with Congressman Hakeem S. Jeffries on Thursday (25 August) in New York and briefed him on excellent Bangladesh-US bilateral relations as well as priorities of the current government of Bangladesh. Congressman Jeffries is a member of Congressional Bangladesh Caucus.
During the meeting, the Ambassador briefed the Congressman on mutual cooperation between Bangladesh and the USA in countering terrorism and violent extremism through intelligence sharing and capacity building. He told the Congressman about Bangladesh Prime Minister Sheikh Hasina’s “zero tolerance” against all forms of terrorism and violent extremism.
The Ambassador also highlighted development priorities of the present government of Bangladesh, including women empowerment, education, trade and investment. He said the government has introduced modern education curriculum for the madrasa students so that they can adapt with the mainstream society and thus get rid of the religious extremism.
The Ambassador said 90 percent of more than four million workers in the RMG industry are women who are contributing to their household affairs leading to poverty alleviation. This also helps in eliminating child labour and getting them back to school as well as influencing over men folks not to get involved in extremism. Thus, the women are transforming the society into a progressive one and thereby helping the country get rid of violent extremism, the Ambassador noted. He also sought US support in getting duty free quota free (DFQF) access of Bangladeshi products as well as products of all least developed countries (LDC) to the US market.
Congressman Jeffries appreciated Ambassador Ziauddin’s briefing on Bangladesh. He said that Bangladesh is particularly important to him as well as to the USA since there is a significant Bangladeshi community living in New York, who are gentle, hard-working and very spiritual. He assured the Ambassador that he would certainly do his own part to contribute to the excellent bilateral relations of the two countries.
The meeting was also attended by Bangladesh Consul General in New York Md. Shameem Ahsan, Counsellor (Political) of the Embassy Toufique Hasan and Tasia Jackson, District Director of the Congressman.
#
Afraz/Mosharaf/Rezaul/2016/1822 hours
Handout Number : 2744
Sheikh Hasina condoles death in Italy
Dhaka, August 27:
Prime Minister Sheikh Hasina has expressed her deep shock at the tragic death of so many innocent people by the earthquake in central Italy and has sent a condolence message to her counterpart Matteo Renzi.
Full text of her message is as follows:
"Excellency,
I am deeply shocked and saddened at the tragic death of so many innocent people and trapping of scores under debris, by the earthquake that struck across the mountainous stretch of central Italy early Wednesday, 24 August 2016.
I along with the Government and people of Bangladesh stand in solidarity with the Government and people of Italy at this difficult hour.
On behalf of the Government and people of Bangladesh and on my own behalf, I express my deepest condolences to you and through you to the people of Italy. Our thoughts and prayers are with the grieving families."
#
Mozaffor/Afraz/Mosharaf/Rezaul/2016/1747 hours
তথ্যবিবরণী নম্বর : ২৭৪৩
জাতীয় রপ্তানি ট্রফি প্রদান ২৮ আগস্ট
ঢাকা, ১২ই ভাদ্র (২৭শে আগস্ট):
২০১১-২০১২ এবং ২০১২-২০১৩ র্অথবছররে জাতীয় রপ্তানি ট্রফি আগামীকাল ২৮শে আগস্ট প্রদান করা হবে। ২০১১-২০১২ অর্থবছরে ২৪টি রপ্তানকিারক প্রতষ্ঠিানকে র্স্বণ, ১৮টি রপ্তানকিারক প্রতষ্ঠিানকে রৌপ্য এবং ৯টি রপ্তানকিারক প্রতষ্ঠিানকে ব্রোঞ্জ ট্রফরি জন্য মনোনীত করা হয়ছে।ে পণ্য খাত নর্বিশিষেে একটি প্রতষ্ঠিানকে র্সবোচ্চ রপ্তানি আয় র্অজনরে স্বীকৃতস্বিরূপ র্স্বণ ট্রফরি জন্য মনোনীত করা হয়ছে।ে
২০১২-২০১৩ অর্থবছরে ২৬টি প্রতষ্ঠিানকে র্স্বণ, ১৯টি প্রতষ্ঠিানকে রৌপ্য এবং ১৫টি প্রতষ্ঠিানকে ব্রোঞ্জ ট্রফরি জন্য মনোনীত করা হয়ছে।ে পণ্য খাত নর্বিশিষেে র্সবোচ্চ রপ্তানি অবদানরে ভত্তিতিে একটি প্রতষ্ঠিানকে র্স্বণ ট্রফি প্রদান করা হব।ে ২ বছররে জন্য মোট ১১৩টি রপ্তানকিারক প্রতষ্ঠিানকে এ জাতীয় রপ্তানি ট্রফি ও সনদ প্রদান করা হব।ে
জাতীয় রপ্তানি ট্রফি ও সনদ বিতরণ অনুষ্ঠান-২০১৬-এ নির্বাচিত বাংলাদেশের কৃতী রপ্তানিকারকদের মধ্যে ২০১১-২০১২ এবং ২০১২-২০১৩ অর্থবছরের জন্য সর্বমোট ৫২টি স্বর্ণ, ৩৭টি রৌপ্য এবং ২৪টি ট্রফি ও সনদ প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে এ ট্রফি প্রদান করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
#
বকসী/আফরাজ/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৬/১৭৪০ ঘণ্টা