তথ্যবিবরণী নম্বর : ২৩৪
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ৮ মাঘ (২১ জানুয়ারি) :
জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ্র সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সুকুমার রঞ্জন ঘোষ, সিমিন হোসেন (রিমি) এবং সাইমুম সরওয়ার কমল অংশগ্রহণ করেন।
বিগত বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং তথ্য অধিদফতর (পিআইডি) এর সার্বিক কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়।
সভায় অনলাইন তথ্য গবেষণা ও অনলাইন তথ্য নীতিমালা বিষয়ক আলোচনা হয়। এছাড়াও তথ্য অধিদফতরের বিভিন্ন শাখার গুরুত্ব ও সার্বিক কার্যক্রমের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় তথ্য অধিদফতরের সার্বিক কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে সংসদীয় কমিটি কর্তৃক পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে তথ্য সচিব মরতুজা আহমদসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
মৌমিতা/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩২
তথ্য মন্ত্রণালয়ে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা
ঢাকা, ৮ মাঘ (২১ জানুয়ারি) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র সভাপতিত্বে আজ তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চলতি অর্থবছরের উন্নয়ন প্রকল্পগুলোর পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০১৫-১৬ অর্থবছরে তথ্য মন্ত্রণালয় সাতটি অনুমোদিত প্রকল্প বাস্তবায়ন করছে। মোট ১০২ কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো হচ্ছে, ময়মনসিংহ ও গোপালগঞ্জে বাংলাদেশ বেতারের দু’টি দশ কিলোওয়াট এফএম কেন্দ্র স্থাপন, শাহবাগ থেকে আগারগাঁওয়ে বেতার সদর দফতর স্থানান্তর ও আধুনিকায়ন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণ, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ডিজিটাইজেশন ও সম্প্রসারণ, শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের চতুর্থ পর্যায় বাস্তবায়ন, সাভারের কবিরপুরে ফিল্মসিটি ও ঢাকায় তথ্য ভবন নির্মাণ। চলতি মাস পর্যন্ত গড়ে বরাদ্দের শতকরা ২৫ দশমিক ৬১ ভাগ অর্থব্যয়ে উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।
তথ্যসচিব মরতুজা আহমদের উপস্থিতিতে অতিরিক্ত সচিব (উন্নয়ন) এস এম হারুন-অর-রশীদের পরিচালনায় তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থাপ্রধানগণ ও শাখার কর্মকর্তাবৃন্দ সভায় নিজ নিজ দায়িত্বাধীন চলমান প্রকল্পগুলোর অগ্রগতি উপস্থাপন করেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করেন এবং দ্রুততা ও দক্ষতার সাথে বাস্তবায়নাধীন কার্যক্রম সমাপ্তির তাগিদ দেন। তথ্যসচিব মরতুজা আহমদ প্রকল্পগুলোর পরিচালনা বিষয়ে বিশদ দিকনির্দেশনা দেন।
বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, বিসিটিআই ও ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক কামরুন নাহার, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মো. লিয়াকত আলী খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তগণ সভায় উপস্থিত ছিলেন।
#
আকরাম/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩১
২০১৫ সালের অনার্র্স ১ম বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
ঢাকা, ৮ মাঘ (২১ জানুয়ারি) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০১৫ সালের অনার্র্র্স ১ম বর্ষ পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা প্রতিদিন দুপুর ১ টা থেকে আরম্ভ হবে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট িি.িহঁ.বফঁ.নফ এবং িি.িহঁনফ.রহভড় থেকে জানা যাবে।
#
ফয়জুল/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৭৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৯
নারী শ্রমিকরাই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি
---মেহের আফরোজ চুমকি
ঢাকা, ৮ মাঘ (২১ জানুয়ারি) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারী শ্রমিকরাই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তিনি বলেন, বাংলাদেশের প্রায় ৪০ লাখ নারী গার্মেন্টসে কর্মরত আছেন। তৈরি পোশাক বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য। বাংলাদেশের রপ্তানি আয়ের ৭৫ শতাংশ গার্মেন্টস থেকে আসে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে মহিলা শ্রমিক লীগের কর্মীদের মাঝে সেলাই মেশিন বিতরণের সময় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সারাদেশের প্রায় ৩ কোটি নারী বিভিন্ন রকমের দ্রব্য উৎপাদন করে, কিন্তু যথাযথভাবে বাজারজাত করতে পারে না। এ তিন কোটি নারী শ্রমিকের পণ্য যথাযথভাবে বাজারজাত করতে পারলে বাংলাদেশ কাঙ্খিত সময়ের আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা শ্রমিক লীগের সভাপতি রওশন জাহান সাথী, সাধারণ সম্পাদক সামসুন্নাহার ভূইয়া ও মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক জাকির হোসেন বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী শ্রমিকদের হাতে ৫০টি সেলাই মেশিন সরবরাহ করেন এবং আরো ১শ’টি মেশিন খুব শিঘ্রই প্রদান করবেন বলে আশ্বাস দেন।
#
খায়ের/আফরাজ/রফিকুল/আব্বাস/২০১৬/১৭৪৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৮
পার্লামেন্ট মেম্বারস্ ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা ও পিঠা উৎসব অনুষ্ঠিত
ঢাকা, ৮ মাঘ (২১ জানুয়ারি) :
পার্লামেন্ট মেম্বারস্ ক্লাবের আয়োজনে জাতীয় সংসদের সদস্য, ক্লাব সদস্য এবং তাঁদের পরিবারবর্গের উপস্থিতিতে গতকাল ঢাকায় ক্লাব চত্বরে সাংস্কৃতিক সন্ধ্যা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ,পার্লামেন্ট মেম্বারস্ ক্লাবের সভাপতি চিফ হুইপ আ স ম ফিরোজ, ক্লাবের সাধারণ সম্পাদক বিরোধীদলীয় চিফ হুইপ এ বি এম তাজুল ইসলাম, হুইপগণ এবং সংসদ সদস্যবৃন্দ সপরিবারে অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে চিফ হুইপ বলেন, পার্লামেন্ট মেম্বারস্ ক্লাবের সদস্যরা পহেলা বৈশাখ, ঈদ পূণর্মিলনী, জাতির পিতার জন্মদিন এবং শোক দিবস পালনসহ বছরের বিভিন্ন সময়ে সপরিবারে একত্রিত হতে পারেন। এর ফলে পরস্পরের সাথে পরিচয়, আনন্দ উপভোগ ও ক্লাবের প্রতি আকর্ষণ তৈরি হবে।
ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম তাজুল ইসলাম অনুষ্ঠানে অংশগ্রহণনের জন্য সংসদ সদস্যদের প্রতি ধন্যবাদ জানান।
#
লাবণ্য/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৭২৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৭
মাইকেল মধুসূদন দত্তের ১৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ০৮ মাঘ (২১ জানুয়ারি) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মস্থান যশোর জেলার সাগরদাঁড়িতে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে ২২-২৮ জানুয়ারি ২০১৬ ‘মধুমেলা’র আয়োজন করা হয়েছে জেনে আমি আনন্দিত। আমি এ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই।
প্রবাদ পুরুষ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের অনন্য সাহিত্যকীর্তি আমাদের ভাষা ও সাহিত্যের মহামূল্যবান সম্পদ। পুরাতন ধ্যান-ধারণা ও মূল্যবোধকে উপেক্ষা করে তিনি বাংলা সাহিত্যকে নবজীবন দান করেছেন। মধুসূদন দত্ত বাংলা ভাষায় মহাকাব্য রচনা এবং বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তনের পথিকৃৎ। নাটক, প্রহসন, মহাকাব্য, পত্রকাব্য, সনেট, ট্র্যাজেডিসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর অমর সৃষ্টি বাংলা ভাষা ও সাহিত্যকে এক বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে।
কবির জন্মবার্ষিকীতে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি মধুমেলা ২০১৬ এর সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
মাহমুদুল/অনসূয়া/খাদীজা/আলী/রেজ্জাকুল/কামাল/২০১৬/১৩০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৬
মাইকেল মধুসূদন দত্তের ১৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ০৮ মাঘ (২১ জানুয়ারি) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“বাংলা সাহিত্যের অগ্রদূত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘মধুমেলা-২০১৬’ উদ্যাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।
বাংলা সাহিত্যের কালজয়ী কবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি আমাদের সাহিত্যে আধুনিকতার জনক। সৃষ্টিশীলতায় তিনি শিখরস্পর্শী। তাঁর অমর সৃষ্টি সমৃদ্ধ করেছে আমাদের ভাষা ও সাহিত্যকে। তিনি বাংলা সাহিত্যে অসাম্প্রদায়িক চেতনাবাহী মনীষী। বাংলা সাহিত্যে তাঁর অবদান চির অ¤œান। বাংলাভাষা ও সাহিত্যের আলোকদিশারি এই কবির জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি জানাই অকৃত্রিম শ্রদ্ধা।
মাইকেল মধুসূদন দত্তের ‘সনেট’ এবং ‘অমিত্রাক্ষর ছন্দ’ বাংলা সাহিত্যের ভা-ারকে করেছে সমৃদ্ধ। স্বদেশের প্রতি তাঁর ভালবাসা চতুর্দশপদী কবিতায় প্রদীপ্তভাবে প্রস্ফুটিত হয়েছে। প্রাচ্য এবং পাশ্চাত্যকে সাহিত্যের মাধ্যমে এক সূত্রে গেঁথে দিয়েছেন এই মহাকবি। তাঁর এই কালজয়ী সৃষ্টি বাংলা সাহিত্যের প্রতি নতুন প্রজন্মকে উৎসাহিত করতে প্রেরণার উৎস হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস।
আমি কবির জন্মজয়ন্তী ও ‘মধুমেলা-২০১৬’ এর সার্বিক সাফল্য কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
মাহমুদুল/অনসূয়া/খাদীজা/আলী/রেজ্জাকুল/কামাল/২০১৬/ ১৩০০ ঘণ্টা