Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জুন ২০২৪

তথ্যবিবরণী, ১৬ জুন ২০২৪

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৫১৪৩

দেশবাসীকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

 

ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন):

 

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। তিনি বিশ্বের সকল প্রান্তের মুসলিম ভাই-বোনদেরও অভিনন্দন জানান। 

 

প্রতিমন্ত্রী মুসলিম উম্মাহর সৌহার্দ্য-সম্প্রীতি ও ঐক্য কামনা করে বলেন, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করার মধ্যেই কল্যাণ নিহিত।

 

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সমৃদ্ধ স্বদেশ সৃষ্টির নববারতা নিয়ে ঈদুল আজহা মানুষের মনে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

#

তুহিন/শিউলী/সঞ্জীব/কানাই/২০২৪/১৮১৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৫১৪২

বর্তমান সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী

                            -- শিক্ষা প্রতিমন্ত্রী

 

ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন):

 

শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার বলেছেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী বলেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে, তথ্য অধিকার আইন প্রণয়ন এবং তথ্য কমিশন প্রতিষ্ঠা করেছে, দেশের গণমাধ্যমের বিকাশ ও উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করেছে, গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অধিকতর শক্তিশালী ও গতিশীল করার উদ্যোগ গ্রহণ করেছে।

       আজ ধনবাড়ী প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

       বেগম শামসুন নাহার তাঁর বক্তৃতায় ধনবাড়ী প্রেসক্লাবের সকল নেতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি ঐতিহ্যবাহী ধনবাড়ী ও মধুপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদের শুভেচ্ছা জানান।

       শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনে দৃঢ়প্রতিজ্ঞ, যার সুফল হিসেবে দেশের গণমাধ্যম এখন পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারছে। সাংবাদিকগণকে নিজেদের নৈতিক দায়িত্ববোধ থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ-পরিবেশনের মাধ্যমে দুর্নীতি, মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদ প্রতিরোধ ও নির্মূলে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ এক বাংলাদেশ, সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বেই উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য অগ্রযাত্রার বাংলাদেশ এখন সমগ্র বিশ্বে উন্নয়নের রোল মডেল। দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির কথা গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান জানান।

 

বক্তৃতা শেষে প্রতিমন্ত্রী ধনবাড়ী প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন করেন।

 

ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ, পৌরসভার মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ ফরিদ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মনজুরুল ইসলাম তপন উপস্থিত ছিলেন।

#

বাসার/শিউলী/সঞ্জীব/কানাই/২০২৪/১৮২৭ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৫১৪১      

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) : 

 

সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :

মূলবার্তা :

          ‘পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কুরবানির পশুর রক্ত ও বর্জ্য যথাযথভাবে পরিষ্কার করি এবং নির্ধারিত স্থানে ফেলি’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।’

 

#

দীপংকর/শিউলী/সঞ্জীব/কানাই/২০২৪/১৭৩৫ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ৫১৪০

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন):

          প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ১৭ জুন ‘পবিত্র ঈদুল  আজহা’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:

          “পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি।

          পিতা-পুত্র হযরত ইব্রাহীম (আঃ) এবং হযরত ইসমাইল (আঃ) তাঁদের আত্মত্যাগের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, বিশ্ববাসীর কাছে তা চিরঅনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। প্রতি বছর এ উৎসব পালনের মধ্য দিয়ে সচ্ছল মুসলমানগণ কোরবানিকৃত পশুর গোশত আত্মীয়স্বজন ও গরিব-দুঃখীর মধ্যে বিলিয়ে দিয়ে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা করেন। শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদুল আজহা।

          জীবনের সকল পর্যায়ে মুসলমানদের ত্যাগ, আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে পড়ুক- এই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।

          আমি আশা করি, ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে সুখ ও আনন্দের বার্তা বয়ে আনবে। আসুন, আমরা সকলে পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আজীবন স্বপ্নের অসাম্প্রদায়িক, উন্নত-সমৃদ্ধ আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।

          এই পবিত্র দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাংলাদেশ এবং মুসলিম জনগোষ্ঠীর উত্তরোত্তর উন্নতি, শান্তি ও কল্যাণ কামনা করি।

 

 জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

বাংলাদেশ চিরজীবী হোক।”

#

 

ইমরুল/শিউলী/সঞ্জীব/কানাই/২০২৪/১৭০২ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ৫১৩৯

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) :    

 

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল ১৭ জুন ‘পবিত্র ঈদুল আজহা’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 

‘‘ঈদ মোবারক।

মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা উৎসবের সাথে মিশে আছে চরম ত্যাগের শিক্ষা ও প্রভুপ্রেমের পরাকাষ্ঠা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আঃ) কে কুরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আঃ) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অসীম আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতিহাসে অতুলনীয় এবং আমাদের জন্য শিক্ষণীয়।

কুরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব জাগ্রত করে এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়। নানাবিধ যুদ্ধ-বিগ্রহ ও সংঘাত-সংকটের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বিরাজ করছে। এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ নানা প্রতিবন্ধকতা ও কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। ফিলিস্তিনের গাজাসহ বিশ্বের অনেক স্থানে মানুষ অনাহারে, অর্ধাহারে ও বিনা চিকিৎসায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। স্বজনহারা বেদনায় গভীর শোক আর নিদারুণ কষ্টে তাদের জীবন অতিবাহিত হচ্ছে। তাদের কথাও আমাদের ভাবতে হবে। তাদের দুঃখ-কষ্ট লাঘবে আমাদের সাধ্যমতো সহযোগিতা ও সমর্থন যোগাতে হবে। ঈদের খুশিতে তারাও যাতে শরিক হতে পারে সে চেষ্টা চালাতে হবে। কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি জীবনে প্রতিফলিত হোক- এটাই সকলের কাম্য।

মহান আল্লাহর নিকট কুরবানি কবুল হওয়ার জন্য শুদ্ধ নিয়ত ও বৈধ উপার্জন আবশ্যক। পশু কুরবানির সাথে  সাথে যাতে আমরা অন্তরের কলুষতা, হিংসা, বিদ্বেষ পরিহার করতে পারি- মহান আল্লাহর দরবারে এ প্রার্থনা করছি। সরকার নির্ধারিত স্থানে কুরবানি করে এবং কুরবানির বর্জ্য অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ বন্ধে সকলে সচেষ্ট থাকবেন বলে আমি আশা রাখি। পবিত্র ঈদুল আজহা সবার জন্য বয়ে আনুক কল্যাণ, সবার মধ্যে জেগে উঠুক ত্যাগের আদর্শ। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।

জয় বাংলা।

খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

#

 

রাহাত/শিউলী/সঞ্জীব/কানাই/২০২৪/১৭০১ ঘণ্টা

 

 

2024-06-16-13-27-aaba95aecdedf754b50c5a0f0ee1b02b.docx