তথ্যবিবরণী নম্বর : ২৯৫৮
মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত
উখিয়া (কক্সবাজার), ১৯ কার্তিক (৩ নভেম্বর) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে।
উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ৩৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৪৮ ট্রাকের মাধ্যমে ১২৫ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১২ হাজার ৪ শত ৯৫ প্যাকেট শুকনো খাবার, ১৩ হাজার ৬ শত ৪৫ পিস পোশাক, ২ হাজার ৬ পিস গৃহস্থালিসামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
#
সাইফুল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯৫৭
মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে
উখিয়া (কক্সবাজার), ১৯ কার্তিক (৩ নভেম্বর) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।
আজ কুতুপালং-১ ক্যাম্পে ১ হাজার ১ শত ৭৫ জন পুরুষ ও ৭ শত ৫৫ জন নারী মিলে ১ হাজার ৯ শত ৩০ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৮ শত ২১ জন পুরুষ ও ৭ শত ৫৫ জন নারী মিলে ১ হাজার ৫ শত ৭৬ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৪ শত ২৯ জন পুরুষ ও ৪ শত ৮৩ জন নারী মিলে ৯ শত ১২ জন, থাইংখালী-১ ক্যাম্পে ৯ শত ৭৭ জন পুরুষ ও ৮ শত ২৬ জন নারী মিলে ১ হাজার ৮ শত ৩ জন, থাইংখালী-২ ক্যাম্পে ৮ শত ৮৮ জন পুরুষ ও ৩ শত ৮৪ জন নারী মিলে ১ হাজার ২ শত ৭২ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ১ শত ৬০ জন পুরুষ ও ১ হাজার ২ শত ১ জন নারী মিলে ২ হাজার ৩ শত ৬১ জন, লেদা ক্যাম্পে ১ শত ৩৯ জন পুরুষ ও ৮৩ জন নারী মিলে ২ শত ২২ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ১০ হাজার ৭৬ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৩ লাখ ৯৫ হাজার ৭ শত ৩৪ জনের নিবন্ধন করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ৩০ হাজার ৩ শত ৩৯ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে।
উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক ২৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক সংখ্যা ৬ লাখ ২০ হাজার। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে।
#
সাইফুল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০৩০ ঘণ্টা
Handout Number : 2956
Education Minister meets Norwegian Education Minister
Paris (France), November 03 :
Education Minister and the E-9 Chair Nurul Islam Nahid meets Norwegian Education Minister Henri Asheim in a bilateral meeting at the UNESCO Headquarters today.
During the meeting Mr. Asheim expressed his interest about the progress in education in Bangladesh and looked forward towards a better cooperation among two countries. Mr. Nahid informed him about the various development activities taken by the Bangladesh Government with a special emphasis on the technical education. In response, the Norwegian counterpart intended to share their experiences with Bangladesh.
During the bilateral meeting, Chowdhury Mufad Ahmed, Additional Secretary, Secondary and Higher Education Division and Md. Monjur Hossain, Secretary, Bangladesh National Commission for UNESCO were present among others.
Apart from the meeting, Education Minister also met the Ministers from India, China, Nigeria, Finland and other counties inspite of his busy schedule in Paris.
#
Afraz/Mahmud/Mosharaf/Salimuzzaman/2017/2020 Hrs
তথ্যবিবরণী নম্বর : ২৯৫৫
রয়েল প্যালেস ফার্নিচার হাউজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাঙ্গাঁ ও মান্নান
ঢাকা, ১৯ কার্তিক (৩ নভেম্বর) :
ভোক্তা সাধারণের চাহিদা, ক্রয়ক্ষমতা ও গুণগত মানের দিকে লক্ষ্য রেখে আজ বিকেলে রাজধানীর গুলশান ১নং ভাসাভি ভবনে অগ্রযাত্রা শুরু করেছে ‘রয়েল প্যালেস ক্লাসিক আমেরিকান ফার্নিচার’ হাউজ। বিশ্বমানের আসবাবপত্র সামগ্রীর ১ম আউটলেট যৌথভাবে উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
উদ্বোধন অনুষ্ঠানে রয়েল প্যালেসের চেয়ারম্যান আলহাজ গণি আহমেদ, অন্যতম স্বত্বাধিকারী রোকসানা আক্তার, রাজিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী রাঙ্গাঁ বলেন, বর্তমান সরকার শিল্প-বাণিজ্য বান্ধব সরকার। দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণদানের পাশাপাশি হয়রানি রোধে ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে বিনিয়োগ সুবিধা দেয়া হচ্ছে। তিনি আয়োজক প্রতিষ্ঠান কর্তৃক দেশের শিল্পায়ন, দারিদ্র্যবিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখার কথা উল্লেখ করে বলেন, তাদের কর্মপ্রয়াস আরও পরিকল্পিত উপায়ে এগিয়ে নিতে হবে।
রয়েল প্যালেস আউটলেটে বেড রুম, ডাইনিং, সোফা সেট, কর্নার শোকেজ, ডিনার ওয়াগন, ঝার বাতি, টিভি স্ট্যান্ড, ডিজিটাল লকার ও শো পিস পাওয়া যাচ্ছে।
পরে প্রতিমন্ত্রীদ্বয় প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখা ঘুরে দেখেন।
#
আহসান/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯৫৪
আটঘরিয়ায় কৃষি উপকরণ বিতরণ করলেন ভূমিমন্ত্রী
আটঘরিয়া (পাবনা), ১৯ কার্তিক (৩ নভেম্বর) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় ৫৭৪ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ লাখ টাকার কৃষি উপকরণ তুলে দিয়েছেন।
আজ বিকালে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী আটঘরিয়া উপজেলা মিলনায়তনে কৃষি প্রণোদনার আওতায় সরিষা, খেসারি, ভুট্টা ও বিটিবেগুন সার ও বীজ বিনামূল্যে কৃষকদের হাতে তুলে দেন।
কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, সরকার ২ লাখ ৩১ হাজার কৃষককে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন প্রকার বীজ ও সার বিতরণ করেছে। সরকার বিগত অর্থবছরে ৬ হাজার ৪২৫ কোটি ৫১ লাখ ৩২ হাজার টাকার সার, বিদ্যুৎ, কৃষি উপকরণ ইত্যাদি কৃষি উপকরণে ভরতুকি হিসেবে প্রদান করেছে। চলতি বাজেটে ভরতুকি হিসেবে ৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মন্ত্রী আরও বলেন, প্রতিবছর কৃষিক্ষেত্রে ১০টি বিষয়ে অবদান স্বরূপ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান করা হচ্ছে। এতে করে কৃষকরা কৃষি ফলনে আরও উৎসাহিত হচ্ছে এবং দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এগিয়ে চলেছে।
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার আকরাম আলীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার সরকার বক্তব্য রাখেন।
#
রেজুয়ান/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯৫৩
কেশবপুরে স্থানীয় জনগণের সাথে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর মতবিনিময়
কেশবপুর (যশোর), ১৯ কার্তিক (৩ নভেম্বর) :
একটি উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে স্থানীয় জনগণের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি শোষণ ও বঞ্চনামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মহান স্বাধীনতা সংগ্রামে ত্রিশ লাখ মানুষ আত্মত্যাগ করেছিলেন। তাঁদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। তিনি আরো বলেন, বাংলাদেশ উন্নয়নের রোল-মডেল হিসেবে সারা পৃথিবীতে স্বীকৃতি লাভ করছে। বাংলাদেশ এগিয়ে চলছে অপ্রতিরোধ্য গতিতে।
#
মাসুম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯৫২
বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে সাংস্কৃতিক সাদৃশ্য রয়েছে
-- আসাদুজ্জামান নূর
ঢাকা, ১৯ কার্তিক (৩ নভেম্বর) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে সাংস্কৃতিক ক্ষেত্রে সাদৃশ্য বিরাজমান। ফিলিপাইনের শতাধিক ভাষা যেমন দেশটির সাংস্কৃতিক ক্ষেত্রে বৈচিত্র্য এনেছে, তেমনি বাংলাদেশের হাজার বছরের বাঙালি সংস্কৃতি ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে করেছে বৈচিত্র্যপূর্ণ ও সমৃদ্ধ । একমাত্র বাঙালি জাতি ভাষার জন্য সংগ্রাম করে বিশ্বের দরবারে বাংলাকে করেছে প্রতিষ্ঠিত। এর স্বীকৃতিস্বরূপ প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
মন্ত্রী আজ রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক এলাকায় দি এসকট প্যালেসে ঢাকাস্থ ফিলিপাইন দূতাবাস আয়োজিত বৈকালিক কবিতা পাঠ ও গুণগ্রাহীতার আসর “বাসাবালক” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত ঠরপবহঃব ঠরাবহপরড় ঞ. ইধহফরষষড়।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলাদেশ কবিতা ও গানের দেশ। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিতে বাংলা একাডেমি প্রাঙ্গণে সকাল ৭টা থেকে দিনব্যাপী কবিতা পাঠ বা আবৃত্তি করা হয়, যেখানে যে কেউ কবিতা পাঠ করতে পারে। তিনি বলেন, ফিলিপাইনের সংস্কৃতি যথেষ্ট সমৃদ্ধ। পরবর্তী সময়ে বাংলাদেশে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কবিতা উৎসবে ফিলিপিনো কবিদের আমন্ত্রণ জানানো হবে।
ফিলিপাইনের কবিতার ইতিহাস মূলত চারটি সময়কালে বিভক্ত : প্রি-হিস্পানিক ফোক পিরিয়ড, স্প্যানিশ পিরিয়ড, আমেরিকান পিরিয়ড ও সমসাময়িক। অনুষ্ঠানে প্রতিটি সময়কালের কবিতা পাঠ করে শোনানো হয়।
উল্লেখ্য, বাসাবালক অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে ফিলিপাইনের কবিতা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা ও বিশ্বব্যাপী তা ছড়িয়ে দেয়া। একইসঙ্গে ফিলিপাইনের বৈচিত্র্যপূর্ণ সাহিত্য, সংস্কৃতির উন্নয়ন ও প্রসার এবং বিভিন্ন বিদেশি ভাষায় অনুবাদের মাধ্যমে ফিলিপাইনের কবিদের সৃজনশীলতা সারা পৃথিবীতে বিস্তৃত করা।
#
ফয়সল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯৫১
বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির ঊর্বরক্ষেত্র
-- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ঢাকা, ১৯ কার্তিক (৩ নভেম্বর) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক ঊর্বরক্ষেত্র। হাজার বছর ধরে এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের লোকজন শান্তিপূর্ণভাবে ও সম্প্রীতির সাথে বসবাস করে আসছে।
মন্ত্রী আজ সকালে রাজধানীর সবুজবাগস্থ ধর্মরাজিক বৌদ্ধ বিহারে রাজকীয় থাই দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত “কঠিন চীবর দানোৎসব ২০১৭” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, রাজকীয় এ কঠিন চীবর দানোৎসব উদারতা ও দাক্ষিণ্যের স্মারক বহন করে যা সকল ধর্মের মূল তত্ত্ব। তিনি বলেন, এ উৎসব দুই দেশের মধ্যে কেবল ধর্মীয় সহযোগিতাকে জোরদার করবে না, বরং সাংস্কৃতিক বিনিময় ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রকে আরো সম্প্রসারিত করবে।
থাইল্যান্ডের রাজা ঠধলরৎধষড়হমশড়ৎহ ইড়ফরহফৎধফবনধুধাধৎধহমশঁহ এর প্রতিনিধি থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-স্থায়ী সচিব চধংশড়ৎহ ঝরৎরুধঢ়যধহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত চধহঢ়রসড়হ ঝঁধিহহধঢ়ড়হমংব, থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রাষ্ট্রদূত খরহহধ ঞধহমঃযধংরৎর, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো, সাধারণ সম্পাদক প্রণব কুমার বড়–য়া, সহসভাপতি রঞ্জিত কুমার বড়–য়া ও যুগ্ম মহাসচিব ড. বিক্রম প্রসাদ বড়–য়া ।
#
ফয়সল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯৫০
হাবিবুর রহমানের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক
ঢাকা, ১৯ কার্তিক (৩ নভেম্বর) :
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম হাবিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
#
শফিকুল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭৪০ ঘণ্টা