তথ্যবিবরণী নম্বর : ৪৯৩
ফুটবলের সোনালি অতীতকে ফিরিয়ে আনতে হবে
-- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেছেন, ফুটবল একটি জনপ্রিয় খেলা। এটি বাঙালির প্রাণের খেলা। তাই ফুটবলকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ফুটবলের সোনালি অতীতকে ফিরিয়ে আনতে হবে। এ লক্ষ্যে বিভাগ ও জেলা পর্যায়ে ধারাবাহিকভাবে ফুটবলের জন্য পৃথক স্টেডিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, তৃণমূল পর্যায় থেকে তরুণ উদীয়মান খেলোয়াড় তৈরি করতে আন্তঃজেলা ফুটবল ও বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হবে। খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হবে। ফুটবলের উন্নয়নে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ সামছুল হক চৌধুরী এমপি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শিদী এমপি, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আল-মহি, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।
#
আরিফ/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/২১৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৯২
ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে কানাডার প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ
ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমানের সাথে আজ ঢাকায় সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে কানাডার প্রধানমন্ত্রীর বিশেষ দূত (মন্ত্রী পদমর্যাদা) ইড়ন জধব সাক্ষাৎ করেন। এ সময়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ্ কামাল এবং বাংলাদেশে কানাডার হাইকমিশনার ইবহড়রঃ চৎবভড়হঃধরহব উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী কক্সবাজারে অবস্থানরত বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) সার্বিক অবস্থার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমে অবদান রাখায় কানাডা সরকারকে ধন্যবাদ দেন এবং মিয়ানমার নাগরিকদের তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের বিষয়ে সার্বিক সহায়তা কামনা করেন। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমার সরকারের ওপর চাপ অব্যাহত রাখারও আহ্বান জানান।
কানাডার প্রধানমন্ত্রীর বিশেষ দূত ইড়ন জধব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান। এ ছাড়াও তিনি বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদেরকে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কানাডা সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানান। ইড়ন জধব বলেন, কানাডা সরকার রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে এবং মিয়ানমার নাগরিকদের সে দেশে প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমার সরকারকে চাপ দিতে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণে কাজ করবে।
#
সেলিম/মাহমুদ/এনায়েত/পারভেজ/জয়নুল/২০১৯/২২০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৯০
১৫-১৮ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা
--- সংবাদ ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী
ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :
আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে টঙ্গীতে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ব্রিফিংয়ের পূর্বে বিকাল ৪টায় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ¦ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহের সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে দাওয়াতে তাবলিগের কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলরূপে পরিচালনা এবং বিশ্ব ইজতেমার ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, পরামর্শ সভায় উপস্থিত তাবলিগ জামাতের মুরুব্বিদের যৌথ সিদ্ধান্ত অনুসারে এ বছরের বিশ্ব ইজতেমার প্রথম দুই দিন অর্থাৎ ১৫ ও ১৬ ফেব্রুয়ারি তাবলিগের মুরব্বি মাওলানা মোঃ যুবায়ের, প্রিন্সিপাল ও আহলে শুরা মাদ্রাসা উলুম-ই-দ্বীনিয়া মালওয়ালী মসজিদ, কাকরাইল, ঢাকার তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং পরবর্তী দুই দিন অর্থাৎ ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ইজতেমার কার্যক্রম পরিচালিত হবে সৈয়দ ওয়াসিফুল ইসলাম, আহলে শুরা, তাবলিগ জামাত, কাকরাইল মারকাজ মসজিদ, ঢাকার তত্ত্বাবধানে।
সভায় উপস্থিত ছিলেন দাওয়াতে তাবলিগের মুরব্বি মাওলানা মোঃ যুবায়ের, প্রিন্সিপাল ও আহলে শুরা, মাদ্রাসা উলুম-ই-দ্বীনিয়া মালওয়ালী মসজিদ, কাকরাইল, ঢাকা, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, আহলে শুরা, তাবলীগ জামাত, কাকরাইল মারকাজ মসজিদ, ঢাকা, মাওলানা ওমর ফারুক, আহলে শুরা, মাদ্রাসা উলুম-ই-দ্বীনিয়া মালওয়ালী মসজিদ, কাকরাইল, ঢাকা, এবং মাওলানা মোঃ মোশাররফ হোসেন, আহলে শুরা, তাবলিগ জামাত, কাকরাইল মারকাজ মসজিদ, ঢাকা। সভায় আরো উপস্থিত ছিলেন ধর্ম সচিব মোঃ আনিছুর রহমান এবং জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) আবু বকর ছিদ্দীক প্রমুখ ।
ধর্ম প্রতিমন্ত্রী জানান, সভার সিদ্ধান্ত অনুসারে এ বছরের বিশ্ব ইজতেমা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কেউ কারও বিরুদ্ধে উস্কানি ও নিন্দামূলক কোনো বক্তব্য ও বিবৃতি প্রদান করবেন না। দাওয়াতে তাবলিগের ঐতিহ্য অনুসরণ করে ইসলামের খেদমতে সকলে মিলে কাজ করবেন। তিনি বলেন, তাবলিগ জামাতের মধ্যে বিবদমান পক্ষগুলোর মধ্যকার দূরত্ব কমিয়ে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাতœক প্রচেষ্ঠা চালানো হচ্ছে। এক্ষেত্রে দেশের সকল পর্যায়ে মসজিদ, গ্রাম, মহল্লায় তাবলিগের দাওয়াতী কার্যক্রম পরিচালনায় দাওয়াতে তাবলিগের অনুসারীদের সকল প্রকার বিরোধ, সংঘাত ও গোলযোগ পরিহারের জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। তিনি আরো বলেন, যেহেতু এটি বিশ্ব ইজতেমা, এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মেহমানরা ইজতেমায় অংশগ্রহণ করবেন, এ বিষয়ে সরকার সকল ধরনের সহযোগিতা প্রদান করবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুসারে সকলের সহযোগিতায় এ বছর অত্যন্ত সুন্দর ও সৃশৃঙ্খলভাবে বিশ্ব ইজতেমার আয়োজন করতে সক্ষম হবো। এ সময় তিনি দাওয়াতে তাবলিগের সকল পর্যায়ের সাথীরা দেশবাসী, মিডিয়াসহ সকলের সহযোগিতা কামনা করেন।
#
আনোয়ার/মাহমুদ/এনায়েত/পারভেজ/জয়নুল/২০১৯/২১৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৮৯
আলাউদ্দিন আলীর চিকিৎসায় সহায়তা দিল সংস্কৃতি মন্ত্রণালয়
ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে অসুস্থ সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর চিকিৎসা সহায়তা বাবদ তাঁর স্ত্রী ফারজানা আলী মিমির হাতে দুই লাখ টাকার চেক তুলে দিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান।
আজ রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আলাউদ্দিন আলীর স্ত্রীর নিকট এ চেক হস্তান্তর করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কল্যাণ অনুদান খাত হতে আর্থিক অনুদান হিসেবে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় সুরকার আলাউদ্দিন আলীর মেয়ে আদ্রিতা আলাউদ্দিন রাজকন্যাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রক্তচাপ ও ফুসফুসের সংক্রমণসহ একাধিক রোগে আক্রান্ত আলাউদ্দিন আলীকে গত ২২ জানুয়ারি রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এ চিকিৎসাধীন। আলাউদ্দিন আলী তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।
#
ফয়সল/মাহমুদ/এনায়েত/পারভেজ/জয়নুল/২০১৯/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৮৮
দু’শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো বিআইডব্লিউটিএ
ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :
নদী তীর দখল ও দূষণমুক্ত করার লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আজ কামরাঙ্গীরচরের নবাবচর এলাকায় অভিযান চালিয়ে দু’শতাধিক পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ করেছে। এগুলোর মধ্যে তিন তলা ভবন একটি, দোতলা ভবন পাঁচটি, একতলা ভবন ২৮টি, আধাপাকা ঘর ২২টি এবং টংঘর ১৫৫টি।
নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএ দখলদারদের বিতাড়িত করার পরিকল্পনা নিয়ে নদী উদ্ধারে আজ থেকে পুনরায় উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে। এ কার্যক্রম ১৯ ফ্রেব্রুয়ারি পর্যন্ত চলবে। উচ্ছেদ কার্যক্রমের প্রথম পর্যায়ে বিআইডব্লিউটিএ ২৯-৩১ জানুয়ারি পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীরে কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ছোট বড় ৪৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এগুলোর মধ্যে সাত, পাঁচ, তিন ও দোতলা পাকা ভবন, স’মিল, গোডাউন, প্লাস্টিক কারখানা এবং আধাপাকা ভবনও রয়েছে। ঢাকা সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত নদীর দু’পাড়ে ৬০৯টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছে বিআইডব্লিউটিএ। এগুলোর মধ্যে ৫৬টি বহুতল ভবন রয়েছে। পর্যায়ক্রমে সবগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী তীর স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে।
নদীর সীমানা চিহ্নিত করে ওয়াকওয়ে নির্মাণ ও বৃক্ষরোপণ করা হবে, যাতে কেউ পুনরায় সেগুলো দখল করতে না পারে।
#
জাহাঙ্গীর/মাহমুদ/এনায়েত/রফিকুল/জয়নুল/২০১৯/২০৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৮৭
শিশু নির্যাতন বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে
--- মহিলা ও শিশু বিষয়ক সচিব
ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার শিশুর জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার জন্য মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছেন। তিনি বলেন, শিশু অধিকার রক্ষায় সকলকে চেষ্ট থাকতে হবে। এই বিষয়ে কোনো রকমের অবহেলা গ্রহণযোগ্য নয়।
কামরুন নাহার আজ রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাল্টিপারপাস হলে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এপিএ বাস্তবায়ন সংক্রান্ত এক সফ্টওয়্যারের ওপর কর্মকর্তাদের অরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এপিএ এর টার্গেট নির্ধারণের ক্ষেত্রে সক্ষমতার দিকে খেয়াল রাখারও আহ্বান জানান সচিব।
কর্মশালায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অধিনস্ত সংস্থা প্রধানগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় ২০১৮-১৯ অর্থবছরের লক্ষ্য নির্ধারণ ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা হয়।
#
খায়ের/মাহমুদ/এনায়েত/রফিকুল/জয়নুল/২০১৯/২০৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৮৬
পাঁচ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :
একাদশ জাতীয় সংসদের আজকের বৈঠকে পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। গঠিত পাঁচটি সংসদীয় কমিটি হলো-১। সংসদ কমিটি ২। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ৩। পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ৪। প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং ৫। ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটিগুলোর নাম প্রস্তাব করলে তা মৌখিকভোটে পাস হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে সংসদ কমিটি গঠন করা হয়। রেওয়াজ অনুযায়ী সংসদ কমিটির সভাপতি হয়েছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। সংসদ কমিটির অন্য সদস্যরা হলেন- সংসদ সদস্য এ বি তাজুল ইসলাম, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহবুব আরা বেগম গিনি, অ্যাডভোকেট আবু জাহির, সাবেক আইজিপি নূর মোহাম্মদ, সাবেক সচিব মনজুর হোসেন, আশেক উল্লাহ রফিক, শওকত হাচানুর রহমান রিমন, ফজলে হোসেন বাদশা ও কাজী ফিরোজ রশীদ।
আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। কমিটির সদস্যরা হলেন- আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাডভোকেট সাহারা খাতুন, শামসুল হক টুকু, আবদুল মজিদ খান, শহীদুজ্জামান সরকার, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সভাপতি পদে সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। এই কমিটির সদস্যরা হলেন- পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম, সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমেদ মজুমদার, ড. বীরেন শিকদার, মোর্শেদ আলম, মঞ্জুর হোসেন ও জি এম কাদের।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সভাপতি হয়েছেন সংসদ সদস্য মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভূঁইয়া। এই কমিটির অন্য সদস্যরা হলেন- প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হেলাল উদ্দিন, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মোতাহার হোসেন, নাজমুল হাসান পাপন, নাসির উদ্দিন ও মহিবুর রহমান।
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সভাপতি হয়েছেন সংসদ সদস্য মকবুল হোসেন। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ভূমিমন্ত্রী সায়েফুজ্জামান চৌধুরী জাভেদ, মনোরঞ্জন শীল গোপাল, হাবিবুর রহমান, শাজাহান মিয়া, একাব্বর হোসেন, আনোয়ারুল আবেদীন আনার, মোসলেম উদ্দিন ও নেসার আহমেদ।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে এসব তথ্য জানা যায়।
#
তারিক/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/ ২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৮৫
নিরাপদ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল অভিবাসনের বার্তা জনগণকে পৌঁছে দিতে হবে
---রৌনক জাহান
ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান বলেছেন, নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল ও দায়িত্বশীল অভিবাসনের বার্তা জনগণকে পৌঁছে দিতে সমন্বিত প্রচারের উদ্যোগ আবশ্যক। সচেতনতার অভাবেই অনেক সময় অভিবাসনের ক্ষেত্রে নানা প্রতারণার ঘটনা ঘটে থাকে। তাই সঠিক প্রচারণার মাধ্যমে জনগণকে টেকসই উন্নয়নে নিরাপদ অভিবাসনের বার্তা জানাতে হবে।
আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম অভিবাসনের সাথে সম্পৃক্ত আন্তর্জাতিক সংস্থা, দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সভায় তিনি একথা বলেন।
ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহানের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এনডিসি, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ ফজলুল করিম, নাসরীন জাহান, ড. মোজাফ্ফর আহমেদ, মোঃ যাহিদ হোসেন, আইওএম, আইএলও প্রতিনিধিবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
#
রাশেদুজ্জামান/মাহমুদ/এনায়েত/রফিকুল/জয়নুল/২০১৯/২০২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৮৪
বই পড়তে হবে
--- সংস্কৃতি প্রতিমন্ত্রী
ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বই শুধু মানুষের জ্ঞানার্জনের বাহনই নয়, বরং এটি মানুষের সৃজনশীলতা ও প্রতিভাকে জাগ্রত করতে সহায়তা করে। তিনি বলেন, আলোকিত নতুন প্রজন্ম গড়ার জন্য সবাইকে গ্রন্থাগারমুখী হতে হবে এবং বই পড়তে হবে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর গণগ্রন্থাগার অধিদপ্তরের শওকত ওসমান মিলনায়তনে জাতীয় গণগ্রন্থাগার দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত জাতীয় গ্রন্থাগার দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল এনডিসি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার সারাদেশের উন্নয়ন তথা পরিবর্তনে কাজ করে যাচ্ছে। এ উন্নয়ন তথা পরিবর্তন এক জায়গায় মিলিত হয়ে আমাদের (বাঙালির) আত্মপরিচয়ের বিকাশ ঘটাবে। সেজন্য দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রয়োজন সংস্কৃতি ক্ষেত্রে উন্নয়ন। বইকে সংস্কৃতির আধার উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেন, গ্রন্থাগারের উন্নয়নে ৩৫০ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প চলমান রয়েছে এগুলোর কাজ ২০২০ সাল নাগাদ শেষ হবে। এছাড়া গণগ্রন্থাগার অধিদপ্তরের তিনটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।
অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ। গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার বক্তৃতা করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এর আগে আজ জাতীয় গ্রন্থাগার দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি গণগ্রন্থাগার অধিদপ্তর চত্বর থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালযরে চারুকলা অনুষদ ও শাহবাগ মোড়ে এসে পুনরায় গণগ্রন্থাগার অধিদপ্তর চত্বরে শেষ হয়। এতে নেতৃত্ব দেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল এনডিসি, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকারসহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গণগ্রন্থাগার অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি এ- ইনফরমেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থীবৃন্দ, বিশ্ব সাহিত্য কেন্দ্র, বিভিন্ন সরকারি-বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধিবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।
#
ফয়সল/মাহমুদ/এনায়েত/রফিকুল/জয়নুল/২০১৯/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৮৩
নির্দোষের কারাভোগ দুঃখজনক ও অনভিপ্রেত
--- ড. হাছান মাহমুদ
ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি)
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘নির্দোষ হয়েও জাহালমকে যে তিন বছর কারাভোগ করতে হয়েছে, এ ঘটনা দুঃখজনক ও অনভিপ্রেত। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে আশা করি।’
আজ সচিবালয়ে ‘ডিরেক্টরস গিল্ড’ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
‘দুদক সরকারের অধীন কোনো প্রতিষ্ঠান নয়, একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা ইতিমধ্যে তাদের ভুল স্বীকার করেছে। একই সঙ্গে তারা বিষয়টি (সোনালী ব্যাংকের অর্থ জালিয়াতি) নিয়ে তদন্ত করছে। তদন্তের মাধ্যমে যারা দায়ী হিসেবে চিহ্নিত হবেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন।’
টিভি নাটক পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাথে মতবিনিময়কালে মন্ত্রী টিভি সম্প্রচার প্রসঙ্গে বলেন, ‘২০০৬ সালের কেবল টিভি আইনানুসারে ডাউনলিংক করে সম্প্রচারিত বিদেশি টিভি চ্যানেলে বিনা অনুমতিতে বিজ্ঞাপন প্রচার দ-নীয় অপরাধ। সেই সাথে বিদেশ থেকে দ্বিতীয় গ্রেডের কুশলী দিয়ে নি¤œমানের বিজ্ঞাপন তৈরি করে আনার হিড়িকও অনভিপ্রেত।’ ড. হাছান মাহমুদ এ সময় টিভি নাটক পরিচালকদের উত্থাপিত বিভিন্ন দাবি সুবিবেচনার আশ্বাস দেন।
ডিরেক্টস গিল্ডের উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তি সৈয়দ হাসান ইমাম, ডিরেক্টস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু সহ-সভাপতি কচি খন্দকার ও শহীদ রায়হান, সাধারণ সম্পাদক এস এ হক অলিক, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদি হক, অর্থ সম্পাদক সাজ্জাদ সনি, প্রচার সম্পাদক পিকলু চৌধুরী ও নির্বহী সদস্যদের মধ্যে রাশেদা লাজুক, ফেরারী অমিত, মারুফ মিঠু, শেখ রুনা, সাজ্জাদ সুমন সভায় অংশ নেন।
#
আকরাম/মাহমুদ/ফারহানা/পারভেজ/জয়নুল/২০১৯/১৯৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৮২
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের তৃতীয় নয়ন খুলে দেয়
--- তথ্যমন্ত্রী
ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের তৃতীয় নয়ন খুলে দেয়, সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে এগুতে সাহায্য করে’।
আজ রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ প্রেস কাউন্সিলে ‘সাংবাদিকতার নীতিমালা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা’ প্রশিক্ষণ কর্মশালার সমাপনীতে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ভুল সংবাদে ক্ষতিগ্রস্ত হলে বা সংবাদ সংগ্রহ ও পরিবেশনে বাধাগ্রস্ত হলে- উভয়ক্ষেত্রেই প্রেস কাউন্সিলের সহায়তা নেয়া যায়। এজন্য প্রেস কাউন্সিলকে আরো শক্তিশালী করবে সরকার।’
প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে তথ্যসচিব আবদুল মালেক, প্রেস কাউন্সিল সচিব মোঃ শাহ আলম ও ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী সভায় বক্তব্য রাখেন।
#
আকরাম/মাহমুদ/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/১৯৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৮১
শিশুদের জন্য ইন্টারনেট নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে
--- মোস্তাফা জব্বার
ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, শিশুদের জন্য ইন্টারনেট নিরাপত্তা নিশ্চিত করতে কন্টেন্ট ফিল্টারিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ডিজিটাল শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদেরকে ডিজিটাল হতে হবে, একই সাথে ডিজিটাল নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।
মন্ত্রী আজ ঢাকায় কারওয়ান বাজারে সফটওয়্যার পার্কের সম্মেলন কক্ষে ইউনিসেফ আয়োজিত বাংলাদেশে শিশুদের জন্য অনলাইন নিরাপত্তা বিষয়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘শিশুরা কিভাবে ইন্টারনেট ব্যবহার করে এটি একটি বড় চ্যালেঞ্জ। আমাদের মনে রাখতে হবে শিশুদের কাছে আমরা কী কন্টেন্ট দিচ্ছি? শিশু উপযোগী কন্টেন্ট আমরা ইন্টারনেটে রাখিই না। শিশু পছন্দ করে এমন কন্টেন্ট দরকার। শিশুদের জ্ঞানার্জনের পদ্ধতির সাথে আমাদের বিদ্যমান পদ্ধতিটি বিপরীতমুখী। সরকারের এখনকার চেষ্টা হচ্ছে শিশুসহ নাগরিকদেরকে ক্ষতিকর কন্টেন্ট থেকে রক্ষা করা।’
ইন্টারনেট থেকে শিশুদের নিরাপদ রাখতে অভিভাবকদেরকেও সচেতন হতে হবে। প্যারেন্টাল গাইড নামে ইন্টারনেটের একটা অপশন আছে যা প্রয়োগের মাধ্যমে এসব কন্টেন্ট থেকে শিশুদের নিরাপদ রাখা যায় বলে মন্ত্রী জানান। ইতিমধ্যে কন্টেন্ট ফিল্টারিং করার সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী মার্চে এ প্রযুক্তি চালু করা সম্ভব। এটি চালু হলে পর্নোসহ বিপদগামী অনেক সাইট বন্ধ করে শিশুদের রক্ষা করতে পারবো।
তথ্য বা ডেটা নিরাপদ রাখা বর্তমান ডিজিটাল বিপ্লবের যুগে আরো একটি কঠিন চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, এই বিষয়েও নজর দেওয়া হবে।
ফাইভ-জি আগামী দিনের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী দুই বছর পর প্রযুক্তি দুনিয়া এক বিস্ময়কর চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। ফাইভ-জি’র চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনসম্পদ গড়ে তোলার পাশাপাশি এখন থেকেই পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য মন্ত্রী গুরুত্বারোপ করেন।
#
শেফায়েত/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৯/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৮০
পরিবার পরিকল্পনা কার্যক্রমকে গতিশীল রাখতে তৎপর থাকতে হবে
--- স¦াস্থ্যমন্ত্রী
ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :
যে জনগোষ্ঠী হাসপাতালে গিয়ে নিরাপদ প্রসবে অনাগ্রহ দেখাচ্ছে তাদেরকে উদ্দেশ্যে করে সচেতনতামূলক কর্মসূচিসহ বিশেষ পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার কমাতে প্রাতিষ্ঠানিক প্রসবের হার বাড়াতে হবে। বর্তমানে এই হার মোটেও আশাব্যঞ্জক নয়। তাই এ বিষয়টির দিকে মনোযোগ দিয়ে কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন তিনি।
আজ বাংলাদেশ সচিবালয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে গতিশীল রাখতে সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সদা তৎপর থাকতে হবে। যেসব এলাকায় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের হার জাতীয় গড়ের নীচে রয়েছে সেসব এলাকায় বিশেষ সচেতনতামূলক কর্মসূচি প্রণয়ন করে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ ও ধর্মীয় প্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে। এক্ষেত্রে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলকে বিশেষ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ার, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদারসহ মন্ত্রণালয় এবং অধিদপ্তরের পরিচালক, উপ-পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কার্যক্রম ও অর্জন সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ার ।
#
পরীক্ষিৎ/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৭৯
বিএসটিআই’র অভিযানে ৪ হাজার পানির জার ধ্বংস
ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :
বিএসটিআই’র অনুমোদন গ্রহণ না করে রাজধানীর বিভিন্ন এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নি¤œমানের জারে খাওয়ার পানি বাজারজাত করায় বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে প্রায় ৪ হাজার জার ধ্বংস করা হয়েছে। আজ রাজধানীর রমনা, ফকিরা পুল, বঙ্গবাজার, মতিঝিল, কাপ্তানবাজার, নাবাবপুর, ইংলিশ রোড ও বাবুবাজার ব্রীজ সংলগ্ন এলাকা এবং কেরানীগঞ্জের কদমতলী ও শহীদনগর এলাকায় ভোর থেকে আকস্মিক অভিযান পরিচালনা করে এসব জার ধ্বংস করা হয়। অভিযানকালে বিভিন্ন হোটেল, দোকানপাট এবং উপস্থিত ক্রেতা ও ভোক্তাসাধারণকে সচেতনতার লক্ষ্যে অবৈধভাবে বাজারজাতকৃ জারের সংরক্ষণ ও বিক্রয় হতে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।
এছাড়া বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে ঢেউটিন উৎপাদন এবং বিক্রির অপরাধে কেরানীগঞ্জের ‘বিকাশ কাটিং এন্ড করোগেটেড ইন্ডাস্ট্রিজ’ এর বিরুদ্ধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন-২০১৮’ অনুযায়ী আজ ৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসটিআই। রাজধানীর মিরপুর এলাকায় বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে এ মামলা দায়ের করা হয়।
#
মঈনুদ্দীন/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী &n