তথ্যবিবরণী নম্বর: ৩০৩৬
চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ও শহিদ নারীদের স্বীকৃতি না দিলে ইতিহাসে আরো একটি ভুল হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ):
চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদ ও তাদের পরিবারকে দেশের সম্পদ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মূল্য থাকবে না, যদি আহত ও শহিদ পরিবারের কোনো মূল্য না থাকে। তিনি বলেন, আহত ও শহিদ পরিবারকে যথাযথ মূল্যায়ন করা না হলে তাদের সাথে বেইমানি করা হবে।
আজ ডেইলি স্টার আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ‘কেমন আছে গণঅভ্যুত্থানে নারী শহিদ পরিবার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, মহান মুক্তিযুদ্ধে নারী শহিদদের নাম পাওয়া যায়নি; বীরাঙ্গনাদের নাম পাওয়া যায়। নারীরাও মুক্তিযুদ্ধে শহিদ হয়েছিল কিন্তু তালিকায় তাদের নাম ছিল না। তাই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও শহিদ নারীদের যদি ভুলে যাই তাহলে ইতিহাসে আরো একটি বড় ভুল করা হবে। এখনো জুলাই-আগস্টে আন্দোলনে অংশগ্রহণকারী নারীদের স্বীকৃতির জন্য আন্দোলন করতে হচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারী শহিদ পরিবারের সদস্যরা তাদের স্বজনদের নিয়ে স্মৃতিচারণ করেন। কীভাবে আন্দোলনে শহিদ হলো, এখন কী অবস্থায় জীবনযাপন করছেন শহিদ পরিবারগুলো এসব নিয়ে কথা বলেন তারা।
দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের সভাপতিত্বে এবং সাংবাদিক ইমরান মাহফুজের সঞ্চালনায় এসময় আরো বক্তৃতা করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি সাঈদ ফেরদৌস এবং সুপ্রীম কোর্টের এটর্নি জেনারেল আরিফ খান।
অনুষ্ঠানে প্রতিটি শহিদ পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সম্মাননা ও তাদের স্বজনদের একটি করে দেয়ালে টাঙানো স্কেচ ফ্রেম উপহার দেওয়া হয়। এ সময় ১০জন নারী শহিদের পরিবার উপস্থিত ছিলেন ।
#
মামুন/মেহেদী/রফিকুল/শামীম/২০২৫/২১০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩০৩৫
নতুন বাংলাদেশ গড়তে সঠিক তথ্য জানতে হবে
- পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে সঠিক তথ্য জানা জরুরি। মিথ্যা তথ্যের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে।
আজ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (চওই)-এ এক সেমিনারে উপদেষ্টা এ কথা বলেন। সেমিনারের বিষয় ছিল ‘মিডিয়া ইন দ্য এজ অভ্ মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন: চ্যালেঞ্জেস, রেসপনসিবিলিটিজ অ্যান্ড দ্য পাথ ফরোয়ার্ড ফর ডেভেলপমেন্ট’।
পরিবেশ উপদেষ্টা বলেন, গণমাধ্যমের দায়িত্ব সঠিক তথ্য তুলে ধরা। তবে অনেক ক্ষেত্রেই বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এতে সমাজে ভুল ধারণা তৈরি হচ্ছে। তিনি বলেন, কিছু সংবাদ শুধু ভিউ বাড়ানোর জন্য প্রকাশিত হয়, এতে প্রকৃত সত্য আড়ালে থেকে যায়।
রিজওয়ানা হাসান আরো বলেন, গণমাধ্যমের মালিকানা কাদের হাতে রয়েছে, সেটি বুঝতে হবে। গত ২০-২৫ বছরে গণমাধ্যমের কাঠামো অনেক পরিবর্তন হয়েছে। সঠিক সংবাদ প্রচার নিশ্চিত করতে হলে এ বিষয়গুলো নিয়েও ভাবতে হবে।
সেমিনারে আরো বক্তব্য রাখেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, ইউল্যাবের অধ্যাপক ড. দ্বীন মুহাম্মদ সুমন রহমান এবং অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অশীষ দামলে প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
অনুষ্ঠানে সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা সংবাদ পরিবেশনের নৈতিকতা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। তারা সঠিক তথ্য প্রচারের ওপর গুরুত্ব দেন।
#
দীপংকর/মেহেদী/সঞ্জীব/রফিকুল/শামীম/২০২৫/১৯৪৫ঘণ্টা
Handout Number: 3034
Accurate Information is Key to Building a New Bangladesh
--- Environment Advisor
Dhaka, 23 March:
Accurate information is essential for building a new Bangladesh. Public awareness must be raised against misinformation. Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest, Climate Change, and Water Resources, made these remarks.
She spoke at a seminar held at the Press Institute Bangladesh (PIB) in Dhaka today. The seminar was titled ‘Media in the Age of Misinformation and Disinformation: Challenges, Responsibilities, and the Path Forward for Development.’
The Environment Advisor emphasized that the media's primary responsibility is to present accurate information. However, in many cases, misleading information is being disseminated, creating confusion in society. She pointed out that some news is published solely to gain views, often overshadowing the actual truth.
She further stated that it is crucial to understand who controls media ownership. Over the past 20-25 years, the structure of the media has changed significantly. To ensure the dissemination of truthful news, these aspects must be considered.
Other speakers at the seminar included Kamal Ahmed, Head of the Media Reform Commission; Mohammad Azaz, Administrator of Dhaka North City Corporation; and Professor Rashed Al Mahmud Titumir from the Department of Development Studies at Dhaka University, Ashish Damle and Country Director of Oxfam in Bangladesh. The event was presided over by Faruk Wasif, Director General of PIB.
Journalists and media professionals attending the seminar exchanged views on media ethics and challenges in news dissemination. They stressed the importance of ensuring the spread of accurate information.
#
Dipankar/Mehedi/Sanjib/Rafiqul/Joynul/2025/1940 hour
তথ্যবিবরণী নম্বর: ৩০৩৩
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার
প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি-এনসিপি-সহ ৪টি রাজনৈতিক দল
ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ):
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের নিকট আজ সংস্কার প্রস্তাব সম্পর্কিত প্রস্তাবনা জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল - বাসদ (মার্কসবাদী)।
আজ ঢাকায় শেরেবাংলা নগরে সংসদ ভবনস্থ এলডি হলে কমিশনের সহ-সভাপতির নিকট সংস্কার প্রস্তাব সম্পর্কে নিজেদের মতামত জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের নেতৃত্বে ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে দলটি৷
এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) (মার্কসবাদী) আজ ঐকমত্য কমিশনের কাছে সংস্কার বিষয়ক প্রস্তাবনা জমা দেয়। দল দুটির হয়ে প্রস্তাবনা জমা দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা'র নেতৃত্বে প্রতিনিধিদল।
এর পূর্বে সংস্কার প্রশ্নে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
এ সময় ঐকমত্য কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
উল্লেখ্য, সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। এ পর্যন্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, বাংলাদেশ লেবার পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে আলোচনা করেছে কমিশন। ঈদের পরে পর্যায়ক্রমে বাকি দলগুলোর সাথে আলোচনায় অংশগ্রহণের কথা রয়েছে৷
জাতীয় ঐকমত্য কমিশন হতে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
#
পবন/মেহেদী/সঞ্জীব/জয়নুল/২০২৫/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩০৩২
উদ্যোক্তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে
--- শিল্প উপদেষ্টা
ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ):
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সরকারের লক্ষ্য উদ্যোক্তা তৈরি করা। আমাদের উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে হবে এবং নতুনদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে।
আজ ঢাকায় তেজগাঁওস্থ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) প্রধান কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএম) শিল্পের ভূমিকা: সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেমিনারে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বলেন, বিসিক দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সুবিধা প্রদানের অঙ্গীকারবদ্ধ। উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি করতে বিসিক শিল্প নগরীতে সকল ফ্যাসিলিটিজ নিশ্চিত করতে হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংক ঋণ প্রাপ্তি ও মার্কেটিং এ সহায়তা করতে হবে।
সেমিনারে মুক্ত আলোচনায় বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং নীতিনির্ধারকরা শিল্পখাতের বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান, বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান, অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, অতিরিক্ত সচিব রশিদুল হাসান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী ও সিএমএসই ব্যাংকিং বিশেষজ্ঞ আলী সাবেতসহ বিসিকের উদ্যোক্তা ও চেম্বারের প্রতিনিধিবৃন্দ।
অন্য এক অনুষ্ঠানে তেজগাঁওস্থ বিসিক প্রধান কার্যালয়ে ঈদ মেলার উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। উদ্বোধন শেষে তিনি মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলেন। বিসিক-এর আয়োজনে দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিসিক ঈদ মেলা ২০২৫।
মেলায় বিসিকের উদ্যোক্তাদের জামদানি, চামড়াজাত পণ্য, শতরঞ্জি, শীতলপাটি, পাটজাত পণ্য, মণিপুরী শাড়ি, খাদ্যসামগ্রী, বাঁশ-বেতজাত ইত্যাদি পণ্যের ৩০টি স্টলে বাহারি ডিজাইনের নানান পণ্যের সমাহার। বিসিকের পৃষ্ঠপোষকতায় ২৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সকাল হতে সন্ধ্যা পর্যন্ত মেলা চালু থাকবে।
#
আলমগীর/মেহেদী/সঞ্জীব/জয়নুল/২০২৫/১৮৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩০৩১
রেড ক্রিসেন্টের জাতীয় সদর দপ্তর নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ):
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ রাজধানীর মগবাজারে রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর প্রাঙ্গণে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।
অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, জাতিগতভাবেই বাংলাদেশের মানুষ দুর্যোগে স¦তঃস্ফূর্তভাবে স্বেচ্ছাসেবার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। কিন্তু সমন্বয়হীনতার অভাবে এর সুফল আমরা পাই না। দুর্যোগ ব্যবস্থাপনায় রেড ক্রিসেন্টকে আরো সমন্বিত ভূমিকা রাখতে তিনি আহ্বান জানান। তিনি বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’
এসময় অন্যানের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা: মো. আজিজুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পর্ষদের সম্মানিত সদস্য ডা. শেখ আবু জাফর, অধ্যাপক ডা. ইমরান বিন ইউনূস, এয়ার কমোডর (অব.) শাহে আলম, মহাসচিব ড. কবির এম আশরাফ আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর নির্মাণ প্রকল্পের পরিচালক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু দাউদ মো. গোলাম মোস্তফা-সহ রেড ক্রিসেন্ট ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্পটির বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ১০ তলা বিশিষ্ট ৭৫ হাজার বর্গফুটের এ ভবন নির্মাণে মোট ব্যায় হবে ৪৯ কোটি ৫৬ লাখ টাকা। জুন-২০২৬ সালে এ প্রকল্পের কাজ শেষ হবে।
#
এনায়েত/মেহেদী/সঞ্জীব/জয়নুল/২০২৫/১৭৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩০৩০
২৫ মার্চ রাত ১০:৩০ হতে ১০:৩১ পর্যন্ত ১ মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট
ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ):
২৫ মার্চ গণহত্যা দিবস পালনের লক্ষ্যে সারাদেশে রাত ১০:৩০ হতে ১০:৩১ পর্যন্ত ১ মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট (কেপিআই/জরুরি স্থাপনা ব্যতীত) পালন করা হবে। গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে কোনো অবস্থাতেই ২৫ মার্চ রাতে আলোকসজ্জা করা যাবে না।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বাণী প্রদান করবেন। দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরিসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঐদিন মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল ১০টায় অথবা সুবিধাজনক সময়ে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।
ঢাকাসহ সকল সিটি করপোরেশনে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। এছাড়া, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে। ১৯৭১ সালের
২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে বাদ যোহর বা সুবিধাজনক সময়ে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে।
#
এনায়েত/তৌহিদ/শাহিদা/মিতু/আলী/আসমা/২০২৫/১২৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০২৯
আগামী ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ
ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ):
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আগামী ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এছাড়া, ২৬ মার্চ সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা, আমন্ত্রিত ভিভিআইপি, ভিআইপিগণ এবং আগত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে ফুলের বাগানের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে সতর্ক থাকতে সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে। এদিকে স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
#
সালমা/তৌহিদ/শাহিদা/মিতু/আলী/আসমা/২০২৫/১২৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০২৮
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন
জাতীয় স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতিসাধন না করার আহ্বান
ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ):
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতিসাধন না করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
#
শবনম/তৌহিদ/শাহিদা/মিতু/আলী/আসমা/২০২৫/১২৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩০২৭
চুয়াডাঙ্গায় মেছো বিড়াল হত্যা মামলায় একজন গ্রেফতার
ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ):
চুয়াডাঙ্গা জেলার কুডুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে মেছো বিড়াল হত্যা মামলায় মোঃ আলমগীর হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২১ মার্চ মানিকদোয়া রাস্তার পাশে আলমগীর হোসেন টেটাবিদ্ধ করে একটি মেছো বিড়াল হত্যা করে। এই কাজে মিন্টু ও মোঃ সাইফুল ইসলাম নামে দুজন ব্যক্তি সহযোগিতা করে।
হত্যাকাণ্ডের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বন বিভাগের নজরে আসে। আজ বন বিভাগের প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেন। দামুড়হুদা উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন শেষে দর্শনা থানায় মামলা দায়েরের নির্দেশ দেয়। মামলাটি দর্শনা থানা গ্রহণ করে এবং অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়।
#
দীপংকর/তৌহিদ/শাহিদা/সাঈদা/আলী/শফিক/২০২৫/১১১৫ ঘণ্টা
Handout Number : 3026
Bangladesh and UNOPS signed Project Document to Train Female Peacekeepers
Dhaka, 23 March:
The Government of Bangladesh, and the United Nations Office for Project Services (UNOPS) signed the Project Document on ‘Enhancement of the Capacity of BIPSOT to Train Female Peacekeepers’ at the Economic Relations Division on 20th March 2025. The project document was jointly signed by Md. Shahriar Kader Siddiky, Secretary of the Economic Relations Division (ERD), representing Bangladesh, and Sudhir Muralidharan, Country Manager of UNOPS Bangladesh.
The event was attended by senior representatives from Army Headquarters, Armed Forces Division (AFD), Bangladesh Institute of Peace Support Operation Training (BIPSOT), Economic Relations Division (ERD), Ministry of Finance, Elsie Initiative Fund for Uniformed Women in Peace Operations (EIF) and representatives from UNOPS.
ERD Secretary emphasized the importance on promoting gender equity and enhancing women's participation in UN peacekeeping missions. ‘This project marks a significant step towards gender equity in peacekeeping by BIPSOT with the support from UNOPS, reinforcing Bangladesh's commitment to global peace and security,’ he added.
The Country Manager of UNOPS Bangladesh stated that ‘This project will include the construction of a dedicated accommodation facility for uniformed women, ensuring they are properly housed to the full duration of their training -UN peacekeeping missions.
The Enhancement of the Capacity of BIPSOT to Train Female Peacekeepers project, funded by the Elsie Initiative Fund (EIF) and implemented by UNOPS in collaboration
with BIPSOT, aims to construct a G+2 dormitory with necessary facilities and amenities
to accommodate 60 female peacekeepers. This initiative will promote gender equity in peacekeeping, enhance Bangladesh's global contributions, and align with national and international commitments, including UNSCR 1325 and SDG 5, 10, 16, and 17. The duration of the project will be 3 years with a total estimated budget of USD 997,336.
#
Saiful/Tohidul/Sahida/Mitu/Asma/2025/1100 hours
তথ্যবিবরণী নম্বর: ৪১
টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ):
সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো:
মূলবার্তা :
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামী ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার সকাল ১০.৩০টায় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রদান করবেন।
#
নিকারুজ্জামান/তৌহিদ/শাহিদা/মিতু/আলী/আসমা/২০২৫/১৪৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৪০
টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ):
সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো:
মূলবার্তা :
‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতিসাধন না করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।’
#
শবনম/তৌহিদ/শাহিদা/মিতু/আলী/আসমা/২০২৫/১২৩০ ঘণ্টা