তথ্যবিবরণী নম্বর: ৩৫০১
প্রশিক্ষণ, পুঁজি, প্রযুক্তি এই তিনটি সুবিধা নারীকে করবে আত্মনির্ভরশীল
-- তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জ, ২৪ ফাল্গুন (৮ মার্চ) :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সময়ে যদি আমরা আমাদের বোনদের দক্ষ করে গড়ে তুলতে পারি, তারা যদি দক্ষতা অর্জনের পর স্টার্ট-আপ শুরু করার জন্য সিড মানি (পূঁজি) পায়, আর প্রযুক্তির জন্য জননেত্রী শেখ হাসিনার উপহার একটি ল্যাপটপ পায়, তাহলে তারা আত্মবিশ্বাসের সাথে আত্মনির্ভরশীল হবে কর্মসংস্থানের মধ্য দিয়ে। তাদের কারও ওপর নির্ভর হতে হবে না।
প্রতিমন্ত্রী আজ নারায়ণগঞ্জ জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে হার পাওয়ার প্রকল্পের অন্তর্ভুক্ত নারায়ণগঞ্জ সদর, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলার নারী আইটি সেবাদাতা, নারী ফ্রিল্যান্সার ও নারী কল সেন্টার এজেণ্ট ক্যাটাগরিতে মোট ২৬৫ জন প্রশিক্ষণার্থীকে ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, আমি আজকে আসার সময় আমি নারায়ণগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজটি পরিদর্শন করে এসেছি। আগামী ছয় মাসের মধ্যে এটা দৃশ্যমান হবে এবং আগামী ৩ বছরের মধ্যে ১০ তলা বিল্ডিং হবে। তখন সেখান থেকে প্রতিবছর কমপক্ষে ৫ হাজার ছেলে-মেয়ের কর্মসংস্থান হবে। নারায়ণগঞ্জের মাটি থেকে বসে তারা বড় বড় দেশের আউটসোর্সিং করবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তারা নেতৃত্ব দেবে।
প্রতিমন্ত্রী বলেন, চাকুরির মাধ্যমে একটি পরিবারের স্বচ্ছলতা আসে, কিন্তু একজন উদ্যোক্তা চাকুরি প্রদানের মাধ্যমে একসঙ্গে অনেক পরিবারে আর্থিক স্বচ্ছলতা নিয়ে আসতে পারে। একারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের সকল তরুণ-তরুণীদেরকে জব ক্রিয়েটর হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের নির্দেশনায় আমরা সকলের কাছে সুলভ মূল্যে ইন্টারনেট পৌঁছে দিয়েছি, যার ফলে ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। সরকারের ২৫০০ সেবা আমরা ডিজিটালাইজড করেছি। বিগত ১৫ বছরে ৬ লক্ষ ৯০ হাজার ফ্রিল্যান্সার, ৫০ হাজারের বেশি কল সেন্টার এজেন্ট, ৫০ হাজারের বেশি ছেলেমেয়ে ডিজিটাল ডিভাইস উৎপাদন শিল্পে কাজ করছে এবং সব মিলিয়ে প্রায় ২০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
প্রতিমন্ত্রী নারী প্রশিক্ষণাথীদেরকে প্রধানমন্ত্রীর উপহার ল্যাপটপ নিয়ে দেশের কল্যাণে তাদের দায়িত্ব ভালোভাবে পালন করে নিজেদের আরো ১০ জন উদ্যোক্তা তৈরির জন্য আহ্বান জানান। উপজেলায় প্রথম পর্যায়ে ৪০৮টি ব্যাচে ৮৪৬০ জনের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।
নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. মাহমুদুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান এমপি, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান এমপি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামালসহ আরো অনেকে।
পরে প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ জেলায় ৩ হাজার উচ্চগতির ইন্টারনেট সংযোগ সক্ষমতা সেবা GBon (জীবন) এর উদ্বোধন করেন এবং অনলাইনে ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ সক্ষমতা সেবা GBon (জীবন) এর উদ্বোধন করেন।
#
বিপ্লব/সায়েম/মোশারফ/সেলিম/২০২৪/২২৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৫০০
আইএলও’র গভর্নিং বডির ৩৫০ তম সভায়
যোগ দিতে জেনেভায় পৌঁছেছেন শ্রম প্রতিমন্ত্রী
ঢাকা, ২৪ ফাল্গুন (৮ মার্চ) :
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নজরুল ইসলাম চৌধুরী আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর গভর্নিং বডির ৩৫০ তম সভায় যোগদানের জন্য সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন।
প্রতিমন্ত্রী আগামী ১৫ মার্চ ঢাকায় ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#
ফেরদৌস/সায়েম/মোশারফ/সেলিম/২০২৪/২২৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪৯৯
নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর
-- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
ঢাকা, ২৪ ফাল্গুন (৮ মার্চ) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) বলেছেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর। নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণে বর্তমান সরকার পূর্বের তুলনায় বহুগুণ বিনিয়োগ বৃদ্ধি করেছে।
আজ রাজধানীর অফিসার্স ক্লাব মহিলা কমিটি আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
আন্তর্জাতিক নারী দিবসে এবারের প্রতিপাদ্য ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’।
প্রতিমন্ত্রী বলেন, সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। সমঅধিকার নিশ্চিত করতে আইন প্রণয়ন করা হয়েছে তা বাস্তবায়নে তদারকি করা হচ্ছে। এই প্রতিপাদ্যের সাথে বাংলাদেশ সমানতালে এগিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, সরকারের নারীবান্ধব কর্মসূচির ফলে নারীর প্রতি বৈষম্য কমেছে। নারী নির্যাতন নিরসন, লিঙ্গভিত্তিক সমতা আনয়ন, বাল্যবিবাহ রোধ ও কর্মে প্রবেশের ক্ষেত্রে সরকারের উদ্যোগ এখন দৃশ্যমান। অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষা, চিকিৎসা, খেলাধুলাসহ সকল ক্ষেত্রে নারীরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নারী উদ্যোক্তা তৈরির জন্য সরকার বাজেট, ঋণ, প্রশিক্ষণসহ নানা সহয়তা প্রদান করে যাচ্ছে।
#
আলম/সায়েম/মোশারফ/সেলিম/২০২৪/২২৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪৯৮
নির্বাচিত প্রতিনিধিদের স্থানীয় পর্যায়ে বিভিন্ন আয়বর্ধক
কর্মসূচি গ্রহণের আহ্বান আবুল হাসানাত আবদুল্লাহ্র
আগৈলঝাড়া, বরিশাল, ২৪ ফাল্গুন (৮ মার্চ) :
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, নির্বাচিত প্রতিনিধিদের সরকারের মুখাপেক্ষী না থেকে স্থানীয় পর্যায়ে বিভিন্ন আয়বর্ধক কর্মসূচি গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী প্রতিষ্ঠান হিসেবে জনসেবা সুনিশ্চিত করতে হবে। জনপ্রতিনিধিদেরকে লোভ ও লালসার ঊর্ধ্বে ওঠে অধিকতর সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে জনগণের সার্বিক কল্যাণে কাজ করতে হবে।
আবুল হাসানাত আবদুল্লাহ্ আজ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সেরালে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, বর্তমান সরকারের ‘স্মার্ট বাংলাদেশ' গঠন প্রক্রিয়ার সফল বাস্তবায়ন এবং অভীষ্ট লক্ষ্য অর্জনে স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকারের সেতুবন্ধ হিসেবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি। বর্তমান গণতান্ত্রিক সরকার এ দর্শনকে ধারণ করে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে সক্ষম হয়েছে।
আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, বর্তমান সরকার সারাদেশে গণমুখী ও বাসযোগ্য টেকসই গ্রামীণ সমাজ ব্যবস্থা নিশ্চিত করার জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সুষম উন্নয়ন নীতিতে বিশ্বাস করে। এ নীতিতে বরিশালসহ সারাদেশে সমন্বিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন, বরিশাল জেলার প্রতিটি উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে রেকর্ড পরিমাণ উন্নয়ন কাজ সফলভাবে চলছে। তিনি এসব কর্মসূচির সুফল বরিশালবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে ত্যাগের মনোভাব নিয়ে জনপ্রতিনিধিগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বরিশালের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।
#
আহসান/সায়েম/মোশারফ/সেলিম/২০২৪/১৯৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৯৭
পরিষ্কার জ্বালানির রূপান্তরে প্রকৌশলীদের পথপ্রদর্শক হতে হবে
-- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ২৪ ফাল্গুন, ৮ মার্চ:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিষ্কার জ্বালানির রূপান্তরে প্রকৌশলীদের পথপ্রদর্শক হতে হবে। উপযুক্ততা ও দক্ষতা দিয়েই নিজেদের অবস্থান সুদৃঢ় করতে হয়। নারীরা যেহেতু কর্মক্ষেত্রে বেশি সময় দেয় আন্তরিকতার সাথে কাজ করে, তাই বাংলাদেশে সুষম উন্নয়ন হচ্ছে।
প্রতিমন্ত্রী আজ, ঢাকার একটি হোটেলে শক্তিকন্যা লিডারশিপ কোহর্ট ২০২৩-এর স্নাতক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী প্রতিটি খাতেই নারীদের জন্য উপযুক্ত পরিবেশ ও সুযোগ সৃষ্টি করেছেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে নারী প্রকৌশলীরা দক্ষতা ও সুনামের সাথে কাজ করছে। সাশ্রয়ী ও পরিষ্কার জ্বালানি ব্যবহার বাড়াতে নারী পেশাজীবীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। আমরা দৃঢ়তার সাথে বলতে পারি বাংলাদেশে নারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করব।
ইঞ্জিনিয়ারিং এবং STEM (Science Technology Education Maths) খাতে তরুণ মহিলাদের ক্ষমতায়নের জন্য আন্তর্জাতিক নারী দিবসে শক্তিকন্যা লিডারশিপ কোহর্ট-এর দ্বিতীয় কোহর্ট অনুষ্ঠিত হয়। বাংলাদেশে সবুজ জ্বালানির বিকাশে নারী নেতৃত্বের প্রকাশ ও প্লাটফর্ম তৈরি করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। ৫ টি দল সলভ-এ-থন থেকে ৫০ হাজার টাকা পেয়েছে এবং ৪ জন বিজয়ী শ্রীলঙ্কায় WePOWER কনফারেন্সে যোগ দেবেন। এ সময় অন্যান্যের মাঝে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান, সেডার চেয়ারম্যান মনীরা সুলতানা, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের চার্জ ডি অ্যাফেয়ার্স (Dr Bernd Spanier) বিশ্ব ব্যাংকের অপারেশন ম্যানেজার গেইল মার্টিন পিএইচডি (Gayle Martin PhD) বক্তব্য রাখেন।
#
আসলাম/সায়েম/মোশারফ/শামীম/২০২৪/২১০৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪৯৬
উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
-- সমবায় প্রতিমন্ত্রী
পুঠিয়া, রাজশাহী, ২৪ ফাল্গুন (৮ মার্চ) :
উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ।
প্রতিমন্ত্রী আজ রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পিএন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তাঁকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা এ দেশটাকে স্বাধীন করেছেন বলেই আজকে আমরা বিভিন্ন পদ পদবিতে আসীন হতে পারছি। জাতির পিতার লক্ষ্য ছিল দারিদ্র্য ও ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়া। আর সেই সোনার বাংলা গড়ার লক্ষ্যে তাঁরই সুযোগ্য কন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারি দল, বিরোধী দল সকল কিছুর ঊর্ধ্বে উঠে উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলায় জেলায় আইসিটি পার্ক, ডিজিটাল শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ২০২৪ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ধাপে ধাপে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা।
জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আপনারা আমাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রিত্ব দিয়ে গর্বিত করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা অনন্য সাধারণ প্রাপ্তি। পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্ব আজ বিশ্বে প্রশংসিত হচ্ছে। তাই আজকে নারী দিবসে সকল নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধাজ্ঞাপন করছি। তিনি বলেন, একসময় বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করা হয়েছে, উপহাস করা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উচ্চতর আসনে স্থান পেয়েছে। পৃথিবীর পরাশক্তিরা এখন আমাদের পাশে চায়।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম ইকরামুল হকের সভাপতিত্বে গণসংবর্ধনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু, পুঠিয়া ইউএনও একেএম নূর হোসেন নির্ঝর, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
#
হাবীব/সায়েম/মোশারফ/সেলিম/২০২৪/২০৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৯৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নারীশক্তির উদাহরণ হিসেবে উজ্জীবিত করছেন নারীদের
--- ড. কামাল আব্দুল নাসের চৌধুরী
ঢাকা, ২৪ ফাল্গুন, ৮ মার্চ:
প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীশক্তির উদাহরণ হিসেবে উজ্জীবিত করছেন নারীদের। তাঁর প্রভাবে ও নেতৃত্ব গুণে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
আজ বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে কাঁচখেলা রেপারটরি থিয়েটার আয়োজিত ‘তীর- কাঁচখেলা নাট্য উৎসব ও নাট্য সম্মাননা ২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কামাল আবদুল নাসের চৌধুরী এ কথা বলেন। বিশ্বের সকল নারীর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি আরো বলেন, বাংলাদেশের অগ্রযাত্রায় সংস্কৃতির অন্য শাখার মতো মঞ্চনাটকেরও ভূমিকা আছে যেখানে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে বিনিয়োগ জরুরি।
অনুষ্ঠানে একক নাটকে মেধার স্বাক্ষর রাখা ৮ মঞ্চাভিনেত্রী মোমেনা চৌধুরী, রোজী সিদ্দিকী, নাজনীন হাসান চুমকি, জুয়েনা শবনম, শামসি আরা সায়েকা, হাসিনা সাফিনা বানু উর্মি, সৈয়দা নওশীন ইসলাম দিশা ও তনিমা হামিদের হাতে ‘তীর-কাঁচখেলা নাট্য সম্মাননা ২০২৪’ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিম, এমপি, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক আফরোজা পারভীন, খ্যাতিমান অভিনেত্রী ফাল্গুনী হামিদ এবং সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী।
#
সামাদ/সায়েম/মোশারফ/শামীম/২০২৪/২০১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪৯৪
হাওর অঞ্চল হবে অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু
-- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
ঢাকা, ২৪ ফাল্গুন (৮ মার্চ) :
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান বলেছেন, হাওর অঞ্চলের সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে হাওর অঞ্চল হবে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এজন্য সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করে আমাদের হাওর অঞ্চলের সম্ভাবনা খুঁজে বের করতে হবে।
আজ ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে বৃহত্তর ময়মনসিংহ গবেষণা ফাউন্ডেশন আয়োজিত ‘হাওরের সম্ভাবনা : প্রাপ্তি ও সংকট উত্তরণের পথরেখা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতাকালে মন্ত্রী এসব কথা বলেন।
বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. সাজ্জাদুল হাসান এমপির সভাপতিত্বে বৃহত্তর ময়মনসিংহ গবেষণা ফাউন্ডেশনের সেমিনারে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার এবং ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, হাওর অঞ্চল হচ্ছে জীববৈচিত্র্যের এক অপার আধার। হাওরকেন্দ্রিক অর্থনীতির যে ব্যাপক সম্ভাবনা রয়েছে তা কাজে লাগাতে বহুমুখী ও পরিকল্পিত উপায়ে উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়নে সঠিক পদক্ষেপ নিতে হবে। হাওর অঞ্চলের উন্নয়নকে জাতীয় উন্নয়নের মুলধারায় সম্পৃক্ত করা গেলে শেখ হাসিনার হাত ধরে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, হাওর অঞ্চলে মাছের উৎপাদন মূলত ব্যাহত হয় স্থায়ী অভয়াশ্রমের অভাবে, ক্ষতিকর চায়না জালের ব্যবহার, ডিম ওয়ালা মাছ ও পোনানিধন, ইজারা প্রথা, সেচ দিয়ে মাছ শিকার, জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার এবং হাওরের গভীরতা কমে যাওয়ায় শুষ্ক মৌসুমে পানিশূন্য হয়ে পড়ার কারণে। তিনি এসব সমস্যা সমাধানের জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের তাগিদ দেন। তিনি বলেন, হাওর অঞ্চলে বোরোর আবাদ ও উৎপাদনশীলতা বৃদ্ধি ও মৎস্য সম্পদ উন্নয়নের জন্য সঠিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি ভিত্তিতে করতে হবে। হাওর এলাকার জীবন ব্যবস্থায় অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিত্তি অনেকটা পানি বিজড়িত উল্লেখ করে মন্ত্রী বলেন, পানির সাথে সম্পর্কিত কর্মকাণ্ড যেমন ধান চাষ, মাছ চাষ, হাঁস পালন, নৌকা যোগাযোগ ইত্যাদি বিষয়ে বিশেষ নজর দিতে হবে।
মন্ত্রী জানান, স্বাধীনতার পর হাওর অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে হাওর উন্নয়ন বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিলেন। সে ধারাবাহিকতায় হাওর এলাকার জনজীবন, জীবিকা, পরিবেশসহ সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ২০১২ সাল থেকে ২০৩২ সাল পর্যন্ত ২০ বছর মেয়াদি একটি হাওর মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
#
নাজমুল/সায়েম/মোশারফ/সেলিম/২০২৪/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪৯৩
জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন গণপূর্তমন্ত্রী
প্যারিস, ফ্রান্স, ৮ মার্চ :
জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
আজ ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত বিল্ডিংস এন্ড ক্লাইমেট গ্লোবাল ফোরাম-২০২৪ আয়োজিত মিনিস্টারিয়াল রাউন্ড টেবিল বৈঠকে মন্ত্রী এ সহযোগিতার কথা উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলা সম্ভব নয়। জলবায়ু পরিবর্তন পর্যায়ক্রমে সবার ওপর বিশেষ করে বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশে অধিক মাত্রায় প্রভাব ফেলবে। এর প্রভাব মোকাবিলায় প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা। আর এই আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র তৈরিতে এই সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ কম কার্বন নিঃসরণকারী দেশ হলেও সবচেয়ে ক্ষতিগ্রস্তদের তালিকায় অন্যতম। তিনি জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে ফোরামকে অবহিত করেন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে মুজিব প্রস্পারেটিভ প্লান (২০২২-২০৪১) এর আওতায় ১০০ মিলিয়ন ডলারের তহবিল গঠন করেছেন বলে মন্ত্রিসভাকে অবহিত করেন।
এই আন্তর্জাতিক কনফারেন্স দুর্যোগ সহনীয় স্থাপনা গড়ে তুলতে নিত্যনতুন ধারণা ও উদ্ভাবন বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, ঘূর্ণিঝড়, সাইক্লোন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততাসহ বিভিন্ন দুর্যোগ প্রতিনিয়ত বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে থাকে। সমীক্ষামতে প্রতিবছর দুর্যোগে গড়ে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রায় দুই শতাংশ সমপরিমাণ কমে যায়। বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশের জন্য এ ধরনের সেমিনার যথেষ্ট তাৎপর্যপূর্ণ ও সহায়ক ভূমিকা পালনে সক্ষম বলে তিনি মন্তব্য করেন।
সরকার জিটুজি, বিজনেস টু বিজনেস এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে যেকোনো সহযোগিতা গ্রহণের জন্য প্রস্তুত বলে মন্ত্রী উল্লেখ করেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, নিতান্ত প্রয়োজন সত্ত্বেও উন্নয়নশীল দেশের জন্য ২০২১ সালে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন পনেরো শতাংশ হ্রাস পেয়েছে। এক্ষেত্রে প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রো বাংলাদেশকে এক বিলিয়ন ইউরো আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেওয়ায় মন্ত্রী তাঁর উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশসহ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) এর ৩৭টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
#
রেজাউল/সায়েম/মোশারফ/সেলিম/২০২৪/১৯৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৯২
আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক : আরো জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা
দুবাই (আরব আমিরাত), ৮ মার্চ :
সংযুক্ত আরব আমিরাত সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সে দেশের মানবসম্পদ ও এমিরেটাইজেশন বিষয়ক মন্ত্রী ড. আব্দুল রহমান আল আওয়ারের সাথে বৈঠক করেছেন।
আজ দুবাইয়ে মন্ত্রী আব্দুল রহমান আল আওয়ারের কার্যালয়ে এই বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদির মধ্যে আমিরাতে বাংলাদেশি স্নাতক নার্স, কেয়ারগিভার, স্বাস্থ্যসেবা টেকনিশিয়ান, কৃষিবিদ ও কৃষক এবং বিভিন্ন পেশাজীবীসহ সব কর্ম অঙ্গনে আরো বাংলাদেশি নাগরিকদের নিয়োগের বিষয় নিয়ে আলোচনা করেন দুই মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের সকল ট্রেডে সকল শ্রেণির বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা পুনরায় চালু করা, ভিসা পদ্ধতি সহজ করা এবং এক নিয়োগকর্তার কাছ থেকে অন্য নিয়োগকর্তার কাছে ওয়ার্ক পারমিট স্থানান্তর সহজীকরণের অনুরোধ জানান।
আমিরাতের মানবসম্পদ মন্ত্রী বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানে কোনো বাধা নেই জানিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাত সরকার প্রযুক্তি-চালিত চাকরির বাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ কর্মী নিয়োগের ওপর জোর দিচ্ছে। তিনি সংযুক্ত আরব আমিরাতের কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনা প্রক্রিয়া করার জন্য এআই এবং সম্পর্কিত সফ্টওয়্যার ব্যবহার সম্পর্কে অবহিত করেন এবং চাকরি প্রার্থীদের দক্ষতা যাচাই পদ্ধতি তুলে ধরেন।
এই প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী আমিরাতগামী কর্মীবাহিনীর দক্ষতা বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকারের উদ্যোগ সম্পর্কে জানান এবং সেখানকার চাকরির বাজারের চাহিদা অনুসারে বাংলাদেশি কর্মীদের প্রস্তুত করতে সংযুক্ত আরব আমিরাতের ভাষা প্রশিক্ষক নিয়োগের কথা জানান।
বৈঠকে মন্ত্রী ড. হাছান কুয়েত সরকারের বাংলাদেশি নার্স নিয়োগের কথা উল্লেখ করে বাংলাদেশ থেকে যোগ্য নার্স ও চিকিৎসা পেশাজীবী নিয়োগের জন্য আমিরাত পক্ষকে অনুরোধ করেন। সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী প্রস্তাবকে স্বাগত জানিয়ে ঢাকায় আসন্ন যৌথ কারিগরি কমিটির বৈঠকে কুয়েতি নিয়োগের মডেল পরীক্ষা করবেন বলে আশ্বাস দেন। উভয় পক্ষ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের কল্যাণমূলক বিষয় নিয়েও আলোচনা করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এ সময় সাইন অভ্ করা নাবিকদের সিডিসি নিয়ে দেশে ফেরার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের বন্দরগুলো ব্যবহারের চ্যালেঞ্জগুলোর কথা গুরুত্বসহ উত্থাপন করলে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী এটি তার মন্ত্রণালয় জরুরিভাবে দেখবে বলে আশ্বস্ত করেন।
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর, দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া শাখার মহাপরিচালক বৈঠকে উপস্থিত ছিলেন। এ দিন সন্ধ্যায় আবুধাবির আল আইন শহরের রয়্যাল প্যালেসে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে দুই দিনের সফরে মন্ত্রী ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে সেখানে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে একটি কমিউনিটি মিটিংয়ে যোগ দেবেন এবং অন্যান্য বিশিষ্টজনের সঙ্গে সাক্ষাৎ করবেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা মন্ত্রীর সঙ্গে রয়েছেন।
#
আকরাম/সায়েম/মোশারফ/শামীম/২০২৪/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৯১
চট্টগ্রামে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত
চট্টগ্রাম, ২৪ ফাল্গুন, ৮ মার্চ:
আজ আন্তর্জাতিক নারী দিবস। নারীদের কাজের স্বীকৃতি প্রদান, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে ‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এ প্রতিপাদ্য সামনে রেখে প্রতি বছরের ন্যায় চট্টগ্রামে দিনটি পালিত হয়েছে।
দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে চট্টগ্রামে কর্মরত সংশ্লিষ্ট এনজিও এবং নিবন্ধনকৃত সমিতিসমূহের সহযোগিতায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং সার্কিট হাউস প্রাঙ্গণে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান এর সভাপতিত্বে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাধবী বড়ুয়াসহ বিভিন্ন এনজিও, নিবন্ধনকৃত সমিতিসমূহের প্রধানগণ বক্তৃতা করেন।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক লুৎফুন নাহার প্রধান অতিথি হিসেবে তার বক্তৃতায় বলেন, একসময় প্রত্যেকের প্রত্যাশা থাকতো একটা পুত্র সন্তানের। কন্যা সন্তন হলে অভিভাবকরা মন খারাপ করতেন। সে সময় নারীদের সুযোগ সুবিধাও ছিল অনেক কম। সময়ের সাথে সাথে সে অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। নারীরা এখন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসি, এসপি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে চ্যালেঞ্জিং পর্যায়ে কাজ করছে। বর্তমানে জল, স্থল ও অন্তরীক্ষে পুরুষের পাশাপাশি নারীরাও দেশের জন্য অবদান রাখছে।
বক্তারা বলেন, নারীর উন্নয়নে শুধু সরকারের বিনিয়োগ যথেষ্ট নয়, এর পাশাপাশি বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকেও নানাবিধ নারীবান্ধব উন্নয়ন প্রকল্প নিয়ে নারীদের পাশে থাকতে হবে। একজন কন্যা সন্তানকে যদি শিশু বয়স থেকে শিক্ষা-দীক্ষায়, সামাজিক-সংস্কৃতিক প্রঙ্গণে বিচরণে পর্যাপ্ত সু