Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ মে ২০১৬

তথ্যবিবরণী ৩০/০৫/২০১৬

তথ্যবিবরণী                                                 নম্বর : ১৮০৩

সরকারের সাফল্য ও উন্নয়ন বিষয়ে তথ্য অফিসের উদ্যোগে আলোচনাসভা


সিলেট, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে) :

    আজ সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

    সিলেট-৪ আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া জেসমিন মিলি।
    
    প্রধান অতিথির বক্তব্যে ইমরান আহমদ বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের মাধ্যমে সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে সক্ষম হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগসহ সকল স্তরে যুগান্তকারী উন্নয়নের ফলে দেশ এগিয়ে যাচ্ছে উন্নতির শিখরে। এর ধারাবাহিকতা বজায় রাখতে সাংবাদিক সমাজকে তাঁদের লেখনীর মাধ্যমে উন্নয়ন বার্তা ব্যাপকভাবে প্রচারের আহ্বান জানান তিনি। সরকারের সকল উন্নয়ন কর্মকা-ে জনসম্পৃক্ততা বাড়াতে এ ধরনের কর্মসূচি ব্যাপকভাবে প্রত্যন্ত অঞ্চলে বাস্তবায়নের পরামর্শ প্রদান করেন তিনি।   

    অনুষ্ঠানের শেষ পর্যায়ে উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

#
মিলি/আফরাজ/মোশাররফ/মোশারফ/আব্বাস/২০১৬/২০৪০ ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮০২
সিউলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্যাপিত
সিউল, (দক্ষিণ কোরিয়া) ৩০ মে :   
    দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশ দূতাবাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম-জয়ন্তী উদযাপনের জন্য বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
    রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি আর বাংলা সাহিত্যের এই দুই দিকপালের কবিতা আবৃত্তি দিয়ে সাজানো জন্ম জয়ন্তীর মূল আকর্ষন ছিলো এক কোরিয়ান শিল্পীর রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা। সিউলের বাংলাদেশ দূতাবাস বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য কোরিয়ার জনগণের মাঝে তুলে ধরতে নিয়মিতভাবে দূতাবাসের বিভিন্ন আয়োজনে কোরিয়ানদের অংশগ্রহনের উদ্যোগ নিয়েছে। প্রায় বিশ বছর ধরে বাংলা ও রবীন্দ্রচর্চ্চারত এই কোরিয়ান গায়িকা মিজ সং ইউ রি তাঁর সুললিত কন্ঠে রবীন্দ্রসঙ্গীত গেয়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের মন জয় করেন। এছাড়াও, সাংস্কৃতিক অনুষ্ঠানে  শিশুশিল্পীসহ অন্যান্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
    এর আগে, অনুষ্ঠানের প্রথমপর্বে আলোচকগণ বাঙালি সংস্কৃতির বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের অবদানের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন। দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকার রহমান জাতীয় জীবনে রবীন্দ্র-নজরুলের গুরুত্বপূর্ন প্রভাব বর্ণনা করে একটি অসাস্প্রদায়িক ও শোষণহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় রবীন্দ্র-নজরুলের ভাবাদর্শে উজ্জীবিত হতে তরুণ প্রজন্মকে আহ্বান জানান।
#

আফরাজ/সেলিম/জয়নুল/২০১৬/১৯৩৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৮০১

প্রসূতি মায়েদের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করবে সরকার
                                                        -- স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে) :

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রসূতি মায়ের নিরাপদ প্রসব নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক অ্যাম্বুলেন্স সেবা চালু করবে সরকার। স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করাতে নির্দিষ্ট এই অ্যাম্বুলেন্সের সেবা নিতে পারবে সাধারণ প্রসূতি নারী। অচিরেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়ে মন্ত্রী এ কাজে সাহায্য করার জন্য সহযোগী সংস্থাগুলোর সহায়তা কামনা করে বলেন, মৌলিক স্বাস্থ্যসেবার উন্নয়নে বাজেট বরাদ্দ বৃদ্ধির কোন বিকল্প নাই।

    মন্ত্রী আজ ঢাকায় ইউনিসেফের সহযোগিতায় দৈনিক প্রথম আলো আয়োজিত সকল প্রসূতির জন্য মানসম্মত সেবা আমাদের অঙ্গীকার বিষয়ক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ইউনিসেফ এর সহযোগিতায় রাজধানীর প্রথম আলো কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক আসাদুল ইসলাম, কানাডার রাষ্ট্রদূত বেনোইত পিয়েরে লারামি, কোরিয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির বাংলাদেশ প্রতিনিধি জো হাইয়ুন গুইসহ পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ইউনিসেফ, আইসিডিডিআরবি, ইউএনএফপিও, সেভ দ্য চিলড্রেন, ইউএসএআইডির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নেন।

    মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছরের নীচে করা হবে না একথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাল্যবিবাহ নিরাপদ প্রসবের জন্য বড় বাধা। বাল্যবিবাহ প্রতিরোধে দারিদ্র্য বিমোচন, শিক্ষার হার বাড়ানো, নারীর অর্থনৈতিক মুক্তি এবং নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের তথ্য তুলে ধরে তিনি বলেন, সরকারের এসব উদ্যোগের পাশাপাশি বাল্যবিবাহের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে। এক্ষেত্রে সুশীল সমাজ, গণমাধ্যম ও ধর্মীয় নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। 

    তিনি বলেন, বর্তমানে গ্রামে ডাক্তার সংকট নেই। সরকারের কঠোর মনিটরিংয়ের কারণে গ্রামের মানুষ চিকিৎসা পাচ্ছে। উপজেলা পর্যায়ে অ্যানেস্থেশিস্ট সংকট দূর করতে ৩৪তম বিসিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের এক বছরের বিশেষ প্রশিক্ষণ প্রদান করে উপজেলা পর্যায়ে পদায়ন করা হবে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, অ্যানেস্থেশিয়ায় সাহায্য করে গ্রামের হাসপাতালে নিরাপদ প্রসব নিশ্চিত করতে নতুন চিকিৎসকরা ভূমিকা রাখবেন যা মাতৃমৃত্যু হার হ্রাসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।

#
পরীক্ষিৎ/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৭৩৪ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৮০০

অবৈধ কারেন্ট জাল আটক

ঢাকা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে) :

    মৎস্য সম্পদ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে আজ ঢাকা জোনের সার্বিক দিকনির্দেশনায় নারায়ণগঞ্জ জেলার কোস্টগার্ড স্টেশন পাগলার একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে ‘এমভি  লামিয়া’ যাত্রীবাহী লঞ্চ হতে মালিকবিহীন অবস্থায় 
৪ লাখ ৮৮ হাজার ৬শ’ বর্গমিটার অবৈধ নতুন কারেন্ট জাল আটক করে। আটককৃত কারেন্ট জালের মূল্য প্রায় সাতানব্বই লাখ বাহাত্তর হাজার টাকা। 

    আটককৃত কারেন্ট জালগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মৎস্য অফিসারের নিকট হস্তান্তর করা হয় এবং পরে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।  

    এদিকে কোস্টগার্ডের অপর একটি অপারেশন দল আজ পদ¥া নদীর মাওয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৮ ড্রাম অবৈধ গলদা চিংড়ি রেণু আটক করে।

#
এনায়েত/আফরাজ/মোশাররফ/মোশারফ/আব্বাস/২০১৬/১৯২০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৭৯৯


কারেন্সি নোট হিসেবে পাঁচ টাকার নোট চালু ৫ জুন
ঢাকা, ৩০ মে (১৬ জ্যৈষ্ঠ) :   
    পাঁচ টাকার কারেন্সি নোট অর্থসচিবের স¦াক্ষরে নতুন নোট আকারে মুদ্রণ করা হয়েছে, যা আগামী ৫ জুন রোববার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস হতে ইস্যু করা হবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও নোটটি ইস্যু করা হবে। পাঁচ টাকার নোটকে ব্যাংক নোটের পরিবর্তে কারেন্সি নোটে রূপান্তরের বিষয়ে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ গত ২১ নভেম্বর সম¥তি প্রদান করেন।
    অর্থসচিব স¦াক্ষরিত পাঁচ টাকার কারেন্সি নোটের সম্মুখ পৃষ্ঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতি, জাতীয় স্মৃতিসৌধ এবং অপর পৃষ্ঠে রাজশাহীর ক্রসুম্বা মসজিদের ছবি রয়েছে। নতুন নোটের সম্মুখ ও পশ্চাদপৃষ্ঠের উপরিভাগে ‘বাংলাদেশ ব্যাংক’ এর পরিবর্তে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ লেখা থাকবে। তাছাড়া বাংলাদেশ ব্যাংকের মনোগ্রামের স্থলে বাংলাদেশের জাতীয় প্রতীক থাকবে। লিগ্যাল টেন্ডার বা কারেন্সি নোট হওয়ায় এ নোটের সম্মুখপৃষ্ঠের মধ্যখানে ‘চাহিবামাত্র ইহার বাহককে পাঁচ টাকা দিতে বাধ্য থাকিবে’ লেখাটি থাকবে না।
    উল্লেখ্য, নতুন নোটের রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের অনুরূপ থাকবে। নতুন মুদ্রিত উপরোক্ত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা পাঁচ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রা যুগপৎ চালু থাকবে।

#

শাহেদ/আফরাজ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/১৮২৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৭৯৮

নৌপরিবহণ মন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ঢাকা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে) :

নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খানের রোগমুক্তি কামনায় আজ নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  

    মিলাদ ও দোয়া মাহফিলে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়। নৌপরিবহণ মন্ত্রণালয় এ অনুষ্ঠান আয়োজন করে।

    মিলাদ মাহফিলে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, জিকরুর রেজা খানম ও আব্দুল কুদ্দুস খানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, সম্প্রতি সিঙ্গাপুরে মন্ত্রীর প্রোস্টেট অপারেশন হয়। অপারেশন স্থানে সমস্যা দেখা দেয়ায় তিনি শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। তিনি হাসপাতালের ইউরোলজির অধ্যাপক ডা. হাবিবুর রহমানের তত্ত্বাবধানে রয়েছেন। চিকিৎসক তাঁকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।


#
জাহাঙ্গীর/আফরাজ/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৬/১৭৩৯ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৭৯৭


রমজানে শ্রমিকদের জন্য অর্ধ ঘণ্টা কর্মবিরতির আদেশ
ঢাকা, ৩০ মে (১৬ জ্যৈষ্ঠ) :   
    বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ৩২৪(৩) ধারার ক্ষমতাবলে এ আইনের ১০১(ক) ধারার বিধানের কার্যকারিতা নি¤œলিখিত শর্তে ২০১৬ সালের পবিত্র রমজান মাসের জন্য স্থগিত করা হয়েছে।
    শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শ্রমিক ও কর্মচারীকে বিশ্রামের জন্য প্রতি কর্মদিবসে কমপক্ষে অর্ধ ঘণ্টা কর্মবিরতি প্রদান করতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সাপ্তাহিক সাধারণ কার্যকলাপের মেয়াদ কমপক্ষে ২ ঘণ্টা ৩০ মিনিট হ্রাস করতে হবে।    
    কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে সম্প্রতি এ স্থগিতাদেশ জারি করা হয়।

#

আফরাজ/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৬/১৭৩০ঘণ্টা

Handout                                                                                      Number : 1796 

 

Sobhan Sikder appointed Ambassador to Italy

 

Dhaka, 30 May :

 

 Government has decided to appoint Abdus Sobhan Sikder as the next Ambassador of Bangladesh to Italy.

 

          Abdus Sobhan Sikder was a member of BCS (Administration) cadre. He was the former Principal Secretary to Prime Minister. He was also the Senior Secretary of the Ministry of Public Administration. In his distinguished career, Sikder also served as the Secretary of Ministry of Home Affairs, Ministry of Shipping and IMED. He also served as the Director General of Bangladesh Rural Development Board (BRDB).

 

          Sikder completed his Bachelor and Masters degree from the University of Dhaka in English Literature. He also did a Post Graduate Diploma in Development Administration from Manchester University of UK. In personal life, he is married.  

 

#

Kamruzzaman/Afraz/Mosharof/Abbas/2016/1720 Hours

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৭৯৫

মিলানে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালিত
ঢাকা, ৩০ মে (১৬ জ্যৈষ্ঠ) :      
    বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ২৯ মে ভিয়া পাদোভা এলাকায় একটি স্থানীয় হলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ও পিঠা উৎসবের আয়োজন করে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের বিস্ময়কর প্রতিভাকে পরম শ্্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করে কনস্যুলেট। সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
    অনুষ্ঠানে     একক ও সম্মিলিত রবীন্দ্র ও নজরুল সঙ্গীত, নৃত্য, রবীন্দ্র-নজরুল রচনা থেকে পাঠ, আবৃত্তি এবং নজরুলের জীবনভিত্তিক একটি নাটিকা পরিবেশন করা হয় । 
    অনুষ্ঠানে মিলান এর কনসাল জেনারেল মিজ রেজিনা আহমেদ বলেন, বাংলা সাহিত্যকে রবীন্দ্র-নজরুলের মতো আর কেউ সমৃদ্ধ করতে পারেননি। একদিকে কবিগুরুর বাণী শান্তি ও সাম্যের ডাক দিয়েছে। অন্যদিকে জাতীয় কবির দ্রোহভরা উচ্চারণ জাতিকে অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা যুগিয়েছে। রবীন্দ্রনাথ ও নজরুলকে নিয়ে বিখ্যাত কথা সাহিত্যিকদের লেখা থেকে তিনি পাঠ করে শোনান। তাদেরমধ্যে নোবেল বিজয়ী অমর্ত্য সেন, ড. মিহির কান্তি চৌধুরী কামিল্যা, ওয়াহিদুল হক, রফিকুল ইসলাম ও সনজীদা খাতুন প্রমুখ উল্লেখযোগ্য। 
    তরুণ প্রজন্মকে বিশেষভাবে এই দুই কবির সাহিত্যকর্ম পাঠের জন্য তিনি আহবান জানান। 
    অনুষ্ঠানে কনস্যুলেটের সকল সদস্য ও তাদের পরিবারসহ প্রায় দু’শ বাংলাদেশি ইতালীয় নাগরিক এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

#

নাফিসা/মোবাস্বেরা/নুসরাত/গিয়াস/শামীম/২০১৬/১৫৪৩ ঘণ্টা   

থ্যবিবরণী                                                                                        নম্বর : ১৭৯৩

থাইল্যান্ডে ডিউটি-কোটা ফ্রি সুবিধা এবং বাংলাদেশে বিনিয়োগে বাণিজ্যমন্ত্রীর আহ্বান  

ব্যাংকক, থাইল্যান্ড, ৩০ মে :

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে আগ্রহী। থাইল্যান্ডের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানির জন্য ডিউটি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা প্রয়োজন। থাইল্যান্ড এ মুহুর্তে বাংলাদেশের ৬৯৯৮টি পণ্যের উপর এ বাণিজ্য সুবিধা প্রদান করছে। বাংলাদেশের সকল পণ্যের জন্য এ বাণিজ্য সুবিধা প্রয়োজন। এতে করে থাইল্যান্ডের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়বে। মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার দেশের বিভিন্ন অঞ্চলে ১০০টি স্পেশাল ইকনমিক জোন গড়ে তুলছে। বিভিন্ন দেশ সেখানে বিনিয়োগ করছে। থাইল্যান্ড এখানে বিনিয়োগ করলে সরকার চাহিদা মোতাবেক সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করবে এবং  থাইল্যান্ডের বিনিয়োগকারীগণ লাভবান হবেন।
    আজ বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টারে তিনদিন ব্যাপী সিঙ্গেল কান্ট্রি ফেয়ার ‘বাংলাদেশ ট্রেড এন্ড ইনভেষ্টমেন্ট এক্সপো-২০১৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে মন্ত্রী এসব কথা বলেন।  
    যৌথ ভাবে এক্সপোর উদ্বোধন করে থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী এপিরাদি টানট্রাপর্ন বলেন, থাইল্যান্ড বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। বাংলাদেশ যাতে থাইল্যান্ডের বাজারে রপ্তানি বৃদ্ধি করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। থাইল্যান্ডের বিনিয়োগকারীগণ বাংলাদেশে বিনিযোগ করতে আগ্রহী। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের আমন্ত্রণ গ্রহণ করে তিনি বলেন, থাইল্যান্ডের ব্যবসায়ীগণ বাংলাদেশ সফর করে বিনিয়োগের সুযোগ গ্রহণ করবেন। থাইল্যান্ডের বাজারে বাংলাদেশের তৈরি জুট ব্যাগের প্রচুর চাহিদা রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ রপ্তানি বৃদ্ধি করতে পারে।
    বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এ অঞ্চলে অনেক এগিয়ে। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ পৃথিবীর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে।    
    উল্লেখ্য, থাইল্যান্ডে এটাই বাংলাদেশের প্রথম সিঙ্গেল কান্ট্রি ফেয়ার। বাংলাদেশের ৫৫ টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছে।
    বাংলাদেশের ডাক, টোলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী তারানা হালিম এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুম্কি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
    অন্যান্যের মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ, জালানী ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান মাফরুহা সুলতানা, এফবিসিসিআই এর প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহাম্মাদ এবং থাই চেম্বার অভ্ কমার্স এন্ড বোর্ড অভ্ ট্রেড এর চেয়ারম্যান ইসারা ভংকুসোলকিট অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
#

লতিফ/মোবাস্বেরা/গিয়াস/আসমা/২০১৬/১৬১৫ ঘণ্টা

 

বজ্রপাত থেকে নিরাপদ থাকতে
নিজে জানুন, অন্যকে জানান

  •  এপ্রিল-জুন মাসে বজ্রবৃষ্টি বেশি হয়, বজ্রপাতের সময়সীমা সাধারণত ৩০-৪৫ মিনিট স্থায়ী হয়। এসময়টুকু ঘরে অবস্থান করুন।
  •  ঘন কালো মেঘ দেখা দিলে ঘর থেকে বের হবেন না, অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পড়ে বাইরে বের হতে পারেন।
  • বজ্রপাতের সময় খোলা জায়গা, খোলা মাঠ অথবা উঁচু স্থানে থাকবেন না।
  • বজ্রপাতের সময় ধানক্ষেত বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে থাকুন।
  • যতদ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। টিনের চালা যথাসম্ভব এড়িয়ে চলুন।
  • উঁচু গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ও তার বা ধাতব খুটি, মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন।
  • কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা বা জলাশয় থেকে দূরে থাকুন।
  • বজ্রপাতের সময় গাড়ির ভেতর অবস্থান করলে গাড়ির ধাতব অংশের সাথে শরীরের সংযোগ ঘটাবেন না, সম্ভব হলে গাড়িটি নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।
  • বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি ও বারান্দায় থাকবেন না। জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন।
  • বজ্রপাতের সময় মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ল্যান্ডফোন, টিভি, ফ্রিজসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকুন এবং এগুলো বন্ধ রাখুন।
  • বজ্রপাতের সময় ধাতব হাতলযুক্ত ছাতা ব্যবহার করবেন না। জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করতে পারবেন।
  • বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন।
  • বজ্রপাতের সময় ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে যাবেন না, তবে এসময় সমুদ্র বা নদীতে থাকলে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন।
  • বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না। প্রতিটি বিল্ডিং-এ বজ্র নিরোধক দন্ড স্থাপন নিশ্চিত করুন।
  • খোলাস্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে দূরে সরে যান।
  • কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান।
  • বজ্রপাতে কেউ আহত হলে বৈদ্যুতিক শকে আহতদের মত করেই চিকিৎসা করতে হবে। প্রয়োজনে দ্রুত চিকিৎসককে ডাকতে হবে বা হাসপাতালে নিতে হবে। বজ্র আহত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস ও হৃৎস্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যেতে হবে।

#
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭৯৪

    
বজ্রপাত সম্পর্কিত স্লোগান প্রচার

ঢাকা, ৩০ মে (১৬ জ্যৈষ্ঠ) :

    সাম্প্রতিক সময়ে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা জনমনে বড়ধরনের শঙ্কা সৃষ্টি করেছে। বজ্রপাতজনিত দুর্ঘটনা/প্রাণহানি এড়াতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জনসচেতনতা তৈরিতে কিছু করণীয় ও পালনীয় বিষয় নির্ধারণ করেছে।
    জনস্বাার্থে সংযুক্ত সতর্কতামূলক বার্তাটি আপনার পত্রিকা/টিভি চ্যানেল/রেডিওতে পুনঃপুন প্রচারের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।    


মোছা: মোবাস্বেরা কাদেরী
সিনিয়র তথ্য অফিসার
সংবাদকক্ষ
ফোন : ৯৫১৪৯৮৮,৯৫১২২৪৬
ফ্যাক্স : ৯৫৪০৯৪

ই-মেইল : ঢ়রফফযধশধ@মসধরষ.পড়স

 

বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১৭৯২
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে) :

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশ্ব তামাকমুক্ত দিবস-২০১৬ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
    “তামাক ও ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।
    তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। উন্নয়নশীল বিশ্বে তামাক সেবন ও ধূমপান প্রতিনিয়ত বেড়ে চলেছে। সেইসাথে মরণব্যাধি ক্যান্সার ও হৃদরোগসহ অন্যান্য রোগেরও বিস্তার ঘটছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে তামাক ও ধূমপানের কারণে বিশ্বে প্রতি বছর প্রায় ৬ মিলিয়ন লোক মৃত্যুবরণ করছে, যা পরিবার সমাজ ও জাতিসমূহের জন্য বিশাল ক্ষতি। ধূমপানসহ তামাকজাত পণ্যের ব্যবহার হ্রাসের মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়নে বিশ্ববাসী আজ সোচ্চার। তরুণ সমাজকে তামাক ও ধূমপানে নিরুৎসাহিত করতে তামাকের ক্ষতিকর দিকগুলো জনসম্মুখে ব্যাপক প্রচার, তামাক উৎপাদন হ্রাস, তামাকজাত পণ্যে উচ্চহারে করারোপ, ধূমপানের মনোলোভা ও রোমাঞ্চকর বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধকরণ, পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধসহ তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথ প্রয়োগ জরুরি বলে আমি মনে করি।
    বিজ্ঞাপনের পাশাপাশি সিগারেটের সুদৃশ্য প্যাকেট ও মোড়ক উঠতি ও তরুণ সমাজকে ধূমপানে উৎসাহিত করে। এ পরিপ্রেক্ষিতে এ বছরের ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ এর প্রতিপাদ্য ‘এবঃ ৎবধফু ভড়ৎ ঢ়ষধরহ ঢ়ধপশধমরহম’ যার ভাবার্থ ‘সাদামাটা মোড়ক-তামাক নিয়ন্ত্রণে আগামী দিন’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি। প্রকৃতপক্ষে, প্রতিটি তামাক পণ্যের মোড়কই, তামাকের একটি চলমান বিজ্ঞাপন। তামাকপণ্যের বাহারি রঙিন মোড়ক, তামাক পণ্যকে আরো আকর্ষণীয় ও লোভনীয়  করে তোলে। তামাকের প্রতি বিজ্ঞাপনের এই আকর্ষণ কমাতে পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশেও সাদামাটা মোড়কের প্রচলন জরুরি বলে মনে করি।  
    বাংলাদেশ সরকার তামাকজাত পণ্যের ব্যবহার হ্রাসসহ ধূমপান রোধে তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেছে। তামাকজাত পণ্যের ব্যবহার প্রতিরোধে আইনের পাশাপাশি জনসচেতনতা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমি সরকারের পাশাপাশি দেশের সিভিল সমাজ, গণমাধ্যম ও ধূমপান বিরোধী সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানাই।
    আমি ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষে গৃহীত কর্মসূচির সাফল্য কামনা করি।
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’’
#
আজাদ/মোবাস্বেরা/গিয়াস/কামাল/২০১৬/১৪৪৫ ঘণ্টা  

বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
 
বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৭৯১
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ৩০ মে (১৬ জ্যৈষ্ঠ) :       

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :  
    “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ৩১ মে ২০১৬ ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উদ্যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।
    তামাকজাত দ্রব্যের ব্যবহার দেশের জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য মারাত্মক হুমকি। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজকে তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে যায়। তামাক সেবন ও ধূমপান ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিসসহ অন্যান্য রোগের ঝুঁকি বাড়ায়। মানুষের মৃত্যু এবং শারীরিক কর্মক্ষমতা হারানোর অন্যতম বড় কারণ ধূমপান।  
    আমাদের সরকার তামাক সেবনের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধিসহ নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করেছে। ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৩’ প্রণয়ন করা হয়েছে। আইনটি কার্যকর করতে ২০১৫ সালে বিধি প্রণয়ন করা হয়েছে। তামাকের ধোঁয়া থেকে অধূমপায়ীদের রক্ষায় সকল কর্মক্ষেত্রকে পাবলিক প্লেসের আওতায় আনা হয়েছে। শিশুদের তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার জন্য এ আইনে শিশুদের নিকট তামাকজাত দ্রব্য ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তামাক সেবনে উৎসাহ সৃষ্টিকারী প্রচার-প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে।      
    বিশ্ব তামাকমুক্ত দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘এবঃ জবধফু ভড়ৎ চষধরহ চধপশধমরহম’ অর্থ্যাৎ ‘সাদামাটা মোড়ক-তামাক নিয়ন্ত্রণে আগামী দিন’ সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি। আমরা তামাকজাত দ্রব্যের মোড়কের ওপর ৫০ ভাগ স্থান জুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ বাধ্যতামূলক করেছি। তামাকের পাশাপাশি মাদক ও নেশাজাতীয় দ্রব্য নিয়ন্ত্রণে আইনের সর্বোচ্চ প্রয়োগের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অচিরেই পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশেও সাদামাটা মোড়কের প্রচলন করতে হবে।  
    একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা এবং উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রয়োজন একটি সুস্থ সবল জনগোষ্ঠী। দেশব্যাপী তামাকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে আমি সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই।    
    আসুন বিশ্ব তামাকমুক্ত দিবসে আমরা যে কোন ধরনের তামাককে না বলি। আমি বিশ্ব তামাকমুক্ত দিবস ২০১৬ এর সার্বিক সাফল্য কামনা করি।    
       জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
            বাংলাদেশ চিরজীবী হোক।”
#


নুরএলাহি/মোবাস্বেরা/গিয়াস/আসমা/২০১৬/১২৩০ ঘণ্টা   
 
বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

 

Todays handout (10).doc