তথ্যবিবরণী নম্বর: ১৯৬২
পেঁয়াজ বীজ কান্ডে বিএডিসির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত
ও এক কর্মকর্তাকে দায়িত্ব পালনে বিরত থাকার আদেশ
ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর):
চলতি মৌসুমে দেশের কয়েকটি জেলায় বিতরণকৃত পেঁয়াজ বীজের অংকুরোদগম হার অস্বাভাবিক কম হওয়ায় কৃষকদের মারাত্মক ক্ষতি হয়েছে মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংশ্লিষ্ট জেলা কৃষি সম্প্রসারণ অফিস ও জেলা প্রশাসকের অফিস থেকে এর প্রাথমিক সত্যতা পাওয়া যায়। প্রেক্ষিতে প্রাথমিকভাবে এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতা পরিলক্ষিত হয়।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০ অনুযায়ী
ড. মোঃ মাহবুবুর রহমান, যুগ্ম পরিচালক, বীজ পরীক্ষাগার, গাবতলী, বিএডিসি, ঢাকা ও আহবায়ক পেঁয়াজ বীজ মূল্যায়ন কমিটি, শাহানা আক্তার, উপপরিচালক, সবজি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, গাবতলী, বিএডিসি, ঢাকা ও সদস্য সচিব, পেঁয়াজ বীজ মূল্যায়ন কমিটিকে ০৯ ডিসেম্বর ২০২৪ তারিখে বিএডিসির সচিব (উপসচিব) ড. কে, এম, মামুন উজ্জামান স্বাক্ষরিত পৃথক আদেশে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়।
একই ঘটনায় মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য, পরিচালক (বীজ ও উদ্যান), বিএডিসি, ঢাকাকে ৯ ডিসেম্বর বিএডিসির চেয়ারম্যান মোঃ রুহুল আমিনের স্বাক্ষরে অর্পিত দায়িত্ব পালনে বিরত রাখার আদেশ জারি করা হয়।
উল্লেখ্য, বিএডিসি কর্তৃক ক্রয়কৃত পেঁয়াজ বীজের তাহিরপুর জাতের শীতকালীন অংকুরোদগম হার ৭ নভেম্বর ২০২৪ বীজ মূল্যায়ন কমিটির প্রতিবেদন অনুযায়ী ৮০% ও ৮১% দেখানো হয়। অথচ কৃষকের মাঠে বিশেষ করে ফরিদপুর ও রাজবাড়ী জেলায় অংকুরোদগম হার ক্ষেত্রবিশেষে ১০% থেকে ২০% হয়। এতে প্রতীয়মান হয় মূল্যায়ন কমিটির প্রতিবেদন যথার্থ ছিল না।
বিষয়টি নিয়ে মন্ত্রণালয় অধিকতর তদন্ত করে জড়িত কর্মকর্তা ও বীজ সরবরাহকারী কোম্পানির বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
#
জাকির/মেহেদী/পবন/রফিকুল/রেজাউর/২০২৪/২১২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৬১
পোশাক শিল্পে বাৎসরিক ইনক্রিমেন্ট শতকরা ৯ ভাগ বৃদ্ধির সুপারিশ
--- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর):
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, পোশাক শিল্পে বাৎসরিক ইনক্রিমেন্ট বিদ্যমান শতকরা ৫ ভাগ বেতন বৃদ্ধির সাথে আরো শতকরা ৪ ভাগ যুক্ত করে সর্বমোট ৯ ভাগ বৃদ্ধির সুপারিশ করা হয়।
উপদেষ্টা বলেন, নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত বাৎসরিক ইনক্রিমেন্ট অর্থাৎ শতকরা ৫ ভাগ বিদ্যমান অবস্থায় অব্যাহত থাকবে। উক্ত সুপারিশকৃত বাৎসরিক ইনক্রিমেন্ট আরো শতকরা ৪ ভাগ বৃদ্ধি ১ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে, যা জানুয়ারি মাসে প্রদানকৃত বেতনের সাথে দেওয়া হবে। বেতন বৃদ্ধির সাথে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সর্বশেষ সংশোধিত) সম্পর্কিত অন্যান্য সুবিধাদিও প্রাসঙ্গিক হবে।
উপদেষ্টা আরো বলেন, এ মজুরি বৃদ্ধি সরকার কর্তৃক পুন:মূল্যায়ণ অথবা নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক পরবর্তী নিম্নতম মজুরি হার ঘোষণা না করা পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি মালিক পক্ষ ও শ্রমিক পক্ষকে দেশের স্বার্থে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান। এক্ষেত্রে পোশাক শিল্পকে বিশ্বমানের পর্যায়ে পৌঁছানোর জন্য শ্রমিকদের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান , পোশাক শিল্প সেক্টরে বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধি সংক্রান্ত সক্ষমতা ও করণীয় বিষয়ক কমিটির সদস্য মোহাম্মদ খোরশেদ আলম, বাবুল আখতার, কবির আহম্মদ,এএনএম সাইফুদ্দীন, ফজলে শামীম এহসানসহ শ্রম অধিদপ্তরের পরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিচালক, নিম্নতম মজুরি বোর্ডের সচিব এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিশাখার যুগ্মসচিব উপস্থিত ছিলেন।
#
মালেক/মেহেদী/পবন/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৪/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৬০
বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে নারীদের জোড়ালো ভূমিকা রয়েছে
ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর):
বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে নারীদের জোড়ালো ভূমিকা দেখা গেলেও আন্দোলন পরবর্তীতে নারীদের কম গুরুত্ব দেয়া হচ্ছে। ন্যায্যতার ভিত্তিতেই নারীদের রাজনীতি ও জাতীয় সংসদে সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য হওয়ার ওপর নারীরা গুরুত্বারোপ করেন।
আজ রাজধানীর ধানমন্ডিতে ডব্লিউভিএ (উইমেন্স ভলেন্টারি এসোসিয়েশন) অডিটোরিয়ামে বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান ও নারী নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সীমা দাস সীমু'র সঞ্চালনায় নারীগ্রত্থ প্রবর্তনা আয়োজিত প্রফেসর অনামিকা হক লিলি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, অধ্যাপক ফ্লোরা সরকার, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির প্রেসিডেন্ট ও বেগম রোকেয়া পদক-২০২৪ প্রাপ্ত তসলিমা আখতার, শিক্ষার্থী সিনথিয়া জাহীন আয়েশা, আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির বাংলাদেশ শাখার সেক্রেটারি নিগার সুলতানা, ড.মোতাহারা বানু প্রমুখসহ বিভিন্ন নারী
নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জুলাই-গণঅভ্যুত্থানে নারীরা মানুষ হিসেবে নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছিলো। আর এ অভ্যুত্থানে নারী জাগরণের মূলে ছিল বেগম রোকেয়া। নির্বাচিত সরকারের চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা অনেক বেশি। কারণ নির্বাচিত সরকার জনগণের নিকট জবাবদিহিতা করতে হয় আর অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা রক্তের কাছে।
সভায় বিভিন্ন সংস্কার কমিশনে নারীদের অধিকার সন্নিবেশিত করার আহ্বান জানিয়ে তারা বলেন, পুরুষদের চেয়ে নারীদের অবদান কেনো অংশে কম নয়। আগামীতে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন তারা চিন্তা-চেতনায় পুরাতন না হয়ে নতুন বাংলাদেশ গড়তে তাদের কাজ করে যেতে হবে।
#
মামুন/মেহেদী/পবন/ফেরদৌস/রফিকুল/রেজাউল/২০২৪/২০১৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৫৯
ঢাকা মহানগরীতে দৃষ্টিনন্দন ১০টি প্রাথমিক স্কুলের কাজ চলমান
--- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর):
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার্থীদের আনন্দের সাথে পাঠ দিতে এবং শিক্ষার পরিবেশ আরো সুন্দর করতে ঢাকা মহানগরীতে দৃষ্টিনন্দন ১০টি প্রাথমিক স্কুল নির্মাণের কাজ চলমান রয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ডিসেম্বরে উদ্বোধন করা হবে। প্রথম পর্যায়ের কাজ শেষে অন্যান্য মেট্রোপলিটন এলাকায়ও এ ধরনের দৃষ্টিনন্দন প্রাথমিক স্কুল নির্মাণ করা হবে।
উপদেষ্টা আজ ঢাকায় শেরেবাংলানগরস্থ বিআইসিসির মিডিয়াবাজার মিলনায়তনে গণসাক্ষরতা অভিযান ও ব্র্যাক শিক্ষা উন্নয়ন ইনস্টিটিউট আয়োজিত ‘প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন ঃ আমাদের করণীয়’ শীর্ষক জাতীয় পর্যায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
গণস্বাক্ষরতা অভিযান এর নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডুকেশন ওয়াচ এর আহ্বায়ক ড. আহমদ মোশতাক রাজা চৌধুরী, ব্র্যাক শিক্ষা উন্নয়ন ইনস্টিটিউট এর সিনিয়র অ্যাডভাইজার ড. মুহাম্মদ মুসা, টিচার ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক নাজমুল হক এবং গণস্বাক্ষরতা অভিযান এর উপপরিচালক তপন কুমার দাশ।
উপদেষ্টা বলেন, ক্লাস্টার ভিত্তিতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বেছে নেয়া হয়েছে। সেসব প্রতিষ্ঠানে শরীর চর্চার শিক্ষক ও সংগীত শিক্ষক নিয়োগ দেয়া হবে। এখানে চারুকলার শিক্ষকের পদ তৈরির বিষয়টি আলোচনায় রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলিং বিষয়ে শিক্ষক নিয়োগের বিষয়টি ভাবা যেতে পারে। তিনি বলেন, শিশুদের 'মিড ডে মিল' দেয়ার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে। প্রথম পর্যায়ে ১৫০টি উপজেলার সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে। এ প্রকল্পটি একনেকে ওঠার অপেক্ষায় রয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু করা হবে।
ডা. বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষায় যেন শিক্ষার্থীরা ঝরে না পড়ে সে লক্ষ্যে উপবৃত্তি চালু করা হয়েছে। উপবৃত্তির সঠিক ব্যবহার হচ্ছে না। লক্ষ্য করা গেছে, উপবৃত্তির জন্য এক স্কুলে শিক্ষার্থীদের নাম থাকে, কিন্তু তারা অন্যস্কুলে লেখাপড়া চলমান রাখে। তিনি আরো বলেন, উপবৃত্তিকে আমরা ইনসেনটিভ বলতে পারি। এ ইনসেনটিভ দেওয়া হয় মূলত শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর জন্য। প্রকৃতপক্ষে উপবৃত্তির টাকা অপ্রতুল, এই টাকা বাড়ানো যায় কিনা সে বিষয়ে আমরা চিন্তা-ভাবনা করছি।
উপদেষ্টা বলেন, আজকের প্রোগ্রামটিতে নতুনত্ব রয়েছে। দুজন প্রাথমিকের শিক্ষার্থী আমাদের সাথে মঞ্চে বসেছেন। এই নতুনত্বটা হল-বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে তারই প্রতিফলন।
আমাদের ছাত্র গণঅভ্যুত্থানে যে বিষয়টি সবচেয়ে বেশি মার্ক মনে হয় সেটা হলো গ্রাফিতিগুলো। আন্দোলনের যারা অংশ নিয়েছিলেন তাদের মনের কথাগুলো ভাষা পেয়েছে এ গ্রাফিতিতে। তিনি বলেন, সত্যিই কি আমরা আকাঙ্খাগুলোকে বাস্তবায়ন করতে পারছি! সবসময় এই বিষয়টি দায়বোধ করি।
#
জাহাঙ্গীর/মেহেদী/পবন/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২০৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৫৮
রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ
ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর):
জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও আপীল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে কমিশনের ‘বার্ষিক প্রতিবেদন-২০২৩’ পেশ করেন। এ সময় কমিশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
জুডিশিয়াল সার্ভিস কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন কমিশনের নেতৃত্বে জুডিশিয়াল সার্ভিস দক্ষতা ও অভিজ্ঞতায় এগিয়ে যাবে এবং দেশের বিচার ব্যবস্থায় সময়োপযোগী গুণগত পরিবর্তন আনতে সক্ষম হবে। রাষ্ট্রপতি এ সময় বিচারক নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য কমিশনকে পরামর্শ দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।
#
রাহাত/মেহেদী/পবন/ফেরদৌস/রফিকুল/রেজাউল/২০২৪/২০০২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৫৭
নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে ২৩ লাখ
৭০ হাজার টাকা জরিমানা-সহ ৪৬ হাজার ২৬২ কেজি পলিথিন জব্দ
ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঘোষণা মোতাবেক গত ৩ নভেম্বর ২০২৪ থেকে আজ পর্যন্ত বাংলাদেশে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের বিরুদ্ধে ১৮৫টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে।
এসকল অভিযানে ৩৭৭টি প্রতিষ্ঠান থেকে ২৩ লাখ ৭০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া আনুমানিক ৪৬ হাজার ২৬২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। ৪টি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়েছে।
এছাড়াও আজ একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এতে ৩টি প্রতিষ্ঠান থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় এবং আনুমানিক ১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#
দীপংকর/মেহেদী/পবন/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৫৬
কৃষকের উন্নয়ন হলেই জনগণের প্রকৃত উন্নয়ন হবে
--- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা
খুলনা, ২৪ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর):
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কৃষকের উন্নয়ন হলেই জনগণের প্রকৃত উন্নয়ন হবে। কৃষকের কীভাবে উন্নতি হবে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
উপদেষ্টা আজ খুলনা মহানগরীর দৌলতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আঞ্চলিক কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের খুলনা অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা প্রদান করেন।
উপদেষ্টা বলেন, কৃষি বিভাগে ডক্টরেট ডিগ্রিধারীর সংখ্যা বেশি। তার মানে তারা বেশি শিক্ষিত। এটাকে কৃষকের স্বার্থে কাজে লাগাতে হবে। তা না করে, কৃষকের কাছে না গিয়ে অফিসের এসি রুমে বসে থাকলে চলবে না। তিনি বলেন, শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না বরং এটি জনগণের স্বার্থে কতটুকু প্রয়োজনীয় আগে তা যাচাই করে নিশ্চিত হতে হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কৃষি প্রণোদনা দুর্নীতির আখড়া। হয় এটি বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, না হয় বন্ধ করে দিতে হবে। উপদেষ্টা এসময় ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে সদস্যদের কল্যাণার্থে এসোসিয়েশন বা সমিতিতে কাজ করার জন্য উপস্থিত কর্মকর্তাদের অনুরোধ করেন।
মতবিনিময় সভায় উপদেষ্টা খুলনা অঞ্চলের কৃষির সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন সম্পর্কে অবহিত হন। সভায় জানানো হয়, খুলনা অঞ্চলে কৃষির প্রধান সমস্যা জলাবদ্ধতা। এ সমস্যা দূর করা গেলে এ অঞ্চলে লক্ষাধিক হেক্টর জমি চাষের আওতায় আনা যাবে। জলাবদ্ধতা দূর করতে হলে এ অঞ্চলের ৫০০ কি.মি. দৈর্ঘ্যের ৬৪০টি খাল খনন করা প্রয়োজন।
সভায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ মাহমুদুর রহমান, খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক, খুলনা বিভাগের সকল জেলা প্রশাসক-সহ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের খুলনা অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
ফয়সল/মেহেদী/পবন/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২০২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৫৫
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার সাথে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর):
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক এর সাথে আজ মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে স্টেফান লিলার তাঁর বক্তব্যের শুরুতেই উপদেষ্টাকে দেশের পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যা মোকাবিলা-সহ সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনায় তাঁর নেতৃত্বের প্রশংসা করেন।
উপদেষ্টা জাতিসংঘ-সহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের বাংলাদেশে তাদের ভূমিকা বিশেষত দুর্যোগ মোকাবিলায় সহায়তায় জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপদেষ্টা বলেন, অন্যান্য দুর্যোগে আগাম প্রস্তুতির সুযোগ থাকলেও ভূমিকম্প মোকাবিলায় এ সুযোগ খুবই কম। এ ক্ষেত্রে উদ্ধার কার্যক্রমের যথাযথ প্রস্তুতি এবং সেচ্ছাসেবকগণের প্রশিক্ষণের বিষয় মন্ত্রণালয় কাজ করছে। এছাড়া ঊধৎঃয ডধৎহরহম এর বিষয়েও যৌথভাবে কাজ করার জন্য উভয়পক্ষ একমত পোষণ করেন।
এছাড়া বৈঠকে রোহিঙ্গা শরণার্থী বিষয়ক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান, এনডিসি-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
এনায়েত/মেহেদী/পবন/রানা/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৪/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৫৪
বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণেই সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ
--বাণিজ্য উপদেষ্টা
ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর):
দেশে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে উল্লেখ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আজ বাংলাদেশ সচিবালয়ে ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বেশ কিছুদিন ধরে বাজারে তেলের ঘাটতি রয়েছে, এ নিয়ে প্রধান উপদেষ্টা-সহ সরকারের অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন, ভোক্তারাও অস্বস্তিতে রয়েছেন। সেজন্য আমরা তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করেছি। নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আশা করি বাজারে আর তেলের ঘাটতি হবে না।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, গত এপ্রিলে ১৬৭ টাকা দাম নির্ধারণ করা হয়েছিল। এরপর এখন পর্যন্ত বিশ্ববাজারে দাম অনেকটাই বেড়েছে। যে কারণে দেশে স্থানীয় মজুতদারি বেড়েছে। তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। অনেকে তেল কিনে মজুত করেছে। ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে সেটা মনিটরিং করা হচ্ছে। কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে যৌক্তিক দাম নির্ধারণ করা হয়েছে। আর সমস্যা হবে না।
উপদেষ্টা বলেন, যদিও এখন আমাদের প্রতি টন তেল ১২০০ ডলারে খালাস হচ্ছে। আরো দাম বাড়তে পারে, সে উদ্বেগ এখনো রয়ে গেছে। কারণ বিশ্ববাজার এখনো স্থিতিশীল নয়।
এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, অন্যান্য নিত্যপণ্যের দাম কিছুটা স্থিতিশীল হচ্ছে। তবে আলুর দামে অস্থিরতা এখনো আছে। নতুন আলু উঠলে দুই তিন সপ্তাহের মধ্যে কমে আসবে বলে আশা করছি।
ভোজ্য তেল সরবরাহকারী কোম্পানিরগুলোর সংগঠনের সভাপতি মোস্তফা হায়দার বলেন, এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ১৭৫ টাকা, খোলা সয়াবিন বিক্রি হবে ১৫৭ টাকা। আগে বোতলজাত তেল ১৬৭ টাকা ও খোলা তেল ১৪৯ টাকা ছিল।
#
কামাল/মেহেদী/পবন/রানা/ফেরদৌস/রফিকুল/রেজাউল/২০২৪/১৯১৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৫৩
নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে
--- স্বরাষ্ট্র উপদেষ্টা
খুলনা, ২৪ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর):
নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়, সে বিষয়ে পুলিশ-সহ সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আজ এ নির্দেশনা প্রদান করেন।
উপদেষ্টা বলেন, অপরাধ করলে দোষীকে যেমন ছাড় দেয়া যাবে না, একইভাবে ভুয়া মামলা দায়েরকারীদেরও ছাড় দেয়া যাবে না। উভয়কেই আইনের আওতায় আনতে হবে।
জাহাঙ্গীর আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব সন্তোষজনক পর্যায়ে না পৌঁছালেও পরিস্থিতির ক্রমোন্নয়ন ঘটছে। হয়তো জনগণ যত দ্রুত চাচ্ছে, তত দ্রুত এর উন্নয়ন ঘটছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন ঘটাতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সুশীল সমাজকেও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আগস্টে থানা থেকে অস্ত্র লুট হওয়ার পর যৌথ বাহিনীর বিভিন্ন অভিযানে যে পরিমাণ অস্ত্র উদ্ধারের কথা ছিল, সেটি আশানুরূপ হয়নি। এর সঙ্গেও আইনশৃঙ্খলা পরিস্থিতির সম্পর্ক রয়েছে। তিনি এসময় অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম বেগবান করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
কোনো অবস্থাতেই নিজের হাতে আইন তুলে না নেয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ অপরাধ করলে মব জাস্টিসের নামে তাকে শাস্তি দেয়া যাবে না। অপরাধীকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নিকট সোপর্দ করতে হবে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
উপদেষ্টা বলেন, যুব সমাজের মধ্যে মাদক গ্রহনের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাদক গ্রহণের মাধ্যমে যুব সমাজের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, আমাদের উন্নয়নের আরেকটি অন্তরায় দুর্নীতি নামক মহাব্যাধি। এটি রোধ করা ছাড়া সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না। মসজিদের ইমামদেরকেও তাদের খুতবায় এ বিষয়টি নিয়মিত গুরুত্বের সঙ্গে আলোকপাত করতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিম মহাপরিদর্শক বাহারুল আলম, বিপিএম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
সভায় সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশের বিভিন্ন ইউনিট, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিভাগীয় সমন্বয়ক ও বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
#
ফয়সল/মেহেদী/পবন/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৫২
দুদক ও বিচার বিভাগ বিগত সরকারের দাসে পরিণত হয়েছিল
--- আইন উপদেষ্টা
ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর):
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিভিন্ন সময়ে দুদক সংস্কার হয়েছে, বারবার সংস্কারের মাধ্যমে এটিকে ক্ষমতায়িত করা হয়েছে। তিনি বলেন, দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল, যে কারণে দুর্নীতি লাগাম ছাড়ালেও এর কোনো বিচার হয়নি।
উপদেষ্টা আজ রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
দুর্নীতির বিচার না হওয়ার সংস্কৃতির কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে ১০০ টাকার বালিশ হয়েছে চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা। ব্যাংক লুট হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়া ৩ কোটি টাকা এক জায়গায় রেখেছিলেন। ৩ কোটি টাকা ৬ কোটি টাকা হয়েছে। এই টাকা রাখার প্রক্রিয়াগত ভুলের কারণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ১০ বছরের জেল দিয়েছে দুদক ও বিচার বিভাগ। উপস্থিত দুদক কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, এখন সময় পরিবর্তিত হয়েছে, কেউ কোনো রকম হস্তক্ষেপ করছে না। প্রায় শতাধিক মন্ত্রী, ব্যবসায়ী গত আমলে চুরি করে হাজার কোটি টাকার মালিক হয়েছে। আপনারা এখন সেগুলোর তদন্ত করুন। দুর্নীতি আপনাদের হৃদয় ও বিবেককে দূষিত করতে পারেনি, আর এটাই আপনাদের কাছে এখন সারা দেশের মানুষের আকাক্সক্ষা।
সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যে সমস্ত কাজ বিভিন্ন সংস্কার কমিশনের সাহায্যে করা সম্ভব, সেগুলো আমরা করব। বিচার বিভাগীয় সংস্কার কমিশন উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য আইনটির খসড়া তৈরি করে দিয়েছেন।
উচ্চ আদালতে বিচারক নিয়োগে বিচার বিভাগীয় সংস্কার কমিশন ও প্রধান বিচারপতির কাছ থেকে দু’টি আলাদা আইনের খসড়া পাওয়া গেছে জানিয়ে আসিফ নজরুল বলেন, এই দু’টি আইন অবলম্বনে উচ্চ আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত আইনটি যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।
#
রেজাউল/মেহেদী/পবন/রানা/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৪/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৫১
ভোজ্য তেলের মূল্য সমন্বয় : বাস্তবায়নে তিন সিদ্ধান্ত
ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর):
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্য তেলের মূল্য সমন্বয় সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের মূল্য বৃদ্ধির প্রবণতা বিবেচনায় এনে অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণপূর্বক প্রতি লিটার খোলা সয়াবিন তেলে সর্বোচ্চ খুচরা মূল্য ১৫৭ টাকা, প্রতি লিটার খোলা পাম সুপার তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৫৭ টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৭৫ টাকা এবং প্রতি ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা ৮৫২ টাকা নির্ধারণ করা হয়েছে যা বাংলাদেশ ভেজিটেবল অয়েল এন্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন বিজ্ঞপ্তি জারি করবে।
জাতীয় রাজস্ব বোর্ড পরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিতে আমদানি পর্যায়ে