Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ মার্চ ২০২৫

তথ্যবিবরণী ২৯ মার্চ ২০২৫

Handout                                                                                                                      Number: 3097

Mobile Court at Sadarghat to Prevent River Pollution

DOE Urged not to Carry Single-Use Plastic and Polythene

on Launches, Strict Actions Against Littering in the River!

Dhaka, 29 March:

The Department of Environment's Mobile Court has instructed all launches departing from Sadarghat not to carry single-use plastic and polythene and to dispose of food waste and garbage in designated bins instead of throwing them into the river. To raise awareness among passengers, launch authorities, including supervisors and staff, have been directed to take effective measures.

Led by Executive Magistrate Abdullah Al Mamun of the Monitoring and Enforcement Wing of the Department of Environment, the Mobile Court was conducted from 9 PM last night until late at night at Sadarghat Launch Terminal.

With the assistance of the River Police, inspections were carried out to ensure that every launch had designated waste bins. Where bins were insufficient, instructions were given to supply them promptly.

Additionally, the River Police was directed to strengthen monitoring. Awareness campaigns were also conducted inside launches and at the terminal about the harmful effects of single-use plastic. During the operation, the River Police used handheld microphones to alert passengers.

Moreover, last night, an illegal factory melting lead from old batteries was sealed off, and its electricity connection was disconnected at Konapara in Dhaka.The Department of Environment will continue such enforcement operations to protect the environment.


#

 

Dipankar/Sheuli/Sanjib/Kanai/2025/1745 hour

 

 

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ৩০৯৬

নদী দূষণ রোধে সদরঘাটে মোবাইল কোর্ট

লঞ্চে একবার ব্যবহার্য প্লাস্টিক ও পলিথিন বহন না করার অনুরোধ, আবর্জনা নদীতে ফেললে নেওয়া হবে ব্যবস্থা!

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ): 

           সদরঘাট থেকে ছেড়ে যাওয়া সকল লঞ্চে একবার ব্যবহার্য প্লাস্টিক ও পলিথিন বহন না করতে এবং খাবারের উচ্ছিষ্ট ও আবর্জনা নদীতে না ফেলে লঞ্চের নির্ধারিত বিনে ফেলার নির্দেশনা দিয়েছে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট। যাত্রীদের এ বিষয়ে সচেতন করতে সুপারভাইজার ও স্টাফ-সহ লঞ্চ কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

           পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে গতরাত ৯টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় এ উদ্দেশ্যে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

          নৌপুলিশের সহযোগিতায় প্রতিটি লঞ্চে বিন রয়েছে কি না তা পরিদর্শন করা হয়। যেখানে পর্যাপ্ত বিন নেই, সেসব লঞ্চে দ্রুত বিন সরবরাহের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি, নৌপুলিশকে এ বিষয়ে মনিটরিং জোরদারের নির্দেশ দেওয়া হয়। লঞ্চের ভিতরে এবং টার্মিনালে একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানের সময় নৌপুলিশ হ্যান্ড মাইকের মাধ্যমে যাত্রীদের সচেতন করে।

       এছাড়া, গতরাতে ঢাকার কোনাপাড়ায় অবৈধভাবে পুরাতন ব্যাটারির সিসা গলানোর একটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সেটি সিলগালা করা হয়। পরিবেশ সংরক্ষণে পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।


                                    #
 

দীপংকর/শিউলী/সঞ্জীব/কানাই/২০২৫/১৭৪৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৩০৯৫

 

এদেশকে কুরআনের আলোয় আলোকিত করতে হবে

                                             --ধর্ম উপদেষ্টা

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ): 

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি। এদেশকে কুরআনের আলোয় আলোকিত করতে হবে।

আজ রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, মাতৃভাষা আরবি না হওয়ার পরও আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরবি ভাষাভাষীদেরকে পরাজিত করে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় পুরস্কার অর্জন করছে। এদের এই অর্জনে গর্বে আমাদের বুক স্ফীত হয়ে ওঠে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, ১৭ বছর ধরে পিএইচপি কুরআনের আলো এদেশের গ্রাম-গঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কোরআনের পাখিদেরকে খুঁজে বের করে আনছে। এদেশের বিভিন্ন স্থানে প্রতিভা ছড়িয়ে আছে। পিএইচপি কুরআনের আলো সেসব প্রতিভাবানদেরকে বাছাই করে আনছে। এসকল প্রতিযোগীদের অনেকেই আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করছে। তিনি এরূপ প্রতিযোগিতা আয়োজনের জন্য পিএইচপি ফ্যামিলি কুরআনের আলো ফাউন্ডেশন ও এনটিভিকে ধন্যবাদ জানান।

পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোঃ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কুরআনের আলো ফাউন্ডেশনে সাধারণ সম্পাদক মুফতি মহিউদ্দিন ও তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজের ব্র্যান্ড ম্যানেজার হাম্মাদ আমিন।

এবারের আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জের হাফেজ মহিব্বুল্লাহ মাসুম। এ প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে ঝিনাইদহের হাফেজ মুহাম্মদ হুসাইন আহমদ এবং ৩য় হয়েছে নেত্রকোনার হাফেজ শোয়েবুর রহমান । পরে উপদেষ্টা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রাইজমানি তুলে দেন। উল্লেখ্য, ২০০৭ সাল থেকে ধারাবাহিকভাবে এই প্রতিযোগিতা আয়োজিত হয়ে আসছে। এবারের আয়োজনটি ছিলো ১৭তম।


                                                         #
 

আবুবকর/শিউলী/সঞ্জীব/কানাই/২০২৫/১৬৪৬ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                             নম্বর: ৩০৯৪

জনগণ এবার স্বস্তিতে ও নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারছে

                                              --স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ): 

          স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, সাধারণ জনগণ এবার স্বস্তিতে ও নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারছে।উপদেষ্টা আজ রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। 


          উপদেষ্টা বলেন, সরকারের বিভিন্ন জনমুখী উদ্যোগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে জনগণ এবার স্বস্তিতে ঈদযাত্রা করতে পারছে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে জনগণ নির্বিঘ্নে ও ভালোভাবে ঈদযাত্রা করতে পারে এবং ঈদ শেষে নিরাপদে ঢাকায় ফিরে আসতে পারে।


          লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, রাজধানীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, সবাই ছুটি ভোগ করছে। কিন্তু পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু ছুটিতে যাচ্ছে না। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা যেন সুসংহত থাকে- সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। এজন্য তারা ধন্যবাদ প্রাপ্য। তিনি আরো বলেন, রাজধানীতে চুরি, ডাকাতি, ছিনতাই-সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।


          ফাঁকা ঢাকায় কোনো ষড়যন্ত্রের হুমকি আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মহান আল্লাহর রহমতে এ ধরনের কোনো ষড়যন্ত্রের হুমকি নাই। তিনি আরো বলেন, যদি কোনো ষড়যন্ত্রের হুমকি থাকে জনগণকে সাথে নিয়ে আমরা এ ষড়যন্ত্র মোকাবিলা করবো। জনগণ সাথে থাকলে কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারবে না।


          পরিদর্শনকালে উপদেষ্টা রাজধানীর বাস টার্মিনালসমূহ, প্রবেশ ও বহির্গমন পয়েন্টসমূহ যানজটমুক্ত রাখতে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ দেন। এছাড়া তিনি নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন।

 

                           #
 

ফয়সল/শিউলী/সঞ্জীব/লাভলী/কানাই/২০২৫/১৭০০ ঘণ্টা

2025-03-29-12-03-d47e73522b6f9226f9bf81daf42d674e.docx