Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ মে ২০১৮

তথ্যবিবরণী 06/05/2018

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৪০৯
 
রাজনীতিবিদের একা চলার সুযোগ নেই
                  --- আসাদুজ্জামান নূর
 
ঢাকা, ২৩ বৈশাখ (৬ মে) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘রাজনীতিবিদের একা চলার সুযোগ নেই। জনগণকে সাথে নিয়ে তাঁদের পথ চলতে হয়। এ পথচলায় সুধিজনদের পাশাপাশি যাদের সহযোগিতা সর্বাগ্রে প্রয়োজন তাঁরা হলো সাংবাদিক সমাজ। আমি নিজেও এ পরিবারের বাইরের কেউ নই’। 
মন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা আয়োজিত ‘প্রথম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। নীলফামারী সাংবাদিক ফোরাম ঢাকার প্রতিষ্ঠাতা আহ্বায়ক মু আ কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। 
মন্ত্রী বলেন, নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা নামক সংগঠনের আত্মপ্রকাশ নীলফামারীবাসীর জন্য খুব প্রয়োজন ছিল। ঘরকুনো নীলফামারীবাসী ঢাকার সাংবাদিকতার জগতে বিশেষ স্থান করে নিয়েছে- এটা জেলাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। এ ফোরাম গঠিত হওয়ার ফলে নীলফামারীর জনপ্রতিনিধিরা একটা আস্থার জায়গা পেলাম।’
#
ফয়সল/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৮/২১২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১৪০৮

কর্ণফুলি নদীর ড্রেজিংয়ে দু’টি কাটার সাকশন ড্রেজার সংগ্রহ করা হবে
 
ঢাকা, ২৩ বৈশাখ (৬ মে):
কর্ণফুলি নদীর নিয়মিত ড্রেজিংয়ের লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের জন্য দু’টি কাটার সাকশন ড্রেজার সংগ্রহ করা হবে। এলক্ষ্যে নৌপরিববহন মন্ত্রণালয় কর্তৃক ডিপিপি অনুমোদিত হয়েছে। কর্ণফুলি নদীর সদরঘাট হতে বাকলিয়া চর পর্যন্ত ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি প্রকল্পের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেয়া হয়েছে। 
আজ ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক বৈঠকে এসব তথ্য জানানো হয়। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন। 
বৈঠকে চট্টগ্রাম বন্দরের এক নম্বর জেটির উজানে সার্ভিস জেটি স্থানান্তর করে পুনর্নির্মাণ, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল নির্মাণ কাজ দ্রুত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। 
বৈঠকে জানানো হয়, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) জন্য ৫১টি যন্ত্রপাতির মধ্যে ১৯টি সংগ্রহ করা হয়েছে। ২২টি যন্ত্রপাতি সংগ্রহের জন্য এল সি খোলা হয়েছে। শীঘ্রই এগুলো এনসিটি টার্মিনালে সংযুক্ত হবে। বাকি ১০টি যন্ত্রপাতি সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। 
বৈঠকে অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজ উপস্থিত ছিলেন। 

#

জাহাঙ্গীর/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৮/১৯১৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৪০৭
 
বিমানমন্ত্রীর সাথে ডি-৮ মহাসচিবের বৈঠক
ডি-৮ হতে পারে শক্তিশালী অর্থনৈতিক জোট
 
ঢাকা, ২৩ বৈশাখ (৬ মে) :
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশসমূহ নিয়ে গঠিত উ-৮ (ঙৎমধহরুধঃরড়হ ভড়ৎ ঊপড়হড়সরপ ঈড়-ড়ঢ়বৎধঃরড়হ)  রাষ্ট্রসমূহে ১২০ কোটি মানুষের বসবাস। এসব দেশের সম্মিলিত জিডিপি ৩ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার। সদস্য দেশসমূহ বিনিয়োগ, বাণিজ্য, যোগাযোগ, পর্যটনের ক্ষেত্রে একযোগে কাজ করে এ সংস্থাকে একটি শক্তিশালী অর্থনৈতিক জোটে পরিণত করতে পারে। 
আজ ঢাকায় সচিবালয়ে ডি-৮ এর মহাসচিব উধঃড়’শঁ লধধভধৎ কঁ ঝযধধৎর এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামালের মধ্যে এক বৈঠকে এ অভিমত ব্যক্ত করা হয়। বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মুহিবুল হক উপস্থিত ছিলেন।
মহাসচিব আগামী ১৫-১৮ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য সদস্য দেশমূহের ট্যুরিজম মিনিস্টার’স সম্মেলনে মন্ত্রীকে আমন্ত্রণ জানালে মন্ত্রী তা গ্রহণ করে বলেন, মুসলিম উম্মাহর দেশসমূহ রিলিজিয়াস ট্যুরিজম ও হালাল ট্যুরিজমকে প্রমোট করতে কার্যকর ভূমিকা রাখতে পারে। 
মহাসচিব আরো জানান, আগামী ডি-৮ সামিট ঢাকায় অনুষ্ঠিত হবে এবং এ সামিট অনুষ্ঠানের মাধ্যমে মুসলিম রাষ্ট্রসহ সারা বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ডিং এ নতুন মাত্রা যোগ হবে। 
৮টি মুসলিম দেশ (বাংলাদেশ, মিশর, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, পাকিস্তান এবং তুরস্ক)  নিয়ে ১৯৯৬ সালে ডি-৮ গঠিত হয়। এর সদর দপ্তর তুরস্কের ইস্তামবুলে।
#
 
তুহিন/সেলিম/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৪০৬

কানাডার সাথে বাংলাদেশের বাণিজ্য ২০২১ সালে ৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে
                                                                                -- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ২৩ বৈশাখ (৬ মে):
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কানাডার সাথে বাংলাদেশের বাণিজ্য ২০২১ সালে ৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। বাংলাদেশ গতবছর কানাডায় ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে আমদানি করেছে প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। কানাডা বাংলাদেশের তৈরি পোশাকের বড় বাজার। ২০০৩ সাল থেকে কানাডা বাংলাদেশকে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দিচ্ছে। সপ্তমপঞ্চবার্ষিকী পরিকল্পনা মোতাবেক বাংলাদেশ রপ্তানি পণ্য সংখ্যা বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, সফ্টওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা কানাডায় রপ্তানি করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 
মন্ত্রী আজ ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কানাডা-বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং ঢাকাস্থ কানাডা হাইকমিশন আয়োজিত দুই দিনব্যাপী ‘শোকেস কানাডা-২০১৮’ নামে ট্রেড এন্ড এডুকেশন ফোয়ার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, কানাডা বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। বাংলাদেশের শিক্ষার্থীরা কানাডায় উচ্চ শিক্ষা গ্রহণের জন্য যায়। বাংলাদেশেও কানাডার তত্ত্বাবধায়নের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এ মেলায় কানাডায় শিক্ষার সুযোগ গ্রহণের নিয়ম-কানুনসহ প্রয়োজনীয় তথ্য জানা যাবে। এ ধরণের মেলার মাধ্যমে উভয় দেশের মানুষ আরো কাছে আসার সুযোগ পাবে। 
মন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্প একং ইপিজেডে বেশ কিছু বিনিয়োগ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি স্পেশাল ইকোনমিক জোনে কানাডার বিনিয়োগকারীগণ বিনিয়োগ করলে লাভবান হবেন। বাংলাদেশ সরকার এ মুহুর্তে বিনিয়োগকারীদের বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করছে। কানাডার বিনিয়োগকারীগণ এ বিনিয়োগ সুবিধাগুলো গ্রহণ করলে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতা প্রদান করবে।
এ ট্রেড এন্ড এডুকেশন ফোয়ার আগামী ৭ মে পর্যন্ত চলবে। মেলায় ৩৩টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। 
অনুষ্ঠানে ঢাকাস্থ কানডার হাইকমিশনার ইবহড়রঃ চৎবভড়হঃধরহব, কানাডা-বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মোঃ কামাল উদ্দিন, গ্লোবাল এফেয়ার্স কানাডার সাউথ এশিয়ার ডিরেক্টর জেনারেল উধারফ ঐধৎঃসধহ বক্তব্য রাখেন। 
#
বকসী/সেলিম/রফিকুল/রেজাউল/২০১৮/১৮৩২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৪০৫
 
আধুনিক বাংলাদেশ গড়তে প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ
                                    ---বিদ্যুৎ প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২৩ বৈশাখ (৬ মে) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আধুনিক বাংলাদেশ গড়তে প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। বিদ্যুৎ উৎপাদনে যথাসময়ে লক্ষ্য পূরণ হলেও সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার আরো উন্নয়ন প্রয়োজন। ন্যাশনাল লোড ডিসপাচ সেন্টার আধুনিক করা হচ্ছে। গ্রাহক সেবার মান বাড়ানোর জন্য বিতরণ সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে। 
প্রতিমন্ত্রী আজ, ঢাকায় বিদ্যুৎ ভবনে মহেশখালিতে ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও চায়না হুয়াদিয়নে হংকং কোম্পানি লিমিটেড একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গঠণ সংক্রান্ত চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
২০০ এক জমি নিয়ে গঠিত এ বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা উভয় কোম্পানির সমহারে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষে বোর্ডের সচিব মীনা মাসউদ জামান ও চায়না হুয়াদিয়ানের পক্ষে কোম্পানির ভাইস চেয়ারম্যানের ওয়াং ঝিহাও ডধহম তযরযধড় চুক্তিতে স্বাক্ষর করেন। 
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব ড. আহমেদ কায়কাউস, বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ ও চায়না হুয়াদিয়ান কোম্পানির প্রেসিডেন্ট ঋধহম তযবহম বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মাধ্যে চীনের রাষ্ট্রদূত তযধহম ুড়ঁ উপস্থিত ছিলেন।  
#
 
আসলাম/সেলিম/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১৪০৪

সকলের জন্য সহনীয় মূল্যে ক্লিন এনার্জি ও বিদ্যুৎ দ্রুততার সাথে ব্যবস্থা করা হচ্ছে
                                                                      -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ২৩ বৈশাখ (৬ মে) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সকলের জন্য সহনীয় মূল্যে ক্লিন এনার্জি ও বিদ্যুৎ দ্রুততার সাথে ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশ ক্রমশ উন্নয়ন করছে; এ ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। বিভিন্ন উৎস হতে জ্বালানি নিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ করেই সকলকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে জনগণ ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ দেখবে। 
প্রতিমন্ত্রী আজ ঢাকায় সোনারগাঁও হোটেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও অস্ট্রেলিয়ার মোনাস ও আরএমটি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ‘চড়বিৎ ধহফ ঊহবৎমু ঝবপঃড়ৎ ওহভৎধংঃৎধপঃঁৎবষ উবাবষড়ঢ়সবহঃ ধহফ গধহধমসবহঃ’ শীর্ষক দু’দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
নসরুল হামিদ বলেন, আগামীর উন্নত বাংলাদেশ গড়তে প্রয়োজন দক্ষ জনশক্তি। যথাযথ উন্নত প্রশিক্ষণই পারে এ জনশক্তি গঠন করতে। ইতোমধ্যে অস্ট্রেলিয়ার সরকারের অর্থায়নে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৯০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ সময় তিনি প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে অস্ট্রেলিয়ার আরো সহযোগিতা কামনা করেন।
পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ সচিব ড. আহমেদ কায়কাউস, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ঔঁষরধ ঘরনষবঃঃ ও মোনাস বিশ্ববিদ্যালয়য়ের প্রফেসর কামরুল আলম বক্তব্য রাখেন। 
#
আসলাম/সেলিম/রফিকুল/রেজাউল/২০১৮/১৮১৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৪০৩

গণতন্ত্রের চর্চা বিকাশে ছাত্র সংসদ অপরিহার্য
                        -- এলজিআরডি মন্ত্রী
ফরিদপুর, ২৩ বৈশাখ (৬ মে) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত ছাত্র সংসদ গণতন্ত্রের চর্চা ও বিকাশে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। দেশের ভবিষ্যৎ কা-ারি হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে দেশের প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন অপরিহার্য।
মন্ত্রী আজ ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদে (রুকসু) অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশারফ হোসেনের সভপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আব্দুর রহমান ও অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত (মুন্না) এবং পরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা।
মন্ত্রী বলেন, ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে অধিকার সচেতনতা তৈরি হয়। যা তাদের মধ্যে গণতান্ত্রিক চেতনার জন্ম দেয়। এ চেতনা তাদেরকে ভবিষ্যতে বৃহৎ পরিসরে নেতৃত্ব দেয়ার জন্য যোগ্য করে। 
খন্দকার মোশারফ আরো বলেন, দেশের কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন নেই, কিন্তু এই রাজেন্দ্র কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়। তাই এ সংসদ দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তিনি বিশ্বাস করেন। 
#
জাকির/সেলিম/রফিকুল/রেজাউল/২০১৮/১৮১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর ঃ ১৪০২
 
শীঘ্রই পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
                                              -রেলপথ মন্ত্রী
 
ঢাকা, ২৩ বৈশাখ (৬ মে )ঃ 
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সর্বশেষ অবস্থা জানানোর উদ্দেশ্যে রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে রেলভবনে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এই প্রকল্পের সার্বিক অবস্থা সংবাদ সম্মেলনে তুলে ধরেন।
 
মন্ত্রী বলেন, বর্তমানে চলমান রেল প্রকল্পগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় প্রকল্প। দেরিতে হলেও এ প্রকল্পের ঋণচুক্তি হয়েছে এবং এক মাসের মধ্যেই কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী দ্রুত সময়ে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানান রেলপথ মন্ত্রী। 
 
মন্ত্রী আরো বলেন, সারাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। কক্সবাজারে নতুন রেল লাইন নির্মাণ করা হচ্ছে। বরিশালের পায়রা বন্দর পর্যন্ত রেললাইন নির্মিত হবে। বিদ্যমান রেললাইনকে পর্যায়ক্রমে ডাবল লাইন করা হবে। ১০ টি রেল ইঞ্জিন দ্রুত বহরে যুক্ত হবে, আরো ৭০ টি ইঞ্জিন কেনা প্রক্রিয়াধীন আছে। ২৭০ টি কোচ রেলে যুক্ত হয়েছে, আরো কোচ আনার প্রক্রিয়া চলছে। 
 
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, মহাপরিচালক মো. আমজাদ হোসেন, পরামর্শক প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ ও ইআরডির অতিরিক্ত সচিব মো. জাহিদুল হক এ সময় উপস্থিত ছিলেন।
 
 উল্লেখ্য, পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্পের নির্মাণ কাজের জন্য ২৭ এপ্রিল ২০১৮ তারিখে চীন সরকারের এক্সিমব্যাংক অভ্ চায়না এর সাথে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ২৬৬৭ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। 
#
 
শরিফুল/অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১৫৫২ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                               নম্বর ঃ ১৪০১
 
স্পিকারের ঢাকা ত্যাগ
 
ঢাকা, ২৩ বৈশাখ (৬ মে )ঃ 
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিশ্ব বাণিজ্য সংস্থা (ডঞঙ) ও টেমাসেক ফাউন্ডেশন (ঞবসধংবশ ঋড়ঁহফধঃরড়হ) এর আমন্ত্রণে আজ সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন । তিনি ৭-৯ মে, ২০১৮ সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য জধলধৎধঃহধস ঝপযড়ড়ষ ড়ভ ওহঃবৎহধঃরড়হধষ ঝঃঁফরবং-ডঞঙ ঝবপৎবঃধৎরধঃ ধহফ ঈবহঃৎব ভড়ৎ গঁষঃরষধঃবৎরংস (জঝওঝ-ডঞঙ-ঈগঝ) আয়োজিত ‘সংসদ সদস্যদের জন্য আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক কর্মশালা-২০১৮’ এ অংশগ্রহণ করবেন। 
স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ  এ সময়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ।
 
#
 
তারিক/অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১৫৫৪ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৪০০ 
 
সরকারি যানবাহন অধিদপ্তরের বহুতল ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন
ঢাকা, ২৩ বৈশাখ (৬ মে) :  
 
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আজ সরকারি যানবাহন অধিদপ্তরের বহুতল বিশিষ্ট মাল্টিপারপাস ভবন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 
বাংলাদেশ সচিবালয়ের দক্ষিণ-পশ্চিম পার্শ্বে পরিবহণ পুলের যানবাহন মেরামত কারখানায় উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এ প্রকল্প বাস্তবায়িত হলে সরকারি যানবাহন রাখার জায়গার স্বল্পতা কেটে যাবে এবং মাল্টিপারপাস ভবন হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত অফিসরুমের ব্যবস্থা হবে। ২৫ তলা বিশিষ্ট এই মাল্টিপারপাস ভবনের আপাতঃ ১০ তলার কাজ শীঘ্রই শুরু হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এবং সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান।  
#
মমিনুল/অনসূয়া/জসীম/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৫২০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                              নম্বর ঃ ১৩৯৯
 
আন্তর্জাতিক মান অবকাঠামো পরিদর্শন 
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে গেলেন শিল্পমন্ত্রী
ঢাকা, ২৩ বৈশাখ (৬ মে )ঃ 
অস্ট্রেলিয়ার ও নিউজিল্যান্ড কারিগরি মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন, দেশ দু’টির মান অবকাঠামোর কারিগরি নিয়ন্ত্রণ আইন সম্পর্কে ধারণা অর্জন এবং মান বিষয়ক অভিজ্ঞতা বিনিময়ের জন্য ৫ এপ্রিল রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। 
এ সফরে শিল্পমন্ত্রী পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এনামুল হক, উপপ্রধান ড. মো. আল আমিন সরকার, সহকারী প্রকল্প পরিচালক মু. নূরুল আমিন খান ও মন্ত্রীর সহকারী একান্ত সচিব এফ এম মাহমুদ প্রতিনিধিদলে রয়েছেন। 
অস্ট্রেলিয়া সফরকালে শিল্পমন্ত্রী সে দেশের মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ডস্ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান কমপিটিশন অ্যান্ড কনজুমার কমিশন, প্রফেশনাল স্ট্যান্ডার্ডস্ কাউন্সিল, ক্রিস্টচার্চ সিটি কাউন্সিল পরিদর্শন করবেন।। এসময় তারা প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন এবং প্রয়োজনীয় তথ্যউপাত্ত সংগ্রহ ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে ধারণা নেবেন। 
আমির হোসেন আমু অস্ট্রেলিয়া সফরশেষে নিউজিল্যান্ড যাবেন। তিনি স্ট্যান্ডার্ডস্ নিউজিল্যান্ড, মেজারমেন্ট স্ট্যান্ডার্ডস্ ল্যাবরেটরি ও এশিউর কোয়ালিটি লিমিটেড পরিদর্শন করবেন। এছাড়া, তিনি প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মান অবকাঠামোর উন্নয়নে দ্বিপাক্ষিক সহায়তার ক্ষেত্র নিয়ে আলোচনা করবেন। তিনি বাংলাদেশ জাতীয় গুণগতমান ও কারিগরি নিয়ন্ত্রণ কাউন্সিল প্রতিষ্ঠায় দেশদু’টির কারিগরি সহায়তা চাইবেন।   
 
#
 
জলিল/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১২৪২ ঘণ্টা 
Todays handout (7).docx