তথ্যবিবরণী নম্বর : ৩৩৩৪
দ্রুত ছড়িয়ে পড়া প্রযুক্তির সুযোগ নিতে হবে
-- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বর্তমান বিশ্বে অনবরত নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ছে তথা প্রসারিত হচ্ছে। জার্মানিতে ছাপাখানা আবিষ্কার হওয়ার সাড়ে তিনশ’ বছর পর তা বাংলাদেশে এসেছে কিন্তু রোবট মানবী সোফিয়া আবিষ্কারের দু’বছরের মাথায় বাংলাদেশে এসেছে। এ দ্রুত ছড়িয়ে পড়া প্রযুক্তির সুযোগ নিতে হবে এবং কাজে লাগাতে হবে।
মন্ত্রী আজ ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘ঞযব ৎড়ষব সড়ফবৎহ ংঃড়ৎুঃবষষরহম সবফরঁসং পধহ ঢ়ষধু রহ ঃবষষরহম ড়ঁৎ ষড়পধষ ংঃড়ৎরবং ঃড় ধ মষড়নধষ ধঁফরবহপব’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ ডিজিটাল যুগে প্রবেশ করছে। ডিজিটাল প্রযুক্তি সারাবিশ্বের সামনে আমাদের তরুণদের দুয়ার খুলে দিয়েছে। ডিজিটাল প্রযুক্তির সুবিধা নিতে মূলত এগিয়ে আসতে হবে এদেশের তরুণ সমাজকে। নতুন প্রযুক্তির সুবিধা চলচ্চিত্রসহ আমাদের জীবনের সর্বক্ষেত্রে কাজে লাগাতে হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার কম্পিউটার সামগ্রীর ওপর ট্যাক্স তুলে দিয়েছে যা আরো কিছু কাল অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
#
ফয়সল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৩৩৩
তথ্যবিবরণী নম্বর : ৩৩৩১
ক্যাপিটাল মার্কেট এক্সপোয় বাণিজ্যমন্ত্রী
মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে পুঁজি বাজারে আনতে হবে
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, শেয়ার বাজারে বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বর্তমানে বাংলাদেশের পুঁজি বাজার স্থিতিশীল রয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের দক্ষ ব্যবস্থাপনায় বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে পুঁজি বাজারে। বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে, যাতে পুঁজিবাজার অস্থিতিশীল না হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে পুঁজি বাজারে নিয়ে আসতে হবে। দেশের বাণিজ্যে তাদের বড়ধরনের অংশগ্রহণ আছে। সেগুলো এলে পুঁজি বাজার আরো বড় ও শক্তিশালী হবে।
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় শিল্পকলা একাডেমির চিত্রশালায় দেশের অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচক আয়োজিত তিন দিনব্যাপী বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৭ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য পুঁজি বাজার খুবই গুরুত্বপূর্ণ। সততা ও দক্ষতার সাথে এ বাজারকে পরিচালিত করতে হবে। এ বাজার আরো সম্প্রসারিত হওয়া প্রয়োজন। দেশ অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি এখন অনেক বড়। পুঁজি বাজারও বড় হওয়া প্রয়োজন।
এনবিআরসহ প্রায় ৪০টি প্রতিষ্ঠান মেলায় অংশ গ্রহণ করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনামূলে মেলায় প্রবেশ করা যাবে।
অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক খাদ্যমন্ত্রী এবং জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুর রাজ্জাক এমপি, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন, চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ-এর চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মাজেদুর রহমান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জর ব্রোকার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ।
#
বকসী/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর :৩৩২৬
সমাজতান্ত্রিক পথেই উন্নয়নশীল দেশের মঙ্গল
- তথ্যমন্ত্রী
ঢাকা, ২৩ অগ্রহায়ণ(৭ ডিসেম্বর):
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, উন্নয়নশীল দেশের জন্য সমাজতান্ত্রিক পথ অনুসরণ করা মঙ্গলজনক, কারণ তা উন্নয়নও দেবে বৈষম্যও কমাবে।
মন্ত্রী আজ রাজধানীর কাওরান বাজারে প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের চিত্রা হলে বাংলাদেশ সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সাথে বাংলাদেশের সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট দলগুলোর প্রতিনিধিদের বৈঠকশেষে সাংবাদিকদের কাছে এ মনোভাব ব্যক্ত করেন।
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী বলেন, শি জিংপিং পুণরায় চীনা কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি এবং চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যে নীতিমালা গ্রহণ করেছেন, বাংলাদেশের জনগণ ও রাজনীতিবিদদের জানাবার জন্য চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন। উন্নয়নকামী বাংলাদেশের সাথে বন্ধুপ্রতিম দেশ চীনের এ ঘনিষ্ঠ মতবিনিময় উভয় দেশের জন্য মঙ্গলজনক।
আলোচনা বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ এক চীন নীতি সমর্থন করে, চীনের প্রেসিডেন্ট যে ‘ওয়ান বেল্ট-ওয়ান রোড’ নীতি গ্রহণ করেছেন, সেটিও সমর্থন করে। আমরা মনে করি, উন্নয়নশীল দেশের জন্য সমাজতান্ত্রিক পথ অনুসরণ করা মঙ্গলজনক, কারণ তা উন্নয়নও দেবে বৈষম্যও কমাবে। সেইসাথে সামরিকীকরণ, আধিপত্যবাদ ও বহিঃহস্তক্ষেপ থেকে মুক্ত বিশ্বায়নের সমর্থক বাংলাদেশ। বৈঠকে রোহিঙ্গা বিষয়টি উত্থাপন করে মন্ত্রী সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের নিয়ে যে সমস্যা রয়েছে তার শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশ বন্ধুপ্রতিম দেশ চীনের সক্রিয় সমর্থন ও জোরালো ভূমিকা আশা করে।
বৈঠকে চীনা দলনেতা ওয়াং ইয়াজুন পুণরায় নির্বাচিত তাদের পার্টির জেনারেল সেক্রেটারি এবং চীনের প্রেসিডেন্ট শি জিং পিং এর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। চীনের নতুন নীতিমালা ব্যাখ্যাকালে তিনি বলেন, চীন-বাংলাদেশের যৌথ উদ্যোগসমূহে চীনের পক্ষ থেকে দ্রুত অর্থ ছাড় করা হবে।
চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক এসিস্টেন্ট মিনিস্টার ওয়াং ইয়াজুনের নেতৃত্বে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিংচিংসহ ৭ সদস্যবিশিষ্ট দলের সাথে বৈঠকে বাংলাদেশের সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট দলগুলোর প্রতিনিধিদের পক্ষে নেতৃত্ব দেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশের সাম্যবাদী দলের জেনারেল সেক্রেটারি দিলীপ বড়ুয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি মোজাহিদুল ইসলাম সেলিম, সংসদ সদস্য জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, জাসদ নেতা ড. আনোয়ার হোসেন বৈঠকে অংশ নেন।
#
আকরাম/অনসূয়া/জসীম/রফিকুল/আসমা/২০১৭/১৪৪৫ ঘণ্টা