Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ ডিসেম্বর ২০১৭

তথ্যবিবরণী 07.12.2017

তথ্যবিবরণী                                                                                   নম্বর :  ৩৩৩৪

দ্রুত ছড়িয়ে পড়া প্রযুক্তির সুযোগ নিতে হবে
        -- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) :

    সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বর্তমান বিশ্বে অনবরত নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ছে তথা প্রসারিত হচ্ছে। জার্মানিতে ছাপাখানা আবিষ্কার হওয়ার সাড়ে তিনশ’ বছর পর তা বাংলাদেশে এসেছে কিন্তু রোবট মানবী সোফিয়া আবিষ্কারের দু’বছরের মাথায় বাংলাদেশে এসেছে। এ দ্রুত ছড়িয়ে পড়া প্রযুক্তির সুযোগ নিতে হবে এবং কাজে লাগাতে হবে।

    মন্ত্রী আজ ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘ঞযব ৎড়ষব সড়ফবৎহ ংঃড়ৎুঃবষষরহম সবফরঁসং পধহ ঢ়ষধু রহ ঃবষষরহম ড়ঁৎ ষড়পধষ ংঃড়ৎরবং ঃড় ধ মষড়নধষ ধঁফরবহপব’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, বাংলাদেশ ডিজিটাল যুগে প্রবেশ করছে। ডিজিটাল প্রযুক্তি সারাবিশ্বের সামনে আমাদের তরুণদের দুয়ার খুলে দিয়েছে। ডিজিটাল প্রযুক্তির সুবিধা নিতে মূলত এগিয়ে আসতে হবে এদেশের তরুণ সমাজকে। নতুন প্রযুক্তির সুবিধা চলচ্চিত্রসহ আমাদের জীবনের সর্বক্ষেত্রে কাজে লাগাতে হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার কম্পিউটার সামগ্রীর ওপর ট্যাক্স তুলে দিয়েছে যা আরো কিছু কাল অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
    
#

ফয়সল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৩৩৩৩
   
মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে
 
উখিয়া (কক্সবাজার), ২৩ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।
আজ কুতুপালং -১ ক্যাম্পে ৮ শত ৩৬ জন পুরুষ, ১ হাজার ২ শত ১৭ জন নারী মিলে ২ হাজার ৫৩ জন, কুতুপালং-২ ক্যাম্পে ১ হাজার ১ শত ৫১ জন পুরুষ, ১ হাজার ৬ শত ৭৭ জন নারী মিলে ২ হাজার ৮ শত ২৮  জন, নোয়াপাড়া ক্যাম্পে ৬ শত ২৯ জন পুরুষ, ৭ শত ৮৬ জন নারী মিলে ১ হাজার ৪ শত ১৫ জন, থাইংখালী-১ ক্যাম্পে ১ হাজার ৪৬ জন পুরুষ, ১ হাজার ৬ জন নারী মিলে ২ হাজার ৫২ জন,  থাইংখালী-২ ক্যাম্পে ৭ শত ২৭ জন পুরুষ, ৬ শত ৩৩ জন নারী মিলে ১ হাজার ৩ শত ৬০ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ১ শত ২ জন পুরুষ, ১ হাজার ৪ শত ৬৩ জন নারী মিলে ২ হাজার ৫ শত ৬৫ জন, ঊনচিপ্রাং ক্যাম্পে ৬ শত ৩ জন পুরুষ, ৫ শত ৭৮ জন নারী মিলে ১ হাজার ১ শত ৮১ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ১৩ হাজার ৫ শত ৪৫ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৭ লাখ ৭৩ হাজার ২ শত ২৬ জনের নিবন্ধন করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ হাজার ৩ শত ৯৫ জন ছেলে এবং ১৮ হাজার ৯ শত ৭৮ জন মেয়ে। বাবা-মা কেউ নেই এমন এতিম শিশুর সংখ্যা ৭ হাজার ৭ শত ৭১ জন।
উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক সংখ্যা ৬ লাখ ৩৭ হাজার ১ শত ৭০ জন। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে। ২৫ আগস্ট ২০১৭ এর পূর্বে আগত মিয়ানমার নাগরিকের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৬০ জন।
#
 
সাইফুল/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৩৩৩২
   
মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত
 
উখিয়া (কক্সবাজার), ২৩ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে। 
     উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ২১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৩৯ ট্রাকের মাধ্যমে ৪২ মেট্টিকটন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৪ হাজার ২ শত ৭১ প্যাকেট শুকনো খাবার, ৯ শত ৮৮ প্যাকেট শিশু খাদ্য, ৩ শত ২৫ পিস পোশাক, ২৫ হাজার ৭ শত ৮০ পিস গৃহস্থালিসামগ্রী, ৮ শত ২৮ পিস গৃহনির্মাণ সামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  
জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত কক্সবাজারের ৪টি খাদ্য গুদামে প্রাপ্তি ও প্রদানের পর ২ হাজার ৯ শত ৬২ মেট্টিকটন চাল, ৮০ মেট্টিকটন ডাল, ৮৭ হাজার ৯ শত ৬৯ লিটার তেল, ৬১ মেট্টিকটন লবণ, ৭০ মেট্টিকটন চিনি, ২ হাজার ২ শত ৮ কেজি আটা, ৭২ হাজার ৬ শত ৭০ কেজি গুঁড়ো দুধ,  ১৬ হাজার ১ শত পিস ও ৪৮৯ বান্ডেল কম্বল, ৫১১ টি তাঁবু ও ত্রিপল মজুত রয়েছে।   
জেলা প্রশাসক, কক্সবাজার এবং ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কর্তৃক যৌথভাবে পরিচালিত ‘অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তা’ নামক সোনালী ব্যাংক, কক্সবাজার শাখার চলতি হিসাব নং ৩৩০২৪৬২৫ এ আজ পর্যন্ত ৪ কোটি ২৬ লাখ ৩২ হাজার ৩ শত ৬ টাকা জমা রয়েছে।
#
 
সাইফুল/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৯৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৩৩৩১
   
ক্যাপিটাল মার্কেট এক্সপোয় বাণিজ্যমন্ত্রী 
মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে পুঁজি বাজারে আনতে হবে

ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, শেয়ার বাজারে বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বর্তমানে বাংলাদেশের পুঁজি বাজার স্থিতিশীল রয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের দক্ষ ব্যবস্থাপনায় বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে পুঁজি বাজারে। বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে, যাতে পুঁজিবাজার অস্থিতিশীল না হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে পুঁজি বাজারে নিয়ে আসতে হবে। দেশের বাণিজ্যে তাদের বড়ধরনের অংশগ্রহণ আছে। সেগুলো এলে পুঁজি বাজার আরো বড় ও শক্তিশালী হবে। 
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় শিল্পকলা একাডেমির চিত্রশালায় দেশের অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচক আয়োজিত তিন দিনব্যাপী বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৭ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য পুঁজি বাজার খুবই গুরুত্বপূর্ণ। সততা ও দক্ষতার সাথে এ বাজারকে পরিচালিত করতে হবে। এ বাজার আরো সম্প্রসারিত হওয়া প্রয়োজন। দেশ অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি এখন অনেক বড়। পুঁজি বাজারও বড় হওয়া প্রয়োজন। 
এনবিআরসহ প্রায় ৪০টি প্রতিষ্ঠান মেলায় অংশ গ্রহণ করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনামূলে মেলায় প্রবেশ করা যাবে।
অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক খাদ্যমন্ত্রী এবং জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুর রাজ্জাক এমপি, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন, চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ-এর চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মাজেদুর রহমান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জর ব্রোকার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ।
#

বকসী/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩৩০
 
নৌরুটে সুষ্ঠুভাবে ফেরি চলাচলে সরকার আন্তরিক
---নৌপরিবহন মন্ত্রী
 
দৌলতদিয়া (রাজবাড়ী), ২৩ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) : 
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সুষ্ঠুভাবে ফেরি চলাচলের ক্ষেত্রে সরকার আন্তরিক। ফেরিতে যাত্রী ও মালামাল পরিবহনের লক্ষ্যে সরকার ফেরি নির্মাণে গুরুত্ব দিচ্ছে। সরকারের গত মেয়াদে ১৭টি ফেরি নির্মাণ করা হয়েছে, বর্তমান মেয়াদে আরো ১২টি ফেরি নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আজ রাজবাড়ী জেলার দৌলতদিয়াঘাটে জেলা পরিষদের রেস্ট হাউজ প্রাঙ্গণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুয়ারিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে সুষ্ঠু ও নিরাপদ গাড়ি পারাপারের লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে এক আলোচনা সভায় বক্তৃতা করেন। 
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজী কেরামত আলী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ড. প্রকৌশলী জ্ঞান রঞ্জন শীল, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, জেলা ও পুলিশ প্রশাসন এবং মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। 
 
মন্ত্রী বলেন, দৌলতদিয়ায় ফেরি ও লঞ্চঘাট উন্নয়নে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। যাত্রী ও মালামাল পরিবহনে সরকার অধিক গুরুত্ব দিচ্ছে। দৌলতদিয়ায় অবৈধ চাঁদাবাজি বন্ধে তিনি মালিক, শ্রমিক, স্থানীয় জনপ্রতিনিধি, জেলা ও পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।
 
শাজাহান খান বলেন, আগামীতে পাটুরিয়া-দৌলতদিয়ায় নদীর ওপর দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে। রাজবাড়ীর রাখালগাছি-মানিকগঞ্জের আরিচার মধ্যে নতুন ফেরিরুট চালু করা হবে। তিনি বলেন, দেশের দক্ষিণাঞ্চলসহ অন্যান্য স্থানে আরো ৮ থেকে ১০টি নতুন ফেরিরুট চালু করা হবে।
#
জাহাঙ্গীর/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৮০৭ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৩৩২৯
   
জাতীয় উন্নয়নে আওয়ামী লীগের অবদান অনস্বীকার্য
                                --- এলজিআরডি মন্ত্রী
 
সিরাজগঞ্জ, ২৩ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, জাতীয় উন্নয়ন যা হয়েছে তা কেবল আওয়ামী লীগ আমলেই হয়েছে। জাতীয় উন্নয়নে আওয়ামী লীগের অবদান অনস্বীকার্য। মন্ত্রী আজ সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ বিশ^াস, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, এমপি প্রমুখ।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশের জনগণ কিছু পায়। আওয়ামী লীগ জনগণের দল, আমাদের রাজনীতি জনগণের জন্য। তিনি বলেন দেশে দুই প্রকারের ভোট হয়, এক পক্ষ আওয়ামী লীগ কে ভোট দেয় অন্য পক্ষ যারা স্বাধীনতায় বিশ^াস করে না তাদের ভোট দেয়। তিনি বলেন, উন্নয়নবিরোধী গোষ্ঠী ক্ষমতায় থাকলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। আজ তারাই বলে দেশে গণতন্ত্র নাই, উন্নয়ন হয় না। শেখ হাসিনার উন্নয়ন ও জনপ্রিয়তা দেখে বিরোধী পক্ষ পাগলের প্রলাপ বকছে।
এর আগে মন্ত্রী কামারখন্দ উপজেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
#
 
জাকির/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৭৩০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩২৮ 
জঙ্গিবাদ নির্মূলে সকল ধর্মাবলম্বী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে
                                               - প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
রংপুর, ২৩ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) : 
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, ধর্মের নামে সন্ত্রাস জঙ্গিবাদ সৃষ্টিকারীদের নির্মূলে দলমতনির্বিশেষে সকল ধর্মাবলম্বী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। 
প্রতিমন্ত্রী আজ রংপুর মহানগরে পাগলাপীর মাজার শরীফের উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
প্রতিমন্ত্রী বলেন, রংপুর জেলা ২০০৮ সালের আগে ছিল অবহেলিত ও অনুন্নত জনপদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহে রংপুর জেলা আজ উন্নয়ন ও শান্তির রোল মডেল। এ অগ্রযাত্রাকে ধরে রাখতে সকল ধর্মাবলম্বী মানুষকে সরকারের সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখতে হবে। বর্তমান সরকার রংপুরসহ দেশের পশ্চাৎপদ জনপদগুলোতে বিশেষ বিবেচনায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও অবকাঠামোখাতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এক একটি অবহেলিত অঞ্চল সুখী, সমৃদ্ধ ও আদর্শ অঞ্চলে পরিণত করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
#
আহসান/অনসূয়া/জসীম/আসমা/২০১৭/১৬১০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩২৭ 
১২ ডিসেম্বর জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস 
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) :  
সরকার ১২ ডিসেম্বরকে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ হিসেবে ঘোষণা করেছে। দিবসটি উদ্যাপনের লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তিকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 
গত ৪ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত পরিপত্রে এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে।
#
প্রতিভা/অনসূয়া/আসমা/২০১৭/১৫৫০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                নম্বর :৩৩২৬  

সমাজতান্ত্রিক পথেই উন্নয়নশীল দেশের মঙ্গল

                         - তথ্যমন্ত্রী

ঢাকা, ২৩ অগ্রহায়ণ(৭ ডিসেম্বর):  

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, উন্নয়নশীল দেশের জন্য সমাজতান্ত্রিক পথ অনুসরণ করা মঙ্গলজনক, কারণ তা উন্নয়নও দেবে বৈষম্যও কমাবে।

মন্ত্রী আজ রাজধানীর কাওরান বাজারে প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের চিত্রা হলে বাংলাদেশ সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সাথে বাংলাদেশের সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট দলগুলোর প্রতিনিধিদের বৈঠকশেষে সাংবাদিকদের কাছে এ মনোভাব ব্যক্ত করেন।

 জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী বলেন, শি জিংপিং পুণরায় চীনা কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি এবং চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যে নীতিমালা গ্রহণ করেছেন, বাংলাদেশের জনগণ ও রাজনীতিবিদদের জানাবার জন্য চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন। উন্নয়নকামী বাংলাদেশের সাথে বন্ধুপ্রতিম দেশ চীনের এ ঘনিষ্ঠ মতবিনিময় উভয় দেশের জন্য মঙ্গলজনক।

আলোচনা বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ এক চীন নীতি সমর্থন করে, চীনের প্রেসিডেন্ট যেওয়ান বেল্ট-ওয়ান রোডনীতি গ্রহণ করেছেন, সেটিও সমর্থন করে। আমরা মনে করি, উন্নয়নশীল দেশের জন্য সমাজতান্ত্রিক পথ অনুসরণ করা মঙ্গলজনক, কারণ তা উন্নয়নও দেবে বৈষম্যও কমাবে। সেইসাথে সামরিকীকরণ, আধিপত্যবাদ ও বহিঃহস্তক্ষেপ থেকে মুক্ত বিশ্বায়নের সমর্থক বাংলাদেশ। বৈঠকে রোহিঙ্গা বিষয়টি উত্থাপন করে মন্ত্রী সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের নিয়ে যে সমস্যা রয়েছে তার শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশ  বন্ধুপ্রতিম দেশ চীনের সক্রিয় সমর্থন ও জোরালো ভূমিকা আশা করে।

  বৈঠকে চীনা দলনেতা ওয়াং ইয়াজুন পুণরায় নির্বাচিত তাদের পার্টির জেনারেল সেক্রেটারি এবং চীনের প্রেসিডেন্ট শি জিং পিং এর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। চীনের নতুন নীতিমালা ব্যাখ্যাকালে তিনি বলেন, চীন-বাংলাদেশের যৌথ উদ্যোগসমূহে চীনের পক্ষ থেকে দ্রুত অর্থ ছাড় করা হবে।

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক এসিস্টেন্ট মিনিস্টার ওয়াং ইয়াজুনের নেতৃত্বে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিংচিংসহ ৭ সদস্যবিশিষ্ট দলের সাথে বৈঠকে বাংলাদেশের সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট দলগুলোর প্রতিনিধিদের পক্ষে নেতৃত্ব দেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশের সাম্যবাদী দলের জেনারেল সেক্রেটারি দিলীপ বড়ুয়াবাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি মোজাহিদুল ইসলাম সেলিম, সংসদ সদস্য জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, জাসদ নেতা ড. আনোয়ার হোসেন বৈঠকে অংশ নেন।

#

আকরাম/অনসূয়া/জসীম/রফিকুল/আসমা/২০১৭/১৪৪৫ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩২৩ 
বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে ১৩-১৫ ডিসেম্বর পর্যন্ত
জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) :  
মহান বিজয় দিবস ২০১৭ উদ্যাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আগামী ১৩-১৫ ডিসেম্বর পর্যন্ত সাভার জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
#
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩৩২৪  
ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত
যে কোনো ধরনের তোরণ, পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো নিষেধ
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) :  
মহান বিজয় দিবস ২০১৭ উদ্যাপন উপলক্ষে ঢাকার গাবতলী এলাকা থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে যেকোনো ধরনের তোরণ (ত্রিমাত্রিক অথবা বক্স আকারে তোরণ তৈরি করা যাবে না) পোস্টার, ব্যানার এবং ফেস্টুন লাগানো থেকে বিরত থাকতে এবং রাস্তার দুই পাশে পর্যাপ্ত জায়গা পরিষ্কার রাখতে নির্দেশ দেয়া হয়েছে।
#
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩২৫ 
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে
স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতিসাধন না করার আহ্বান
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) : 
মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধে ফুলের বাগানের যাতে কোনোরূপ ক্ষতি সাধিত না হয় সে বিষয়ে সর্বসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
#
অনসূয়া/আশরোফা/শহিদ/রেজ্জাকুল/রফিকুল/আসমা/২০১৭/১২০০ ঘণ্টা  
Todays handout (8).docx