তথ্যবিবরণী নম্বর : ৪৬৮
জঙ্গিসন্ত্রাস ছেড়ে নির্বাচনে আসতে হবে
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রম্নয়ারি) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপিকে জঙ্গিসন্ত্রাসে তা’ দেবার যন্ত্র ছেড়ে নির্বাচনে আসতে হবে। দেশের গণতন্ত্রের সামনে দু’টি চ্যালেঞ্জ, একটি জঙ্গি ও জঙ্গিসঙ্গী বর্জন এবং অপরটি যথাসময়ে নির্বাচন। জনগণ ও সরকার দু’টিই বাসত্মবায়ন করবে এবং এভাবেই শহিদ কাজী আরেফের প্রতি যোগ্য সম্মান দেয়া সম্ভব।
আজ রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘বাঙালির জাতিরাষ্ট্র গঠনে স্বাধীন বাংলা নিউক্লিয়াসের ভূমিকা ও কাজী আরেফ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী আরেফ আহম্মদের ১৮তম শাহাদত দিবস (১৬ ফেব্রম্নয়ারি) উপলক্ষে শহিদ কাজী আরেফ ফাউন্ডেশন আয়োজিত এ সভায় সংস'ার সভাপতি কাজী মাসুদ আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান।
তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার পর ’৭৫ সাল থেকে দেশে নেমে আসা অন্ধকারের মধ্যে সামরিকতন্ত্র ধারকেরা গর্তে লুকিয়ে থাকা রাজাকার-যুদ্ধাপরাধীদের তুলে এনে সামপ্রদায়িক জঙ্গিবাদের জন্ম দেয়। আর বিএনপি সেই জঙ্গিসন্ত্রাসে তা’ দিয়ে লালন-পালন করেছে। একারণেই এখনও পর্যনত্ম আমাদের জঙ্গিদমনে লড়াই করতে হচ্ছে। তা না হলে বহু আগেই জঙ্গিরা নির্মূল হতো, শানিত্ম প্রতিষ্ঠিত হতো।
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান কাজী আরেফকে একজন আপোশহীন জাতীয় বীর বলে বর্ণনা করে তার অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অসাম্প্রদায়িকতার পতাকাতলে সকলকে সমবেত হবার আহ্বান জানান। তিনি বলেন, এদেশের মেহনতি মানুষ জঙ্গি সামপ্রদায়িকতার বিষদাঁত উপড়ে ফেলবে।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৬৭
রাজাকার থেকে দূরে থাকুন, বাংলাদেশের পথে চলুন
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রম্নয়ারি) :
বাংলা ভাষার পঞ্চকবির অন্যতম কবি, গীতিকার, সুরকার ও লেখক রজনীকানত্ম সেনের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় সকলকে রাজাকার থেকে দূরে থেকে বাংলাদেশের পথে চলার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন ‘সুরধুনী’ আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্য-সংস্কৃতি বিষয়ে একুশে পদকপ্রাপ্ত বিচারপতি এবাদুল হক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড. মনিরম্নজ্জামান এবং নূরজাহান বোসের হাতে প্রধান অতিথি তথ্যমন্ত্রী এ সময় সুরধুনী সম্মাননা স্মারক তুলে দেন। সবাইকে সাথে নিয়ে সুরধুনী প্রকাশিত কবি রজনীকানত্ম সেনের সার্ধশত জন্মবার্ষিকী স্মরণিকার মোড়কও উন্মোচন করেন তিনি।
কবি রজনীকানত্ম সেনের মহান সাহিত্যকর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ইনু বলেন, ‘কানত্মকবি মানুষকে মানুষের পরিচয়ে গর্বিত করেছেন। আর জঙ্গিরা মনুষ্যত্ব এবং সংস্কৃতিকে পায়ে দলে ধর্মের টুপি পরে বিবদমান। তাই জঙ্গি-রাজাকার পরিহার করে বাংলাদেশকে তার নিজস্ব পথে এগিয়ে নিতে হবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের পথ আউল-বাউলের পথ, রবীন্দ্র-নজরম্নলের পথ, হাসন রাজা-লালনের পথ, রজনীকানত্ম-দ্বিজেন্দ্র লাল-অতুলের পথ, শহীদ সালাম-বরকত-রফিকের পথ, বঙ্গবন্ধুর স্বপ্নের পথ।
সুরধুনী’র সভাপতি এ কে এম হাসান জামালের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ডা. খালেদা বেগম সভায় কবি রজনীকানত্ম সেনের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। বিপুল সংখ্যক সংস্কৃতিসেবী ও ঢাকা মহিলা কলেজের ছাত্রছাত্রীদের উপসি'তিতে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সুরধুনীর শিল্পীরা।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৬৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :
জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠক আজ কমিটির সভাপতি ডা.আ ফ ম রুহুল হক -এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য ইমরান আহমেদ, মোহাম্মদ আমান উল্লাহ, আয়েন উদ্দিন, নুরুল ইসলাম মিলন এবং হাজেরা খাতুন বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বৈঠকে যোগদান করেন।
বৈঠকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ নিউক্লিয়ার মেডিসিন এন্ড এলায়েড সায়েন্সেস (নিনমাস) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ নিউক্লিয়ার মেডিসিন এন্ড এলায়েড সায়েন্সেস (ইনমাস) এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদানের বর্তমান অবস্থা, সমস্যা ও সুবিধাভোগীর সংখ্যা এবং করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে জানানো হয়, পরমাণু চিকিৎসা বিষয়ক ন্যাশনাল ইনস্টিটিউট দেশের সবগুলো সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে কাজ করছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ১৫টি প্রতিষ্ঠান পরিচালনা করছে। নিউক্লিয়ার মেডিসিনের প্রধান কার্যক্রম চিকিৎসা সেবা, রোগ নির্ণয়, থেরাপি সংক্রান্ত সেবা গবেষণা ও উন্নয়নমূলক, মানবসম্পদ এবং শিক্ষা। নিউক্লিয়ার মেডিসিনের সেবাসমূহ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেয়াসহ প্রচার ব্যবস্থা জোরদার এবং নতুন নিউক্লিয়ার মেডিসিন ইনস্টিটিউট স্থাপনের প্রকল্প গ্রহণের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ নিউক্লিয়ার মেডিসিন এন্ড এলায়েড সায়েন্সেস এর বিভিন্ন পদে জনবলের পদ সৃজনের বিষয়টি ত্বরান্বিত করা, নতুন যন্ত্রপাতি সংযোজনের প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন এবং ভবিষ্যতে ¯œাতক পর্যায়ের চিকিৎসা পাঠক্রমে নিউক্লিয়ার মেডিসিন অন্তর্ভুক্ত করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ
করা হয় ।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিসিএসআইআর এর চেয়ারম্যান,ব্যান্সডকের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
এমাদুল/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৬৫
বস্ত্র শিল্পকে আধুনিকায়ন করা হচ্ছে
-- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম আজ ঢাকায় বসুন্ধরা কনভেনশন সিটিতে ‘১১ঃয উযধশধ ওহঃ’ষ ণধৎহ ্ ঋধনৎরপ ঝযড়ি ২০১৭’ এর উদ্বোধন করেন।
এ সময় ঢাকায় চীনের রাষ্ট্রদূত মা মিং চিয়াং, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু, বিজেএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুখ হাসানসহ দেশি-বিদেশি ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার বস্ত্র শিল্পের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি খাতও এগিয়ে এসেছে। বস্ত্র শিল্পকে আধুনিকায়ন করার লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের কাসবাণী এলাকায় ৪৯২ একর জায়গায় প্রস্তাবিত গার্মেন্টস শিল্প পল্লী স্থাপন করা হচ্ছে যা গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের জন্য সকল ধরনের সুযোগ সুবিধাসম্পন্ন হবে। শিল্প কারখানাগুলোকে দেশি ও বিদেশি ক্রেতার চাহিদা অনুযায়ী কমপ্লায়েন্স করে তৈরি করার লক্ষ্যে কমপ্লায়েন্স এর সাথে সম্পৃক্ত যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ট্যাক্স ফ্রি আমদানির সুবিধা দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, দেশের বস্ত্র শিল্প সুরক্ষার উন্নয়ন ও বিকাশে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে বস্ত্র পরিদপ্তর বর্তমানে বেসরকারি বস্ত্র শিল্পের পোষক কর্তৃপক্ষের দায়িত্ব পালন করছে। সরকার বস্ত্র নীতি সফল বাস্তবায়নের মাধ্যমে দেশকে বস্ত্রে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরকে বস্ত্র বিষয়ক কারিগরি বিষয়ে সার্বিক সহায়তা ও পরামর্শ প্রদান করছে। বস্ত্র শিল্পের পোষক কর্তৃপক্ষের সেবা প্রদানের জন্য বস্ত্র আইন, ২০১৭ নামে একটি আইন প্রণয়নের কাজ চলছে। বস্ত্র পরিদপ্তরের নির্দেশিত সেবা প্রদানের লক্ষ্যে একটি একক ডেস্ক থেকে সার্ভিস দেয়ার লক্ষ্যে ওয়ান স্টপ কাউন্টার খোলা হয়েছে এবং বস্ত্র শিল্প স্থাপনের জন্য অন্যান্য সংস্থার সার্ভিসকে একটি একক কার্যকর ওয়ান স্টপ সার্ভিস দেয়ার কাজ প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে।
#
সৈকত/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৬৪
স্বাস'্যখাতে ৪০ হাজার শূন্য পদে নিয়োগ দেয়া হবে
-- স্বাস'্যমন্ত্রী
ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রম্নয়ারি) :
শীঘ্রই স্বাস'্যখাতের ৩য় ও ৪র্থ শ্রেণির ৪০ হাজার শূন্য পদে লোক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি জানান, দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে এই পদগুলো শূন্য থাকায় স্বাস'্য সেবাকে কাঙিড়্গত মানে উন্নীত করা সম্ভব হচ্ছে না। সরকার ৬ হাজার চিকিৎসক ও ১০ হাজার নার্স নিয়োগ দিয়ে চিকিৎসক ও নার্স সংকটের সমাধান করেছে। কর্মচারী পর্যায়ের খালি পদ পূরণের প্রক্রিয়া প্রায় চূড়ানত্ম পর্যায়ে।
আজ সচিবালয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর নবনির্বাচিত কমিটি মন্ত্রীর সাথে সাড়্গাৎ করতে আসলে তিনি এ কথা বলেন। বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মোসত্মফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব অধ্যাপক ডা. ইহ্তেশামুল হক চৌধুরী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
গত সপ্তাহে দেশের বিভিন্ন হাসপাতালের ১১ হাজার ১৯৫টি শয্যার জন্য অর্থ মন্ত্রণালয় আর্থিক মঞ্জুরি প্রদান করেছে জানিয়ে স্বাস'্যমন্ত্রী বলেন, প্রশাসনিক অনুমোদনের মধ্য দিয়ে দেশের বেশ কিছু হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ালেও দীর্ঘদিন ধরে বাড়তি শয্যাগুলোর জন্য আর্থিক বরাদ্দ ছিল না। ফলে পূর্বের শয্যা সংখ্যার বাজেট দিয়ে কাজ চালানো হচ্ছিল। বর্তমান সরকারের সময়ে এই বরাদ্দ প্রদানের ফলে দেশের দরিদ্র রোগীরাই বেশি উপকৃত হবে।
বিএমএ’র নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের রাষ্ট্রে উন্নীত হওয়ার যাত্রাপথে দেশের স্বাস'্যখাতে গত আট বছরে যথেষ্ট অগ্রগতি অর্জিত হয়েছে। এই অর্জনকে আরো ঊর্ধ্বে তুলে ধরার জন্য সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি দেশের সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করার লড়্গ্যে সকল চিকিৎসকদেরকে উদ্ধুদ্ধ করার জন্য বিএমএ নেতৃবৃন্দকে কাজ করার নির্দেশ দেন।
সাড়্গাৎকালে স্বাস'্যখাতের উন্নয়নে সাফল্য অর্জন করায় প্রধানমন্ত্রী ও স্বাস'্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিএমএ নেতৃবৃন্দ বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস'্য সেবা পৌঁছে দিতে সরকারকে সহযোগিতা করবে বিএমএ। পাশাপাশি অবৈধ হাসপাতাল, ভুয়া চিকিৎসক ও মানহীন মেডিকেল কলেজ এবং ভেজাল ওষুধের বিরম্নদ্ধে স্বাস'্যমন্ত্রীর নির্দেশে পরিচালিত অভিযানকেও সহায়তা করার আশ্বাস প্রদান করে বিএমএ।
এ সময় স্বাস'্য সচিব সচিব মো. সিরাজুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরম্নল আহসান খান, স্বাস'্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয়, অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিএমএ’র নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপসি'ত ছিলেন।
#
পরীড়্গিৎ/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৬৩
প্লাস্টিক শিল্পের উন্নয়নে সরকার কাজ করছে
-- শিল্পমন্ত্রী
ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :
কাক্সিক্ষত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে সম্ভাবনাময় প্লাস্টিক শিল্পের উন্নয়নে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, বিশ্বব্যাপী ফ্যাশনেবল ও বাহারী ডিজাইনের প্লাস্টিক পণ্যের চাহিদা রয়েছে। এ চাহিদা পূরণের জন্য প্লাস্টিক শিল্পে পণ্য বৈচিত্র্যকরণ ও মূল্য সংযোজনের উদ্যোগ নিতে হবে। এর মাধ্যমে রপ্তানি পণ্য বহুমুখীকরণেরও সুযোগ তৈরি হবে।
বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং ঈযধহ ঈযধড় ওহঃবৎহধঃরড়হধষ ঈড়. খঃফ. ঞধরধিহ এর যৌথ উদ্যোগে চার দিনব্যাপী ১২তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০১৭ এর উদ্বোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, চ্যান চাও ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের নির্র্বাহী পরিচালক ওভারসিজ জুডি ওয়াং (ঔঁফু ডধহম) এ সময় বক্তব্য রাখেন।
শিল্পমন্ত্রী বলেন, প্লাস্টিক শিল্প বাংলাদেশের অর্থনীতির একটি বিকাশমান শিল্পখাত। কাঠের বিকল্প হিসেবে প্লাস্টিক পণ্যের ব্যবহার বাংলাদেশে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। বিশ্বের সকল দেশেই এখন প্লাস্টিক পণ্য অত্যন্ত জনপ্রিয়। ক্রমবর্ধমান এ চাহিদার যোগান দিতে দেশেই আন্তর্জাতিকমানের প্লাস্টিক শিল্প-কারখানা গড়ে উঠছে। ইতোমধ্যে দেশে ছোট-বড় মিলিয়ে ৫ হাজার ৩০টি প্লাস্টিক ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। এখাতে সরাসরি ৫ লাখ এবং পরোক্ষভাবে ৭ লাখ লোক কাজ করছে। পরিবেশবান্ধব প্লাস্টিক পণ্যের উৎপাদন বাড়িয়ে নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার শুরু থেকেই প্লাস্টিক শিল্পের উন্নয়নে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে। জাতীয় শিল্পনীতি-২০১৬ তে প্লাস্টিক শিল্পকে অগ্রাধিকার প্রাপ্ত খাতের তালিকায় শীর্ষস্থানে রাখা হয়েছে। সরকার উদীয়মান শিল্পখাত হিসেবে পরিবেশবান্ধব সবুজ প্লাস্টিক শিল্পখাত বিকাশে বদ্ধপরিকর। এ লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানের ধলেশ্বরী ব্রিজের পশ্চিম পাশে বড়বর্ত্তা মৌজায় ৫০ একর জমির ওপর একটি প্লাস্টিক শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে। ১৩৩ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে এ শিল্পনগরীর ৩৭০টি প্লটে কম-বেশি ৩৬০টি প্লাস্টিক শিল্প ইউনিট স্থাপন করা হবে। এসব শিল্প ইউনিটে ১ হাজার ৮শ’ নারীসহ মোট ১৮ হাজার লোকের কর্মসংস্থান হবে। এটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় থেকে বিসিককে নির্দেশনা দেয়া হয়েছে। জুন, ২০১৮ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
#
শামসুল আরেফীন/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৬২
শিল্পমন্ত্রীর সাথে ইন্দোনেশিয়ার প্রাক্তন ভাইস মিনিস্টারের বৈঠক
ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রম্নয়ারি) :
সিমেন্ট, কনস্ট্রাকশন কাঁচামাল, পস্নাস্টিক কাঁচামাল উৎপাদনের লক্ষ্যে যৌথ উদ্যোগে শিল্প প্রতিষ্ঠান স'াপনের আগ্রহ প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার প্রাক্তন ভাইস মিনিস্টার মাহেন্দ্র সিরেগার (গধযবহফৎধ ঝরৎবমধৎ)। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু তাঁর এ প্রসত্মাবকে স্বাগত জানিয়েছেন।
আজ শিল্পমন্ত্রীর সাথে রাজধানীর সোনারগাঁও হোটেলে মাহেন্দ্র সিরেগার বৈঠক করেন।
বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, বিসিআইসিতে সিমেন্ট, পেপারসহ শিল্প কারখানা স'াপনের জন্য অনেক খালি জায়গা রয়েছে। এ খালি জায়গায় সিমেন্ট, পেপার ও শিল্প কারখানা স'াপন করা যেতে পারে। বাংলাদেশে শিল্প কারখানা স'াপনের ক্ষেত্রে ইকোনোমিক জোন রয়েছে। এ সুবিধা গ্রহণ করা যেতে পারে বলে তিনি প্রতিনিধিদলকে জানান।
সভায় বিসিআইসি’র চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বেগম পরাগ এবং বিসিআইসি’র পরিচালক মো. লুৎফর রহমানসহ ইন্দোনেশিয়ার প্রতিনিধিদল উপসি'ত ছিলেন।
#
আরেফীন/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৬১
চালের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে
-- খাদ্যমন্ত্রী
ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :
খাদ্যমন্ত্রী মোঃ কামরুল ইসলাম বলেছেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী খুচরা বাজারে মোটা চালের দাম বাড়ানোর চেষ্টা করছে। তবে তারা সফল হবে না। চলতি আমন মৌসুমে মোটা চালের দাম আর বাড়বে না।
আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশ চালকল মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, গত বছর এই সময়ে ভারত থেকে প্রায় তিন লাখ মেট্রিক টন মোটা চাল আমদানি হয়েছিল। গত বছর শুল্ক ছিল না। কিন্তু এবার শুল্ক আরোপ করা হয়েছে। ফলে এ বছর একই সময়ে মাত্র ৩৭ হাজার মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এসব কারণে এবার মোটা চালের দাম একটু বেড়েছে। এ বছর ব্যবসায়ীরা চাল আমদানি করেনি। এজন্য আমাদের কৃষকরা লাভবান হয়েছে। তারা চালের ন্যায্য দাম পেয়েছে।
মন্ত্রী বলেন, মোটা চালের সরকারি রেট ৩৩ টাকা। কিন্তু কেজিতে এই চালের দাম বেড়েছে এক থেকে দেড় টাকা। এর কারণ হিসেবে তিনি বলেন, মিন পিরিয়ডে চালের দাম একটু বাড়ে। তবে এই দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আছে।
কখনোই শুল্ক প্রত্যাহার করা হবে না জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পাইকারি বাজারে দাম বাড়িয়ে চালের বাজার অস্থিতিশীল করতে চায়। যাতে সরকার শুল্ক প্রত্যাহার করে নেয়। আমরা সেই সুযোগ দেবো না। শুল্ক প্রত্যাহার হবে না। তিনি বলেন, আমাদের দেশের কৃষকরা যাতে ভাল থাকে সেই ব্যবস্থাই হয়েছে। ভারত থেকে মোটা চাল না আসলে আমাদের দেশের কৃষকরাই চাল উৎপাদনে বেশি আগ্রহী হবে।
চালের দাম বৃদ্ধি পেয়েছে বলে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এমন খবরের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ চালকল মিল মালিক সমিতির নেতাদের ডাকেন খাদ্যমন্ত্রী।
#
সুমন/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৬০
বাজার তদারকি
৬৫ প্রতিষ্ঠানকে তিন লক্ষাধিক টাকা জরিমানা
ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ১৪ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন জেলায় বাজার তদারকি করে। এসময় ৬৫টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ১৩ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়।
পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ঢাকা মহানগরীর দক্ষিণ খান এলাকায় প্রমোশন হোম মেড প্রোডাক্টসকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে ইসলামিয়া সুইটস এন্ড কনফেকশনারীকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবহেলা ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানো, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করা, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়ের অপরাধে ঢাকা, কুড়িগ্রাম, হবিগঞ্জ, ফেনি, নড়াইল, পঞ্চগড়, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, সুনামগঞ্জ, ফরিদপুর, ভোলাসহ বিভিন্ন জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।
তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, স্যানেটারি ইন্সপেক্টর, বাজার কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সিভিল সার্জন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করেন।
#
আফরোজা/মাহমুদ/অনসূয়া/নুসরাত/শহিদ/রেজাউল/আসমা/২০১৭/১৭১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৫৯
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২২তম বৈঠক মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে ‘বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ বিল, ২০১৭’ এর ওপর আলোচনা হয় এবং বিলটিকে আরো যুগোপযোগী করার লক্ষ্যে নাজমুল হক প্রধানকে আহ্বায়ক এবং মো. মনিরুল ইসলাম ও নাজিম উদ্দিন আহমেদকে সদস্য করে একটি সাবকমিটি গঠন করা হয়। সাবকমিটিকে রিপোর্ট প্রদানের জন্য দুই সপ্তাহ সময় নির্ধারণ করে দেওয়া হয়। এছাড়া, সড়ক দুর্ঘটনা হ্র্রাসকল্পে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকের শুরুতে ভাষা শহিদদের স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
কমিটির সদস্য সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, এ কে এম এ আউয়াল, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম, লুৎফুন নেছা এবং নাজিম উদ্দিন আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
নীলুফার/অনসূয়া/মাসুম/নুসরাত/রেজ্জাকুল/আসমা/২০১৭/১৫০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৫৮
জাতিসংঘে দু’দিনব্যাপী আইপিইউ’র পার্লামেন্টারি হিয়ারিং সমাপ্ত
নিউইয়র্ক, ১৫ ফেব্রুয়ারি :
‘নীল পৃথিবী : এজেন্ডা ২০৩০ এর প্রেক্ষিতে মানবকল্যাণ নিশ্চিত করতে সমুদ্র সংরক্ষণ ও ধরিত্রী সুরক্ষা (অ ডড়ৎষফ ড়ভ ইষঁব: চৎবংবৎারহম ঃযব ঙপবধহং, ঝধভবমঁধৎফরহম ঃযব চষধহবঃ, ঊহংঁৎরহম ঐঁসধহ ডবষষ-নবরহম রহ ঃযব ঈড়হঃবীঃ ড়ভ ঃযব ২০৩০ অমবহফধ)’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতিসংঘ সদর দপ্তরে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে শুরু হওয়া দু’দিনব্যাপী আইপিইউ পার্লামেন্টারি হিয়ারিং ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে।
শেষ দিনের হিয়ারিং-এ সমুদ্র ব্যবস্থাপনা বিষয়ক এক ইন্টারভেশনে বাংলাদেশ ডেলিগেশনের প্রধান সংসদ সদস্য ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক জাতিসংঘ সমুদ্র আইনসহ সমুদ্র বিষয়ক বিদ্যমান অন্যান্য আইনের বাস্তবায়নের বিষয়ে বক্তব্য রাখেন। এ সকল আইন বাস্তবায়নের ক্ষেত্রে যে ঘাটতি রয়েছে তা উল্লেখ করে তিনি এই ঘাটতি কাটিয়ে ওঠার সম্ভাব্য সমাধানের বিষয়ে বিজ্ঞ প্যানেলিস্টদের কাছে প্রশ্ন রাখেন।
এছাড়া জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যানেল আলোচনায় বাংলাদেশ ডেলিগেশনের পক্ষে সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল বলেন, বাংলাদেশ জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তি স্বাক্ষরকারী প্রথম সারির দেশগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশই প্রথম দেশ যারা নিজস্ব তহবিল থেকে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করেছে।
সারোয়ার কমল আরো বলেন, জলবায়ু পরিবর্তন ও সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি জনিত কারণে ক্ষতিগ্রস্ত মানুষের সম্ভাব্য অভিগমন জনিত চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে বাংলাদেশ উদ্বিগ্ন। এ সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় কি হতে পারে তা তিনি বিজ্ঞ প্যানেলিস্টদের কাছে জানতে চান।
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আইপিইউ’র প্রেসিডেন্ট সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পিটার থমসন, আইপিইউ’র মহাসচিব মার্টিন চুনগং।
আইপিইউ’র সভাপতি সমাপনী বক্তৃতায় বলেন, বর্তমান গ্লোবাল ভিলেজের বাস্তবতায় সংসদ সদস্যগণ শুধু নিজ দেশের সংসদ বা আইন নিয়েই সীমাবদ্ধ নয় বরং বৈশ্বিক সমস্যা সমাধানেও সম্মিলিত ভূমিকা রেখে চলছেন যা সমুদ্রসহ অন্যান্য এসডিজি বাস্তবায়নকে আরো এগিয়ে নিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ বছরের এপ্রিল মাসে বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য আইপিইউ’র সম্মেলনে যোগদানের জন্য সংসদ সদস্যগণকে আহ্বান জানান।
উল্লেখ্য, বিশ্বের ৫৫টি দেশের ১৭৯ জন সংসদ সদস্যসহ ১০টি আন্তর্জাতিক সংস্থা এবং ১৯টি এনজিও’র প্রতিনিধিগণ এই পার্লামেন্টারি হেয়ারিং এ যোগ দিয়েছেন।
#
অনসূয়া/শহিদ/রফিকুল/আসমা/২০১৭/১০৪৫ ঘণ্টা