তথ্যবিবরণী নম্বর : ২৪৪৮
সিআইপি নির্বাচনের লড়্গ্যে অনাবাসী বাংলাদেশিদের কাছ থেকে দরখাসত্ম আহ্বান
ঢাকা, ১৮ই শ্রাবণ (২রা আগস্ট):
বাণিজ্যিক গুরম্নত্বপূর্ণ ব্যক্তি (অনাবাসী বাংলাদেশি), ২০১৭ নির্বাচনের লড়্গ্যে আগ্রহী সকল অনাবাসী বাংলাদেশিদের কাছ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে দরখাসত্ম আহ্বান করা হয়েছে।
ক্যাটাগরিভিত্তিক আবেদনের নির্ধারিত ফরম এবং বাণিজ্যিক গুরম্নত্বপূর্ণ ব্যক্তি (অনাবাসী বাংলাদেশি) নীতিমালা-২০১৫ এর কপি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রণালয়ের িি.িঢ়ৎড়নধংযর.মড়া.নফ ওয়েবসাইট, জনশক্তি, কর্মসংস'ান ও প্রশিড়্গণ ব্যুরোর িি.িনসবঃ.ড়ৎম.নফ ওয়েবসাইট, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের িি.িবিনি.মড়া.নফ ওয়েবসাইট এবং সংশিস্নষ্ট দূতাবাস/মিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোডের মাধ্যমে সংগ্রহ করা যাবে।
আগামী ৩১ আগস্ট, ২০১৬ তারিখের মধ্যে দু’সেট অফেরতযোগ্য আবেদন (প্রয়োজনীয় সকল তথ্যের প্রমাণকসহ) সরাসরি সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২, পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০ অথবা সংশিস্নষ্ট বাংলাদেশ দূতাবাস/মিশনে দাখিল করতে হবে। উলেস্নখ্য, যে সকল দেশে বাংলাদেশ দূতাবাস/মিশন নেই, সে সকল দেশের জন্য এক্রিডিটেশনপ্রাপ্ত মিশনে আবেদনপত্র দাখিল করতে হবে।
আবেদনপত্রের সাথে সদ্য তোলা দু’কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ, ত্রম্নটিপূর্ণ এবং নির্ধারিত সময়ের পরে দাখিলকৃত আবেদনপত্র বাতিল বলে বিবেচিত হবে।
#
কালাচাঁদ/আফরাজ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৪৭
শ্রমিক কল্যাণ তহবিলে বিভিন্ন প্রতিষ্ঠানের পৌনে ১১ কোটি টাকা প্রদান
ঢাকা, ১৮ই শ্রাবণ (২রা আগস্ট):
মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতকরণে শ্রমজীবী মানুষের জন্য গঠিত শ্রমিক কল্যাণ তহবিলে ৫টি দেশি ও বহুজাতিক কোম্পানি তাদের লভ্যাংশের একটি অংশ প্রায় পৌনে এগার কোটি টাকা জমা দিয়েছে।
আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের হাতে কোম্পানিগুলোর প্রতিনিধিগণ নিজ প্রতিষ্ঠানের চেক হস্তান্তর করেন।
প্রথমবারের মতো যমুনা অয়েল কোম্পানির উপব্যবস্থাপক (ডিএলও) মো. আইয়ুব হোসেন তাদের কোম্পানির লভ্যাংশের একটি অংশ তিন কোটি ঊনিশ লাখ টাকার চেক শ্রম প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন।
অন্যদিকে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের পরামর্শক (করপোরেট অ্যাফেয়ার্স) আখতার এ খান ৬ কোটি ৫৫ লাখ টাকার চেক শ্রম প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন। আজ পর্যন্ত গত ৫ বছরে ব্রিটিশ আমেরিকান টোবাকো এ তহবিলে জমা দিয়েছে ২৩ কোটি টাকারও বেশি।
শ্রম আইন অনুযায়ী যেসকল কোম্পানির মূলধন ২ কোটি টাকার বেশি সেসব প্রতিষ্ঠানের বাৎসরিক নিট লভ্যাংশের ৫ শতাংশের মধ্যে ৪ শতাংশ নিজ কোম্পানির শ্রমিক ও কর্মচারীদেরকে সরাসরি প্রদান করবে। বাকি ১ শতাংশের অর্ধেক দিবে প্রতিষ্ঠানের নিজস্ব শ্রমিক কল্যাণ তহবিলে, বাকি অর্ধেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ তহবিলে জমা দিবে।
প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে গঠিত এ তহবিলে আজ পর্যন্ত দেশি-বহুজাতিক সব মিলে ৭২টি কোম্পানি তাদের লভ্যাংশের নির্দিষ্ট অর্থ প্রদান করেছে। এখন পর্যন্ত এ তহবিলে জমার পরিমাণ প্রায় ১৭০ কোটি টাকা। এ তহবিল থেকে শ্রমিকদের কল্যাণে দুই কোটি টাকার বেশি অর্থ সহায়তা নেয়া হয়েছে।
এ ছাড়া আজ এ তহবিলে বিকাশ লিমিটেড ১৯ লাখ, এলপি গ্যাস লিমিটেড ৭ লাখ ৬৬ হাজার এবং একসেনচার বাংলাদেশ লিমিটেড ৫৮ হাজার টাকা জমা দিয়েছে।
#
আকতারুল/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৪৬
বন্যার পরে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি উঁচু করে দেয়া হবে
-- ত্রাণমন্ত্রী
গাইবান্ধা, ১৮ই শ্রাবণ (২রা আগস্ট):
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, বন্যার পানি নেমে গেলে সরকার ৪০ দিনের কর্মসূচির মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি উঁচুঁ করে দেয়ার পদক্ষেপ নেবে।
মন্ত্রী আজ গাইবান্ধা জেলার সদর উপজেলার ফুলবাড়ি মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে একথা বলেন।
মন্ত্রী বলেন, বন্যার পানি কমতে শুরু করেছে। বন্যার পানি কমার সাথে সাথে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট নির্মাণের কাজে হাত দেবে সরকার। তিনি বলেন, বন্যার হাত থেকে রক্ষা করতে সরকার আরো ২শ’ আশ্রয়কেন্দ্র নির্মাণ করবে।
জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের গাইবান্ধা জেলার ত্রাণ বিতরণ মনিটরিং টিমের সদস্য হাবিবুল কবির এবং জেলা প্রশাসক মো. আবদুছ সামা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গাইবান্ধা জেলায় এ পর্যন্ত ১১শ’ মেট্টিক টন চাল ও ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। মূলত ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী সোনাইল বাঁধ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন পর এ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। এখানকার ঘরবাড়ি বেড়িবাঁধের মধ্যে থাকায় তেমন উঁচু করে নির্মাণ না করায় এবার বন্যার পানিতে আক্রান্ত হয়। শিগগিরই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেয়া হবে বলে মন্ত্রী সকলকে আশ্বস্ত করেন।
মন্ত্রী উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে আজ গাইবান্ধা ছাড়াও নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামে ত্রাণ বিতরণ করেন।
#
দেওয়ান/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৪৫
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অ্যাপ উদ্বোধন
ঢাকা, ১৮ই শ্রাবণ (২রা আগস্ট):
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তথ্যপ্রযুক্তি মানুষের জীবনের চলার পথকে অনেক সহজ করে দিয়েছে এবং সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে সময়োপযোগী বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-কে সেবাধর্মী ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে।
মন্ত্রী আজ ঢাকায় ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ডিএনসিসি’র অধিবাসীদের নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে ‘ডিজিটাল ডিএনসিসি অ্যাপ’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
বাংলাদেশ ইউনিভার্সিটি’র বোর্ড অভ্ ট্রাস্টিজের চেয়ারম্যান জামিল আজহারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসি’র মেয়র আনিসুল হক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বক্তৃতা করেন।
মন্ত্রী বলেন, ডিএনসিসি অ্যাপ সিটি কর্পোরেশনের অধিবাসীদের নাগরিক সেবা প্রাপ্তির ক্ষেত্রে একটি মাইলফলক। এ ধরনের অ্যাপ পর্যায়ক্রমে দেশের প্রতিটি পৌরসভা ও ইউনিয়ন পরিষদে চালু করা হলে নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব হবে। মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে পরিকল্পিত পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ মহানগরী গড়ে তুলতে কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
পরে তিনি আনুষ্ঠানিকভাবে অ্যাপটি উদ্বোধন করেন।
উল্লেখ্য, ডিএনসিসি সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে, সেবা গ্রহণ করতে, নাগরিক পরিসেবা সংক্রান্ত যেকোন অভিযোগ জানাতে এবং তাৎক্ষণিক নিরাপত্তা পেতে ‘ডিএনসিসি ডিজিটাল অ্যাপ’ ডিএনসিসি’র নাগরিকদের সার্বক্ষণিক সহায়তা করবে। নগরবাসী তাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে সরাসরি প্রিয়জনের গতিবিধি নজরে রাখতে পারবেন। কেউ কোনো বিপদে পড়লে ৩ সেকেন্ডে ঝঙঝ মেসেজ পাঠিয়ে নিজের অবস্থান ও বিপদ সম্পর্কে অবহিত করতে পারবেন। তবে এতে ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে।
#
শহিদুল/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৪৪
সাবেক সংসদ সদস্য মো. কোরবান আলীর জানাজা অনুষ্ঠিত
ঢাকা, ১৮ই শ্রাবণ (২রা আগস্ট):
চতুর্থ জাতীয় সংসদে কুষ্টিয়া-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক খাদ্য প্রতিমন্ত্রী মো. কোরবান আলীর নামাযে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। তিনি আজ পপুলার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি এক পুত্র, দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, বিরোধীদলীয় হুইপ নুরুল ইসলাম ওমর, সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, দলীয় নেতাকর্মীগণ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য গুণগ্রাহী জানাজায় শরিক হন।
জানাজা শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষে জাতীয় সংসদের সার্জেন্ট এ্যাট আর্মস, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ, সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষে জাতীয় পার্টির হুইপ নুরুল ইসলাম ওমর মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে মরহুমের রাজনৈতিক সহকর্মীগণ ও পরিবারের পক্ষ থেকে তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করা হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
#
কামাল/আফরাজ/মাহমুদ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৪৩
সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে দুদকের মতবিনিময়
ঢাকা, ১৮ই শ্রাবণ (২রা আগস্ট):
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর ‘খসড়া কৌশলগত কর্মপরিকল্পনা ২০১৬-২০২১’ এর ওপর আজ কমিশনের সম্মেলন কড়্গে দেশের সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ সভায় সভাপতিত্ব করেন।
কমিশনের চেয়ারম্যান বলেন, প্রক্রিয়াগত কারণেই কমিশন দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে সড়্গমতা প্রদর্শন করতে পারছে না। প্রক্রিয়ায় সমস্যা থাকায় কমিশনের প্রতি মানুষের কাঙিড়্গত মাত্রার আস'া নেই। এ কারণেই কমিশন এই কর্মপরিকল্পনা নিয়ে সমাজের সকল সত্মরের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করছে।
দেশের শিড়্গাব্যবস'া প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, শিড়্গাব্যবস'া নিয়ে আমরা উদ্বিগ্ন, কারণ দুুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যা দেশের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এ অবস'া থেকে জাতিকে বাঁচাতে হলে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত প্রায় ৮৫ লাখ ছাত্রছাত্রীকে টার্গেট করে কার্যক্রম পরিচালনা করতে হবে। তাই দুদক পাঁচ বছরমেয়াদি কর্মপরিকল্পনায় শিড়্গার বিষয়টি সম্পৃক্ত করেছে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, শিড়্গার প্রসঙ্গ আসলেই অবকাঠামো, শ্রেণিকড়্গ, ভবন, শিড়্গা উপকরণ ইত্যাদি নিয়েই কেবল আলোচনা হয়। আসলে আমাদের সম্মানিত শিড়্গকবৃন্দ ছাত্রছাত্রীদের শ্রেণিকড়্গে কী পড়াচ্ছেন বা কী শেখাচ্ছেন সে বিষয় নিয়ে আলোচনা নেই বললেই চলে।
বিদ্যমান সরকারি কর্মকা- পে্রচলিত ড়্গমতার অধিড়্গেত্র (উরংপৎবঃরড়হবৎু চড়বিৎ) অনেক ড়্গেত্রে দুর্নীতি কারণ হিসেবে অবহিত করে তিনি বলেন, সরকারি কর্মকা- পে্রচলিত ড়্গমতার অধিড়্গেত্র কমিয়ে আনা উচিত।
সভায় কমিশনের পড়্গে স্বাগত বক্তব্য রাখেন কমিশনের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ।
সভায় অন্যান্যের মধ্যে দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান, সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, সাবেক মন্ত্রী ড. মিজানুর রহমান শেলী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সুশাসনের জন্য নাগরিকের ড. বদিউল আলম মজুমদার, এমআরডিআই এর প্রধান হাসিবুর রহমান মুকুর, সাবেক তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, স'ানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ এবং সিপিডি’র ফাতেমা ইউসুফ বক্তব্য রাখেন।
#
প্রণব/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৪২
ইন্দোনেশিয়ায় ডবিস্নউআইইএফ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী
উন্নয়ন ও ন্যায়বিচারই আনতে পারে শানিত্ম নিরাপত্তা
জাকার্তা (ইন্দোনেশিয়া), ২রা আগস্ট:
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুসত্মফা কামাল বলেছেন, মুসলিম উম্মাহ সন্ত্রাস ও জঙ্গিবাদসহ নানাবিধ সমস্যায় আজ জর্জরিত। উন্নয়ন, অগ্রগতি এবং ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমেই কেবল সমাজ ও রাষ্ট্র্রে শানিত্ম ও নিরাপত্তা নিশ্চিত হতে পারে। সন্ত্রাস ও জঙ্গিবাদসহ বিদ্যমান বৈশ্বিক সংকট মোকাবিলায় বিশ্ববাসী বিশেষ করে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে মন্ত্রী উদাত্ত আহ্বান জানান।
মন্ত্রী আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরাম (ডবিস্নউআইইএফ)-এর ১২তম ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান। অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, শ্রীলংকার প্রেসিডেন্ট এবং ইসলামিক উন্নয়ন ব্যাংক ও ডবিস্নউআইইএফ’র চেয়ারম্যানসহ বিশ্বের বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধান বক্তৃতা করেন।
মন্ত্রী বলেন, ইসলাম শানিত্মর ধর্ম। যারা ইসলামের নাম ব্যবহার করে সন্ত্রাস করছে তারা মুসলিম উম্মাহর ভাবমূর্তি এবং মহান ধর্ম ইসলামকে খাটো করার অশুভ উদ্দেশ্য নিয়ে কাজ করছে। কোন দেশ ও রাষ্ট্রের একার পড়্গে এ কঠিন সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয়, বিশ্বের সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হয়ে এ সংকট মোকাবিলায় কাজ করতে হবে।
পরিকল্পনা মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক খাতে যুগানত্মকারী বিভিন্ন অগ্রগতি তুলে ধরে বলেন, বৈশ্বিক মন্দা সত্ত্বেও অর্থনীতিতে বাংলাদেশ উলেস্নখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করছে।
মন্ত্রী বাংলাদেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রশংসা করেন এবং দেশের বিনিয়োগবান্ধব পরিবেশ ও উদার বাণিজ্য নীতি তুলে ধরেন। তিনি উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক বাণিজ্যিক ব্যবস'ার মাধ্যমে ওআইসি দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার ও সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরম্নত্বারোপ করেন।
আ হ ম মুসত্মফা কামাল ডবিস্নউআইইএফ’র সাইডলাইনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে পৃথক বৈঠক করেন। বৈঠককালে পারস্পরিক স্বার্থসংশিস্নষ্ট বিষয়ে আলোচনা হয়।
#
শেফায়েত/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৪১
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জুলাই মাসের বেতন-ভাতাদির চেক হস্তান্তর
ঢাকা, ১৮ই শ্রাবণ (২রা আগস্ট):
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের জুলাই ২০১৬ মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের ১২টি চেক (বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার বর্ধিত টাকাসহ) অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
আগামী ৯ আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে জুলাই মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করা যাবে।
#
শফিকুল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৩০ঘণ্টা
Handout Number : 2440
Chinese delegation calls on Foreign State Minister
Dhaka, August 2 :
A 5-member delegation led by Ji Zhiye of China Institute of Contemporary International Relations (CICIR) called on State Minister for Foreign Affairs Md. Shahriar Alam at the Ministry of Foreign Affairs in Dhaka today.
The delegation is on a 3-day visit to Bangladesh at the invitation of Bangladesh Enterprise Institute and will be leaving tomorrow.
During the call on, the state minister put emphasis of exchange of ideas between the think tanks of the two countries for more cooperation in the areas of political, economic and other engagements.
The leader to the delegation Ji Zhiye told that China is ready to expand its cooperation further for the development of infrastructure in Bangladesh and other areas.
#
Khaleda/Afraz/Mahmud/Sanjib/Joynul /2016/1915 hours
তথ্যবিবরণী নম্বর: ২৪৩৯
তথ্যমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাড়্গাৎ
ঢাকা, ১৮ই শ্রাবণ (২রা আগস্ট):
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু থাইল্যান্ডের সাথে তথ্য ও সংবাদ বিনিময়ের মাধ্যমে দু’দেশের মধ্যে জনযোগাযোগ বৃদ্ধির ওপর গুরম্নত্বারোপ করেছেন।
মন্ত্রীর সাথে আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর মন্ত্রণালয়ের অফিসকড়্গে বাংলাদেশে থাইল্যান্ডের রাষ্ট্রদূত প্যানপিমন সুভান্নাপংসে (চধহঢ়রসড়হ ঝঁধিহহধঢ়ড়হমংব)’র সাড়্গাৎকালে থাইল্যান্ডকে বাংলাদেশের অত্যনত্ম বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে উলেস্নখ করে তথ্য ও গণমাধ্যম বিষয়ে একটি দ্বিপাড়্গিক চুক্তির প্রসত্মাবনা তুলে ধরেন। থাই রাষ্ট্রদূত এ বিষয়ে দ্রম্নত কাজ করবেন বলে একমত পোষণ করেন।
এছাড়াও দু’দেশের মধ্যে পর্যটন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়েও সহযোগিতা বৃদ্ধিতে একমত হন তাঁরা। তথ্যমন্ত্রী থাই রাষ্ট্রদূতকে সুন্দরবন, বান্দরবান, রাঙ্গামাটি, সিলেটসহ দেশের বিভিন্ন নান্দনিক জায়গাগুলো ঘুরে দেখতে উৎসাহ দেন।
মন্ত্রীর দপ্তর ও থাই দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আলোচনাকালে উপসি'ত ছিলেন।
#
আকরাম/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৪০ ঘণ্টা
Handout Number : 2438
Mustafizur Rahman is the next High Commissioner to Singapore
Dhaka, August 2 :
The Government has decided to appoint Mustafizur Rahman as the next High Commissioner of Bangladesh to Singapore.
Mustafizur Rahman is a career diplomat. He is currently working as a Director General (UN Wing) in the Ministry. In his distinguished career, he served as the Deputy Permanent Representative of Bangladesh to UN in New York and as the Deputy High Commissioner of Bangladesh in Kolkata. He also served in the Permanent Mission of Bangladesh to the UN Offices in Geneva and the Bangladesh Embassy in Paris in different capacities.
Mustafizur Rahman obtained M B B S from Sir Salimullah Medical College. He also did a Masters in International Law from University of London, UK; a Post-graduate Diploma in International Relations and Diplomacy from the Institute of Public Administration (IIAP) in Paris and a Post-graduate Certificate course in Conflict Management from University of York, UK.
#
Kamruzzaman/Afraz/Mahmud/Sanjib/Joynul /2016/1820hours
তথ্যবিবরণী নম্বর : ২৪৩৭
জঙ্গিবাদ বিরোধী প্রচারপত্র বিতরণ করেছে তথ্য মন্ত্রণালয়
ঢাকা, ১৮ই শ্রাবণ (২রা আগস্ট):
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাষ্ট্র, সমাজ, মানবতা ও ধর্মের শত্রম্ন জঙ্গিদের পরাজিত করতে এদের বিরম্নদ্ধে জনগণ ও সরকারের ঐক্যবদ্ধ লড়াইয়ের কোনো বিকল্প নেই।
মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে তথ্য মন্ত্রণালয়ের জঙ্গিবাদবিরোধী প্রচারপত্র ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস করবই নির্মূল’ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে একথা বলেন। তথ্য সচিব মরতুজা আহমদ এসময় উপসি'ত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, জঙ্গি ও তাদের দোসরদের বিরম্নদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে সক্রিয় হতে হবে। রাষ্ট্র ও জনগণের এই শত্রম্নদের রম্নখে দিতে সারাদেশের মানুষকে আরো সচেতন করে তোলার জন্য তথ্য মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। আজকের প্রচারপত্রটি সকল মানুষের কাছে পৌঁছানোর জন্য তথ্য মন্ত্রণালয়ের সংস'াগুলো সরকারের অন্যান্য দপ্তরের সাথে একযোগে কাজ করবে।
তথ্য সচিব মরতুজা আহমদ জঙ্গিবাদকে দেশের শানিত্মপূর্ণ উন্নয়ন অগ্রযাত্রার পথে প্রধান অনত্মরায় হিসেবে বর্ণনা করে বলেন, জঙ্গিবাদের বিরম্নদ্ধে তথ্য মন্ত্রণালয় জোরালো ভূমিকা অব্যাহত রাখবে।
তথ্যমন্ত্রী ও সচিবের নেতৃত্বে প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম, যুগ্মসচিব মো. নাসির উদ্দিন আহমেদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মো. লিয়াকত আলী খানসহ মন্ত্রণালয় এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ কার্যক্রমে অংশ নিয়ে জনসাধারণের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন।
তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস করবই নির্মূল’ শীর্ষক এ প্রচারপত্র প্রকাশ করেছে।
#
আকরাম/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৩৬
জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু ১ নভেম্বর
ঢাকা, ১৮ই শ্রাবণ (২রা আগস্ট):
চলতি বছর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে আগামী ১ নভেম্বর এবং শেষ হবে ১৭ নভেম্বর। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।
সোমবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব হুমায়ুন খালিদের সভাপতিত্বে এক সভায় এ পরীক্ষার সূচি চূড়ান্ত করা হয়।
প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত হওয়ায় এবার আটটি সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ডের সহায়তায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জেএসসি-জেডিসি পরীক্ষা নেবে। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
জেএসসি পরীক্ষার সূচি হলো: ১ নভেম্বর বাংলা প্রথমপত্র, ২ নভেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ৩ নভেম্বর ইংরেজি প্রথমপত্র, ৬ নভেম্বর ইংরেজি দ্বিতীয়পত্র, ৭ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা। ৮ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১০ নভেম্বর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, ১৩ নভেম্বর গণিত, ১৪ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা। আর ১৫ নভেম্বর বিজ্ঞান, ১৬ নভেম্বর চারু ও কারুকলা, ১৭ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃত, পালি বিষয়ের পরীক্ষা হবে।
জেডিসি পরীক্ষার সূচি হলো: ১ নভেম্বর কুরআন মাজীদ ও তাজবিদ, ২ নভেম্বর আকাইদ ও ফিকহ, ৩ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (শুধু অনিয়মিত)। ৬ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ৭ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ৮ নভেম্বর বাংলা প্রথমপত্র, ৯ নভেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ১০ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য। ১২ নভেম্বর গণিত, ১৩ নভেম্বর আরবি প্রথমপত্র, ১৪ নভেম্বর আরবি দ্বিতীয়পত্র, ১৫ নভেম্বর সামাজিক বিজ্ঞান (শুধু অনিয়মিত), বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১৬ নভেম্বর বিজ্ঞান, ১৭ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি (শুধু অনিয়মিত) এবং গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে।
#
রবীন্দ্রনাথ/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৩৫
এডভেঞ্চার ট্যুরিজমের প্রতি গুরুত্ব দিতে হবে
-- রাশেদ খান মেনন
ঢাকা, ১৮ই শ্রাবণ (২রা আগস্ট):
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিশ্বব্যাপী পর্যটকদের ৩৬ শতাংশেরই মুল আকর্ষণ এডভেঞ্চার ট্যুরিজম আর এর অধিকাংশই তরুণ। তারুণ্য আমাদের অদম্য শক্তি। তাই পর্যটন শিল্পের দ্রুত বিকাশ ও প্রসারের জন্য তরুণদের মাঝে পর্যটনের আবেদন তৈরি করতে হবে, তাদেরকে পর্যটনমনস্ক করতে হবে। এ জন্য এডভেঞ্চার ট্যুরিজমের প্রতি গুরুত্ব দিতে হবে। কক্সবাজারসহ বিভিন্ন স্থানে সার্ফিং, প্যারাসেলিং. প্যারাগ্রাইডিং, ট্র্যাকিংসহ বিভিন্ন ইভেন্ট সংযোজন করতে হবে।
মন্ত্রী আজ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের (বিপিসি) ব্যাংকুয়েট হলে বিপিসি ও বেসক্যাম্পের মধ্যে সমঝোতা স¥ারক (গড়ট) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বিপিসি’র চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরীর সভাপতিত্বে এতে আরো বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুজ্জামান।
মন্ত্রী বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, মালদ্বীপসহ পৃথিবীর বিভিন্ন দেশের রপ্তানি আয়ের একটি বিরাট অংশ আসে পর্যটন খাত থেকে। এ ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। তবে পর্যটনের ক্ষেত্রে আমাদের নিরন্তর প্রয়াসের স্বীকৃতি আমরা পেতে শুরু করেছি। এই প্রথমবারের মতো জাতিসংঘের পর্যটন বিষয়ক সংগঠন ইউএনডব্লিউটিএ’র ২৯তম সিএপি-সিএসএ সম্মেলন আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে। এর আগে ওআইসি’র পর্যটন বিষয়ক সম্মেলন ২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও গত বছর ঢাকায় আমরা আন্তর্জাতিক বুদ্ধিস্ট কনফারেন্স আয়োজন করার মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণে সমর্থ হয়েছি।
বিপিসির পরিচালক (বাণিজ্যিক) এবং বেসক্যাম্পের ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিকী স্পন্দন নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
#
তুহিন/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৪৩৪
যুবরাই রুখবে সন্ত্রাস ও জঙ্গিবাদ
-- যুব প্রতিমন্ত্রী
ঢাকা, ১৮ই শ্রাবণ (২রা আগস্ট):
জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে যুব সমাজকে উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে জঙ্গিবাদ বিরোধী এক যুব সমাবেশ আজ ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং যুব ও ক্রীড়া সচিব কাজী আখতারউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম।
যুব সমাবেশে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ও আত্মকর্মে নিয়োজিত যুবরা ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ও যুবদেরকে উন্নয়ন কর্মকা-ে সম্পৃক্ত হবার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সফল আত্মকর্মী যুব ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর কয়েকজন প্রতিনিধি। এ যুব সমাবেশের প্রতিপাদ্য ছিল ‘যুব সমাজের অঙ্গীকার, রুখব এবার জঙ্গিবাদ’।
বক্তারা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে দেশের যুব সমাজকেই এগিয়ে আসতে হবে। কারণ এ দেশের যুব সমাজই দেশের সকল আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যুবদেরকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ আত্মকর্মী হিসেবে গড়ে তোলার পাশাপাশি ক্রীড়া কর্মকা-ে নিয়োজিত করতে পারলে এদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ চিরতরে নির্মূল করা সম্ভব হবে। সে জন্যই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের যুব সমাজকে সঠিক পথে পরিচালনার লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।
#
শফিকুল/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭২৪ ঘণ্টা
তথ্যবিবরণী &