তথ্যবিবরণী নম্বর : ৮৩০
ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করুন, জঙ্গিসন্ত্রাস নির্মূল করুন
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি-সন্ত্রাসের উৎপাত বন্ধে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা ও সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলা উচিত।
মন্ত্রী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি ও ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর আক্রমণের প্রতিবাদে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রফেসর এমিরেটাস ড. আনিসুজ্জামান, শাহরিয়ার কবির, ড. মুনতাসির মামুন, ব্যারিস্টার তুরিন আফরোজ প্রমুখ সভায় অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়তে রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধের জোর দাবি তুলে ধরেন।
তথ্যমন্ত্রী বলেন, পঁচাত্তরের পর জেনারেল জিয়া মূল সংবিধানের চারনীতি বাদ দেয়া, রাজনীতিতে রাজাকার আমদানি, বঙ্গবন্ধুর খুনিসহ অন্যান্য খুনিকে রক্ষা এবং ধর্ম ও সামরিকতন্ত্র মিশ্রিত গণতন্ত্র নামের জগাখিচুড়ির মধ্যে বিএনপি নামক রাজনীতির বিষবৃক্ষ জন্ম দেয়ার চার ষড়যন্ত্র করেন। আর সেই থেকে বিএনপি ধর্মভিত্তিক রাজনীতি তোষণ করে আসছে, যার পরিণতি জঙ্গি-সন্ত্রাসের উৎপাত। মুক্তিযুদ্ধের চেতনার সকল মানুষ চায় রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ হোক, বলেন ইনু।
এরপর সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ঢাকা পদাতিকের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আবুল কাশেম দুলাল ও ইকবাল হায়দার চৌধুরীর হাতে তুলে দেন ঢাকা পদাতিক সম্মাননা স্মারক।
#
আকরাম/আলী/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/২১৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৮২৯
এসডিজি অর্জনে অর্থায়ন গুরুত্বপূর্ণ
-- অর্থমন্ত্রী
চট্টগ্রাম, ১ চৈত্র (১৫ মার্চ ) :
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অর্থায়ন গুরুত্বপূর্ণ বিষয়। অর্থের জোগানে সহযোগী দেশ ও উন্নয়ন সংস্থার কার্যক্রম বাড়াতে হবে। পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য জোটগুলোকে তৎপর হতে হবে এবং জোর দিতে হবে ব্যক্তি বিনিয়োগকে।
মন্ত্রী আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন মিলনায়তনে ফিন্যান্স বিভাগের আয়োজনে ‘টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নে অর্থায়ন ’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিগত তিন বছরে প্রবৃদ্ধি ৬ এর বৃত্ত পেরিয়ে ৭ শতাংশে উন্নীত হয়েছে। এ বছর প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশে পৌঁছাতে পারে যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। তিনি বলেন, দেশের দারিদ্র্যমোচনের লক্ষ্যমাত্রা ২০৩০ সাল নির্ধারণ করা হলেও ২০২৪ সালের মধ্যেই দারিদ্র্যকে দূর করা সম্ভব হবে।
ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম উদ্দিন খানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থসচিব মুসলিম চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ।
#
শাহেদ/মাহমুদ/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৮২৮
পরিকল্পনা মন্ত্রীর মাতার মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
বান্দরবান, ১ চৈত্র (১৫ মার্চ ) :
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মাতা সাহেরা বেগমের মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় বীর বাহাদুর উশৈসিং সাহেরা বেগমের আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
#
জুলফিকার/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৮২৭
সৌদি আরবে অভিবাসী গৃহকর্মীদের স্বার্থরক্ষার বিষয়ে বৈঠক অনুষ্ঠিত
রিয়াদ (সৌদি আরব), ১৫ মার্চ :
সৌদি আরবে বাংলাদেশের গৃহকর্মীদের স্বার্থ সুরক্ষার বিষয়ে গৃহকর্মী প্রেরণে গঠিত যৌথ কারিগরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের নেতৃত্ব দেন উপমন্ত্রী ড. আব্দুল আজিজ আল আমর এবং বাংলাদেশ থেকে আগত ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার এনডিসি।
গতকাল সৌদি আরবের রিয়াদে গৃহকর্মী প্রেরণে গঠিত যৌথ কারিগরি কমিটির ২য় বৈঠক শুরু হয়। আজ অভিবাসী শ্রমিক সংক্রান্ত কয়েকটি বিষয়ে একমত হওয়ার মাধ্যমে কমিটির বৈঠক শেষ হয়। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কারিগরি কমিটির বৈঠকে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি গৃহকর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল গৃহকর্মীদের নিয়মিত বেতন ভাতা পরিশোধ, দেশে পরিবারের সাথে টেলিফোনে যোগাযোগের সুবিধা প্রদান প্রভৃতি।
এছাড়া গৃহকর্মীদের জরুরি যে কোনো প্রয়োজনে যে কোনো ধরনের সহায়তার জন্য আলোচনা করা হয়। প্রবাসে অভিবাসী কর্মীদের মৃতদেহ যাতে দ্রুততম সময়ে দেশে পাঠানো যায় সেজন্য পদ্ধতি সহজীকরণের জন্য সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়।
যৌথ কারিগরি কমিটির সভায় অভিবাসন ব্যয় কমানোর লক্ষ্যে উভয় দেশে ভিসা ট্রেডিং বন্ধ করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া মহিলা গৃহকর্মী প্রেরণে বিদ্যমান চুক্তি এবং ঝঃধহফধৎফ ঊসঢ়ষড়ুসবহঃ ঈড়হঃৎধপঃ এ কিছু পরিবর্তন আনার জন্য একমত পোষণ করা হয়। দ্বিপাক্ষিক সভায় অসুস্থ, বিপদগ্রস্ত গৃহকর্মীসহ অন্যান্য অভিবাসী কর্মীদের দ্রুততম সময়ে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য অনুরোধ জানালে সৌদি কর্তৃপক্ষ একমত পোষণ করে।
দ্বিপাক্ষিক সভায় বাংলাদেশ থেকে প্রশিক্ষিত শ্রমিক ও গৃহকর্মী নিয়োগ দেয়ার লক্ষ্যে প্রশিক্ষণের বিষয়ে আলোচনা করা হয়। সৌদি কর্তৃপক্ষকে গৃহকর্মীদের নতুন পরিবেশে খাপ খাওয়ানো ও উন্নত সেবা প্রদানের সামর্থ্য বৃদ্ধি পাওয়ার লক্ষ্যে নিয়োগ দেয়ার পূর্বে বাংলাদেশে প্রশিক্ষণ প্রদানের জন্য অনুরোধ জানানো হয়।
#
ফখরুল/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৯১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৮২৬
থাইল্যান্ডে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ‘বঙ্গবন্ধু চেয়ার’ স্থাপন
থাইল্যান্ড, ১৫ মার্চ :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘বঙ্গবন্ধু চেয়ার’ বঙ্গবন্ধুর ভিশন ও সংগ্রামী জীবন সম্পর্কে মানুষের আগ্রহ বাড়াবে। এ চেয়ার থেকে পিএইচডি ফেলো প্রদান করা হবে। বাংলাদেশের জন্য টেকসই এবং সমন্বিত স্মার্ট জ্বালানি মডেলিংয়ের উপর গবেষণা করতে এ চেয়ার প্রণোদনা প্রদান করবে।
প্রতিমন্ত্রী আজ থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অভ্ টেকনোলজি (এআইটি) তে ‘বঙ্গবন্ধু চেয়ার’ স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষিতে এখন থেকে জ্বালানি নিরাপত্তা, গ্লোবাল জ্বালানি মার্কেট, ফুয়েল মিক্স, কয়লা, নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে গবেষণা করা হবে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে সর্বোত্তম জ্বালানি গ্রিড মডেলিং নির্মাণ সংক্রান্ত উদ্ভাবনী গবেষণার জন্য বাংলাদেশ থেকে সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এশিয়ান ইনিস্টিটিউট অভ্ টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সোবিন পিনকয়েন (উৎ. ঝঁনরহ চরহশধুধহ), বঙ্গবন্ধু চেয়ারের প্রফেসর ড. জয়াশ্রী রায় (উৎ. ঔড়ুধংযৎবব জড়ু) ও থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম (ঝধরফধ গঁহধ ঞধংহববস) বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী এর পূর্বে সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী চৎধুঁঃ ঈযধহ-ঙ-ঈযধ-এর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করতে গেলে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জ্বালানি খাতে ফ্রেমওয়ার্ক সহযোগিতা সমঝোতা চুক্তির আওতায় আরো একাগ্রতা নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
#
আসলাম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৮১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৮২৫
৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু
দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ
---প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ) :
স্বাধীনতা-উত্তর সঙ্কটকালে বাঙালি জাতির দূরদর্শী মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের কৃষির উন্নয়নে সময়োপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ করেছিলেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ খাদ্য নিরাপত্তা ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে। বর্তমানে দেশে খাদ্যের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত খাদ্য রপ্তানির জন্য বহির্বিশ্বে বাজার খোঁজা হচ্ছে।
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ আজ রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ারস্ এন্ড এক্সিবিশনস্ এর যৌথ উদ্যোগে ৩ দিনব্যাপী আয়োজিত ‘৮ম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা ২০১৮’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মাফরুহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান, আরডিএ মহাপরিচালক প্রকৌশলী এম এ মতিন, পরিচালক প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম খান ও লিমরা পরিচালক কাজী ছারোয়ার উদ্দিন।
প্রতিমন্ত্রী বলেন, খাদ্যশস্যের পাশাপাশি বিভিন্ন অর্থকরী ফসল উৎপাদন ও গবেষণায় বাংলাদেশ বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ইতোমধ্যে পাটের জীবন রহস্য উদঘাটন করা হয়েছে, অন্যান্য ফসলেরও জীবন রহস্য উদঘাটনে গবেষণা চলমান রয়েছে। বর্তমান সরকার কৃষিতে প্রাচীন চাষাবাদ ব্যবস্থার বদলে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষককে স্বাবলম্বী করা এবং তাদের দারিদ্র্যতা কমিয়ে আনার লক্ষ্যে কৃষিখাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে। মেলায় প্রদর্শিত কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি কৃষক সমাজকে কৃষি যান্ত্রিকীকরণে উৎসাহ প্রদান করবে, যা লাভজনক ও টেকসই কৃষি উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করবে। এছাড়া দেশের প্রাচীন চাষাবাদ ব্যবস্থায় কায়িক শ্রমের বদলে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু ও কৃষিতে গতিশীলতা আসবে।
মেলায় বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারত, মালয়েশিয়া, চীন, থাইল্যান্ড, ইরান, ফিলিপাইন ও তাইওয়ানসহ ১৫টি দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের কৃষি প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি, খাদ্য ও কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি, জ¦ালানি শক্তি, উদ্যান ফসলের উন্নয়ন প্রযুক্তি, গবাদি পশুপাখির খাদ্য ও পুষ্টি উৎপাদন প্রযুক্তির ৬৪০টি স্টল স্থান পেয়েছে।
#
আহসান/মাহমুদ/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৮/১৮৩২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৮২৪
নারীর প্রতি সহিংসতা বন্ধে তরুণদের এগিয়ে আসতে হবে
---মেহের আফরোজ চুমকি
ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে তরুণদের এগিয়ে আসতে হবে। যারা ইভটিজিং ও নারী নির্যাতন করে তাদের কোনো কৃতিত্ব নেই। বরং সমাজ তাদেরকে ঘৃণা করে। যারা ইভটিজিং এবং নারী নির্যাতনের প্রতিবাদ করে তারা সমাজের হিরো। তিনি ভিলেন না হয়ে হিরো হওয়ার জন্য তরুণদের আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অডিটোরিয়ামে সেন্টার ফর ম্যান এন্ড মাসকিউলাইনাইটিজ স্টাডিজ (সিএমএমএস) আয়োজিত ইয়ুথ এডভোকেসি ফোরাম অন প্রিভেনন্টিং ভায়োলেন্স এগেইনেস্ট উইমেন এন্ড গার্ল শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বর্ক্তৃতায় এসব কথা বলেন।
সিএমএমএস এর উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ড. মোঃ রহমতউল্লার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আইবিএ এর পরিচালক প্রফেসর ড. একেএম সাইফুল মজিদ , ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি প্রফেসর আবুল বারাকাত, নেদারল্যান্ড এম্বাসির ফার্স্ট সেক্রেটারি ড. এ্যানি ভেস্টজিনস (গৎ. অহহরব ঠবংঃলবহং) প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সিএমএমএস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিস বিভাগের চেয়ারম্যান ড. সাইয়েদ শেখ ইমতিয়াজ।
#
খায়ের/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৮/১৮২৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৮২৩
বিজ্ঞান গবেষণার অনেক সুযোগ তৈরি হয়েছে
--- স্থপতি ইয়াফেস ওসমান
ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ ) :
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থী ও গবেষকদের গবেষণা কার্যক্রম স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বাস্তবায়ন শীর্ষক সেমিনার আজ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
মন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তিকে জাতীয় উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে গ্রহণ করেছেন। ফলে বিজ্ঞান গবেষণা ও উন্নয়নের জন্য অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি সুযোগ তৈরি হয়েছে। বিজ্ঞানী ও গবেষকদেরকে এ সুযোগ কাজে লাগাতে হবে। মনোযোগ এবং নিষ্ঠার সাথে গবেষণা কাজ চালালে এ দেশ বদলাতে বেশি সময় লাগবে না। বাংলাদেশ অচিরেই উন্নত দেশে পরিণত হবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। স্বাগত বক্তব্য প্রদান করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নূরুল করিম। সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এমফিল ও পিএইচডি কোর্সে অধ্যয়ন ও গবেষণারত শিক্ষার্থী এবং গবেষকদের মাঝে এনএসটি ফেলোশিপ প্রদান করে আসছে ১৯৯৫-৯৬ অর্থবছর থেকে। এ অর্থবছরে
(২০১৭-১৮) এ খাতে ১৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে এবং ২৩৫৮ জন ফেলোকে নির্বাচিত করা হয়েছে। দিনব্যাপী এ সেমিনারে ফেলোশিপপ্রাপ্ত ৫ জন গবেষক তাদের গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন।
#
কামরুল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৮/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৮২২
ভোক্তা অধিকার দিবসের সেমিনারে বাণিজ্যমন্ত্রী
অধিকার সুরক্ষায় ভোক্তাকেও এগিয়ে আসতে হবে
ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ ) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভোক্তার অধিকার সুরক্ষায় সরকার সবধরনের পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে, ভোক্তাকেও এগিয়ে আসতে হবে। দেশব্যাপী পদক্ষেপ গ্রহণের ফলে এখন সুফল পাওয়া যাচ্ছে। জাতীয় সংসদে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়েছে, সে মোতাবেক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর প্রতিষ্ঠা করে ভোক্তার স্বার্থরক্ষায় কাজ করা হচ্ছে। বাজার অভিযানের মাধ্যমে ভোক্তাদের স্বার্থবিরোধী কাজের জন্য অভিযুক্তদের জেল-জরিমানাসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ অর্থ তাৎক্ষণিক ক্ষতিপূরণ হিসেবে পরিশোধ করা হচ্ছে। সচেতনতার মাধ্যমে ভোক্তাদের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠা করা সম্ভব।
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও কনজুমারস এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (ক্যাব) আয়োজিত বিশ^ ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো-“ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ”।
তোফায়েল আহমেদ বলেন, ভোক্তার অধিকার সুরক্ষা না হলে অভিযোগ পাওয়া মাত্র গুরুত্ব সহকারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। সে কারনেই ভোক্তার পাশাপাশি ব্যবসায়ীরাও সচেতন হচ্ছেন, আইনি ব্যবস্থা গ্রহণের ফলে অভিযোগ বেশি পাওয়া যাচ্ছে। সঙ্গত কারণে ভোক্তাদের স্বার্থরক্ষা হচ্ছে। ভোক্তার অধিকার প্রতিষ্ঠায় ঢাকার পাশাপাশি বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে কমিটি গঠন করে কাজ করা হচ্ছে। ফলে দেশব্যাপী ভোক্তা অধিকার আন্দোলন ছড়িয়ে পড়েছে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্য মন্ত্রলালয়ের সচিব শুভাশীষ বসু, ক্যাব-এর সভাপতি সাবেক সচিব গোলাম রহমান, এফবিসিসিআই-এর প্রথম সহসভাপতি শেখ ফজলে ফাহিম। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন উত্তরা বিশ^বিদ্যালয়ের স্কুল অভ্ বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর নজরুল ইসলাম।
দিবসটি উপলক্ষে সকালে শাহবাগ জাতীয় জাদুঘর থেকে সোহরাওয়ার্দী স্মৃতি মিলনায়তন পর্যন্ত র্যালির আয়োজন করা হয়েছে। বিষয়ের উপর স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয় পর্যায়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ প্রদান করা হয়।
#
লতিফ/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৮/১৭৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৮২১
১৭ মার্চ সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা
ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ ) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আগামী ১৭ মার্চ দেশের সব সরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে আজ স্বাস্থ্য অধিদপ্তরের জারিকৃত এক প্রজ্ঞাপন অনুযায়ী ঐদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগ খোলা রেখে জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে।
ঐদিন দুপুর ১২ টা থেকে ১ টার মধ্যে হাসপাতালগুলোতে ‘শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য’ সম্পর্কে আলোচনাসভা আয়োজন করা হবে। এছাড়া সরকারি হাসপাতালগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
#
পরীক্ষিৎ/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৮/১৭৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৮২০
পরিকল্পনা মন্ত্রীর মাতার মৃত্যুতে স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপের শোক
ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ ) :
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মাতা সাহেরা বেগম গতকাল কুমিল্লার মিডল্যান্ড হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি........রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। সাহেরা বেগম তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোকপ্রকাশ করেছেন।
স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ আজ এক শোকবার্তায় বলেন, সাহেরা বেগম ছিলেন দেশপ্রেমিক ও দেশদরদি। তারা বলেন, তাঁর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো যা পূরণ হবার নয়।
স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
#
নূরুল/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৬০৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৮১৯
জাতিসংঘ মহাসচিবের কাছে পানিবিষয়ক উচ্চপর্যায়ের প্যানেলের প্রতিবেদন হস্তান্তর
নিউইয়র্ক, ১৫ মার্চ :
জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের ঊর্ধ্বতন প্রতিনিধির কাছে পানিবিষয়ক উচ্চপর্যায়ের প্যানেল (এইচএলপিডব্লিউ)-এর প্রতিনিধিগণ পানিসংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর তাদের সুপারিশ সংবলিত চূড়ান্ত প্রতিবেদন গতকাল হস্তান্তর করেন। জাতিসংঘ মহাসচিবের অফিস কক্ষে এই চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তরের সময় এইচএলপিডব্লিউ’র প্রতিনিধিগণের সাথে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। প্রধানমন্ত্রী ও প্যানেল সদস্য শেখ হাসিনার পক্ষে তিনি এইচএলপিডব্লিউ’র এই চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করেন।
প্রতিবেদন হস্তান্তরের পর রাষ্ট্রদূত বলেন, সর্বোচ্চ নেতৃবৃন্দের পক্ষে যে চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করা হল তা সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের এসডিজি বাস্তবায়ন এবং সকলের জন্য ‘পানি-নিরাপদ’ পৃথিবী গড়ারক্ষেত্রে পানিসংক্রান্ত অর্থবহ পদক্ষেপ গ্রহণে পথ দেখাবে’।
পানি ও পরিবেশ সবসময়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রাধিকারের কেন্দ্রবিন্দুতে রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত মাসুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে বাংলাদেশ সকলের জন্য নিরাপদ খাবার পানি ও নিরাপদ পয়নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে চ্যাম্পিয়ন হিসেবে বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে। ১৬০ মিলিয়নেরও অধিক মানুষের বাংলাদেশে প্রায় প্রতিটি মানুষের জন্যই নিরাপদ খাবার পানির সংস্থান করা হয়েছে। ২০২০ সালের মধ্যে সকলের জন্য সরাসরি নিরাপদ খাবার পানির সংস্থান নিশ্চিত করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
জলবায়ু পরিবর্তন এবং অনবরত দুর্যোগের মতো বিষয়গুলো বিশ্বব্যাপী নিরাপদ পানির সঙ্কটকে বহুগুণে বাড়িয়েছে উল্লেখ করে পানিসংক্রান্ত কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে এইচএলপিডব্লিউ নেতৃবৃন্দ প্রণীত প্রস্তাবনাসমূহ জাতিসংঘ অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে জাতিসংঘ মহাসচিব নিশ্চিয়তা দেন। জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহও জাতীয়পর্যায়ে পানিসংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে এই সুপারিশমালা থেকে দিকনির্দেশনা গ্রহণ করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
#
অনসূয়া/শহিদ/জসীম/রেজ্জাকুল/আসমা/২০১৮/১১০০ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর : ৮১৮
পরিকল্পনা মন্ত্রীর মাতার মৃত্যুতে সেতুমন্ত্রীর শোক
ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ) :
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামালের মাতা সাহেরা বেগম-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
#
নাছের/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৮/ ঘন্টা