তথ্যবিবরণী নম্বর : ১২২৯
মাদক ও জঙ্গিবাদের বিরম্নদ্ধে রম্নখে দাঁড়ানোর আহ্বান জানালেন আইনমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া, ২২ বৈশাখ (৫ মে):
মাদক ও জঙ্গিবাদের বিরম্নদ্ধে রম্নখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, যারা জঙ্গিবাদ ও মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন আমরা তাদেরকে বুকে টেনে নেব। তাদেরকে অভিনন্দন জানাব। যারা ফিরবেন না তাদের বিরম্নদ্ধে কঠোর ব্যবস'া নেয়া হবে। আসুন আমরা সকলে মিলে মাদক ও জঙ্গিবাদের বিরম্নদ্ধে রম্নখে দাঁড়াই।
মন্ত্রী আজ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর মাদ্রাসা মাঠে আয়োজিত জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তিনি বলেন, ভারত সরকারের সঙ্গে আমরা কথা বলেছি যেন নো-ম্যান্সল্যান্ডে (সীমানেত্মর শূন্যরেখা) কোনো ইয়াবা-মাদকের ফ্যাক্টরি না থাকে। এ বিষযে ভারত সরকারের কাছ থেকে আশ্বাস আমরা পেয়েছি তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি বলেন, আমাদের যুবক আমাদের ভবিষ্যৎ। কেউ যেন সীমানেত্ম ইয়াবা ফ্যাক্টরি, ফেন্সিডিলের ফ্যাক্টরি করে তাদের ভবিষ্যৎ নষ্ট করতে না পারে সে বিষয়ে সচেতন থাকতে হবে।
আত্মসমর্পণকারী মাদক কারবারীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যে অন্ধকার জীবনে ছিলেন সে জীবন শানিত্ম দেয় নাই। আজকে যে পথে এসেছেন সে পথ আপনাদেরকে শানিত্ম দেবে। ভালোবাসা দেবে। মন্ত্রী বলেন, যারা মাদক ব্যবসা ও মাদক সেবন ছেড়ে স্বাভাবিক জীবনে আসতে চান তাদেরকে পুনর্বাসনের জন্য সবকিছুই করা হবে।
আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদ আয়োজিত সমাবেশে ওই ইউনিয়নের ২২২ জন মাদক ব্যবসায়ী, মাদক বহনকারী ও মাদকসেবী আত্মসমর্পণ করেন।
আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান স্বপনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম, ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ্ আলী, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট রাসেদুল কাওছার ভূঁইয়া জীবন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যড়্গ মো. জয়নাল আবেদীন বক্তব্য রাখেন।
সমাবেশে মাদক ছেড়ে সুপথে ফেরায় আত্মসমর্পণকারীদের ফুল দিয়ে স্বাগত জানান মন্ত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ।
#
রেজাউল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২১২৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২২৭
সামপ্রদায়িকতার ঝাপটামুক্ত একমুখী আধুনিক শিক্ষাব্যবস'া গড়ে তুলতে তথ্যমন্ত্রীর আহ্বান
ঢাকা, ২২ বৈশাখ (৫ মে):
ইতিহাস বিকৃতি ও সামপ্রদায়িকতার ঝাপটা থেকে মুক্ত রেখে একমুখী আধুনিক শিক্ষাব্যবস'া গড়ে তুলতে ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি আজ রাজধানীর কাকরাইলে ডিপেস্নামা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে অনলাইন সংবাদ পোর্টাল শিক্ষাবার্তা ডটকমের প্রথম বর্ষপূর্তি সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
সাধারণ শিক্ষা, কিন্ডারগার্টেন, মাদ্রাসা ও ইংরেজি মাধ্যম- চার ধরনের শিক্ষাপদ্ধতি শিক্ষাকে খ-িত আর শিক্ষার্থীদের বিভক্ত করছে উলেস্নখ করে মন্ত্রী একটি সমন্বিত আধুনিক শিক্ষাপদ্ধতির যৌক্তিকতা তুলে ধরেন।
মন্ত্রী বলেন, রাষ্ট্র, জাতির চার হাজার বছরের ইতিহাস ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে হবে শিক্ষার্থীদের। আর এজন্য ইতিহাস বিকৃতি ও সামপ্রদায়িকতার ঝাপটা থেকে শিক্ষাকে মুক্ত রাখতেই হবে।
অনলাইন পোর্টালটির সম্পাদক মো. আসাদুজ্জামান খান সভায় সভাপতিত্ব করেন।
#
তথ্যবিবরণী নম্বর : ১২২৮
সাহিত্যিকরাই পারেন গণতন্ত্রমনা অসামপ্রদায়িক সমাজ গড়তে
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ২২ বৈশাখ (৫ মে):
সরকার জঙ্গিমুক্ত দেশ গড়ছে আর গণতন্ত্রমনা অসামপ্রদায়িক সমাজটি গড়বেন সাহিত্যিকরা। তাদের লেখনী সকল গ-ি পেরিয়ে মনন ও সৃষ্টিশীল পথ দেখায়।
আজ রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান হলে কথাসাহিতিক নাসের রহমানের ‘নির্বাচিত গল্প’ গ্রনে'র মোড়ক উন্মোচনের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একথা বলেন।
মুক্তচিনত্মার মানুষ হবার প্রতি আহ্বান জানিয়ে ইনু বলেন, পোষা যৌবন, পোষা সাংবাদিক, পোষা সাহিত্যিক চাই না, চাই সাহসী দেশপ্রেমিক।
নিজের ভিতকে শক্ত রাখতে মীমাংসিত বিষয়কে অমীমাংসিত করার অপচেষ্টা রম্নখতে হবে, বলেন তথ্যমন্ত্রী।
শিক্ষাবিদ হায়াত মামুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলা একাডেমির মহাপরিচালক
ড. শামসুজ্জামান খান, শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন, কবি আসাদ চৌধুরী, সুব্রত বড়ুয়া, বুলবুল চৌধুরী ও সুজন বড়ুয়া বক্তৃতা করেন। লেখক নাসের রহমান স্বাগত বক্তব্যে প্রকাশক বিজয় প্রকাশসহ সকল অতিথিকে ধন্যবাদ জানান। এটি তার দ্বাদশ গ্রন'।
#
আকরাম/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২২৬
নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বিশেষায়িত ব্যাংকিং সেবা ঞধৎধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
---স্পিকার
ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী’ বলেছেন, প্লানেট ফিফটি ফিফটি বাস্তবায়নে নারীর সামগ্রিক উন্নয়নের বিকল্প নেই। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে নারীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ব্রাক ব্যাংকের বিশেষায়িত ব্যাংকিং সেবা ঞধৎধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি গতকাল ঢাকায় স্থানীয় একটি হোটেলে ব্র্যাক ব্যাংকের নারীদের জন্য বিশেষায়িত ব্যাংকিং সেবা ঞধৎধ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
স্পিকার বলেন, ব্র্যাক দীর্ঘদিন ধরে নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাক বিভিন্ন সময়ে নতুন নতুন উদ্যোগ নিয়ে সমাজে নারীদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখছে। নারীদের জন্য বিশেষ ব্যাংকিং কার্যক্রম ঞধৎধ ব্র্যাকের কার্যক্রমকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এ সেবা গ্রহণ করে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে। ব্যাংকিং খাতে যুক্ত হওয়ার মাধ্যমে নারীরা দেশের ও আন্তর্জাতিক অর্থ ব্যবস্থায় ভূমিকা রাখতে সক্ষম হবে।
ব্র্যাক ব্যাংকের ঞধৎধ কর্মসূচিতে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে স্পিকার বলেন, প্রশিক্ষণ ছাড়া একজন নতুন উদ্যোক্তার পক্ষে ভালভাবে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। সুদমুক্ত বা স্বল্প সুদে ঋণ দানের পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে অর্থনীতিতে তাদের শক্তিশালী ভূমিকা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ ও ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বক্তৃতা করেন।
#
কামাল/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৯০৫ ঘণ্টা