জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ ব্যাংকক থেকে বাংলাদেশ বিমানে আগামীকাল দেশে আনা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ছয়টায় তাঁর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। বিমানবন্দর থেকে মরদেহ তাঁর বেইলি রোডের সরকারি বাসভবনে নেওয়া হবে। সেখান থেকে মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমাগারে রাখা হবে।
মরহুমের প্রথম নামাজে জানাজা আগামী ৬ জানুয়ারি রবিবার সকাল সাড়ে দশটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে এবং তৃতীয় জানাজা ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে চারটায় ঢাকার বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে তাঁর ২১ বেইলি রোডস্থ সরকারি বাসভবনে শোক বই খোলা হয়েছে।