Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী ১৭ জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী                                                                                                                       নম্বর: ২৩৮২

বাপা’র ২৫ বছর: পরিবেশ আন্দোলনের সাফল্য ও চ্যালেঞ্জ বিষয়ক বিশেষ সম্মেলন

আগামী পহেলা বৈশাখে স্থানীয় নাম-সহ নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে

                                                                     -- পানি সম্পদ উপদেষ্টা

ঢাকা, ৩ মাঘ (১৭ জানুয়ারি):

পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী পহেলা বৈশাখে স্থানীয় নাম-সহ নদ-নদীর একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, আমরা বিভাগীয় কমিশনারদের কাছ থেকে ১১০০ এর কিছু বেশি নদ-নদীর খসড়া তালিকা পেয়েছি। আরো যাচাই-বাছাই এর কার্যক্রম চলছে। তিনি বলেন, আমরা ৬৪ জেলায় খাল, নদ-নদীর সীমানা নির্ধারণ করে দেবো যাতে কেউ ভবিষ্যতে খাল, নদ-নদী আর দখল করতে না পারে।

উপদেষ্টা আজ ঢাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) আয়োজিত এক বিশেষ সম্মেলনে ‘নদ-নদী ও পানির ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে পানি সম্পদ উপদেষ্টা বলেন, যশোরের ভবদহের  সমস্যাটা খুবই জটিল হয়ে গেছে, এতটা বছর এটা কোনোভাবেই এড্রেস করা হয়নি। এখন পানি উন্নয়ন বোর্ড সকাল ৮টা  হতে রাত ৮টা /৯টা  পর্যন্ত পাম্প দিয়ে পানি নিষ্কাশন করছে জলাবদ্ধ এলাকা থেকে পানি সরাতে। তিনি বলেন, ভবদহ এলাকার সমস্যা সমাধান করতে হলে আমাদেরকে আমডাঙ্গা খাল আরো গভীর ও প্রশস্ত করে খনন করতে হবে। টিআরএম এর কথা উল্লেখ করে তিনি বলেন, একদল তেড়ে আসে তারা বলে টিআরএম করা যাবে না। উপদেষ্টা বলেন, ভবদহের এবারের সমস্যা আমরা আশাকরি ২৫ জানুয়ারির মধ্যে ৮০ ভাগ জায়গা থেকে আমরা পানি অপসারণ করতে সক্ষম হবো এবং এ ৮০ ভাগ জায়গায় মানুষ চাষাবাদ করতে পারবে।

উপদেষ্টা আরো বলেন, ঢাকার চারপাশের চারটি নদী এবং দেশের প্রতিটি বিভাগে একটি করে নদী দখলও দূষণমুক্তকরণের কর্মপরিকল্পনা আমরা চূড়ান্তকরণের দিকে যাচ্ছি।

উপদেষ্টা বলেন, করোতোয়া নদী নিয়ে আপনারা জানলে খুশি হবেন যে প্রভাবশালী দখলদার যিনি, তিনি নিজে এখন রাজি হয়েছেন পানি উন্নয়ন বোর্ডের সাথে মিলে তিনি তার দখল সেখান থেকে তুলে নিবেন। এ কাজটা আমরা সহসাই করে ফেলতে পারবো। সম্মেলনে উপস্থিত একজন বক্তার প্রশ্নের উত্তরে  উপদেষ্টা আরো বলেন, মুছাপুর রেগুলেটর নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডি এপ্রিলে শেষ হবে। দুইটা সিজন লাগবে এই ফিজিবিলিটি স্টাডি শেষ করতে। আগের জায়গায় এই রেগুলেটরটি এখন আর নির্মাণ করা যাবে না। রেগুলেটর ভেঙে গেলে অন্য জায়গায় নির্মাণ করতে হয়, নতুন জায়গাও সিলেক্ট করতে হবে। উপদেষ্টা বলেন, নোয়াখালীতে মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়াতে ওখানে রাতারাতি চর জেগে উঠে। যার ফলে মানুষের বাড়ি-ঘর ভাঙন হচ্ছিল, নদী ভাঙন হচ্ছিল। ১৫ দিনের মধ্যে ওখানে ড্রেজার দিয়ে ড্রেজিং করে দেয়ার ফলে ওই এলাকায় মানুষের বাড়িঘরগুলো নদী ভাঙন হতে রক্ষা পেয়েছে।

উপদেষ্টা বলেন, নোয়াখালীর মানুষকে সর্বোপরি বাংলাদেশের সকল এলাকার মানুষকে নিজ নিজ এলাকার জলাশয় দখলের বিরুদ্ধে সব সময়ই সোচ্চার থাকতে হবে। তিনি বলেন, এই যে দখল হয়ে যায় এই দখল উচ্ছেদ কিন্তু ব্যয়বহুল প্রক্রিয়া। আবার এগুলোকে খনন করা আরও অনেক ব্যয়বহুল প্রক্রিয়া। কাজেই দখল যেন হতে না পারে এজন্য সকলকে সোচ্চার থাকতে হবে।

উপদেষ্টা বলেন, পানি উন্নয়ন বোর্ড আগামী ফেব্রুয়ারি মাসে সারা দেশের ১১টি জোনাল অফিসের প্রত্যেকটা জোনাল অফিসে গণশুনানি করে অগ্রাধিকারগুলো ঠিক করবে। আপনারা যারা আছেন গনশুনানিতে অংশগ্রহণ করে অগ্রাধিকারগুলো ঠিক করতে পানি উন্নয়ন বোর্ডকে সহযোগিতা করবেন।

নদ-নদী ও পানি ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ সম্মেলনে বাপা’র সহ-সভাপতি অধ্যাপক ড. এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) এর বৈশ্বিক সমন্বয়কারী এবং বাপা’র
সহ-সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে সারা দেশে পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

#

মামুন/পবন/সঞ্জীব/সেলিম/২০২৫/২২৪০ ঘণ্টা

Handout                                                                                                                       Number: 2381

 

Youth must lead in protecting the environment and nature

                                                         ---Syeda Rizwana Hasan

 

Dhaka, 17 January:

 

     Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, emphasized that the youth must take the lead in protecting the environment and nature. She stated that the development approach must change, as unsafe food and water are consequences of past mistakes. Nature must be placed at the center of development, and the protection of air, soil, and water is essential.

 

     She shared these remarks as the Chief Guest at the 15th National Nature Summit, held today at Notre Dame College in Dhaka.

 

     She further added that environmental protection is not only the government’s responsibility but also a duty of every citizen. Small initiatives like tree planting, preserving water bodies, and reducing plastic pollution can significantly contribute to saving nature. She urged the youth to actively engage in combating climate change and safeguarding the environment.

 

     The Advisor noted that environmental conservation is a fundamental human right. It encompasses the rights of both humans and animals. She stressed the need for a nature-centric mindset and remarked that we must not destroy what we cannot create. She also encouraged avoiding unnecessary honking, discontinuing the use of plastic bottles, and embracing sustainable lifestyles.

 

     The summit, presided over by Dr. Father Hemanto Pius Rosario, Principal of Notre Dame College, featured speeches by Mukit Majumder Babu, Chairman of the Prokriti O Jibon Foundation, Biplob Kumar Dev, Moderator of the Notre Dame Nature Study Club, and its founding moderator, Mizanur Rahman Bhuiyan.

 

     For their contributions to biodiversity and environmental conservation, Mukit Majumder Babu, Mizanur Rahman Bhuiyan, and Dr. Father Hemanto Pius Rosario were awarded lifetime achievement honors. The advisor inaugurated the conference by releasing balloons.

 

     The 15th National Nature Summit witnessed the participation of 1,200 students from over 50 institutions. The Notre Dame College campus buzzed with enthusiasm, showcasing activities like painting competitions, green events, green debates, and exhibitions on eco-friendly technology and innovations.

 

                                                   #

 

Dipankar/Paban/Rafiqul/Abbas/2025/1734 Hours

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ২৩৮০

  

পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে

                                                  - পরিবেশ উপদেষ্টা

ঢাকা, ৩ মাঘ (১৭ জানুয়ারি): 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, উন্নয়নের ধরণ বদলাতে হবে। ভুল কাজের কারণে খাবার ও পানীয় নিরাপদ নেই। প্রকৃতিকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে আনতে হবে। বায়ু, মাটি ও পানি রক্ষা করা জরুরি।

আজ রাজধানীর নটরডেম কলেজে ‘নটরডেম নেচার স্টাডি ক্লাব’ কর্তৃক আয়োজিত ১৫তম জাতীয় প্রকৃতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, নাগরিকদেরও দায়িত্ব। বৃক্ষরোপণ, জলাশয় রক্ষা এবং প্লাস্টিক দূষণ কমানোর মতো ছোট ছোট উদ্যোগ প্রকৃতিকে বাঁচাতে বড় ভূমিকা রাখে। তিনি তরুণদের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ সংরক্ষণ মানবাধিকারের অংশ। এটি মানুষের পাশাপাশি প্রাণীদেরও অধিকার। আমাদের প্রকৃতিকেন্দ্রিক হতে হবে। যা সৃষ্টি করা যায় না, তা ধ্বংস করাও উচিত নয়। তিনি অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করা, প্লাস্টিক বোতল ব্যবহার না করা এবং জীবনযাত্রায় পরিবর্তন আনার পরামর্শ দেন।

নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিওর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, নটরডেম নেচার স্টাডি ক্লাবের মডারেটর বিপ্লব কুমার দেব এবং প্রতিষ্ঠাতা মডারেটর মিজানুর রহমান ভূঁইয়া।

জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণের অবদানের জন্য মুকিত মজুমদার বাবু, মিজানুর রহমান ভূঁইয়া এবং ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও আজীবন সম্মাননায় ভূষিত হন। উপদেষ্টা বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

১৫তম জাতীয় প্রকৃতি সম্মেলনে অংশ নেয় অর্ধশতাধিক প্রতিষ্ঠানের ১২শ’ শিক্ষার্থী। চিত্রাঙ্কন, গ্রিন ইভেন্ট, গ্রিন ডিবেট ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রদর্শনীতে উৎসবমুখর ছিল নটরডেম কলেজ ক্যাম্পাস।

#

দীপংকর/পবন/রফিকুল/শামীম/২০২৫/১৭১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                             নম্বর: ২৩৭৯

মিয়ানমার থেকে আমদানিকৃত ২২ হাজার মেট্রিক টন আতপ চালের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

ঢাকা, ৩ মাঘ (১৭ জানুয়ারি): 

জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে আমদানিকৃত ২২ হাজার মেট্রিক টন আতপ চালের জাহাজ mv GOLDEN STAR আজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানিকৃত চালের প্রথম চালান।

জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

#

ইমদাদ/ফাতেমা/রবি/আলী/আসমা/২০২৫/১৫০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                নম্বর: ২৩৭৮

তাসখন্দে বাংলাদেশ তারূণ্যের উৎসব উদ্‌যাপিত

তাসখন্দ (উজবেকিস্তান), ১৭ জানুয়ারি:

বাংলাদেশ তারূণ্যের উৎসব-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে গতকাল উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশ দূতাবাসে ‘বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি: প্রবাসীদের ভূমিকা ও অবদান’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশি প্রবাসীরা অংশগ্রহণ করেন। এসময় তারা প্রবাসে তাদের কর্মজীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের সর্বাত্মক প্রচেষ্টা ও প্রতিশ্রুতির কথা দৃঢ়তার সাথে ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত ড. ইসলাম বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে প্রবাসীদের অবদানের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করে উজবেকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের প্রতি তাঁর আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এছাড়া, প্রবাসীদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম নিয়ে তৈরি একটি ভিডিও চিত্র অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। উজবেকিস্তানের জনপ্রিয় ব্যান্ড সংগীত দল ‘হাবাস গ্রুপ’ দ্বারা বাংলাদেশের দেশাত্মবোধক ও লোকসংগীত পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে।

 একই দিনে বাংলাদেশ দূতাবাস ও উজবেকিস্তান রাইটার্স ইউনিয়নের যৌথ উদ্যোগে কবিতা আবৃত্তি ও সাহিত্য বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে প্রতিযোগীরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ উজবেকিস্তানের বিখ্যাত কবি, সাহিত্যিক ও লেখকের কবিতা পাঠ, অনুবাদ ও তাঁদের জীবন ও কর্মের ওপর ভিত্তি করে তৈরি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় রাষ্ট্রদূত দু’দেশের তরুণ প্রজন্মের লেখক, কবি ও সাহিত্যিকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ব্যাপারে উপস্থিত অধ্যাপক, গবেষক ও শিক্ষাবিদসহ সকলের সহযোগিতা কামনা করেন।

 সপ্তাহব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে তাসখন্দে আয়োজিত ‍বাংলাদেশ তারূণ্যের উৎসব-এর সমাপ্তি ঘটে।

#

তাসখন্দ/ফাতেমা/রবি/আলী/লিখন/২০২৫/১০৫৭ ঘণ্টা

2025-01-18-14-53-5d7c377d6a979829d7f1fd786eb387d8.docx