তথ্যবিবরণী নম্বর : ৩১৪
সরকার সুষম উন্নয়ন নীতিতে কাজ করে যাচ্ছে
-- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
রংপুর, ১৩ মাঘ (২৬ জানুয়ারি) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, সরকার দেশের সকল অঞ্চলে সুষম উন্নয়ন নীতিতে কাজ করে যাচ্ছে। তিনি আজ রংপুর জেলার গংগাচড়া উপজেলার খলেয়া খাপড়িখাল ঈদগাহ্ মাঠের সীমানাপ্রাচীর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় স্থানীয় জাতীয় পার্টির নেতা মোঃ সামসুল আলম ও মোঃ মতিয়ার রহমানসহ অন্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সকল রাজনৈতিক দল, সামাজিক, স্বেচ্ছাসেবী, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ কর্মসূচিকে বেগবান করতে স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
#
আহসান/সেলিম/মোশারফ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৯৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩১৩
পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়িত হচ্ছে
-- বীর বাহাদুর উশৈসিং
গুইমারা (খাগড়াছড়ি), ১৩ মাঘ (২৬ জানুয়ারি) :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন করে চলেছে। বর্তমান সরকারের গৃহীত শিক্ষাবান্ধব শিক্ষানীতির কারণে পার্বত্য এলাকার প্রতিটি উপজেলায় শিক্ষাব্যবস্থার উন্নয়ন সাধন করছে। সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সুশিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের আরো যতœবান হবার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
আজ খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসবের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান, জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খান, মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ¤্রাগ্য মারমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুই প্রু চৌধুরী অপু, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক, উদযাপন কমিটির আহ্বায়ক ও গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা ও সদস্য সচিব মোঃ আমির হোসেন উপস্থিত ছিলেন।
#
জুলফিকার/সেলিম/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩১২
দেশকে জঙ্গি-রাজাকার ও বৈষম্যমুক্ত করতে লড়বে শ্রমিকরা
-- ইনু
ঢাকা, ১৩ মাঘ (২৬ জানুয়ারি) :
দেশকে জঙ্গি-রাজাকার ও বৈষম্যমুক্ত করার সংগ্রামে সক্রিয় হতে শ্রমিক-মজুরদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে জাতীয় শ্রমিকজোট, বাংলাদেশ-এর বার্ষিক সম্মেলনে হাজার হাজার শ্রমিক-মজুরের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।
‘স্বাধীন বাংলাদেশে গরিব কেনো, রাজাকার কেনো’- প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, শ্রমিকের কাজ-ন্যায্য মজুরি-মর্যাদা নিশ্চিত করাসহ দেশকে জঙ্গি-সন্ত্রাসী-রাজাকার-তেঁতুলহুজুর থেকে মুক্ত করতেই হবে। আর এ সংগ্রামে জাসদের সাথে অংশ নেবে দেশের শ্রমিক-মজুরেরা। শিল্পমালিক-শ্রমিক সম্পর্কও রাখতে হবে অটুট।
যুক্তিবাদী মানুষই সমাজতন্ত্রের ধারক হতে পারে ব্যাখ্যা করে এসময় ইনু শ্রমিকদের বলেন, সমাজতন্ত্র ছাড়া গণতন্ত্র একটি পোড়া রুটির মতো, যা পুরোটা খাওয়া যায় না। সংগ্রামের পদ্ধতি বর্ণনা করে মুক্তিযোদ্ধা ইনু বলেন, আর এ যুদ্ধে জিততে হলে এবং উন্নয়নের সুফল জনগণের দ্বারে পৌঁছাতে হলে জঙ্গি-রাজাকার এবং তাদের দোসরদের রাজনীতি ও ক্ষমতার বাইরেই রাখতে হবে।
শ্রমিকজোট সভাপতি সংসদ সদস্য শিরীন আখতার সভাপতির বক্তৃতায় বৈষম্যমুক্তি ও অধিকার আদায়ের সংগ্রামের নতুন শপথে বলীয়ান হতে শ্রমিকদের আহ্বান জানান।
জোটের সাধারণ সম্পাদক নাঈমুল আহসান জুয়েলের পরিচালনায় শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ নেতৃবৃন্দের মধ্যে সুলতান উদ্দিন আহম্মেদ, জাহিদুল হক মিলু, মোঃ মোকাদ্দেম হোসেন, মেজবাহ উদ্দিন প্রমুখ সম্মেলনে বক্তব্য রাখেন।
#
আকরাম/সেলিম/মোশারফ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩১০
পাবলিক প্রকিউরমেন্ট সিস্টেম পর্যবেক্ষণে পরিকল্পনামন্ত্রীর তুরস্ক সফর
ঢাকা, ১৩ মাঘ (২৬ জানুয়ারি) :
কনসালটেন্সি কাম ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ফার্ম “দি ব্রিজ” আয়োজিত বাস্তব অভিজ্ঞতা অর্জনে পাবলিক প্রকিউরমেন্ট সিস্টেম পর্যবেক্ষণ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে তুরস্ক এবং লন্ডনে চলতি মাসের ২৫ থেকে ৩০ তারিখ পর্যন্ত। এরই অংশ হিসাবে তুরস্ক সফররত পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল তুরস্কের উপপ্রধানমন্ত্রী বেকির বোজদাগের সাথে এবং বিকালে তুরস্কের উন্নয়নমন্ত্রী লুতফি এলভানের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাদের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বাংলাদেশ ও তুরস্কের পাবলিক প্রকিউরমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা হয়।
হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতের সময় পরিকল্পনামন্ত্রী বাংলাদেশের পাবলিক প্রকিউরমেন্ট সিস্টেমের অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ আগামী মার্চেই উন্নয়নশীল দেশে পরিণত হবে। সৎ, দক্ষ ও দূরদৃষ্টি সম্পন্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অন্যতম একটি নিয়ামক পাবলিক প্রকিউরমেন্ট সিস্টেম ডিজিটাইজেশন তথা ই-জিপি।
মন্ত্রী আরো বলেন, অভিজ্ঞতা অর্জনে পাবলিক প্রকিউরমেন্ট সিস্টেম পর্যবেক্ষণ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী থেকে অর্জিত জ্ঞান এবং এ আলোচনা ই-জিপি বাস্তবায়নের ক্ষেত্রে আরো বেশি অগ্রসর ও বাস্তবভিত্তিক হতে সহায়তা করবে।
সকালে তুরস্কের উপপ্রধানমন্ত্রী বেকির বোজদাগের সাথে এবং বিকালে তুরস্কের উন্নয়নমন্ত্রী লুতফি এলভানের সাথে সাক্ষাতের সময় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ তাজুল ইসলাম ও মোঃ আব্দুল হাই এবং সিপিটিইউ এর মহাপরিচালক মোঃ ফারক হোসেনসহ ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল।
#
তৌহিদুল/সেলিম/পারভেজ/আব্বাস/২০১৮/১৭৫১ ঘণ্টা