Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ এপ্রিল ২০২৫

তথ্যবিবরণী ১৯ এপ্রিল ২০২৫

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৩২৮৬

আমাদের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা

                                             -- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

মাগুরা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল): 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিশুকে যদি ভাষায় ও গণিতে সক্ষম করে তুলতে পারি, সাক্ষর করে তুলতে পারি, তাহলে সে মানবিক জ্ঞানভাণ্ডারে ঢুকতে পারবে। স্বাধীনভাবে জ্ঞান আহরণ করতে পারবে। শিশুকে সাক্ষর ও সক্ষম করে তুলতে পারলে তার সামাজিক অবস্থান পরিবর্তনের সুযোগ করে দিতে পারব। শিশুকে সাক্ষর করে তোলা মানে সামাজিক বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা। সামাজিক বৈষম্য নিরসনে প্রাথমিক সেক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

উপদেষ্টা আজ মাগুরা জেলা অডিটোরিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মাগুরা জেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমাদের টার্গেট হচ্ছে আমাদের শিশুদের সাক্ষর করে তোলা ও সক্ষম করে তোলা। সেটার জন্য শিক্ষকদের প্রয়োজন। শিক্ষকদের সমস্যাগুলো দেখার দায়িত্ব রয়েছে আমাদের। আমরা সিনসিয়ারলি চেষ্টা করছি। এই বিষয়গুলো দেখার চেষ্টা করছি। সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব। আপনাদের সমস্যার সমাধানের জন্য আপনাদের একটু ভূমিকা রয়ে গেছে-সেটি হলো যদি আপনারা নীতিনির্ধারকদের মধ্যে এই পারসেপশন নিয়ে আসতে পারেন যে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়াশোনা ভালো হচ্ছে, তখন কিন্তু তারা আপনাদের দাবিগুলোর প্রতি সহজে সাড়া দেবে। আর যদি পারসেপশন থাকে পড়াশোনা ভালো হচ্ছে না, তাহলে তারা শুনেও শুনবে না। এ বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আমাদের মূল উদ্দেশ্য আমাদের শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। সংক্ষেপে ভাষায় ও গণিতে সাক্ষর করে তোলা। যে যে অবস্থানে রয়েছি, আমাদের কর্তব্য ঠিকভাবে করা, আমাদের কাজটা সুসম্পন্ন করতে পারা।

জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোঃ আতিকুর রহমান, মাগুরা সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুস সাত্তার, উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর অপূর্ব মন্ডল, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান, প্রধান শিক্ষক জাকির হোসেন, জিল্লুর রহমান, শাহনাজ পারভিন, মোঃ গাওয়ারিত হোসেন ও ইয়াসমিন আক্তার।

উপদেষ্টা পরে মাগুরা পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত সরকারি প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টদের ট্রেনিং ‘অন প্রকিউরমেন্ট ই-জিপি’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

#

জাহাঙ্গীর/মাহমুদুল/মোশারফ/সেলিম/২০২৫/২১৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৩২৮৫

স্বাধীনতা দিবস ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল): 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও টার্কিশ এয়ারলাইন্স এর পৃষ্ঠপোষকতায় রাজধানীর পল্টনে অবস্থিত শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশ মহান স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতা-২০২৫’ এর উদ্বোধন করেছেন। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা আগামী ২৩ এপ্রিল পর্যন্ত চলবে।

এ সময় উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ক্রীড়াক্ষেত্রে সংস্কার কার্যক্রমগুলোকে ত্বরান্বিত করতে কাজ করছে। শুধু মানুষের পরিবর্তন নয়, ক্রীড়াক্ষেত্রে আরো বেশি ক্রীড়াসুলভ এবং ক্রীড়াক্ষেত্রকে উন্নতির দিকে নিয়ে যাবে এমন পলিসি নিয়ে কাজ করা হচ্ছে।

সজীব ভূঁইয়া বলেন, শুধু বড় বড় ফেডারেশনগুলোর দিকেই সকলের নজর থাকে কিন্তু অন্য স্পোর্টসগুলোর মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের স্পোর্টসকে প্রমোট করার সুযোগ রয়েছে। সেই লক্ষ্যে অন্য ফেডারেশনগুলোর জন্য বাজেট বৃদ্ধিসহ ইনফ্রাস্ট্রাকচার ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য এ সরকার কাজ করছে।

উপদেষ্টা আরো বলেন, খেলাধুলাকে এখন শুধু বিনোদনের মাধ্যম হিসেবে বিশ্বে দেখা হয় না, এটাকে  এমপ্লয়মেন্ট জেনারেশনের একটা সুযোগ হিসেবেও বিবেচনা করা হয়। আপনারা জানেন ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউটের মাধ্যমে শুধু খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি নয় এটি বিকল্প এমপ্লয়মেন্ট জেনারেশনের  সুযোগ রয়েছে। এছাড়া আটটি বিভাগে আটটি স্পোর্টস হাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে ক্রীড়া সেক্টরকে ডিসেন্ট্রালাইজ করা সম্ভব হবে। প্রতিটি স্পোর্টস হাবকে কেন্দ্র করে স্পোর্টস ইকো-সিস্টেম  গড়ে উঠবে। সেখানে খেলোয়াড়রা শুধু ইনফ্রাস্ট্রাকচারাল সুবিধা পাবে না, তার পাশাপাশি অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগ থাকবে।

এবারের আসরে দেশের শীর্ষস্থানীয় আটটি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। দলগুলো হলো—বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), তিতাস ক্লাব, বাংলাদেশ আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ জেল ও বিকেএসপি।

#

নূর আলম/মাহমুদুল/মোশারফ/সেলিম/২০২৫/২০৫৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৩২৮৪

 

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে

                                               -পার্বত্য উপদেষ্টা

 

রাঙ্গামাটি, ৬ বৈশাখ (১৯ এপ্রিল):

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়কে একসাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। তিনি বলেন, আমরা পাহাড়ে কোনো বৈষম্য চাই না, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে।

আজ রাঙ্গামাটির চিং হ্লা মং মারি স্টেডিয়ামে সাংগ্রাই জলকেলি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আসামবস্তির মারমা সংস্কৃতি সংস্থা আয়োজিত সাংগ্রাই উৎসব ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেছেন।

উপদেষ্টা আরো বলেন, আমরা প্রত্যেক কমিউনিটির আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই। এজন্য সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি প্রয়োজন এডুকেশন বেইজড ডেভেলপমেন্ট এবং ভারসাম্যপূর্ণ পরিবেশ; যা গড়ে তোলা খুবই জরুরি।

জলকেলি উৎসবে সুপ্রদীপ চাকমার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও তার স্ত্রী-কন্যা, ইতালিয়ান রাষ্ট্রদূত, নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূত ও ডাচ আইনবিদ উপস্থিত ছিলেন।

নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সমুন্নত রাখার প্রত্যয়ে রাঙ্গামাটি মারমা সাংস্কৃতিক সংস্থা- মাসসের সভাপতি থোয়াই সুই খই মারমা'র সভাপতিত্বে জলকেলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, যুগ্মসচিব কঙ্কন চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন প্রমুখ।

#

রেজুয়ান/মাহমুদুল/ফেরদৌস/মোশারফ/শামীম/২০২৫/১৯১৫ঘন্টা

ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা যেন টেকসই দেশ গড়ি, প্রকৃতিকে মাঝখানে রেখে উন্নয়ন করি। সকলের কথা শুনে আমাদের দর্শন ঠিক করতে হবে। জাতি হিসেবে যদি আমরা সঠিক দর্শন গ্রহণ করি, তাহলে পরিবেশগত টেকসই উন্নয়ন কোনো দূরের বিষয় থাকবে না।

উপদেষ্টা বলেন, আমাদের কর্তব্য পরবর্তী প্রজন্মের কথা ভাবা—তাদের কথা শোনা এবং তাদের জন্য কাজ করা। যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করি, তাহলে আচরণও ঠিক হয়ে আসবে। সাসটেইনেবিলিটি হবে বাস্তবতা।

পরিবেশ উপদেষ্টা আজ রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘দ্য ইন্টারসেকশন অব গভর্ন্যান্স, এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি, ইয়ুথ এম্পাওয়ারমেন্ট’ বিষয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

রিজওয়ানা হাসান বলেন, আমরা এক ধরনের সমাজব্যবস্থা থেকে নতুন বাংলাদেশ গড়ার পথে হাঁটছি। আমরা নতুন প্রজন্মের ভাষা বোঝার চেষ্টা করছি। তাদের জন্য নির্মল বাতাস রেখে যেতে হবে। আমাদের সাসটেইনেবল কনজাম্পশন প্যাটার্ন গড়ে তুলতে হবে। আগে ভাবতে হবে, আমরা কী চাই। তরুণদের ভূমিকা নিয়ে তিনি বলেন, তরুণরা আজ অনেক বড় ফ্যাক্টর। আমরা অনেক অন্যায়ের প্রতিবাদ করতে পারিনি, কিন্তু তারা ভয়কে জয় করতে পেরেছে। তরুণদের জন্য সুন্দর এক বাংলাদেশ গড়তে হবে ।

অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. ফারাহ কবিরসহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন।

#

দীপংকর/মাহমুদুল/ফেরদৌস/মোশারফ/শামীম/২০২৫/২০৩০ঘন্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৩২৮৩

 

প্রকৃতিকে কেন্দ্রে রেখে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার

 

ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা যেন টেকসই দেশ গড়ি, প্রকৃতিকে মাঝখানে রেখে উন্নয়ন করি। সকলের কথা শুনে আমাদের দর্শন ঠিক করতে হবে। জাতি হিসেবে যদি আমরা সঠিক দর্শন গ্রহণ করি, তাহলে পরিবেশগত টেকসই উন্নয়ন কোনো দূরের বিষয় থাকবে না।

উপদেষ্টা বলেন, আমাদের কর্তব্য পরবর্তী প্রজন্মের কথা ভাবা—তাদের কথা শোনা এবং তাদের জন্য কাজ করা। যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করি, তাহলে আচরণও ঠিক হয়ে আসবে। সাসটেইনেবিলিটি হবে বাস্তবতা।

পরিবেশ উপদেষ্টা আজ রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘দ্য ইন্টারসেকশন অব গভর্ন্যান্স, এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি, ইয়ুথ এম্পাওয়ারমেন্ট’ বিষয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

রিজওয়ানা হাসান বলেন, আমরা এক ধরনের সমাজব্যবস্থা থেকে নতুন বাংলাদেশ গড়ার পথে হাঁটছি। আমরা নতুন প্রজন্মের ভাষা বোঝার চেষ্টা করছি। তাদের জন্য নির্মল বাতাস রেখে যেতে হবে। আমাদের সাসটেইনেবল কনজাম্পশন প্যাটার্ন গড়ে তুলতে হবে। আগে ভাবতে হবে, আমরা কী চাই। তরুণদের ভূমিকা নিয়ে তিনি বলেন, তরুণরা আজ অনেক বড় ফ্যাক্টর। আমরা অনেক অন্যায়ের প্রতিবাদ করতে পারিনি, কিন্তু তারা ভয়কে জয় করতে পেরেছে। তরুণদের জন্য সুন্দর এক বাংলাদেশ গড়তে হবে ।

অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. ফারাহ কবিরসহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন।

#

দীপংকর/মাহমুদুল/ফেরদৌস/মোশারফ/শামীম/২০২৫/২০৩০ঘন্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৩২৮২

সকল হাওরে ইজারা বন্ধ করতে হবে

-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল):

প্রকৃত মৎস্যচাষীদের স্বার্থে হাওরে ইজারা বন্ধের আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কোনো হাওরে ইজারা থাকা উচিত নয়। হাওর ঐ অঞ্চলের মানুষের অধিকার; আর তা রক্ষা করতে হবে।

আজ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সরকারি জলমহাল ব্যবস্হাপনা নীতি ২০০৯ : হাওর অঞ্চলে বৈষম্য ও অব্যবস্হাপনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

হাওরের মালিক মূলত কে প্রশ্ন রেখে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আসলে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে হাওরগুলো রয়েছে। যদিও অধিকাংশ হাওর এলাকা ভূমি মন্ত্রণালয়ের অধীনে দিয়ে দেওয়া হয়েছে; যারা শুধু ইজারা দিয়ে এখান থেকে রাজস্ব আহরণ করে। তিনি আরো বলেন, হাওরকে ঘিরে একটা বৈষম্যমূলক ব্যবস্থা টিকিয়ে রাখা হয়েছে। হাওর অঞ্চলের ২৯ শতাংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করে।

উপদেষ্টা বলেন, মাছ ধরার জন্য এরই মধ্যে আমরা কারেন্ট জাল বন্ধ করেছি। কিন্তু বর্তমানে চায়নাদুয়ারী নামক জালে মাছ ধরা হচ্ছে। এগুলো অবশ্যই বন্ধ করা হবে। জাল হবে মৎস্যজীবীদের একটা উপকরণ অথচ এই জাল হয়ে গেছে এক অবৈধ জাল। প্রকৃত জেলেরা এসব অবৈধ জাল ব্যবহার করে না। কিছু মৌসুমী মৎস্যজীবী এসব জাল ব্যবহার করে থাকে বলে মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা হাওর রক্ষার পদক্ষেপ হিসেবে বিভিন্ন এলাকাকে অভয়াশ্রম ঘোষণার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এর ফলে বিলুপ্ত হওয়া মাছগুলো ফিরে আসতে পারে। সুতরাং জৈবিক ব্যবস্থাপনা হবে হাওর রক্ষার একটা মূল পদক্ষেপ।

হাওর অঞ্চলের ভুক্তভোগীরা বলেন, হাওরের বিল ইজারা প্রায় রাজনৈতিক ব্যক্তি ও প্রভাবশালী মহাজনদের হাতেই যায়; যার ফলে সাধারণ মৎস্যজীবীরা বঞ্চিত হয়। মৎস্যজীবী সমিতির নামে হাওর ইজারা নেওয়ার ক্ষেত্রেও নেপথ্যে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ও তাদের সমর্থকরা হাওর লিজ নিয়ে থাকে। তাই হাওর বিল লিজ প্রাপ্তির ক্ষেত্রে প্রকৃত সাধারণ মৎস্যজীবী বা মৎস্যচাষীরা পেতে পারেন তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর আহ্বায়ক রাশেদা কে. চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, সাবেক সচিব ও জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।

#

মামুন/মাহমুদুল/ফেরদৌস/মোশারফ/শামীম/২০২৫/১৯১০ঘন্টা

Handout                                                                                                                          Number: 3281
 

Environment Advisor calls for development with nature at the center

 

Dhaka, 19 April:

 

Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, emphasized the importance of building a sustainable nation by placing nature at the heart of development. She said, ‘We must shape our national philosophy by listening to everyone. If we, as a nation, can adopt the right philosophy, environmental sustainability will no longer remain a distant goal.’

 

Speaking as the Chief Guest at a discussion titled ‘The Intersection of Governance, Environmental Sustainability, Youth Empowerment’, held at North South University today, Advisor Rizwana said, ‘It is our duty to think about future generations — to listen to them and work for them. When we center our efforts on the next generation, good governance will follow naturally, and sustainability will become a reality.’

 

‘We are on a path toward building a new Bangladesh out of an old system,’ she noted. ‘We are trying to understand the language of our youth. We must ensure clean air for them and promote sustainable consumption patterns. Before everything else, we must be clear about what we truly want.’

 

Highlighting the role of youth, she added, ‘Young people are a major force today. While we failed to protest many injustices, they overcame fear and raised their voices. We must build a beautiful Bangladesh for them.’

 

Distinguished speakers at the event included eminent academic and economist Dr. Hossain Zillur Rahman, Chairman of BRAC, and Dr. Farah Kabir, Country Director of ActionAid Bangladesh, among others.

 

#

 

Dipankar/Mahmudul/Ferdows/Mosharof/Shamim/2025/2020 Hrs

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৩২৮০

ভিয়েতনাম থেকে প্রায় ১২ হাজার মেট্রিক টন চাল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল):

ভিয়েতনাম থেকে ১২ হাজার ৫ শত মেট্রিক টন আতপ চাল নিয়ে mv THAI BINH 01 জাহাজ আজ  চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছে। চুক্তি মোতাবেক ৭২ হাজার ৭ শত মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

ইতোমধ্যে জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে চাল খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা

হয়েছে।
  #


ইমদাদ/ফাতেমা/আলী/শফিক/২০২৫/১৫৪৫ ঘন্টা

Handout                                                                                                                            Number : 3279
Subsidised Jute Bags to be Distributed Among the Public

                            - Environment Adviser

Dhaka, 19 April:

Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, said that jute shopping bags will be distributed among the public as an alternative to polythene shopping bags. A project has been initiated to supply these jute bags at subsidised prices. In this regard, coordinated efforts will be made in collaboration with the Ministry of Textiles and Jute.

The Adviser made these remarks at a seminar on ÔPlastic Pollution Control and a Cleanliness CampaignÕ held at the Senate Building of the University of Dhaka today.

Rizwana Hasan also stated that awareness campaigns will be conducted to encourage the use of jute bags. New entrepreneurs will be supported in the production of jute bags, and to ensure sustainability, institutions such as Jute Diversification Promotion Center (JDPC), SME Foundation, and Joyeeta Foundation will be engaged.

The Advisor urged everyone to work together to tackle plastic pollution. She emphasized that unnecessary plastic use must be stopped at the individual level. It is not true that there is no alternative to plastic. Governmment intitiatives will be carried out gradually she added.

The seminar was presided over by Professor Dr. Niaz Ahmed Khan, Vice-Chancellor of the University of Dhaka.

The speakers were, Dr. Farhina Ahmed, Secretary of the Ministry of Environment, Forest and Climate Change; Dr. Md. Kamruzzaman, ndc, Director General of the Department of Environment; Marian Rabe Knavelsrud, Deputy Head of Mission, Royal Norwegian Embassy, Dhaka; Professor Dr. Mamun Ahmed, Pro-Vice Chancellor (Academic), University of Dhaka; Dr. Zaki Uz Zaman, Country Representative of UNIDO Bangladesh; Dr. Afia Shahnaz, Dhaka Medical College; Professor Dr. Md. Mofizur Rahman, BUET.

Adviser Rizwana Hasan also called upon the University to declare its campus free from single-use plastics and noise pollution.


#

Dipankar/Fatema/Romzan/Ali/Shafiq/2025/1150 Hrs

তথ্যবিবরণী                                                                                                নম্বর: ৩২৭৮

পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে জনগণের মাঝে ভরতুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহ করা হবে

                                                 -পরিবেশ উপদেষ্টা                             

ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে সাধারণ মানুষের মাঝে ভরতুকি মূল্যে  পাটের ব্যাগ সরবরাহ করা হবে । এলক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাথে একযোগে কাজ করারও পরিকল্পনা রয়েছে।

উপদেষ্টা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্লাস্টিক দূষণ রোধে করণীয় সংক্রান্ত সেমিনার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, পাটের ব্যাগ ব্যবহারে সচেতনতা তৈরির জন্য প্রচার কার্যক্রম চালানো হবে এবং পাটের ব্যাগ তৈরির সঙ্গে নতুন উদ্যোক্তাও তৈরি করা হবে। এছাড়া, টেকসই ব্যবস্থার জন্য জেডিপিসি, এসএমইএফ ও জয়িতা ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করা হবে।

উপদেষ্টা আরো বলেন, প্লাস্টিক দূষণ রোধে সবাইকে একসাথে কাজ করতে হবে। অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার নিজেদের বন্ধ করতে হবে। তিনি বলেন, প্লাস্টিকের বিকল্প নেই, এই ধারণা সঠিক নয়। সরকারের সব উদ্যোগকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও শব্দদূষণমুক্ত ঘোষণা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ কামরুজ্জামান, ঢাকা নরওয়েজিয়ান দূতাবাসের উপ-মিশন প্রধান মারিয়ান রাবে ক্নাভেলসরুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউনিডোর বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. জাকি উজ জামান, ঢাকা মেডিকেল কলেজের ড. আফিয়া শাহনাজ এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

#

দীপংকর/ফাতেমা/রমজান/আলী/শফিক/২০২৫/১৩৪০ঘন্টা

 তথ্যবিবরণী                                                                                                                   নম্বর: ৩২৭৭

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে স্থায়ী রূপ দিতে পারলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে

                                                                                                     -অধ্যাপক আলী রীয়াজ 

ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল):

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ  বলেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে স্থায়ী রূপ দিতে পারলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত বিজয়কে বিভিন্নভাবে ভূলুন্ঠিত করা হয়েছে। এদেশের ইতিহাসে গণতন্ত্রের আকাঙ্ক্ষা বারবার পর্যুদস্ত হয়ে একটি ব্যক্তিতান্ত্রিক শাসনে পরিণত হয়েছে।  

আজ ঢাকায় জাতীয় সংসদ ভবনের এল ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এসময় ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনকে পরাভূত করে বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় রচনা করতে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে দাবি করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, দীর্ঘদিনের যে ফ্যাসিবাদী শাসন জগদ্দল পাথরের মতো এদেশের মানুষের বুকের ওপর বসে ছিল, তার বিরুদ্ধে জীবনবাজি রেখে লড়াই, অকুতোভয় সংগ্রাম এবং প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে সে শাসনকে পরাস্ত করা সম্ভব হয়েছে; যা বাংলাদেশকে রাষ্ট্র সংস্কারের দিকে অগ্রসর করেছে।

আলোচনায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদলে দলটির সদস্য সচিব আখতার হোসেন ছাড়াও সামান্তা শারমিন, হাসনাত আব্দুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারী, সারোয়ার তুষার, জাভেদ রাসিন এবং নাহিদা সারোয়ার নিভা এসময় উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এ পর্যন্ত সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ৩৫টি দলের কাছ থেকে মতামত পেয়েছে। গত ২৩ মার্চ জাতীয় নাগরিক পার্টি কমিশন বরাবর তাদের মতামত জমা দেয় ৷ সে প্রেক্ষিতে দলটির সাথে আজ আলোচনায় বসে কমিশন ৷ দিনব্যাপী আজ এ আলোচনা অনুষ্ঠিত হবে। 

জাতীয় ঐকমত্য কমিশন হতে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

#

পবন//ফাতেমা/রমজান/আলী/শফিক/২০২৫/১১২০ ঘন্টা

Handout                                                                                                                    Number : 3276


Youth Will Build Tomorrow's Environmentally Friendly Bangladesh
                                                                              - Environment Advisor

Dhaka, April 19:

Advisor to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources Syeda Rizwana Hasan has stated that the youth must build tomorrow's environmentally friendly Bangladesh. She called upon the young generation, saying, they must lead in addressing the environmental challenges we are leaving behind. A green and sustainable future must be ensured through proper policy formulation and implementation.

Syeda Rizwana Hasan made these remarks at the inauguration ceremony of ‘The Green Energy Olympiad 2025’ held at the Bangladesh Military Museum in Bijoy Sarani, Dhaka today.

The Advisor further said, fossil fuel users are not interested in preventing plastic pollution. Our youth must be as environmentally conscious as Singaporeans. Innovative thinking and actions from the youth are needed to address the environmental problems inherited from the past. Young people must lead the nation towards proper development through self-sacrifice.

She called upon the youth to promote different development paradigms, different lifestyles, and different philosophies. The winners of this competition will lead in preventing climate change and building an environmentally friendly green world in the future, the adviser said.

The event was chaired by Monower Mostafa, Network Advisor of the Coastal Livelihood and Environmental Action Network (CLEAN) and Executive Member of the Bangladesh Working Group on Ecology and Development (BWGED). Noor Ahmed, Additional Secretary of the Power Division; Ashanur Rahman, Chief Economist and Country Business Manager of City Bank; Abu Hena Mostafa Kamal, Chief Executive Officer of Direct Renewable Energy Limited; Abil Bin Amin, Country Manager of Ethical Trade International (ETI), Bangladesh; and other dignitaries were also present at the event .

#

Dipankar/Fatema/Romzan/Ali/Shafiq/2025/1150 Hrs

তথ্যবিবরণী                                                                                                     নম্বর:৩২৭৫

তরুণরাই গড়বে আগামীর পরিবেশবান্ধব বাংলাদেশ

                                                                           - পরিবেশ উপদেষ্টা

ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তরুণরাই গড়বে আগামীর পরিবেশবান্ধব বাংলাদেশ। আমাদের রেখে যাওয়া পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে। এছাড়া, সঠিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে সবুজ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।

উপদেষ্টা আজ রাজধানীর বিজয় সরণিতে বাংলাদেশ সামরিক জাদুঘরে ‘দ্য গ্রিন এনার্জি অলিম্পিয়াড-২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।   

উপদেষ্টা বলেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহারকারীরা প্লাস্টিক দূষণ রোধে আগ্রহী নয়। এদেশের তরুণদের সিঙ্গাপুরের জনগণের মতো পরিবেশ সচেতন হতে হবে। উত্তরাধিকার সূত্রে পাওয়া পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের উদ্ভাবনী চিন্তা ও পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি তরুণদের প্রতি ভিন্ন ধারার উন্নয়ন, জীবনযাপন ও দর্শন প্রচারের আহ্বান জানান। এ প্রতিযোগিতায় বিজয়ীরাই আগামীতে জলবায়ু পরিবর্তন রোধে এবং পরিবেশসম্মত সবুজ পৃথিবী গড়তে নেতৃত্ব দেবে।   

অনুষ্ঠানে কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন)-এর নেটওয়ার্ক উপদেষ্টা এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি)-এর নির্বাহী সদস্য মনোয়ার মোস্তফার সভাপতিত্বে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নূর আহমেদ, সিটি ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, ডিরেক্ট রিনিউয়েবল এনার্জি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল এবং এথিক্যাল ট্রেড ইন্টারন্যাশনাল (ইটিআই) ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবিল বিন আমিনসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

#

দীপংকর/ফাতেমা/রমজান/আলী/শফিক/২০২৫/১১২০ ঘন্টা

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ৩২৭৪

হ্যানয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপিত

হ্যানয় (ভিয়েতনাম) ১৯ এপ্রিল:

ভিয়েতনামের হ্যানয়ে গতকাল বাংলাদেশ দূতা

2025-04-19-16-32-a53a41844d318b7f7b1daaeb7969cb00.docx