তথ্যবিবরণী নম্বর : ১৯৫৫
ঢাকা পানি সম্মেলন উপলক্ষে পিআইডি’র মিডিয়া সেন্টার
ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই):
আগামী ২৯-৩০ জুলাই দু’দিনব্যাপী ঢাকা পানি সম্মেলন ২০১৭ উপলক্ষে হোটেল সোনারগাঁওয়ের ২য় তলায় ঈওঅঙ হলরুমে তথ্য অধিদফতর কর্তৃক একটি মিডিয়া সেন্টার খোলা হয়েছে। মিডিয়া সেন্টার ২৮ থেকে ৩০ জুলাই পর্যন্ত খোলা থাকবে।
নির্বিঘেœ সংবাদ সংগ্রহ ও প্রচারের লক্ষ্যে দেশি-বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টারে টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ল্যাপটপসহ সকল সুযোগ সুবিধা থাকবে।
মিডিয়া সেন্টারের আইএসডি টেলিফোন ও ফ্যাক্স নম্বর ঃ ৮৮০-২-৯১২৭০২১।
#
শাহআলম/সেলিম/আলী/সেলিমুজ্জামান/২০১৭/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯৫৪
স্বাধীনতাবিরোধীরা গণতন্ত্র হত্যার ষড়যন্ত্রে লিপ্ত
--- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
কালিয়াকৈর, গাজীপুর,১২ শ্রাবণ (২৭ জুলাই) :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মল হক বলেছেন, স্বাধীনতাবিরোধীরা নির্বাচন বানচালের মাধ্যমে গণতন্ত্র হত্যার ষড়যন্ত্রে লিপ্ত। তবে র্নিবাচন বানচালের কোন ষড়যন্ত্র মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণ সফল হতে দেবে না।
আজ গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতথিতির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সংবিধানের বিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধানে উল্লিখিত ফর্মূলাতেই নিরপেক্ষ নির্বাচন হবে।
আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা কমান্ডার কাজী মোজাম্মেল, কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল হাকিম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন আহসান প্রমুখ।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে এ কমপ্লেক্স নির্মাণ করা হয়।
#
মারুফ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯৫৩
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই):
দশম জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠক আজ কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্টিত হয়।
কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, মোঃ নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, মোঃ আফতাব উদ্দিন সরকার, রওশন আরা মান্নান, সাবিহা নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ২৭তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ বিমানের লিজকৃত উড়োজাহাজ দীর্ঘদিন ধরে গ্রাউন্ডে থাকার কারণ অনুসন্ধানে গঠিত সাব-কমিটি কর্তৃক উপস্থাপিত প্রতিবেদনের ওপর বিস্তারিত আলোচনা হয়।
ইজিপ্ট এয়ার লাইন্স থেকে লিজকৃত বাংলাদেশ বিমানের ইঞ্জিন দ্রুত নষ্ট হয়ে অকেজো হয়ে পড়ে থাকা এবং ইঞ্জিন মেরামত করার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে না দিয়ে ইউনাইটেড এয়ারলাইন্সকে দেওয়াসহ সাব-কমিটির তদন্তে যে সমস্ত অনিয়ম ধরা পড়েছে তা অধিকতর তদন্তের জন্য মন্ত্রণালয় থেকে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার সুপারিশ করা হয়। ভবিষ্যতে কোন সংস্থা থেকে বিমান লিজ নেওয়ার ক্ষেত্রে বর্তমান বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কন্ট্রাক্ট সাইন করার সুপারিশ করা হয়।
দেশের অভ্যন্তরীণ রুটে বর্তমানে চলমান বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ২টি বিমানের সাথে আরো কমপক্ষে ১টি বিমান দ্রুত সময়ের মধ্যে চালু করার পরামর্শ দেওয়া হয়। দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থা আরো উন্নত করার বিষয়ে বিমান এবং সিভিল এভিয়েশন অথরিটিকে কার্যকর ভূমিকা পালনের সুপারিশ করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক, সিভিল এভিয়েশনের চেয়ারম্যানসহ বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
মিজানুর/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯৫২
বাল্যবিবাহ প্রতিরোধ সাব-কমিটির সভা অনুষ্ঠিত
ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই):
ইউএনএফপিএ এর অর্থায়নে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন ঝঃৎবহমঃযবহরহম চধৎষরধসবহঃ’ং ঈধঢ়ধপরঃু রহ চড়ঢ়ঁষধঃরড়হ ধহফ উবাবষড়ঢ়সবহঃ ওংংঁবং (ঝচঈচউ) শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত ‘বাল্যবিবাহ প্রতিরোধ সাব-কমিটি’র প্রথম সভা আজ জাতীয় সংসদে অনুষ্ঠিত হয়।
কমিটি সকল সংসদ সদস্যগণকে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার যথাযথ ভূমিকা অব্যাহত রাখার সুপারিশ করে। কমিটি বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কিত লিফলেট এবং সভা-সেমিনারের মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণা অব্যাহত রাখার সুপারিশ করে। বৈঠকে এসপিসিপিডি বার্ষিক পরিকল্পনা ২০১৭-তে প্রদর্শিত বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা করার সুপারিশ করে।
বৈঠকে বাল্যবিবাহ প্রবণ এলাকায় সংসদ সদস্যদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা করার সুপারিশ করা হয়। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহীর কর্মকর্তার নেতৃত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভার এজেন্ডায় বাল্যবিবাহ প্রতিরোধের বিষয় অন্তর্ভুক্ত করার সুপারিশ করে।
কমিটি বাল্যবিবাহ প্রতিরোধ করার লক্ষ্যে মেয়েদের লেখাপড়া এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির সুপারিশ করে। এছাড়া পরিকল্পনা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রাখার সুপারিশ করে।
‘বাল্যবিবাহ প্রতিরোধ সাব-কমিটি‘ আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য বেগম রেবেকা মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোছাঃ মাহবুব আরা বেগম গিনি, এমপি ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং সেলিনা বেগম, এমপি উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
#
হালিম/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯৫১
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’
ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই) :
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজ বন্ডের ৮৮তম ‘ড্র’ আগামী ৩১ জুলাই, সোমবার সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে।
সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে প্রাইজ বন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হবে। প্রাইজ বন্ডের প্রতি সিরিজে প্রতি ‘ড্র’ তে ৬ লাখ টাকার একটি, ৩ লাখ ২৫ হাজার টাকার একটি, ১ লাখ টাকার দুইটি, ৫০ হাজার টাকার ২টি এবং ১০ হাজার টাকার ৪০টিসহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।
আগামী ১ আগস্ট ২০১৭ জাতীয় দৈনিক পত্রিকায় ‘ড্র’ এর ফলাফল প্রকাশিত হবে বলে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
#
রাজিয়া/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯৫০
নির্বাচন বর্জনের ভাইরাস থেকে মুক্ত হতে পারেনি বিএনপি
--- স¦াস্থ্যমন্ত্রী
ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই) :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নির্বাচন বর্জনের ভাইরাস থেকে আজও মুক্ত হতে পারেনি। ২০১৪ সালে নির্বাচন বর্জনের যে রোগে পড়েছে তা এখনো সারেনি। এর প্রভাবে তাঁরা কেবল নির্বাচন বর্জন আর বানচালের বুলি আওড়াচ্ছেন।
তিনি আজ রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস মিলনায়তনে ‘বিশ^ হেপাটাইটিস দিবস’ উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আগামীকাল শুক্রবার অনুষ্ঠিতব্য বিশ^ হেপাটাইটিস দিবসের প্রাক্কালে স্বাস্থ্য অধিদপ্তর এ সেমিনারের আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জন্ডিস রোগীরা যেমন সব কিছু হলুদ দেখে, তেমনি বিএনপি নেতারাও সব হলুদ দেখছেন। তারা সব সময় নির্বাচন নিয়ে আশঙ্কায় থাকেন। জনগণের ভোটাধিকারের উপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপি’র প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জন্ডিস থেকে মুক্ত হয়ে ভোটের লড়াইয়ে নামুন। আমরা বারবার বলে আসছি নির্বাচন সুষ্ঠু হবে। আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকারে বিশ^াসী।
বাংলাদেশ থেকে হেপাটাইটিস নির্মূলে জনসচেতনতা কার্যক্রমকে জোরদার ও সকলের সমন্বিত উদ্যোগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খাবার দাবার, জীবন-ধারণ এবং নিরাপদ রক্ত সঞ্চালনে সতর্কতা অবলম্বনে মানুষকে সচেতন করতে হবে। তিনি বলেন, আমাদের দেশে রক্ত পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে সাধারণ মানুষকে যেমন সতর্ক থাকতে হবে, তেমনি ডায়াগনস্টিক সেন্টারগুলোকেও সাবধান থাকতে হবে। অনেক ডায়াগনস্টিক সেন্টার যথাযথ পদ্ধতি মেনে কাজ করে না। সরকার এ ধরনের নি¤œমানের ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ করার অভিযান অব্যাহত রাখছে।
লিভার ও হেপাটাইটিস চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রসহ উন্নত বিশে^র রোগীরা বাংলাদেশে আসছেন। এই তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের দেশের চিকিৎসা ও ঔষধের মান যে উন্নত হয়েছে এটাই তার প্রমাণ। আমাদের চিকিৎসকরা যদি এই সেবার মানকে আরো উন্নত করতে পারেন তবে আমাদের দেশেই বিদেশ থেকে প্রচুর রোগী আসবেন। সরকারও সেই লক্ষ্যেই স্বাস্থ্যখাতের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে ।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সিডিসির লাইন ডাইরেক্টর সানিয়া তাহমিনা বক্তৃতা করেন। বিএসএমএমইউর সহযোগী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব মূল প্রবন্ধ পাঠ করেন।
পরে মন্ত্রী আইইডিসিআর-এ স্থাপিত চিকুনগুনিয়া কন্ট্রোল রুম পরিদর্শন করে সেখানকার কার্যক্রম প্রত্যক্ষ করেন। তিনি সেখানে যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে আগত সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কিছুক্ষণ কথা বলেন। যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা এসময় বাংলাদেশে স্থাপিত চিকুনগুনিয়া কন্ট্রোল রুমের রক্ত পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রমের প্রশংসা করেন এবং চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে বাংলাদেশকে সহযোগিতা করার আশ^াস প্রদান করেন।
#
পরীক্ষিৎ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর ১৯৪৯
শর্ত ভঙ্গ করায় বিরাষ্ট্রীয়করণকৃত ৮টি মিল সরকারের অধীনে
ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই) :
হস্তান্তর চুক্তির শর্ত ভঙ্গ করায় এবং মিলের উৎপাদন বন্ধ রাখায় এ পর্যন্ত ৮টি মিল পুনঃগ্রহণ (টেক ব্যাক) করল বস্ত্র ও পাট মন্ত্রণালয়। মিলগুলোর মধ্যে ৪টি পাটকল এবং ৪টি বস্ত্রকল ।
এ সব মিল পুনঃগ্রহণ (টেক-ব্যাক) এর কারণ হিসেবে বলা হয়, মিল কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবৎ মিল পরিচালনা না করে বন্ধ অবস্থায় ফেলে রেখেছে, হাজার-হাজার শ্রমিক-কর্মচারীকে তাদের কর্মসংস্থান হতে বঞ্চিত করে রেখেছে, এতে মিল হস্তান্তরের উদ্দেশ্য ব্যাহত হয়েছে এবং হস্তান্তর চুক্তি লঙ্ঘিত হয়েছে। সরকারের সাথে সম্পাদিত দ্বি-পাক্ষিক ও ত্রি-পাক্ষিক চুক্তি অনুযায়ী সরকার, বিজেএমসি, বিটিএমসি ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের পাওনা পরিশোধের জন্য বারবার পত্র দেওয়া সত্ত্বেও পরিশোধ করেনি। এছাড়াও দায়-দেনা পরিশোধ না করে এবং দীর্ঘ সময় যাবৎ মিল বন্ধ রেখে উৎপাদন বৃদ্ধি না করে চুক্তিপত্রের শর্ত ভঙ্গ করেছে। শেয়ার মূলধনের অবশিষ্ট টাকা পরিশোধের জন্য বারবার পত্র দেওয়া হলেও মিলের ক্রেতাগণ উক্ত অর্থ পরিশোধ করেনি। সরকার ও সরকারি আর্থিক প্রতিষ্ঠানসমূহের যাবতীয় পাওনা পরিশোধের পূর্বে মিলের কোন স্থাবর-অস্থাবর সম্পদ সরকারের পূর্বানুমোদন ব্যতিরেকে বিক্রয় ও হস্তান্তর না করার জন্য চুক্তিতে অঙ্গীকারবদ্ধ হয়েও মিলের যাবতীয় মেশিনারিজ ও স্থাপনা সরকারের অজান্তে বিক্রয় করে চুক্তি ভঙ্গ করেছে ।
কিন্তু শিল্পনীতির শর্তসমূহ প্রতিপালন করে সরকার ও কোম্পানিগুলোর সাথে সম্পাদিত দ্বি-পাক্ষিক চুক্তি এবং বিজেএমসি ও বিটিএমসি এবং সংশ্লিষ্ট ব্যাংক ও সরকারের সাথে সম্পাদিত হস্তান্তর চুক্তিমূলে মিল গ্রহীতাগণ মিলের বিপরীতে সরকার ও সরকারের আর্থিক প্রতিষ্ঠানসমূহের যাবতীয় দায়-দেনা পরিশোধ করার জন্য চুক্তিবদ্ধ হয়ে মিলসমূহের ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করে।
পুনঃগ্রহণকৃত (টেক-ব্যাক) মিলসমূহ হচ্ছে নরসিংদীর পলাশে ফৌজি চটকল জুট মিলস লিমিটেড, মাদারীপুর টেক্সটাইল মিলস লিমিটেড, ব্রাক্ষণবাড়িয়ার কোকিল টেক্সটাইল মিলস লিমিটেড, মাদারীপুরের এ আর হাওলাদার জুট মিলস লিমিটেউ, চট্টগ্রামের ঈগল স্টার টেক্সটাইল মিলস ও ফৌজদারহাটের জলিল টেক্সটাইল মিলস, ঢাকা জুট মিলস লিমিটেড এবং গাউছিয়া জুট মিলস লিমিটেড।
#
লতিফ বকসী/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৮১৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর ১৯৪৮
আধুনিক ও নিরাপদ কারখানা করা হয়েছে
---বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ক্রেতাদের পরামর্শ মোতাবেক দেশের তৈরি পোশাক কারখানাগুলো আধুনিক ও নিরাপদ করা হয়েছে। শ্রমিকরা এখন নিরাপদ ও কর্মবান্ধব পরিবেশে কাজ করছে। এ জন্য কারখানার মালিকদের বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়েছে। কিন্তু তৈরি পোশাকের মূল্য বৃদ্ধি করা হয়নি, ইউরোর মূল্য পতনের ফলে তৈরি পোশাকের মূল্য কমেছে। মন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের চাহিদা মোতাবেক বাংলাদেশে মোট বিনিয়োগের পরিমাণ ৪০ ভাগ থেকে ৪৯ ভাগে বৃদ্ধি করা হয়েছে। এতে করে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ বাড়বে।
বাণিজ্যমন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে ‘৩য় বিজনেস ক্লাইমেট ডায়ালগ’-এ সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।
ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন প্রধান অ্যাম্বাসেডর পিয়েরি মায়াডোন বলেন, বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে। আগামী দিনগুলোতে বাংলাদেশে বিনিয়োগ আরো বাড়বে। বাংলাদেশের তৈরি পোশাক কারখানার মান অনেক উন্নত হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে সহযোগিতা অব্যাহত রাখবে।
বিজনেস ক্লাইমেট ডায়ালগ এ ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের নেতৃত্ব দেন অ্যাম্বাসেডর পিয়েরি মায়াডোন। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে ব্রিটিশ রাষ্ট্রদূত অ্যালিসন ব্লাক (অষরংড়হ ইষধশব), ইউরোপীয় ইউনিয়নের পক্ষে ঢাকাস্থ স্পেনের অ্যাম্বাসেডর ডি. আলভেরো ডি সালাস জিমিনেজ ডি আজারাতে (উ. অষাধৎড় ফব ঝধষধং এরসবহবু ফব অুধপধৎধঃব), ডেনমার্কের রাষ্ট্রদূত মিকায়েল হেমনিটিউইনথার (গরশধবষ ঐবসহরঃর ডরহঃযবৎ), নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি কুইলিনাইর (খবড়হর ঈঁবষবহধবৎব), ফ্রান্সের হেড অভ্ ইকোনমিক ডিপার্টমেন্ট ফ্রানকোইস পিটিট (ঋৎধহপড়রং চবঃরঃ), সুইডেনের কমার্শিয়াল অফিসার তাজিন চৌধুরী উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে অন্যান্যের মধ্যে বাণিজ্য সচিব শুভাশীষ বসু, বিডার চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, এনবিআর-এর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, আমদানি-রপ্তানির প্রধান নিয়ন্ত্রক আফরোজা খান, জয়েন্টস্টক কোম্পানি এন্ড ফার্মসের রেজিস্ট্রার মোঃ মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
#
লতিফ বকসী/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৭৫৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯৪৭