Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ মে ২০১৫

তথ্যবিবলণী 14/05/2015

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৩৯০


প্রধানমন্ত্রীর ১৬, ১৭ ও ১৮ মে’র অনুষ্ঠান বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে

 

ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে) :
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজমাঠে আয়োজিত জনসভা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ মে বেলা ২.৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজমাঠে এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্র ঢাকা-ক অর্থাৎ ৬৯৩ কিলোহার্জে এবং এফএম ১০৬ মেগাহার্জে সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের ১০৮০ ও ৮৪৬ কিলোহার্জে এবং এফএম ১০৪ মেগাহার্জ থেকে অনুষ্ঠানটি রিলে হবে।
ঝড়ঁঃয - ঝড়ঁঃয ঈড়ড়ঢ়বৎধঃরড়হ শীর্ষক অনুষ্ঠান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ মে সকাল ১০টায় ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে ‘ঝড়ঁঃয - ঝড়ঁঃয ঈড়ড়ঢ়বৎধঃরড়হ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্র ঢাকা-ক অর্থাৎ ৬৯৩ কিলোহার্জে এবং এফএম ১০৬ মেগাহার্জে সরাসরি সম্প্রচার করবে।
বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের উদ্বোধন অনুষ্ঠান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ মে বিকাল ৪টায় ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’ উদ্যাপনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্র ঢাকা-ক অর্থাৎ ৬৯৩ কিলোহার্জে এবং এফএম ১০৬ মেগাহার্জে সরাসরি সম্প্রচার করবে।
#

মিজান/আলম/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/২১৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ১৩৮৯

বাংলাদেশে নারীর অগ্রগতি অব্যাহত রাখতে হলে প্রযুক্তিগত বিদ্যা অর্জন করতে হবে
                                                       -- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে) :
    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, তথ্যপ্রযুক্তির যুগে নারীদের শুধু সেলাইয়ের কাজ করলে হবে না। বাংলাদেশে নারীর অগ্রযাত্রার যে শুভসূচনা হয়েছে তা অব্যাহত রাখতে হলে নারীদের প্রযুক্তিগত বিদ্যায় দক্ষ হতে হবে। তিনি বলেন, ক¤িপউটার প্রযুক্তিতে বাংলাদেশের নারীরা দক্ষ হলে  জনসংখ্যা বাংলাদেশের জন্য সমস্যা হয়ে থাকবে না। বাংলাদেশের নারীরা আজ শুধু বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে না, আজ তারা বিদেশেও নেতৃত্ব দিচ্ছে।
    প্রতিমন্ত্রী আজ রাজধানীর জাতীয় মহিলা সংস্থা মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত  জেলাভিত্তিক মহিলা ক¤িপউটার প্রশিক্ষণ প্রকল্পের প্রোগ্রামার ও প্রশিক্ষকদের মাঝে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন ।
    জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম এডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা পারভীন ও প্রকল্প পরিচালক মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন ।
    উল্লেখ্য, জেলাভিত্তিক মহিলা ক¤িপউটার প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে জাতীয় মহিলা সংস্থা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যৌথ ব্যবস্থাপনায় সারাদেশে শিক্ষিত নারীদের বিনাখরচে ক¤িপউটার প্রশিক্ষণ দেয়া হয়। ছয়মাস মেয়াদের এ প্রশিক্ষণে বছরে দু’বার  ছাত্রী ভর্তি করা হয়। এ প্রকল্পের মাধ্যমে ২৫ হাজার নারীকে বেসিক ক¤িপউটার প্রদান করা হবে।
#

খায়ের/মিজান/আলম/নবী/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০১৫/২১৫০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৩৮৮

সাবেক সংসদ সদস্য ইলিয়াছ আহমেদ চৌধুরীর ২৪তম মৃত্যুবার্ষিকী ১৯ মে

ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে) :
সাবেক সংসদ সদস্য ও গণপরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ক্রীড়াসংগঠক, সমাজসেবক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই) এর ২৪তম মৃত্যুবার্ষিকী আগামী ১৯ মে ।
এ উপলক্ষে মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়ায় মরহুমের নিজ বাড়ির জামে মসজিদে বাদআছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুম ইলিয়াস আহমেদ জাতীয় দৈনিক বাংলার বাণী পত্রিকার সম্পাদকম-লীর সভাপতি ছিলেন। তিনি আরামবাগ ক্রীড়াচক্রের সভাপতি ও খুলনা আবাহনী ক্রীড়াচক্রের সভাপতি ছিলেন। তিনি সফল ব্যবসায়ী ও সমাজসেবক এবং খুলনা অভ্যন্তরীণ নৌপরিবহণ মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়া, তিনি বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
মরহুম ইলিয়াস মাদারীপুরের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি শিবচরে শিক্ষাবিস্তারের জন্য বহু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তাঁর জ্যেষ্ঠ ছেলে নূর-ই-আলম চৌধুরী সাবেক হুইপ ও মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত পাঁচবারের সংসদ সদস্য এবং তাঁর কনিষ্ঠ ছেলে মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) ফরিদপুর-৪ আসনের ১০ম  জাতীয় সংসদের সংসদ সদস্য।
#

লাবণ্য/মিজান/আলম/রফিকুল/জয়নুল/২০১৫/২১৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                     নম্বর : ১৩৮৭
শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ শক্তির কাছে সকল অপশক্তি পরাভূত হয়
                                                         -- নৌমন্ত্রী

ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে):    

নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, মে দিবসের শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়সঙ্গত দাবি আদায়ের শিক্ষা। শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ শক্তির কাছে সকল অপশক্তি পরাভূত হয়।

মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভবনের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে মহান মে দিবস ২০১৫ উপলক্ষে বিআইডব্লিউটিএ এমপ্লয়িজ ইউনিয়ন আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

এমপ্লয়িজ ইউনিয়নের সহসভাপতি মোঃ লিয়াকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, বিআইডব্লিউটিএ’র সচিব মোঃ আবুল বাসার, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল আউয়াল, এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক ও ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা বক্তব্য রাখেন ।

শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে।

এর আগে মন্ত্রী বিআইডব্লিউটিএ ভবনে ‘মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন’ উদ্বোধন করেন।

#

জাহাঙ্গীর/মিজান/নবী/আলম/সঞ্জীব/সেলিম/২০১৫/২১০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                     নম্বর : ১৩৮৬
ঢাকায় সিপিএ’র ২৬তম বার্ষিক পার্লামেন্টারি সেমিনার ১৮ মে
ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে):    
‘সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণ’- এই মূলভাবকে সামনে রেখে ১৮ থেকে ২১ মে ঢাকায় কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) এর ২৬তম বার্ষিক পার্লামেন্টারি সেমিনার অনুষ্ঠিত হবে। কমনওয়েলথভুক্ত ৯টি অঞ্চলের বিভিন্ন দেশের ২৭টি শাখার প্রায় ৪৫ জন পার্লামেন্টারিয়ান ও প্রতিনিধি এ সেমিনারে অংশগ্রহণ করবেন।
কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের চেয়ারপার্সন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ১৮ মে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে চারদিনব্যাপী এ সেমিনারের উদ্বোধন করবেন।
সেমিনারের ১৩টি সেশনের বিষয়বস্তুর ওপর কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের চেয়ারপার্সন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ আমন্ত্রিত দেশি-বিদেশি পার্লামেন্টারিয়ানগণ বক্তব্য উপস্থাপন করবেন।
বাংলাদেশ জাতীয় সংসদের পাঁচজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান পাঁচটি সেশনে মূলবক্তা হিসেবে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।  সেমিনারে  ঞযব ঈড়সসড়হবিধষঃয ধহফ ঃযব জড়ষব ড়ভ ঃযব ঈচঅ, ঞযব চধৎষরধসবহঃধৎু ধহফ চড়ষরঃরপধষ ঝপবহব রহ ইধহমষধফবংয, ঞযব গবসনবৎ ড়ভ চধৎষরধসবহঃ ধহফ ঃযব চধৎঃু, চধৎষরধসবহঃ, এবহফবৎ ধহফ ঐঁসধহ জরমযঃং এবং চধৎষরধসবহঃ, ঃযব গবসনবৎ ধহফ ঃযব গবফরধ সহ বিভিন্ন বিষয়ে অধিবেশন অনুষ্ঠিত হবে।
    উল্লেখ্য, সংসদীয়পদ্ধতি চর্চার ওপর বার্ষিক ওয়েস্টমিনিস্টার সেমিনারগুলোর মাধ্যমে কমনওয়েলথভুক্ত পার্লামেন্টের পার্লামেন্টারিয়ানগণ সংসদীয় গণতন্ত্রের উৎপত্তি ও মৌলিক উপাদানসম্পর্কে বিস্তৃত ধারণা অর্জন করে থাকেন। ১৯৮৭ সালের মার্চে জিব্রাল্টারে অনুষ্ঠিত সিপিএ নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর কমনওয়েলথের বিভিন্ন অঞ্চলে বার্ষিক কমনওয়েলথ পার্লামেন্টারি সেমিনার অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হয় ১৯৮৯ সালে জাম্বিয়ায়। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ২০১৬ সালে ২৭তম সেমিনার অনুষ্ঠিত হবে।  
    ১৯১১ সালে সিপিএ’র যাত্রা শুরু হয় এবং বাংলাদেশ ১৯৭৩ সালে এর সদস্যপদ লাভ করে। ২০০৩ সালে ঢাকায় সিপিএ’র ৪৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৪ সালের অক্টোবরে কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের চেয়ারপার্সন নির্বাচিত হওয়ার প্রেক্ষাপটে এশিয়া অঞ্চলের স্বাগতিক দেশ হিসেবে ২৬তম এ সেমিনারের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কমনওয়েলথভুক্ত দেশগুলোতে গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার ও অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা প্রতিষ্ঠায় সিপিএ’র ভূমিকা অপরিসীম।
#
লাবণ্য/মিজান/নবী/আলম/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৪০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ১৩৮৫

সৌদি আরব স্বল্প অভিবাসন ব্যয়ে গৃহকর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেছে
                                                     -- প্রবাসীকল্যাণ মন্ত্রী

ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে) :
    সৌদি আরব বাংলাদেশ থেকে স্বল্প অভিবাসন ব্যয়ে জরুরিভিত্তিতে গৃহকর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। তারা আগামী রমজানের  পরেই ১০ হাজার কর্মী নিতে চায়। মাসিক সর্বনি¤œ বেতন হবে ৮০০-১২০০ সৌদি রিয়াল। এছাড়া, পাশাপাশি অন্যান্য সেক্টরেও তারা বাংলাদেশি কর্মী নিয়োগ করবে। রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নারীকর্মী সরবরাহ করা হবে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সৌদি আরবে জনশক্তি প্রেরণ অচিরেই শুরু হচ্ছে।
    সৌদি শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমন্ত্রী ড. আহমেদ আল ফাহেদ (উৎ. অযসবফ অষ ঋধযধরফ) এর নেতৃত্বে সফররত প্রতিনিধিদলের সাথে বৈঠকশেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আজ একথা বলেন।
    বৈঠকে প্রবাসী কল্যাণ সচিব খন্দকার মোঃ ইফতেখার হায়দার, সৌদি প্রিন্স তালাল আল সৌদ (ঞধষধষ অষ ঝধঁফ), সৌদি আরবের আন্তর্জাতিক দ্বিপক্ষীয় চুক্তিবিষয়ক বিভাগের মহাপরিচালক মোহাম্মাদ আল শারেখ (গড়যধসসবফ অষ ঝযধৎবশয), শ্রম মন্ত্রণালয়ের কর্মসংস্থান সম্পর্কিত মহাপরিচালক আবদুল আজিজ হারবি (অনফঁষধুরু অষ ঐধৎনব)সহ প্রতিনিধিদলের অন্য সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
    মন্ত্রী বলেন, গৃহকর্মীর যাতায়াতভাড়া, ভিসা ফি ও লেভি নিয়োগকারী কর্মকর্তা বহন করবেন। সৌদি আরবে গৃহকর্মী, ড্রাইভার ও নির্মাণসহ বিভিন্নখাতে কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। এ সকল খাতে কর্মী নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশিদের অগ্রাধিকার দেয়া হবে বলে প্রতিনিধিদল জানিয়েছেন।
#

শহিদুল/মিজান/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ১৩৮৪

উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে মহিলা সদস্যপদে নির্বাচন
প্রতিদ্বন্দ¦ী প্রার্থীদের টিআইএন নম্বর থাকতে হবে

ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে) :

    আগামী ১৫ জুন অনুষ্ঠেয় উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্যপদে নির্বাচনে প্রতিদ্বন্দ¦ী প্রার্থীদের ট্যাক্স আইডেন্টিফিকেশনস্ নম্বর (ঞওঘ) থাকতে হবে। উল্লেখিত নির্বাচনের মনোনয়নপত্রের ৪নং ক্রমিকে ১২ ডিজিটের টিআইএন নম্বর লিখতে হবে।
    উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্যপদে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহীদের কারো ট্যাক্স আইডেন্টিফিকেশনস্ নম্বর না থাকলে তা মনোনয়নপত্র দাখিলের পূর্বেই খুলে নিতে হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২১ মে।
#

আসাদুজ্জামান/মিজান/আলম/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৪০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                      নম্বর : ১৩৮৩

বিদ্যুৎখাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতাসংক্রান্ত
যৌথ স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে):    

    আজ ঢাকায় বিদ্যুৎখাতে বাংলাদেশ-ভারত সহযোগিতাসংক্রান্ত যৌথ স্টিয়ারিং কমিটির ৯ম সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিদ্যুৎ সচিব পি কে সিন্হা।

    সভায় বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎখাত সংক্রান্ত বিরাজমান বিষয়সমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় বহরমপুর (ভারত)-ভেড়ামারা (বাংলাদেশ) গ্রিড ইন্টারকানেকশনের ক্ষমতাবৃদ্ধির মাধ্যমে ভারত থেকে আরো ৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি, ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ১শ’ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি, বহরমপুর-ভেড়ামারা বিদ্যমান লাইনের মাধ্যমে ভারতের পাওয়ার মার্কেট থেকে আরো ৩০  থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি, ভারতের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশের মধ্যে আন্তঃসংযোগ প্রতিষ্ঠার লক্ষ্যে উচ্চক্ষমতাসম্পন্ন মাল্টি টার্মিনাল এইচভিডিসি বাই-পোল (নর-ঢ়ড়ষব) সঞ্চালন লাইন নির্মাণসংক্রান্ত প্রস্তাবনার অগ্রগতি পর্যালোচনা করা হয়।

    ডিসেম্বরের মধ্যে পালাটানা থেকে ১শ’ মেগাওয়াট এবং ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে আরো ৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে বাংলাদেশে আসবে বলে যৌথ স্টিয়ারিং কমিটি আশা করছে।

    সভায় রামপালে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি কর্তৃক বাস্তবায়নাধীন ১ হাজার ৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থারমাল প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। স্টিয়ারিং কমিটি এ সকল কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এবং বিদ্যুৎখাতে বাংলাদেশ-ভারত সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করে।

    এছাড়া সভায় নেপাল ও ভুটান থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি ও ভারতের বিভিন্ন কোম্পানি কর্তৃক বাংলাদেশের বিদ্যুৎখাতে বিনিয়োগের আগ্রহের বিষয়ে আলোচনা করা হয়। এর আগে বিদ্যুৎখাতে সহযোগিতাসংক্রান্ত বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিংগ্রুপের ৯ম সভা অনুষ্ঠিত হয়।

    উল্লেখ্য, গতবছর অক্টোবরে দিল্লিতে বিদ্যুৎখাতসংক্রান্ত বাংলাদেশ-ভারত যৌথ স্টিয়ারিং কমিটি ও যৌথ ওয়ার্কিংগ্রুপের ৮ম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
#

আসলাম/মিজান/নবী/সঞ্জীব/রফিকুল/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                     নম্বর : ১৩৮২

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট গভর্নিংবডির সভা অনুষ্ঠিত

ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে):    

    বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট গভর্নিংবডির পঞ্চম সভা আজ ঢাকার শাহবাগে বাংলাদেশ বেতার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। গভর্নিংবডির সভাপতি তথ্যসচিব মরতুজা আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ গভর্নিংবডির সদস্যগণ উপস্থিত ছিলেন।

    সভায় কোর্সসমূহের অগ্রগতি, শিক্ষাসফর, মনোগ্রাম নির্বাচন, স্থায়ী ক্যাম্পাস স্থাপন, জনবলসংযুক্তি, আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগ, কোর্সসমূহের ব্যয় অনুমোদন, প্রশিক্ষণ পরিকল্পনা, চলচ্চিত্র ও টেলিভিশন সাময়িকী প্রকাশ এবং নিজস্ব ও শিক্ষার্থী কল্যাণ তহবিল গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

    উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা ২২ সদস্যবিশিষ্ট গভর্নিংবডি দ্বারা পরিচালিত।

#

মোশাররফ/মিজান/নবী/রফিকুল/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                      নম্বর : ১৩৮১

বেসামরিক বিমান পরিবহণখাতে বিনিয়োগে কানাডার আগ্রহ প্রকাশ

ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে):    

    কানাডা বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহণখাতে সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী  রাশেদ খান মেননের সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর মন্ত্রণালয়ে সাক্ষাৎকালে বাংলাদেশে কানাডার হাইকমিশনার বিনোয়েট পিয়েরে লারামি (ইবহড়রঃ চরবৎৎব খধৎধসবব ) এ আগ্রহের কথা ব্যক্ত  করেন।

    সাক্ষাৎকালে তাঁরা  বিমান পরিবহণ ও পর্যটনখাতের উন্নয়ন সংক্রান্ত বিষয়াদি ছাড়াও দ্বিপাক্ষিক  স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

    বাংলাদেশ ও কানাডার মধ্যে বিদ্যমান  চমৎকার  সম্পর্কের কথা  উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, কানাডা  বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তিনি বেসামরিক বিমান পরিবহণখাতের উন্নয়নে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, সরকার আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিমান পরিবহণ ব্যবস্থা  যুগোপযোগী করে গড়ে তুলতে দেশে বৃহত্তম বিমানবন্দর প্রতিষ্ঠার কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছে।  শিগগিরই এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করা হবে।

    হাইকমিশনার বাংলাদেশ ও কানাডার মধ্যে সরাসরি বিমান চলাচল সুবিধা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশের পর্যটনখাতের উন্নয়নে বিমান যোগাযোগ সুবিধা বৃদ্ধি অপরিহার্য। তাঁর দেশ বাংলাদেশের সাথে বিমান যোগাযোগ প্রতিষ্ঠায় আগ্রহী।

    বিমানমন্ত্রী বলেন, পর্যটনের উন্নয়নের জন্য বাণিজ্যসম্পর্ক বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বিভিন্নখাতে কানাডার বিনিয়োগের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ একটি বিনিয়োগবান্ধব দেশ। সরকারের বিনিয়োগবান্ধব নীতি কাজে লাগিয়ে অধিকতর বিনিয়োগে কানাডা এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    কানাডা কমার্শিয়াল কর্পোরেশনের বাণিজ্য বিষয়ক পরিচালক টম ডি ওলফ (ঞড়স উব ড়িষভ) এসময় উপস্থিত ছিলেন।

#

শেফায়েত/মিজান/নবী/রফিকুল/সেলিম/২০১৫/১৯০০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ১৩৮০
ফুল রপ্তানির ক্ষেত্রে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে
                                               -- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে উৎপাদিত ফুল বর্তমানে সীমিত আকারে দুবাই, সৌদিআরব ও কাতারে রপ্তানি হচ্ছে। ফুলের উৎপাদনবৃদ্ধি এবং রপ্তানির জন্য দেশের ফুলচাষি ও ফুল ব্যবসায়ীদের সরকার প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা প্রদান করবে। বিদেশে ফুলরপ্তানির ক্ষেত্রে সরকার প্রয়োজনে নগদ আর্থিক সহায়তা প্রদান করবে।    
    বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর মন্ত্রণালয়ে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎকালে একথা বলেন।
    মন্ত্রী বলেন, দেশে আধুনিক পদ্ধতিতে ফুলচাষ করে অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা সম্ভব। বর্তমানে দেশের ২০টি জেলায় বিপুল পরিমাণ বিভিন্ন জাতের ফুল উৎপাদিত হচ্ছে। প্রায় ২০ লাখ মানুষ ফুলচাষের সঙ্গে জড়িত। দেশের অভ্যন্তরে এখন ফুলের প্রচুর চাহিদা রয়েছে।
    প্রতিনিধিদল ফুলচাষের জন্য মূলধন, পরীক্ষানিরীক্ষার জন্য ল্যাবস্থাপন, ফুলের বীজ ও চারা সরবরাহ,  অভ্যন্তরীণ বাজারে ফুল সরবরাহের জন্য পাইকারি বাজারের অবকাঠামো নির্মাণ, স্থাননির্ধারণ, ফুলসংরক্ষণ এবং বিদেশে রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরলে মন্ত্রী সেগুলো আন্তরিকতার সাথে পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ^াস প্রদান করেন।
    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এ সময় উপস্থিত ছিলেন।
#
বকসী/মিজান/আলম/রফিকুল/জয়নুল/২০১৫/১৭০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৩৭৯

জাতীয় সংসদের পিটিশন কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে) :    
          দশম জাতীয় সংসদের পিটিশন কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার
ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১০০ থেকে ১১০ বিধির আলোকে পিটিশন কমিটির গঠন, কার্যপরিধি, পিটিশনের ফর্ম, ভাষা ও সংসদে উপস্থাপনের নোটিশ, গ্রহণ ও বর্জন, কমিটির সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সার্বিক দায়িত্বসম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রথম জাতীয় সংসদ থেকে চলমান দশম জাতীয় সংসদ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রাপ্ত পিটিশনগুলোর ধরন ও নিষ্পত্তিসংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং গৃহীত পিটিশনের কার্যক্রমসম্পর্কিত রিপোর্টসমূহের একটি সমন্বিত প্রতিবেদন তৈরি করে কমিটির পরবর্তী বৈঠকে পেশ করার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়। পিটিশনের যথাযথ ও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সূত্র হিসেবে ব্রিটেনের হাউজ অভ্ কমন্স এবং ভারতের লোকসভার পিটিশন কমিটির কার্যক্রমসংক্রান্ত গবেষণানির্ভর ও সংশ্লিষ্ট তথ্যসংবলিত আরো একটি প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে দেশের যেকোনো নাগরিক সুবিচার বঞ্চিত হলে একজন সংসদ সদস্যের মাধ্যমে সুবিচার চেয়ে জাতীয় সংসদের পিটিশন কমিটিতে আবেদন করার সুযোগের বিষয়ে জনগণকে ধারণা প্রদানের পরামর্শ রাখা হয়। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, গণযোগাযোগ অধিদপ্তর এবং বিভিন্ন সামাজিক মাধ্যম এবিষয়ে জনগণকে অবহিতকরণে ভূমিকা রাখতে পারে বলে অভিমত ব্যক্ত করা হয়।
কমিটির সদস্য ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, সাবের হোসেন চৌধুরী এবং শেখ মোঃ নূরুল হক বৈঠকে অংশগ্রহণ করেন।
         জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

লাবণ্য/মিজান/আলম/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                          নম্বর : ১৩৭৮

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের টাকা দিয়েছে নেসলে বাংলাদেশ লিমিটেড
ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে):    
    
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের টাকা দিয়েছে নেসলে বাংলাদেশ লিমিটেড। আজ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক এর কাছে নেসলে বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট এফেয়ার্স ডাইরেক্টর নকিব উদ্দিন খান এক কোটি পনের লক্ষ টাকার এ চেক হস্তান্তর করেন।  
মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ফয়জুর রহমান, কোম্পানির সেক্রেটারি দেবব্রত রায় চৌধুরী এবং ম্যানেজার মো. ফজলে রহিম এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শ্রম আইন ২০০৬ অনুযায়ী কোম্পানির নিট লভ্যাংশের দশমিক পাঁচ শতাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দিতে হয়।
#

আরিফুজ্জামান/মোহাম্মদ আলী/শুক্লা/ রেজ্জাকুল/২০১৫/১৫৪৫ ঘণ্টা

 

 

 

 


 
তথ্যবিবরণী                                                          নম্বর : ১৩৭৭

১৯ - ২৬ মে ৩২তম বিসিএস (বিশেষ) লিখিত পরীক্ষার নম্বরপত্র প্রদান করা হবে
ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে):    
    
৩২তম বিসিএস (বিশেষ) লিখিত পরীক্ষার নম্বরপত্র প্রাপ্তির জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে দরখাস্তকারী প্রার্থীদের নম্বরপত্র আগামী ১৯ থেকে ২৬ মে পর্যন্ত প্রতি কর্মদিবসে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ঢাকার আগারগাঁওস্থ কমিশনের প্রধান কার্যালয়ে প্রদান করা হবে। সংশ্লিষ্ট প্রার্থীদেরকে নির্ধারিত স্থান ও সময়ে উপস্থিত থেকে নম্বরপত্র সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে। নম্বরপত্র সংগ্রহের সময় প্রার্থীদেরকে অবশ্যই বিসিএস এর লিখিত পরীক্ষার ছবি সংবলিত প্রবেশপত্র প্রদর্শন করতে হবে।
    আজ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   
    
#

নেছারউদ্দিন/মোহাম্মদ আলী/শুক্লা/ রেজ্জাকুল/২০১৫/১৫১০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                                    নম্বর-১৩৭৬

দেশের শতভাগ দরিদ্র পরিবারের সন্তান উপবৃত্তি পাচ্ছে
                             - প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

ঢাকা, ৩১  বৈশাখ (১৪ মে) :
    
    প্রাথমকি ও গণশক্ষিা মন্ত্রী মোস্তাফজিুর রহমান বলছেনে, সবার জন্য শক্ষিা নশ্চিতি ও ঝরেপড়া রোধে র্বতমানে দশেরে শতভাগ দরদ্রি পরবিাররে সন্তান উপবৃত্তি পাচ্ছ।ে বদ্যিালয় গমনোপযোগী সকল শশিুকে বদ্যিালয়ে র্ভতরি যে লক্ষ্যমাত্রা নর্ধিারণ করা হয়ছেলি তা ইতমিধ্যে অর্জিত হয়েছে। প্রাথমকি বদ্যিালয়ে ময়েে শশিু বেশি র্ভতি হওয়ায় জণ্ডোর বষৈম্য দূর হয়ছে।ে এ অনন্য সাফল্যরে স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শখে হাসনিা ইউনস্কেো পুরস্কার লাভ করছেনে। এটা বাংলাদশেরে জন্য অত্যন্ত গৌরবরে।
মন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়রে এলজইিডি ভবনে প্রাথমকি শক্ষিার জন্য উপবৃত্তি বিষয়ক র্কমশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলনে।
প্রাথমকি শিক্ষা অধদিপ্তররে মহাপরচিালক মোঃ আলমগীর এর সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করনে পপিআিরসি এর নর্বিাহী চয়োরম্যান এবং তত্ত্বাবধায়ক সরকাররে সাবকে উপদষ্টো ডঃ হোসনে জল্লিুর রহমান। প্রাথমকি ও গণশক্ষিা মন্ত্রণালয়রে সচবি মছেবাহ উল আলম এ সময় উপস্থতি ছিলেন।
মন্ত্রী বলনে, প্রাথমকি শক্ষিা উন্নয়নে গৃহীত বভিন্নি র্কমসূচরি মধ্যে উল্লখেযোগ্য ও গুরুত্বপূর্ণ হচ্ছে “প্রাথমকি শক্ষিার জন্য উপবৃত্তি প্রকল্প”। উপবৃত্তি র্কমসূচি চালু হওয়ার পর থকেে র্ভতরি হার বৃদ্ধি পয়েছে,ে ঝরেপড়া রোধ হয়ছে,ে সাক্ষরতার হার বৃদ্ধি পয়েছেে ও নারীর ক্ষমতায়নে ব্যাপক ভূমিকা রাখছে। বর্তমানে ৭৮ লাখ ৭০ হাজার ১২৯ জন শক্ষর্িাথী পরবিারকে উপবৃত্তি র্কমসূচরি আওতায় এনে র্আথকি সহায়তা প্রদান করা হচ্ছ।ে     
কর্মশালায় চহ্নিতি সমস্যা কভিাবে দূরীভুত করা সম্ভব ও উপবৃত্তি প্রকল্পরে মাধ্যমে কিভাবে প্রাথমকি শক্ষিার গুণগতমান নশ্চিতি করা যাবে সে সর্ম্পকে আলোচনা করে সুপারশি প্রণয়ন করতে তিনি বশিষেজ্ঞদরে প্রতি আনুরোধ জানান।
#

রবীন্দ্রনাথ/মোহাম্মদ আলী/শুক্লা/রেজ্জাকুল/বিপু/২০১৫/১৩৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                          নম্বর : ১৩৭৫
রবীন্দ্রনাথের সৃষ্টি দুই বাংলায় সমান গ্রহণযোগ্যতা পেয়েছে
                                                   - স্পিকার
ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে):    
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক বিশ

Todays handout (7).doc