Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী ২৪ সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ১০১৬

 

পাহাড় কাটা প্রতিরোধে জেলা প্রশাসকদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে

                                                                     --- পরিবেশ উপদেষ্টা

 

ঢাকা, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর):

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশের বিভিন্ন অঞ্চলে অনিয়ন্ত্রিতভাবে পাহাড় ও টিলা কর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা প্রদান করেছেন। তিনি উল্লেখ করেন, পাহাড় কাটার ফলে পাহাড়ধস, বন্যা, জলাবদ্ধতা, পরিবেশ দূষণ, জীববৈচিত্র্য হ্রাস ও ভূমিক্ষয়ের মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। এ বিধ্বংসী কার্যক্রম অবিলমে¦ বন্ধ করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

          আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে ১৯ জেলার জেলা প্রশাসকদের সাথে জুম প্ল্যাটফর্মে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষ হতে যুক্ত হয়ে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

          সভায় উপদেষ্টা  আরো বলেন, পাহাড় কাটার ফলে স্থানীয় জনগণের জীবনমানের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। তিনি বলেন, উন্নয়নের নামে পাহাড় কর্তন করা যাবে না। প্রতিটি জেলায় পাহাড়ের তালিকা প্রস্তুত করে পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে অন্যরা এ থেকে শিক্ষা নিতে পারে।

          সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ বলেন, পাহাড় কাটা রোধে সুনির্দিষ্ট নীতিমালা করতে হবে। তিনি বলেন, পাহাড় রেখেই উন্নয়নমূলক কাজ করতে হবে। ভূমি মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে পাহাড়ের তালিকা করতে পারে।

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বিভিন্ন বিভাগের কমিশনারগণ উপস্থিত ছিলেন।

           জেলা প্রশাসকগণ তাদের অঞ্চলে পাহাড় কাটার বর্তমান পরিস্থিতি তুলে ধরে সরকারি নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

#

দীপংকর/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২১৫০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর: ১০১৫

 

নতুন রোহিঙ্গা আসার কারণে সংকট বাড়ছে

                                 --- ত্রাণ উপদেষ্টা

 

কক্সবাজার, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর):

          নতুন আসা রোহিঙ্গাদের কারণে সংকটের চাপ আরো বাড়ছে মন্তব্য করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, আমরা চাই রোহিঙ্গারা সম্মানের সাথে কালকেই নিজ দেশ মিয়ানমারে চলে যাক।

          উপদেষ্টা আজ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে বিভিন্ন এনজিও সংস্থা, সরকারি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

          নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ বিষয়ে ফারুক ই আজম বলেন, ‘আমরা তো কাউকে অনুপ্রবেশ করাচ্ছি না, তারা কোনো না কোনো ভাবে আসছেন। বিষয়টি আসলে মানবিক। এখনও রেজিস্ট্রেশন হয়নি, তাই নতুন কতজন প্রবেশ করেছে তার সংখ্যাটি বলা যাচ্ছে না।’

          দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার বিষয়ে বলেন, সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। যাতে রোহিঙ্গা ক্যাম্পের পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তা কোনোভাবেই বিঘ্ন না ঘটে।

          প্রত্যাবসন কমিশনার কার্যালয়ে কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ কামরুল হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার বিষয়ক সেলের প্রধান হাসান সরওয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন-সহ সরকারি বিভিন্ন সংস্থার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও দেশি-বিদেশি এনজিও কর্মকর্তাগণ।

#

এনায়েত/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২১৩০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ১০১৪

 

ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে মশক নিধনে কাজ করছে ৩ হাজার মশক কর্মী

 

ঢাকা, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর):

          চলতি মৌসুমে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় মশক নিধন অভিযান বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের সকল সিটি কর্পোরেশন এবং ঝুঁকিপূর্ণ পৌরসভায় কাজ করছে ৩ হাজার ২ শত ১৪ জন মশক কর্মী।

          স্থানীয় সরকার বিভাগ হতে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।          এতে বলা হয়, চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সরকার বিভাগের এক জরুরি সভায় ১০টি টিম গঠন করা হয়। যারা ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন-সহ দেশের ১২টি সিটি কর্পোরেশন এবং ঝুঁকিপূর্ণ এলাকা সাভার, দোহার, তারাব, রূপগঞ্জ ও অন্যান্য পৌরসভায় মশক নিধন অভিযান কর্মসূচি বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড়ভাবে তদারকি করছে।

          তাদের প্রদত্ত তথ্য হতে পাওয়া যায, সারাদেশে আজ ১৮ হাজার ৬ শত ১১টি স্থান পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকৃত স্থানগুলোর মধ্যে ৬ শত ৮২টি সিটি কর্পোরেশন এলাকায় এবং ৭৭ টি পৌরসভায় ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ৯ হাজার ৩ শত ৬৫টি স্থানে মশার প্রজনন স্থল ধ্বংস ও লার্ভিসাইড স্প্রে করা হয়েছে। ড্রাম ভাঙ্গা পাত্র, নির্মাণাধীন ভবন, ফুলের টব ও লিফটের গর্তে জমে থাকা পানি পাওয়ার কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৪১টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫টি সতর্কীকরণ নোটিশ জারি করা হয়।

          এছাড়া ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন এলাকায় মাইকিং, লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়েছে।

#

পবন/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২০১০ঘণ্টা 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ১০১৩

 

আনলিমিটেড মেয়াদে ডাটা অফার নিয়ে এলো টেলিটকের জেন জি প্যাকেজ

 

ঢাকা, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর):

          জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আলোচিত শব্দ ‘জেনারেশন জি’ বা ‘জেন-জি’ কে অনুসরণ করে তরুণদের জন্য টেলিটক নিয়ে এলো ‘জেন-জি’ (Gen-Z) প্যাকেজ।

          আজ বাংলাদেশ সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোঃ মুশফিকুর রহমান ‘জেন-জি (Gen-Z)’ প্যাকেজের উদ্বোধন করেন।

          প্যাকেজটি মূলত ‘জেনারেশন জেড’ বা সংক্ষেপে ‘জেন-জি’-দের জন্য চালু করা হলো। ১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তারাই হলো ‘জেন-জি’ বা জেনারেশন জেড। বর্তমানে এই প্রজন্মের সদস্যদের বয়স ১২ থেকে ২৭ বছর।

          জেন-জি নতুন প্যাকেজের মূল্য ১৫০ টাকা। তবে, প্রথম ৩০ দিনে গ্রাহক মাত্র ১০০ টাকা দিয়ে প্যাকেজটি ক্রয় করতে পারবে। এই প্যাকেজে রয়েছে বাজারের সবচেয়ে কমমূল্যে আনলিমিটেড মেয়াদে ডাটা ও বছর মেয়াদে বান্ডল অফার সুবিধা। আরো রয়েছে ১ সেকেন্ড পালস্, সাশ্রয়ী ভয়েস, ট্যারিফ এবং চাকুরি প্রার্থীদের জন্য ১২ মাসের Alljobs Premium Membership service এর ফ্রি সুবিধা। ‘জেন-জি’ নতুন গ্রাহক টেলিটক কাস্টমার কেয়ার থেকে সিম ক্রয় করতে পারবেন। এছাড়াও  গুগল প্লে স্টোর (এড়ড়মষব চষধু ঝঃড়ৎব) থেকে মাই টেলিটক (Google Play Store) অ্যাপে নিবন্ধন করার মাধ্যমে বর্তমানে টেলিটক ব্যবহারকারীগণ ‘জেন-জি’ প্যাকেজের অফারসমূহ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ফিচার ফোন ব্যবহারকারীগণ (Myteletalk USSD Code) (*১১১#) এর মাধ্যমে এ সুবিধা পাবেন। www.teletalk.com.bd. তে ভিজিট করলে বিস্তারিত জানা যাবে।

          উদ্বোধন অনুষ্ঠানে টেলিটক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পরিষদের সদস্যবর্গ ও ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী-সহ টেলিটকের ঊর্ধ্বতন-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

জসীম/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/২১২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ১০১২

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা
 

কক্সবাজার, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর):

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ কক্সবাজারের  উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন । ক্যাম্প পরিদর্শনকালে জাতিসংঘের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

 

এ সময় উপদেষ্টার সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ কামরুল হাসান, এনডিসি, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (সিআইসি) মোঃ মিজানুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান সরোয়ার, ঘূর্ণিঝড় প্রস্তুত কর্মসূচি (সিপিপি) পরিচালক-সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উপদেষ্টা ৪ নম্বর ক্যাম্পে পৌঁছে ক্যাম্পে অবস্থিত বিশ্ব খাদ্য সংস্থা পরিচালিত ই-ভাউচার কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে এবং এই কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। এরপর উপদেষ্টা রোহিঙ্গাদের ডাটা কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় রেশনসামগ্রী উত্তোলন পদ্ধতিও সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

 

উপদেষ্টা উখিয়া রোহিঙ্গা  ক্যাম্পে পৌঁছে হোপ ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেন অভ্ বাংলাদেশ কর্তৃক পরিচালিত হোপ ফিল্ড হসপিটাল পরিদর্শন করেন। এ সময় উক্ত হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং কর্মকর্তাদের সঙ্গে রোহিঙ্গাদের চিকিৎসা সেবা নিয়ে মতবিনিময় করেন এবং হাসপাতালের সুযোগ সুবিধা দেখেন। তিনি রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা ও মানবিক সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।

 

তিনি সিআইসি অফিস সংলগ্ন ওয়াচ টাওয়ার থেকে রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক দৃশ্যও অবলোকন করেন।

 

পরে উপদেষ্টা  শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের ইউএন অর্গানাইজেশন, এইএনজিওএস, এনজিও এস-সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন ।

 

#

এনায়েত/রানা/রফিকুল/রেজাউল/২০২৪/২০০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ১০১১

ভূমি  রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চলমান মামলাসমূহ

সাত দিনের মধ্যে তুলে নিতে নির্দেশ ভূমি উপদেষ্টার

 

ঢাকা, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর):

          ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কার্মচারীদের নিজেদের মধ্যে চলমান মামলাসমূহ আগামী সাত দিনের মধ্যে তুলে নিতে আলাপ-আলোচনা উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

          আজ তেজগাঁও ভূমি ভবনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক সার্বিক কার্যক্রমের ওপর আয়োজিত এক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ নির্দেশনা দেন।

          হাসান আরিফ অধিদপ্তরের কার্যক্রমকে আরো সক্রিয়,গণমুখী ও গতিশীল করতে আগামী ১৫ দিনের মধ্যে নতুন জনবল নিয়োগের কার্যক্রম শুরুর ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, বিদ্যমান মামলাসমূহ ও জনবল সংকটে মাঠপর্যায়ে ভূমি জরিপ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি জনগণ কাক্সিক্ষত সুফল হতে বঞ্চিত হচ্ছে।

          ভূমি উপদেষ্টা আইন-আদালত অঙ্গনে নিজের পেশাগত কর্ম অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ভূমি সংক্রান্ত মামলাজট বিচারাঙ্গনকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এরূপ মামলাজট কমাতে তৃণমূল পর্যায়ে এলাকাভিত্তিক অংশগ্রহণমূলক কর্মশালা আয়োজন করতে জরিপ অধিদপ্তরকে পরামর্শ দেন। তিনি আরো বলেন, ২০১৩ সালের পর থেকে দীর্ঘদিন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে কোনো জনবল নিয়োগ না হওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সংকটের মুখে পড়েছে। এ থেকে বেরিয়ে আসতে সমন্বিত কর্মকৌশল নির্ধারণ করে এগুতে হবে। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে অভিজ্ঞতালব্ধ জ্ঞান মাঠপর্যায়ে জনকল্যাণে প্রতিফলন ঘটানোর আহ্বান জানান।

          অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি সচিব মোঃ খলিলুর রহমান, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম ও ভূমি সংস্কার বোর্ড চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল। এতে ভূমি মন্ত্রণালয়, অধিদপ্তর ও মাঠ পর্যায়ের প্রায় ১০০ জন কর্মকর্তা-কর্মচারী মুক্ত আলোচনা সভায় পেশাগত ও প্রাতিষ্ঠানিক সংকট ও সমস্যাবলী নিয়ে আলোকপাত করেন।

#

আহসান/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২২১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ১০১০

আন্তর্জাতিক শ্রম আইন অনুসারে শ্রমখাতের সমস্যা সমাধানে কাজ করছে সরকার

        --শ্রম উপদেষ্টা

 

ঢাকা, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর):

 

শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে শ্রমিকদের সবচেয়ে বড় সমস্যা ছিল 'দূরত্ব'। আমরা সেই দূরত্ব সরিয়ে দিয়েছি। শ্রমিকদের সুবিধা অসুবিধা আমরা সরেজমিন পরিদর্শন করে আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী সমাধান করার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।

 

আজ উপদেষ্টার সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাভে (Helen LaFave) এর নেতৃত্বে এক প্রতিনিধি দলের বৈঠকে তিনি এসব কথা বলেন।

 

এ সময় উপদেষ্টা বলেন, তরুণদের সাহসী বিপ্লবের ফলাফল এই নতুন বাংলাদেশ, তাদেরকে আন্তর্জাতিক মার্কেটপ্লেসের জন্য উপযোগী করে গড়ে তোলা বা তাদের স্টার্ট-আপ প্ল্যানগুলোকে পৃষ্ঠপোষকতা করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ-ইউএসএ একসঙ্গে কাজ করতে পারে।

 

ক্রীড়া উপদেষ্টা আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক সরকারের প্রভাবে ক্রীড়াঙ্গনকে ধ্বংস করা হয়েছে। ক্রীড়াঙ্গনের সকল ক্ষেত্রকে বিরাজনীতিকরণ করে  যোগ্য লোক দ্বারা প্রতিটি ফেডারেশন যেনো পরিচালিত হয় সেজন্য আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

 

এই সাক্ষাৎকারে শ্রম নীতি, আইএলও লেবার রোডম্যাপ, লেবার অ্যাকশন প্ল্যান, শ্রমিক সুরক্ষা, বৈশ্বিক শ্রম নীতি, শ্রমিকদের অধিকার, মানবাধিকার, ডেমোগ্রাফি ডিভিডেন্টসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। 

 

এ সময় যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ, ইউএসএইড-এর মিশন ডাইরেক্টর রেইড অ্যাসেলিমান লেবার অ্যাটাচের প্রধান লিনা খান, অর্থনৈতিক-রাজনৈতিক কাউন্সিলর এরিক গিলান এবং জনকূটনীতি অফিসার স্টিফেন প্রমূখ উপস্থিত ছিলেন।

 

#

 

আলম/রানা/মোশারফ/রেজাউল/২০২৪/২২০৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ১০০৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের নামের খসড়া তালিকা প্রকাশ

ঢাকা, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর):

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের নামের খসড়া তালিকার বিষয়ে ২৩ সেপ্টেম্বরে স্বাস্থ্য সেবা বিভাগ হতে জারিকৃত গণবিজ্ঞপ্তিটি নিম্নরূপ:

জুলাই-আগস্ট ২০২৪-এ সংঘটিত ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে সংগৃহীত ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট www.hsd.gov.bd-এ এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd-এ প্রকাশ করা হয়েছে। তথ্য সংশোধন ও সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি ২৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই, সংশোধন ও পূর্ণাঙ্গ করতে শহিদ পরিবারের সদস্য, ওয়ারিশ ও প্রতিনিধিগণকে অনুরোধ করা হয়েছে। প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত, পরামর্শ এবং নতুন কোনো তথ্য-উপাত্ত সংযোজন করার মতো থেকে থাকলে তা সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

 

প্রকাশিত তালিকার তথ্য সংশোধনের জন্য নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করতে হবে :

(ক) শহিদ পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিগণকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/জন্মনিবন্ধন ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। (খ) রেজিস্ট্রেশনের পর শহিদ ব্যক্তির তথ্য ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। (গ) প্রিন্ট করা কাগজের যে ঘরগুলোতে তথ্য নেই, সেগুলো পূরণ করতে হবে। (ঘ) পূরণকৃত তথ্য নিয়ে সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথ্য সংশোধনে সহায়তা করবে। (ঙ) প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি শহিদ পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধি কর্তৃক পূরণকৃত ফরমটি জমা নিয়ে অনলাইনে তথ্যগুলো হালনাগাদ করবেন এবং (চ) দাখিলকৃত তথ্য যথাযথভাবে সন্নিবেশিত বা সংশোধিত হলো  কিনা তা ওয়েবসাইটে প্রবেশ করে পুনরায় যাচাই করা যাবে।

 

সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের মধ্যে যদি কারো নাম এই তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকে তাহলে শহিদ পরিবারের সদস্য, ওয়ারিশ ও প্রতিনিধিগণকে উপযুক্ত প্রমাণকসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক, সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী অফিসার/উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

 

#

 

উন্মে হাবিবা/রানা/মোশারফ/রেজাউল/২০২৪/২০৫৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ১০০৮

পহেলা নভেম্বর থেকে কাঁচাবাজারেও পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ

                                                    --পরিবেশ উপদেষ্টা

ঢাকা, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ১ অক্টোবর থেকে সুপারশপে এবং ১ নভেম্বর থেকে সব কাঁচাবাজারে পলিথিন ও পলিপ্রপাইলিনের তৈরি ব্যাগ ব্যবহার বন্ধ করা হবে। পলিথিন বা পলিপ্রপাইলিনের ব্যাগ ব্যবহারে যে নিষেধাজ্ঞা আছে, সেটি কার্যকর করতে আগামী ১ অক্টোবর থেকে সুপারশপে এবং ১ নভেম্বর থেকে কাঁচাবাজারগুলোতে আইনের প্রয়োগ করতে যাচ্ছি। একইসঙ্গে ১ নভেম্বর থেকে পলিথিন যারা উৎপাদন করে সেখানে অভিযান পরিচালনা শুরু করা হবে। সবাই পর্যাপ্ত সময় পাচ্ছেন। আমরাও বিকল্প সরবরাহের জন্য কাজ করছি।

আজ রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজার বণিক সমিতির অফিসে পলিথিন শপিং ব্যাগ বন্ধে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা এসব সিদ্ধান্তের কথা জানান।

এর আগে পলিথিন শপিং ব্যাগ, পলিইথাইলিন বা পলিপ্রপাইলিনের তৈরি সামগ্রীর ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল কাঁচাবাজারে ক্লিন-আপ কার্যক্রম উদ্বোধন ও বাজারে পলিথিনের বিকল্প সামগ্রী বিতরণ, বাজারে বিদ্যমান পলিথিন ব্যাগ-সহ অন্যান্য পলিথিনজাত প্যাকেজিং সংগ্রহের জন্য বিন ও স্থায়ী নোটিশ বোর্ড স্থাপন কাজের উদ্বোধন করেন পরিবেশ উপদেষ্টা।

মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, আগামী ১ অক্টোবর থেকে ঢাকার সুপারশপগুলোতে প্লাস্টিক ও পলিপ্রপাইলিনের ব্যাগ ব্যবহার বন্ধ সরকারের একক কোনো সিদ্ধান্ত নয়। এটি সুপারশপগুলোর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহার করা হবে। এজন্য বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন-সহ ২০-২৫টি প্রতিষ্ঠান পাট, কাপড় ও কাগজের ব্যাগ সরবরাহ করবে। ইতোমধ্যে সুপারশপগুলো তাদের চাহিদা দিয়েছে এবং চাহিদা অনুযায়ী ব্যাগের যোগানের ব্যবস্থা করা হয়েছে।

সৈয়দা রিজওয়ানা বলেন, কাঁচাবাজারগুলো যাতে আর পলিথিন ব্যাগ ব্যবহার না করে সেজন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এটা নতুন করে নিষেধ করার কিছু নেই। এটা ২০০২ সাল থেকে আইন করে নিষিদ্ধ আছে। বিভিন্ন সময়ে পলিথিন উৎপাদনকারী বিভিন্ন জায়গায় গিয়ে অভিযান চালানো হয়েছিল। কিন্তু মার্কেটে কখনো অভিযান চালানো হয়নি। ফলে মার্কেটগুলোতে দেদারসে পলিথিন এনেছে এবং পলিথিনে পণ্য দিয়েছে।

পরিবেশ উপদেষ্টা বলেন, সুপারশপের পাশাপাশি আমরা আগামী ১ নভেম্বর থেকে কাঁচাবাজারগুলোতে পলিথিন ও পলিপ্রপাইলিনের ব্যাগ ব্যবহার বন্ধে কার্যক্রম শুরু করবো। সেটি আজকের মতো আলাপ-আলোচনা নয়, আইন প্রয়োগ করা হবে। দোকান-মালিক সমিতির নেতারাও আমাদের কথা দিয়েছেন, এক মাসের মধ্যে তারা পলিথিনের পরিবর্তে পাট, কাপড় বা কাগজের ব্যাগ ব্যবহার শুরু করবেন। তিনি বলেন, সকলকে বুঝতে হবে, পলিথিন ব্যাগ ব্যবহার ক্ষতিকর। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এ নিয়ে আমাদের সতর্ক, সচেতন ও উদ্যোগী হওয়ার সময় পার হয়ে গেছে। আমরা বরং দেরিতে শুরু করছি।

এ সময় পরিবেশ সচিব ও অতিরিক্ত সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, উপপরিচালক, মোহাম্মদপুর টাউন হল ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজার বণিক সমিতির সভাপতি-সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

#

 

দীপংকর/রানা/মোশারফ/রেজাউল/২০২৪/১৮৫৬ ঘণ্টা

Handout                                                                                            Number: 1007

Polythene bags to be banned in markets from November 1
                                                        --- Environment Advisor

Dhaka, 24 September:

            Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change, announced that polythene and polypropylene bags will be banned in all supermarkets from October 1 and in all markets from November 1. To enforce the existing ban on the use of such bags, legal measures will be implemented from October 1 in supermarkets and from November 1 in markets. Additionally, actions will be taken against polythene producers from November 1. The advisor mentioned that everyone has sufficient time and the government is also working on providing alternatives.

            Environment Advisor made these announcements during a discussion meeting on the challenges and possibilities of banning polythene shopping bags, held at the office of the Mohammadpur Town Hall Market Traders' Association.

            Prior to the meeting, the Advisor inaugurated a clean-up campaign and distributed alternative materials to polythene in the market. Bins and permanent notice boards were also installed for collecting polythene and other plastic packaging.

            Rizwana Hasan stated that the ban on plastic bags in supermarkets is not a unilateral decision by the government but has been agreed upon in consultation with supermarket owners. Alternatives such as jute, fabric, and paper bags will be provided by 20-25 companies, including the Bangladesh Jute Mills Association. Supermarkets have already placed their orders and arrangements are in place to meet their demands.

            The Advisor emphasized that the use of polythene bags has been illegal since 2002, and actions will now be taken to strictly enforce the law in markets as well.

            Secretary and Additional Secretary of the Ministry of Environment, Director General and Director of the Department of Environment, and President of Mohammadpur Town Hall Market Traders' Association were present at the event.

#

Dipankar/Rana/Mosharaf/Joynul/2024/1850hour

তথ্যবিবরণী                                                                                       নম্বর: ১০০৬

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শতকরা ৪ শতাংশ।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ১১০ জন।

#

দাউদ/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/১৮৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর: ১০০৫

কানাডাকে বাংলাদেশে বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের আহ্বান জানালেন শিল্প উপদেষ্টা

ঢাকা, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর):

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান কানাডাকে বাংলাদেশে বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের আহ্বান জানিয়েছেন।

উপদেষ্টা আজ তাঁর অফিসকক্ষে বাংলাদেশে কানাডার চার্জ দ্য অ্যাফেয়ার্স Debra Boyce এর সাক্ষাৎকালে এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে রয়েছে বিশাল অভ্যন্তরীণ বাজার, বিনিয়োগ ও শিল্প-বান্ধব নীতি, পরিকল্পনা ও পরিবেশ। ফলে, বাংলাদেশে স্থানীয় বৈদেশিক বিনিয়োগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ও কানাডার মধ্যে ১৯৯০ সালে বিনিয়োগ বিমা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি দু’দেশের মধ্যে ‘Agreement Between Bangladesh and Canada for The Promotion and Protection of Investments’ শীর্ষক খসড়া চুক্তিটি যৌথ কারিগরি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে স্বাক্ষরের আহ্বান জানান।

কানাডার চার্জ দ্য’ অ্যাফেয়ার্স বলেন, কানাডিয়ান বিনিয়োগকারীগণ বাংলাদেশে বৃহৎ বিনিয়োগে আগ্রহী। এজন্য প্রধান প্রধান বিনিয়োগের ক্ষেত্রগুলো চিহ্নিত করা হচ্ছে। যত দ্রুত সম্ভব বাংলাদেশ ও কানাডার মধ্যকার বিদ্যমান চুক্তিটি হালনাগাদ করা প্রয়োজন। এজন্য দু’দেশের সমন্বয়ে যৌথদল গঠনের মাধ্যমে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। 

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা কানাডাকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, চামড়া, চিনি, জাহাজ পুন:প্রক্রিয়াকরণ এবং সিমেন্ট শিল্পে বড় বিনিয়োগের আহ্বান জানান। তিনি ভোলায় গ্যাসভিত্তিক সার কারখানা স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করেন।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সলিম উল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

সায়েম/ফাতেমা/রবি/কলি/সাজ্জাদ/লিখন/2024/১৫০৮NÈv  

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর:১০০৪

গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ দায়েরের সময় ‍বৃদ্ধি ।

ঢাকা, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর):

          গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ দায়েরের সময়সীমা ১০ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে ২০০৯ সালের ৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে বল প্রয়োগে গুমের অভিযোগ দাখিল করা যাবে।

          গুমের ঘটনার ভিকটিম নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়-স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যে কোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অথবা ডাকযোগে অথবা কমিশনের ই-মেইলে সর্বশেষ ১০অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে প্রতি কর্মদিবসে সকাল সাড়ে ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত লিখিতভাবে অভিযোগ দাখিল করতে পারবেন। তবে বর্ণিত সময়সূচি অনুযায়ী অভিযোগ দাখিলের ক্ষেত্রে হটলাইনের মাধ্যমে এপোয়েন্টমেন্ট নেয়ার অনুরোধ করা হয়েছে। যোগাযোগের হটলাইন নম্বর: ০১৭০১ ৬৬২১২০, ০২-৫৮৮১২১২১&a

2024-09-24-17-00-7300940acbd4ff02a866f59d02ea3ac2.docx