Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ অক্টোবর ২০২৪

তথ্যবিবরণী ২৭ অক্টোবর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ১৪৫৯

    

গোল্ডেন ফাইবার অব বাংলাদেশ' নামে পাটের জিআই হবে

                                           - বস্ত্র ও পাট উপদেষ্টা

 

ঢাকা, ১১ কার্তিক (২৭ অক্টোবর): 

‘পাটকে ‘জিআই’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। গোল্ডেন ফাইবার অভ্‌ বাংলাদেশ' নামে পাটের জিআই করা হবে বলে মন্তব্য করেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। উপদেষ্টা বলেন, ‘বন্ধ থাকা মিলগুলো উদ্যোক্তাদের মাধ্যমে দ্রুত উৎপাদনের আওতায় আনা হবে। পিপিপি বা দীর্ঘমেয়াদি লিজের মাধ্যমে বিনিয়োগকারীরা টেক্সটাইলসহ অন্যকিছু করতে পারেন। এখন পাটের চাহিদা বেড়েছে, দামও বেড়েছে। পাটের অবৈধ মজুতদারি কঠোরভাবে নজরদারি করা হবে।'

আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মন্ত্রণালয় আয়োজিত দুটি মিলের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এসব কথা বলেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে আর আর টেক্সটাইল মিল, চট্টগ্রাম এবং রাজশাহী টেক্সটাইল মিল, রাজশাহী পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-এর মাধ্যমে পরিচালনার জন্য বাংলাদেশ টেক্সটাইল (বিটিএমসি) এর সাথে যথাক্রমে প্রাণ গ্রুপের দুটি অঙ্গ প্রতিষ্ঠান চট্টগ্রাম আর আর টেক্সটাইল লিঃ এবং বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিঃ এর চুক্তি স্বাক্ষর ও মিল হস্তান্তর অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা আরো বলেন,' মিল দুটোর হস্তান্তর অনুষ্ঠানে আমার পক্ষ থেকে প্রাণ গ্রুপ 'কে আন্তরিক শুভেচ্ছা। বন্ধ মিলগুলোর ব্যবহার নিশ্চিত করে কর্মসংস্থান, রাজস্ব আয়, সামাজিক উন্নয়নসহ শিল্পায়নের প্রসারে সুফল পাওয়া যাবে। বিনিয়োগকারীদের বন্ধ থাকা মিলগুলোতে আগামীতে আরো বিনিয়োগ করার আহ্বান জানাই।'

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ বলেন, ‘বর্তমানে বিটিএমসি’র নিয়ন্ত্রণে ২৫টি মিল রয়েছে। বস্ত্র খাতের সাথে পাট খাতের বহুমুখী পণ্য সমাদৃত। প্রাণ গ্রুপের সক্ষমতা ভালো এবং আগামীতে প্রাণ গ্রুপ এখাতে আরো বিনিয়োগ করবে বলে আশা করি। ' এদিকে, প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মিল দুটি চালুর মাধ্যমে কর্মসংস্থানের যোগাড় হবে। এখানে গ্রিন ফ্যাক্টরি করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রাণ গ্রুপ প্রয়োজনীয় সংস্কার করে আধুনিক টেক্সটাইল মিল হিসেবে প্রতিষ্ঠান দুটিকে গড়ে তুলবে। মিল দুটিতে প্রায় দশ হাজার লোকের কর্মসংস্থান হবে।

অনুষ্ঠানে বিটিএমসি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক স্বাগত বক্তব্য রাখেন। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব দেলোয়ারা বেগম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা, সুব্রত শিকদার, এ, এন, এম, মঈনুল ইসলামসহ বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

 

আসিফ/শিবলী/ফেরদৌস/মোশারফ/শামীম/২০২৪/২১১৫ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ১৪৫৮

    

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 

ঢাকা, ১১ কার্তিক (২৭ অক্টোবর): 

আজ অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিচেল মিলার (Michael Miller) সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকারে শিশুশ্রম, শ্রম আইন, গার্মেন্টস সেক্টরে শ্রমিকবান্ধব পরিবেশ তৈরি, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, জিএসপি, জিএসপি+ সুবিধা, এলডিসি থেকে উত্তরণ, ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক, সামাজিক সুরক্ষাসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এ সময় ইইউ রাষ্ট্রদূত রাষ্ট্র গঠনে সংস্কার কমিশনের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, জনগণের প্রত্যাশার প্রেক্ষিতে আমরা এই পর্যন্ত দশটি সংস্কার কমিশন গঠন করেছি। সংস্কার কমিশনগুলো ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে। তারা কিছুদিনের মধ্যে রাষ্ট্রগঠনের সুনির্দিষ্ট প্রস্তাব সুপারিশ করবে। সংস্কার শেষে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে ধাবিত হবো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছাত্রদের রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ছাত্রদের রাজনৈতিক দল গঠনের মিথ্যা প্রপাগাণ্ডা চালানো হচ্ছে। এখন দল গঠনের সময় নয়; সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সময়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে উপদেষ্টা বলেন, যুবদের দক্ষতা বৃদ্ধি করতে তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আমরা নতুন নতুন প্রকল্প হাতে নিচ্ছি। ক্রীড়াঙ্গনে উন্নয়নের ক্ষেত্রে আমরা স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছি; যার কার্যক্রম চলমান।

সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান উপস্থিত ছিলেন।

#

 

আলম/শিবলী/ফেরদৌস/মোশারফ/শামীম/২০২৪/২১১৫ঘণ্টা

 

 

 

 তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৪৫৭   

গণঅভ্যুত্থান বিষয়ে বহির্বিশ্বে অপপ্রচার রোধ এবং গণহত্যাকারীদের বিচার

সুষ্ঠুভাবে করতে ইইউর সহযোগিতা কামনা আইসিটি উপদেষ্টার

 

ঢাকা, ১১ কার্তিক (২৭ অক্টোবর): 

গণঅভ্যুত্থানের বিষয়ে বহির্বিশ্বে যে অপপ্রচার চলছে সেটা রোধে এবং গণহত্যাকারীদের বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চাই। তাছাড়া গণঅভ্যুত্থানে আহত-নিহতদের চিকিৎসা ও পুনর্বাসনেও ইইউর সহযোগিতা চাই।

আজ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দূতাবাসের প্রতিনিধি দল ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করতে এলে তিনি প্রতিনিধি দলকে একথা বলেন।

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে বলেন, মানুষের মৌলিক অধিকার, ডিজিটালাইজেশন, গণমাধ্যম সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে তিনি কথা বলতে এসেছেন। অন্তর্বর্তী সরকার সব সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।  

উপদেষ্টা বলেন, আমরা রাজনৈতিক সংস্কারের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছি কারণ সংস্কার যদি সঠিকভাবে না হয় তাহলে নির্বাচন ফলপ্রসূ হবে না। আমরা দ্রুততম সময়ের মধ্যে ডেমোক্রেটিক ট্রানজেশন চাচ্ছি। তার আগে বেসিক কিছু সংস্কার করতে চাই। আমাদের এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়ন করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।

নাহিদ ইসলাম বলেন, উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের সাথে চলমান প্রকল্পগুলো অব্যাহত থাকবে তবে কিছু প্রকল্প পুনর্মূল্যায়ন করা হচ্ছে। বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে বিনিয়োগে আগ্রহী করতে পরিবেশ তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে।

ইইউ রাষ্ট্রদূত বলেন, সাইবার সিকিউরিটি, ই গভর্নেন্স, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, ডেটা প্রটেকশন, আইটি সেট‌আপ নিয়ে আমরা বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী । তাছাড়া যে কোনো কারিগরি বিষয়ে তারা পরামর্শ দিতে প্রস্তুত বলে মন্তব্য করেন তিনি। আইসিটি বিভাগের সাথে ১০ মিলিয়ন ইউরোর ই-ইফেক্টিভ গভর্নেন্স বিষয়ক প্রকল্পের চুক্তি স্বাক্ষরের কথাও তিনি উল্লেখ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। উপদেষ্টা অনলাইনে অপপ্রচার রোধে ইইউর সহযোগিতা কামনা করেন।

উপদেষ্টা বলেন, মিডিয়ার গুণগতমান ও পেশাদারিত্ব কিভাবে বাড়ানো যায় সেকথা ভাবা হচ্ছে। শুধু সরকার বা আইন দিয়ে মিডিয়ার গুণগতমান পরিবর্তন করা সম্ভব নয়। মিডিয়ায় পেশাদারিত্বের চর্চা দরকার সেজন্য প্রশিক্ষণ প্রয়োজন। তরুণ মেধাবীরা যেন মিডিয়ায় কাজ করতে আগ্রহী হয় সেজন্য তাদের সিকিউরিটি এবং বেতন কাঠামো নিয়ে ভাবা হচ্ছে।

গণমাধ্যমের স্বাধীনতা এবং সংস্কারকে অন্যতম প্রধান লক্ষ্য ধরে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কয়েক দিনের মধ্যে গেজেট প্রকাশিত হবে। স্টেকহোল্ডারদের কাছ থেকে প্রস্তাবনা নিয়ে ঐকমত্যের ভিত্তিতে সংস্কারের রূপরেখা তৈরি করা হবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

সাক্ষাৎকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোঃ মুশফিকুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, দূতাবাসের প্রোগ্রাম ম্যানেজার ফানি ফারমাকিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

জসীম/শিবলী/ফেরদৌস/মোশারফ/শামীম/২০২৪/২০২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ১৪৫৬

বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহী করে কর্মসংস্থান সৃষ্টি অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য

                                                                                                                                --- নাহিদ ইসলাম

ঢাকা, ১১ কার্তিক (২৭ অক্টোবর):

          ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্র সংস্কারের কার্যক্রম চলছে, সেখানে অর্থনৈতিক সংস্কারও হবে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহী করে কর্মসংস্থান সৃষ্টি অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এজন্য সরকার উপযুক্ত পরিবেশ তৈরির চেষ্টা করছে।

          উপদেষ্টা আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক এর সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন।

          রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশে চতুর্থ বৃহৎ বিনিয়োগকারী দেশ। স্যামসাং, এলজির মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করেছে। কিন্তু উচ্চ কর হারের কারণে উৎপাদন খরচ বেশি হওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) বাস্তবায়নের মাধ্যমে অবৈধ মোবাইল ফোন বন্ধ করার সুপারিশ করেন। বাংলাদেশের সাথে যৌথ বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত।

          উপদেষ্টা বলেন, কর কমানোর বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের সাথে সম্পর্কিত। অর্থনৈতিক সংস্কারের সময় কর কমানোর বিষয়টি বিবেচনা করা হবে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়।

          সাক্ষাৎকালে তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোযোগ বিভাগের সচিব ডঃ মুশফিকুর রহমান, ডেপুটি চিফ অভ্ মিশন ঝিনহি ব্যাক, স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হুয়াংসুংও এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#

জসীম/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৪/১৯২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ১৪৫৫

ঢাকা রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে ডিসপ্লে বোর্ডে অপ্রাসঙ্গিক

স্লোগান প্রদর্শনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ

 

ঢাকা, ১১ কার্তিক (২৭ অক্টোবর):

          ঢাকা রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্লোগান প্রদর্শনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।

          গতকাল ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রী প্রবেশের প্রধান গেইটের উপরে স্থাপিত এলইডি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখাটি ভেসে উঠার ঘটনা রেলওয়ে ঢাকা বিভাগের নজরে আসে। উক্ত ঘটনায় ঢাকা স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।

          বিষয়টি জানার পর উক্ত ডিসপ্লে বোর্ডের দায়িত্বে থাকা রেলওয়ের ইলেকট্রিক্যাল বিভাগ ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেয়। উল্লেখ্য, চুক্তিপত্র নং-২১২.০৭.৪৪৮.২০/৮৪৪ তারিখ: ০২-০৮-২০২১ খ্রি. অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদী ইঞ্জিনিয়ারিং, ১৫৯, দক্ষিণ কমলাপুর রোড, মতিঝিল ঢাকা কর্তৃক নিয়োজিত সাইন ম্যাটেরিয়াল, ৪১/৫ পুরানা পল্টন, কালভার্ট রোড, ঢাকা ১০০০ এর মাধ্যমে এ ডিজিটাল ডিসপ্লে বোর্ডগুলো স্থাপন করা হয়েছিল।

          এ ঘটনার প্রেক্ষিতে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক কর্তৃক বৈদ্যুতিক বিভাগের দায়িত্বরত ইনচার্জকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, কমিটিকে ২ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সময় উক্ত স্থানে কর্মরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যকে দায়িত্বে অবহেলার কারণে ভৈরবে বদলি করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার দিন ভোর আনুমানিক ০৫:৫৬ থেকে ০৫:৫৮ ঘটিকার মধ্যে ডিসপ্লে বোর্ডের লেখা পরিবর্তনের সাথে জড়িত সন্দেহে তিন জন ব্যক্তিকে চিহ্নিত করা হয়। এ বিষয়ে ঢাকা রেলওয়ে পুলিশ থানায় রেলওয়ে ইলেকট্রিক্যাল বিভাগ কর্তৃক একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি রেলওয়ে পুলিশ সুপার ঢাকা’কে বিষয়টি অবহিত করে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। একইসাথে ঘটনাটি অন্তর্ঘাতমূলক কি না তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

#

রেজাউল/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৪/১৮১০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ১৪৫৪

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ১১ কার্তিক (২৭ অক্টোবর):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শতকরা ৫ দশমিক ২৬ শতাংশ।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ১৫৭ জন।

#

দাউদ/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৪/১৭৩০ঘণ্টা

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ১৪৫৩

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত

 

ঢাকা, ১১ কার্তিক (২৭ অক্টোবর):

 

গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গঠিত কমিটির প্রথম সভার সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হওয়ায় এ প্রেস রিলিজ জারি করা হচ্ছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:

(ক) গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে ১লা জুলাই ২০২৪ পরবর্তী বিভিন্ন হয়রানিমূলক মামলার তথ্য নিম্নোক্ত ছকে প্রয়োজনীয় তথ্যাদি ও প্রমাণকসহ প্রেরণ করতে হবে;

ক্রমিক

 

নাম, পদবি ও সংবাদ মাধ্যমের নাম/ঠিকানা

মামলার নম্বর ও তারিখ

 

মামলা দায়েরের

স্থান

 

মামলার সংক্ষিপ্ত

বিবরণ

মামলার বর্তমান

অবস্থা

 

অভিযুক্তের হাল (গ্রেফতার/ জামিন)

 

মন্তব্য

 

(খ) প্রতিকার প্রত্যাশী সাংবাদিকগণ ব্যক্তিগতভাবে/সম্পাদকের সুপারিশসহ ইমেইল press1@moi.gov.bd এ তাদের আবেদন পিডিএফ আকারে প্রেরণ করতে পারবেন;

(গ) সাংবাদিকতার প্রত্যয়ন/প্রমাণ/গ্রহণযোগ্য প্রমাণপত্র এসঙ্গে সংযুক্ত করতে হবে;

(ঘ) সাংবাদিক বলতে Press Council Act, 1974 এর Section 2(g) এ বর্ণিত সংবাদকর্মীদের বোঝাবে। অডিও-ভিজুয়াল এবং ডিজিটাল/অনলাইন মিডিয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন, বিধিতে (যদি থাকে) বর্ণিত সংজ্ঞা প্রযোজ্য হবে অথবা পূর্বোক্ত আইনের সংজ্ঞা প্রযোজ্য হবে;

(ঙ) সাংবাদিকদের পেশাগত দায়িত্বের বাইরে ব্যক্তিগত দায় রয়েছে এমন কোনো মামলার তথ্য প্রেরণ করা যাবে না।

#

আলম/ফাতেমা/আলী/আসমা/২০২৪/১৬৪০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ১৪৫২  

 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং দপ্তর ও সংস্থার নাম পরিবর্তন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

 

ঢাকা, ১১ কার্তিক (২৭ অক্টোবর): 

 

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ এবং এর অধীন দুটি দপ্তর সংস্থা যথাক্রমে ‘মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা’ এর নাম পরিবর্তন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন।

 

সভায় উপদেষ্টা বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীন দুটি দপ্তর ও সংস্থা যথাক্রমে ‘মহিলা বিষয়ক অধিদপ্তর’ ও ‘জাতীয় মহিলা সংস্থা’ এর নাম ‘মহিলা’ শব্দের পরিবর্তে ‘নারী’ করার জন্য একটি সারসংক্ষেপ তৈরি করা হয়েছে। 

 

উপদেষ্টা বলেন, নারী শব্দটি বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে যেমন, আন্তর্জাতিক নারী দিবস, জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১, নারী বিষয়ক অন্যান্য আইন, বিধিমালা ও নীতিমালায় এবং দেশে-বিদেশে সামাজিক ও প্রাতিষ্ঠানিক সকল ক্ষেত্রে 'মহিলা' শব্দটি নয় বরং ‘নারী' শব্দটি ব্যবহৃত  হয়েছে ।

 

তিনি 'মহিলা' শব্দটির পরিবর্তে 'নারী' শব্দটির ব্যবহার সর্বজনীন উল্লেখ করে বলেন, স্বাধীন বাংলাদেশের সংবিধানের ১৯, ২৭, ২৮ ও ২৯ অনুচ্ছেদে নারীর রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রসহ অন্যান্য সকল ক্ষেত্রে নারীর সম-অধিকার, সম-সুযোগ ও ক্ষমতায়নের বিষয়গুলো সন্নিবেশিত । সরকারের নির্বাচনি ইশতেহারে 'নারী' শব্দটি ব্যবহার করা হয়েছে, নারী উন্নয়নের ক্ষেত্রে । এ সকল দিক বিবেচনা করে সকলের মতামত ও পরিকল্পনার মাধ্যমে এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা যায় বলে উল্লেখ করেন ।

 

এসময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।

 

#

রফিকুল/ফাতেমা/কলি/মানসুরা/২০২৪/১৫৩৫ ঘণ্টা

 

 

Handout                                                                                                                    Number: 1451

 

Strict Monitoring and Enforcement on

Polythene Shopping Bag use Begins on November 1.

                                                 - Environment Advisor

Dhaka, 27 October:  

 

Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change, has announced that strict monitoring to end the use of polythene shopping bags will commence from November 1. Additionally, actions will be taken against polythene shopping bag manufacturers. She clarified that only plastic shopping bags are being targeted, and legal actions will be enforced against supermarkets who provid them.

The announcement came during a special meeting held at the Ministry of Textiles and Jute in Bangladesh Secretariat, where the advisor was the chief guest. The meeting discussed the implementation of the 2010 Mandatory Jute Packaging Act and encouraged the public to use jute bags as an alternative to plastic.

Advisor Syeda Rizwana Hasan emphasized that if people stop using plastic bags, production will halt. Public awareness is crucial, and any intentional negligence will be met with action. She further stated that initiatives will be taken to help people understand the harmful impacts of plastic bags so that they voluntarily avoid their use.

Brigadier General (Retd.) Dr. M Sakhawat Hossain, Advisor to the Ministry of Textiles and Jute and the Ministry of Shipping, added that increasing the use of jute bags is essential. He assured that necessary steps will be taken to ensure an adequate supply of jute bags, and raw jute exports will be halted if needed.

Also present were the Secretary of the Ministry of Textiles and Jute, Md. Abdur Rauf, Director General of the Jute Department, Zeenat Ara, and representatives from various business associations.

#

Dipankar/Fatema/Ali/Asma/2024/1620 hours

তথ্যবিবরণী                                                                                                           নম্বর : ১৪৫০

 

১ নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগ বন্ধে কঠোর মনিটরিং ও এনফোর্সমেন্ট শুরু হবে

                                                                                                          - পরিবেশ উপদেষ্টা

ঢাকা, ১১ কার্তিক (২৭ অক্টোবর): 


          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ১ নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর মনিটরিং ও এনফোর্সমেন্ট শুরু হবে। পাশাপাশি পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে। তিনি জানান, শুধুমাত্র পলিথিনের শপিং ব্যাগ বন্ধ করা হচ্ছে। কোনো সুপারশপ পলিথিন শপিং ব্যাগ সরবরাহ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


        উপদেষ্টা আজ সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সভায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ বাস্তবায়ন এবং পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে জনগণকে উৎসাহিত করার বিষয়ে আলোচনা হয়।


          সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মানুষ যদি পলিথিন ব্যবহার বন্ধ করে, তাহলে উৎপাদনও বন্ধ হবে। এজন্য জনগণকে সচেতন করতে হবে। কেউ ইচ্ছে করে গাফিলতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, পলিথিন ব্যাগের ক্ষতিকর প্রভাব বুঝে মানুষ যেন এটি থেকে সরে আসে, সে উদ্যোগ নেয়া হবে।

          সভায় বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে হবে। পর্যাপ্ত পাটের ব্যাগের সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। প্রয়োজন হলে কাঁচা পাট রপ্তানি বন্ধ করা হবে।


         সভায় আরো উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

#

দীপংকর/ফাতেমা/ আলী/মানসুরা/২০২৪/ ১৫২৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ১৪৪৯

পাটব্যাগ চালুর উদ্যোগে দেশে পাটের দাম বেড়েছে

                                  - বস্ত্র ও পাট উপদেষ্টা

ঢাকা, ১১ কার্তিক (২৭ অক্টোবর):

 

বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, পাটব্যাগ চালুর উদ্যোগে দেশে পাটের দাম বেড়েছে। দেশে পাটের অনেক ফেব্রিকস তৈরি হচ্ছে। বিভিন্ন দেশের দূতাবাসে পাটপণ্য প্রদর্শনীর কর্নার তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। এতে দেশের পাটপণ্যের আরো বেশি প্রচার হবে। টেক্সটাইল এবং পাটখাতে বেশি গবেষণার জন্য আলাদা গবেষণাধর্মী প্রতিষ্ঠানের প্রকল্প প্রস্তুতি চলছে। তিনি বলেন, ইংরেজি ভাষায় দুর্বলতার জন্য অনেকে চাকরি পায় না। ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ব্যবহারের মাধ্যমে দক্ষতা বাড়িয়ে এদেশের কর্মসংস্থান বাড়াতে কাজ করতে হবে। 

উপদেষ্টা গতকাল রাজধানীর রিজেন্সি হোটেলে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন ৮-এর গ্র্যান্ড ফিনালে ‘টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এসময় তিনি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।   

মোট চারটি ক্যাটাগরিতে চারটি কোম্পানিকে এ পুরস্কার দেয়া হয়। কোম্পানিগুলো হলো, মাসকো গ্রুপ-প্রসেসিং (গার্মেন্টস) ক্যাটাগরি, উর্মি গ্রুপ-প্রোডাক্ট ডেভেলপমেন্ট ক্যাটাগরি, শাশা ডেনিমস-মার্কেটিং এবং মার্কেট ডেভেলপমেন্ট ক্যাটাগরি এবং কোটস বাংলাদেশ-এইচআর/অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট ক্যাটাগরি।

প্রফেসর ড. আইয়ুব নবী খান, প্রো-ভিসি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর সভাপতিত্বে মোঃ হাতেম, সভাপতি, বিকেএমইএ ও শওকত আজিজ রাসেল, সভাপতি, বিটিএমএ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরষ্কারগুলো দেয়া হয়েছে টেক্সটাইল এবং পোশাক শিল্পের উন্নতির সংস্কৃতিকে উৎসাহিত করে বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের প্রয়োজন মোকাবিলা করে এমন উদ্ভাবনী সমাধান বিকাশের জন্য শিল্প সংশ্লিষ্টদের অনুপ্রাণিত করে। টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ডের লক্ষ্য হল বস্ত্র ও পোশাক শিল্পে অগ্রগামী প্রচেষ্টাকে উদ্‌যাপন করা এবং স্বীকৃতির মাধ্যমে সংস্থাগুলির প্রচার করা যা টেক্সটাইল সেক্টরে উৎকর্ষ ও উদ্ভাবনের নতুন মান স্থাপন করছে। এটি বস্ত্র ও পোশাক শিল্পে উৎকর্ষের মাপকাঠি হিসেবে কাজ করবে।

টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ড আজকের প্রতিযোগিতামূলক বৈশ্বিক বাজারে উদ্ভাবনের গুরুত্বের ওপর জোর দেয় এবং বস্ত্র ও পোশাক শিল্পে সৃজনশীলতা, স্থায়িত্ব ও ক্রমোন্নতিতে অগ্রাধিকার দিতে উৎসাহিত করে।

#

আসিফ/ফাতেমা/আলী/আসমা/২০২৪/১১০০ ঘণ্টা

 

2024-10-27-16-50-37d941fa5ce6f2ec496db5fbf2ee319f.docx