Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী ৩ জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী                                                                                                            নম্বর : ২২৪৭

 

ঘন কুয়াশার কারণে রেলপথে দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা কর্তৃপক্ষের

ঢাকা, ১৯ পৌষ (৩ জানুয়ারি) :  

 

     সারাদেশে চলমান শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশার কারণে রেলপথে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে রেল কর্তৃপক্ষ।

     ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা হ্রাস পাওয়ায় রানিং স্টাফদের যথাযথ সতর্কতা অবলম্বন, লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন, অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারে পথচারীদের সতর্কতা এবং রেললাইনে অকারণে যাতায়াত পরিহার করতে নির্দেশনা ও পরামর্শ দিয়েছে রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে।

     উল্লেখ্য, চলমান শৈত্য প্রবাহে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেক ক্ষেত্রে স্বাভাবিক সময়ের চেয়ে হ্রাস পেয়েছে। এতে যথাযথ গতি বজায় রেখে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার এবং রেলপথে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ রেলওয়ের সকল কর্মকর্তা-কর্মচারী, পথচারী-সহ সংশ্লিষ্ট সকলকে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়েছে।

 

                                                   #

রেজাউল/মেহেদী/রফিকুল/আব্বাস/২০২৫/১৭৩৭ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২২৪৬

শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল

এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রায় ৩৪ কোটি টাকা বরাদ্দ

ঢাকা, ১৯ পৌষ (৩ জানুয়ারি):

শীতার্ত ও দুস্থদের মাঝে বিতরণের লক্ষ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আট বিভাগের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলা ও সকল পৌরসভার জন্য ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। 

এছাড়া, শীতের শুরুতেই মন্ত্রণালয় থেকে দেশের উত্তরাঞ্চলের ১৪টি জেলায় শীতার্তদের মাঝে ১৫ হাজার ২৫০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত কম্বল বিতরণ এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অর্থে কম্বল ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল আর্থিক বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করা হয়েছে। জেলা প্রশাসকগণের অধীন উপজেলা নির্বাহী অফিসারগণ ইতোমধ্যে জরুরিভিত্তিতে দুস্থদের মাঝে তা বিতরণ করেছেন। এছাড়া, কম্বল বিতরণ এবং ক্রয়ের বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকগণকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

#

এনায়েত/ফাতেমা/আলী/শফিক/২০২৫/১২৩২ ঘন্টা

2025-01-03-12-13-1766091e95745c65de5ce99ac791d267.docx