Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ নভেম্বর ২০১৫

তথ্যবিবরণী -২৫/১১/১৫

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৪৪৬

বাজার তদারকি  
২১ প্রতিষ্ঠানকে এক লাখ ৩১ হাজার টাকা জরিমানা

ঢাকা, ১১ অগ্রহায়ণ (২৫ নভেম্বর) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় ঢাকা, নোয়াখালী, সিলেট, রংপুর, জামালপুর ও চাঁপাইনবাবগঞ্জে আজ বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২১টি প্রতিষ্ঠানকে এক লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর ধানমন্ডি এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে নানডুস রেস্তোরাকে ২০ হাজার টাকা ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকায় সোনারগাঁ বেকারি এন্ড কেক শপ ও স¦চ্ছ জেনারেল স্টোরকে ৫ হাজার টাকা এবং ওজনে কারচুপির অপরাধে তানিয়া ফুড স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি ও খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের অপরাধে নোয়াখালীর কোম্পানিগঞ্জ এলাকায় ৩টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা, সিলেটের সদর উপজেলায় ৭টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার ৫শ’ টাকা, রংপুরের কাউনিয়া উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা, জামালপুরের সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৩ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন, মহানগর ও জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, ক্যাব, মৎস্য অধিদপ্তর, বিএসটিআই ও শিল্পবণিক সমিতি এসব তদারকি কাজে সহায়তা করে। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
#
আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০১৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                   নম্বর :  ৩৪৪৫

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর নগরবস্তি আনন্দ স্কুল পরিদর্শন

ঢাকা, ১১ অগ্রহায়ণ (২৫ নভেম্বর) : 

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান আজ ঢাকা মহানগরীর দু’টি নগরবস্তি আনন্দ স্কুল পরিদর্শন করেন। 

    মন্ত্রী কামরাঙ্গীর চরে “ঝাউলা হাটি নগরবস্তি আনন্দ স্কুলের শিক্ষা কার্যক্রম পরিদর্শন শেষে শিক্ষার্থীদের মাঝে স্কুল ইউনিফর্ম বিতরণ করেন। তিনি এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন যাতে বস্তিবাসী এসব ঝরে পড়া শিশুদের পড়াশুনার কার্যক্রম অব্যাহত থাকে। মন্ত্রী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা ও সমর্থন চান যাতে সরকারের এ কর্মসূচি সফল হয়। 

    তিনি হাসান নগর নগরবস্তি আনন্দ স্কুলও পরিদর্শন করেন। মন্ত্রী এসময় বস্তিবাসী ছেলেমেয়েদের পড়াশুনার জন্য উৎসাহ প্রদান করেন এবং শিক্ষার্থীরা যাতে নিয়মিত স্কুলে আসে তার জন্য শিক্ষকদের যতœসহকারে পাঠদানের পরামর্শ দেন। তিনি স্কুলে পড়াশুনার পরিবেশ ও মানসম্মত শিক্ষার জন্য ব্যবস্থাপনা কমিটির দৃষ্টি আকর্ষণ করেন। 

    রিচিং আউট অভ্ স্কুল চিল্ড্রেন (রস্ক) প্রকল্পের পরিচালক ড. এম. মিজানুর রহমান প্রকল্পের মহানগর বস্তি এলাকার মাঠ পর্যায়ের কার্যক্রম অবহিত করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রস্ক প্রকল্পের আওতায় জুলাই ২০১৫ হতে ঢাকা মহানগরের বস্তি এলাকায় বিদ্যালয়বহির্ভূত ও ঝরে পড়া ৮  থেকে ১৪ বছর বয়সী শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদানের জন্য ২২টি কম্পাউন্ডে মোট ১২১টি নগরবস্তি আনন্দ স্কুল পরিচালনা করছে। এই বিদ্যালয়গুলোতে মোট ২ হাজার ৮০০ শিক্ষার্থীকে দুই শিফটে (সকাল ও বিকাল) পাঠদান করা হচ্ছে। এ সকল বিদ্যালয়ে একটি করে চাইল্ড ক্লাবও রয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের জীবন দক্ষতা বৃদ্ধির কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

#

রবীন্দ্রনাথ/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩৪৪৪

তৃণমূল জনগণকে টেকসই উন্নয়নে আনবে কমিউনিটি রেডিও
                                                      -- তথ্যমন্ত্রী


ঢাকা, ১১ অগ্রহায়ণ (২৫ নভেম্বর) :
    তৃণমূল জনগণকে টেকসই উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে কমিউনিটি রেডিও’র সক্রিয় ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, সহস্্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে বাংলাদেশ। দেশের সকল প্রান্তের জনগণের অংশগ্রহণ  ছাড়া এ অর্জন সম্ভব নয়। আর কমিউনিটি রেডিও হচ্ছে তৃণমূল জনগণের সাথে সরকারের সেতুবন্ধ। সেকারণে তৃণমূলের সুখ-দুঃখের পাশাপাশি সরকার, সংসদ ও প্রশাসনের কাজগুলো মানুষকে জানতে সহায়তা করাও কমিউনিটি রেডিও’র দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।
    মন্ত্রী আজ রাজধানীর কল্যাণপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘কমিউনিটি রেডিও’র সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
     কমিউনিটি রেডিওগুলোকে সুশাসন, টেকসই উন্নয়ন, তথ্যপ্রযুক্তি ব্যবহার, জলবায়ু পরিবর্তনের সাথে খাপখাওয়ানো, নারী-পুরুষ বৈষম্য দূর, বয়:সন্ধিকাল, প্রবাসীদের পরিবারকল্যাণ বিষয়ে অনুষ্ঠান প্রচার করে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের আহ্বান জানান হাসানুল হক ইনু। সেইসাথে উন্নয়নের জন্য জঙ্গি-দানবমুক্ত আবহ তৈরিতেও কমিউনিটি রেডিও ভূমিকা রাখবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
    ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরীর সভাপতিত্বে পাঁচদিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এস এম হারুন-অর-রশীদ। 
    ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট শাখাপ্রধান নেহা কাপিল এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর প্রধান নির্বাহী এ এইচ এম বজলুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 
    দেশের ১৬টি কমিউনিটি রেডিও’র সম্প্রচারকর্মীরা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।  
#

আকরাম/আফরাজ/মিজান/জসীম/জয়নুল/২০১৫/১৯১০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩৪৪৩
জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের অধিকার 
বাস্তবায়নে উজ্জ¦ল দৃষ্টান্ত স্থাপন করেছেন
                                -- ভূমিমন্ত্রী

ঢাকা, ১১ অগ্রহায়ণ (২৫ নভেম্বর) : 

    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রতিবন্ধীদের ভোটাধিকার ও নাগরিক অধিকার নিশ্চিত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মমত্বকে প্রাধান্য দিয়ে ঐতিহাসিক নীতিমালা প্রণয়ন করে প্রতিবন্ধী নারী ও শিশু অধিকার বাস্তবায়নে মানব ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মন্ত্রী আজ রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় অডিটোরিয়ামে প্রতিবন্ধী নারী ও শিশু অধিকার বিষয়ক জাতীয় সম্মেলন ২০১৫ উপলক্ষে প্রতিবন্ধী নারী ও শিশু অধিকার বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, বর্তমানে প্রতিবন্ধী নারী ও শিশুরা আন্তর্জাতিক অঙ্গণে বিশেষ কৃতিত্ব রেখে বাংলাদেশের পতাকা তুলে ধরছেন, এটা আমাদের জন্য গর্বের। প্রতিবন্ধী ব্যক্তিরা ভিক্ষা করবে জননেত্রী শেখ হাসিনার সরকার তা কখনো হতে দেবে না। এদেশের প্রতিবন্ধীরা মৌলিক অধিকার ভোগ করবে, সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করবে এটাই স্বাভাবিক। সরকার দেশে ১২ ধরনের প্রতিবন্ধী চিহ্নিত করে ২১ ধরনের অধিকার নিশ্চিত করছে।

বিপিকেএস’র নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলালের সভাপতিত্বে  সেমিনারে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন, ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) এর অতিরিক্ত সচিব কায়কোবাদ হোসেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আতিয়ার রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, ব্যারিস্টার সাদিয়া আরমান, দৃষ্টি প্রতিবন্ধী শারমীন সুলতানা ও শ্রবণ প্রতিবন্ধী নিলুফার ইয়াসমিন বক্তব্য রাখেন।

#

রেজুয়ান/আফরাজ/মিজান/জসীম/সেলিম/২০১৫/১৮৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩৪৪২

হালাল পণ্যের প্রতিনিধিদের সাথে মতবিনিময়সভা 
ইসলামিক ফাউন্ডেশনই হালাল সনদ প্রদানের একমাত্র প্রতিষ্ঠান


ঢাকা, ১১ অগ্রহায়ণ (২৫ নভেম্বর) :
    আজ ঢাকায় আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে হালাল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে ফাউন্ডেশনের এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। 
    আগামী ৯ থেকে ১০ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় ওআইসি’র উদ্যোগে সদস্যদেশসমূহের হালাল স্টান্ডার্ডাইজেশন, সার্টিফিকেশন ও এক্রেডিটেশন কর্তৃপক্ষের সমন্বয়ে অভিন্ন হালাল খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সম্মেলনের আয়োজন করা হবে। বাংলাদেশ থেকে ধর্মমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল উক্ত সম্মেলনে অংশগ্রহণ করবেন। বাংলাদেশি ব্যবসায়ীগণের হালাল পণ্য রফতানির ক্ষেত্রে উদ্ভূত সমস্যাবলি চিহ্নিত করে উক্ত সম্মেলনে উপস্থাপন করার লক্ষ্যে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এ মতবিনিময়সভার আয়োজন করা হয়।
    সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনই হালাল সনদ প্রদানের একমাত্র স্বীকৃত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের এ কার্যক্রম পরিচালনার কোনো এখতিয়ার নেই। অবৈধভাবে হালাল লোগো ও সনদ ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 
মহাপরিচালক বলেন, বিশ্বের বিভিন্ন দেশে হালাল পণ্য বিপণনের স্বার্থে ইসলামিক ফাউন্ডেশন ২০০৭ সাল থেকে অস্থায়ীভিত্তিতে হালাল সনদ প্রদান শুরু করে। মুসলিম-অমুসলিম নির্বিশেষে হালাল পণ্যের প্রতি আগ্রহ, হালাল সেক্টরের উন্নয়ন এবং ওআইসিভুক্ত দেশসমূহের হালাল মার্কেটে বাংলাদেশি পণ্য রফতানির সুযোগ সৃষ্টির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন হালাল সনদ কার্যক্রম গতিশীল করছে।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ডা. খিজির হায়াত খান, মুফাসসির ড. মাওলানা মুহাম্মদ আবু ছালেহ পাটোয়ারী এবং প্রাণ গ্রুপ, হামদর্দ ল্যাবরেটরীজ, নেসলে বাংলাদেশ, মডার্ন হারবাল, ব্রাক চিকেন, স্কয়ার ফুড এন্ড বেভারেজ, ইফাদ, আবদুল মোনেম সুগার, মেরিডিয়ান ফুডস, ইউনিভার্সাল ফুডস, আফতাব ফার্ম, বেঙ্গল মীট, দেশবন্ধু সুগার, এ্যাগ্রোলিঙ্ক, হাশেম ফুডস, আমানত শাহ গ্রুপ, ঢাকা আইসক্রীমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
#

নিজাম/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮৫৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩৪৪১

বাণিজ্যমন্ত্রীর সাথে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী স্পেনিশ ভাষায় প্রকাশের আগ্রহ প্রকাশ

ঢাকা, ১১ অগ্রহায়ণ (২৫ নভেম্বর) : 
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, স্পেন বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, হসপিটালিটি ট্রেনিং, দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে আগ্রহী। স্পেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকাশিত অসমাপ্ত আত্মজীবনী স্পেনিশ ভাষায় প্রকাশ করার আগ্রহ প্রকাশ করেছে। 
    বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে  স্পেনের রাষ্ট্রদূত ইডুয়ার্ডো ডি লাইগলেসিয়া (ঊফঁধৎফড় ফব খধরমষবংরধ) এর সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন। 
    বাণিজ্যমন্ত্রী বলেন, স্পেনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। প্রচলিত রপ্তানি পণ্যের পাশাপাশি দেশের অপ্রচলিত পণ্য স্পেনে রপ্তানির উদ্যোগ গ্রহণ করা হবে। অপ্রচলিত পণ্য রপ্তানির জন্য সরকার নগদ আর্থিক সহায়তা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। একক দেশ হিসেবে স্পেন বাংলাদেশের রপ্তানির চতুর্থ বড় বাজার। গত বছর স্পেনে শতকরা সাত ভাগ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে। এবছর স্পেনে রপ্তানি ২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। 
    তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ রপ্তানি বাণিজ্য বৃদ্ধির জন্য দেশের বিভিন্ন স্থানে ১০০টি স্পেশাল ইকনমিক জোন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে ৩০টি স্থান নির্বাচন করা হয়েছে। স্পেন চাইলে সেখানে জমি বরাদ্দ প্রদান করা হবে। স্পেন বাংলাদেশ সরকার প্রদত্ত বিনিয়োগের বিশেষ সুবিধাগুলো গ্রহণ করতে পারে। মন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের জন্য স্পেনের প্রতি আহ্বান জানান। বর্তমানে চট্টগ্রাম ইপিজেডে স্পেনের দু’টি কোম্পানির বিনিয়োগ রয়েছে। বিনিয়োগের জন্য বাংলাদেশ নিরাপদ ও লাভজনক স্থান।
    সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ২৩ ও ২৪ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইউএসটিআর অফিসে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্ট (টিকফা) এর দ্বিতীয় বার্ষিক কাউন্সিল সভায় জিএসপি একশন প্ল্যান বাস্তবায়নে এ পর্যন্ত বাংলাদেশের অর্জিত সাফল্য প্রশংসিত হয়েছে। বৈঠকে শ্রমিকের অধিকার, সাস্টেইনিবিলিটি কম্প্যাক্ট, বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ,  ডিউটি ফ্রি-কোটা ফ্রি সুবিধাসহ বালি প্যাকেজ বাস্তবায়ন, টিপিপি প্রভৃতি বিষয়ে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। বাংলাদেশ আশা করছে দ্রুততম সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দেবে।
    বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শওকত আলী ওয়ারেছী ও মো. জহির উদ্দিন আহমেদ এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু এসময় উপস্থিত ছিলেন।
#
বকসী/আফরাজ/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩৪৪০ 

দুদকে দুর্নীতিমুক্ত ভূমি প্রশাসন ও 
ভূমি রেজিস্ট্রেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা, ১১ অগ্রহায়ণ (২৫ নভেম্বর) :
    আজ ঢাকায় দুর্নীতি দমন কমিশন (দুদক) -এর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘দুর্নীতিমুক্ত ভূমি প্রশাসন ও ভূমি রেজিস্ট্রেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কমিশনের কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ।
    ড. নাসিরউদ্দীন বলেন, সংবিধান অনুযায়ী  ‘সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কতর্ব্য’। তিনি বলেন, কমিশন সাধারণ মানুষের সেবা প্রাপ্তির ক্ষেত্রে হয়রানি লাঘবের উদ্দেশ্যেই তথ্য মেলা ও গণশুনানির মতো কর্মসূচি বাস্তবায়ন করছে। এ প্রসঙ্গে ভূমি প্রশাসনের সেবা প্রাপ্তির ক্ষেত্রে মানুষের হয়রানি বন্ধে সেবা প্রদানের নতুন নতুন জনবান্ধব উপায় উদ্ভাবনের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। 
তিনি আরো বলেন, অনেক অনিয়ম দুর্নীতি কিংবা মামলা মোকদ্দমার উৎস হচ্ছে ভূমি। তাই কমিশন ভূমি প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অধিকতর গুরুত্ব দিচ্ছে। তিনি আগামী ১০ ডিসেম্বর ওসমানী স্মৃতি  মিলনায়তনে ঢাকার গুলশান, তেজগাঁও ও সূত্রাপুর অঞ্চলের সাবরেজিস্ট্রার অফিস এবং গুলশান, তেজগাঁও ও কোতয়ালী অঞ্চলের সহকারী কমিশনারদের (ভূমি) নিয়ে অনুষ্ঠিতব্য গণশুনানি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
 কর্মশালায় অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আকরাম হোসেন, আইজিআর খান মো. আব্দুল মান্নান, ঢাকার জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন এবং দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন বক্তব্য রাখেন। 
কর্মশালায় দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, ভূমি প্রশাসন ও ভূমি রেজিস্ট্রেশন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ তেজগাঁও, গুলশান, রমনা, মতিঝিল, ওয়ারি, মিরপুর, উত্তরা ও লালবাগ আঞ্চলিক দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 
#

প্রণব/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮৪০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৪৩৯ 

শিক্ষকগণ জাতির বিবেক - ডেপুটি স্পিকার

ঢাকা, ১১ অগ্রহায়ণ (২৫ নভেম্বর) :
           জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো.ফজলে রাব্বী মিয়া বলেছেন, শিক্ষকগণ হলেন জাতির বিবেক এবং সমাজের সবচেয়ে শ্রদ্ধার পাত্র। শিক্ষকতা পেশার চেয়ে মহৎ কোনো পেশা নেই, তারা সমাজে সকলের পূজনীয়। দেশ ও জাতি গঠনে তাদের সেবার মহিমা বর্ণনাতীত। পৃথিবীতে তিনজন ব্যক্তির ঋণ কোন কিছুর বিনিময়ে শোধ করা যায়না- মা, বাবা ও শিক্ষক।
    ডেপুটি স্পিকার আজ ঢাকায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ ৩২ তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে ‘বাংলাদেশ আইন সভা’ বিষয়ে মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
    ডেপুটি স্পিকার ৩২তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মাঝে জাতীয় সংসদ তথা বাংলাদেশ আইন সভার কার্যাবলি, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদে সংসদ সদস্যদের ভূমিকা, সংসদীয় স্থায়ী কমিটিসমূহের ভূমিকা, বাংলাদেশে প্রাতিষ্ঠানিক গণতন্ত্রায়নে জাতীয় সংসদের ভূমিকা, মন্ত্রনালয় ও সংসদের মধ্যে কাজের সমন্বয় প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। 
    এসময় প্রশিক্ষণার্থী শিক্ষকগণ ডেপুটি স্পিকারের নিকট জাতীয় সংসদের কার্যাবলি সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে চান। ডেপুটি স্পিকার ধৈর্যের সাথে তাদের কথা শোনেন এবং সংসদের কার্যপ্রণালীবিধির ব্যাখ্যা দেন।
    তিনি শিক্ষকদের মেধা, মনন ও প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তর করতে স্ব স্ব অবস্থান থেকে সুদৃঢ় চিত্তে কাজ করার আহ্বান জানান। 
    এসময় নায়েম এর মহাপরিচালক প্রফেসর মো. হামিদুল হকসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#

স¦পন/আফরাজ/জসীম/জয়নুল/২০১৫/১৮২৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                           নম্বর :  ৩৪৩৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনটি সেতু ও একটি ফ্লাইওভার নির্মাণের লক্ষ্যে চুক্তি স¦াক্ষরিত
ঢাকা, ১১ অগ্রহায়ণ (২৫ নভেম্বর) : 
    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর, মেঘনা ও গোমতী ২য় সেতু নামে তিনটি নতুন সেতু এবং কাঁচপুরে একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে। জাইকা’র অর্থায়নে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে এ নির্মাণ কাজ সম্পন্ন হবে। এ লক্ষ্যে একটি চুক্তি স¦াক্ষর হয়েছে।
     আজ রাজধানীর একটি হোটেলে নির্বাচিত নির্মাণ ঠিকাদারদের সাথে সড়ক ও জনপথ বিভাগের এ চুক্তি স্বাক্ষরিত হয়। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
     সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এম. ফিরোজ ইকবাল এবং নির্মাণ ঠিকাদার প্রতিষ্ঠানের মনোনীত প্রতিনিধি জেন্টা টাবে (এবহঃধ ঞধনব) নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন। 
    প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অর্থনীতির লাইফ লাইন। এ মহাসড়ক চারলেনে উন্নীত করার ফলে যানবাহনের চাপ ক্রমশ বাড়ছে। বিদ্যমান কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর উপর দিয়ে চলাচলকারী যানবাহন ইতোমধ্যে ধারণক্ষমতা অতিক্রম করেছে। এ বাস্তবতায় জাপানের অর্থায়নে গৃহীত প্রকল্পের আওতায় ৩টি নতুন সেতু নির্মাণ ও বিদ্যমান সেতু ৩টির সংস্কারকাজ শুরু হতে যাচ্ছে। মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে জাপান সরকার দিচ্ছে সাড়ে ৬ হাজার কোটি টাকা। 
    সেতু ৩টি নির্মাণ শেষে ২০১৮ সালে যানবাহন চলাচলের জন্য উন্মক্ত করে দেয়া সম্ভব হবে বলে এসময় মন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
    সেতুমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনে উন্নীতকরণ কাজের ১৯২ কিলোমিটারের মধ্যে ১৫৮ কিলোমিটার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। কংক্রিট পেভমেন্টসহ শেষ হয়েছে ১৬৮ কিলোমিটার কাজ। শীঘ্রই এ মহাসড়কের অবশিষ্ট কাজ শেষ হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনে উন্নীত করার পাশাপাশি স্বল্প সময়ে ঢাকা-চট্টগ্রামের মধ্যে যোগাযোগ স্থাপনে ৬ লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে বলে মন্ত্রী জানান। 
    এসময় মন্ত্রী দেশের সড়ক অবকাঠামো উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য জাপান সরকার এবং জাপানের জনগণকে ধন্যবাদ জানান। 
    অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে সংসদ সদস্য শামীম ওসমান ও নাজমুল হক প্রধান, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ মিকিও হাতেইদা, প্রকল্প পরিচালক প্রকৌশলী সাইদুল হকসহ মন্ত্রণালয়, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং ঢাকায় জাইকা অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
নাছের/আফরাজ/জসীম/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩৪৩৭ 


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

ঢাকা, ১১ অগ্রহায়ণ (২৫ নভেম্বর) :
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল আগামীকাল  (২৬ নভেম্বর) প্রকাশ করা হবে। প্রকাশিত ফল ওইদিন বিকাল ৫ টায় যে কোন মোবাইল থেকে ঝগঝ এর মাধ্যমে গবংংধমব অপশনে গিয়ে হঁ<ংঢ়ধপব>য৪<ংঢ়ধপব> জড়ষষ  লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে ফল জানা যাবে। এছাড়াও রাত ৮ টায়  বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ এবং  িি.িহঁনফ.রহভড় থেকে পাওয়া যাবে। 
    উল্লেখ্য বিশ^বিদ্যালয় কর্তৃক ঘোষিত ক্র্যাশ প্রোগ্রামের আওতায় নির্ধারিত ৩ মাসের আগেই এ পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। এবারই প্রথম গ্রেডিং পদ্ধতিতে চূড়ান্ত ফল প্রকাশ করা হচ্ছে।
#

ফয়জুল/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৬০০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩৪৩৬ 


সংসদের দক্ষিণ প্লাজায় এ বি এম আবুল কাসেমের নামাজে জানাজা অনুষ্ঠিত

ঢাকা, ১১ অগ্রহায়ণ (২৫ নভেম্বর) :
চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আবুল কাসেম-এর নামাজে জানাজা আজ ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়।
মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপবৃন্দ, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য গুণগ্রাহী জানাজায় শরিক হন।  
জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দলের সভানেত্রী শেখ হাসিনা, স্পিকারের পক্ষে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ ও হুইপবৃন্দ এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার পক্ষে বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 
এর আগে মরহুমের রাজনৈতিক সহকর্মীবৃন্দ ও পরিবারের পক্ষ থেকে তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
#

নূরুল/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৪২০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩৪৩৫
   

আইসেসকো সম্মেলনে যোগ দিতে বাকু’র উদ্দেশে শিক্ষামন্ত্রীর ঢাকা ত্যাগ 

ঢাকা, ১১ অগ্রহায়ণ (২৫ নভেম্বর) :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আইসেসকো ইসলামিক এডুকেশনাল, সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন (ওঝঊঝঈঙ) এর ১২তম সাধারণ সম্মেলনে যোগদানের লক্ষ্যে আজারবাইজানের উদ্দেশে আজ ঢাকা ত্যাগ করেছেন।  ওআইসি সদস্যদেশসমূহের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার লক্ষ্যে গঠিত আইসেসকোর’র দুইদিনব্যাপী এ সাধারণ সম্মেলন ২৬ ও ২৭ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হবে।
    সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে আরো রয়েছেন 
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন। শিক্ষামন্ত্রী সম্মেলনে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২৯ নভেম্বর শিক্ষামন্ত্রীর দেশে ফেরার কথা  রয়েছে। 
    ইতোমধ্যে শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান বাকুতে গত ২৩ নভেম্বর থেকে শুরু ২ দিনব্যাপী আইসেসকো নির্বাহী কাউন্সিলের ৩৬তম অধিবেশনে যোগ দিয়েছেন। শিক্ষাসচিব আইসেসকো কাউন্সিল অধিবেশনে যোগদান শেষে ২৬ নভেম্বর ঢাকা ফিরবেন বলে আশা করা হচ্ছে।
#

সাইফুল্লাহ/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৩০০ ঘণ্টা 

 


 
তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৩৪৩৪ 


২০১৬ সালের সরকারি ছুটির তালিকা

ঢাকা, ১১ অগ্রহায়ণ (২৫ নভেম্বর) : 


    দেশের সকল সরকারি, আধা-সরকারি অফিস এবং স¦ায়ত্তশাসিত ও আধা-স¦ায়ত্তশাসিত সংস্থার ২০১৬ সালের ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে।
সাধারণ ছুটি (পাবলিক হলিডে): শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২১ ফেব্রুয়ারি-১ দিন; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস, ১৭ মার্চ-১ দিন; স¦াধীনতা ও জাতীয় দিবস, ২৬ মার্চ-১ দিন; 
মে দিবস, পয়লা মে-১ দিন; *(চাঁদ দেখার ওপর নির্ভরশীল) বুদ্ধ পূর্ণিমা (বৈশাখি পূর্ণিমা), ২১ মে-১ দিন; জুমাতুল বিদা, ১ জুলাই-১ দিন; *ঈদুল ফিতর, ৬ জুলাই-১ দিন; জাতীয় শোক দিবস, ১৫ আগস্ট-১ দিন; শুভ জন্মাষ্টমী, 
২৫ আগস্ট-১ দিন; *ঈদুল আযহা, ১২ সেপ্টেম্বর-১ দিন; দুর্গাপূজা (বিজয়া দশমী), ১১ অক্টোবর-১ দিন; *ঈদ-ই-মিলাদুন্নবী (সা.), ১২ ডিসেম্বর-১ দিন; বিজয় দিবস, ১৬ ডিসেম্বর-১ দিন; যিশু খ্রিষ্টের জন্মদিন (বড় দিন), 
২৫ ডিসেম্বর-১ দিনসহ মোট =১৪ দিন।    
নির্বাহী আদেশে সরকারি ছুটি: নববর্ষ, ১৪ এপ্রিল-১ দিন; *শবেবরাত, ২৩ মে-১ দিন; *শবে কদর, 
৩ জুলাই-১ দিন; *ঈদুল ফিতর (ঈদের পূর্বের ও পরের দিন), ৫ ও ৭ জুলাই-২ দিন; *ঈদুল আযহা (ঈদের পূর্বের ও পরের দিন), ১১ ও ১৩ সেপ্টেম্বর-২ দিন; *আশুরা, ১২ অক্টোবর-১ দিনসহ  মোট= ৮ দিন। 
ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব) : *ফাহেতা-ই-ইয়াজদাহম, ২২ জানুয়ারি-১ দিন; *শব-ই-মিরাজ, ৫ মে-১ দিন; *ঈদুল ফিতর (ঈদের পরের দ্বিতীয় দিন), ৮ জুলাই-১ দিন; *ঈদুল আযহা (ঈদের পরের দ্বিতীয় দিন), 
১৪ সেপ্টেম্বর-১ দিন; *আখেরি চাহার সোম্বা, ৩০ নভেম্বর-১ দিনসহ মোট= ৫ দিন।     
ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব) : শ্রী শ্রী সরস¦তী পূজা, ১৩ ফেব্রুয়ারি-১ দিন; শ্রী শ্রী শিবরাত্রি ব্রত, ৭ মার্চ-১ দিন; শুভ দোলযাত্রা, ২৩ মার্চ-১ দিন; শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ৫ এপ্রিল-১ দিন; শুভ মহালয়া, ৩০ সেপ্টেম্বর-
১ দিন; শ্রী শ্রী দুর্গাপূজা (নবমী), ১০ অক্টোবর-১ দিন; শ্রী শ্রী লক্ষ্মীপূজা, ১৫ অক্টোবর-১ দিন; শ্রী শ্রী শ্যামাপূজা, 
২৯ অক্টোবর-১ দিনসহ মোট= ৮ দিন।
ঐচ্ছিক ছুটি (খ্রিষ্টান পর্ব) : ইংরেজি নববর্ষ, পয়লা জানুয়ারি-১ দিন; ভস্ম বুধবার, ১০ ফেব্রুয়ারি-১ দিন; পুণ্য বৃহস্পতিবার, ২৪ মার্চ-১ দিন; পুণ্য শুক্রবার, ২৫ মার্চ-১ দিন; পুণ্য শনিবার, ২৬ মার্চ-১ দিন; ইস্টার সানডে,  ২৭ মার্চ-১ দিন; যিশু খ্রিষ্টের জন্মোৎসব (বড় দিনের পূর্বের ও পরের দিন), ২৪ ও ২৬ ডিসেম্বর-২ দিনসহ মোট = 
৮ দিন।
ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব) ঃ *মাঘী পূর্ণিমা, ২২ ফেব্রুয়ারি-১ দিন; চৈত্র সংক্রান্তি, ১৩ এপ্রিল-১ দিন; *আষাঢ়ী পূর্ণিমা, ১৮ জুলাই-১ দিন; *মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা), ১৫ সেপ্টেম্বর-১ দিন; *প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা), 
১৫ অক্টোবর-১ দিনসহ মোট= ৫ দিন।
ঐচ্ছিক ছুটি (বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসমূহের অনুরূপ উৎসব) : পার্বত্য চট্টগ্রাম এলাকার ও এর বাহিরে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মকর্তা কর্মচারীদের বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসমূহের অনুরূপ সামাজিক উৎসব, ১২ এপ্রিল ও ১৫ এপ্রিল মোট = ২ দিন    
এ তালিকায় ঘোষিত ছুটি সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু  যে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান যথা-ব্যাংক, ইন্স্যুরেন্স, ডাক, তার, টেলিফোন, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান ও সংস্থা বা ব্যবসায়ী সংস্থা ও কলকারখানা ইত্যাদি

Todays handout (9).doc