Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জুন ২০১৭

তথ্যবিবরণী ২১ জুন ২০১৭

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৬৯২

শিড়্গার লড়্গ্য অর্জনে সবাইকে একসাথে কাজ করতে হবে
                    -- শিড়্গামন্ত্রী

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :

    শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ বলেছেন, শিড়্গার লড়্গ্য অর্জনে শিড়্গক, কর্মকর্তা-কর্মচারী সবাইকে একসাথে কাজ করতে হবে।  শিড়্গা পরিবারের সবাইকেই সম্মান দিতে হবে। কারো কাজ ছোট নয়। সকলের সম্মিলিত কাজের মাধ্যমে আমরা শিড়্গার লড়্গ্য অর্জন করব।

    তিনি আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শিড়্গা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    মন্ত্রী বলেন, বেসরকারি শিড়্গক কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতার জন্য এ সরকারের আমলে বরাদ্দ অনেক বাড়ানো হয়েছে। গতবছর ৬৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছিল। এবার এখাতে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দাবিও পূরণ হবে।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসরকারি শিড়্গা প্রতিষ্ঠান শিড়্গক কর্মচারী কল্যাণ ট্রাস্টের  সদস্য সচিব অধ্যড়্গ মো. শাহজাহান আলম সাজু, বেসরকারি শিড়্গা প্রতিষ্ঠান শিড়্গক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যড়্গ শরীফ আহম্মেদ সাদী এবং বাংলাদেশ শিড়্গা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সভাপতি এম আরজু বক্তৃতা করেন।

 #

আফরাজ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২০১০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৬৯১

ব্যাংক ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানসমূহের সরকারে ফাস্ট ট্র্যাক
প্রকল্পে আরো বিনিয়োগ করা প্রয়োজন
                -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ বলেছেন, ব্যাংক ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানসমূহের সরকারে ফাস্ট ট্র্যাক প্রকল্পে আরো বিনিয়োগ করা প্রয়োজন। সরকার বিনিয়োগের পরিবেশ সৃজন করেছে। আপনাদের বিনিয়োগ নিরাপদ এবং রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান করা হবে।

     প্রতিমন্ত্রী আজ ঢাকায় বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ খাতে অর্থায়ন সংক্রানত্ম সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    তিনি বলেন, বড় ধরনের সুযোগ তৈরি হচ্ছে। আগামী এক মাসের মধ্যে সরকার বিদ্যুৎ উৎপাদনে ফাস্ট ট্র্যাক কিছু প্রকল্প সূচনা করতে যাচ্ছে। এসব প্রকল্পে আর্থিক প্রতিষ্ঠানসমূহের বিনিয়োগ করা উচিত। প্রতিমন্ত্রী এসময় বিশ্ববিদ্যালয়সমূহে ইনোভেশন ল্যাব স'াপনের গুরম্নত্বারোপ করে বলেন, আমরা ছাত্র-ছাত্রীদের ইনটার্নশিপ করাচ্ছি যা খুবই ফলপ্রসূ। আগামীতে এ সংখ্যা আরো বাড়ানো হবে।
    
    এসডিজি মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, উৎপাদন, সঞ্চালন, বিতরণ, নবায়নযোগ্য জ্বালানি ও প্রি-পেমেন্ট মিটার এই ৫টি খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠানসমূহ ঈঝজ এর আওতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শিক্ষায় বিনিয়োগ করলে ভবিষ্যতে দেশ লাভবান হবে। তিনি ব্যাংকসমূহকে নিজস্ব অর্থ আরো সুষমভাবে ব্যবহারের অনুরোধ জানান।

    ব্যাংকিং বিভাগের সচিব মোঃ ইউনুসুর রহমান বলেন, সরকারের স্কিমগুলো আকর্ষণীয় কিন' বিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে হয় দীর্ঘমেয়াদি এবং বিপুল পরিমাণ যা ব্যাংকগুলো করতে অনীহা প্রকাশ করে। তবে ব্যাংকিং বিভাগ হতে প্রয়োজনীয় সহযোগিতা দ্রম্নততার সাথে করা হবে।

#

আসলাম/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮২৭ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৬৯০   

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :
দশম জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪৩তম বৈঠক আজ কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য তালুকদার আব্দুল খালেক, মোঃ নূরুল ইসলাম সুজন ও মোঃ আনোয়ারুল আজীম (আনার) বৈঠকে অংশগ্রহণ করেন। 
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং মংলা বন্দর কর্তৃপক্ষের কার্যক্রমের ওপর বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। কমিটি আসন্ন ঈদ উপলক্ষে নৌ-পথে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন যাত্রীসেবা নিশ্চিত করতে মনিটরিং কার্যক্রম জোরদার করতে সুপারিশ করে।
 বৈঠকে উল্লেখ করা হয়, বাংলাদেশের বাণিজ্যের ৯০ ভাগ সমুদ্রনির্ভর যার মধ্যে ৯২ ভাগ আমদানি-রপ্তানি চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। আমদানি-রপ্তানির পরিমাণ বর্তমানে ৭০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে যা তিন হাজারের বেশি সামুদ্রিক জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙ্গরের ফলাফল। মাতারবাড়ী, কুতুবদিয়া ও মহেশখালী এলাকায় কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটি, জ¦ালানি তেল আনলোডিং এর জন্য ঝরহমষব চড়রহঃ গড়ড়ৎরহম, খধহফ নধংবফ খঘএ ঃবৎসরহধষ, ভাসমান গ্যাসের জন্য ঋষড়ধঃরহম ঝঃড়ৎধমব জবমধংরভরপধঃরড়হ টহরঃ (ঋঝজট) স্থাপন এবং ১৪ মিটার ড্রাফটের জাহাজ ভিড়ানোর জন্য টার্মিনাল স্থাপনের উদ্যোগ সরকার কর্তৃক গ্রহণ করা হয়েছে। উক্ত টার্মিনালসমূহ সুষ্ঠু অপারেশনের লক্ষ্যে কুতুবদিয়া, মহেশখালী ও মাতারবাড়ী এলাকাকে পোর্ট লিমিটেড আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বৈঠকে আরো উল্লেখ করা হয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশের মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক অবদান, বন্দরের শহিদ ১০১ জন কর্মকর্তা ও কর্মচারী, বন্দরে সংঘটিত ঐতিহাসিক সোয়াত প্রতিরোধ এবং এতে জীবন উৎসর্গকারী মানুষ, নৌ-কমান্ডোদের দুঃসাহসী অভিযান এবং সামগ্রিকভাবে চট্টগ্রামের মুক্তিযুদ্ধকে স্মরণীয় করে রাখতে কর্ণফুলী নদীর তীরে একটি মনুমেন্ট ও একটি জাদুঘর স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।
বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

সাব্বির/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৬৩০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৬৮৯
জেলা পরিষদের নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ  

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন ) :     

আজ বাংলাদেশ সচিবালয়স্থ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলনকক্ষে মানিকগঞ্জ, নোয়াখালী, যশোর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, কক্সবাজার, খুলনা, কুড়িগ্রাম এবং চট্টগ্রাম জেলা পরিষদের মোট ১৬ জন নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ জেলা পরিষদের ২ নং ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য মো. আব্দুল খালেক মিয়া, নোয়াখালী জেলা পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ মোশারেফ হোসেন এবং ৯ নং ওয়ার্ডের সদস্য মো. কামাল উদ্দিন, যশোর জেলা পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য ইকবাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য পায়েল হোসেন মৃধা, সিলেট জেলা পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শাহানুর, ৩ নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের সদস্য সহল আল রাজী চৌধুরী এবং ১৪ নং ওয়ার্ডের সদস্য মো. ইমাম উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম, খুলনা জেলা পরিষদের ৫ নং সংরক্ষিত আসনের সদস্য বেগম জেসমিন পারভীন জলি এবং ১৪ নং ওয়ার্ডের সদস্য শেখ আবু জাফর, কুড়িগ্রাম জেলা পরিষদের ২ নং সংরক্ষিত আসনের মহিলা সদস্য মোছা. লাভলী বেগম, ৬ নং ওয়ার্ডের সদস্য আহাম্মদ আলী পোদ্দার এবং ১৪ নং ওয়ার্ডের সদস্য মো. জাইদুল ইসলাম মিনু এবং চট্টগ্রাম জেলা পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য আখতার উদ্দীন মাহমুদ শপথগ্রহণ করেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন উক্ত জেলা পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
#
জাকির/অনসূয়া/সুবর্ণা/রফিকুল/শামীম/২০১৭/১৩০৮ ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৬৮৬
শারীরিক ও মানসিক সুস্থতার  জন্য যোগ ব্যায়াম গুরুত্বপূর্ণ 
                                                        --স্পিকার
 
ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন ) :     
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন,  শারীরিক ও মানসিক সুস্থতার প্রয়োজনে যোগ ব্যায়াম একটি কার্যকর উপাদান। তিনি সুস্থ সমাজ বিনির্মাণে যোগ ব্যায়াম অনুশীলনের মাধ্যমে জীবন ধারায় ইতিবাচক পরিবর্তন আনতে একাজে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। 
তিনি আজ ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতীয় হাইকমিশন কর্তৃক তৃতীয় আন্তর্জাতিক ইয়োগা দিবস-২০১৭ উপলক্ষে আয়োজিত প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। 
স্পিকার বলেন, যোগ ব্যায়াম একটি গুরুত্বপূর্ণ বিষয় যা শারীরিক ও মানসিক বন্ধনকে নিবিড় করে। অবাধ তথ্য প্রবাহের এ যুগে মানুষের জীবন চলার পথে অনেক রোগ ব্যাধির সম্মুখীন হতে হয়। সেসকল রোগ ব্যাধিকে  জয় করে  শারীরিক ও মানসিক সুস্থতার  জন্য যোগ ব্যায়াম কার্যকরী ভূমিকা রাখতে পারে। তিনি একাজে সকলকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। 
তিনি  বলেন, যোগ ব্যায়ামের একটি প্রাচীন ঐতিহ্য রয়েছে। এটি একটি বিজ্ঞান যা নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের জীবনে কাঙ্খিত পরিবর্তন আনতে পারি এবং সুস্থ থাকতে পারি। তিনি শারীরিক গঠন ও মনের উৎকৃষ্টতা অর্জনে ইয়োগাকে জীবনের সংগে সম্পৃক্ত করার আহ্বান জানান। 
 অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও বাংলাদেশে নিযুক্ত ভারতের  হাই কমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা বক্তৃতা করেন। অনুষ্ঠানে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা প্রচার এবং  ভারত বিচিত্রার  ইয়োগা বিষয়ক  বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। উল্লেখ্য, বিশ্বের ১৪০টি দেশে এ দিবসটি পালিত হচ্ছে।  
#
নুরুল/অনসূয়া/সুবর্ণা/রফিকুল/শামীম/২০১৭/১২১৯ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৬৮৪  

বিআরটিসি’র ঈদ স্পেশাল সার্ভিস চালু
ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিগত বৎসরের ন্যায় এ বৎসরও বিআরটিসি ঘরমুখী মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী ২২ থেকে ২৯ জুন পর্যন্ত ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এর আয়োজন করেছে।  
গতকাল ২০ জুন থেকে ঢাকাস্থ মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (ফুলবাড়িয়াস্থ সিবিএস-২) হতে বিআরটিসি’র অগ্রিম টিকিটের ব্যবস্থা চালু হয়েছে। যাত্রী সাধারণকে বিআরটিসি’র ঈদ স্পেশাল সার্ভিসের সেবা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।   
#

অনসূয়া/জসীম/রফিকুল/আসমা/২০১৭/১১৩০ ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৬৮৩  
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 
“পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি দেশবাসী এবং বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
লাইলাতুল কদর সিয়াম সাধনার মাস রমজান-এর এক মহিমান্বিত রজনি। এই রাতে মানবজাতির পথ নির্দেশক পবিত্র আল-কোরআন পৃথিবীতে নাযিল হয়। পবিত্র কোরআনের শিক্ষা আমাদের পার্থিব সুখ-শান্তির পাশাপাশি আখিরাতের মুক্তির পথ দেখায়।  
কোরআনের বর্ণনা অনুসারে মহান আল্লাহ্ এই রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। এই রাতে আল্লাহ্র অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগীর মাধ্যমে আমরা মহান আল্লাহ্র নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তাঁর অসীম  রহমত, বরকত ও মাগফিরাত।
এই পবিত্র রজনিতে আমি মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি ও কল্যাণ কামনা করছি।
মহান আল্লাহ্ আমাদের সহায় হোন। আমিন।   
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#

ইমরুল/অনসূয়া/গিয়াস/শহিদ/আসমা/২০১৭/১০০০ ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৬৮২

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন ) :     
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ২৩ জুন পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“মহিমান্বিত রজনি পবিত্র শবে কদর উপলক্ষে আমি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ।
‘হাজার মাসের চেয়েও উত্তম’ পবিত্র লাইলাতুল কদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় রজনি। পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরান লাইলাতুল কদরে নাযিল হয়। আল্লাহ্ তা’য়ালা বলেন, ‘আমি কদর রাতে কুরআন নাযিল করেছি’। তাই মুসলিম উম্মাহ’র নিকট কদরের গুরুত্ব ও ফজিলত অত্যধিক। আমাদের ক্ষণস্থায়ী জীবনে হাজার মাসের চেয়েও বেশি ইবাদতের নেকি লাভের সুযোগ এনে দেয় এই রাত। এই মহিমান্বিত রজনি মানব জাতিকে আল্লাহ্ তা’য়ালার বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয়।
ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবে কদরের এই পবিত্র রজনিতে আমরা সর্বশক্তিমান আল্লাহ্র দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানাই। মহান আল্লাহ্ আমাদের প্রার্থনা কবুল করুন।
পবিত্র শবে কদর সকলের জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক মহান আল্লাহ্র দরবারে এ কামনা করি।  
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

#
আজাদ/অনসূয়া/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১০২০ ঘণ্টা 
 

Todays handout (4).docx