Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ডিসেম্বর ২০১৭

তথ্যবিবরণী 18.12.2017

তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৩৪৮৪

পরাধীন থাকলে সংস্কৃতি চর্চা সম্ভব হতো না
                    --- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

ঢাকা, ৪ পৌষ (১৮ ডিসেম্বর) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আজ আমরা স্বাধীন ও মুক্ত পরিবেশে সংস্কৃতি চর্চা করতে পারছি। পরাধীন থাকলে এটি সম্ভব হতো না। এ বাংলাদেশেও ৭৫ পরবর্তী সময়ে স্বাধীনতাবিরোধী অপশক্তির কুপ্রভাবে সংস্কৃতি চর্চা নানাভাবে ব্যাহত হয়েছে। তখন বাংলাদেশ বেতারের নাম পরিবর্তন করে বাংলাদেশ রেডিও করা হয়েছিল। উন্নত জাতি গড়তে হলে শিক্ষার সঙ্গে সংস্কৃতি চর্চার সমন্বয় জরুরি। উদার, মুক্তচিন্তাশীল ও সংবেদনশীল মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এটি আরো জরুরি।
মন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার যৌথ আয়োজনে ‘তৃতীয় জাতীয় নৃত্যনাট্য উৎসব ২০১৭’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী এবং বিশিষ্ট ভাষাসৈনিক ড. এনামুল হক।
মন্ত্রী বলেন, শিল্প ও সংস্কৃতি চর্চা সাধনার বিষয়, শখের বিষয় নয়। মেধা, শ্রম, নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে এটি অর্জন করতে হয়। নতুন প্রজন্মের মাঝে এ ধারণাটি সঞ্চার করতে হবে। শেখ হাসিনার সরকার সংস্কৃতিবান্ধব সরকার উল্লেখ করে মন্ত্রী বলেন, সীমিত সামর্থ্য ও সাধ্যের মধ্য দিয়েও আন্তরিকতার সাথে দেশে সুস্থ সংস্কৃতি চর্চা ও বিকাশে কাজ করে যাচ্ছি। সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে অনেক শিল্প ও সাংস্কৃতিক সংগঠনকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। অস্বচ্ছল শিল্পী ও সংস্কৃতিকর্মীদের অনুদান ও ভাতা প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পীদের সহায়তার ব্যাপারে খুবই আন্তরিক ও উদার। তিনি বলেন, প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকার হাতিরঝিলে ঢাকা অপেরা হাউস নামে সুবিশাল কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করা হয়েছে যা নির্মিত হলে এটি হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে একটি দৃষ্টিনন্দন স্থাপনা। তবে এটি বাস্তবায়ন করতে হলে জনবান্ধব আওয়ামী লীগ সরকারকে পুনর্নির্বাচিত করা জরুরি।
উল্লেখ্য পাঁচ দিনব্যাপী এ নৃত্যনাট্য উৎসব ১৮, ১৯, ২০, ২৩ ও ২৪ ডিসেম্বর ২০১৭ অনুষ্ঠিত হবে।
#
ফয়সল/সঞ্জীব/জয়নুল/২০১৭/২১৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                নম্বর : ৩৪৮৩ 
 
ইতালিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
 
মিলান (ইতালি), ১৮ ডিসেম্বর :
যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সাথে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৭ উদ্যাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। কনস্যুলেট আয়োজিত অনুষ্ঠানমালার মিলানের বাইরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করার লক্ষ্যে অভিবাসী দিবসের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। ইতালির উত্তরাঞ্চলীয় শহর বোলজানোতে আয়োজিত এবারের অনুষ্ঠানমালায় ছিল কনস্যুলার সেবা প্রদান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে খেলাধুলা ও আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে ইতালির বোলজানোতে বসবাসরত সকল শ্রেণিপেশার প্রবাসী বাংলাদেশি নারীপুরুষ ও শিশুকিশোররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলানের কনসাল জেনারেল রেজিনা আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যখন রাষ্ট্র ধারণার জন্ম হয়নি তখন থেকেই মানুষ সুখী ও সমৃদ্ধ জীবনের আশায় এক জায়গা থেকে আরেক জায়গায় ভাগ্য ও জীবিকার অনে¦ষণে গমন শুরু করে। বাংলাদেশের মানুষও উন্নততর জীবন, জীবিকা ও ভাগ্যের অনে¦ষণে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত রয়েছে এবং তারা তাদের পরিবার ও সমাজের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নেও অবদান রাখছে। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে অভিবাসীদের কল্যাণে সরকার গৃহীত নানামুখী কার্যক্রম প্রবাসী বাংলাদেশিদের অবহিত করেন।
#
নাইচ/শেফায়েত/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ৩৪৮২ 
 
আন্তর্জাতিক অভিবাসন দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী
বৈধপথে অভিবাসী কর্মীদের গমন নিশ্চিত করতে হবে
 
ঢাকা, ৪ পৌষ (১৮ ডিসেম্বর) :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রা বৈধপথে অভিবাসী কর্মীদের গমন নিশ্চিত করতে হবে। অভিবাসী কর্মীদের বৈধপথে বিদেশগমন নিশ্চিত ও মানবপাচার রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একযোগে কাজ করছে। এছাড়াও তৃণমূল পর্যায়ে মানবপাচার রোধ এবং বৈধপথে অভিবাসী কর্মীদের বিদেশগমনের জন্য সচেতনতামূলক প্রচার ও প্রচারণার কার্যক্রম অব্যাহত রয়েছে। 
মন্ত্রী আজ ঢাকার শেরেবাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।  
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা। পরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৭ উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বাণী পাঠ করে শোনানো হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম। এছাড়াও  আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন বায়রার সভাপতি বেনজীর আহমেদ, আইওএম এর ডেপুটি মিশন চিফ আব্দুস সাত্তার, ইউএন উইমেন-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিস শকো ইশিকাওয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার। 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, এবারের আন্তর্জাতিক অভিবাসী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে”। তিনি বলেন, টেকসই উন্নয়ন নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে বিশ্ব শ্রমবাজারের সাথে সামঞ্জস্য রেখে আমরা আমাদের কর্মীদের দক্ষতা উন্নয়নে কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনার আলোকে দক্ষকর্মী তৈরিতে দেশের প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রকল্প হাতে নিয়েছি। পরে মন্ত্রী আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সকল প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 
 অনুষ্ঠানে দুইজন অভিবাসী কর্মী নারায়ণগঞ্জের নার্গিস আক্তার জুঁই এবং পিরোজপুরের পরিমল বাদল তাদের বিদেশে অবস্থান, সাফল্য ও অভিজ্ঞতা বর্ণনা করেন। এছাড়া অনুষ্ঠানে প্রবাসী কর্মীর সন্তানদের ৪টি ক্যাটাগরিতে ৮ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। উল্লেখ্য যে, ২০১৭ সালে মোট ৪টি ক্যাটাগরিতে ১২৩০ জন শিক্ষার্থীকে প্রায় দুই কোটি টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত প্রবাসী কর্মীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় ও নানা সমস্যার কথা শোনেন এবং তাদের সাথে কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। আলোচনাশেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ অভিবাসী মেলা উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের অভিবাসী মেলায় ৪৫টি সরকারি, আর্থিক ও ব্যাংকিং প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও এনজিও, রিক্রুটিং এজেন্সিগুলোসহ অন্যান্য ৬০টি স্টল অংশগ্রহণ করে। 
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে ৮ টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পর্যন্ত একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদারের সভাপতিত্বে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই নিরাপদ অভিবাসন নিশ্চত করা সম্ভব’ বিষয়ক একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
জাহাঙ্গীর/নাইচ/শেফায়েত/মোশারফ/জয়নুল/২০১৭/১৯৫০ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                 নম্বর : ৩৪৮১ 
 
মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত
 
উখিয়া (কক্সবাজার), ৪ পৌষ (১৮ ডিসেম্বর) : 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে। 
      উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ২৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৪১ ট্রাকের মাধ্যমে ৯৯ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৯ হাজার ৯ শত ৬০ প্যাকেট শুকনো খাবার, ৫ শত ৮২ প্যাকেট শিশু খাদ্য, ৪ হাজার ২ শত ৫৪ পিস কাপড়চোপড়, ১৩ হাজার ৩ শত ৮০ পিস গৃহস্থালিসামগ্রী, ৩ শত গৃহনির্মাণ সামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  
জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত কক্সবাজার ৪টি খাদ্যগুদামে প্রাপ্তি ও প্রদানের পর ২ হাজার ৯ শত ৪৬ মেট্রিক টন চাল, ৮০ মেঃ টন ডাল, ৮৭ হাজার ৯ শত ৬৯ লিটার তেল, ৬১ মেট্রিক টন লবণ, ৭০ মেট্রিক টন চিনি, ২ হাজার ২ শত ৮ কেজি আটা, ৭২ হাজার ১ শত ২৩ কেজি গুঁড়োদুধ, ১৬ হাজার ১ শত পিস ও ৪৮৯ বান্ডেল কম্বল, ৫১১টি তাঁবু ও ত্রিপল মজুত রয়েছে।   
জেলা প্রশাসক, কক্সবাজার এবং ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কর্তৃক যৌথভাবে পরিচালিত “অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তা” নামক সোনালী ব্যাংক, কক্সবাজার শাখার চলতি হিসাব নং ৩৩০২৪৬২৫ এ আজ পর্যন্ত ৪ কোটি ৮৯ লাখ ৯৭ হাজার ৬ শত ৭৬ টাকা জমা রয়েছে।
#
সাইফুল/নাইচ/মোশারফ/রেজাউল/২০১৭/১৯৪৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                 নম্বর : ৩৪৮০ 
 
মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে
 
উখিয়া (কক্সবাজার), ৪ পৌষ (১৮ ডিসেম্বর) : 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।
 
আজ কুতুপালং -১ ক্যা¤েপ ১ হাজার ৪১ জন পুরুষ, ১ হাজার ২ শত ৮২ জন নারী মিলে ২ হাজার ৩ শত ২৩ জন, কুতুপালং-২ ক্যাম্পে ১ হাজার ২ শত ১৪ জন পুরুষ, ১ হাজার ৪ শত ৩০ জন নারী মিলে ২ হাজার ৬ শত ৪৪ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৮ শত ৭ জন পুরুষ, ৮ শত ৯৪ জন নারী মিলে ১ হাজার ৭ শত ১ জন, থাইংখালী-১ ক্যাম্পে ৪ শত ৪৩ জন পুরুষ, ৫ শত ১৯ জন নারী মিলে ৯ শত ৬২ জন, থাইংখালী-২ ক্যাম্পে ৩ শত ৫৪ জন পুরুষ, ৩ শত ৮৮ জন নারী মিলে ৭ শত ৪২ জন, বালুখালী ক্যাম্পে ৭ শত ১৫ জন পুরুষ, ৭ শত ২০ জন নারী মিলে ১ হাজার ৪ শত ৩৫ জন, ঊনচিপ্রাং ক্যাম্পে ৭ শত ৬৩ জন পুরুষ, ৭ শত ৯৩ জন নারী মিলে ১ হাজার ৫ শত ৫৬ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ১১ হাজার ৩ শত ৬৩ জনের জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।
¬¬
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৮ লাখ ৬৭ হাজার ৩ শত ৭১ জনের নিবন্ধন করা হয়েছে।
 
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ হাজার ৩ শত ৯৫ জন ছেলে এবং ১৮ হাজার ৯ শত ৭৮ জন মেয়ে। বাবা-মা কেউ নেই এমন এতিম শিশুর সংখ্যা ৭ হাজার ৭ শত ৭১ জন।
 
#
সাইফুল/নাইচ/মোশারফ/রেজাউল/২০১৭/১৯৩২ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                নম্বর : ৩৪৭৯ 
 
 
ভিয়েতনাম মিশনে মহান বিজয় দিবস উদ্যাপন
 
 
ভিয়েতনাম, হ্যানয়, ১৮ ডিসেম্বর :
মহান বিজয় দিবস ২০১৭ ভিয়েতনামের হ্যানয়ে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় এবং উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পালন করা হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষে রাষ্ট্রদূত কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, দোয়া ও মোনাজাত এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ সকালে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন। দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ, ভিয়েতনামে বসবাসরত বাংলাদেশি প্রবাসীগণ এবং স্থানীয় গণ্যমান্য অতিথিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
ভিয়েতনামে ডিপ্লোমটিক কোরের ভাইস ডিন ও প্যালেস্টাইনের রাষ্ট্রদূত এবং ভারত, আজারবাইজান, মিশন, ব্রুনাই, আয়ারল্যান্ড, স্পেন, সৌদি আরব ও শ্রীলংকার রাষ্ট্রদূতগণ এবং মালয়েশিয়ার প্রতিনিধি, ভিয়েতনাম চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্র্রিজ এবং প্রেসিডেন্ট-এর এডভাইজারসহ ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, ভিয়েতনামের একমাত্র ইংরেজি দৈনিক ভিয়েতনাম নিউজের এডিটর ইন চিফ ট্রিন থান থুই, ভিয়েতনামের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, আইনবিদ এবং ফ্যাশন ডিজাইনারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
#
আমিনুল/নাইচ/শেফায়েত/মোশারফ/জয়নুল/২০১৭/১৯২০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৩৪৭৮
 
মাতৃমৃত্যুর প্রধানতম কারণ বাল্যবিবাহ 
                          -- চিফ হুইপ
 
ঢাকা, ৪ পৌষ (১৮ ডিসেম্বর) :  
জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, বাংলাদেশ সরকার কর্তৃক মাতৃস্বাস্থ্যের উন্নয়নে ব্যাপক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করার ফলে মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ৩৪৪ থেকে কমে ১৭০ এ আনা সম্ভব হয়েছে। তা সত্ত্বেও এখনো দেশে প্রতিবছর ৫২০০ অর্থাৎ প্রতিদিন প্রায় ১৫ জন মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। এই প্রতিরোধযোগ্য মাতৃমৃত্যুর অন্যতম কারণ হলো বাল্যবিবাহ এবং শতকরা ৬২ ভাগ বাড়িতে অদক্ষ দাইয়ের হাতে প্রসব করানো।
চিফ হুইপ আজ ঢাকায় আয়োজিত ‘এনশিউরিং এভরি মেটারনাল ডেথ ইজ কাউন্টেড ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আ স ম ফিরোজ মাতৃমৃত্যুর সঠিক কারণ নিবন্ধন নিশ্চিত করতে আইন প্রণয়নের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং একই সাথে দেশে বাল্যবিবাহ রোধ সংক্রান্ত আইনগুলোর যথাযথ প্রয়োগ নিশ্চিত করার জন্য সরকারি কর্মচারী এবং সর্বস্তরের জনপ্রতিনিধিদের আরো জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিবে মিল্লাত। সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি আলোচনায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনএফপিএ এর চিফ হেলথ ডা. সাথিয়া নারায়নান দোরাইসস্বামী।
#
 
মিজানুর/নাইচ/শেফায়েত/মোশারফ/রেজাউল/২০১৭/১৯১৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                 নম্বর : ৩৪৭৭ 
 
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
 
ঢাকা, ৪ পৌষ (১৮ ডিসেম্বর) :  
দশম জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৬তম বৈঠক কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে  আজ সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম), মুহিবুর রহমান মানিক এবং সামশুল হক চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বৈঠকে যোগদান করেন।
 
কমিটি বিদ্যুতের অপচয় রোধকল্পে সচেতনতামূলক ক্যাম্পেইন করার জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।
 
বৈঠকে উন্নয়নের চালিকা শক্তি হিসেবে টেকসই ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের জন্য মানসম্পন্ন আনুষঙ্গিক যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।
 
কমিটি আরইবি ও পিডিবিকে সমন্বিতভাবে কাজ করে স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দুর্নীতি দূর করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
 
পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব, আরইবি এর চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
 
#
 
রুবাইয়াত/নাইচ/শেফায়েত/মোশারফ/রেজাউল/২০১৭/১৯৩৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                নম্বর : ৩৪৭৬ 
 
চট্টগ্রামে কুলখানিতে ১০ জনের মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক 
 
ঢাকা, ৪ পৌষ (১৮ ডিসেম্বর) :
আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী’র কুলখানিতে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, রিমা কমিউনিটি সেন্টারে সদ্য প্রয়াত মহিউদ্দিন চৌধুরী’র কুলখানিতে আগত অতিথিদের মধ্যে ১০ জন পদদলিত হওয়ায় আমি খুবই মর্মাহত। মন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জাহাঙ্গীর/নাইচ/শেফায়েত/মোশারফ/জয়নুল/২০১৭/১৮১০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৩৪৭৫ 
 
চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিংয়ে ২৭ ধাপ এগিয়েছে
‘লয়েডস লিস্ট’ কর্তৃপক্ষ ১৯ ডিসেম্বর সনদপত্র হস্তান্তর করবে
 
ঢাকা, ৪ পৌষ (১৮ ডিসেম্বর) :
লন্ডনভিত্তিক শিপিং বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরনো সংবাদমাধ্যম ‘লয়েডস লিস্ট’  এর ২০১৬ সালের জরিপে বিশ্বের শীর্ষ ১০০টি কন্টেইনার পোর্টের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পাঁচ ধাপ এগিয়ে ৭১তম অবস্থানে উন্নীত হয়েছে। ২০০৮ সালে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৯৮তম। বিগত ৮ বছরে চট্টগ্রাম বন্দর তার কর্মদক্ষতা এবং সর্বোচ্চ হ্যান্ডলিং প্রবৃদ্ধির মাধ্যমে ২৭ ধাপ এগিয়ে এ রেকর্ড সৃষ্টি করেছে। 
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ১৯ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে একটি অনুষ্ঠানের মাধ্যমে এ সাফল্যকে বিশেষভাবে উদ্যাপনের প্রয়াস নিয়েছে। সেদিন লয়েডস লিস্ট-এর সম্পাদক লিন্টন নাইটিংগেল (খরহঃড়হ ঘরমযঃরহমষব) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিকট সনদপত্র হস্তান্তর করবেন। 
চট্টগ্রাম বন্দরের এ অভূতপূর্ব সাফল্য বর্তমান সরকারের অর্থনৈতিক অগ্রযাত্রার প্রতিফলন। বর্তমান সরকারের রুপকল্প ২০২১ ও ২০৪১ এর সফল বাস্তবায়নে চট্টগ্রাম বন্দরের ভূমিকা প্রণিধানযোগ্য। 
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০০৯ সালে ১০,৬৯,৯৯৯; ২০১৩ সালে ১৪,০৬,৪৫৬; ২০১৪ সালে ১৫,৪১,৫১৭; ২০১৬ সালে ২০,২৪,২০৭ এবং ২০১৭ সালে এ পর্যন্ত ২৩,৪৬,৯০৯ টিইইউস  (২০ ফিট দৈর্ঘ্যরে কন্টেইনার) কন্টেইনার হ্যান্ডলিং করেছে। ২০০৯ সালে ২,০৯৯; ২০১৩ সালে ২,১৫৬; ২০১৪ সালে ২,৪১০; ২০১৬ সালে ২,৭০৯ এবং ২০১৭ সালে এ পর্যন্ত ৩,১৪টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে।
জাহাঙ্গীর/নাইচ/শেফায়েত/মোশারফ/জয়নুল/২০১৭/১৮০০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                 নম্বর : ৩৪৭৪ 
 
জাপানে বাংলাদেশ দূতাবাসের অভিবাসী দিবস উদ্যাপন
টোকিও (জাপান), ১৮ ডিসেম্বর :
জাপানে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করেছে জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষে দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। এছাড়া সম্প্রতি প্রয়াত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অভিবাসী দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছে। মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। 
অনুষ্ঠানে অভিবাসীদের সাথে মুক্ত আলোচনা করা হয়। আলোচনায় জাপানে কিভাবে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা বৃদ্ধি করা যায়, অভিবাসীদের সমস্যা দূর করার উপায় এবং কিভাবে দেশে বৈধ পথে এবং সহজে আরো বেশি রেমিট্যান্স পাঠানো যায় ইত্যাদি বিষয় উঠে আসে। অভিবাসীগণ জাপানে পড়তে আসা ছাত্রছাত্রীদের আসার পথ সুগম করা এবং পড়া শেষে কাজ করার বিষয়ে দূতাবাসের সহযোগিতা কামনা করেন। জবাবে রাষ্ট্রদূত সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং অনেক বছর ধরে অবস্থান করা অভিবাসীদেরও এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান।
#
 
শিপলু/নাইচ/মোশারফ/রেজাউল/২০১৭/১৭৩৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                নম্বর : ৩৪৭৩
 
কন্টেইনার হ্যান্ডলিংয়ে ২৭ ধাপ এগিয়ে চট্টগ্রাম বন্দর
 
ঢাকা,  ৪ পৌষ (১৮ ডিসেম্বর):
 
লন্ডনভিত্তিক শিপিং বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরানো সংবাদমাধ্যম খষড়ুফং খরংঃ এর ২০১৬ সালের জরিপে বিশ্বের শীর্ষ ১শ’ টি কন্টেইনার পোর্টের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পাঁচধাপ এগিয়ে ৭১ তম অবস্থানে উন্নীত হয়েছে। ২০০৮ সালে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৯৮ তম। বিগত ৮ বছরে চট্টগ্রাম বন্দর তার কর্মদক্ষতা এবং সর্বোচ্চ হ্যান্ডলিং প্রবৃদ্ধির মাধ্যমে ২৭ ধাপ এগিয়ে এ রেকর্ড সৃষ্টি করেছে। 
 
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আগামীকাল ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে একটি অনুষ্ঠানের মাধ্যমে এ সাফল্যকে বিশেষভাবে উদ্যাপনের প্রয়াস নিয়েছে। সেদিন লয়েডস লিস্ট-এর সম্পাদক খরহঃড়হ ঘরমযঃরহমষব চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিকট সনদপত্র হস্তান্তর করবেন। 
 
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি এবং বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 
 
শীর্ষ ১শ’ টি বন্দর ২০১৬ সালে ৫৫৫ দশমিক ছয় মিলিয়ন টুয়েন্টি ইক্যুইভেলেন্ট ইউনিটস কন্টেইনার হ্যান্ডলিং করেছে। ২০১৫ সালের চেয়ে যা দুই দশমিক দুই ভাগ বেশি। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে চীন ও সিঙ্গাপুর। চীনের ২০টি, ভারতের তিনটি ও পাকিস্তানের করাচি বন্দর স্থান পেয়েছে তালিকায়। করাচি বন্দরের অবস্থান ৭৭তম আর বাংলাদেশের অবস্থান ৭১তম। বিশ্বের চার হাজার বন্দরের মধ্যে ৫’শ টি বন্দর নিয়মিত কন্টেইনার হ্যান্ডলিং করে থাকে। 
 
চট্টগ্রাম বন্দরের এ অভূতপূর্ব সাফল্য বর্তমান সরকারের অর্থনৈতিক অগ্রযাত্রার প্রতিফলন। বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ এর সফল বাস্তবায়নে চট্টগ্রাম বন্দরের ভূমিকা প্রণিধানযোগ্য। 
 
#
জাহাঙ্গীর/অনসূয়া/রফিকুল/শামীম/২০১৭/১৬০৫ ঘণ্টা           

Handout                                                                                                                         Number : 3472

  Victory Day and International Migrants' Day Celebrated in Geneva

Geneva, December 18 :

            The speakers in an open-ended discussion meeting held on 16 December commemoration of the great Victory Day and in observation of the International Migrants’ Day noted the ongoing socio-economic development of Bangladesh and the bright future awaiting under the leadership of Prime Minister Sheikh Hasina. Ambassador M. Shameem Ahsan, Permanent Representative of Bangladesh to the UN and other International Organizations in Geneva and Bangladesh’s Ambassador to Switzerland, presided over the meeting held at the Mission.

            Ambassador Ahsan paid solemn tribute to the invaluable contribution of the Father of the Nation to the War of Liberation and noted  '16 December marks final victory that was achieved after a nine-month long War beginning with Bangabandhu’s historic call for freedom'. The speakers echoed this note and lauded the diplomatic efforts of the Government of Bangladesh towards UNESCO’s inscription of the historic 7 March speech in the 'Memory of the World International Register' as a documentary heritage.

            The ambassador acknowledged the supreme sacrifices of the freedom fighters and highlighted the courage and determination particularly of the teenagers many of whom took part in the war front and laid their lives responding to the call of duty of their motherland.

            The International Migrants' Day was observed on 18 December at the permanent Mission. Termingthe members of the nearly 10-million-strong expatriate community as the true ambassadors of Bangladesh, Ambassador Ahsan urged them to harbor the message of amity and to make the diaspora visible in the host societies by way of making positive contributions with a view to further brighten Bangladesh’s image abroad.

        #

Khaleda/Anasuya/Rezzakul/Shamim/2017/1624 hours 

 
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩৪৭১ 
 
ডেপুটি স্পিকারের সাথে ইউনিসেফ প্রতিনিধির সাক্ষাৎ 
 
ঢাকা, ৪ পৌষ (১৮ ডিসেম্বর) :   
 
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সঙ্গে আজ তার কার্যালয়ে ইউনিসেফ এর প্রতিনিধি এডওয়ার্ড বিগবেডার সাক্ষাৎ করেন। 
 
সাক্ষাৎকালে তারা কনভেনশন অন চাইল্ড রাইট এবং পরবর্তী চাইল্ড পার্লামেন্ট সম্মেলন নিয়ে আলোচনা করেন। প্রত্যেক সংসদীয় আসন থেকে স্থানীয় সংসদ সদস্য কর্তৃক মনোনীত একজন শিশু আগামীবছরের প্রথমার্ধে ঢাকায় অনুষ্ঠেয় শিশুপার্লামেন্ট সম্মেলনে অংশগ্রহণ করবে বলে ডেপুটি স্পিকার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছে এবং মাধ্যমিক শিক্ষকদের শতভাগ বেতন প্রদান করছে।
 
ইউনিসেফের প্রতিনিধি সরকারের নেয়া শিশুদের অধিকার বাস্তবায়নে এ সমস্ত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।
#
সাব্বির/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৭/১৫৪৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৪৭০ 
 
১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে
                                               -শিক্ষামন্ত্রী
ঢাকা,  ৪ পৌষ (১৮ ডিসেম্বর):
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের প্রায় সব বই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেয়া হয়েছে। ২০১৮ শিক্ষাবর্ষে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি বই ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করা হবে। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের ফলে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরাও স্কুলে আসছে।
 
মন্ত্রী আজ রাজধানীর মাতুয়াইলে বিনামূল্যের পাঠ্যপুস্তকের বিভিন্ন ছাপাখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। 
 
নাহিদ বলেন, গতবছরের চেয়ে এবছর ১০ লাখ ৭০ হাজার ৯৬৬ জন শিক্ষার্থী বেড়েছে। বই বেশি ছাপা হয়েছে ৭১ লাখ ৯৩ হাজার ৩৬৯টি। তবে প্রাক-প্রাথমিকের বই শিক্ষা প্রতিষ্ঠানে রাখা হয় বিধায় এবার 
 
প্রাক-প্রাথমিকের বই গতবছরের চেয়ে কিছু কম বিতরণ করা হবে। তিনি বলেন, এবারের বইগুলো ভালো মানের কাগজে ছাপা হয়েছে। বইগুলো আকর্ষণীয় ও রঙিন। নবম-দশম শ্রেণির ১২টি সুখপাঠ্য বই দামি কাগজে রঙিন ছবিসহ ছাপা হয়েছে।
 
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম আগামী ৩০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। আগামী জানুয়ারি মাসের ১ তারিখে ঢাকার আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বই উৎসবের মাধ্যমে বই বিতরণ করা হবে। একই দি
Todays handout (11).docx Todays handout (11).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon