Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জুন ২০১৬

তথ্যবিবরণী ১৪ জুন ২০১৬

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৯৬৬

শিড়্গকদের প্রযুক্তি এড়িয়ে চলার কোনো সুযোগ নেই 
                                         -- শিড়্গামন্ত্রী

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন):

    শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ বলেছেন, আইসিটিসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি প্রয়োগ শিড়্গকতা পেশার জন্য নিয়মিত প্রশিড়্গণ অত্যাবশ্যকীয় করে তুলেছে। তিনি বলেন, বিশ্বায়নের এ যুগে নতুন প্রজন্মকে যুগোপযোগী করে গড়ে তুলতে শিড়্গকদের প্রযুক্তিকে এড়িয়ে চলার কোনো সুযোগ নেই।

    মন্ত্রী আজ ঢাকার বেইলি রোডে অফিসার্স ক্লাবে ৬০০ স্কুল ও কলেজ শিড়্গকের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিড়্গা অধিদপ্তর আয়োজিত প্রশিড়্গণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তৃতায় এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, বিভিন্ন শ্রেণিতে আইসিটি বাধ্যতামূলক করা হয়েছে। সারাদেশে ২৪ হাজার শিড়্গা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাশরম্নম গড়ে তোলা হয়েছে। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দায়িত্ব গ্রহণের সময় দেশে কোন স্কুলে কম্পিউটার ছিল না। আর এখন কম্পিউটার ছাড়া কোনো স্কুল পাওয়া যাবে না।

    তিনি আরো বলেন, শিড়্গকদের আইসিটিতে প্রশিড়্গিত করতে সারাদেশে নবনির্মিত ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) এ বছর কার্যক্রম শুরম্ন করেছে। আগামী দু’বছরে ১৬০টি উপজেলায় এ ধরণের ইউআইটিআরসিই নির্মাণ করা হবে বলে শিড়্গামন্ত্রী জানান। 

    মাধ্যমিক ও উচ্চশিড়্গা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিড়্গা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব এ এস মাহমুদ এবং মাধ্যমিক ও উচ্চশিড়্গা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান বক্তব্য রাখেন।

#

সাইফুলস্নাহ/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৯৬৫

একনেকে ৩ হাজার ৩শ’ কোটি টাকার ৭ প্রকল্প অনুমোদন

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন):
    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চলতি অর্থবছরের ৩৩তম সভায় ৩ হাজার ৩শত ২৬ কোটি ৫০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে বুুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার (নতুন ধলেশ^রী-পুংলী বংশাই-তুরাগ-বুড়িগঙ্গা রিভার সিস্টেম) প্রকল্পসহ মোট ৭টি (নতুন ও সংশোধিত) প্রকল্প অনুমোদন পেয়েছে।
    আজ ঢাকায় এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায় এই অনুমোদন দেয়া হয়। সভায় একনেক সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ, মন্ত্রিপরিষদ সচিব এবং মুখ্যসচিব উপস্থিত ছিলেন।
    পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভা শেষে সাংবাদিকদের একনেক সভার বিস্তÍারিত উল্লেখ করে বলেন, গৃহস্থালী ও শিল্পবর্জ্যরে কারণে রাজধানীর চারপাশের নদীগুলোর পানি মাত্রাতিরিক্ত দূষিত
হচ্ছে। প্রধানমন্ত্রী রাজধানীর চারপাশের নদীসমূহের নাব্যতা বৃদ্ধি এবং পানি দূষণরোধে এলজিইডি মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের নেতৃত্বে মাস্টারপ্লান করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নদীসমূহের বর্জ্যদূষণরোধে সমন্বিত বর্জ্যশোধনাগার করার বিষয়টিও বিবেচনায় রাখার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন। তিনি জানান, জিওবি’র অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১১শত ২৫ কোটি ৫৯ লাখ ৩৩ হাজার টাকা।
    মন্ত্রী জানান, মিলিটারি ফার্ম আধুনিকায়নে ১শত ১৩ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দেয়া  হয়েছে। অনুমোদিত অন্য প্রকল্পসমূহ হচ্ছে ১ হাজার ২৫ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো উন্নয়নসহ নর্দমা ও ফুটপাত নির্মাণ প্রকল্প, ৫৮ কোটি ৩৩ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে হরিশপুর বাইপাস মোড় হতে বনবেলঘরিয়া বাইপাস মোড় পর্যন্ত নাটোর শহরের প্রধান সড়কের মিডিয়ানসহ পেভমেন্ট প্রশস্তকরণ, ৫ শত ৪ কোটি টাকা ব্যয়ে ল্যান্ড একুইজিশন এন্ড ল্যান্ড ডেভেলপমেন্টশন অভ্ জারিয়া ৩৫ মেগাওয়াট কোল ফায়ার্ড থার্মাল পাওয়ার প্লান্ট এবং ২ শত ১৬ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় মেঘনা নদীর ভাঙন হতে শাহবাজপুর গ্যাস ফিল্ড রক্ষা প্রকল্প এবং ২ শত ৮২ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে মোবাইল গেইম ও এপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প ।
#

শেফায়েত/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৯৬৪

জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো’র বহির্গমন শাখার অনাপত্তিপত্র সেবা বিকেন্দ্রীকরণ

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন):

    প্রবাসীকর্মীর পরিবার ও স্বজন যথা: পিতা-মাতা, স্বামী-স্ত্রী, সন্তান, ভাই-বোন, শ্বশুর-শাশুড়ীসহ নিকটাত্মীয়দের প্রবাসীকর্মীর নিকট গমন ও  সেখানে স্বল্প সময় অবস্থানের জন্য জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র বহির্গমন শাখা হতে ‘জয়েনিং রিলেটিভ (ঔড়রহরহম জবষধঃরাব)’ হিসেবে অনাপত্তিপত্র (ঘড় ঙনলবপঃরড়হ ঈবৎঃরভরপধঃব-ঘঙঈ) দেয়া হয়ে থাকে। প্রবাসীকর্মীর নিকটাত্মীয়দের বিদেশ গমন সহজতর করার লক্ষ্যে বিনা খরচে ও তাৎক্ষণিকভাবে এ সেবাটি প্রদান করা হচ্ছে।

    ইতঃপূর্বে এ সেবাটি কেন্দ্রীয়ভাবে শুধু ঢাকাস্থ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র বহির্গমন শাখা হতে প্রদান করা হতো। গত ৭ জুন হতে সেবা প্রদান কার্যক্রমটি বিকেন্দ্রীকরণ করে চট্টগ্রাম ও সিলেটের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে চালু করা হয়েছে।

    প্রাথমিকভাবে এ সেবা বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে প্রবাসীদের সংখ্যাধিক্য এবং আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সুবিধার বিষয়টি বিবেচনা করা হয়েছে। আশা করা হচ্ছে এর মাধ্যমে বিভাগীয় সদরসহ সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের সময়, গমনাগমন ও অর্থের সাশ্রয় হবে।

#

জাহাঙ্গীর/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৬৪০ ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ১৯৬৩

পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন):
    আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনের জন্য সরকারি কর্মসূচি নির্ধারণকল্পে আজ সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল জলিল। সভায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সিদ্ধান্ত হয়, আবহাওয়া অনুকূলে থাকলে ঢাকায় জাতীয় ঈদগাহ, হাইকোর্ট প্রাঙ্গণে, ঈদের দিন সকাল সাড়ে আটটায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোন অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে ঈদের প্রধান জামাত সকাল ৯ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী প্রদান করবেন। সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সকল স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও ‘ঈদ মোবারক’ লিখিত ব্যানার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোস্টে প্রদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া পবিত্র পবিত্র ঈদুল ফিতর দিবাগত রাত্রিতে নির্দিষ্ট সরকারি ভবনসমূহ ও সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হবে।
সভায় সিদ্ধান্ত হয়, সারাদেশে বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, সশস্ত্র বাহিনী বিভাগ ও বেসরকারি সংস্থাসমূহের প্রধানগণ জাতীয় কর্মসূচির আলোকে নিজ নিজ কর্মসূচি প্রণয়নপূর্বক পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে। এছাড়াও বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি গণমাধ্যমসমূহ কর্তৃক যথাযোগ্য গুরুত্বসহকারে বিশেষ অনুষ্ঠান প্রচার ও সংবাদপত্রসমূহে বিশেষ সংখ্যা  প্রকাশ করা হবে। এছাড়াও পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন উপলক্ষে দেশের সকল হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনসমূহে যথাযথভাবে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করবে। এ উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রক্ষার্থে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।
    মহানগরীর বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় নীতির সাথে সংগতিশীল ডকুমেন্টারি ফিল্ম ও চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ডকুমেন্টারি ফিল্ম তৈরির ক্ষেত্রে অন্যান্য মুসলিম দেশের ধর্মীয় অনুষ্ঠানাদি, রীতি ও রেওয়াজকে গুরুত্ব দিয়ে নতুন আঙ্গিকে নতুন ধারার অনুষ্ঠানমালা তৈরির অগ্রাধিকার দেয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়।
    ঈদের দিন সুবিধাবঞ্চিত শিশুদের বিনা টিকিটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন সকল শিশু পার্কে প্রবেশ এবং বিনোদনের ব্যবস্থা করা হবে। শিশুদের মধ্যে চকলেট ও চিপস বিতরণের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন কিছু আর্থিক অনুদান প্রদান করবে। ঈদের দিন সুবিধাবঞ্চিত শিশুদের বিনাটিকিটে ঢাকা জাদুঘর, আহসান মঞ্জিল, লালবাগের কেল্লা ইত্যাদি দর্শনীয় স্থান প্রবেশ এবং তা প্রদর্শনের ব্যবস্থা করা হবে। বাংলাদেশ শিশু একাডেমিতে শিশুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করবে।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুজ্জামান, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, তথ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা সিটি করপোরেশন দক্ষিণ, ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
#

আনোয়ার/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭০৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৯৬২

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের সাথে
বার্ষিক কর্মসম্পাদন  চুক্তি স্বাক্ষর

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন):.

সরকারের রূপকল্প যথাযথভাবে বাস্তবায়নের স্বার্থে এদেশের প্রতিষ্ঠানসমূহের জন্য সরকারি কর্মসম্পাদন পদ্ধতি প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। এর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানসমূহের দক্ষতা ও দায়বদ্ধতা বৃদ্ধি পাবে এবং নিবিড় পরিবীক্ষণের মাধ্যমে সরকারঘোষিত  নীতি ও কর্মসূচির যথাযথ বাস্তবায়ন ত্বরান্বিত করা সম্ভব হবে।

আজ বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার সাথে ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কৃষি সচিব  মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ এ কথা বলেন।

সচিব আশা প্রকাশ করেন, এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সরকারি কার্যক্রম সম্পাদনে সর্বোচ্চ স্বচ্ছতা, গতিশীলতা, দায়বদ্ধতা এবং সমন্বয়ের মাধ্যমে গণমুখী কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি গড়ে উঠবে যার ফলে সরকারের নতুন চ্যালেঞ্জ তথা টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে কৃষি মন্ত্রণালয় যোগ্য অংশীদারিত্বের প্রমাণ দিতে সক্ষম হবে।

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

#

বিবেকান্দ/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৬২০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৬১

ঈদে যানজট নিয়ন্ত্রণে এক হাজার সে¦চ্ছাসেবক

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন):
    ঈদের সময় যানজট নিয়ন্ত্রণে রাখতে ১৪টি পয়েন্টে ১ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। ঈদের আগে ৫ দিন সড়ক স্বেচ্ছাসেবকগণ ট্রাফিক পুলিশকে পরিবহন ব্যবস্থাপনায় সহায়তা করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
    মন্ত্রী আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হেলমেটবিহীন মোটর সাইকেলসহ অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে বিআরটিএ পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
    অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুর্ঘটনা মোকাবিলায় ১৬৫ কোটি টাকা ব্যয়ে সারাদেশের ১৪৪টি দুর্ঘটনাপ্রবণ স্পট ডিভাইডারসহ প্রশস্তকরণের কাজ ৮০ ভাগ শেষ হয়েছে।
    তিনি বলেন, ঈদযাত্রায় মহাসড়কগুলোর যানজটপ্রবণ এলাকায় মহিলা ও শিশুদের জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর মহাসড়কের পাশে অস্থায়ীভিত্তিতে টয়লেট নির্মাণ করবে। এর পাশাপাশি মহাসড়কের পাশে অবস্থিত সকল রেস্টুরেন্ট এবং সিএনজি স্টেশনের শৌচাগারসমূহ ব্যবহার উপযোগী রাখার নির্দেশ দেয়া হয়েছে।
    এসময় বিআরটিএ’র ২টি মোবাইল কোর্ট সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন অপরাধে ৯৯টি মামলা, ৬০ হাজার টাকা জরিমানা, ২টি মোটর সাইকেল আটক, ১০টি সিএনজিচালিত প্রাইভেট অটোরিক্সা ডাম্পিংসহ ৩ জনকে বিভিন্ন মেয়াদে জেল প্রদান করে।
    বিআটিএ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ বিআরটিএ ও ডিএমপি ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
#

নাছের/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৬৪০ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৯৬০

শিক্ষামন্ত্রীর সাথে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন):

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষকদের মান মর্যাদা ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। শিক্ষকগণও তাঁদের ওপর অর্পিত জাতি গঠনের মহান দায়িত্ব নিবেদিতপ্রাণে পালন করে যাবেন বলে শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন।

    মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিএস (সাধারণ শিক্ষা) সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎকালে এ আশাবাদ ব্যক্ত করেন।

    শিক্ষামন্ত্রী সমিতির সভাপতি আই কে সেলিম উল্লাহ খোন্দকার এবং মহাসচিব মো. শাহেদুল খবির চৌধুরীর নেতৃত্বে নির্বাচিত প্রতিনিধিবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন জানান। তিনি নবনির্বাচিত কমিটির সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

    গত ১ জুন সারাদেশে ২২০টি কেন্দ্রে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ১২৩ সদস্যের নির্বাহী কমিটি ২ বছরের জন্য নির্বাচিত হয়।

    শিক্ষামন্ত্রী বলেন, উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যবই, টিউশন ফি মওকুফ, শ্রেণিকক্ষে পাঠদান আকর্ষণীয় করাসহ বিভিন্ন শিক্ষামুখী কর্মসূচির ফলে বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় অবকাঠামোসহ নানা সমস্যা দেখা দিচ্ছে। শিক্ষকগণ নিবেদিতপ্রাণে দায়িত্ব পালন করলে এসব সমস্যা উৎরানো সম্ভব বলে মন্ত্রী জানান।

    অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব এ এস মাহমুদ এবং অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাস উপস্থিত ছিলেন।

#

সাইফুল্লাহ/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৬০০ ঘণ্টা


   

Handout                                                                                                                Number : 1959

Outgoing Egyptian Ambassador calls on Foreign Minister

Dhaka, 14 June : 

            The outgoing Egyptian Ambassador in Bangladesh and the Dean of the Diplomatic Corps in Dhaka Mahmoud Ezzat made a farewell call on  Foreign Minister A H Mahmood Ali MP today at the Foreign Ministry.

            The Egyptian Ambassador expressed his thanks and appreciation for extending all support to him in discharging his duties during his more than four years stay in Bangladesh. The Ambassador briefed the Foreign Minister about the development of bilateral relations between Bangladesh and Egypt during his work as Ambassador and stated that Bangladesh and Egypt are now active partners of political, economic, trade and cultural cooperation that had developed over the years. He appreciated the contributions of our expatriate workers in the Egyptian economy. He also invited the Foreign Minister to visit Egypt for enhancement of bilateral relations between Bangladesh and Egypt.

            The Foreign Minister appreciated the Ambassador for his effective role played and positive contributions made as the Ambassador of Egypt in Bangladesh as well as the Dean of the Diplomatic Corps in Dhaka. The Foreign Minister also thanked the Ambassador for his efforts in improving the relations between Bangladesh and Egypt and expressed the hope that it will improve further in the years ahead.

#

Khaleda/ Mobassera/Khadiza/Rezzakul/Asma/2016/1500  hours

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৯৫৮

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন) :
    জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠক আজ কমিটির সভাপতি মন্নুজান সুফিয়ান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, মো. ইসরাফিল আলম, আনোয়ারুল আবেদীন খান, ছবি বিশ^াস, মো. রুহুল আমিন এবং মো. রেজাউল হক চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
    সভায় বাটা সু-কোম্পানির শ্রমিক ছাঁটাই বিষয়ে ১ (এক) নং উপ-কমিটির তদন্ত প্রতিবেদন বিষয়ে ও রানা প্লাজা দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদানের হালনাগাদ এবং এতদ্সংশ্লিষ্ট মামলাসমূহের সর্বশেষ অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়।
    সাব কমিটি বাটা-সু কোম্পানির শ্রমিকদের মূলবেতন বৃদ্ধি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে সুপারিশ করে। বাটার শ্রমিকদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে স্বার্থান্বেষী বহিরাগত পক্ষ ভয়ভীতি প্রদর্শন, যে আইনি কর্মকা- পরিচালনা করে বাটা-সু কোম্পানির স্বাভাবিক ব্যবসায়িক কর্মকা- পরিচালনায় ব্যাঘাত সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাব-কমিটি সুপারিশ করে।
    অভিযোগকারীগণের অভিযোগ প্রত্যাহারপূর্বক বাটা কর্তৃপক্ষের সাথে আপোশ মিমাংসা সাপেক্ষে তাদের সকলের চাকরি পুনর্বহাল করার জন্য বাটা কর্তৃপক্ষকে পত্র প্রেরণের জন্য সাব-কমিটি সুপারিশ করে।
    বৈঠকে উল্লেখ করা হয় যে, রানা প্লাজা দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে সর্বমোট বাইশ কোটি ঊননব্বই লক্ষ পচাঁত্তর হাজার সাতশত বিশ টাকার অনুদান, ইন্টারন্যাশনাল ট্রাস্ট ফান্ড হতে অনুদান সর্বমোট উনত্রিশ কোটি উনচল্লিশ লক্ষ ষাট হাজার আটশত বাহাত্তর টাকা ও প্রাইমার্ক হতে সর্বমোট একশত এক কোটি বত্রিশ লক্ষ উনত্রিশ হাজার চারশত একষট্টি টাকার অনুদান পাওয়া গিয়েছে।
    এছাড়া বৈঠকে আরো উল্লেখ করা হয় রানাপ্লাজা দুর্ঘটনার প্রেক্ষিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক মোট ১১টি মামলা  শ্রম আদালতে দায়ের করা হয়েছে।
    বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।        
#

সাব্বির/মোবাস্বেরা/খাদীজা/আসমা/২০১৬/১৪৫৫ ঘণ্টা  

 Handout                                                                                                        Number : 1957

Bangladesh elected as Vice President of UNGA

Dhaka, 14 June:

            Bangladesh has been elected unanimously as the Vice President of the upcoming 71 Session of the United Nations General Assembly ( UNGA) on 13 June.

There are 15 other countries from different regional groups were also elected as Vice Presidents along with Bangladesh. Six countries from Africa (Congo, Ivory Coast, Djibouti, Mauritania, Nigeria and Zambia), 4 countries from Asia-Pacific Group (Bangladesh, Nepal, Solomon Island and Turkmenistan), 1 country from Eastern Europe (Armenia), 3 countries from Latin America and Carribian (Bahamas, Belize and El Salvador) and 2 countries from Western Europe and Other Groups  
(Belgium and Germany) were elected as Vice President of the 71st Session.  

As per rules, all the P-5 countries of United Nations Security Council are also the Vice Presidents of the UNGA session. The term of 71 session will begin in September at the commencement of the 71st General Assembly session.

            UNGA also elected Peter Thomson, Permanent Representative of Fiji, as President of its upcoming 71st session. As the Vice President of 71 session of UNGA, Bangladesh will be able to augment its active participation in the work of the United Nations.

#

Khaleda /Mobassera/Khadiza/Gias/Shamim/2016/1352 hours

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ১৯৫৬

জনশক্তি আমদানির জন্য চীনের প্রতি শিল্পমন্ত্রীর আহ্বান

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন):
বাংলাদেশ থেকে দক্ষ ও আধাদক্ষ জনশক্তি আমদানির জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, চীনে শ্রমিকের মজুরি ব্যাপকহারে বৃদ্ধির কারণে বাংলাদেশ থেকে শ্রমশক্তি আমদানির সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশে উন্নতমানের শিল্পপণ্য উৎপাদনের লক্ষ্যে চীনের উন্নত প্রযুক্তি স্থানান্তর এবং মানব সম্পদ প্রশিক্ষণের জন্য যৌথ বিনিয়োগের প্রস্তাব করেন।
চীনের ইউনান প্রদেশের গভর্ণর চেং হাউ এর সাথে বৈঠককালে শিল্পমন্ত্রী এ আহ্বান জানান। কুনমিং ইন্টারন্যাশনাল হোটেলে আজ এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দু’দেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, ২০২১ সাল নাগাদ শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে ম্যানুফ্যাকচারিং শিল্পখাতের অবদান শতকরা ৩৫ ভাগ এবং শিল্প শ্রমশক্তির পরিমাণ শতকরা ২৫ ভাগে উন্নীত করা হবে। ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা দিয়ে জাতীয় শিল্পনীতি-২০১৬ প্রণয়ন করা হয়েছে। তিনি বাংলাদেশে চিনি, কাগজ ও সার কারখানার আধুনিকায়নে সরাসরি কিংবা যৌথ বিনিয়োগে চীনা উদ্যোক্তাদের উৎসাহিত করতে গভর্ণরের দৃষ্টি আকর্ষণ করেন।
আমির হোসেন আমু বলেন, শিল্পায়নের ক্ষেত্রে বাংলাদেশ পরিবেশ সুরক্ষার প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। চীন বাংলাদেশের শিল্প কারখানায় ইটিপি স্থাপনে কারিগরি সহায়তা দিতে পারে। এর পাশাপাশি তিনি জ্বালানি সাশ্রয়ী বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন, বিএসটিআই’র আধুনিকায়ন, রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধি, আধুনিক পদ্ধতিতে মৌ-চাষ এবং পরিবেশবান্ধব শিপ-রিসাইক্লিং শিল্পখাতে চীনের প্রযুক্তিগত সহায়তা কামনা করেন। তিনি গভর্ণরকে সুবিধামত সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে গভর্ণর চেং হাউ বলেন, কুনমিংয়ের সাথে বাংলাদেশের ঐতিহাসিক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের লক্ষ্যে দু’দেশের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা সময়ের দাবি। বাংলাদেশের সমুদ্র সৈকত কুনমিংয়ের জনগণকে আকর্ষণ করে জানিয়ে তিনি বলেন, কুনমিং প্রদেশের শিল্প উদ্যোক্তারা বাংলাদেশের পর্যটন শিল্পসহ উদীয়মান শিল্পখাতে বিনিয়োগে আগ্রহী। দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য প্রসারের মাধ্যমে বাংলাদেশের উদীয়মান অর্থনীতির অংশীদার হতে চীন সব ধরনের সহায়তা দেবে বলে তিনি জানান।
শিল্পমন্ত্রী ১৩ জুন আন্তর্জাতিক উৎপাদন দক্ষতা বিষয়ক সহায়তা জোরদার সম্পর্কিত দ্বিপাক্ষিক আলোচনায় (ইরষধঃবৎধষ ঃধষশ ড়হ উববঢ়বহরহম ওহঃবৎহধঃরড়হধষ চৎড়ফঁপঃরড়হ ঈধঢ়ধপরঃু ঈড়ড়ঢ়বৎধঃরড়হ) অংশ নেন। এ সময় তিনি বাংলাদেশে কৃষি পণ্য প্রক্রিয়াকরণ ও কৃষি যন্ত্রপাতি উৎপাদন, সফ্টওয়্যার, ওষুধ, পাটজাত পণ্য, সিমেন্ট ও সার এবং শিল্পখাতে বিশ্বমানের কারখানা স্থাপনে সরাসরি কিংবা যৌথ বিনিয়োগে এগিয়ে আসতে চীনা উদ্যোক্তাদের পরামর্শ দেন।
কুনমিং ইন্টারন্যাশনাল হোটেলে আয়োজিত এ সভায় চীন সরকারের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন সম্পর্কিত আন্তর্জাতিক বিভাগের ভাইস চেয়ারম্যান নিং জি, ইউনান প্রদেশের গভর্ণর চেং হাউসহ আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলংকা ও নেপালসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মন্ত্রী ও শিল্প উদ্যোক্তারা অংশ নেন।
    
#

জলিল/মোবাস্বেরা/নুসরাত/খাদীজা/কামাল/২০১৬/১৪২৬  ঘণ্টা  

 

 

Todays handout (8).doc