তথ্যবিবরণী নম্বর : ৩০০৩
রাজাকার ও স্বৈরাচারের সাথে ক্ষমতাভাগকে
বিদায় জানিয়ে মহসীন আলীকে স্মরণ করুন
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর) :
রাজাকার ও স্বৈরাচারের সাথে ক্ষমতা ভাগ বাটোয়ারার রাজনীতিকে বিদায় জানানোর মাধ্যমে সদ্যপ্রয়াত মন্ত্রী সৈয়দ মহসীন আলীকে স্মরণ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সদ্যপ্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী স্মরণে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
হাসানুল হক ইনু বলেন, মাটির গন্ধমাখা মুক্তিযোদ্ধা জননেতা মহসীন আলী ছিলেন রাজাকার ও স্বৈরাচারের সাথে ক্ষমতা ভাগ বাটোয়ারার রাজনীতিকে বিদায় জানানোর একজন কারিগর। তাই তাঁর আদর্শকে সমুন্নত রাখার মাধ্যমেই মহসীন আলীর প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করবো।
শুধু আদর্শই নয়, নেতার প্রতি আনুগত্যও একজন সুশৃঙ্খল রাজনীতিকের পরিচয় উল্লেখ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু এবং তার উত্তরসূরি শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সৈয়দ মহসীন আলীর আনুগত্য ছিলো অবিচল। অসাম্প্রদায়িকতা ও বৈষম্যহীনতার পথযাত্রী মহসীন ছিলেন মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের প্রশ্নে আপোশহীন। মুক্তিযোদ্ধা হিসেবে তিনি ইতিহাসের সাক্ষী ও নির্মাতা।
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহসভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে শোকসভায় অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সংসদ সদস্য শামসুন্নাহার শাহানা রব্বানী, সিলেট চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আলাউদ্দিন আলী আহমদ, মুক্তিযোদ্ধা সৈয়দ বজলুল করিম, সৈয়দ মহসীন আলীর কন্যা সৈয়দা সানজিদা শারমিন এবং সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ওয়েসুর রহমান চৌধুরী বক্তৃতা করেন।
#
আকরাম/আফরাজ/মিজান/জসীম/সেলিম/২০১৫/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০০২
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত
ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর) :
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং এর দু’টি অধিদপ্তরের মধ্যে আজ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক বলেন, আজকের দিনটি বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য দিন কারণ স্বাধীনতার আগে বা পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং এর অধিদপ্তরের মধ্যে কখনো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়নি। এটার মূল উদ্দেশ্য হলো আপামর জনসাধারণের ভাগ্যের উন্নয়ন করা। জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা সবাই বলে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা করে দেখিয়েছেন। সেজন্য আমরা তৃতীয় বিশ্বের দেশগুলোর নেতৃত্ব দিচ্ছি।
কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ সেক্টরের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য। বাংলাদেশের মৎস্যসম্পদের সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও উন্নয়নে মৎস্য অধিদপ্তর প্রধান ভূমিকা পালন করছে। প্রাণিসম্পদ অধিদপ্তরও দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে গবাদিপশু, হাসমুরগি ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধিসহ সংরক্ষণ, রোগ নিয়ন্ত্রণ ও জাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মন্ত্রী আরো বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের গুরুত্ব ও পরিধি অনেক এবং কাজের ক্ষেত্রেও ব্যাপক। শুধু চুক্তি স্বাক্ষর করলেই হবে না, মৎস্য ও প্রাণিসম্পদের সার্বিক সুফল পেতে হলে নিষ্ঠার সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন করতে হবে। এজন্য তিনি মাঠ পর্যায়ে এর সফল বাস্তবায়নের ওপর গুরুত্বরোপ করেন।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান সভাপতিত্ব করেন। নিজ নিজ অধিদপ্তরের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায়। চুক্তি স্বাক্ষর করে নিজ নিজ অধিদপ্তরের পক্ষে তা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে অঙ্গীকার করেন অধিদপ্তরের মহাপরিচালকবৃন্দ। এসময় মন্ত্রণালয় ও অধিদপ্তর দু’টির পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
আকতারুল/আফরাজ/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৫/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০০১
২৪ অক্টোবর পবিত্র আশুরা
ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর) :
বাংলাদেশের আকাশে আজ পবিত্র মুহররম মাসের চাঁদ দেখা যাওয়ায় ১৫ অক্টোবর থেকে ১৪৩৭ হিজরি সনের মুহররম মাস গণনা শুরু হবে। সে মোতাবেক ২৪ অক্টোবর সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।
আজ ঢাকায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি ড. চৌধুরী মো. বাবুল হাসান এতে সভাপতিত্ব করেন।
সভায় প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অঃদাঃ) মো. অহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আমজাদ আলী, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. সাইদুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) নাসির আহমেদ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ, ভারপ্রাপ্ত ওয়াক্ফ প্রশাসক মোহাম্মদ জাকের হোছাইন, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, স্পারসোর সিএসও মো. শাহ আলম, আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব কারি আবু রায়হান এবং চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান উপস্থিত ছিলেন।
#
নিজাম/আফরাজ/রফিকুল/সেলিম/২০১৫/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০০০
বাজার তদারকি
২৭ প্রতিষ্ঠানকে এক লাখ ১৬ হাজার টাকা জরিমানা
ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর) :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় নওগাঁ, রংপুর, সিলেট ও মাদারীপুরে আজ বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২৭টি প্রতিষ্ঠানকে এক লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি, খাদ্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শণ না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে নওগাঁর মহাদেবপুর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা, রংপুর বদরগঞ্জে ৫টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, সিলেটের শাহপরাণ থানা এলাকায় ১১টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার ৫শ’ টাকা এবং মাদারীপুরের শিবচর উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ২১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট জেলা পুলিশ, ক্যাব, মৎস্য অধিদপ্তর, কৃষি অধিদপ্তর ও জেলা প্রশাসন এসব তদারকি কার্যে সহায়তা করে। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
#
আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯৯৯
স¦রাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স¦াক্ষরিত
ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর) :
স¦রাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান ও মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থা প্রধানদের মধ্যে আজ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন চুক্তি স¦াক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত সকল প্রতিষ্ঠানের প্রধানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ চুক্তি সম্পাদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার রূপকল্প ২০২১ এর যথাযথ বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ এবং সুশাসন সংহতকরণে সচেষ্ট। এজন্য একটি কার্যকর, দক্ষ এবং গতিশীল প্রশাসনিক ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন। প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও দায়বদ্ধতা জোরদারকরণ, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত, সর্বোপরি প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির জন্য সরকার কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে ।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নসহ ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ অর্জনে এ চুক্তি অগ্রণী ভূমিকা পালন করবে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি আমাদেরকে কর্মমুখী সংস্কৃতির দিকে ধাবিত করবে, যা দেশকে পর্যায়ক্রমে মধ্যমআয় ও উন্নত দেশে পরিণত হতে সাহায্য করবে।
উল্লেখ্য, সরকারের সার্বিক উন্নয়ন অগ্রাধিকার, বিশেষত প্রেক্ষিত পরিকল্পনা ও পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাসমূহের ভিশন, মিশন, কৌশলগত উদ্দেশ্য এবং সেগুলো অর্জনের জন্য অগ্রাধিকার ভিত্তিতে করণীয় বিষয়সমূহ এবং কর্মসম্পাদন সূচক ও লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত করা হয়েছে। এ চুক্তি সম্পাদন ও বাস্তবায়নের মাধ্যমে মূলত মন্ত্রণালয়ের কার্যক্রমকে পদ্ধতি নির্ভর থেকে ফলাফল নির্ভর করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
#
মাহমুদ/আফরাজ/রফিকুল/সেলিম/২০১৫/১৮৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯৯৮
গুলশান এক্সচেঞ্জের ৮ হাজার টেলিফোন নম্বর পরিবর্তন করা হচ্ছে
ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর) :
রাজধানীর গুলশান টেলিফোন এক্সচেঞ্জের ‘৮৮২’ দিয়ে শুরু ‘৮৮২-২০০০’ হতে ‘৮৮২-৯৯৯৯’ পর্যন্ত প্রায় ৮ হাজার টেলিফোন নম্বর কারিগরি কারণে ১৭ অক্টোবর থেকে ৯৮৪-২০০০ হতে ৯৮৪-৯৯৯৯ নম্বর দ্বারা পর্যায়ক্রমে প্রতিস্থাপিত হবে।
নতুন টেলিফোন নম্বরের শুরুতে প্রথম ৩ ডিজিট ৮৮২ এর স্থলে ৯৮৪ দ্বারা প্রতিস্থাপিত হবে এবং পরের ৪ ডিজিট অপরিবর্তিত থাকবে। যেমন- বর্তমান নম্বর ৮৮২-২০০২ এর পরিবর্তিত নম্বর হবে ৯৮৪-২০০২ এবং ৮৮২-৯৯৯৯ এর পরিবর্তিত নম্বর হবে ৯৮৪-৯৯৯৯।
নম্বরসমূহের পরিবর্তন কার্যক্রম আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে। এ বিষয়ে জরুরি প্রয়োজনে ৯৮৫-৩৩৮৮, ৯৮৫-১০০০, ৯৮৫-০০০০, ৯৮৮-৭৪৮৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। পরিবর্তিত নম্বরের তালিকা বিটিসিএলের িি.িনঃপষ.মড়া.নফ ওয়েবসাইটে পাওয়া যাবে।
#
মোরশেদ/আফরাজ/রফিকুল/সেলিম/২০১৫/১৮৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯৯৭
দেশের তের লক্ষাধিক স্কাউটকে দুর্যোগ ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেয়া হবে
-- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী
ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, দেশের তের লক্ষাধিক স্কাউটকে দুর্যোগ ব্যবস্থাপনার প্রশিক্ষণ দিয়ে দুর্যোগকালে জনগণের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেয়া হবে। এটা হবে মানবসেবার উত্তম সুযোগ ও মানুষের জানমাল রক্ষার উৎকৃষ্ট উপায়। এর মাধ্যমে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষিত জনবল তৈরিতে একধাপ এগিয়ে যাবে। এরা দুর্যোগকালে প্রশিক্ষিত সরকারি বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সাহায্যকারী হিসেবে কাজ করবে।
মন্ত্রী আজ বাংলাদেশ স্কাউট ভবনে স্কাউটের ৩০টি জেলার ‘জেলা দুর্যোগ ব্যবস্থাপনা সাড়াদান টিম-এর মধ্যে দুর্যোগকালীন সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ইউএনডিপির আর্থিক সহায়তায় এ সরঞ্জামাদি ক্রয় করা হয়।
সাবেক সচিব ও বাংলাদেশ স্কাউটস এর সমাজ উন্নয়ন বিষয়ক জাতীয় কমিটির সভাপতি আবু আলম মো. শহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মো. আবুল কালাম আজাদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান এবং ইউএনডিপি-বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডাইরেক্টর ঘরপশ ইবৎবংভড়ৎফ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ স্কাউটস এর সমাজ উন্নয়ন বিষয়ক জাতীয় কমিশনার মো. শাহ কামাল ।
বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার, জাতীয় উপকমিশনার ইউএনডিপি বাংলাদেশ এর প্রতিনিধি, রোভার স্কাউট ও স্কাউটগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
#
ওমর ফারুক/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯৯৬
৩১ ডিসেম্বরের পর রেট্রো-রিফ্লেক্টিভ নাম্বারপ্লেট
ছাড়া যানবাহন চলাচল করতে পারবে না
ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর) :
৩১ ডিসেম্বরের পর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর রেজিস্টার্ড যানবাহনসমূহ রেট্রো-রিফ্লেক্টিভ নাম্বারপ্লেট এবং রেডিও ফ্রিক্যুয়েন্সি আইডেনটিফিকেশন (আরএফআইডি) ট্যাগ ছাড়া সারাদেশের কোথাও চলাচল করতে পারবে না।
সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
#
কামরুল/আফরাজ/মিজান/জসীম/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯৯৫
তেজগাঁওস্থ ট্রাকস্ট্যান্ড অন্যত্র স্থানান্তর করা হবে
ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর) :
রাজধানীর যানজট বিশেষ করে তেজগাঁও এলাকার যানজট নিরসনের লক্ষ্যে তেজগাঁওস্থ ট্রাকস্ট্যান্ড পর্যায়ক্রমে অন্যত্র স্থানান্তর করা হবে। কোনো অবস্থাতেই ট্রাক-কাভার্ডভ্যান তেজগাঁও অঞ্চলের রাস্তার উপর রাখা যাবে না। প্রথম পর্যায়ে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে ট্রাক-কাভার্ডভ্যান সারিবদ্ধভাবে রাখতে হবে।
আজ নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে তেজগাঁওস্থ ট্রাকস্ট্যান্ড অন্যত্র স্থানান্তর বিষয়ে এক আলোচনাসভায় এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন।
এসময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ সালাহউদ্দিন, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, রাজউক এর প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম, ঢাকা জেলা প্রশাসক মো. তোফাজ্জেল হোসেন মিয়া, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ও ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ট্রাকস্ট্যান্ডের ভিতরের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের লক্ষ্যে আগামী
২৭ অক্টোবর এলজিআরডি, সড়ক পরিবহণ, নৌপরিবহণ, রেলপথ ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র সেখানে যাবেন।
সভায় জানানো হয়, ট্রাকস্ট্যান্ডের ভিতরের কোনো জায়গা যেন গ্যারেজ হিসেবে ব্যবহার করা না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবে। রাজধানীর চারপাশে বিভিন্ন স্থানে বহুতল ট্রাক স্ট্যান্ড গড়ে তোলা হবে। এ লক্ষ্যে জায়গার প্রাপ্যতার বিষয়ে ঢাকা জেলা প্রশাসককে দায়িত্ব দেয়া হয়েছে।
#
জাহাঙ্গীর/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৬১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯৯৪
শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরসমূহের
মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত
ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর) :
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন অধিদপ্তর, দপ্তর ও সংস্থার প্রধানগণ শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খানের সাথে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ চুক্তি স¦াক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী এ উপলক্ষে তাঁর বক্তৃতায় সম্পাদিত চুক্তি অনুযায়ী সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
এর আগে ২০ সেপ্টেম্বর শিক্ষা সচিব শিক্ষামন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মন্ত্রিপরিষদ সচিবের সাথে মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন।
#
সাইফুল্লাহ/আফরাজ/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৫/১৭৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯৯৩
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত
সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর) :
জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বেগম রেবেকা মমিন এতে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য বেগম মেহের আফরোজ, মোছাঃ মাহাবুব আরা বেগম গিনি, বেগম নাসরিন জাহান রতœা, মনোয়ারা বেগম, বেগম ফজিলাতুন নেসা ও বেগম রিফাত আমিন বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে জয়িতার মাধ্যমে বহুমুখী ব্যবসায় নারীদের অংশগ্রহণ, তৃণমূল পর্যায়ে জয়িতার পণ্যের সার্বক্ষণিক মনিটরিং এবং পণ্য উৎপাদনের সাথে জড়িত নারীদের যথাযথ দিক নির্দেশনা ও প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা করা হয়।
কমিটি জয়িতার পণ্য সনাক্তকরণ, জয়িতা কর্তৃক উৎপাদিত খাদ্যদ্রব্যাদির মানোন্নয়ন এবং সারা দেশে জয়িতার কার্যক্রমের ব্যাপক প্রচার ও প্রসারের সুপারিশ করে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মহিলা সংস্থার মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
হালিম/আফরাজ/মিজান/মোশাররফ/জসীম/সেলিম/২০১৫/১৬৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯৯২
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এর সাথে রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেকজান্ডার এ নিকোলেভ (অষবীধহফবৎ অ ঘরশড়ষধবা) আজ সচিবালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে রাশিয়া খুবই আগ্রহী। এ সময় তিনি রাশিয়ার জ্বালানি মন্ত্রী অ্যালেকজান্ডার নোভাক (অষবীধহফবৎ ঘড়াধশ)-এর একটি পত্র প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এতে পারস্পরিক সম্মতির ভিত্তিতে জ্বালানি খাতের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত করার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আলোচনা ত্বরান্বিত করার জন্য পত্রে, একটি প্রতিনিধি দল প্রেরণেরও অনুরোধ জানানো হয়েছে। এ সময় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন, প্রশিক্ষণ, হাইড্রোকার্বন ইউনিট, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয় আলোচনায় স্থান পায়।
প্রতিমন্ত্রী, মানবসম্পদ উন্নয়নে রাশিয়ার সহযোগিতা কামনা করেন। তিনি পেট্রোলিয়াম ইনস্টিটিউটকে আধুনিক ও যুগোপযোগী করার যে উদ্যোগ গ্রহণ করেছেন তা আরো ত্বরান্বিত করতে রাশিয়ার সহায়তা চান। যৌথ বিনিয়োগে একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনে রাষ্ট্রদূতের মাধ্যমে রাশিয়াকে অনুরোধ জানান।
#
আসলাম/শুকলা/মিজান/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯৯১
চীনে সিল্ক রোড বিষয়ক সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ
ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর) :
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধি দল ১৪-১৬ অক্টোবর ঞযব ঈবহঃৎধষ ঈড়সসরঃঃবব ড়ভ ঃযব ঈড়সসঁহরংঃ চধৎঃু ড়ভ ঈযরহধ (ঈচঈ) এর আয়োজনে চীনের বেইজিং এ অনুষ্ঠিতব্য অংরধহ চড়ষরঃরপধষ চধৎঃরবং’ ঝঢ়বপরধষ ঈড়হভবৎবহপব ড়হ ঃযব ঝরষশ জড়ধফ এ অংশগ্রহণের জন্য আজ চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
প্রতিনিধিদলের সদস্য হিসেবে রয়েছেন জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ, সংসদ সদস্য পংকজ নাথ, আমাতুল কিবরিয়া, কেয়া চৌধুরী ও নূরজাহান বেগম।
তাকে বিদায় জানাতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
সফর শেষে ১৭ অক্টোবর স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।
#
মঞ্জুর/শুকলা/মিজান/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৫৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯৯০
ঢাকা-চট্টগ্রাম নৌ রুটকে অধিক গুরুত্ব দেয়া হয়েছে
- নৌপরিবহণ মন্ত্রী
ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর) :
ঢাকা-চট্টগ্রাম করিডোর অভ্যন্তরীণ নৌ চলাচলের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য করিডোর। প্রায় ৮০ ভাগ অভ্যন্তরীণ নৌ চলাচল এ করিডোরের মাধ্যমে সম্পন্ন হয়। এ কারণে ঢাকা-চট্টগ্রাম রুটকে হাইয়েস্ট প্রায়োরিটি দেয়া হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য বৃদ্ধি ঢাকা-চট্টগ্রাম করিডোর এর ওপর বহুলাংশে নির্ভরশীল।
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ ঢাকায় সিরডাপ সেন্টারে ঢাকা-চট্টগ্রাম করিডোরের অভ্যন্তরীণ নৌযোগাযোগ সুবিধা উন্নয়ন সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। ইন্সটিটিউট অভ্ ওয়াটার মডেলিং (আই ডব্লিউ এম) এ কর্মশালার আয়োজন করে।
বিআইডব্লিউটিএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, আই ডব্লিউ এম’এর নির্বাহী পরিচালক ড. এম মনোয়ার হোসেন ও বিশ্ব ব্যাংকের সিনিয়র ট্রান্সপোর্ট বিশেষজ্ঞ উরবঢ় ঘমঁহধহ ঠধহ ঐড়ঁঃঃব।
মন্ত্রী বলেন, নৌপথের নাব্যতা বজায় ও উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নৌপথ খননের লক্ষ্যে সরকারের গত মেয়াদে ১৪টি ড্রেজার সংগ্রহ করা হয়েছে। সরকারের এ মেয়াদে ২ হাজার ৪৮ কোটি টাকা ব্যয়ে ২০টি ড্রেজার সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
শাজাহান খান বলেন, নৌপথে যাতায়াত ও পণ্য পরিবহণ খরচ অন্যান্য খাতের চেয়ে কম ও পরিবেশবান্ধব। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম নৌপথে ২০৩৫ সাল নাগাদ ৮ দশমিক ৫২ মিলিয়ন টিইইউ’স কন্টেইনার পরিবহণ করা হবে, যা খুবই আশাব্যঞ্জক। এ জন্য ঢাকা-চট্টগ্রাম নৌপথের নাব্যতার উন্নয়ন অত্যন্ত জরুরি।
#
জাহাঙ্গীর/শুকলা/মিজান/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৫৩০ ঘণ্টা