Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ August ২০১৬

তথ্যবিবরণী ৫ই আগস্ট ২০১৬

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৪৮৫

শেখ কামাল ছিলেন তরম্নণ সমাজের জন্য রোলমডেল
                                           -- সেতুমন্ত্রী

ঢাকা, ২১শে শ্রাবণ (৫ই আগস্ট):

    সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ কামাল দেশের তরম্নণ সমাজের জন্য রোলমডেল। শেখ কামালকে অনুসরণ করলে তরম্নণ সমাজ কখনো বিপথগামী ও উগ্রবাদী হবে না।

    মন্ত্রী আজ ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৬৭তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।

    মন্ত্রী বলেন, যারা উগ্রবাদ লালন-পালন করে তাদের নিয়ে উগ্রবাদ দমনে জাতীয় ঐক্য করে কোনো লাভ হবে না। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের যারা পুরস্কৃত করেছে এবং জাতীয় শোক দিবসে মিথ্যা জন্মদিন বানিয়ে কেক কেটে আনন্দ উলস্নাস করে তাদের সাথে আওয়ামী লীগের কোনো সমঝোতা হতে পারে না।

    মন্ত্রী বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদীরা ইতোমধ্যে অর্থ, অস্ত্র এবং সাংগঠনিক দিক দিয়ে ভয়ঙ্কর অবস'ান তৈরি করেছে, এদের রম্নখতে খ- খ- দুর্বল ও নিরীহ মানববন্ধন করে লাভ হবে না। উগ্রবাদীদের অবস'ানে ফাটল ধরাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রবল গণজাগরণ সৃষ্টি করতে হবে।

    আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নির্মল রঞ্জন গুহ, মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ এবং যুগ্মসম্পাদক মেজবাউল আলম সাচ্চুসহ অন্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

#

নাছের/সেলিম/নবী/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/২১৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৪৮৪

‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আলেম-ওলামাগণের ভূমিকা’ 
শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা, ২১শে শ্রাবণ (৫ই আগস্ট): 

‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আলেম-ওলামাগণের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, ইহুদি-নাসারাদের এজেন্ট হয়ে আইএস ইসলামকে ধ্বংস করতে চায়। আইএস ইসরাইলের সৃষ্টি। ফিলিসিত্মনে প্রতিদিন যে সকল নিরীহ নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে আইএস তার কোনো নিন্দা পর্যনত্মও করে না। আইএস হচ্ছে আবু জাহেলের উত্তরসূরি। 

আজ রাজধানীর আগারগাঁওস' ইসলামিক ফাউন্ডেশন সভাকড়্গে ইসলামিক ফাউন্ডেশন ও স্বাধীনতা শিড়্গা পরিষদ মাদ্রাসা ইউনিট আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। 

স্বাধীনতা শিড়্গক পরিষদের সভাপতি প্রফেসর আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত  আলোচনা সভায় নিবন্ধন বাংলাদেশের মহাপরিচালক খান মো. আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, স্বাধীনতা শিড়্গক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যড়্গ মো. শাহজাহান আলম সাজু, মাওলানা নূরম্নল হক এবং মাওলানা শাহাদাত হোসেন বক্তৃতা করেন।

খান মোঃ আবদুল মান্নান বলেন, যারা একাত্তরে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, পঁচাত্তরে জাতির পিতাকে হত্যা করেছে তাদের প্রেতাত্মারা দেশে ইসলামের নামে জঙ্গিবাদ সৃষ্টি করছে। ইসলামের নামে ইসলামকে ধ্বংস করার জন্য আইএস সৃষ্টি করা হয়েছে। তাই আইএস ও জঙ্গিবাদ থেকে ইসলামকে রড়্গার জন্য আলেম-ওলামাগণের প্রধান দায়িত্ব পালন করতে হবে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, মওদুদী জামায়াতিরা আলিয়া মাদ্রাসার বই রচনা ও কারিকুলাম প্রণয়নে প্রকৃত ইসলামের পরিবর্তে মওদুদী দর্শনের প্রতিস'াপনের মাধ্যমে আলেমগণের জন্য এলেম অর্জন করার রাসত্মা বন্ধ করে দিয়েছে। ফলে দেশে জঙ্গিবাদের সৃষ্টি হচ্ছে।

#

নিজাম/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৯৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ২৪৮৩

প্রতিটি মানুষের সেবাপ্রাপ্তির অধিকার রয়েছে
                            -- মৎস্য প্রতিমন্ত্রী 

খুলনা, ২১শে শ্রাবণ (৫ই আগস্ট): 

    মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। বিনামূল্যে চক্ষু চিকিৎসা একটি মহৎ উদ্যোগ। সীমিত সম্পদের মধ্যেই প্রতিটি মানুষের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। সেবাপ্রাপ্তির মৌলিক অধিকার প্রতিটি মানুষের রয়েছে।
    
    প্রতিমন্ত্রী আজ খুলনার ডুমুরিয়ার শানতলা মদিনাতুল উলুম মোহাম্মাদিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে  চক্ষু চিকিৎসা শিবির-২০১৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল যৌথভাবে এ আনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, আগস্ট মাস শোকের মাস। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি অর্জন করে স্বাধীনতা।  ১৯৭৫ সালে ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কনক অধ্যায়। দেশের স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে ঘাতকচক্রের হাতে ধানমন্ডির নিজ বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। এ ঘটনা কেবল বাঙালি জাতির ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি বলেন, এ অঞ্চলের আইনশৃঙ্খলা যথেষ্ট ভাল রয়েছে এবং যে কোনো মূল্যে আমাদের একে ধরে রাখতে হবে।
        
    মদিনাতুল উলুম মোহাম্মাদিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ শেখ মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  সিফাত মেহনাজ, কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির চেয়ারম্যান মো. জামাল আব্দুল খালেক আল নুরী এবং মদিনাতুল উলুম মোহাম্মাদিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ মাওলানা মো. হাবিবুর রহমান বক্তৃতা করেন।

    অনুষ্ঠানে প্রায় ১২শ চক্ষু রোগীকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এর মধ্য থেকে প্রায় তিনশ’ চক্ষু রোগীকে বিনামূল্যে অপারেশনের মাধ্যমে লেন্স সংযোজন করা হয়।
    
    পরে প্রতিমন্ত্রী  ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়ন পরিষদে জঙ্গিবিরোধী আলোচনা সভায় যোগদান করেন।

#

সুলতান/সেলিম/নবী/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৯২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৪৮২

জঙ্গি, সন্ত্রাস ও গুপ্ত হত্যাকারীদের রেহাই দেয়া হবে না 
                                                  -- ভূমিমন্ত্রী

ঈশ্বরদী (পাবনা), ২১শে শ্রাবণ (৫ই আগস্ট): 

    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে জঙ্গি, সন্ত্রাস ও গুপ্ত হত্যাকারীদের রেহাই দেবে না। জঙ্গি ও সন্ত্রাসীদের উস্কানিদাতাদের একইভাবে খুঁজে বের করা হচ্ছে। তিনি জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য সর্বসত্মরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। 

    মন্ত্রী আজ পাবনায় ঈশ্বরদী উপজেলা উদ্যান নার্সারিতে ৫ থেকে ৭ আগস্ট দু’দিনব্যাপী ফলদ বৃড়্গমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।    

    মন্ত্রী বলেন, জঙ্গিবাদ রম্নখতে সরকার নানা কর্মসূচি নিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে মধ্যমআয়ের দেশে পরিণত করতে কাজ করে যাচ্ছেন। ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষিমন্ত্রী বেগম মতিয়া  চৌধুরী বাংলাদেশে সবুজ বিপস্নব ঘটিয়েছেন। কৃষক পরিবারের খাদ্যের যোগান মিটিয়েও বাংলার মানুষের খাদ্যের চাহিদা পূরণে তারা সড়্গম হয়েছে। মন্ত্রী বেশি করে গাছ লাগিয়ে দেশি ফল খাওয়ার আহ্বান জানিয়েছেন। 

    ফলদ বৃড়্গমেলায় হরেক রকম বৃড়্গের প্রদর্শন করা হয়। খিরসাপাত, গোপালভোগ, ফজলি, হাড়িভাঙ্গা ও লকনা আম, কতবেল, আমড়া, ওল, পাম বৃড়্গের প্রদর্শন উলেস্নখযোগ্য ছিল। 

    পরে মন্ত্রী ঈশ্বরদী  উপজেলা প্রাণিসম্পদ অফিসের নতুন দ্বিতল ভবন উদ্বোধন করেন এবং খামারিদের সমন্বয়ে গঠিত সমাবেশে যোগ দেন। তিনি খামারে অবদানস্বরূপ ঈশ্বরদীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত চার খামারি নুরম্নন্নাহার, আকমল হোসেন, আমিরম্নল ইসলাম ও রাজিব মালিথা রনির হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন।

#

রেজুয়ান/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮৪৫ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৪৮১

আগুনযুদ্ধে পরাজিতরাই সন্ত্রাসী কর্মকা- চালাচ্ছে
                                         -- তথ্যমন্ত্রী

খুলনা, ২১শে শ্রাবণ (৫ই আগস্ট): 

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগুনযুদ্ধে পরাজিতরাই সন্ত্রাসী কর্মকা- চালাচ্ছে। ১৯৭১ সালে যেমন পাকিসত্মানিদের বিরম্নদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম তেমনিভাবে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের মোকাবিলা করতে হবে। সন্ত্রাসবিরোধী যুদ্ধে পক্ষ নিতে হবে, মাঝামাঝি থাকার কোনো সুযোগ নেই।

    মন্ত্রী আজ খুলনার হোটেল সিটি ইন-এ জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ বেতার আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    মন্ত্রী বলেন, জঙ্গিদের আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পরিকল্পিত। সন্ত্রাসীরা কোনো ধর্ম, সংবিধান, দেশ, সংস্কৃতি, আইন-কানুন মানে না। তারা আটশ বছরের বাংলার কৃষ্টি-কালচার, সংস্কৃতি, মানবতাবোধ, সমপ্রীতি, বন্ধন ইত্যাদি ধ্বংস করতে চায়। তারা বাংলাদেশের বিরম্নদ্ধে একটি অন্যায় যুদ্ধ শুরম্ন করেছে। তারা মুসলমানদের বিপদে ফেলছে, দেশকে বিপদে ফেলছে।  জঙ্গিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিদের মতো স্বঘোষিত খুনি। 
    
    বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য ও খুলনা মহানগর ও জেলা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, কুয়েটের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, কেএমপি কমিশনার নিবাস চন্দ্র মাঝি, খুলনা রেঞ্জ ডিআইজি এস এম মনির-উজ-জামান বিপিএম, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান, পুলিশ সুপার নিজামুল হক মোলস্ন্লা, জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন এবং টাউন জামে মসজিদের খতিব ও জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মো. সালেহ বক্তৃতা করেন। 

    উলেস্ন্লখ্য, ঢাকার বাইরে এটিই প্রথম সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ সকল বেসরকারি রেডিও ও কমিউনিটি রেডিও অনুষ্ঠানটি সরাসরি সমপ্রচার করে। সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় উপসি'ত ছিলেন।
#

জাকির/সেলিম/নবী/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৪৮০

জামায়াতকে সাথে নিয়ে কোনো ঐক্য হবে না
                        -- নৌপরিবহণ মন্ত্রী

ঢাকা, ২১শে শ্রাবণ (৫ই আগস্ট): 

    নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, জাতীয় ঐক্য হাতের মোয়া নয়, জামায়াতকে সাথে নিয়ে কোনো ঐক্য হবে না। বিএনপি জামায়াতকে ব্যবহার করছে ভোটের জন্য, তাদের অবৈধ অর্থের অপব্যবহারের জন্য।

    মন্ত্রী আজ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘রম্নখো জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ, বাঁচাও শ্রমিক বাঁচাও দেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।

    রেডিমেট গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন ও ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মিশুক চালক শ্রমিক ইউনিয়ন এ আলোচনা সভার আয়োজন করে।

    ফেডারেশনের সভাপতি লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, শ্রমিক নেতা বদরম্নদ্দোজা নিজাম, রম্নসত্মম আলী সরদার এবং শাহারিয়ার ইফতেখার ফুয়াদ বক্তৃতা করেন।

    মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি প্রতিহত করা হয়েছে এবং তাঁর নেতৃত্বে শীঘ্রই জঙ্গিদের নির্মূল করা হবে, জঙ্গিদের আদর্শকে ধ্বংস করা হবে।

#

জাহাঙ্গীর/সেলিম/নবী/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৪৭৯

কেশবপুরকে জঙ্গিমুক্ত করতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আহ্বান

কেশবপুর (যশোর), ২১শে শ্রাবণ (৫ই আগস্ট): 

    জঙ্গি ও নাশকতা বিরোধী সর্বদলীয় এক মতবিনিময় সভা আজ যশোরের কেশবপুর উপজেলার আবু শারাফ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক সভায় প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন। এতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিড়্গক, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের সর্বসত্মরের জনসাধারণ উপসি'ত ছিলেন।

    সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী কেশবপুরকে জঙ্গিমুক্ত করতে সকলকে আহ্বান জানান। এসময় সকলে দাঁড়িয়ে হাত উঁচু করে দৃঢ় কণ্ঠে এ উপজেলাকে যেকোনো মূল্যে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত রাখতে শপথ গ্রহণ করেন।

     প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের সৌন্দর্য। কেশবপুরে এ সম্প্রীতি পুরোপুরি বিরাজমান। এদেশে জঙ্গিবাদের কোনো স'ান নেই। এ ধরনের সন্ত্রাসের বিরম্নদ্ধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এদের উৎখাত করতে না পারলে আমরা কেউই শানিত্মতে বসবাস করতে পারব না। জঙ্গিরা  সমাজের ক্যান্সার এবং ইসলামের শত্রম্ন।

    কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে  কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা  জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কেশবপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি বক্তব্য রাখেন। 

#

তৌহিদুল/সেলিম/নবী/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮০০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৪৭৮
বাংলাদেশে সন্ত্রাসী হামলা পুনরাবৃত্তি রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে
                                          ---পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার
ইসলামাবাদ, ৫ই আগস্ট :
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ  সরকার দেশে সংঘটিত সাম্প্রতিক সন্ত্রাসী হামলার মতো পরিস্থিতি যেন আর পুনরাবৃত্তি না হয় সে জন্য সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা  জোরদার করেছে।
    পাকিস্তানে  নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান গতকাল স্থানীয় এক হোটেলে  আয়োজিত সার্ক  দেশসমূহের স্বরাষ্ট্রমন্ত্রীদের সপ্তম বৈঠকে  বাংলাদেশ প্রতিনিধিদলের  নেতৃত্বদানকালে এক  বিবৃতিতে  একথা  বলেন।
    পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বৈঠকের উদ্বোধন করেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (ইনটেরিয়র) চৌধুরী  নিসার আলী খান  সপ্তম সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের  বৈঠকে  সভাপতিত্ব  করেন।
    বাংলাদেশ  হাইকমিশনার  বলেন,  এটা  পরিষ্কার যে  কিছু  স্বার্থান্বেষী  মহল  দেশকে  অস্থিতিশীল  করে  দেশের  অগ্রযাত্রাকে  ব্যাহত  করার  অপচেষ্টা  চালাচ্ছে । তারা  জনগণের  মনে  একধরনের ভীতি ও  নিরাপত্তাহীনতা  সৃষ্টি  করতে  চায়। তারা আরো দেশে-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি  ক্ষুণœ  এবং  সরকারকে  হেয়প্রতিপন্ন  করতে চায়।
    তারিক আহসান বলেন, বাংলাদেশ সরকার যে কোন মূল্যে দেশ থেকে  সন্ত্রাস, জঙ্গিবাদ ও  মৌলবাদ  নির্মূল  করতে বদ্ধপরিকর। তিনি বলেন,  এ লক্ষ্য  অর্জনে  দেশের  অভ্যন্তরে  গৃহীত  বিভিন্ন  পদক্ষেপের  পাশাপাশি  বাংলাদেশ সরকার  অন্যান্য  দেশ,  আঞ্চলিক  সংস্থাসমূহ  এবং  জাতিসংঘের  সাথে নিবিড়ভাবে কাজ করছে। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের  বিরুদ্ধে আমাদের  ‘জিরো টলারেন্স’ নীতি আন্তর্জাতিক  মহলে  প্রশংসিত  হয়েছে ।
    তারিক আহসান  তার  বিবৃতিতে  আরো  বলেন যে,  আন্তর্জাতিক  সম্প্রদায় ও  জাতিসংঘের  সাথে  এক জোট হয়ে  কাজ করার  পাশাপাশি  বাংলাদেশ  প্রতিবেশী দেশগুলোর  সাথে  আঞ্চলিক  সহযোগিতার  মাধ্যমে  সন্ত্রাস,  সহিংসতা  ও  আন্তঃরাষ্ট্রীয়  অপরাধসমূহ মোকাবিলা করতে চায়।
    বৈঠকে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন-বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (রাজনৈতিক)  মো. নাজমুল হুদা, স্বরাষ্ট্র  মন্ত্রণালয়ের উপসচিব ড. মুখলেসুর  রহমান, ঢাকা  বিভাগীয়  পাসপোর্ট  ও  ভিসা অফিসের  পরিচালক এ টি এম আবু  আসাদ ও পররাষ্ট্র  মন্ত্রণালয়ের  সহকারী সচিব (সার্ক)  মোহা. খায়রুল বাশার।
#
ইকবাল/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৬/১৮৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৪৭৭

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সাথে সিঙ্গাপুরের স্পিকারের সাক্ষাৎ

সিঙ্গাপুর, ৫ই আগস্ট :


    বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সিঙ্গাপুরের স্পিকার এমডিএম হালিমাহ্ ইয়াকোব (Mdm Halimah Yacob)  আজ এক সৌজন্য স্বাক্ষাতে  মিলিত হন।

সাক্ষাৎকালে সিঙ্গাপুরের স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং  বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার চিকিৎসার জন্য সিঙ্গাপুর আসায় তিনি তাঁকে ধন্যবাদ জানান।

সিঙ্গাপুরের স্পিকার এমডিএম হালিমাহ্ ইয়াকোব (Mdm Halimah Yacob)এসময় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে সিঙ্গাপুরে রাষ্ট্রীয় সফরে আসার আমন্ত্রণ জানান।  বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার তাঁকে ধন্যবাদ জানান এবং তাঁকেও বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে আসার আমন্ত্রণ জানান।  

বাংলাদেশ জাতীয় সংসদের  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সিঙ্গাপুরের ৫১তম স্বাধীনতা দিবস উপলক্ষে সিঙ্গাপুরের স্পিকার ও তাঁর মাধ্যমে সিঙ্গাপুরের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। সিঙ্গাপুরের স্পিকার বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও দেশের সার্বিক অগ্রগতির জন্য বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শারীরিক চেকআপের জন্য বর্তমানে  সিঙ্গাপুর অবস্থান করছেন এবং আগামীকাল তিনি দেশে ফিরে আসবেন বলে আশা করা যাচ্ছে।

#
হুদা/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৬/১৮০৫ ঘণ্টা

 

Todays handout (3).doc