তথ্যবিবরণী নম্বর : ৪৪৭
পেট্রোল বোমায় নিহত মিন্টু সরকারের পরিবারকে
আর্থিক সহায়তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাজশাহী, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :
রাজশাহীতে সন্ত্রাসীদের নিক্ষেপিত পেট্রোল বোমায় নিহত পিন্টু সরকারের পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকার চেক প্রদান করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম। এছাড়া তিনি উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৩ বান্ডিল ঢেউটিন এবং এক মণ চাল প্রদান করেন।
আজ রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের টাঙ্গন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে পিন্টু সরকারের শোকসভা শেষে এ সহায়তা প্রদান করা হয়।
শোকসভায় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির, মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু এবং স্থানীয় নেতৃবৃন্দ।
শাহ্রিয়ার আলম নিহত পিন্টুর কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা করেন।
এছাড়া তিনি আজ চারঘাটের নিমপাড়া ইউনিয়নের নন্দনগাছিতে জনসভা শেষে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।
#
খালেদা/ফায়জুল/নবী/মোশারফ/রেজাউল/২০১৫/২১২৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৪৬
সরকার খেলাধুলার মান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে
-- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
ঢাকা, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান বলেছেন, সরকার খেলাধুলার মান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় কোমলমতি শিশুদের মনন বিকাশ ও খেলাধুলার মান উন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চালু করেছে। এরফলে শিশুদের খেলাধুলার প্রতি আকৃষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেয়ার গুণাবলি অর্জন করবে।
মন্ত্রী আজ ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘‘শিশুদের খেলাধুলার মান উন্নয়ন : বর্তমান সরকারের অর্জন’’ শীর্ষক আলোচনাসভা ও মুক্তির সন্ধানে বঙ্গবন্ধু - ৪ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
এডভোকেট মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ আজ খেলাধুলায় বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ক্রিকেট, ফুটবল, দাবাসহ প্রতিটি খেলাধুলার ক্ষেত্রে বাংলাদেশ সমৃদ্ধি লাভ করেছে। এমনকি ক্রিকেটের তিনটি বিভাগেই বিশ্বের সেরা অল রাউন্ডার খেলোয়াড় আমাদের দেশের কৃতী সন্তান সাকিব আল হাসান। এ সকল তথ্য থেকে প্রমাণিত ক্রীড়াক্ষেত্রে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে চলেছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট মোঃ নূরুল ইসলাম তালুকদার, সংসদ সদস্য খোরশেদ আরা হক এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন উপস্থিত ছিলেন।
#
রবীন্দ্রনাথ/ফায়জুল/নবী/মোশারফ/সেলিম/২০১৫/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৪৫
বাল্যবিবাহ রোধে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা জরুরি
-- প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা
খুলনা, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, বাল্যবিবাহ রোধ করতে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা জরুরি, পাশাপাশি আইন প্রয়োগের সাথে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
উপদেষ্টা আজ খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে বাল্যবিবাহ রোধে খুলনা জেলা একশন প্লান শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
ড. মসিউর রহমান বলেন, নারীর সুপ্ত ক্ষমতার বিকাশ ঘটলে তা বাল্যবিবাহ রোধে ভূমিকা রাখবে। সরকার নারীর ক্ষমতায়নে দৃঢ়প্রতিজ্ঞ। বাল্যবিবাহ নারীর ক্ষমতায়নের প্রধান বাধা। এটি রোধে জন্মনিবন্ধন ও বিবাহ রেজিস্ট্রেশনের তথ্য ওয়েবসাইটে সংরক্ষণ করতে পারলে প্রশাসনের পক্ষে বাল্যবিবাহ রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ হাবিবুল হক খান, কেসিসি’র প্যালেন মেয়র-১ আনিসুর রহমান বিশ্বাস ও রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ।
খুলনা জেলাকে সার্বিকভাবে বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্য নিয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সুপারিশের ভিত্তিতে ওয়ার্ক প্লান তৈরি করার জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।
এরপর অর্থনৈতিক উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে খুলনা সার্কিট হাউস মাঠে খুলনা চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত বাণিজ্যমেলার উদ্বোধন করেন।
#
জিনাত/ফায়জুল/সঞ্জীব/রেজাউল/২০১৫/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৪৪
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন তথ্যমন্ত্রী
ঢাকা, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তাঁর সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরেছেন।
চিকিৎসার জন্য গত ১১ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করেন তথ্যমন্ত্রী। ১৬ ফেব্রুয়ারি তাঁর দেশে ফেরার কথা ছিল।
এদিকে দেশে ফিরেই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু চলমান রাজনৈতিক পরিস্থিতির ওপর সংবাদ সম্মেলন করবেন বলে আশা করা হচ্ছে।
১১ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগের প্রাক্কালে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী, যারা সংলাপ ও জাতীয় সনদের কথা বলছেন তাদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘আগে নাশকতা ও আগুন-সন্ত্রাস বন্ধের জন্য তদবীর করুন, ধর্ণা দিন’।
জঙ্গিবাদ-নাশকতা ও আগুন-সন্ত্রাস ছাড়া দেশে সাংবিধানিক বা রাজনৈতিক কোনো সমস্যা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘সবার আগে নাশকতা ও আগুন সন্ত্রাস বন্ধ করতে হবে, তারপরই কেবল অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হতে পারে, এর আগে অন্য চিন্তা নয়’।
#
আকরাম/ফায়জুল/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৯৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৪৩
অবরোধকারীরা দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংসের লক্ষ্যে কাজ করছে
-- রাশেদ খান মেনন
ঢাকা, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, অবরোধকারীরা দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংসের লক্ষ্যে এখন কাজ করছে। সে কারণেই এসএসসি পরীক্ষা বাধাগ্রস্ত করতে আবার হরতালের কর্মসূচি দেয়া হয়েছে। অথচ আমরা ধারনা করেছিলাম তাদের মধ্যে মানবিক মূল্যবোধের সৃষ্টি হয়েছে। সারাদেশে বিনাবাধায় বিক্ষোভ কর্মসূচি পালন করলেও তারা রাজধানীতে তা না করে আবারও জ্বালাও পোড়াও করতে হরতাল কর্মসূচি ঘোষণা করেছে ।
মন্ত্রী আজ ঢাকায় বেইলি রোডে সিদ্ধেশ্বরী স্কুলের সামনে চলমান সহিংসতার প্রতিবাদে রাজধানীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী বলেন, ২০ দলীয় জোট দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল। আমরা ধারনা করেছিলাম বিলম্বে হলেও হয়তো তাদের মধ্যে মানবিক মূল্যবোধের জন্ম হয়েছে।
তিনি বলেন, একদিকে তারা পুড়িয়ে মানুষ হত্যা করছে, পরীক্ষা বাধাগ্রস্থ করে ১৫ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন ধ্বংস করে সংলাপ করতে চাইছে। তা হয় না, এ অবস্থায় সংলাপ হতে পারে না। সন্ত্রাসীদের সাথে আলোচনা হতে পারে না।
#
শেফায়েত/ফায়জুল/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৭৪৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৪২
এনডিআই প্রধান কেনেথ ওলাক এর সাথে রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের সাক্ষাৎ
ওয়াশিংটন ডিসি, ১৪ ফেব্রুয়ারি :
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন থিঙ্ক ট্যাংক ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এর প্রেসিডেন্ট কেনেথ ওলাকের সাথে ১২ ফেব্রুয়ারি ২০১৫ তাঁর ওয়াশিংটনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ও এনডিআই প্রধান কেনেথ ওলাক গণতন্ত্র, মানবাধিকার, স্বচ্ছতা, উগ্রবাদ ও সন্ত্রাসদমন বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপকালে রাষ্ট্রদূত বলেন, এ মুহুর্তে সংগ্রাম কার্যত উগ্রবাদী, যুদ্ধাপরাধী ও স্বাধীনতার বিপক্ষের শক্তির বিরুদ্ধে। রাষ্ট্রদূত জিয়াউদ্দিন এনডিআই প্রধানকে জনগণের দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম ও ১৯৭৫ পরবর্তী সামরিক শাসকদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, সামরিক শাসকগণ সুচিন্তিতভাবে বঙ্গবন্ধুর হত্যাকারীদের সুরক্ষা প্রদান করেছে এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও স্বাধীনতার বিপক্ষের শক্তিগুলোকে বাংলাদেশে রাজনীতিতে পুনর্বাসিত করেছে।
রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বলেন, বাংলাদেশের মানুষ গোড়া থেকেই ধর্মনিরপেক্ষ এবং ঐতিহ্যগতভাবে সকল ধর্মের মানুষ বাংলাদেশে শান্তি এবং সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশ, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বন্ধুপ্রতীম রাষ্ট্রকে নিয়ে সন্ত্রাসদমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এনডিআই প্রধান কেনেথ ওলাক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের উপায় খুঁজে বের করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত জিয়াউদ্দিন ও এনডিআই প্রধান ওলাককে ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা ও এর প্রাসঙ্গিক প্রেক্ষাপট তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি বলেন, উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকার বাংলাদেশের মানুষের জীবনযাত্রার গুণগত মান্নোনয়নে বদ্ধপরিকর।
এনডিআই প্রধান বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ পর্যায়ক্রমে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এবং দেশের জনগণ গণতন্ত্রে বিশ^াস করে। তিনি বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এর পক্ষ হতে সকল সহযোগিতা প্রদানের আশ^াস দেন। এনডিআইএর সিনিয়র এসোসিয়েট ও এশিয়া বিভাগের পরিচালক পিটার এম মানিকাস ও কাউন্সিলর (রাজনৈতিক) নাঈম উদ্দিন আহমেদ এ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
নাঈম উদ্দিন/ফায়জুল/মোশারফ/রেজাউল/২০১৫/১৭২৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৪১
শিক্ষা প্রতিষ্ঠানে শহিদ মিনার না থাকলে
শিক্ষার্থীদের মাঝে ভাষা দিবসের চেতনা থাকে না
-- ভূমিমন্ত্রী
ঈশ্বরদী, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ৪৪ বছর পার হলো দেশ স্বাধীন হয়েছে অথচ আফসোস হয় স্বাধীনতা বিরোধী খুনিরা এদেশে রাজনীতি করছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শহিদ মিনার না থাকলে শিক্ষার্থীদের মাঝে ভাষা দিবসের চেতনা থাকতে পারে না। আমরা থাকবো না, আমরা চলে যাবো, কিন্তু মাতৃভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস পরবর্তী প্রজন্মকে স্মরণ করিয়ে দিতে হবে। তিনি বলেন, ২০ বছর পর যারা বেঁচে থাকবেন তারাই এ কথাটির মূল্যায়ন করবেন। তিনি বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনের ইতিহাস কারো কাছ থেকে গল্প শুনে নয়, আমি নিজেই এর সৈনিক।
আজ ঈশ্বরদীর মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহিদ মিনারের উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, সকলের মানসিক জাগরণ ঘটাতে হবে। তিনি আরো বলেন, আজকের দিনে রাজাকার, আলবদর পরিচয়ে ৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা দিলেও লাজ ও লজ্জায় কেউ সামনে এসে দাঁড়াবে না। কারণ কেউ ঘৃণিত ইতিহাসের স্বাক্ষী হয়ে বেঁচে থাকতে চায় না।
শহিদ মিনার উদ্বোধন শেষে মন্ত্রী ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আবদুল গফুর সরদারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদীর এসিল্যান্ড মুকুল কুমার মৈত্র, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বিমান কুমার দাস, উপজেলা প্যানেল চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
#
রেজুয়ান/ফায়জুল/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৭২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৪০
ড. শিরীন শারমিন চৌধুরীর উইমেন লিডারশিপ এচিভমেন্ট এওয়ার্ড লাভ
মুম্বাই (ভারত), ১৪ ফেব্রুয়ারি :
আজ ভারতের মুম্বাইয়ে 2nd World Women Leadership Congress and Award (WWLCA)-২০১৫ শুরু হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী Women Leadership Achievement Award লাভ করেছেন।
অনুষ্ঠানে স্পিকার “Connecting Minds, Creating the Future” শীর্ষক সেশনে বক্তৃতাকালে বলেন, সমগ্র বিশ্বে নারীনেতৃত্ব প্রতিষ্ঠায় যে সকল চ্যালেঞ্জ বিদ্যমান রয়েছে সেগুলো মোকাবিলা করে আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে নারীদের এগিয়ে নিতে নারীসমাজসহ সকলকে একযোগে কাজ করতে হবে।
ড. শিরীন শারমিন বলেন, আগামী দিনে আর্থসামাজিক ও রাজনৈতিকসহ সকল ক্ষেত্রে নারীনেতৃত্ব প্রতিষ্ঠায় যে সকল প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করে উন্নয়নের মূলধারায় নারীকে সম্পৃক্ত করতে হবে। জেন্ডার সমতা তৈরিপূর্বক সমাজে নারী নেতৃত্বকে এগিয়ে নিতে আর্থসামাজিক ও রাজনৈতিক সকল ক্ষেত্রে সরকারের পাশাপাশি সকল বেসরকারি ও কর্পোরেট সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, World Women Leadership Congress সমাজের প্রতিষ্ঠিত নারীদের জন্য একটি অনন্য ফোরাম। সকল ক্ষেত্রে নারীদের সমান সুযোগ সৃষ্টির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে এ ফোরাম গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ ফোরামে সকলের মাঝে সৌহার্দ্য ও সম্পর্ক তৈরির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া নারীদের জন্য একত্রে কাজ করা সম্ভব।
#
ফায়জুল/মোশারফ/রেজাউল/২০১৫/১৭০৮ ঘণ্টা