Handout Number: 3093
12 Illegal Lead Battery Factories Shut Down in Dhaka’s Konapara and Aminbazar
Dhaka, 28 March:
Dhaka, March 28, 2025: In a resolute move to combat air pollution, the Department of Environment (DoE) has shut down 12 illegal lead battery factories operating in Konapara, Jatrabari, and Aminbazar, Savar. These factories were engaged in unauthorized battery dismantling and smelting, posing severe health and environmental hazards.
A joint operation conducted by the DoE and Jatrabari police on the early hours of Friday resulted in the closure of six factories in Konapara, including the sealing of two facilities. These operations uncovered illicit lead smelting activities that were releasing toxic fumes, endangering local residents who had been suffering from respiratory illnesses and other health complications due to prolonged exposure. The operation was supported by local volunteers and community members, who played a crucial role in identifying the locations of these illegal facilities and providing valuable intelligence.
In a separate enforcement drive in Aminbazar, Savar, led to the demolition of six illegal lead smelting furnaces. This action was carried out with the cooperation of the Bangladesh Police and the Rapid Action Battalion (RAB).The affected communities and complainants expressed satisfaction with the DoE’s intervention, welcoming the firm stance taken against these hazardous operations.
During the operation, the DoE also urged the public to remain vigilant and report any similar illegal establishments, emphasizing the importance of collective action in preventing environmental pollutin.The DoE reaffirmed its commitment to continuing rigorous enforcement measures against all forms of air pollution, ensuring a cleaner and healthier environment for all.
#
Dipankar/Suborna/Kanai/1855 hour
তথ্যবিবরণী নম্বর: ৩০৯২
টেলিটকের ডাটা প্যাকেজের দাম কমেছে
ঢাকা, ১৪ চৈত্র (২৮ মার্চ):
রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড গ্রাহকদেরকে সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সুবিধা দিতে সর্বদা সচেষ্ট।
সম্প্রতি সরকারের সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ সাবমেরিন কোম্পানি লিমিটেড তাদের ব্যান্ডউইথ ভাড়া ১০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। উক্ত ভাড়া হ্রাসের সুবিধা গ্রাহক পর্যায়ে পৌঁছে দেয়ার লক্ষ্যে টেলিটক তার বিদ্যমান অধিকাংশ ডাটা প্যাকেজের দাম ১০% হ্রাস করছে যা ঈদের দিন হতে কার্যকর করা হবে এবং তা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বলবৎ থাকবে। আশা করা যাচ্ছে ডাটা ট্যারিফ হ্রাসের ফলে মোবাইল ডাটা গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাবে।
পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চল ও গ্রামীণ জনগোষ্ঠীর কাছে টেলিযোগাযোগ সেবা পৌঁছানোর জন্য হাওর ও দ্বীপাঞ্চলে টেলিটক নেটওয়ার্ক বিস্তার করেছে। দেশে ৪জি প্রযুক্তির বিস্তার এবং ৫জি প্রযুক্তি চালুর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যা ভবিষ্যতে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে। এছাড়া, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ই-গভর্নেন্স ও ই-কমার্স খাতে টেলিটকের অবদান ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি সাবমেরিন ক্যাবল কোম্পানী ব্যান্ডউইথ খরচ হ্রাস করার ফলে ইন্টারনেট ব্যবহারের সুযোগ আরো বৃদ্ধি পাবে এবং দেশের ডিজিটাল অগ্রযাত্রা ত্বরান্বিত হবে।
উল্লেখ্য, টেলিটক সবসময় গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে পণ্য ও সেবা পরিকল্পনা গ্রহণ করে থাকে। একইসঙ্গে টেলিটক উন্নত নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
#
জসীম/দীপংকর/সুবর্ণা/কানাই/২০২৫/১৮৪৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩০৯১
ঢাকার কোনাপাড়া ও আমিনবাজারে ১২টি সীসা ব্যাটারি কারখানা বন্ধ
ঢাকা, ১৪ চৈত্র (২৮ মার্চ):
বায়ুদূষণ করার অপরাধে রাজধানীর যাত্রাবাড়ির কোনাপাড়া এবং সাভারের আমিনবাজার এলাকায় ১২ টি সীসা ব্যাটারি কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর ও যাত্রাবাড়ি থানা পুলিশের যৌথ অভিযানে রাতে কোনাবাড়ির দুটি কারখানা সিলগালাসহ ৬ টি কারখানা বন্ধ করা হয়েছে।
এসকল কারখানায় অবৈধভাবে ব্যাটারি ভেঙ্গে এবং আগুনে গলিয়ে পরিবেশ দূষণ করা হচ্ছিল। এ থেকে সৃষ্ট দূষণের কারণে স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। অভিযানকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা কারখানার অবস্থান চিহ্নিত করতে সহায়তা করেন এবং গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেন।
অন্যদিকে, সাভারের আমিনবাজার এলাকায় অবৈধভাবে সীসা পোড়ানোর ছয়টি ভাট্টি (চুল্লিসহ) গুড়িয়ে দেওয়া হয়। এ অভিযানে বাংলাদেশ পুলিশ ও র্যাব সহযোগিতা করে। অভিযোগকারীরা পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর স্থানীয়দের সচেতন হতে এবং ভবিষ্যতে এ ধরনের দূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানায়। কোথাও এমন অবৈধ কারখানা চালুর তথ্য পাওয়া গেলে পরিবেশ অধিদপ্তরকে অবহিত করার অনুরোধ করা হয়।বায়ুদূষণকারী সকল প্রকার কারখানা ও কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
#
দীপংকর/সুবর্ণা/কানাই/২০২৫/১৮৪৫ ঘণ্টা