Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ মে ২০১৭

তথ্যবিবরণী ২৪ মে ২০১৭

তথ্যববিরণী                                                                                          নম্বর : ১৪৩৯

দশেরে র্দুনীতি দূর করবে ডজিটিাল বাংলাদশে
                                      --- প্রধান তথ্য অফসিার

চট্টগ্রাম, ১০ জ্যষ্ঠৈ (২৪ ম)ে :
প্রধান তথ্য অফসিার কামরুন নাহার বলছেনে, সরকাররে উন্নয়ন র্কামকা-রে প্রচার ও সুফল জনগণরে হাতরে নাগালে পৌঁছে দতিে হব।ে বভিন্নি তথ্য সবো প্রন্টি ও ইলকেট্রনকি মডিয়িাসহ গণমাধ্যম র্কমীরা দয়িে থাকনে। তথ্যপ্রযুক্তরি ব্যবহার বাড়াতে হব।ে দশেরে র্দুনীতি দূর করার জন্য সহায়ক হবে ডজিটিাল বাংলাদশে। 
তনিি আজ চট্টগ্রামরে র্সাকটি হাউজ সম্মলেন কক্ষে আঞ্চলকি তথ্য অফসি, চট্টগ্রাম আয়োজতি প্রধানমন্ত্রী শখে হাসনিার ১০টি বশিষে উদ্যোগ বষিয়ে সাংবাদকিদরে সাথে মতবনিমিয়কালে এসব কথা বলনে। 
তনিি আরো বলনে, দশেরে সকল মানুষরে মৌলকি অধকিার নশ্চিতি করার লক্ষ্যে দারদ্র্যি ও ক্ষুধামুক্ত,ি বাসস্থান, শক্ষিা, চকিৎিসা ও সামাজকি নরিাপত্তার বষিয়কে অগ্রাধকিার প্রদান করছেনে প্রধানমন্ত্রী শখে হাসনিা। এ কারণে তনিি ব্যক্তগিতভাবে জাতরি সামনে ১০টি বশিষে উদ্যোগ তুলে ধরছেনে- যা ‘শখে হাসনিা বশিষে উদ্যোগ’ নামে রাষ্ট্রীয়ভাবে অভহিতি। এ উদ্যোগসমূহরে শতভাগ বাস্তবায়নরে মধ্য দয়িে ২০২১ সালরে মধ্যে ক্ষুধামুক্ত মধ্যম আয়রে বাংলাদশে ও ২০৪১-এর মধ্যে উন্নত বাংলাদশে গড়ে উঠবে বলে তনিি দৃঢ়ভাবে বশ্বিাস করনে। 
সভাপতরি বক্তৃতায় চট্টগ্রাম জলো প্রশাসক মো. জল্লিুর রহমান চৌধুরী বলনে, জাতসিংঘরে ভাষ্যমত,ে এমডজিরি লক্ষ্য র্অজনে বাংলাদশে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে।ে বাংলাদশেকে তাই বলা হয় এমডজিরি ‘রোল মডলে’। টকেসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডজি)িতে সাফল্য র্অজনরে জন্য শখে হাসনিার এ ১০টি বশিষে উদ্যোগ র্কাযকরী ভূমকিা রাখবে এবং বাংলাদশে ২০২১ সালরে মধ্যে ক্ষুধামুক্ত মধ্যম আয়রে দশেে উন্নীত হব।ে
মতবনিমিয় সভায় অতরিক্তি প্রধান তথ্য অফসিার মো. ফজলে রাব্বী, তথ্য অধদিফতররে উপপ্রধান তথ্য অফসিার মাসুদা খাতুন, আঞ্চলকি তথ্য অফসিরে উপপ্রধান তথ্য অফসিার এ কে এম আজজিুল হক, চট্টগ্রাম সভিলি র্সাজন ডা. মোহাম্মদ আজজিুর রহমান সদ্দিকিী, চট্টগ্রাম সাংবাদকি ইউনয়িনরে সভাপতি রয়িাজ হায়দার চৌধুরী ও চট্টগ্রাম প্রসে ক্লাবরে সাধারণ সম্পাদক শুকলাল দাশ উপস্থতি ছলিনে।
#

বশার/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/২১০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৪৩৮

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১০ জ্যৈষ্ঠ (২৪ মে) :

    দশম জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির ৩২তম বৈঠক কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে  আজ সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়।


    কমিটির সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম), মুহিবুর রহমান মানিক এবং  মো. তাজুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বৈঠকে যোগদান করেন।


    বৈঠকে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের আওতাধীন উন্নয়ন প্রকল্পসমূহের কার্যক্রম বাসত্মবায়ন অগ্রগতি সম্পর্কে বিসত্মারিত আলোচনা হয়।


    কমিটি প্রকল্প বাসত্মবায়নে একাধিকবার প্রকল্প পরিচালক পরিবর্তন এবং একই প্রকল্প পরিচালককে একাধিক প্রকল্প পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ করে।

    বৈঠকে প্রকল্প বাসত্মবায়নে মূল অনুমোদিত মেয়াদের তুলনায় অতিরিক্ত সময় বৃদ্ধির বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে প্রকল্প বাসত্মবায়ন ত্বরান্বিত করা এবং গুণগতমান রড়্গার সুপারিশ করা হয়।

    বৈঠকে সড়ক নির্মাণে মানসম্মত উপকরণ ব্যবহার এবং সড়ক দুর্ঘটনা রোধে দড়্গ চালক নিয়োগ, চালকদের নিয়মিত প্রশিড়্গণ প্রদান, হাইওয়ে পুলিশ নিয়োগ, যথাস'ানে ট্রাফিক সিগন্যাল ও রাডার স'াপনের সুপারিশ করা হয়।  


    আইএমইডি-এর ভারপ্রাপ্ত সচিব, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ, মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপসি'ত ছিলেন।

#

নীলুফার/মাহমুদ/আলী/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৪৩৭

সংসদ সচিবালয় কমিশনের বৈঠক 
ঢাকা, ১০ জ্যৈষ্ঠ (২৪ মে) :
সংসদ সচিবালয় কমিশনের ২৮তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। 
 কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ও বিরোধীদলীয় সংসদ সদস্য নূরুল ইসলাম মিলন বৈঠকে অংশগ্রহণ করেন। জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন।  
 জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার, অর্থ বিভাগের সিনিয়র সচিব  হেদায়েতুল্লাহ আল মামুন এনডিসি, গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদুল্লাহ খন্দকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
 বৈঠকে ২০১৭-১৮ অর্থ বছরের বাংলাদেশ জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩১৪ কোটি ৯১ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেয়া হয়। এর মধ্যে অনুন্নয়ন খাতে ২৯৮ কোটি ৪৯ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ১৬ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেয়া হয়। এছাড়া ২০১৮-১৯, ২০১৯-২০ অর্থ বছরের বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়। বৈঠকে ২০১৬-১৭ অর্থ বছরের সংশোধিত বাজেটেরও অনুমোদন দেয়া হয়। 
 এছাড়া বিগত ২৭ তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের ওপর আলোচনা হয়। 
#

মোতাহের/মাহমুদ/আলী/জয়নুল/২০১৭/১৯৫০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৪৩৬

শিল্প কারখানাতে জ্বালানি সাশ্রয়ে প্রণোদনা প্রয়োজন
                                     -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ১০ জ্যৈষ্ঠ (২৪ মে) :

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ বলেছেন, শিল্প কারখানাতে জ্বালানি সাশ্রয় ও জ্বালানি দড়্গতা অর্জনে প্রণোদনা প্রয়োজন। সাশ্রয় উৎপাদনের চেয়ে অনেক লাভজনক। শিল্পমালিক ও জনগণকে এ বিষয়ে সচেতন করতে হবে।

    প্রতিমন্ত্রী আজ ঢাকায় স্রেডার কনভেনশন হলে জ্বালানি দড়্গতা ও সংরড়্গণ কার্যক্রম সম্প্রসারণে অর্থায়ন প্রকল্পের আওতায় অনাপত্তি পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, জ্বালানি মহাপরিকল্পনা ২০৩০ যথাযথভাবে বাসত্মবায়নের মাধ্যমে বাংলাদেশে শিল্পখাতে ৩১ শতাংশ এবং আবাসিক খাতে ৩৫ দশমিক ৯ শতাংশ জ্বালানি সাশ্রয় করা সম্ভব।

    জ্বালানি দড়্গ যন্ত্রপাতি ক্রয়ে ৪ শতাংশ সুদে মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডকে ১২৭ কোটি টাকা, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডকে ১১০ কোটি টাকা, প্রিটি ইকো এপারেলস ভিলেজ লিমিটেডকে ৮৪ দশমিক ৪ কোটি টাকা এবং তিথি টেক্সটাইল মিলস লিমিটেডকে ৫৭ দশমিক ৭৬ কোটি টাকা ঋণ সুবিধা প্রদানের জন্য স্রেডা কর্তৃক অনাপত্তি পত্র প্রদান করা হয়। উক্ত ঋণ সুবিধা গ্রহণের মাধ্যমে জ্বালানি দড়্গ যন্ত্রপাতি ব্যবহারের ফলে পণ্য উৎপাদনে জ্বালানির ব্যবহার হ্রাস পাবে ও উৎপাদন ব্যয় কমবে।

    প্রতিমন্ত্রী এ সময় স'াপত্য, বাড়ি-ঘর ও অবকাঠামো নির্মাণে সাশ্রয়ী জ্বালানির বিষয় অনত্মর্ভুক্তের গুরম্নত্বারোপ করে বলেন, এনার্জি অডিট প্রতিটি শিল্পেই করা উচিত। জাইকা এ খাতে বাংলাদেশকে ৯০০ কোটি টাকা দেয়ায় ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী এ সহায়তা অব্যাহত রাখার অনুরোধ করেন।

    স্রেডার চেয়ারম্যান মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ক্লাইমেট পার্লামেন্টের সভাপতি সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস বক্তব্য রাখেন।

#

আসলাম/মাহমুদ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                  নম্বর : ১৪৩৫
এসডিজি অর্জনে সহায়তা বাড়াতে বিশ্ব স্বাস'্য সংস'ার প্রতি স্বাস'্যমন্ত্রীর আহ্বান
জেনেভা (সুইজারল্যান্ড), ২৪ মে :
স্বাস'্যখাতে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লড়্গ্যমাত্রা (এসডিজি) অর্জনের লড়্গ্যে বাংলাদেশসহ দড়্গিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে সহায়তা বাড়ানোর জন্য বিশ্ব স্বাস'্য সংস'া ও উন্নয়ন সহযোগী সংস'াগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্য আজ বিশ্বব্যাপী দৃষ্টানত্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ অর্জনকে আরো উচ্চতর পর্যায়ে নিয়ে গিয়ে এসডিজি অর্জনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ এবং সে লড়্গ্য নিয়ে নানামুখী পদড়্গেপ হাতে নেয়া হয়েছে। এ অঞ্চলের সম্পদ এবং তথ্যপ্রযুক্তিনির্ভর জ্ঞান ও প্রজ্ঞার সর্বোচ্চ সদ্ব্যবহারের মাধ্যমে স্বাস'্যখাতের চ্যালেঞ্জ মোকাবিলায় অন্য দেশগুলোর সাথে বাংলাদেশ যৌথভাবে কাজ করবে। মানুষের পুষ্টি মান উন্নয়নকে এসডিজি অর্জনের অন্যতম নিয়ামক হিসেবে উলেস্নখ করে বিশ্ব সংস'ার অগ্রাধিকার তালিকায় পুষ্টিকে প্রাধান্য দিয়ে এখাতে বিনিয়োগ বাড়ানোর জন্য তিনি আহ্বান জানান।
মন্ত্রী আজ সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস'্য সংস'ার ৭০তম সম্মেলনের পেস্ননারি অধিবেশনের বক্তৃতায় একথা বলেন। রাশিয়ার স্বাস'্যমন্ত্রী ভেরোনিকা স্কোভর্তসোভা (ঠবৎড়হরপধ ঝশাড়ৎঃংড়াধ) এ অধিবেশনে সভাপতিত্ব করেন। সম্মেলনে ১৯০টিরও বেশি দেশের স্বাস'্যমন্ত্রী, স্বাস'্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বাস'্য বিশেষজ্ঞগণ অংশ নিচ্ছেন। সংস'ার মহাপরিচালক মার্গারেট চ্যান গত ২২ মে সম্মেলনের উদ্বোধন করেন।
স্বাস'্যমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়নের পথে বাংলাদেশের অগ্রগতি অনেক ‘মিথ’কে ভুল প্রমাণিত করেছে। বর্তমান সরকারের রাজনৈতিক সদিচ্ছার কারণেই বাংলাদেশ থেকে অনেক সংক্রামক রোগ নির্মূল হয়েছে। শিশু মৃত্যু হার কমানোর সাফল্যের জন্যে জাতিসংঘ প্রধানমন্ত্রীর হাতে বিশেষ পুরস্কার তুলে দিয়েছে। টিকাদান কর্মসূচির আওতায় দেশের প্রায় শতভাগ শিশুকে নিয়ে আসা গেছে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস'্য কমপেস্নক্সের পাশাপাশি গ্রাম পর্যায়ে প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক স'ানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততায় সাধারণ মানুষের দোরগোড়ায় যে মৌলিক স্বাস'্যসেবা পৌঁছে দিতে সড়্গম হয়েছে তা অনেক দেশের জন্য আজ উদাহরণ।
শিশু মৃত্যু হারের অর্জনকে এগিয়ে নিয়ে এসডিজি অর্জনের ড়্গেত্রে ইনঅ্যাকটিভেটেড পোলিও ভ্যাকসিনসহ নতুন নতুন ভ্যাকসিনের স্বল্পতা দূরীকরণে বিশ্ব স্বাস'্য সংস'ার সহায়তা চান তিনি।
বিশ্ব স্বাস'্য সংস'ার ৭০তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে গত ২০ মে জেনেভা যান স্বাস'্যমন্ত্রী। সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি মহাপরিচালক মার্গারেট চ্যান, সংস'ার দড়্গিণ-পূর্ব এশীয় অঞ্চলের পরিচালক পুনম ড়্গেত্রপাল সিং এবং গেস্নাবাল ফান্ডের সাথে পৃথক বৈঠক করে স্বাস'্যখাতে বাংলাদেশের অর্জন ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরে ভবিষ্যতে এসডিজি অর্জনে বাংলাদেশেকে সহায়তা অব্যাহত রাখার জন্য তাঁদের প্রতি আহ্বান জানান।
প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে স্বাস'্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোখসানা কাদের, বিএমআরসি’র সভাপতি অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, বিএসএমএমইউ’র উপ-উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এস কে রায় ও বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় রয়েছেন।  
#
পরীড়্গিৎ/মাহমুদ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৪৩৪

বিকেএসপিকে চীনের সহযোগিতার আশ্বাস

হাংজু (চীন), ১০ জ্যৈষ্ঠ (২৪ মে) :
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)কে সেন্টার অভ্ এক্সেলেন্সে রূপান্তরে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার গতকাল চীনের হাংজুতে এন্টি ডোপিং অন স্পোর্টস বিষয়ে অনুষ্ঠিত ১৪তম এশিয়া ওসেনিয়া অঞ্চলের ইন্টার গভর্মেন্টাল মিনিস্টেরিয়াল মিটিংয়ে অংশগ্রহণ শেষে চীনের ভাইস মিনিস্টার লি ইং চুয়ান (খর ণরহম ঈযঁধহ) এর সাথে এক বৈঠকে মিলিত হন।
ড. বীরেন শিকদার বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নের পাশাপাশি এন্টি ডোপিং কার্যক্রম গ্রহণের বিভিন্ন দিক তুলে ধরেন। মিঃ চুয়ান ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন এবং এন্টি ডোপিং নিয়ে বাংলাদেশের আগ্রহের প্রশংসা করে এন্টি ডোপিংয়ের সক্ষমতা বৃদ্ধিতে বিকেএসপিতে স্পোর্টস মেডিসিন ও স্পোর্টস সায়েন্স বিষয়ে একটি অত্যাধুনিক ল্যাবরেটরি স্থাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া বিকেএসপিকে সেন্টার অভ্ এক্সেলেন্স-এ উন্নীতকরণ ও বাংলাদেশে অত্যাধুনিক  ক্রীড়া স্থাপনা নির্মাণে চীনের সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি ক্রীড়া ক্ষেত্রে উভয় দেশের দ্বিপাক্ষিক সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশের কোচ ও খেলোয়াড়দের চীনের ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণের ক্ষেত্র সম্প্রসারণের আশ্বাস প্রদান করেন।
#

শফিকুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৪৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৪৩২

রপ্তানি বাজার সম্প্রসারণ করতে হবে
                      --- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ১০ জ্যৈষ্ঠ (২৪ মে) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিশে^র অনেক দেশ এখন বাংলাদেশকে ডিউটি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা দিচ্ছে। সে সব দেশে রপ্তানি বাজার সম্প্রসারণ করতে হবে। এ ছাড়া বিশে^র যেখানে বাংলাদেশের পণ্যের চাহিদা রয়েছে, সেখানেই যেতে হবে। শুধু ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। রপ্তানিকারকদের এ জন্য আরো বেশি তৎপর হওয়া প্রয়োজন। সরকার সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রপ্তানি আয় বৃদ্ধির জন্য রপ্তানি পণ্য সংখ্যা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণকে বেশি গুরুত্ব দিয়েছে। তৈরি পোশাকের পাশাপাশি আইটি, ঔষধ, ফার্নিচার, জাহাজ নির্মাণ, চামড়া, পাটপণ্য এবং কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধির জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। অনেক পণ্য রপ্তানিতে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। 
তিনি আজ ঢাকায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘ট্রেড এন্ড এক্সচেঞ্জ রেট পলিসিজ ফর এক্সপোর্ট ডাইভারসিফিকেশন’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ বিশে^র মধ্যে রপ্তানি ক্ষেত্রে খুব ভালো অবস্থানে রয়েছে। তথ্যপ্রযুক্তি এবং ঔষধ রপ্তানি ক্ষেত্রে উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে। এলডিসিভুক্ত দেশ উন্নত দেশে ঔষধ রপ্তানির ক্ষেত্রে শর্ত শিথিলের মেয়াদ আগামী ২০৩৩ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এলডিসিভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ এ সুযোগ কাজে লাগাতে পারে। বাংলাদেশের সে সক্ষমতা আছে। ২০২১ সালের মধ্যে অগ্রাধিকারভুক্ত আইটি, ঔষধ, ফার্নিচার, জাহাজ নির্মাণ, চামড়া, পাটপণ্য এবং কৃষিপণ্য খাতের রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
পলিসি রিসার্চ ইনস্টিটিউট অভ্ বাংলাদেশ (পিআরআই) এর চেয়ারম্যান ড. জায়েদি সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআই-এর ভাইস চেয়ারম্যান ড. সাদেক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি’র নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ^ব্যাংকের লিড ইকনোমিস্ট এন্ড কান্ট্রি সেক্টর কো-অর্ডিনেটর ড. জাহিদ হোসেন, বিজিএমই-এর প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, চামড়াজাত পণ্য রপ্তানিকারকদের প্রতিনিধি মো. সাইফুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন পিআরআই-এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর।
#

বকসী/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮১৫ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৪৩১ 

কাজে মেধা ও সততার প্রতিফলন ঘটাতে হবে
                                     -- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ঢাকা, ১০ জ্যৈষ্ঠ (২৪ মে ) :                                                                         
    জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, ‘রূপকল্প-২০২১’ ও ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নে  প্রশাসনের কাজে মেধা, কর্মদক্ষতা, যোগ্যতা ও সততার প্রতিফলন ঘটাতে হবে। তিনি জনগণের কল্যাণে সর্বদা নিয়োজিত থেকে সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচি ও উন্নয়ন প্রকল্প সুচারুভাবে বাস্তবায়নের জন্য নবীন কর্মকর্তাদের আহ্বান জানান। 
    প্রতিমন্ত্রী আজ সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৬৪তম বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।    বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর ড. এম আসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান। 
    তিনি বলেন, জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে তাদের সেবা নিশ্চিত করতে হবে। দেশের জনগোষ্ঠীর মুখে হাসি ফোটানো, তাদের আশ্বস্ত করা এবং তাদের বিশ্বাস অর্জন করা প্রত্যেক সরকারি কর্মচারীর মহৎ দায়িত্ব। তিনি সার্ভিসের একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ ও ফেলো-ফিলিংয়ের ওপর গুরুত্ব দিয়ে বলেন, একে অপরের সুখে দুঃখে সঙ্গ দিতে হবে। নিজেদের বড়মাপের মানুষ হিসেবে প্রমাণ করতে হবে।

#
মাসুম/নুসরাত/গিয়াস/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১৫৫৩ ঘণ্টা
 

    তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৪৩০

রমজানের ঈদে বিআরটিসি’র নয়শত বাস প্রস্তুত থাকবে
                                               --সেতুমন্ত্রী
ঢাকা, ১০ জ্যৈষ্ঠ (২৪ মে ) :                                                                         
    রমজানের ঈদে ঘরমুখী যাত্রীদের সেবাপ্রদানে বিআরটিসি’র নয়শত বাস প্রস্তুত থাকবে। পাশাপাশি তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবিলায় মহাখালী, গাবতলী, যাত্রাবাড়ি ও সায়েদাবাদ টার্মিনালে পঞ্চাশটি বাসও প্রস্তুত থাকবে। এছাড়া যাত্রীসেবা প্রদানের বিষয়াদি তদারক করতে খোলা হবে নিয়ন্ত্রণ কক্ষ।
    সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ কমলাপুর বাস ডিপোতে বিআরটিসি’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ও গ্র্যাচুইটির চেক বিতরণ এবং আসন্ন ঈদে বিআরটিসি’র সেবার মান বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান।
    ইতোমধ্যে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বিআরটিসি’র জন্য ছয়’শ বাস এবং পাঁচ’শ ট্রাক সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ডিসেম্বর নাগাদ বাস ও ট্রাকের বহর ঢাকায় আসতে শুরু করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
    মন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিসি’র তিনটি মনিটরিং টিম নিয়মিত কার্যকর রাখা হবে। এছাড়া সড়কে যানবাহনের কোনো প্রকার সমস্যা হলে তাৎক্ষণিকভাবে মেরামতের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট চারটি কারিগরি টিম টাঙ্গাইল, বগুড়া, রংপুর এবং কাঁচপুর ব্রিজ এলাকায় স্ট্যান্ডবাই রাখা হবে।
    এর আগে মন্ত্রী বিআরটিসি’র অবসরপ্রাপ্ত ২১ জন কর্মকর্তা-কর্মচারীর অনুকূলে পেনশন ও গ্র্যাচুইটির বকেয়া পাওনার চেক তুলে দেন।

    #
নাছের/নুসরাত/গিয়াস/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১৫৩৬  ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৪২৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্ড প্রদান শুরু 
ঢাকা, ১০ জ্যৈষ্ঠ (২৪ মে ) :                                                                         
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্র্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ইইঅ, ইঊফ, অগঞ, ঋউঞ, কগঞ, ঈঝঊ, ঊঈঊ, ঞঐগ ও ঞগঝ প্রফেশনাল কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ২৪ মে থেকে ১৫ জুন পর্যন্ত নির্দিষ্ট ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং/ৎবমরপধৎফ লিঙ্কে গিয়ে ঈড়ষষবমব ষড়মরহ এ ঈষরপশ করে  টংবৎ হধসব ও ঢ়ধংংড়িৎফ ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্ড ফড়হিষড়ধফ করা যাবে।

#
ফয়জুল/নুসরাত/গিয়াস/শহিদ/সুবর্ণা/রফিকুল/শামীম/২০১৭ /১৫৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৪২৮ 

 জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা 
২৮ মে প্রকাশিত হবে 
ঢাকা, ১০ জ্যৈষ্ঠ (২৪ মে ) :                                                                         

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা ২৮ মে ২০১৭ তারিখ প্রকাশ করা হবে। 
             উক্ত ফলাফল বিকেল ৪ টায় যেকোনো মোবাইল থেকে ঝগঝ এর মাধ্যমে হঁ<ংঢ়ধপব>ধঃসভ<ংঢ়ধপব>ৎড়ষষ লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে এবং ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং  অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ থেকে পাওয়া যাবে।

তথ্যবিবরণী                                                                                         নম্বর :১৪২৭ 
 জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা, ১০ জ্যৈষ্ঠ (২৪ মে ) :                                                                         
    ২০১৬ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফল আজ  প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ৩০টি অনার্স বিষয়ে ৬৮৭ টি কলেজের ২৩৬ টি কেন্দ্রের মাধ্যমে মোট  ২ লাখ ৪৭ হাজার ৮৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২ লাখ ৩০ হাজার ৪৫০ জন দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হার শতকরা ৯২ দশমিক ৯৮। 
    প্রকাশিত ফল ঝগঝ এর মাধ্যমে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে হঁ<ংঢ়ধপব>য১<ংঢ়ধপব> জবমরংঃৎধঃরড়হ ঘড় লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ / িি.িহঁনফ.রহভড় থেকে জানা যাবে।
 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৪২৬

শ্রমঘন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার জরুরি
                   ---শিল্পমন্ত্রী

ঢাকা, ১০ জ্যৈষ্ঠ (২৪ মে ) :                                                                         
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে হাইটেক শিল্পের চেয়ে শ্রমঘন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার জরুরি বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। 
মন্ত্রী আজ রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) টুল ইনস্টিটিউট ভবনের নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
তিনি বলেন, ম্যানুফ্যাকচারিং হালকা প্রকৌশল শিল্প প্রসারের মাধ্যমে দেশে ব্যাপকহারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা হালকা প্রকৌশল শিল্পের জন্য ঢাকার কেরানীগঞ্জে একটি পরিকল্পিত শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে। কেমিক্যাল, প্লাস্টিক ও মুদ্রণ শিল্পের জন্যও পৃথক শিল্পনগরী গড়ে তোলার কাজ চলছে বলে তিনি জানান। 
মন্ত্রী বলেন, শিল্পায়নের লক্ষ্য অর্জনে দেশে বিপুল পরিমাণে কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল প্রয়োজন। শিল্পোন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিতের হার মাত্র ১০ শতাংশ। দক্ষতার অভাবে বাংলাদেশের প্রায় এক কোটি লোক বিদেশে চাকরি করলেও তারা ন্যায্য মজুরি পাচ্ছে না। দেশব্যাপী যে একশ’টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে, সেগুলো সচল রাখতে ব্যাপকহারে কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দেন তিনি। 
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ‘ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি’ এর ঘোষণা বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। বিটাকের মাধ্যমে বেকার যুবক ও যুব মহিলাদের গুরুত্ব দিয়ে হাতে কলমে কারিগরি প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত  পুরুষ ও মহিলাসহ সর্বমোট ১৯ হাজার ৩৩২ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৬১০ জন প্রশিক্ষণ সমাপ্ত হবার সাথে সাথেই চাকরি পেয়েছেন। কেউ কেউ নিজেরাই উদ্যোক্তা হয়ে কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করছেন। টুল ইনস্টিটিউট চালু হলে, দেশেই বিশ্বমানের হালকা প্রকৌশল পণ্য ও খুচরা যন্ত্রাংশ তৈরি সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।  

#

জলিল/নুসরাত/গিয়াস/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১৪৫৪  ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৪২৫


কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদ্যাপনের উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার

ঢাকা, ১০ জ্যৈষ্ঠ (২৪ মে ) :     
                                                                                         
    জাতীয় কবি কাজী নজরুর ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী উদ্যাপনের উদ্বোধন অনুষ্ঠান আগামী     ২৫ মে, বৃহস্পতিবার বিকাল ৩টা ৩০ মিনিটে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। 
    উক্ত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বিটিসিএল লাইনের মাধ্যমে বাংলাদেশ বেতার ঢাকা-ক অর্থাৎ ৬৯৩ কিলোহার্জে ও এফ এম ১০৩ দশমিক ২ মেগাহার্জে এবং ওয়েব সাইট িি.িনপঃধৎ.মড়া.নফ থেকে সরাসরি সম্প্রচার করবে।

 
#
আবদুল/নুসরাত/সুবর্ণা/রফিকুল/শামীম/২০১৭/১২০৫ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৪২৪

বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণায় বিশেষ গুরুত্ব দেয়া উচিত
                                              ---বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ১০ জ্যৈষ্ঠ (২৪ মে ) :     
                                                                                         
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণায় বিশেষ গুরুত্ব দেয়া উচিত। মেধা চর্চার পথ অবারিত করতে হবে। নিজ তাগিদ থেকেই পড়া-লেখা করলে দ্রুত উন্নতি করা সম্ভব। 
    প্রতিমন্ত্রী ২৩ মার্চ নর্থ সাউথ ইউনিভার্সিটির ২৫ বছর পূর্তি উপলক্ষে এলামনাই নাইট উদ্যাপন অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
    তিনি বলেন, নিজেদের মধ্যে কানেকটিভিটি তৈরি করতে এলামনাই এসোসিয়েশন গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এই কানেকটিভিটিই নিজেদের ও দেশের উন্নয়নে কাজ করবে। নন-রেসিডেন্ট বাংলাদেশিরা দেশের জন্য কাজ করতে চায়; প্রয়োজন শুধু যথাসময়ে তাদের সাথে যোগাযোগ করা। ডেমোগ্রাফিক ডেভিডেন্টের সুবিধা কাজে লাগিয়ে আজকের তরুণরাই সিনিয়রদের সাথে সমন্বয় করে উন্নত দেশ গড়বে। 
    অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিমউদ্দিন আহমেদ ও ভিসি প্রফেসর আতিকুল ই

Todays handout (9).docx